আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King পর্বঃ ১৯৫

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]

#Demon_King#

পর্ব:১৯৫

লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.

       টাওয়ার অফ গ্লাটোনি,

স্যামুয়েলকে আটক করে একটা কারাগারে বন্ধী করা হয়েছে। জায়গাটা একটা আন্ডারগ্রাউন্ড ড্যানজন ছিলো তাই এই জায়গা থেকে কারোরই পালিয়ে যাওয়ার কোনো সম্ভবনা ছিলো না। আর স্যামুয়েলের এমনিতেি এতো দ্রুত এই জায়গা থেকে পালিয়ে যাওয়ার কোনো প্লান ছিলো না। স্যামুয়েল কারাগারে এসেই নিজের সময় নষ্ট করলো না। সে নিজের কাজে লেগে পরলো। রাতে ঘুমানো ব্যতীত সবগুলো ব্যক্তিকেই এক সাথে কাজ করতে হয়। বিশাল একটা আন্ডারগ্রাউন্ড ড্যানজন হওয়ার ফলে এর মাঝে অনেক ক্রিসটাল রয়েছে। যেগুলো খুব নিম্নমানের ম্যাজিক এনার্জি সাপ্লাই দিয়ে থাকে। কারাগারে বন্ধী সকল ব্যক্তিকেই প্রতিদিন প্রতিনিয়ত এই ক্রিসটাল গুলো মাইন করতে হয়। স্যামুয়েলও লেগে পরলো সেগুলো মাইন করতে। 

-> তোমাকে দেখে নতুন মনে হচ্ছে। তাহলে তুমিও পরিচয় ছাড়া এখানে এসে ধরা পরেছো নাকি? 

একটা লোক স্যামুয়েলকে দেখে বলতে লাগলো। স্যামুয়েল তার দিকে তাকালো। বয়সে অনেক বৃদ্ধ ছিলো সে। তার দিকে তাকিয়ে স্যামুয়েল বলতে লাগলো,

-> আমি তো ভাগ্যক্রমে এসে ধরা পরেছি। (স্যামুয়েল)

স্যামুয়েলের কথা শুনে লোকটা একটু হাসলো এবং বলতে শুরু করলো।

-> তোমার মতো অনেক ব্যক্তিই আছে যারা এখানে আটক হয়ে আছে। বিশেষ করে আমি ঔযে ঔসব ব্যক্তিদের কাছে যেতে বারণ করবো। (স্যামুয়েল)

বৃদ্ধ লোকটা কিছু ব্যক্তির দিকে ইশারা করলো। সেখানে পাঁচজন মানুষ বসে ছিলো যারা কোনোরকম কাজ না করেই আড্ডা দিচ্ছিলো। যদিও তারা আসামী এখানের তারপরও গার্ডরাও তাদের কিছু বলতে সাহস পাচ্ছিলো না।

-> ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। তবে মনে হয় আপনি এই জায়গার সম্পর্কে অনেক কিছুই জানেন। (স্যামুয়েল)

-> হ্যাঁ বয়সের সাথে সাথে সব কিছু সম্পর্কে জ্ঞান রাখতে হয়। বলা তো যায় না যেকোনো সময়ে এই কারাগারে আসার মতো ভুল আবারো করতে পারি। 

স্যামুয়েল বৃদ্ধ লোকটার সাথে একদম মিশে গেলো। তার সাথে সুন্দর করে কথা বলার মাধ্যমে একদিনের মধ্যেই লোকটার কাছের মানুষ হয়ে গেলো স্যামুয়েল। আর এই সুযোগেই প্রথম থেকে ৯ম ফ্লোরের সকল ইনফর্মেশনও স্যামুয়েল নিয়ে নিলো তার থেকে। সে একজন দুর্বল বৃদ্ধ মানুষ হওয়ার কারণে অনেক ব্যক্তিরই সাহায্য করেছে এই কারাগারের মধ্যে। যে কারণে সে ব্যক্তিগুলো তাদের জানা তথ্য গুলো এই লোকটাকে বলেছে। আর স্যামুয়েল তার থেকে সে তথ্যগুলো সংগ্রহ করেছে। যদিও তেমন গুরুত্বপূর্ণ কোনো ইনফর্মেশন সে নেই নি শুধুমাত্র ফ্লোর বসের লোকেশন বাদে, তাই বৃদ্ধ লোকটা কোনো চিন্তা ছাড়ায় শেয়ার করেছে। একটা দিন এই জায়গার মধ্যে স্যামুয়েল পার করার পরে তার এখান থেকে বের হওয়ার সময় হয়ে এসেছিলো। যেহেতু এটা একটা ড্যানজনের মধ্যে ছিলো তাই টেলিপোর্টেশন কিংবা সে এলেক্স হয়ে ব্লিংক ব্যবহার করেও বাইরে যেতে পারবে না। কারণ এলেক্সের স্কিল কিংবা টেলিপোর্টেশন স্পেল গুলো কখনো ড্যানজনের মধ্যে থেকে একজনকে বাইরে নিতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি বাইরে থেকে একটা ড্যানজনে প্রবেশ করতে পারবে, কিন্তু একটা ড্যানজন থেকে কেউ বাইরে প্রবেশ করতে পারবে না।

যায়হোক স্যামুয়েল একটা সময় কাটানোর পর তাকে এই জায়গা থেকে বের হতে হবে। আর সেটা করার জন্য তাকে জোর পূর্বক কিংবা লুকিয়ে এই জায়গা থেকে বের হতে হবে। কিন্তু গার্ডদের জন্য এই জায়গা থেকে লুকিয়ে বের হওয়ার কোনো সুযোগই নেই। তাই স্যামুয়েলকে জোরপূর্বকই এই জায়গা থেকে বের হতে হবে। যেই ভাবনা সেই তার কাজ। সবার কাজের সময় হয়েছে। প্রতিটা ব্যক্তি হাতে কুড়াল কিংবা পিকএক্স নিয়ে ক্রিসটাল মাইন করার কাজে ব্যস্ত ছিলো। পিছন থেকে গার্ডরা সবার উপরে নজর রাখছিলো। শুধুমাত্র আসামিদের মধ্যে তিন থেকে চারজন ব্যক্তি ছিলো যারা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিলো। স্যামুয়েল বৃদ্ধ লোকটার পাশে দাঁড়িয়ে ছিলো। সে হঠাৎ বৃদ্ধ লোকটাকে বলতে শুরু করলো।

-> ওল্ড ম্যান আমার মনে হয় আপনাকে আর এই জায়গায় থাকতে হবে না। সুযোগ বুঝে এই জায়গা থেকে পালিয়ে যাবেন। (স্যামুয়েল)

স্যামুয়েল কথাটা বলে বসে আড্ডা দেওয়া লোকদের সামনে গিয়ে দাঁড়ালো। তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করলো।

-> এটা কালকে আসা নতুন লোকটা না? 

-> হ্যাঁ, এসেই ভাব বেরে গেছে মনে হচ্ছে।

-> মনে হয় আমাদের গ্রুপের নাম এখনো শুনি নি। তাই এভাবে সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছে।

চারজন লোকের মধ্যে তিনজনই কথা বললো এক এক করে। তাদের লিডার নিশ্চুপ হয়ে বসে কিছু একটা পান করছিলো। মুখ থেকে অনেক বড় ধোঁয়া বের করে সে উঠে দাঁড়ালো। 

-> আমাদের লিডার উঠে গেছে।

-> আজকে এই লোকের অবস্থা শেষ।

-> হ্যাঁ লিডার কখনো বিরক্ত না হলে এভাবে নিজে উঠে না।

তিনজন আবারো পিছন থেকে কথাটা বললো। লোকটা উঠেই স্যামুয়েলের সামনে দাঁড়ালো এবং বলতে লাগলো,

-> তোমাকে দেখার পর থেকেই আমার বিরক্ত লাগছে। 

এটা বলেই সে অনেক স্পিডে স্যামুয়েলের কান বরাবর একটা কিক মারলো। যে কিকে স্যামুয়েল নিচে পরে গেলো। বৃদ্ধ লোকটা সহ সবাই কিকের স্পিড দেখতে পারে নি নিজের চোখে। তাই কি হয়েছে সেটা কেউ বুঝতে পারে নি। বৃদ্ধ লোকটা মনে মনে ভাবছে,

    ❝আমি বলেছিলাম ছেলেটাকে যে ওদের কাছে না যেতে। ওরা বিভ্যাত গ্রুপ রেড শার্কের মেম্বার। আর যে ব্যক্তি মাত্র এট্যাকটা করলো সে রেড শার্কের লিডার। এই পর্যন্ত তার কিকের স্পিড কেউ ম্যাচ করতে পারে নি। কারণ নিজেদের দেখার পূর্বেই তার কিকটা আমাদের অর্ধমৃত করে দেই। একটা কিক খেলে যেকেউ সেন্সলেস হয়ে যায়।❞ (বৃদ্ধ লোকটা ভাবছে)

-> ভেবেছিলাম জামাটা কিছুদিন পরে পরিস্কার করবো। কিন্তু তোমাদের জন্য সেটা হলো না। (স্যামুয়েল)

স্যামুয়েল একদম যেভাবে নিচে পরেছিলো সাইডের দিকে। ঠিক তার উল্টো ভাবে উঠে দাঁড়ালো। তার কিছুই হয় নি যেটা দেখে সবাই অবাক। কিন্তু সবচেয়ে বেশি অবাক তাকে কিক মারা ব্যক্তিটা। স্যামুয়েল উঠেই নিজের জামা কাপড় পরিস্কার করতে শুরু করলো হাতের সাহায্যে। 

-> যায়হোক কোথায় ছিলাম আমি, ও কথা বলতে যাচ্ছিলাম তোমাদের সাথে। কিন্তু যেহেতু কথা তোমাদের পছন্দ নয়, এবং উল্টো আমাকে এট্যাক করলে এই বিষয়টা আমার প্রাইডে লেগেছে। যা আমার একটুও পছন্দ নয়। তাই সবাইকে একটা গিফট দিতে চাচ্ছি আমি। (স্যামুয়েল)

স্যামুয়েল হাসামাখা মুখে কথাটা বলে হঠাৎ সিরিয়াস হয়ে গেলো তার সিরিয়াস মুখ দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির গলা শুকিয়ে গেলো। স্যামুয়েল এবার বলতে লাগলো,

-> তাহলে দেখা যাক কার কিকটা বেশি শক্তিশালী এবল দ্রুতগতির। (স্যামুয়েল)

স্যামুয়েল একটা কিক মারলো যেটা লোকটার মাথায় লাগার পূর্বেই তার শরীরের উপরের অংশ হারিয়ে গেলো। কিকের কারণপ স্যামুয়েলের পা থেকে একটা ড্রাগন বেরিয়ে আসলো। যেটা সামনের দিকে আগমন করলো। সামনে যত গার্ড ছিলো তাদেরকে গুরুতর আহত করলো সেটা। কারণ কোনো গার্ডই ডাইরেক্ট হিট হয় নি সেটায়। ড্রাগনটা ড্যানজনের দেওয়ালের সাথে সংঘর্ষ করে দেওয়ালকে ভেঙে বেরিয়ে গেলো।

-> আমি ভাবিও নি যে ড্যানজনের দেওয়াল এক এট্যাকেই ভেঙে যাবে। যায়হোক, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ওল্ড ম্যান পরে ভাগ্যে লেখা থাকলে আবারো দেখা হবে। (স্যামুয়েল)

স্যামুয়েল বৃদ্ধ ব্যক্তিটাকে উদ্দেশ্য করে কথাটা বলে হারিয়ে বেরিয়ে গেলো সে ভাঙা জায়গার মধ্য দিয়ে ড্যানজনের বাইরে। আর একবার বাইরে যাওয়ার পর তাকে পুরো শহরের মধ্যে তন্য তন্য করে খুঁজেও কোথাও পাওয়া গেলো না। 


* * * * *

জায়েন্ট সেবারটুথ, একটা বাঘের মতো দেখতে মনস্টার। তবে বাঘের মতো দেখতে হলেও এর কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। জায়েন্ট মানেই এর সাইজ বিশাল। আর সেবারটুথের মুখে বড় বড় দুটো দাঁত থাকে। দ্বিতীয় ফ্লোরের ফ্লোর বস এই হিংস্র মনস্টারটি ছিলো। এলেক্স স্যামুয়েল হয়ে বৃদ্ধ লোকটার থেকে ইনফর্মেশন নিয়ে দ্বিতীয় ফ্লোরের ফ্লোর বসের কাছে আসে এবং সেটাকে হত্যা করার চেষ্টা করে। যেখানে এলেক্সকে তেমন বেশি কষ্ট করতে হয় নি। তার নতুন পাওয়া স্কিল ব্লাড পয়জনের সাহায্যে সে সান এবং মুন ড্যাগারকে নিজের ব্লাড পয়জন দিয়ে মাখিয়ে নিয়েছিলো। শ্যাডো আর্মি দিয়ে জায়েন্ট সেবারটুথকে বিজি রেখেছিলো এবং একাধিক মাল্টি স্ল্যাশ স্কিলের মাধ্যমে খুব সহজেই বস মনস্টারকে হারিয়ে ফেলেছে।

জায়েন্ট গরিলা, তৃতীয় ফ্লোরের ফিল্ড বস, যেটাকে একই প্লানের সাথে এলেক্স ফাইট করেছে। জায়েন্ট হিপোপটেমাস, যেটার এট্যাক স্পিড একদম নাই বললেই চলে। এলেক্স সেটার সাথে ফাইট করেছে ঠিকই, কিন্তু তাকে কোনো শ্যাডো আর্মিও ব্যবহার করতে হয় নি। প্রথম ফ্লোর বসকে হত্যা করার পর থেকে এলেক্স বোধ করছে পরের প্রতিটা ফ্লোর বস তার জন্য সহজ হয়ে যাচ্ছে। বিষয়টা তার কাছে এমন মনে হলেও সে স্বাভাবিকের থেকে অনেক স্পিডে লেভেল আপ করছিলো ফ্লোর বস হত্যার মাধ্যমে, যেটা পূর্বে হয় নি তার সাথে। পূর্বে শক্তিশালী মনস্টার গুলো হত্যার ফলেও এলেক্স এতোটা এক্সেপি পায় নি যতটা সে ফ্লোর বস হত্যা করে পাচ্ছিলো। বিষয়টার মধ্যে কোথাও একটু ভেজাল ছিলো বলে তার মনে হচ্ছিলো।

-> চারটা ফ্লোর বস হত্যা করা হয়েছে আমার। প্রথমটাতে যেরকম লেভেল পেয়েছিলাম আমি পরের গুলোতে একটুও আশা করি নি। তারপরও। (এলেক্স)

এলেক্স তার স্ট্যাটাস দেখছিলো। 


××× স্ট্যাটাস ×××

নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার➤গ্লাটোনি, সউল কালেক্টর, প্রোগ্রামার, ???,  ???, ??? 
জব: ????? 
সাব-জব: এসাসিন, হোস্ট অফ জিডুরী, ডার্ক ম্যাজিসিয়ান
লেভেল: ৮০০

স্ট্রেন্থ : ১১৪০
ভাইটালিটি : ৮৬০+৫০
এজিলিটি : ১৩৯০+৫০
স্ট্যােমানা : ৮৯৯+৫০
ইন্টেলিজেন্স : ১৫৩০+৫০
লাক্ : ৩৫

স্ট্যাট পয়েন্ট: ১১০০

××× ×××

এলেক্স বসে আছে পঞ্চম ফ্লোরে, যেহেতু তিন কিংডমের  সংমিশ্রনে রাজ চলে এই ফ্লোরে তাই এখানে সিক্রেট কিংডমের সিটিও রয়েছে। আর সিক্রেট কিংডমের একটা সিটির মধ্যে তাকে আটক করা হয়েছে। তাকে আটক করা ব্যক্তি আর কেউ না বরং স্বয়ং এলমন্ড। এলমন্ডকে দেখে তার অবস্থা তেমন ভালো মনে হচ্ছিলো না এলেক্সের। রোগা ছিলো শরীরটা অনেক। তাই এলেক্স কোনো কথা না বলেই তার সাথে শহরের মধ্যে চলে আসে। এলেক্সের যাত্রার এখানেই এখানেই ইতি ঘঠে যেখানে সে এখন প্রতি ফ্লোর বস হত্যা করার ফলে ৩০ লেভেল করে এক সাথে বৃদ্ধি করতে পারছিলো।

-> ট্রান্সপোর্টেশন সার্কেল রেডি হয়েছে এলেক্স। চলো আমাদের রওনা দিতে হবে। আগামীকাল তোমার ক্রাউনিং উৎসব, তাই আমাদের দ্রুত পৌঁছাতে হবে। (এলমন্ড)

এলমন্ডের কথায় এলেক্স তার সিস্টেমের মেসেজ থেকে চোখ ফেরালো। এলমন্ডের দিকে তাকালো এলেক্স। অনেক রোগা পাতলা হয়ে গিয়েছে তার বাবা। মনে হচ্ছিলো যেকোনো সময়েই পরে যাবে। কি হয়েছে তার সাথে সেটা সম্পর্কে এলেক্স কিছুই জানে না। যেহেতু এলেক্সের আম্মা একজন হিলার এবং অ্যালকেমিস্ট তাই এলেক্স জানে যে এটা মারাত্মক কিছুই হবে। তাই এলেক্স নিজের যাত্রা বাদ দিয়ে প্রথমে পরিবারের দিকে খেয়াল দেওয়ার চিন্তা করলো। কারণ এলেক্স চাচ্ছে না এই সময়েও সে তার পরিবারকে ছাড়া থাকতে। এ কারণেই এলেক্স এক্সব্লকে যাওয়ার সমস্ত প্লান বাদ দিয়ে দিয়েছে।

টেলিপোর্টেশন সার্কেল তৈরি হয়েছে। যার ব্যবহার করে এলেক্স এবং এলমন্ড সিক্রেট কিংডমের প্যালেসে পৌঁছে গেলো। যেখানে এলেক্সকে কোনো রকম কথা ছাড়ায় আবারো রুম বন্ধী করে দেওয়া হলো। এলেক্স শুধু এটুকু জানতে পেরেছে যে কিংডমের মধ্যে বাইরের কিংডম থেকে বিভিন্ন ধরনের গেস্ট এসেছে এবং সবাই কালকে তার ক্রাউনিং এর জন্য অপেক্ষা করবে। শুধু যে তার ক্রাউনিং এর অনুষ্ঠান হবে সেটা কিন্তু নয়। এলেক্স বাটলারের থেকে এটাও জানতে পেরেছে যে আগামীকাল জয়েন্ট টুর্নামেন্টের বিজয়ীদের পুরষ্কৃত করা হবে। 

-> যেটা আমার পছন্দ না সেটা করতেও আমার পছন্দ না। (এলেক্স)

* * * * *

পরের দিন,

আজ সিক্রেট কিংডমের জন্য অনেক বড় একটা অনুষ্ঠান। কারণ আজ সিক্রেট কিংডমের প্রিন্সের ক্রাউনিং করা হবে। মানে সিক্রেট কিংডমের প্রিন্সকে অফিসিয়াল ভাবে ক্রাউন প্রিন্স বানানো হবে। এ জন্য এক সপ্তাহের জন্য সবার জন্য সিক্রেট কিংডমের দরজা খুলে দিয়েছে সিক্রেট কিংডমের কুইন। যার কারণে রেড এবং ব্লু কিংডমের নোবেল থেকে শুরু করে কমাররাও প্রবেশ করেছে সিক্রেট কিংডমে। টাওয়ারের বাইরে থেকেও অনেক গেস্ট এসেছে এই সুযোগে সিক্রেট কিংডমে। প্যালেসের মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এলেক্স তার রুমে এখনো শুয়ে ছিলো।

-> এক মাস প্রায় হয়েছে, আমি পালিয়ে গিয়েছিলাম। কিন্তু আবারো ফিরে আসতে হলো। আম্মা থাকা হয়তো এরকম ভয়ানক জিনিস। আবার সে আম্মা যদি রাজ্যের কুইন হয় তাহলে তো আরো বেশি ভয়ানক হবে। (এলেক্স)

এলেক্স মিস করছিলো সে দিনগুলো যে সময় সে তার আম্মা এবং আব্বার সাথে এক সাথে সময় কাটাতো ডিমনিক ফরেস্টে। কিন্তু এখন তার বাবার কোনো খোঁজ নাই। অসুস্থ হয়ে কোন কক্ষে রয়েছে সেটাও এলেক্স জানে না। আর তার আম্মা কুইন হওয়ার কারণে এতোটাই ব্যস্ত যে তার ছেলের সাথে সাক্ষাত করার সময়টুকুও তার কাছে নেই। এলেক্সের ইমোশন না থাকলেও সে এই বিষয়ে বিরক্ত হচ্ছিলো। জনগণের আকর্ষণ এলেক্সের পছন্দ নয়।

-> ইগ্রিত!

এলেক্স ইগ্রিতকে ডাক দিলো। যেটা শোনার পর ইগ্রিত এলেক্সের ছায়ার মধ্য থেকে বেরিয়ে আসলো এবং বিছানার পাশে দাঁড়িয়ে পরলো মাথা নিচু করে। এলেক্সের আদেশ শুনে ইগ্রিত বেরিয়ে গেলো রুম থেকে।


* * * * *

কিছু সময় পরে,

থ্রোন রুমের মধ্যে লোকজনে ভরপুর একটা পরিবেশ। চারিদিকে এতো লোক থাকার পরেও সব কিছু গোছানো পরিবেশে ছিলো। সিংহাসন থেকে কুইন উঠেছে। নিচে সিক্রেট কিংডমের প্রিন্স দাঁড়িয়ে ছিলো। মিনিস্টার তার পাশে দাঁড়িয়ে ছিলো যার হাতে একটা ক্রাউন ছিলো। মারিয়া এগিয়ে গেলো এবং ভাইয়ের হাত থেকে ক্রাউনটা নিয়ে এলেক্সের মাথায় পরিয়ে দিলো। এই সময়ে এলেক্সকে বুকে জরিয়ে ধরে বলতে লাগলো,

-> আমি কুইন মারিয়া, আমার ছেলে হৃদয় এডিরামা ডি জোফার্ড ভন এলেক্সকে আজ থেকে সিক্রেট কিংডমের ক্রাউন প্রিন্স এবং ভবিষ্যৎ কিং হিসেবে পরিচয় দিলাম। এখানে কারো কোনো দ্বিমত থাকলে পেশ করুন আমার সামনে। (মারিয়া)

মারিয়ার সামনে টাওয়ারের বাইরের বিভিন্ন এম্পায়ার এবং কিংডমের কিং কুইন কিংবা গুরুত্বপূর্ণ নোবেল, এছাড়াও রেড এবং ব্লু কিংডমের কিং কুইন সহ গুরুত্বপূর্ণ নোবেলরা উপস্থিত ছিলো। তারা কেউই কোনো কথা বললো না। বরং কুইন মারিয়া যখন তার সিটে গিয়ে বসলেন আবার, তখন সবাই করতালি দিতে শুরু করলেন। মিনিস্টারের আদেশে এলেক্স গিয়ে তার আসনে বসলেন সেটা কুইনের আসনের একটু নিচেই ছিলো। সব কিছু পারফেক্ট যাচ্ছিলো, কিন্তু এই সময়ে সে জায়গায় উপস্থিত হয় একজন ব্যক্তির। যে কোথায় থেকে আসলো সেটা কেউই জানে না।

     ❝যেহেতু ড্রাগন স্লেয়ার এলমন্ড, তার ক্লোন রেখে পালিয়ে গিয়েছে তাই আমি সিওর সে তার পাওয়ার হারিয়ে ফেলেছে। আমি জানি না কেনো সান কন্সটেলেশন আমাকে তাকেই এক্সব্লকে নিতে বলছে, কিন্তু যেহেতু লাস্ট একটা ওয়ার্নিং দিয়েছে সান কন্সটেলেশন আমাকে, তাই আমি আর কিছু করতে পারছি না। আমাকে তার পছন্দের জিনিসগুলো ধ্বংস করতে হবে। যেহেতু সে তার পাওয়ার হারিয়ে ফেলেছে, তাই ভুলবশত তাকে হত্যা করে ফেললে হয়তো সান কন্সটেলেশন কিছু মনে করবে না।❞ (লোকটা ভাবছিলো)

লোকটাকে সবাই চিনতো সেখানের। তাই কেউ তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছিলো না। হ্যাঁ, সে এই টাওয়ারের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলো, যে একাই একটা ড্রাগন লেভেলের বস মনস্টারের সাথে ফাইট করতে পারে। যে একাই একটা ফ্লোর ক্লিয়ার করতে পারে। সে দাঁড়ালো কুইনের সামনে এসে। সে শুধুমাত্র কুইনের উদ্দেশ্যে নয় বরং সবার উদ্দেশ্যে বলতে লাগলো,

-> আমার মনে হয় টাওয়ারে এবং টাওয়ারের বাইরে আলাদা আলাদা রাজত্ব করে সবাই ক্লান্ত হয়ে গিয়েছেন। তাই আমি সবার জন্য একটা সুন্দর প্রপোজাল নিয়ে এসেছি। টাওয়ার এবং টাওয়ারের বাইরের সকল দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন, আর নাহলে জোরপূর্বক আমার গোলামী করুন। দুটোর একটাও মেনে না নিলে ধ্বংস ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। 


* * * 

To Be Continued 

* * *

কেমন হলো জানাবেন।

2 comments

  1. Suppper
  2. Loktay ki alex er mama
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.