#Demon_King#
পর্ব:১৯০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
এলেক্স থ্রোন রুম থেকে বেরিয়ে এসেছে। তার কথায় এবং কাজে পুরো থ্রোন রুম স্তব্ধ হয়ে রয়েছে। সবাইকে এলেক্স স্তব্ধ করে দিয়ে বেরিয়ে এসেছে। তার এই জায়গায় থাকার কোনো রকম ইচ্ছা ছিলো না। কোনো রকম রাগ তার মনে তৈরি হচ্ছিলো না। একটা অজানা উত্তেজনা তাকে উপরের ফ্লোরে যেতে বলছিলো এবং শক্তিশালী হতে বলছিলো। এলেক্স যে পথ দিয়ে এসেছিলো আবারো সে পথ দিয়ে তার অবস্থানরত রুমে চলে গেলো। রুমে প্রবেশের পরে ভিতর থেকে রুমের দরজা বন্ধ করে দিলো।
অন্যদিকে থ্রোন রুমের মধ্যে প্রায় সকল ব্যক্তি আস্তে আস্তে ত্যাগ করেছে। তাদের মনে প্রিন্সের কথা এখনো গেঁথে রয়েছে। যেহেতু কুইন এখানে কিছু বলছিলো না তাই কেউ কিছু করতে বা বলতে পারে নি আর। সবাই মনে দ্বিধা বোধ নিয়ে ক্রাউন রুম থেকে বেরিয়ে নিজেদের কাজে বা বাসার দিকে রওনা দিয়েছে। আপাতোতো ক্রাউন রুমের মধ্যে কুইন এবং মিনিস্টার দাঁড়িয়ে ছিলো সামনা সামনি। কুইন উঠে দাঁড়ালো। তার উঠে দাড়ানোর কারণে আবারো কোথা থেকে বেশ কয়েকটা মুখোশ-ধারী ব্যক্তি চলে আসলো। এদের দায়িত্ব ছিলো কুইনের প্রটেকশন করা এবং কুইনের যে কোনো আদেশ মান্য করা।
-> সেদিনও আমি কিছু বলি নি, শুধুমাত্র আমার চুপ থাকার কারণে আমি আমার ছেলেকে সেদিন হারিয়েছিলাম। আজ আবারো সেই একই ঘটনা হতে যাচ্ছিলো। আমার আদেশ এটা যে যেসকল ব্যক্তি এখানে আমার ছেলের বিরুদ্ধে দাড়িয়েছিলো তাদের সবাই যেনো আগামী কালের সকাল দেখতে না পারে। (মারিয়া)
মারিয়ার মাউন্ড অনেকটা ভেঙে গিয়েছিলো এই অবস্থায়। সে শক্ত পাথর দিয়ে শুধুমাত্র দাড়িয়ে ছিলো সবার সামনে। তাকে বরাবরের মতো পরামর্শ দেওয়ার জন্য তার স্বামী উপস্থিত ছিলো না এই মুহুর্তে, যে কারণে মারিয়া কিছু না বুঝেই উত্তেজিত হয়ে তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।
-> কিন্তু মারিয়া, সেটা করলে তো আমাদের কিংডমের পাওয়ার অনেক কমে যাবে। হ্যাঁ এটা ঠিক তারা এখানে ভুল ছিলো, কিন্তু তাদের প্রত্যেক ব্যক্তি এই সময়ে আমাদের কিংডমের পিলার। বাকি দুই কিংডমের সাথে আমাদের শান্তি চুক্তি হয়েছে এজন্য যে আমরা তাদের থেকে শক্তিশালী এবং আমাদের কাছে স্কাই গডের প্রটেকশন রয়েছে। কিন্তু তাদের হত্যা করলে আমরা অনেক দুর্বল হয়ে পরবো এবং এই বিষয় রেড এবং ব্লু কিংডম লক্ষ্য করলে অবশ্যই তারা আমাদের উপরে আক্রমন করবে। (মিনিস্টার)
মিনিস্টারের কথা শুনে মারিয়া তার সিদ্ধান্ত পরিবর্তন করলো না। বরং সে আবারো বলতে শুরু করলো,
-> আমার এলেক্সের সিদ্ধান্ত তো স্পষ্ট সে জানিয়ে দিয়েছে সবাইকে। এখন তার সিদ্ধান্তের কারণে যদি কেউ তাকে হত্যা করার চেষ্টা করে তাহলে তার মা হয়ে আমি কি সেটা মেনে নিতে পারবো? এজন্য কোনো কিছু হওয়ার পূর্বেই আমাকে সেটার সমাধান বের করে ফেলতে হবে। (মারিয়া)
মারিয়ার এক্সপ্রেশন অনেক কঠিন ছিলো। তার মুখে কোনো হাসি, ঘৃণা, রাগ কিছুই ছিলো না। তার আদেশ শোনা মাত্রই মুখোশ-ধারী ব্যক্তিগুলো সময় নষ্ট না করে রওনা দিলো। তাদের পুরো একটা বাহিনী ছিলো। যারা পুরো প্যালেসের মধ্যে নিজেদের পরিচয় লুকিয়ে কুইন সহ রয়েল ফ্যামিলির প্রটেকশন করে। পুরো সিক্রেট কিংডমের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফোর্সের মধ্যে তারা এক ফোর্স, যাদের শ্যাডো এসাসিন বলেও ডাকা হয়।
আমরা এলেক্সের কাছে ফিরে আসি। সে দরজা বন্ধ করে দিলো। নিজের ছায়ার মধ্যে ইগ্রিতকে অনুভব করতে পেরে সে ইগ্রিতকে ডাক দিলো,
(ইগ্রিত)
এলেক্সের ডাক দেওয়ার সাথে সাথেই সে বেরিয়ে আসলো এলেক্সের শ্যাডো থেকে। তার অন্যান্য শ্যাডো গুলো আপাতোতো ছায়ার মধ্যে ছিলো না। শুধুমাত্র ইগ্রিত ছিলো, যাকে সাম্মন করার পরে এলেক্স তার দিকে না তাকিয়েই হেঁটে হেঁটে বেডের কাছে চলে আসলো। বেডের এক প্রান্তে সে ইগ্রিতের দিকে মুখ ফিরে বসে পরলো। নিজের হাত হাতের কনুইকে সে পায়ের হাঁটুর উপরে রেখে মুখে দুইহাত দিয়ে ইগ্রিতকে বলতে শুরু করলো।
-> কি হয়েছে সেটা আমার মনে নেই। কি হয়েছিলো টুর্নামেন্টের শেষে? (এলেক্স)
ইগ্রিত এলেক্সের আদেশ অমান্য করতে পারবে না। তাই সে এলেক্সকে সঠিক উত্তর দিতে লাগলো। তার উত্তরের সাথে আমাদের সিনটাও টুর্নামেন্টের শেষে চলে আসে।
* * * * *
জয়েন্ট টুর্নামেন্ট,
শেষ স্টেজে এলেক্স, এলিজাবেথ, গ্রিড এবং মারফার সাথে ফাইট হচ্ছিলো। গ্রিড অনেক শক্তিশালী পারফর্মেন্স দেখালেও এলেক্সের সাধারণ একটা এট্যাকেই সে মারা যায়। এখানে এলেক্স স্পষ্ট বুঝতে পেরেছিলো সে ইচ্ছা করেই এলেক্সের সাথে হেরে যায়। যার কারণে এলেক্স বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চুপ চাপ। সে নিজের পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছিলো। এমন একটা অবস্থায় ছিলো যেখানে সে সেকেন্ডে লক্ষ্য লক্ষ্য কথা চিন্তা করছিলো। অনেকদিন হয়েছে এলেক্স শক্তিশালী কোনো ব্যক্তির সাথে ফাইট করে নি। কিন্তু গ্রিডের সাথে ফাইট করে এলেক্স বুঝতে পেরেছিলো এটা তার জীবনের অনেক মারাত্মক একটা ফাইট হতে যাচ্ছিলো। এলেক্সের কোনো রকম ইমোশন না থাকলেও তার মনে ফাইটের জন্য একটা আশা তৈরি হয়েছিলো। যা ভেঙে যাওয়ার পর তার ইমেশনলেস হওয়ার কারণে মাইন্ডে অনেক বড় একটা ধাক্কা ফেলে। এলেক্স দাঁড়িয়ে ছিলো চুপ চাপ, এই অবস্থায় তার জন্য এলিজাবেথ অপেক্ষা না করে সরাসরি ফাইটে অংশ নেওয়ার চিন্তা করলো। কিন্তু মারফা তার সামনে চলে আসলো।
-> প্রিন্স তার ট্রান্সফর্মেশন ধাপে রয়েছে। এই সময়ে একজন ব্যক্তিকে এট্যাক করা মানে একজন ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করা। যদিও আমাকে জিততে হবে, তারপরও আমি এটা হতে দিতে পারবো না। (মারফা)
মারফা বুঝতে পারছিলো তার জয়ী হওয়ার থেকেও তাদের প্রিন্সের ট্রান্সফর্মেশন ধাপটা অনেক গুরুত্বপূর্ণ ছিলো, যে কারণে সে এট্যাক করার কোনো পরিকল্পনায় করে নি। কিন্তু এলিজাবেথ সরাসরি এলেক্সকে এট্যাক করার জন্য যাচ্ছিলো।
-> ট্রান্সফর্মেশন মাই মাথা, এটা হতে দিলে আমরা তো মারা যাবোই, সেই সাথে পুরো এরিনাতে যত মানুষ রয়েছে সবাই মারা যাবে। (এলিজাবেথ)
এলিজাবেথের কথা শুনে মারফা অনেকটা শক হলো। তার কথা শুনে মারফা খেয়াল করলো এলেক্সের শরীরের চারিদিক দিয়ে এনার্জি জমা হতে শুরু করলো। একটু ভালো করে অনুভব করে বুঝতে পারলো এলেক্স পুরো ফ্লোর থেকে এনার্জি সংগ্রহ করছিলো। আর এটা সাধারণ কোনো এনার্জি ছিলো না। ডিমনিক, মানা, অউরা, প্রাণ যেসকল এনার্জি এই ফ্লোরে উপস্থিত ছিলো তার সব এলেক্স নিজের দিকে টানতে শুরু করেছিলো। যেটা দেখে সে একটু থেমে গেলো তারপরও সে এলেক্সের সামনে এসে দাঁড়ালো যাতে এলিজাবেথ কিছু না করতে পারে এই অবস্থায়। কিন্তু এলিজাবেথ তার স্কাইটির বিপরীত অংশ দিয়ে মারফাকে অনেক মারাত্মক ভাবে একটা বারি দিলো। মারফার হাতে দুটো ব্লেড ছিলো যেটার সাহায্যে সে এলিজাবেথের স্কাইটির এট্যাককে আটকাতে পারলেও এলিজাবেথের স্ট্রেন্থ মারাত্মক ছিলো। মারফা অনেকটা পিছনে গিয়ে পরলো। এলিজাবেথ এই অবস্থায় তার স্কাইটি দিয়ে এলেক্সের দিকে এট্যাক করতে গেলো। এলেক্স এলিজাবেথের বিপরীত দিকে দাঁড়িয়ে ছিলো। তাই তার এট্যাকটা দেখতে না পারার কথা ছিলো। তাছাড়া এলেক্স এমন একটা অবস্থায় ছিলো যেখানে তার আশেপাশে কি হচ্ছিলো তার কিছু সম্পর্কেই সে জানে না। তারপরও তার হাতটা আপনাআপনি উঠে গেলো এবং স্কাইটির ব্লেডটাকে ধরে ফেললো। যদিও এলিজাবেথ এখানে তার সামান্য স্ট্রেন্থ ব্যবহার করেছিলো তারপরও সেটাতেই এলেক্সের দাঁড়িয়ে থাকার কথা না সেখানে। অন্তত এলেক্সের হাত হাতটা কেটে যাবে এটা সম্পর্কে সিওর ছিলো এলিজাবেথ।
-> এই এনার্জি এলেক্সকে পাওয়ারফুল করে দিচ্ছে। আর সে নিজের মাইন্ডে নেই। তার শরীর আপনা আপনি কাজ করছে। (এলিজাবেথ)
এলিজাবেথ নিজেই নিজেকে উক্ত কথাটা বললো। এলেক্স আস্তে আস্তে ঘুরে দাড়ালো। শক্ত করে স্কাইটির ব্লেডটাকে সে ধরে রেখেছে যে কারণে এলিজাবেথ নরতে পারছিলো না। এলেক্স এলিজাবেথের দিকে তাকালে এলিজাবেথ লক্ষ্য করলো এলেক্সের চোখ খোলা থাকলেও সে চোখটা উজ্জ্বল ছিলো না। আবছা একটা কালার তৈরি হয়েছে চোখের মধ্যে। এলেক্সের স্ট্রেন্থ এতোটা ছিলো না পূর্বে, আর এখানে এলিজাবেথ নিজের পাওয়ার ব্যবহার করে সবার চোখে পরতে চাচ্ছিলো না। তাই সে সাধারন ভাবেই এলেক্সকে হারানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার সিন্ধান্ত নেওয়ার পূর্বেই এলেক্স স্কাইটি ধরে টান দিলো এবং এলিজাবেথকে সামনের দিকে টান দিলো। মুখের জিরো পয়েন্ট ডান হাতকে মুঠো করে ধরে এলেক্স এলিজাবেথকে পান্স মেরে একদম নিজের দিকে নামিয়ে দিলো। তার পায়ের সামনেই মাটি পর্যন্ত তার হাতের পান্স নেমে এসেছে। এক পান্সে এলেক্সের সামনের মাটি ফেটে গেলো প্রায় হাফ কিলোমিটার জায়গা পর্যন্ত। এলেক্সের স্ট্রেন্থ আপাতোতো সময়ে এতোটা বৃদ্ধি পেয়েছে তার আশেপাশের এনার্জির কারণে যে সে আর এলেক্স ছিলো না। এলেক্স দেখতে না পারলেও তার সামনে একটা মেসেজ ভেসে উঠছিলো,
-""মাস্টার তার সেন্সে নেই, মাস্টারকে কেউ আক্রমন করছে। মাস্টারের প্যাসিভ স্কিল ব্যাটেল সেন্স ম্যাক্স হয়েছে মাস্টারকে বাঁচানোর জন্য।""-
এলেক্সের শরীর তার সিস্টেম কন্ট্রোল করছিলো। ব্যাটেল সেন্স এমন একটা স্কিল যেটা দিয়ে এলেক্সকে যেকোনো অবস্থায় ফাইট না পারলেও বা ফাইট না করতে পারার মতো পরিস্থিতিতে থাকলেও অটোমেটিক ভাবে ফাইট করায়। যেটা এখন হচ্ছে এলেক্সের সাথে। চারপাশে ধোঁয়া তৈরি হওয়ার কারণে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিলো না। এলেক্সের এক এট্যাকেই চারপাশের সমস্ত ম্যাজিক স্টোন ধ্বংস হয়ে যায়। এ কারনে গ্যালারি থেকেও সবাই দেখতে পারছিলো না কি হচ্ছিলো সেখানে। ধোঁয়া গুলো সরে গেলে দেখা যাচ্ছিলো এলেক্সের সামনে এলিজাবেথ ছিলো না। বরং একদম শেষ মুহুর্তে সে সে জায়গা থেকে টেলিপোর্ট হয়েছে।
❝অন্যান্যদের মতো আমি মারা গেলে টেলিপোর্ট হতে পারবো না। বরং এখানে মারা গেলে আমও সত্যিই মারা যাবো। এই ওয়ার্ল্ডের ম্যাজিক আমাকে কোনো রকমের সাহায্য করবে না। তাই এখন সিরিয়াস না হলে আমি সহ এখানের সবাই মারা যাবে।❞ (এলিজাবেথ ভাবছে)
এলিজাবেথ এলেক্সের থেকে দূরে সরে এসেছে। এলেক্স কোনো রকমের মুভমেন্ট করছিলো না আর। তাকে যেহেতু আর কেউ এট্যাক করছিলো না তাই তার ব্যাটেল সেন্স আপাতোতো কাজ করছে না। কিন্তু তার শরীর একের পর এক এনার্জি এবজোর্ব করেই যাচ্ছিলো। এতোটা এনার্জি সে এবজোর্ব করেছে যে তার শরীরের কোর সহ পুরো শরীরই ফেটে যাবে যে কোনো অবস্থাতে। আর এলিজাবেথ সেটারই ভয় করছিলো।
মারফা এখন বুঝতে পারছিলো এলিজাবেথ কি বোঝাতে চাচ্ছিলো। এতোটা এনার্জি কোনো ব্যক্তিই এবজোর্ব করতে পারে না। আর এলেক্স তো করেই যাচ্ছিলো। এরকম হলে এখানে এরকম একটা ব্লাস্ট হবে যেখানে সব ব্যক্তিই মারা যাবে। এলিজাবেথ তার পাওয়ার ব্যবহার করতে চাচ্ছিলো না। কিন্তু পরিস্থিতি এমন যে তাকে ব্যবহার করতেই হবে। সে পাওয়ার ব্যবহার করতে যাবে তার পূর্বেই তার সামনে দিয়ে একটা তীর চলে আসলো কোথা থেকে। তীরটা এলেক্সের দিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। দূর থেকে এক ব্যক্তি লক্ষ্য করছিলো যে সিক্রেট কিংডমের প্রিন্স চুপচাপ দাঁড়িয়ে ছিলো, যেহেতু সে একজন আর্চার তাই এই সুযোগটা সে কাজে লাগিয়েছে। তার ধনুকের ব্যবহার করে সে এলেক্সের মাথা বরাবর তাক করে তীর ছুরলো। তীরটা এলেক্সের কপাল বরাবর লাগতে যাবে ঠিক সেই সময়ে সেটা এলেক্স তার ডান হাত দিয়ে ধরে ফেললো। তার প্যাসিভ ব্যাটেল সেন্স আবারো কাজ করতে শুরু করলো। এলেক্স এবার তেড়ে গেলো না সেদিকে। বরং তার ইনভেন্টরি থেকে একটা আইটেম এলেক্সের হাতে চলে আসলো। একটা লাঠি এলেক্সের হাতে চলে আসলো। যেটাকে এলেক্স ছুড়ে মারলো আর্চারের দিকে। এতো স্পিডে সেটা গিয়েছে যে আর্চার চোখ পলক ফেলার সময়ও পায় নি। তার কপাল দিয়ে লাঠিটা বের হয়ে চলে গেলো। এলেক্স তার হাতকে বারিয়ে দিলো। লাঠিটা আবারো পিছনের দিকে অনেক স্পিডে উড়ে আসতে লাগলো। এই সময়ে পিছন থেকে আরো কয়েকটা ব্যক্তি চলে আসলো। যারা এলেক্সের উপরে স্পেল দিয়ে এট্যাক করলো একত্রে। যেহেতু কেউ এখানে মারা গেলে আসলেই মারা যাবে না, তাই ভয় করছিলো না কেই। সবাই সাহস নিয়ে শক্তিশালী ব্যক্তিদের উপরে প্রথমে এট্যাক করে হারানোর প্লান নিয়েছে। কিন্তু এলেক্সের সাথে কি হয়েছে সেটা সম্পর্কে কারো কোনো ধারণা ছিলো না। এলেক্সের হাতে লাঠিটা চলে আসলে সেটা দিয়ে সে একটা সুয়িং করলো তার দিকে আসা স্পেল গুলো কাউন্টার হয়ে যায়। এই সময়ে এলেক্স তার হাতের লাঠিতে কিছুটা এনার্জি প্রয়োগ করে মাটিতে আঘাত করে। একটা আঘাতেই পুরো এরিনার মাটি কেপে উঠে। গ্যালারি ব্যতীত মাঝ এরিনার প্রায় ৮০% জায়গা ফেটে যায়। সব গুলো গাছপালা একটা আরেকটার উপরে পরে যায়। এলেক্সের এই এট্যাকে এরিনার মধ্যে মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষ সহ সকল মনস্টার একসাথেই মারা গেলো। শেষ সময়ে এলিজাবেথ মারফাকে নিয়ে উপরে না লাফ দিয়ে তাদের দুজনের অবস্থাও ভয়াবহ হতো।
-> এটা কি হচ্ছে?
-> সিক্রেট কিংডমের প্রিন্স এতোটা শক্তিশালী?
-> সে তো নিজের ফ্যামিলিয়ারও সাম্মন করে নি।
-> এটা কখনো সম্ভব নয় যদি না সে কোনো ডিম্যান বা ডেভিলের সাথে কন্ট্রাক না করে থাকে।
-> হ্যাঁ কিছু বছর পূর্বের প্রথম প্রিন্সও তো ডিম্যানের সাথে কন্ট্রাক করেছিলো যে কারণে সে অসীম শক্তি অর্জন করেছিলো।
-> এই অবস্থায় হয়তো কোনো ডিম্যান প্রিন্সকে প্রজেস করেছে। তা নাহলে সে ডিমনিক এনার্জি কিভাবে ব্যবহার করছে।
-> একজন ব্যক্তি ডিম্যানের সাথে কন্ট্রাক করা ব্যতীত ডিমনিক এনার্জি কখনোই ব্যবহার করতে পারে না।
গ্যালারির সবাই এলেক্সকে নিয়ে কথা বলছিলো। কেউ একজন ডিম্যান নিয়ে কথা বলেছে, আর সে বিষয়ে বিশাল একটা গুজব বের হয়েছে। যেহেতু এলেক্সের শরীরের চারিদিক দিয়ে কালো এনার্জি দেখা যাচ্ছিলো যেটা একটা মনস্টারের চারিদিক দিয়ে দেখা যায়। তাই সবাই সিওর ছিলো সেটা ডিমনিক এনার্জি ছাড়া আর কিছুই নয়। আর ডিমনিক এনার্জি ব্যবহার করতে হলে একজন ব্যক্তিকে ডিম্যানের সাথে কন্ট্রাক করতে হয়। যেটা পুরো টাওয়ার এবং টাওয়ারের বাইরের জন্য ব্যান করা হয়েছে। পুরো গ্যালারির মানুষ এলেক্সের বিরুদ্ধে চলে গেলো মুহুর্তের মধ্যেই। কিন্তু এলেক্সের কোনো পরিবর্তন হলো না তাতে। সে এখনো এনার্জি এবজোর্ব করেই যাচ্ছে। ঠিক এই সময়ে এরিনার মধ্যে উপর থেকে লাফ দিয়ে একটা ব্যক্তির আগমন হলো। যে এলেক্সের একদম সামনে দাঁড়ালো।
-> এলেক্স আমার মনে হয় তুমি একটু বেশিই করে ফেলতেছো।
কথাটা এলেক্সের দিকে তাকিয়ে এলমন্ড বললো। এলেক্স তার জায়গা মতোই দাঁড়িয়ে ছিলো। তার সামনে কে ছিলো সেটা দেখার কোনো সময় ছিলো না এলেক্সের। এলমন্ড সামনে আসার পরেও এলেক্স কিছু করছিলো না। তাই এলমন্ড নিজেই এলেক্সের পাওয়ারকে কন্ট্রোল করার সিদ্ধান্ত নিলো। সে এলেক্সের দিকে এগিয়ে যাচ্ছিলো। এলেক্স এখনো কিছু করলো না। কিন্তু যেই এলমন্ড এলেক্সের মাথায় হাত রাখতে যাবে ঠিক সেই সময়েই মূহুর্তের মধ্যে এলেক্সের হাত এলমন্ডের মুখের সামনে চলে আসলো। একদম জিরো পয়েন্টে রেখে একটা পান্স দিয়ে আবারো নিচে মাটিতে নামিয়ে ফেলতে চাইলো। কিন্তু এলেক্সের হাত এলমন্ডের গাল বরাবরই ছিলো। সে এলমন্ডকে একটুও ড্যামেজ দিতে পারলো না। এলেক্সের অন্য হাতে ছিলো একটা লাঠি। সাথে সাথে সেটাকে মাটিতে গেঁথে ফেললো এবং লাঠির উপরে দাঁড়ালো। লাঠিটা হঠাৎ করেই বিশাল লম্বা এবং বিশাল বড় হতে শুরু করলো। যা পুরো এরিনাকে ধ্বংস করে দিলো। দশম ফ্লোরের সব জায়গা থেকেঃ লাঠিটাকে দেখা যাচ্ছিলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।