#Demon_King#
পর্ব:১৯২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
মারফা এবং মারফি সিক্রেট কিংডম থেকে বের হয়েছে। তারা একটা গেইটের সাহায্য নিয়েছে যেটা শুধুমাত্র রয়েল ব্লাডলাইনের ব্যক্তিদের ব্লাড দ্বারায় একটিভ করা যায়। গেইটের প্লাটফর্মের উপরে মারফি তার ব্লাড দিলে একটা বিশাল পোর্টাল তৈরি হয় যার মধ্য দিয়ে প্রবেশ করে তিনজন ব্যক্তি। তিনজনে সিক্রেট কিংডমের থেকে বাইরে চলে আসে এবং প্রথমেই রওনা দেই ব্লু কিংডমের দিকে।
একটা বিশাল রথ গাড়ি নিয়ে এসেছে সিক্রেট কিংডম থেকে দুই প্রিন্সেস। রথের গায়ে সিক্রেট কিংডমের সাইন থাকার কারণে রেড কিংডমে প্রবেশ করতে কোনো রকম সমস্যা হয় নি তাদের। রেড কিংডমে প্রবেশের পরেই মারফার ছায়া থেকে কালো একটা ছায়ার মতো জিনিস বেরিয়ে গেলো এবং অন্ধকার একটা গলির মধ্যে প্রবেশ করলো। রাতের সময় হওয়ার কারণে সব জায়গায় ছায়া বিরাজ করছিলো, আর এই ছায়া থাকার কারণে সেটার মধ্য দিয়ে এলেক্সের শ্যাডো গুলোর যাতায়াত করতেও সুবিধা হচ্ছিলো। এলেক্স ওর রুমে বন্ধি ছিলো। যেখানে সে মেডিটেশন করতে ব্যস্ত ছিলো। কিন্তু এলেক্স হঠাৎ তার মেডিটেশন থেকে উঠলো। সাথে সাথে সে তার স্কিল ব্যবহার করলো।
(একটিভ স্কিলঃ শ্যাডো ট্রান্সফার)
এলেক্স তার একটিভ স্কিল শ্যাডো ট্রান্সফার ব্যবহার করলো। এই স্কিলের সাহায্যে এলেক্স তার যেকোনো এক শ্যাডো আর্মির সাথে জায়গা বদল করতে পারবে। তার শ্যাডো যে প্রান্তেই থাকুক না কেনো এলেক্স তার স্কিল একটিভ করার সাথে সাথেই তার শ্যাডোর জায়গায় চলে যাবে এবং তার শ্যাডো তার জায়গায় চলে আসবে। এই স্কিলের সাহায্যে এলেক্স শ্যাডোর সাথে মানুষদেরও ট্রান্সফার করে নিয়ে আসতে পারবে, তবে সেটায় তার এনার্জি প্রয়োজন হবে বেশি। এলেক্স একটা গলির মধ্যে চলে এসেছে। আপাতোতো কিংডমে প্রবেশের পরে এটা কমনারটার এরিয়া ছিলো। এই এরিয়ার মধ্যে সমস্ত কমনাররা অবস্থান করে বলে জায়গায় অবস্থা তেমন ভালো না। এলেক্স খেয়াল করে দেখলো এর থেকেও ভালো অবস্থা ব্লু কিংডমে ছিলো। এখানের কমনারদের উপরে অনেক বেশি অত্যাচার করা হয় সেটা এখানের জায়গা দেখলেই বোঝা যায়।
এলেক্স জায়গার উপরে ফোকাস না করে নিজের ক্যারেক্টার বদলে নিলো। এলেক্স তার সাইড ক্যারেক্টারে পরিণত হলো। প্রথম বারের জন্য এলেক্স এমন একটা ক্যারেক্টারে পরিণত হলো যেটায় তার ইমোশন থাকলে হয়তো কখনোই পরিণত হতে চাইতো না। এখন যেহেতু তার ইমোশন ছিলো না তাই এটা নিয়ে সে বেশি গবেষনা করে নি। এলেক্স তার সাইড ক্যারেক্টারে চেঞ্জ হয়ে গেলেও তার মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করলো। পূর্বে অন্যান্য চরিত্রে যখন এলেক্স পরিবর্তন হয়েছে তখন এলেক্সের পুরো চিন্তা ভাবনায় পাল্টে গিয়েছে। কিন্তু এখন সেরকম কিছুই হয় নি। সে স্বাভাবিক মতোই চিন্তা ভাবনা করতে পারছিলো।
-> আমার শরীরটা ঢাকার জন্য একটা হুডি প্রয়োজন এখন। (এলেক্স)
এলেক্স নতুন ক্যারেক্টারে চেঞ্জ হওয়ার পর তার জামাও চেঞ্জ হয়েছে। অনেকটা আজব জামা সে পরে ছিলো, তাই সেটাকে ঢাকতে সে হুডি ব্যবহার করতে চাচ্ছিলো। এলেক্সের ইনভেন্টরিতে হুডি থাকার কারণে সে সেটাকে বের করার সিদ্ধান্ত নিয়েছিলো, কিন্তু হঠাৎ করেই এলেক্সের শরীর থেকে কালো স্লাইমের মতো কিছু একটা জীবিত হয়ে গেলো। সেটা এলেক্সের শরীরকে বড় হয়ে জরিয়ে ধরলো। সাথে সাথে এলেক্সের শরীরে কালো কালারের একটা হুডি চলে আসলো। ম্যাজিশিয়ানরা যেরকম হুডি ব্যবহার করে ঠিক তেমন একটা কালো হুডি পরে এলেক্স বেরিয়ে পরলো।
-> আমাকে উপরে ফ্লোরে যাওয়ার কথা চিন্তা করতে হবে। (এলেক্স)
মোট তিন ভাবে একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়া যায়। যার মধ্যে প্রথমত হলো ফ্লোর পোর্টাল। এই পোর্টালের সাহায্যে এক ফ্লোর থেকে ক্লিয়ার করা যেকোনো ফ্লোরে প্রবেশ করা যায়। দ্বিতীয় হলো টেলিপোর্টেশন স্টোন। যদিও টেলিপোর্টেশন স্পেলের সাহায্যে এর সাহায্যে এক ফ্লোরের মধ্যেই যাতায়াত করা যায়। কিন্তু কোনো টেলিপোর্টেশন আইটেম হলে ক্লিয়ার করা ফ্লোরের যেকোনো একটায় প্রবেশ করা সম্ভব। আর টেলিপোর্টেশন স্টোনও টেলিপোর্টেশন আইটেমের মধ্যেই পরে। সবশেষ উপায় যেটা রয়েছে সেটা হলো ফ্লোরকে চ্যালেঞ্জ করা। অনেক ব্যক্তি রয়েছে যারা শক্তিশালী হওয়ার পরও কিং কিংবা কোনো শক্তিশালী নোবেলের সাথে কিংবা তাদের পরিবারের সাথে ছোট একটা ঝামেলার কারণে এই দুটোরই সুযোগ পায় না। কারণ টেলিপোর্টেশন স্টোন বা অন্যান্য আইটেম গুলোর প্রাইজ অনেক বেশি হয়ে থাকে। আর যদি পোর্টালের কথা হয় তাহলে প্রতিটা কিংডমেই দুটো করে আছে সেটা। কিন্তু কিং এর আদেশ ব্যতীত কেউই ব্যবহার করতে পারবে না সেটা।
-> মনে হচ্ছে আমাকে ফ্লোরকেই চ্যালেঞ্জ করতে হবে। (এলেক্স)
আপাতোতো এলেক্সের কোনো পরিচয় ছিলো না। সে কোনো হান্টার কিংবা একাডেমির স্টুডেন্টও ছিলো না। তাই পোর্টাল দিয়ে কোনো ভাবেই সে উপরে যেতে পারবে না। আর যদি স্টোন কেনার কথা বলা যায় তাহলে এলেক্স এখন আর অর্থ খরচ করতে চাচ্ছে না। তাকে তার সিস্টেম আপগ্রেডের জন্য গোল্ড কয়েন সংগ্রহ করে রাখতে হবে। এলেক্সের সিদ্ধান্ত মতে সে ফ্লোর বসকে আবারো চ্যালেঞ্জ করবে এবং একাই সেটাকে হত্যা করবে। এতে করে এলেক্স বুঝতে পারবে ফিল্ড বস কতটা শক্তিশালী। যেই ভাবা সেই কাজ শুরু এলেক্সের। এলেক্স দৌড় দিতে শুরু করলো। সকল বাসার উপর দিয়ে সে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলো। একটা আওয়াজও বের হচ্ছিলো না এলেক্সের পা শরীর থেকে।
-> এই ক্যারেক্টারের লেভেল এবং স্ট্যাট সব কিছু শূন্য, তাহলে আমি আমার মেইন ক্যারেক্টারের থেকেও বেশি স্পিডে কিভাবে দৌড়াতে পারছি। (এলেক্স)
এলেক্স অনেক পূর্বেই রেড কিংডম এবং ব্লু কিংডমের একটা ম্যাপ কিনে রেখেছিলো। যা তার ইনভেন্টির মধ্যে পরে আছে। সেটাকে বের করে নিলো এলেক্স এবং সেটার সাহায্যে দিক ঠিক রাখতে পারছিলো। ম্যাপের মধ্যে চিহ্নিত করা রয়েছে ফ্লোর বস কোথায় রয়েছে। ফ্লোর বস গুলো ভয়ানক হওয়ার কারণে প্রথমবার সেটাকে হত্যা করে দ্বিতীয়বার হত্যা করার পরিকল্পনাও করে না। তবে নিচের ফ্লোর গুলো ভিন্ন। এক একটা ফ্লোরে প্রবেশ করতে হলে প্রতিটা কিংডমই নোবেল হোক কমনার হোক অনেক বেশি পরিমাণ ধার্য করে টেলিপোর্টেশন পোর্টাল ব্যবহার করায়। এ কারণে নোবেলরা যাতায়াত করতে পারলেও সব কমনারের ভাগ্যে বেশি উপরের ফ্লোরে যাওয়া হয়ে উঠে না। এ কারণে তারা বেশি শক্তিশালী হতে পারে না। আর এসব ব্যক্তিরাই পরে ফ্লোর বসকে চ্যালেঞ্জ করে সাহস নিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো এদের ৯৯ শতাংশ মানুষই মারা যায়। এলেক্স একাই একটা ফ্লোর বসকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু পূর্বে সে শুনেছে তার একাডেমির একটা ক্লাসে যে কিরকম মনস্টার প্রথম ফ্লোরের ফ্লোর বস, তাই এলেক্স এখন আর না যেয়ে পারছে না।
এলেক্সের পৌঁছাতে পৌঁছাতে প্রায় ১২ ঘন্টার মতো সময় লাগলো। ১২ ঘন্টা পর্যন্ত এলেক্স একটানা শুধু দৌড়িয়ে গিয়েছে। তার এখন পর্যন্ত শরীরে কোনো ক্লান্তি বোধ তৈরি হয় নি।
-> এটা কি তাহলে আমার প্যাসিভ স্কিলের কারণে হচ্ছে? (এলেক্স)
এলেক্সের এই চরিত্রে মাত্র একটা স্কিল আনলক রয়েছে। আর বাকি সবগুলোতে তালা ঝুলে আছে। স্কিলটা প্যাসিভ, যেটার বিবরণ এরকম।
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ রিফ্রেস
লেভেলঃ Max
স্ট্যাটাসঃ প্যাসিভ
ঠিক একটা ঘুমের পরে যেভাবে একজন ব্যক্তি ব্যক্তি রিফ্রেস হয়ে তার সকল এনার্জি নিয়ে উঠে। ঠিক একই ভাবে হোস্ট তার পারফেক্ট কন্ডিশনে প্রতি মিনিটে চলে আসবে।
শর্তঃ হোস্টকে তার পারফেক্ট কন্ডিশনে থাকতে হবে। কেউ হোস্টকে ড্যামেজ দিলে স্কিলটা কাজ করবে না। আবারো যখন হোস্ট তার পারফেক্ট কন্ডিশনে থাকবে তখন স্কিলটা কাজ করবে।
এনার্জিঃ স্কিলটাতে কোনো এনার্জি প্রয়োজন হবে না।
××× ×××
এলেক্স বুঝতে পারলো সে ক্লান্তি বোধ করছে না কেনো। প্রতি সেকেন্ডে তার যতটা স্ট্যামেনা এবং এনার্জি ব্যায় হয়েছে তা এক মিনিটে রিকোভার হয়ে যাচ্ছিলো। তাই এখনো এলেক্স ক্লান্তি বোধ করে নি।
-> যদিও এটা আমি ফাইটের সময় ব্যবহার করতে পারবো না। কিন্তু আমার ট্রেনিং এ অনেক কাজে দিবে স্কিলটা। (এলেক্স)
এলেক্স নিশ্চিন্ত হলো। কারণ এই এলেক্সের সাহায্যে সে আনলিমিটেড সময় পর্যন্ত ট্রেনিং করতে পারবে কোনো রকম ক্লান্তিবোধ ছাড়ায়। এলেক্স তার স্কিল দেখতে দেখতে পৌঁছে গিয়েছে ফ্লোর বসের কাছে। বিশাল বড় একটা পুকুরের সামনে এসে এলেক্স দাড়িয়েছে। ঠিক এই জায়গাতেই রিভাইভ করতে হবে এলেক্সকে ফ্লোর বসকে। ফ্লোর বসকে যেকোনো ব্যক্তি যেকোনো সময়েই চ্যালেঞ্জ করতে পারবে। সাধারণ ফিল্ড বস বা ড্যানজন বসের থেকে একটা ফ্লোর বস অনেক মারাত্মক হয় বলে কেউ দ্বিতীয় বার সেটাকে ক্লিয়ার করার কথা চিন্তাও করে না। আর এক সময়ে শক্তিশালী হলে আর এসব নিচু ফ্লোরের ফিল্ড বসের কথা মনেও পরে না। যায় হোক এলেক্স এগিয়ে গেলো এবং নদীর পাশে একটা স্টোন পিলার ছিলো। হাটু সমান একটা পিলার রয়েছে যার উপরে একজন ব্যক্তি তাদের ব্লাড দিলেই ফ্লোর বস রিভাইভ হয়ে যায়। আর রিভাইভ করা থাকলে সে এখানে চলে আসবে চ্যালেঞ্জ দেওয়ার জন্য। এলেক্স তার হাত কেটে যখন কিছুটা ব্লাড দিতে যাচ্ছিলো তখন ব্লাড নিচে পরার পূর্বেই এলেক্সের হাত হিল হয়ে যাচ্ছিলো। বেশ কয়েকবার এরকম হওয়ার কারণে এলেক্স তার সেই ক্যারেক্টার থেকে তার মেইন ক্যারেক্টারেই চলে আসলো।
-> এতোটা হিলিং পাওয়ার আমার প্রয়োজন নেই। (এলেক্স)
বলেই এলেক্স তার হাতে ড্যাগার দিয়ে একটা কাট দিলো। বেশ অনেকটা ব্লাড বের হলো এলেক্সের শরীর থেকে। এরপর অনেক দ্রুতই তার হাত হিল হতে শুরু করলো। ঠিক এই সময়েই পুকুরের ভিতরে কাঁপতে শুরু করলো। পানি নিচে থেকে উপরে উঠতে শুরু করলো। একটা বিশাল সাপ বেরিয়ে আসলো পানির মধ্যে থেকে। যেটার সাইজ প্রায় এলেক্সের ফাইট করা মিনোটরের মতো ছিলো।
(একটিভ স্কিলঃ শ্যাডো আর্মি)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।