#Demon_King#
পর্ব:১৮৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
সময় থেমে গিয়েছে। চারিদিক দিয়ে স্রোত বয়ে যাচ্ছিলো। এমন একটা জায়গা যেখানে কোনো কিছুর অস্তিত্ব ছিলো না। এই অজানা জায়গার মধ্যে এলেক্স হারিয়ে গিয়েছে। তার চারিদিক দিয়ে শুধু সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছিলো সে। সে সাদা ব্যাকগ্রাউন্ডের মাঝ দিয়ে হালকা সাদা স্রোতের মতো কিছু একটা বয়ে যাচ্ছে। এই সাদা জায়গার মধ্যে এলেক্স কতক্ষণ আটকা রয়েছে সেটা সে নিজেও জানে না। সময় সেটা এখানে কাজ করে না। এমন একটা জায়গা যেখানে ন্যাচারাল কোনো নিয়মই নেই। এলেক্স কত সময় যাবৎ হেটে যাচ্ছে সেটা সে নিজেও জানে না। তার চোখ অর্ধ বন্ধ অবস্থায় ছিলো। মনে হচ্ছিলো যে কোনো সময়েই সে ঘুমিয়ে পরবে, কিন্তু এমন কিছু হচ্ছিলো না। সে অর্ধ বন্ধ করা চোখ নিয়েই হেঁটে যাচ্ছিলো। এই জায়গাটার শেষ সে দেখতে চাচ্ছিলো।
-> আরেকটু, আরেকটু হলেই আমি পৌঁছে যাবো আমার গন্তব্যে। (এলেক্স)
এলেক্স কোথাও পৌঁছাচ্ছে না তারপরও সে হেঁটে যাচ্ছিলো। সে আশা করছিলো হয়তোবা কোনো না কোনো সময়ে সে পৌঁছে যাবে এই জায়গার শেষ প্রান্তে। কিন্তু সেটা শুধুমাত্র এলেক্সের ভাবনা ছিলো। ঠিক এই সময়েই এলেক্সের চারিদিকে সাদা ব্যাকগ্রাউন্ড কাঁচের মতো ভেঙে গেলো। সব কিছু ভেঙে চুরমার হওয়ার সাথে সাথেই এলেক্সের ঘুম ভেঙে গেলো। সে লাফিয়ে উঠলো তার ঘুম থেকে। কোথায় ছিলো সেটা দেখতে চাইলে নিজেকে আবিষ্কার করলো একটা রুমের মধ্যে, রুমটা অনেক বিশাল ছিলো। যে বেডে এলেক্স শুয়ে ছিলো সেটার উপরেই প্রায় দশ থেকে পনেরো জন এমনি শুয়ে গড়াগড়ি করতে পারবে। এলেক্স উঠলো, তার মাথা অনেক যন্ত্রনা করছিলো। কি হয়েছে পূর্বে তার কিছুটা জিনিস সে মনে করতে পারছিলো না। এই জায়গার আশার পূর্বে তার সাথে কি হয়েছে সেটাকে মনে করার অনেক চেষ্টা করতে লাগলো।
-> আমি এরকম কখনো ফিল করি নি। বার বার স্মৃতি গুলো মনে করতে গেলে মনে হচ্ছে কোনো কিছু আমার মাথায় হাতুড়ি দিয়ে বারি দিচ্ছে। (এলেক্স)
এলেক্স তার মাথাকে ধরে উক্ত কথাটা বললো। এলেক্স কোথায় আছে সেটার প্রথমে দেখার চেষ্টা করলো। সেটা করার জন্য এলেক্স যে রুমে ছিলো সেটার বেলকনিতে পৌঁছে গেলো। রুমটা বিশাল ছিলো, যার মধ্যে রাজকীয় একটা ভাব থাকায় এলেক্স ছোট খাটো ভাবে আন্দাজ করতে পারছিলো সে কোথায় আছে। তার পরও এলেক্সকে সিওর হতে হবে। এলেক্স বেলকনিতে দাঁড়িয়ে ছিলো ঠিক সেই সময়েই একজন ব্যক্তি এলেক্সের থাকা রুমের মধ্যে প্রবেশ করলো। সে ব্যক্তি এলেক্সকে দেখতে না পেয়ে বেলকনির দিকে ফিরে আসলো। বেলকনির দিকে ফিরে আসার সাথে সাথে সে নিজের হাতকে বুকের সামনে রেখে কিছুটা ঝুঁকে এলেক্সকে সম্মান জানালো।
-> প্রিন্স, আমার নাম দেমিট্রি, আমি এই প্যালেসের বাটলার। কুইনের আদেশে আমি এসেছি আপনার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা সেটা জানার জন্য।
কালো একটা কোর্ট এবং প্যান্ট পরে থাকা ব্যক্তিটা অনেক সুন্দর করে কথাটা উপস্থাপন করতে শুরু করলো। এলেক্স পিছে ফিরে তার দিকে তাকালো।
-> তাহলে আমি সিক্রেট কিংডমে চলে এসেছি? (এলেক্স)
-> জ্বী প্রিন্স, টুর্নামেন্টের শেষের সময়ে আপনি নিজের সেন্স হারিয়ে ফেলেছিলেন। আর এরপর আপনাকে এখানে নিয়ে আসা হয়। (বাটলার)
এলেক্স বাটলারের দিক থেকে আবারো বেলকনি থেকে বাইরের দিকে তাকালো। এবার বলতে শুরু করলো,
-> কি হয়েছিলো টুর্নামেন্টের শেষে? আমি সঠিক ভাবে মনে করতে পারছি না। (এলেক্স)
এলেক্সের হঠাৎ প্রশ্নে বাটলার কিছুটা বিচলিত হয়ে গেলো। সে তারপরও সুন্দর করে বলতে শুরু করলো।
-> সেটা না হয় পরে শুনতে পারবেন প্রিন্স। আপনি পুরো তিন দিন সেন্স লেস অবস্থায় আছেন, তাই আমার মনে হয় আপনার প্রথমে কিছু খেয়ে নেওয়া উচিত। (বাটলার)
বাটলার কথাটা বলে হাতের আঙ্গুল দিয়ে চুটকি বাজালো। সাথে সাথে বাইরে থেকে দরজা খুলে দুজন মেইড চলে আসলো। তাদের হাতে একটা গাড়ির মতো কিছু একটা ছিলো যার মধ্যে খাবার রাখা ছিলো। এলেক্স আবারো ফিরলো বাটলারের দিকে।
-> আমি খাবার চাই নি, বরং আমি শুনতে চেয়েছি টুর্নামেন্টের শেষে কি হয়েছিলো।
এলেক্স কথাটা সাধারণ স্বরে বললেও তার শরীর থেকে কালো একটা এনার্জি বের হয়ে মুহুর্তের মধ্যে ভয়ানক একটা মনস্টারে আকার নিলো। যেটা দেখতে পেয়েই বাটলারের শ্বাস বন্ধ হয়ে আসছিলো। রুমের ভিতরে দুজন মেইড প্রবেশ করা দেখতে পেয়ে এলেক্স আবারো বাইরের দিকে তাকালো। বাটলার শুধু যে এলেক্সের উপরে কালো একটা মনস্টার দেখেছে এমন নয়। বরং এলেক্সের চোখের দিকে যখন সে তাকিয়েছিলো চারিদিকে শুধু ডিসট্রাকশন দেখতে পাচ্ছিলো। এলেক্স অন্যদিকে তাকানোর কারনে তার এনার্জি তার শরীরে চলে আসলো। বাটলার হাঁপাচ্ছিলো। সে এবার বলতে শুরু করলো।
-> আমি দুঃখিত প্রিন্স, তবে কুইন আমাকে আদেশ দিয়েছেন আপাতোতো আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আপানকে এসব সম্পর্কে কিছু না বলতে। (বাটলার)
বাটলার কথাটা বলেই হেঁটে খাবারের গাড়ির কাছে চলে আসলো। সে সব গুলো খাবারের ঢাকনা খুলে দিয়ে প্রস্তুত করতে শুরু করলো যাতে এলেক্স সেটাকে খেতে পারে কোনো রকম সমস্যা ছাড়ায়।
-> প্রিন্স, আপনি খেয়ে নিন। কুইনের কাছে আপনার উঠার সংবাদ চলে গিয়েছে। তিনি খুব দ্রুত আপনার সাথে দেখা করার অপেক্ষায় আছে। কিন্তু আপনি প্রিন্স হওয়ার কারণে আপনাকে অফিসিয়াল ভাবে থ্রোন রুমে উপস্থিত থাকতে হবে। (বাটলার)
এলেক্স খাবারের দিকে তাকালো। তার পেটে ক্ষুধা ছিলো কিন্তু সেখানের কোনো কিছুই তার খেতে মন চাচ্ছিলো না। তাই সে দরজার দিকে রওনা দিতে চাচ্ছিলো।
-> প্রিন্স, কোথায় যাচ্ছেন? কিছু খেয়ে নিন। (বাটলার)
এলেক্স কোনো রকম কথা না বলেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেলো। কিন্তু বাইরে বের হওয়ার পর কোন দিকে যাবে সেটা বুঝতে পারছিলো না। তিনদিকেই রাস্তা ছিলো যাওয়ার, কিন্তু সে কোনদিকে যাবে সেটা বের করতে পারছিলো না।
❝যেমনটা কুইনের পাশে থেকে আমি অনুভব করেছিলাম টুর্নামেন্টের শেষে, এখনো ঠিক সেই অউরা প্রিন্সের চারপাশ দিয়ে রয়েছে। এই অনুভূতিটা, মনে হচ্ছে প্রিন্সকে কোনো ডিম্যান প্রজেস করেছে।❞ (বাটলার ভাবছে)
বাটলার ভয় পাচ্ছিলো এলেক্সের ব্যবহারে, কারণ এলেক্স কেমন সেটা সম্পর্কে তার ধারনা নেই। তাছাড়া টুর্নামেন্টের শেষের অংশটা এখনো মনে গেঁথে রয়েছে তার মনে। কোনো রকমের কথা না বলে সে এগিয়ে গেলো এলেক্সের দিকে। মুখে সুন্দর একটা হাসি নিয়ে সে বলতে শুরু করলো,
-> প্রিন্স আমাকে অনুসরণ করুন। আমি আপনাকে থ্রোন রুমে নিয়ে যাচ্ছি। (বাটলার)
বাটলার প্রথমে হাঁটতে শুরু করলো। তাকে অনুসরণ করতে শুরু করলো এলেক্স। কিছুক্ষণের মধ্যেই এলেক্স পৌঁছে গেলো থ্রোন রুমে। যার বিশাল সিংহাসনের মধ্যে বসে ছিলো মারিয়া। অন্যান্য কিংডমের সিংহাসনের মতো ছিলো না এখানে। অন্যান্য কিংডমের কিং এর পাশে কুইনের একটা আসন বরাদ্দ থাকে। কিন্তু এইখানে শুধুমাত্র একটা আসনই ছিলো সবার উপরে। তার নিচে ডান পাশে একটা রাজকীয় সাজে একটা আসন ছিলো যেটা খালি এবং বাম পাশে একটা আসন রয়েছে যার উপরে মিনিস্টার বসে আছে। এরপরে নিচে সমান করে দুই পাশে বেশ কিছু আসন রয়েছে যেখানে রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি বসে আছে। এলেক্স বাটলারকে ফলো করে থ্রোন রুমে ঢোকার পরে বাটলার বলতে লাগলো।
-> প্রিন্স আপনি এগিয়ে যান। (বাটলার)
এলেক্স এগিয়ে যেতে শুরু করলো সামনের দিকে। এলেক্স তার ইনফো স্কিল ব্যবহার করেছে। সামনে প্রায় যত ব্যক্তি ছিলো তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তির লেভেল এলেক্স দেখতে পারছিলো না। তাছাড়া এই রুমের বিভিন্ন জায়গায় লুকায়িত অবস্থায় বেশ কিছু ব্যক্তি ছিলো যারা কুইনের প্রটেকশন করতে ব্যস্ত ছিলো। এলেক্স এগিয়ে যাচ্ছিলো, সে খেয়াল করলো তার দিকে তাকিয়ে সবাই একে অপরের সাথে কিছু একটা বলছিলো। কথাগুলো আস্তে বললেও এলেক্সের কানে যেতে বাধলো না সেগুলো।
-> আমরা কি আদৌও চুপ থাকবো?
-> চুপ না থেকে এখানে কিছু করার আছে? সে কুইনের আসল সন্তান। তাই তার বিরুদ্ধে আমরা কিছু বললে কুইন আমাদের শাস্তি দিবেন।
-> কিন্তু টুর্নামেন্টে তো সবাই খেয়াল করেছেন তাই না? সে একটা ডিম্যানের সাথে কন্ট্রাক করেছে। তাকে আমাদের কিংডমে রাখা মানে আমাদের গডদের বিরুদ্ধে চলে যাওয়া।
-> ঠিকই বলেছেন, আমাদের কুইন এই বিষয়টা সাপোর্ট করলে সেও আমাদের গডের বিরুদ্ধে যাবে। আমরা একটা ছেলের জন্য আমাদের পুরো মানবজাতিকে বিনাশের দিকে নিয়ে যেতে পারি না।
এলেক্স কথাগুলো শুনছিলো, কিন্তু সে বুঝতে পারছিলো না তারা কি নিয়ে কথা বলছিলো। তাই সে হেঁটে গেলো এবং একদম কুইনের সামনে গিয়ে দাঁড়ালো। কুইন কিছু বলছিলো না। তার চেহারা একদম কঠিন ছিলো। এলেক্সের মতোই কোনো এক্সপ্রেশন সে চেহারায় ছিলো না। সবাই তাকিয়ে ছিলো এ অবস্থায় কি হয় সেটা জানার জন্য। কেউ কিছু বলতে যাবে তার পূর্বেই কুইনের কিছুটা নিচে বাম পাশে থাকা মিনিস্টার তার আসন থেকে উঠলো। সে দাঁড়ানোর সাথে সাথেই নিজের হাতটা এলেক্সের দিকে রাখলো। এলেক্সের শরীরে গ্রাভিটি ফোর্স প্রেসার দিয়ে তাকে নিজের হাঁটুতে বসিয়ে দিলো। এলেক্স অনেক কষ্টে তার সকল স্ট্রেন্থের সাহায্যে নিজের হাঁটুতে বসে রইলো। তার মনে হচ্ছিলো বিশাল একটা পাহাড় তার উপরে ফেলে দেওয়া হয়েছে। এই সময়ে মিনিস্টার বলতে শুরু করলো।
-> টুর্নামেন্টের পর থেকে একটা গুজব শোনা যাচ্ছে যা পুরো টাওয়ারের মধ্যে শুধু যে আমাদের কিংডমের সম্মানকে বিনাশ করছে না বরং আমাদের সিক্রেট কিংডমের হাজারো বছরের রয়েল ব্লাডকেও অসম্মান করতে সক্ষম করেছে। তাই আজকে আমি আমাদের কুইনের জায়গায় এই বিষয়ের একটা সমাধান করছি। প্রথমত আমাদের রয়েল ফ্যামিলির প্রিন্স হৃদয় এডিরামা ডি জোফার্ড ভন এলেক্স এর দিকে লক্ষ্য করি আমরা। সে ব্যতীত এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সবাই জানি আমাদের কিংডম আমাদের স্কাই গডের প্রটেকশনে রয়েছে। আমাদের গড আমাদের ভালোবাসলেও একটা জিনিসই সে অপছন্দ করেন সেটা হলো কেউ যদি কোনো ডিম্যান কিংবা ডেভিলের সাথে কন্ট্রাক করে। আর এখন পুরো টাওয়ার জানতে পেরেছে আমাদের একমাত্র প্রিন্স একটা ডিম্যানের সাথে কন্ট্রাক করেছে, যা আমাদের কিংডম এবং রয়েল ব্লাডের জন্য অনেক বড় একটা অপমান স্বরূপ। তাছাড়া আমাদের এ কারণের জন্য আমাদের স্কাই গড তার প্রটেকশন হয়তো আমাদের নাও দিতে পারেন এটা নিয়ে আমরা সবাই চিন্তিত। কিন্তু সব জিনিস শুধুমাত্র দেখার মাধ্যমেই বিশ্বাস করে নেওয়াটা অনেক বড় একটা অন্যায় এর কাজ। যা আমরা প্রথম প্রিন্সের সাথে করেছিলাম। তাই সে ভুলটা দ্বিতীয়বার না করে আমরা এবার প্রমাণ বের করবো। (মিনিস্টার)
এলেক্স আর চেষ্টা করলো না। তার স্ট্রেন্থ ব্যবহার না করেও সে হাঁটু পর্যন্ত নেমে ছিলো। নিচ থেকে একটা গ্রাভিটি ফোর্স তাকে উপরের দিকে তুলছিলো এবং উপর থেকে একটা মারাত্মক গ্রাভিটি ফোর্স তাকে নিচের দিকে। মাঝখানে সে স্যান্ডুয়েজ হয়ে রয়েছে। মিনিস্টার কি বলছিলো সেটা স্পষ্ট শুনতে পাচ্ছিলো সে, কিন্তু কি বোঝাচ্ছিলো মিনিস্টার, সেটায় বুঝতে পারছিলো না এলেক্স।
-> সব কিছু শুরু করার পূর্বে আমি শুধু জানতে চাচ্ছি এই রুমের মধ্যে কোন কোন ব্যক্তি বিশ্বাস করেন যে আমাদের দ্বিতীয় প্রিন্সও ডিম্যানের সাথে কন্ট্রাক তৈরি করেছে। যারা সহমত প্রকাশ করছেন তারা এগিয়ে আসুন।
মিনিস্টার কথাটা শেষ করার সাথে সাথে পুরো থ্রোন রুম চুপ হয়ে গেলো। পুরো থ্রোন রুমের মধ্যে একটা ব্যক্তিও প্রথমে কোনো কিছু করলো না। তবে তাদের মধ্যে কথা হতে লাগলো,
-> প্রথম প্রিন্সের সময়েও তো এরকম ভোট হয়েছিলো তাই না?
-> প্রায় সব গুলো ব্যক্তি সম্মতি জানিয়েছিলো যে প্রথম প্রিন্স একজন ডিম্যানের সাথে কন্ট্রাক তৈরি করেছিলো। আর এ কারণেই তাকে হত্যা করা হয়েছিলো।
-> তাহলে কি এবারো তেমন কিছু একটা হবে?
-> যেহেতু মিনিস্টারকে আমরা সাপোর্ট করি, তাই আশা করছি তেমনি কিছু একটা হবে।
থ্রোন রুমে প্রায় দুই শত এর মতো ব্যক্তি উপস্থিত ছিলো। তারা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নোবেল এবং পদধারী ব্যক্তি। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন ব্যতীত সবাই দাঁড়িয়ে গেলো এবং নিজেদের সম্মতি জানালো যে তারা বিশ্বাস করেন প্রিন্স একজন ডিম্যানের সাথে কন্ট্রাক করেছেন।
-> আমরা সবাই জানি ডিম্যানের সাথে কন্ট্রাক করা মানে নিজের সউলটা ডিম্যানের কাছে বিক্রি করে দেওয়া। প্রথম দিকে ডিম্যান তার পাওয়ার কন্ট্রাককারীকে প্রদান করলে এক সময়ে দেখা যায় ডিম্যানটা সেই ব্যক্তিকে প্রজেস করে নেই। যেহেতু আমাদের জীবনে আমরা অনেক ব্যক্তিকে প্রজেস হতে দেখেছি তাই টুর্নামেন্টের শেষে আমরা প্রিন্সের পাওয়ারটা দেখে বুঝতে পেরেছি তাকেও একটা ডিম্যান প্রজেস করেছে। আমরা এটাও জানি একজন ব্যক্তি কোনো ডিম্যানের সাথে কন্ট্রাক করলে তার শরীরের কোনো না কোনো এক জায়গায় ডিম্যানদের একটা সংকেত তৈরি হয় ট্যাটু আকারে। আমাদের প্রিন্স যদি একজন ডিম্যানের সাথে কন্ট্রাক করে থাকে তাহলে তার শরীরের কোথাও একটা ডিম্যানের সংকেত তৈরি হয়েছে। আর প্রথম প্রিন্সের মারা যাওয়ার সময় থেকে আমরা জানি কোনটা জন্ম পরিচয়ের দাগ এবং কোনটা ডিম্যানদের দাগ। তাই আমি বলবো সবাইকে তাদের চোখ দিয়ে তাকিয়ে দেখতে। যদিও আমাদের প্রিন্সের সম্মানের ব্যাপার এটা, কিন্তু তারপরও সে যদি ডিম্যানের সাথে কন্ট্রাক করে থাকে তাহলে তাকে আমরা ক্ষমা করতে পারবো না। আর সেটা না হলে যারা গুজব ছড়িয়ে আবারো আমাদের সম্মানকে হানি করার চেষ্টা করে যাচ্ছে তাদের আমরা ছারবো না। (মিনিস্টার)
মিনিস্টার কথাটা বলেই এগিয়ে আসলো এলেক্সের সামনে। সে তার গ্রাভিটি পাওয়ার দিকে এলেক্সকে উড়িয়ে একদম থ্রোন রুমের মাঝখানে নিয়ে গেলো। এলেক্স এখানে কোনো কিছুই করতে পারছিলো না। আর কোনো কিছু করার ইচ্ছাও তার এখানে ছিলো না। থ্রোনে বসে থাকা ব্যক্তির এক্সপ্রেশন দেখেই সে সব কিছু বুঝতে পারছিলো। তাই সে চুপ রইলো। মিনিস্টারের গ্রাভিটি পাওয়ারের সাহায্যে সে এলেক্সের পরে থাকা জামাকে টান দিয়ে খুলে ফেললো। সবাই স্পষ্ট করে এলেক্সের শরীরকে দেখতে পেলো। এলেক্সের ইমোশন না থাকার কারণে সে স্বাভাবিকই ছিলো। এলেক্স বয়সে ছোট হলেও তার বডিটা ছিলো মারাত্মক। ট্রেনিং করার কারণে সেটা অনেক ফিট ছিলো। সবার নজর এলেক্সের ডান হাতের ড্রাগনের দিকে চলে গেলো। পুরো শরীরে এই একটা ট্যাটু ছিলো, শুধুমাত্র এই জিনিসটা দেখে অনেক বছর পূর্বে এই ব্যক্তি গুলো প্রথম প্রিন্সকে হত্যা করেছিলো।
-> আমার মনে হয় না এই জিনিসটা কি সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে না এখন। জানি অনেকে এখনো বিশ্বাস করছেন না, তাই....
কথাটা শেষ করেই মিনিস্টার এলেক্সের প্যান্টও খুলে দিলো সবার সামনে। যেটা সবার জন্যই অনেক লজ্জাজনক ছিলো। কিন্তু এলেক্স তার স্বাভাবিক অবস্থাতেই ছিলো। তার মনেই হচ্ছিলো না কিছু একটা হয়েছে। সবাই এলেক্সের দিকে তাকালো, পুরো শরীরে আর একটা দাগও খুঁজে পেলো না তারা। যেটা দেখে মনের মধ্যেই অনেক লজ্জাবোধ করছিলো তারা।
-> আমার মনে হয় না আমাকে এর থেকে আর কিছু প্রমাণ করতে হবে। আমাদের প্রিন্স কোনো ডিম্যানের সাথে কন্ট্রাক করে নি। যা সবার সামনে প্রমাণ করে দিলাম আজকে। এরপর থেকে টাওয়ার বা টাওয়ারের বাইরে যে কোনো প্রান্তে কোনো ব্যক্তির মুখে এই গুজব শোনা যায় তাহলে তাকে সহ তার পুরো পরিবারকে হত্যা করা হবে। এটা সিক্রেট কিংডমের মার্শাল ল সবার জন্য। (মিনিস্টার)
মিনিস্টার সাথে সাথে তার গ্রাভিটি পাওয়ারের সাহায্যে এলেক্সের জামা এবং প্যান্ট পরিয়ে দিলো। এবার সে বলতে লাগলো,
-> তাহলে আমার মনে হয় না আমাদের প্রিন্সকে নিয়ে আর কোনো আপত্তি রয়েছে কারো। তাহলে আমি ঘোষনা দিচ্ছি আজ থেকে প্রিন্স হৃদয় এডিরামা ডি জোফার্ড ভন এলেক্স আমাদের সিক্রেট কিংডমের ক্রাউন প্রিন্স হিসেবে পরিচিত হবে। তার ক্রাউনিং এর অনুষ্ঠান আজ থেকে এক সপ্তাহ পরে হবে। আর আমাদের তৈরি এই আসনে সেদিন থেকেই সে বসতে পারবে। (মিনিস্টার)
এলেক্সের উপর থেকে গ্রাভিটি ফোর্স সরে যাওয়ায় সে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছিলো। এলেক্স তার জামায় ময়লা লাগলে যেভাবে হাত দিয়ে ময়লা ফেলে সেভাবে ময়লা ফেললো। এবার সে উপরের দিকে এগিয়ে গিয়ে। মিনিস্টার কিছু একটা করতে যাচ্ছিলো কিন্তু কুইনের হাতের ইশারায় সে আর কিছু করলো না। এলেক্স ঠিক এগিয়ে গেলো সেই আসনের দিকে যেটার তার জন্য বরাদ্দ করা হয়েছে। এলেক্স তার ইনভেন্টরি থেকে বিশাল টু হ্যান্ডেড সোর্ডটা বের করলো। থ্রোন রুমের মধ্যে সোর্ড বের করার কারণে লুকিয়ে থাকা ব্যক্তিরা হঠাৎ করেই এলেক্সের চারপাশে এসে তাকে ঘিরে ধরলো। এলেক্স তাদেরকে গুরুত্ব না দিয়ে এক হাত দিয়ে তার বিশাল টু হ্যান্ডেড সোর্ডটা দিয়ে আসনটার উপরে আঘাত করলো। সেটা সাথে সাথে ভেঙে চুরমার হয়ে গেলো। এলেক্স এখানেই থামলো না।
(একটিভ স্কিলঃ ডার্ক ফ্লেম)
এলেক্স তার স্কিল ব্যবহার করলো। তার হাত দিয়ে কালো রঙের আগুন জ্বলে উঠলো। যেটা সে নিক্ষেপ করলো সে আসনের দিকে। আগুনটা মুহুর্তের মধ্যে পুরো জিনিসটাকে জ্বালিয়ে দিলো এবং ছায় পর্যন্ত অবশিষ্ট রাখলো না। এবার এলেক্স তাকে ঘিরে ধরা ব্যক্তিদের মাঝ থেকে বেরিয়ে থ্রোন রুম থেকে বেরিয়ে যেতে শুরু করলো। যাওয়ার পূর্বে সে বলতে লাগলো,
-> এই জায়গাতে আমাকে মানায় না। কারণ এখনি আমি সেই আসনে বসলে এখানে উপস্থিত সকল ব্যক্তিকে হত্যা করে ফেলতাম। তাই আসনটা ধ্বংস করে ফেললাম। তবে চিন্তা করতে হবে না। উপরের ফ্লোর গুলোতে একটা ভ্রমণে যাচ্ছি আমি। ফিরে আসার পরে এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে আর অপেক্ষা করতে হবে না। সবাই এক সাথে আমার হাতে মারা যাবেন। (এলেক্স)
এলেক্স সেখানে থাকা ব্যক্তিদের থেকে অনেক অনেক দুর্বল ছিলো। কিন্তু এলেক্সের এক কথায় সবার শরীর ভয়ে কেঁপে উঠলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। একটু টাইম স্কিপ করা হয়েছে। যা পরে বলে দেওয়া হবে।