#Demon_King#
পর্ব:১৯৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
এলেক্স প্রথম ফ্লোরের বসের সামনে দাঁড়িয়ে আছে। ফ্লোর বস অন্যান্য বসের থেকে অনেক মারাত্মক হয়ে থাকে। যে কারণে একটা ফ্লোর বসকে হত্যা করতে হলে অনেক বড় একটা টিমের প্রয়োজন হয়। এছাড়াও বসের সম্পর্কে প্রাথমিক কোনো রকমের জ্ঞান না থাকলে সেটাকে হারানো প্রায় অসম্ভব হয়ে যায়। এ পর্যন্ত যতগুলো ফ্লোর ক্লিয়ার করা হয়েছে তাদের যে ফ্লোর বস রয়েছে তাদের মধ্যে প্রথম ফ্লোরের বসের পাওয়ার তুলনামূলক ভাবে কম এটার পাওয়ার অন্যান্যদের থেকে তুলনামূলক ভাবে কম হলেও বাকি বসের মতো এটাও মারাত্মক। প্রতিটা ফ্লোর বসের একটা করে স্পেশাল ইফেক্ট রয়েছে। যা তাদের এরিয়ার মধ্যে থাকলে আপনাআপনি সবার উপরে কাজ করতে থাকে। এলেক্সের সাথেও বিপরীত কিছু হলো না।
-""প্রথম ফ্লোরের ফিল্ড বস জায়েন্ট সারপেন্টের এরিয়ার মধ্যে প্রবেশের কারণে মাস্টার তার স্পেশাল ইফেক্টে আক্রান্ত হয়েছেন।""-
-""জায়েন্ট সারপেন্টের এরিয়ার মধ্যে সকল জীবিত বস্তুর স্পিড অর্ধেক কমে যাবে।""-
এলেক্সকে স্পিড নিয়ে কোনোরকম চিন্তা করতে হচ্ছিলো না। যেহেতু সে তার পুরো আর্মি সাম্মন করেছে যারা জীবিত ছিলো না তাই তার এই ফাইটে তেমন কোনো ডিসএডভান্টেজ ছিলো না। এলেক্স তার ইনভেন্টরি থেকে তার সান এবং মুন ড্যাগার বের করলো, যেটা হাতে দেওয়ার সাথে সাথে এলেক্সের স্ট্রেন্থ ব্যতীত বাকি স্ট্যাট গুলো ৫০ করে বৃদ্ধি পেলো। যদিও এলেক্সের স্পিড অর্ধেক কমে গিয়েছে, তারপরও সে মনে করছিলো এই বসের জন্য সেটা তেমন কিছু হবে না। এটা ভেবে সে তার শ্যাডো আর্মি সহ ঝাঁপিয়ে পরলো বস মনস্টারের উপরে। বিশাল সাপটা পানির মধ্যে থাকার কারণে অনেক বড় এডভান্টেজে ছিলো। এলেক্স কোনো ভাবেই পানির মধ্যে থেকে ফাইট করতে পারবে না সেটাকে। তাই সে দূর থেকেই ফাইট করছিলো।
-> আমাকে প্রথমে এই সাপটাকে বাইরে আনতে হবে। তা নাহলে তার সাথে কিছুতেই আমি জিততে পারবো না। (এলেক্স)
এলেক্সের স্পিড স্লো হলেও সে এবং তার শ্যাডো আর্মি দূর থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো সাপটার উপরে। যেহেতু সাপটার স্পেশাল ইফেক্ট অর্ধমৃত বস্তুর উপরে কাজ করে না, তাই সাপও এলেক্সের শ্যাডোদের দিকে লক্ষ্য না করে এলেক্সের দিকেই তাকিয়ে ছিলো। কিন্তু এলেক্স এবং তার শ্যাডো আর্মি গুলো পাথর নিক্ষেপ করার পর সাপটা আর পানিতে স্থির থাকলো না। বিশাল একটা ফনা তুলে সে এলেক্স এবং তার শ্যাডো আর্মির দিকে তেড়ে আসলো। পানিতে সেটার স্পিড এতো ছিলো যে এলেক্স চোখের পলকও ফেলতে পারে নি তার পূর্বেই সাপটা তার একদম কাছে চলে এসেছে। কাছে এসেই সাপের বিশাল লেজ দিয়ে একটা ঝাঁপটা বারি দিলো এলেক্স এবং তার শ্যাডো আর্মিদের উপরে। লেজের তেড়ে আসার স্পিড এতোটা বেশি ছিলো যে এলেক্স ঠিক মতো সরে আসতে পারলো না সেটার আঘাত থেকে। আর লেজের সাথে বারি খেয়ে এলেক্স অনেক দূরে গিয়ে পরলো। নদীটার চারিদিকে খোলা জায়গা থাকার কারণে এলেক্স কোনো কিছুতে আটকাতে পারলো না। সে সাপের সে জায়গা থেকে অনেক দূরে গিয়ে পরলো। এক এট্যাকে এলেক্সের যতগুলো শ্যাডো আর্মি স্পর্শিত হয়েছিলো সাপের লেজের সাথে তাদের সবাই জায়গাতেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এলেক্সের এনার্জির সাহায্যে তারা আবারো ঠিক হয়ে যায়। এলেক্স অনেক দূরে গিয়ে পরেছে। শেষে মাটিতে পিঠ লাগার কারণে তার স্পিড কিছুটা কমে আটকে যায়। এট্যাকটা লাগার সময়ে এলেক্সের শরীরের ড্রাগন স্যুট আর্মার একটিভ না হলে হয়তো এলেক্স অনেক গুরুতর আহত হতো এখানে।
-> আমি বুঝতে পারি নি আমার অর্ধেক স্পিড কমার কারণে আমি এরকম একটা অবস্থায় চলে আসবো যেখানে সাধারণ একটা এট্যাক থেকেও আমি সরে যেতে পারি নি। (এলেক্স)
এলেক্স এই পর্যন্ত যতগুলো শক্তিশালী মনস্টার ফাইট করেছে, তারা সবাই এলেক্সের থেকে এক, দুই বা তিন দিক দিয়ে শক্তিশালী ছিলো। কিন্তু এলেক্স যদি তার সামনের বস মনস্টারের বিবরণ দেই তাহলে সেটা এলেক্সের থেকে সব দিক দিয়েই শক্তিশালী হবে।
-> এটা সাধারণ কোনো মনস্টার নয়। যেহেতু এটার শরীরে ড্রাগনের মতোই স্কেল রয়েছে তাই আমার ধারণা এটা অতি শীঘ্রই একটা ড্রাগনে পরিণত হতে পারবে। (এলেক্স)
এলেক্স বুঝতে পারলো এই মনস্টারের সাথে ফাইট তার জন্য সহজ হবে না। এবং প্রথম থেকেই সর্বোচ্চ পাওয়ার ব্যবহার না করলে এলেক্সের জেতার কোনো সম্ভবনায় থাকবে না। এলেক্সের হাতের মুন ড্যাগার দিয়ে সে নিজের হাতে একটা কাট দিলো। যা থেকে আবারো এলেক্সের হাত থেকে কয়েক ফোটা ব্লাড বেরিয়ে আস্তে আস্তে হিল হতে শুরু করলো। এলেক্স তার ব্লাড দিয়ে তার ফ্যামিলিয়ার সাম্মন করে নিলো। যেহেতু এখানে দেখার মতো কেউ ছিলো না তাই এলেক্স মন মতো তার ফ্যামিলিয়ার ব্যবহার করতে পারছিলো।
(ফ্যামিলিয়ার সাম্মনঃ একলিপ্স)
এলেক্স তার ফ্যামিলিয়ার একলিপ্সকে সাম্মন করলো। একলিপ্স এক সময়ে একজন কন্সটেলেশন ছিলো। যে বিলজবাবের সাথে ফাইটের মাধ্যমে হেরে যায় এবং হারিয়ে যায় সবার চোখের নজর থেকে। এরপরে কোনো এক ভাবে রিং অফ বিলজবাবের মধ্যে তার সউলের একটা অংশ থাকে, যা থেকে আবারো রেইনকার্নেট হয় তার। কিন্তু সে এলেক্সের কাছে হেরে যাওয়ার কারণে এলেক্স তার সিস্টেমের সাহায্যে একলিপ্সকে খুব সহজেই নিজের ফ্যামিলিয়ার বানিয়ে নেই। এক সময়ে একজন কন্সটেলেশন হলেও অরিজিনের দিক দিয়ে সে একজন মনস্টার বিস্ট হওয়ার কারণে সে ফ্যামিলিয়ার হতে পেরেছে। পূর্বে একলিপ্সকে মারাত্মক দেখা গেলেও এলেক্সের ফ্যামিলিয়ার হওয়ার পর তার সাইজ ছোট হয়ে যাওয়ায় অনেক কিউট দেখতে এখন সে। এলেক্স একলিপ্সকে সাম্মন করে তার সাথে প্রজেস ব্যবহার করলো। প্রজেস এমন একটা এবিলিটি যেটা যেকোনো ব্যক্তি তাদের ফ্যামিলিয়ারের সাথে ব্যবহার করতে পারে। তবে এটা ব্যবহার করতে সময় এবং অনেক ট্রেনিং এর প্রয়োজন হয়। একটা ফ্যামিলিয়ারকে সাম্মন করে তার সাথে প্রজেস ব্যবহার সম্ভব হয় না। প্রজেস ব্যবহার করার পূর্বে একজন ব্যক্তি তার ফ্যামিলিয়ারের সাথে কানেক্ট হতে হবে। তাছাড়া প্রজেস ব্যবহার করলে মৃত্যুও হতে পারে। এলেক্স একলিপ্সের সাথে প্রজেস ব্যবহার করেছে। একলিপ্স এলেক্সের শরীরের মধ্যে মার্জ হয়ে গেলো। ছোট একটা স্কাইটি হাতে থাকা একলিপ্সকে আর দেখা গেলো না। বরং এলেক্সের শরীরে পার্থক্য দেখা গেলো। নীল রঙের একটা স্কার্ফ তার গলায় চলে আসলো যেটা মাটি পর্যন্ত লম্বা হয়ে ঝুলছিলো। এলেক্সের শরীরে এখন একলিপ্সের ডেড এনার্জিতে ভরা ছিলো, যেটা তার ব্যবহার করা ডিমনিক এনার্জির মতোই ভয়ানক ছিলো। একলিপ্সের সাথে প্রজেস ব্যবহারের কারণে এলেক্সের স্পিড প্রচুর বৃদ্ধি পেলো। সে তার মুন এবং সান ড্যাগারকে ইনভেন্টরির ভিতরে রেখে দিলো।
-> ভেবেছিলাম হয়তো গোল্ড কয়েন সংগ্রহ করে রাখবো, কিন্তু এখানে সংগ্রহ করে রাখাটা বোকামি ছাড়া কিছুই হবে না। সিস্টেম, আমার কাছে যত গোল্ড রয়েছে সেগুলো দিয়ে স্টোর থেকে সুপার এলোই রড কিনে ফেলো। (এলেক্স)
যেহেতু এলেক্স নিজে কিনতে গেলে অনেকটা সময় নষ্ট হবে তাই এই কাজটা সিস্টেমের হাতে তুলে দেওয়ার কারণে এলেক্সের অনেকটা সুবিধা হলো। এলেক্স অর্ডার দিয়েই অনেক স্পিডে দৌড় দিতে শুরু করলো। তার ফুল স্পিডের থেকেও দ্বিগুণ স্পিডে এলেক্স দৌড়াতে পারছিলো একলিপ্সের জন্য। সাথে সাথে তার সিস্টেম একটা মেসেজ দিলো সামনে।
-""মাস্টার আপনার ৮২,০০০ গোল্ডের বিনিময়ে স্টোর থেকে ৮২০০ সুপার এলোই রড ইনভেন্টরি পাঠানো হয়েছে।""-
এলেক্স সময় নষ্ট না করেত তার ইনভেন্টরি থেকে সুপার এলোই রড বের করে নিলো দুই হাতে দুটো। এতোক্ষণে সাপটা পানি থেকে মাটিতে উঠে এসেছে। এলেক্সের শ্যাডো আর্মি গুলো সাপটার সাথে ব্যস্ত থাকার কারণে সেটা এলেক্সের কাছে পৌঁছাতে পারে নি। ইগ্রিত এবং মুযিফা অনেক ভালো ভাবেই ফাইট করতে পারছিলো, কিন্তু বাকি শ্যাডো আর্মিরা সেটার সামনে দাঁড়াতেই পারছিলো না। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও আনডেড হওয়ার কারণে তাদের মনে কোনো রকম ভয় ছিলো না। তার হেরে যাওয়ার পরও ফাইট করতে ব্যস্ত ছিলো। এলেক্সও বুঝতে পারলো সে এই সময়ে তার ফ্যামিলিয়ার সাম্মন না করলে এই এনার্জির সাপ্লাই দিতে পারতো না। যদিও এলেক্সের কোরের ধারণ ক্ষমতা দ্বিগুন হয়েছে এই বলে এই নয় যে তার এনার্জি আনলিমিটেড সময়ের জন্য সাপ্লাই হতে থাকবে। এলেক্স তার ইনভেন্টরি থেকে সুপার এলোই রড বের করতে শুরু করলো এবং তার সামনে থাকা প্রতিটা শ্যাডো আর্মির হাতে একটা করে ধরিয়ে দিলো।
-> আমার অর্ডারে সবাই একসাথে ঝাঁপিয়ে পরবে এই বসের উপরে। (এলেক্স)
এলেক্স চিল্লিয়ে উক্ত কথাটা বলতে লাগলো। সে আবারো সাপের দিকে এগিয়ে আসার কারণে সাপটা আবারো তার লেজ দিয়ে এলেক্স সহ তার বাকি শ্যাডো আর্মিকে এট্যাক করতে গেলো। কিন্তু এবার এলেক্স একটা লাফ দিয়ে অনেকটা উপরে উঠে গেলো। সে সাপটার লেজের উপরে ল্যান্ড করলো এবং দৌড়াতে শুরু করলো। দৌড়িয়ে দৌড়িয়ে এলেক্স সাপের শরীরের কিছুটা উপরে চলে আসলো।
-> ঠিক আছেত তাহলে দেখা যাক একটা অর্ধ ড্রাগনের স্কেলের ডিফেন্সিভ পাওয়ার এবং এই সুপার এলোই রডের পেনিট্রেশন পাওয়ারের মধ্যে কোনটা বেশি শক্তিশালী। (এলেক্স)
এলেক্স তার ফুল ফোর্সে ডান হাতে থাকা রডটায় এনার্জি ফোকাস করে সেটা দিয়ে আঘাত করলো অনেক জোরে সাপের স্কেলের উপরে। যে স্কেলটার উপরে এলেক্স আঘাত করলো সেটা এক আঘাতেই ভেঙে শরীরের ভিতরে রডটা ঢুকে গেলো।
-> আমার মনে হয় এটার দ্বিতীয় এট্যাক করার সময় হয়ে গিয়েছে এখন। (এলেক্স)
এলেক্স পূর্বে এই মনস্টারের সম্পর্কে শুনতে পেরেছিলো একাডেমি থেকে। যেহেতু একাডেমির একটা মিশনের মধ্যে এই ফ্লোরের ফ্লোর বসকে চ্যালেঞ্জ করাও রয়েছে তাই একাডেমির শিক্ষকরা এটা সম্পর্কে সবাইকেই জ্ঞান দিয়ে থাকে। যদিও মিশনটা বাধ্যমূলক নয়, কিন্তু সবাইকে এই বস সম্পর্কে জানানো হয় কারণ অনেক ব্যক্তিই ভুল বশত কিংবা অন্য কোনো কারণে এই বসকে চ্যালেঞ্জ করতে এসে মারা যায়। এলেক্স যেহেতু বসের সম্পর্কে পূর্বেই জানতে পেরেছিলো তাই সে বুঝতে পেরেছে একবার এটার স্কেলটা ভাঙতে পারলেই এটা আর লেজ দিয়ে এট্যাক করবে না। বরং আরো মারাত্মক এট্যাক করা শুরু করে দিবে।
এলেক্স দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু লাফ দিয়ে বেশি দূর যেতে পারলো না। সাপের পুরো শরীরে স্কেল ছিলো। যা হঠাৎ উল্টিয়ে গেলো। শরীর থেকে বেগুনি কালারের গ্যাস বের হতে শুরু করলো অনেক স্পিডে। সেটার কালার দেখেই বোঝা যাচ্ছিলো অনেক বিষাক্ত বিষ সেটা। আশে পাশের যত ছোট ছোট ঘাস ছিলো সেকেন্ডেই মারা গেলো সেটার সংস্পর্শে এসে। এলেক্সের চারিদিক দিয়েও গ্যাসটা ঘিরে ধরলো। এলেক্স দম বন্ধ করে গ্যাসের মধ্য থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলো। কিন্তু হঠাৎ তার সিস্টেমের একটা মেসেজ দেওয়া দেখতে পেরে এলেক্স কিছুটা অমনোযোগী হয়ে যায়। এইস ময়ে সাপটা তার লেজ দিয়ে আবারো এলেক্সকে একটা বারি দিলো। এবার এলেক্স ঠিক খাড়া ভাবেই মাটিতে পরে গেলো। ঠিক বিশ মিটারের থেকে বেশি মাটি গর্ত হয়ে সেটার ভিতরে এলেক্স চলে গেলো। তার ড্রাগন স্যুট আর্মারের কারণে সে গুরুতর আহত না হলেও এবার পেটের দুটো হাড় ভেঙে গিয়েছে। উপুড় হয়ে পরার কারণে তার নাকের হাড়ও বাকা হয়ে গিয়েছে। নাক দিয়ে ব্লাড পরতে শুরু করেছে। কিন্তু আস্তে আস্তে এ ক্ষতও তার সুপার হিলিং প্যাসিভ স্কিলের কারণে হিল হতে শুরু করেছে। এলেক্স উঠলো এবং তার সামনে থাকা মেসেজটা পড়তে শুরু করলো।
-""টাইটেল গ্লাটোনির স্পেশাল ইফেক্ট আনলক হয়েছে। মাস্টারের উপরে কোনো পয়জনই কাজ করবে না। বরং মাস্টার পয়জনকে এবজোর্ব করে সেটাকে এনার্জি রূপে ব্যবহার করতে পারবেন।""-
সিস্টেমের মেসেজ দেখে এলেক্স আর চিন্তিত হলো না। যেহেতু সাপের সবচেয়ে বড় অস্ত্র তার উপরে কাজ করবে না এখন তাই সেটাকে হত্যা করাটা এখন এলেক্সের জন্য কোনো ব্যাপারই না। এলেক্সের শরীরের চারিদিক দিয়ে লাইটনিং বের হতে শুরু করলো। এলেক্স পূর্বের থেকেও আরো স্পিডে সাপের দিকে চলে গেলো। সাপের সামনে থেকে একটা লাফ দিয়ে সে একদম সাপের মুখের সামনে চলে গেলো। এই সময়ে সাপটা বিশাল একটা ফনা তুললো এবং এলেক্সের দিকে যেতে চাইলো। কিন্তু এলেক্স তার ইনভেন্টরি থেকে একসাথে বিশটা সুপার এলোই রড বের করলো। নিজের শরীরের চারিদিক দিয়ে লাইটনিং বের হওয়ার কারণে সেটা একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি করছিলো। আর এ কারণে এলেক্সকে রড গুলোকে ধরতে হলো না। সেগুলো এমনিতেই হাওয়ার মধ্যে ভাসতে শুরু করেছে।
(লাইটনিং স্পেলঃ রেইলগান)
এলেক্স এক সাথে বিশটা রডের উপরে তার রেইলগান স্পেল ব্যবহার করলো। একটা কিক মারলো এলেক্স যার থেকে তার লাইটনিং এনার্জি রড গুলোতে প্রবেশ করে সেটাকে প্রচুন্ড স্পিডে সাপের ফনা বরাবর পাঠিয়ে দিলো। প্রতিটা রড সাপের স্কেলকে ভেদ করে শরীরের মধ্যে প্রবেশ করলো। ঠিক এই সময়ে এলেক্স তার শ্যাডো আর্মিকে আদেশ করলো। সবগুলো শ্যাডো আর্মি তাদের হাতে থাকা এলোই রড নিয়ে ঝাঁপিয়ে পরলো সাপের উপরে। এলেক্সও এক এক করে তার ইনভেন্টরি থেকে আরো সুপার এলোই রড বের করে নিচে ফেলে দিচ্ছিলো। তাছাড়া মাঝে মাঝে একটা দুইটা করে সাপের দিকে রেইলগানের সাহায্যে নিক্ষেপ করছিলো। একই সাথে এতোগুলো রড সাপের শরীরে প্রবেশ করার কারণে সাপটা বুঝতে পারছিলো কাকে রেখে কাকে এট্যাক করবে। ঠিক তখনি সে বুঝতে পারলো সব গুলো ব্যক্তিকে একজনই কন্ট্রোল করছিলো, আর সে ব্যক্তি হলো এলেক্স। তাই ব্যথা এবং যন্ত্রনায় ভুগতে থাকলেও সে তার ফনা তুলে যায় এলেক্সের দিকে এট্যাক করতে।
(একটিভ স্কিলঃ ব্লিংক)
এলেক্স তার ব্লিংক স্কিলের সাহায্যে সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে যায় এবং সাপটা তার এট্যাক মিস করে। এমন সময় সাপের সামনে চলে আসে এলেক্সের বিশাল মিনোটর-১ এবং মিনোটর-২। তারা এতোক্ষণ এই জায়গায় ছিলো না। দূরের ফরেস্টে গিয়েছিলো বিশাল দিটো গাছ আনতে। দুটো গাছ ছিলো দুজনের হাতে। যা দিয়ে সাপের মাথায় একই সাথে দুজনে বারি দিলো। এক বারিতে সাপের পুরো শরীর নিচে পরে গেলো। সেটার সমস্ত শরীর স্থির হয়ে গেলো। এলেক্স এখানেই থামলো না। পূর্বের ওয়ার্ল্ডে সাপ নামক বস্তুর উপরে এলেক্স বা হৃদয়ের অনেক বড় একটা সম্পর্ক ছিলো। তাই এলেক্স সিওর না হয়ে সেটাকে মৃত বলে দাবি করতে পারছিলো না। এলেক্স তার ইনভেন্টরি থেকে তার বিশাল টু হ্যান্ডেড সোর্ডটা বের করলো এবং সাপের একদম সামনে গিয়ে দাঁড়ালো। এতোক্ষণে তার সবগুলো শ্যাডো আর্মি ঘিরে ধরেছে সাপটাকে। কেউ কেউ এখনো রড ঢুকাচ্ছিলো সাপের শরীরে। রক্তে পুরো নদী সহ জায়গাটা কালো হয়ে গিয়েছে। এলেক্স সাপের সামনে আসার সময়ে হঠাৎ সাপটা কথা বলতে শুরু করলো।
[এই ড্যানজনটা তৈরি হওয়ার পর থেকেই আমার ভাগ্য এই প্রথম ফ্লোরে সিল হয়ে আছে। যেখানে প্রথমে সাধারণ একটা মনস্টার ছিলাম সেখান থেকে আস্তে আস্তে পাওয়ার অর্জন করতে করতে আমি ফ্লোর বসে পরিণত হয়ে যায়। এতোটায় পাওয়ার অর্জন করে ফেলি যে এক সময়ে আমি ড্রাগন হয়ে যাওয়া থেকে মাত্র কিছুটা পথ দূরে ছিলাম। কিন্তু এই টাওয়ার গুলোতে সবার মতোই আমার ভাগ্যও বন্ধী ছিলো। আমি শত চেষ্টা করেও ড্রাগন হতে পারি নি। বরং আমাকে বন্ধী হয়ে থাকতে হয়েছে এই জায়গাতে যাতে করে একের পর এক ব্যক্তি আসে এবং আমাকে হত্যা করে উপরের ফ্লোরে যেতে পারে। আমি মারা গিয়েছি, কিন্তু আবারো জীবিত হয়েছি। আবারো মারা গিয়েছি কিন্তু আবারো জীবিত হয়েছি। এভাবেই হাজারো বছর হলো আমার জীবন চলে আসছে। এর মাঝে একটা দিন আমি শান্তির মধ্যে কাটিয়েছি বলে আমার মনে হয় না। আমাকে একটা অস্ত্রের মতো ব্যবহার করা হচ্ছে এই ড্যানজনের মধ্যে যেখানে আমার মতো সব গুলো মনস্টার এবং বস মনস্টার তাদের জীবন নিয়ে ভালোই আছে। কিন্তু আমার এই জীবনটা ভালো লাগে না। আমি প্রথম ফ্লোরের ফ্লোর বস মনস্টার হওয়ার কারণে এই ফ্লোরের প্রতিটা মনস্টার সম্পর্কে ধারণা রাখি। এটা আবার স্পেশাল একটা পাওয়ার যেটা সকল ফ্লোর বসের কাছে রয়েছে। আপনার সাথের মনস্টার গুলোর অধিকাংশই এই ড্যানজনে বিলং করে। তবে অন্যান্য মনস্টারের মতো তারা বন্ধী হয়। তারা মুক্ত হয়েছে সকল বন্ধী জাল থেকে। মানুষ যারা একের এক আমাকে হত্যা করে এসেছে এবং যেখানে আমি একের পরে এক মানুষকে হত্যা করে এসেছি সে অনুযায়ী একজন মানুষের কাছে এরকম রিকোয়েস্ট হয়তো আমার মতো মনস্টারের মানায় না। মনস্টারের কথা বাদ দিলাম। আমার মতো ফ্লোর বসের সেটা মানায় না। কিন্তু এরপরও আমি রিকোয়েস্ট করবো আমাকে এই চেইন থেকে মুক্ত করে নিতে। দরকার পরলে আমি সারাজীবন আপনার গোলামী করবো।]
সাপটা তার জীবনের দুঃখময় কাহিনী শোনাতে লাগলো এলেক্সকে। এলেক্স সবাইকে বিশ্বাস করলেও কখন একটা সাপকে বিশ্বাস করবে না সেটা ছোট থেকেই শপথ করেছিলো। তাই এখনো সে বিশ্বাস করলো না। যদিও সাপের কাহিনীটা সত্য ছিলো যেটা এলেক্স তার চোখ দেখেই বুঝতে পারছিলো। কিন্তু শেষের দিকে সাপটা যখন এলেক্সের গোলামী করতে চাইলো সে সময়ে সাপের চোখের দিকে তাকিয়েই বুঝতে পারলো সেটা মিথ্যা বলছিলো।
-> আমার এমন কাউকে দরকার নেই যে মনে মনে এক সময়ে আমাকে বিশ্বাস ঘাতকতা করতে চাইবে। এমন কাউকে দরকার যে কখনো সেটার সুযোগই পাবে না। (এলেক্স)
সাপের শরীরে একটা স্কেলও এখনো অবশিষ্ট ছিলো না।এলেক্স এই সময়ে তার বিশাল টু হ্যান্ডেড সোর্ডটাকে উঁচু করলো এবং সেটা দিয়ে একদম মাথার জায়গাতেই এলেক্স আঘাত করলো তার সমস্ত স্ট্রেন্থ নিয়ে। সম্পূর্ণ কাটতে না পারলেও এলেক্সের সোর্ড মাথার নিচে প্রায় অর্ধেক জায়গা কেটে ফেলেছে। সোর্ড থেকে ডেড এনার্জি সাপের শরীরে প্রবেশ করার কারণে সেটার মরতে আর বেশি ক্ষণ লাগলো না। এলেক্স এবার নিশ্চিত হলো কারণ তার সামনে তার সিস্টেম একটা মেসেজ দিয়েছে। এলেক্স সিস্টেমের মেসেজকে উপেক্ষা করলো এবং সামনে দিকে হাত বারিয়ে দিলো
-> রাইজ মাই শ্যাডো? (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।