#Demon_King#
পর্ব:১৯১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
দশম ফ্লোরের সর্বোত্র থেকে একটা বিশাল পিলার দেখা যাচ্ছিলো। সে পিলারটার উপরে এলেক্স দাঁড়িয়ে ছিলো। যার উপরে আপাতোতো অন্য কেউ যাওয়ার সাহসই পাচ্ছিলো না। পুরো এরিনা ধ্বংস হয়েছে এলেক্সের হাতের লাঠির কারণে। যার একদম শেষ সময়ে তিন কিংডমের প্রিন্সিপালের স্পেস ম্যাজিকের সাহায্যে এরিনাতে উপস্থিত সকল ব্যক্তিকে সরিয়ে নিতে পেরেছে। এরিনার মধ্যে এতোটা ভয়ানক একটা জিনিস তৈরি হবে সেটা কেউ কল্পনাও করে নি। এরিনার আশেপাশে শুধু দুজন ব্যক্তিই ছিলো। প্রথমত এলেক্স এবং তার বাবা এলমন্ড। লাঠিটা বড় হওয়ার সাথে সাথে এলমন্ড সেটার পাশেই দাঁড়িয়ে ছিলো শক্ত করে। এবার যেহেতু লাঠিটা বিশাল বড় আকার ধারণ করেছে তাই এলমন্ড উপরের দিকে দৌড় দিচ্ছিলো। বিশাল পিলারের মতো এলেক্সের লাঠিটা খাড়া হয়ে উপরের দিকে চলে গিয়েছে। এলমন্ড কোনো ঝামেলা ছাড়ায় সেটার উপরে দিয়ে দৌড়িয়ে উপরে পৌছে গেলো। এলমন্ড উপরে গিয়ে এলেক্সকে দেখতে পারলো। এতোক্ষণে এলেক্সের চারিদিক দিয়ে কালো এনার্জির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এলেক্স কালো একটা পোশাক পরে আছে এমন মনে হচ্ছিলো তাকে দেখে। এখনো এলেক্স তার সেন্সে ফিরে আসে নি।
-> ঠিক আছে এলেক্স, যেহেতু এখানে কেউ নেই। তাই তোমার ব্লাডলাইন একটিভ করার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা এখানে। (এলমন্ড)
এলমন্ড উক্ত কথাটা বললো। এলেক্স পূর্বেই তার ব্লাডলাইন একটিভ করেছিলো, যা আংশিক ভাবে একটিভ হয়েছিলো। তবে এলেক্স এখন তার ব্লাডলাইন সম্পূর্ণ রূপে একটিভ করছিলো। যেহেতু আসে পাশে এখন আর কেউ ছিলো না তাই এলমন্ড আর এট্যাক করলো না এলেক্সকে। সে এক নজরে এলেক্সের দিকে তাকিয়ে রইলো।
-> আমাদের পুরো বংশের মধ্যে তুমি সবচেয়ে রেয়ার একজন মানুষ এলেক্স। আমি জানি তুমি দ্বিতীয় ব্লাডলাইন সম্পূর্ন ভাবে একটিভ করতে পারবে। (এলমন্ড)
এলমন্ডের কথা শেষ না হতে হতেই এলেক্সের বাম হাতের ডানায় একটা উজ্জ্বল আলো জ্বলে উঠলো। আলোটা এতোটা উজ্জ্বল হলো যা পুরো দশম ফ্লোর থেকে দেখা যাচ্ছিলো। এলমন্ড সেদিকে তাকিয়ে আর কিছু করলো না। হঠাৎ এলেক্সের সামনে একটা সাদা পোর্টাল তৈরি হলো। এলেক্সের সামনে নিচে সার্কেলের মতো কিছু একটা তৈরি হয়েছে যেটা আস্তে আস্তে উপরে উঠছিলো। সেটা উপরে উঠার সাথে সাথে দুজন ব্যক্তিকেও বের করে দিচ্ছিলো। দুজন ব্যক্তি যাদের চেহারা প্রায় একই শুধু তাদের কালারটা ভিন্ন ছিলো। একটা ছেলে যে দেখতে ঈষৎ কালো ছিলো, এবং একটা মেয়ে যে দেখতে এতোটা সুন্দর ছিলো যে তাকে দেখলে যে কারো মন গলে যাবে। দুজনের উদয় এলেক্সের সামনে হলো। এলেক্স এখনো তার সেন্স লেস অবস্থায় দাঁড়িয়ে ছিলো। এই সময়ে কালো ছেলেটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এলেক্সের কাছে চলে যায়। সে এলেক্সের বুকে হাত দিয়ে দাঁড়ালো। সাথে সাথে একটা স্লাইমে পরিণত হয়ে যায় সে। একটা স্লাইমে পরিণত হওয়ার সাথে সাথে এলেক্সের পুরো শরীরকে ঘীরে ধরে। মুহুর্তে সে এলেক্সের শরীরে একটা একটা ইনভিসিবল জামার মতো কিছু একটা তৈরি করলো, যার পরে তাকে আর দেখা গেলো না। সাদা স্লাইমটার দিকে এলমন্ড তাকালো। তাকে দেখে এলমন্ড কিছুটা মুচকি হাসলো,
-> আমার আসল সেল্ফ অনেক কিছুই আমার থেকে গোপন রেখেছে। তাহলে সব কিছু এখানে থেকেই জোড়া লাগতে যাচ্ছে। (এলমন্ড)
এলমন্ডের কথাটা বলার সাথে সাথে তার দিকে এলেক্সের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা তাকালো। হাতটা উঁচু করে সে হাই জানালো এলমন্ডকে। এবার মেয়েটা এলেক্সের সামনে গেলো। সামনে গিয়েই আস্তে করে এলেক্সকে জড়িয়ে ধরলো। মেয়েটা এলেক্সকে ধরিয়ে ধরার সাথে সাথে এলেক্সের শরীরে থাকা সকল ডিমনিক এনার্জি আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করলো। মেয়েটার শরীর থেকে উজ্জ্বল একটা আলো জ্বলে উঠছিলো, যার কারণে এলমন্ডও ক্লিয়ার করে দেখতে পারলো না কিছু। এলমন্ড যখনি নিজের চোখ খুলেছে তখন সেখানে শুধু এলেক্সকে পরে থাকতে দেখেছে।
* * * * *
ফ্লাশব্যাক শেষ,
ইগ্রিত এক এক করে এলেক্সকে কাহিনী গুলো বলতে ছিলো। যা এলেক্স মনোযোগ দিয়ে শুনছিলো। এলেক্স হঠাৎ তার শরীরের দিকে খেয়াল করলো। এলেক্স কালো একটা জামা এবং প্যান্ট পরে ছিলো, যা পূর্বে সে পরে নি। সেটায় স্পর্শ করার সাথে সাথে এলেক্স বুঝতে পারলো তার জামা সাধারণ ছিলো না। একটা আইটেমের মধ্য থেকে যেমন ম্যাজিক এনার্জি বের হয় ঠিক তেমনি এলেক্সের জামার ভিতর থেকেও এলেক্স ম্যাজিক এনার্জি অনুভব করতে পারছিলো।
-> তাহলে এই জামাটা কালো স্লাইমটার দ্বারা তৈরি। (এলেক্স)
এলেক্স এখন বুঝতে পারছে তার ডান হাতে ট্যাটুটা থাকলেও বাম হাতে কেনো দাগটা কেউ দেখতে পারে নি। কি হয়েছে সেটা সম্পর্কে এলেক্স কিছুই জানে না তবে একটা জিনিস সম্পর্কে সে ক্লিয়ার হতে পেরেছে যে তার হাতে দাগটা হারিয়ে যাওয়ার সাথে সেটার সম্পর্ক ছিলো।
-> ঠিক আছে এভাবে বসে থাকলে আমি কোনো সমাধান পাচ্ছি না। আমাকে উপরে যেতে হবে। (এলেক্স)
ইগ্রিত এলেক্সের শ্যাডোর মধ্যে প্রবেশ করলো। এলেক্স এবার রুম থেকে বের হতে যাচ্ছিলো। কিন্তু তখনি আবারো বাটলারের আগমন হলো। এলেক্স রুমের দরজা খোলার সাথে সাথে সেখানে বাটলারকে দেখতে পারলো।
-> প্রিন্স, পুরো প্যালেসের মধ্যে কুইন সিকিউরিটি বারিয়ে দিয়েছেন। আপনি কুইনের আদেশ ব্যতীত কোথাও যেতে পারবেন না। (বাটলার)
বাটলারকে কিছু না বলেই এলেক্স রুমের দরজা বন্ধ করে দিলো। বাটলার পুরো অবাক হয়ে গেলো এলেক্সের কাজে। এলেক্স বেলকনির দিকে চলে আসলো। দরজা খোলার পরেই এলেক্স একটা বিষয় লক্ষ্য করেছে। তার দরজার সামনেই বেশ কয়েকজন ব্যক্তি গার্ড হিসেবে দাঁড়িয়ে ছিলো। শুধু এটায় নয়, বেশ কিছু ব্যক্তি যাদের এলেক্স চোখে দেখতে না পারলেও ইনফো স্কিলের মাধ্যমে শনাক্ত করতে পারছিলো।
-> মনে হচ্ছে আমাকে এই কিংডমে বন্ধী রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আম্মা। কিন্তু আমি এখানে বন্ধী হয়ে থাকতে পারবো না। আমাকে শক্তিশালী হতে হবে। অন্তত আমার কাছের মানুষ গুলোকে প্রটেক্ট করার মতো শক্তি আমাকে অর্জন করতে হবে। (এলেক্স)
রুমের মধ্যে কেউই ছিলো না। তাই এই সুযোগটা ব্যবহার করে এলেক্স এই জায়গা থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছে।
-> আমি ব্লিংক ব্যবহার করলে বেশি দূর যেতে পারবো না। আর যেহেতু এই কিংডমের কোনো অংশের সাথে আমি পরিচিত নই তাই এই জায়গা থেকে বের হওয়া আমার জন্য অসম্ভব হবে। (এলেক্স)
এলেক্স যেভাবেই হোক বের হতে চাচ্ছিলো। কিন্তু এলেক্স বুঝতে পেরেছে সে চেষ্টা করলেও এখান থেকে বের হওয়াটা তার জন্য সম্ভব হবে না। ব্লু কিংডমে থাকা অবস্থায় সিক্রেট কিংডমের সম্পর্কে বেশ কিছু কথা শুনেছে এলেক্স। স্কাই গড নামক একটা গড রয়েছে যেটাকে ফলো করে সিক্রেট কিংডমের ব্যক্তিরা। যদিও পুরো টাওয়ার এবং টাওয়ারের বাইরের ব্যক্তিরা স্কাই গডকে ফলো করতো এক সময়ে। কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তিকেই স্কাই গড বেছে নেই তার সাইন্ট হওয়ার জন্য। আর সেই ব্যক্তিই তৈরি করে পুরো সিক্রেট কিংডম। স্কাই গড সিক্রেট কিংডমকে প্রটেকশন দেওয়ার কারণে একই ফ্লোরে আরো দুটো কিংডম থাকার পরেও তাদের চোখ থেকে হারিয়ে যায় সিক্রেট কিংডম। সেই সাইন্টের বংশধর ব্যতীত কেউই সিক্রেট কিংডমকে অন্যদের চোখের সামনে আনতে পারবে না।
বইয়ের ভাষায় এটায় জানতে পেরেছিলো ব্লু কিংডমে থাকা অবস্থায়। যেটা এলেক্স আস্তে আস্তে ভেঙেছে। স্কাই গড যে কিনা একজন কন্সটেলেশন এবং সেই সাইন্ট যে অবশ্যই সে কন্সটেলেশনের অ্যাভেটার হবে।
-> আমাকে শর্টকার্ট ব্যবহার করতে হবে। (এলেক্স)
এলেক্স তার শ্যাডো আর্মির মধ্যে থেকে একটা শ্যাডোকে বের করে নিলো। আইরিস, যাকে অনেক পূর্বে এলেক্স নিজের শ্যাডো আর্মিতে পরিণত করলেও এই পর্যন্ত তেমন ব্যবহার করার সুযোগ পায় নি এলেক্স। এলেক্সকে কিছু বলতে হলো না, এলেক্স মনে মনেই তার আদেশ তাকে জানিয়ে দিয়েছে। যেহেতু এলেক্স তার শ্যাডো গুলোর সাথে ট্যালিপ্যাথিকের সাহায্যে কথা বলতে পারে, তাই এলেক্স কি বললো সেটা কেউ শুনতে পারলো না শ্যাডোটা ব্যতীত। এলেক্সের কথা শুনেই শ্যাডোটা আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলো। দরজার একদম সামনে গিয়ে সে দরজার ছায়ার মধ্যে হারিয়ে গেলো এবং বাইরে দাঁড়িয়ে থাকা বাটলারের ছায়ার সাথে মিশে গেলো। বাটলার বুঝতেই পারলো না তার ছায়ায় কিছু একটা জিনিস এসেছে।
এলেক্স আইরিসকে পাঠিয়ে দিয়ে একদম চিন্তা মুক্ত হয়ে গেলো। সে এই জায়গা থেকে বের হওয়ার আর কোনো চিন্তা মাথায় আসতে দিলো না। এলেক্স খেয়াল করলো তার বিছানার পাশে সেই গাড়ির উপরে সব খাবার রাখা ছিলো। এলেক্স সেই খাবার গুলো এক এক করে খেতে শুরু করলো।
-> রয়েল ফুড গুলো এতোটাও খারাপ না। অন্তত আমার আম্মার তৈরি খাবার তো খেতে হচ্ছে না এখানে। (এলেক্স)
খাবার গুলো খাওয়ার সাথে সাথে এলেক্সের হঠাৎ মনে পরে গেলো ডিমনিক ফরেস্টে এক বছর কাটানো সময়ের কথা। এলেক্সকে যদি কেউ তার জীবনের সবচেয়ে ভালো একটা সময় মনে করার কথা বলে, তাহলে এলেক্সের জীবনে হয়তো সেই কথাটায় চলে আসবে। এলেক্স বা হৃদয়ের কথা যদি আমরা বলি সে তার জীবনে অন্যের ভালোবাসা পাওয়ার জন্য অনেক দৌড়িয়েছে। কিন্তু সেটা কখনো পায় নি। সব জায়গাতেই হৃদয়কে শুধু দৌড়াতে হয়েছে। যদি তার পরিবারের কথা বলা হয় তাহলে ছোট থেকেই সেটা কি তা এলেক্স বুঝে নি। বন্ধুদের কথা যদি বলা হয় তাহলে এলেক্স হয়তো একটা বন্ধুর নামও বলতে পারবে না তার পৃথিবীর। আর যদি ভালোবাসার মানুষের কথাটা বলা হয় তাহলো তাকে শুধু ভালো বেসেই গিয়েছে এলেক্স। বিয়ে হওয়ার পরও হয়তো একবার তার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে পারে নি। তাই এলেক্সের কাছে তার ডিমনিক ফরেস্টে থাকা এক বছর সময়টা অনেক স্পেশাল। পরিবারের কথা যদি বলা হয়, তাহলে এলেক্সের সেই সময়ে মারিয়া এবং এলমন্ডের সাথে কাটানো সময়টায় মনে পরে।
এলেক্স তার খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে সে বসলো বিছানায়। ঠিক এই মুহুর্তে এলেক্সের সামনে তার সিস্টেম থেকে একটা মেসেজ আসলো।
-""কনগ্রাচুলেশন মাস্টার। আপনি একটা রেড ড্রাগনের হার্ট কনজিউম করেছেন। আপনার সেকেন্ডারি কোরের পাওয়ার দ্বিগুন আকারে বৃদ্ধি পেয়েছে। আপনি একটা স্কিল পেয়েছেন। "ফায়ার ব্রিথ" স্কিল আপনার স্কিল মেনুতে যুক্ত হয়েছে। ফায়ার ড্রাগনের হার্টের কারণে মাস্টারের ফায়ার রিলেটেড ম্যাজিক স্পেল এবং স্কিলের পাওয়ার বৃদ্ধি পেয়েছে।""-
এলেক্স বুঝতে পারলো সে মাত্র যে খাবার খেলো সেটা সাধারণ কোনো খাবার ছিলো না। মাংস দিয়ে বিভিন্ন ধরনের খাবার রান্না করা ছিলো। সিস্টেমের মেসেজ দেখতে পেরে এলেক্স বুঝতে পারলো সে মাত্র কোনো ড্রাগনের মাংস খেয়েছে। যদিও মনস্টারের মাংস বা শরীরের কোনো অংশই কোনো মানুষ খেলে বা পান করলে সাথে সাথে এনার্জি ওভারলোডের কারণে মারা যাবে কারণ মনস্টারের ব্লাড এবং মাংসের মধ্যে ডিমনিক এনার্জি রয়েছে যা মানুষ কন্ট্রোল করতে পারে না। এমন নয় যে সব মনস্টারের মাংস খাওয়ার যোগ্য না। কিছু মনস্টার রয়েছে যেগুলোর মাংস খাওয়া সম্ভব। আর সেটার মধ্যে ড্রাগনের নামও আসে। তবে রান্না করলেই যে ড্রাগনের মাংস খাওয়া যাবে এমন নয়। ড্রাগনের মাংস রান্নার পূর্বে সে মাংস থেকে ডিমনিক এনার্জি দূর করে নিতে হয়। যেটা টাওয়ারের মধ্যে মাত্র হাতে গোণা কয়েকজন প্রান এনার্জি ইউজারই করতে পারে। এজন্য সবার মনস্টারের মাংস খাওয়ার সুযোগ হয় না।
হঠাৎ করে এলেক্সের পুরানো কিছু কথা মনে পরলো। পূর্বে যখন তারা ডিমনিক ফরেস্টে অবস্থান করছিলো তখন তারা প্রায় রোজই মনস্টারের মাংস খেয়েছি। মাংস গুলোকে রান্না তার বাবা করলেও রান্নার পূর্বে পিওরিফাই করে দিয়েছে তার আম্মা। যে কারণে তাদের তেমন কিছুই হয় নি। এলেক্স এসব চিন্তা আপাতোতো সময়ের জন্য বাদ দিলো এবং বেডের উপরে বসে পরলো।
-> আমার কোরের জায়গা বৃদ্ধি পেয়েছে। এনার্জি বৃদ্ধি পাওয়ার কারণে সেগুলো স্টোর্মের মতো রয়েছে আমার কোরে। আমাকে মেডিটেশন করে সেটাকে শান্ত করতে হবে। (এলেক্স)
এলেক্স বসে গেলো মেডিটেশন করতে।
* * * * *
একদিন পরে,
থ্রোন রুমের মধ্যে খুব কম ব্যক্তি উপস্থিত ছিলো। রাতারাতি কিংডমের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছে যাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তাদের নিয়ে রাজ সভা হচ্ছিলো না। কুইন তার থ্রোনে বসে আছে। তার সামনে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তিনজনের হলো মারফি, মারফা এবং এলিজাবেথ। মারফা এবং মারফি সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের পিছনে এলিজাবেথ।
-> সিক্রেট কিংমের প্রিন্সেস হওয়ার কারণে মারফা এবং মারফি তোমাদের সরাসরি ব্লু এবং রেড কিংডমে প্রবেশ করতে হবে। গেস্ট হিসেবে ব্লু এবং রেড কিংডমে অবস্থান করে তাদের কিং এর কাছে সিক্রেট কিংডমের প্রিন্সের ক্রাউনিং অনুষ্ঠানের ইনভাইটেশন দিয়ে আস্তে হবে। (মারিয়া)
মারিয়ার কথায় পুরো থ্রোন রুম চুপ ছিলো। সে থামলো না, আবারো বলতে শুরু করলো।
-> এলিজাবেথ, টুর্নামেন্টে আমি তোমার এবিলিটি দেখে মুগ্ধ হয়েছি। এজন্য কিংডমের দুই প্রিন্সেসের সুরক্ষার জন্য তোমাকে পাঠাচ্ছি আমি। (মারিয়া)
মারিয়া মারফা এবং মারফিকে আদেশ দিলো বাকি দুই কিংডমে গেস্ট হিসেবে যাওয়ার জন্য। কুইনের আদেশ শোনার পরে তারা অপেক্ষা করলো না। মিনিস্টার দুজনের হাতে দুটো লেটার ধরিয়ে দিলো। মারফা ও মারফি দুটো লেটার নিয়ে এলিজাবেথকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। থ্রোন রুমের বাইরেই ছিলো প্যালেসের বাটলার।
-> প্রিন্সকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। প্রিন্স তার রুমের মধ্যে নিরাপদ রয়েছে। আপনারা দুজন আপনাদের মিশন সম্পূর্ণ করুন। (বাটলার)
বাটলারের কথা শুনে তারা রওনা দিলো সিক্রেট কিংডম থেকে বের হওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় বাটলারের ছায়া থেকে কালো কোনো একটা বস্তু বেরিয়ে আসলো এবং সেটা মারফার ছায়ার মধ্যে প্রবেশ করলো। কেউ কিছু বুঝতে না পারলেও এলিজাবেথ শুধু সেদিকে একবার তাকিয়েছিলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।