আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King পর্বঃ ১৯৬

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]

#Demon_King#


পর্ব:১৯৬

লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.

       টাওয়ার অফ গ্লাটোনি,

তিন কিংডমের মানুষেরা উপস্থিত হয়েছিলো সিক্রেট কিংডমের মধ্যে। সিক্রেট কিংডম আজ প্রথম বারের জন্য তাদের কিংডমকে উম্মোক্ত করেছে সবার জন্য। সব গুলো ব্যক্তি উপস্থিত হয়েছে সিক্রেট কিংডমের প্রিন্সের ক্রাউনিং এর জন্য। প্রিন্সের ক্রাউনিং শেষ হয়ে গেলেও এখনো রাজসভার কাজ চলছিলো। কিন্তু তার মধ্যেই প্রবেশ হয় সিক্রেট কিংডমের কুইনের ছোট ভাইয়ের। টাওয়ারের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে সে পরিচিত। যে আজ পর্যন্ত কোনো রাজকীয় ঝামেলার মধ্যে পরে নি। কিন্তু সে হঠাৎ সবার সামনে উপস্থিত হয়ে পুরো টাওয়ার এবং টাওয়ারের বাইরের কিংডমের উপরে যুদ্ধ ঘোষনা করলো। যেটা সবাইকেই অবাক করে দিয়েছে। যদিও সব গুলো ব্যক্তি তাকে ভয় করে কিন্তু এতো বড় একটা জিনিসে কেউই চুপ করে থাকতে পারে না। নিজের কিংডমকে অন্য কারো হাতে তুলে দেওয়ার মতো কাজ কোনো ব্যক্তিই করবে না। সাধারণ সময়ে কেউই সাহস পেতো না মারজায়েব এর সাথে কথা বলতে। কিন্তু এই সময়ে কেউই চুপ থাকলো না।

-> এটা কিরকম কথা।

-> আমি জানি তুমি অনেক শক্তিশালী ব্যক্তি, কিন্তু এভাবে আমাদের উপরে যুদ্ধ ঘোষনা করা মানে পুরো বিশাল আর্মির বিরুদ্ধে একা তুমি। 

এক একটা কিংডমের কিং গুলো একে একে কথা বলতে শুরু করেছে। তাদের কথাগুলো মারজায়েবের সহ্য হলো না। তাই সে এবার কথা বলতে শুরু করলো। 

-> এটা ঠিক যে আমি একাই পুরো একটা ফ্লোর ক্লিয়ার করতে পারি যেখানে পূর্বে তোমাদের মতো কিংদের বিশাল বাহিনীর প্রয়োজন হতো। এটা ঠিক যে আমি একটা ড্রাগনের সাথে ফাইট করে জয়ী হতে পারি। এটা ঠিক যে আমি একা তোমাদের সবার বিশাল সেন্যের সাথে ফাইট করতে পারতাম না। কিন্তু এবারের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। (মারজায়েব)

মারজায়েবের কথায় পুরো পরিবেশ নিরব হয়ে গেলো। সবার শরীরে আলাদা রকম একটা অনূভুতি তৈরি হলো। তাদের মনে হচ্ছিলো তারা কোনো ডিভাইন ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছে। সিক্রেট কিংডমের ব্যক্তিরা সাথে সাথে বুঝতে পারলো এটা কিরকম অনূভুতি। অনেক ব্যক্তিই তাদের সান গডের পাওয়ারকে অনুভব করতে পেরেছে। যদিও এটা সম্পূর্ণ ভিন্ন ছিলো তারপরও একদম সমান অনুভূতি পাওয়া যাচ্ছিলো যেমনটা তারা পূর্বে পেয়েছে।

-> যেহেতু কেউ আমার প্রপোজালে রাজি হচ্ছে না, তাই আমার আর কোনো কথা না বললেই ভালো হবে। (মারজায়েব)

মারজায়েবের পিঠে বিশাল একটা সোর্ড বাধা ছিলো। সে তার পিঠ থেকে সোর্ডটা বের করলো এবং এক হাত দিয়ে সেটাকে সামনের দিকে উঁচু করে তুললো। সোর্ডের ব্লেড পয়েন্ট করলো সিক্রেট কিংডমের কুইন মারিয়ার দিকে।

-> আমি জানি তুমি কিছু করতে পারবে না। তুমি কেনো সিক্রেট কিংডমের কেউ আমাকে কিছু করতে পারবে না। কিন্তু আমি তেমন নয়। সান গডের কোনো পাওয়ারে আমি আবদ্ধ নই, তাই নিজের পরিবারকে হত্যা করলেও আমার কিছুই হবে না। এমনকি আমি থামবোও না যদি তুমি বা অন্য কেউ আমার সামনে আসার চেষ্টা করো। (মারজায়েব)

মারজায়েবের কথায় মারিয়া কিছুই বললো না। সে এখনো চুপ রইলো। মিনিস্টার তার দিকে তাকিয়ে রইলো। সে বুঝতে পারছিলো না কি করবে, তাই কুইনের পরামর্শের জন্য অপেক্ষা করছিলো। যেহেতু এই সময়ে সিক্রেট কিংডমের পাওয়ার অনেক দিক দিয়ে কমে গিয়েছে। তাই কিছু করারও ছিলো না।

-> এখন আসা যাক আসল বিষয়ে, যারা আমাকে সাপোর্ট করছে আমি চাইবো তারা আমার এই সাইডে চলে আসে। আর যারা আমাকে সাপোর্ট করছে না তারা আমার সামনে চলে আসো। (মারজায়েব)

মারজায়েব এর শরীর থেকে এমন এনার্জি বের হচ্ছিলো যা সবার শরীরের লোম দাড় করিয়ে দিচ্ছিলো। যার কারণে এখন কেউই ঠিক মতো ভাবতে পারছিলো না। তারপরও অনেক কিংডমের কিং কুইন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারজায়েব এর পাশে চলে আসলো। তবে এখনো অনেক ব্যক্তি তাদের সিদ্ধান্তে অটুল ছিলো। যারা মারজায়েবের সামনে দাঁড়িয়ে ছিলো। মারজায়েব অপেক্ষা না করে তার সোর্ড দিয়ে তাদের দিকে একটা স্ল্যাশ মারলো। একটা স্ল্যাশে তার বিশাল সোর্ড থেকে মারাত্মক লাল কালারের এনার্জি বের হলো। পুরো এনার্জিটা সামনের দিকে অতিক্রম করলো। যেটার পরে সামনে থাকা একটা ব্যক্তিকেও আর খুঁজে পাওয়া গেলো না। তাদের পুরো শরীরকে এবজোর্ব করে ফেলেছে সেই এনার্জি। প্রতিটা ব্যক্তি এই সিন দেখার পরে ভয় পেয়ে গেলো। যারা মারজায়েব এর পাশে এসে দাঁড়িয়েছে তারা কিছুটা শান্ত হলো এবং মনে মনে ভাবতে লাগলো তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে একজন বলতে লাগলো,

-> মারজেয়াব, যাদের হত্যা করলে তাদের মধ্যে পাঁচ এম্পায়ারের এম্পেররও ছিলো। আমার মনে হয় না তাদের এম্পায়ারের সেনারা এটা মেনে নিবে। 

মারজায়েব তার দিকে তাকালো। 

-> উয়েক্সকুল আমি ভাবি নি তুমিও আমার পাশে চলে আসবে। (মারজায়েব)

-> আমি জানি আমাকে কোথায় ফাইট করতে হবে এবং কোথায় হার মানতে হবে। এজন্যই আমি এখনো জীবিত আছি। 

কথাটা বললো মেফাসের ডিউক এভেস্ট ভন উয়েক্সকুল। সে যেহেতু হার মেনে নিয়েছে তাই তাকে দেখা দেখি অনেক ব্যক্তিই হার মেনে নিয়েছে। এবং তাদের সিদ্ধান্ত সঠিক ছিলো সেটা বুঝতে পেরেছে। কারণ মারজায়েবকে যতটা শক্তিশালী তারা মনে করেছিলো তার থেকেও ভয়ানক সে। এতো গুলো শক্তিশালী ব্যক্তি ছিলো এখানে যারা কিছুই করতে পারে নি তার বিরুদ্ধে। এক এট্যাকেই সবাই মারা গিয়েছে। 

-> বাইরের আর্মি নিয়ে ভাবতে হবে না। সেটা আমার হান্টার এসোসিয়েশন এতোক্ষণে ম্যানেজ করে ফেলেছে। এবার শুধু একটা জিনিসই বাকি থাকে সেটা হলো সিক্রেট কিংডমকে আমার পায়ের নিচে নিয়ে আসা। কারন তারা তাদের গডের কারণে হার মানতে পারবে না। (মারজায়েব)

মারজায়েব মারিয়ার দিকে তাকালো। সে এখন কি করবে বুঝতে পারছিলো না। 

    ❝এই সময়ে এলেক্স আমার নিচে রয়েছে। সব গুলো মানুষ মারজায়েবের পক্ষে চলে গিয়েছে তার পাওয়ারকে ভয় করে। আমার স্পেশাল আর্মিরও কোনো খোঁজ আমি পাচ্ছি না। এলমন্ডের শরীর অনেক খারাপ টুর্নামেন্টের শেষের এক্সিডেন্টের কারণে। আর আমি সিক্রেট কিংডমকে ওর হাতে তুলে দিতে পারবো না। সেটা করলে সান গডের প্রটেকশন আর সিক্রেট কিংডমের উপরে থাকবে না। সাথে আমি চাই না এলেক্সের কিছু হোক এখানে।❞ (মারিয়া ভাবছিলো)

মারিয়া এই সময়ে কি করবে বুঝতে পারছিলো না। এক মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতি অন্য রকম হয়ে গেলো। তার সামনে তার ছোট ভাই দাঁড়িয়ে আছে যার পাওয়ার পূর্বের থেকেও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। 

-> মারিয়া, তুমি এই সময়ে আর কিছু করতে পারবে না। আমি এই সময়ের জন্য আমার ছোট থেকে প্লান করে এসেছি। শুধু আমার স্ট্রেন্থের সাহায্যে নয়। আমি আমার ব্রেইনের ব্যবহার করেছি। তোমার সান গডও এখনো আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না। যদি ভাবো তোমার হাসবেন্ড এখানে কিছু করবে, সেও কিছুই করতে পারবে না। কারণ দশম ফ্লোরে সে যখন তোমার ছেলের পাওয়ারকে কনটেইন করছিলো তখন তাকে গুরুতর আহত করা ব্যক্তিটা আমিই ছিলাম। তাই তার উপরে ভরসা করা বাদ দাও। যদি ভাবো সে তোমার প্রটেকশন করতে পারবে তাহলে ভুলে যাও। আর যদি তোমার ছেলের কথা বলি তাহলে সে এখনো অনেক দুর্বল। কিন্তু সে আমার জন্য অনেক বড় একটা কাটা হবে ভবিষ্যতে। যেহেতু একই ব্লাড বইছে আমাদের শরীরে তাই আমি জানি সে আমার ভাগ্নে হিসেবে আমার থেকেও শক্তিশালী হতপ পারবে। তাই..... (মারজায়েব)

মারজায়েব তার বিশাল সোর্ডটা এলেক্সের দিকে ছুঁড়ে মারলো। যেটার স্পিড এবং পাওয়ারের বিরুদ্ধে এলেক্স কিছুই করতে পারে নি। কিন্তু সেটা এলেক্সের পেটে লাগতে যাবে তার পূর্বেই এলেক্স সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেলো। এবং তার জায়গায় সিক্রেট কিংডমের মিনিস্টার চলে আসলো।

-> মারজায়েব তুমি যেটা করতেছো সেটা সান গডের বিরুদ্ধে হচ্ছে। সান গড এটাকে ছেড়ে দিবে না। (মিনিস্টার)

মিনিস্টারের কথা শুনে মারজায়েব হাসতে শুরু করলো।

-> ব্রাদার তোমার পক্ষ্য থেকে এতোটা বোকার মতো একটা কাজ আমি আশা করি নি। মনে হচ্ছে তোমার মেয়েদের প্রতি তোমার ভালোবাসা নেই, তাই তো দ্রুতই মারা যেতে চাচ্ছে। ঠিক আছে আমি তোমার এই ইচ্ছা পূর্ণ করছি। (মারজায়েব)

মারজায়েব এগিয়ে আসলো। মিনিস্টার সিড়ির সাথে পরে গিয়েছে। তার পেটের মধ্যে বিশাল সোর্ড ঢুকে আছে। সে এখনো মারা যায় নি, শেষ মুহুর্তে সে সোর্ডকে গ্রাভিটির পাওয়ার দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছিলো, কিন্তু সেটাকে থামাতে না পারলেও একটু গতি কমাতে পেরেছিলো, যে কারণে এখনো জীবিত আছে সে। মারিয়া এতোক্ষণে তার ভাইয়ের কাছে চলে এসেছে এবং হিল করার চেষ্টা করছিলো। বিশাল ব্লেডটা মিনিস্টারের পেটে থাকার কারণে তার হিলিং ম্যাজিক এখানে কোনো রকম কাজ করছিলো না। মারিয়া এই অবস্থায় বুঝতে পারছিলো না সে কি করবে। সে এমনিতেই অনেক চিন্তিত ছিলো, তারপরও তার মুখ থেকে তেমন কোনো এক্সপ্রেশন বের হচ্ছিলো না। মনে হচ্ছিলো মারিয়া কোনো বিষয়েই চিন্তিত হলো না। মারজায়েব এগিয়ে গেলো মিনিস্টারের সামনে। মিনিস্টারের সামনে এসে দাঁড়ানোর পরে সে সোর্ডের হাতলটা ধরলো। তার সামনে তার ভাই পরে ছিলো, তারপরও কোনো মায়া ছাড়ায় সে তার সোর্ডের হাতলটা ধরে উপরের দিকে টান দিলো। সাথে সাথে সোর্ডটা মিনিস্টারের শরীরকে কেটে ফেললো। 

-> আমার ভাই বলে তোমাকে আমার পাওয়ারের অংশ করলাম না। এটা ছোট ভাই হিসেবে আমার থেকে সম্মান ভাবতো পারো। (মারজায়েব)

মারজায়েবের সোর্ডের সাহায্যে সে অন্য ব্যক্তিদের হত্যা করে তাদের পাওয়ারকে এবজোর্ব করতে পারে। এতে করে তার সোর্ড সহ সে শক্তিশালী হয়ে যায়। যার কারণে এই সময়ে টাওয়ারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তাকেই বলা হয়। কারণ অনেক শক্তিশালী মনস্টারকে হত্যা করে তাদেরকে এবজোর্ব করেছে এই সোর্ডের সাহায্যে সে। এবার সে এলেক্সের দিকে ফিরলো। সাথে সাথে মারিয়া এলেক্সের সামনে চলে আসলো। আপাতোতো কোনো ব্যক্তি ছিলো না যারা কুইনের প্রটেকশন করবে, তাই মারিয়াকে নিজের সন্তানকে নিজেই রক্ষা করতে হবে।

-> আমি তোমাকে হত্যা করতে চাচ্ছিলাম না। কিন্তু আমার সামনে আসলে আমি বসে থাকবো না। (মারজায়েব)

মারজায়েব কথাটা বলে তার বিশাল সোর্ডটা তুললো। কিন্তু ঠিক সেই মুহুর্তে তার এলমন্ডের কথা মনে পরে গেলো। অতীতের একটা সিন তার সামনে ভেসে উঠলো যেটা দেখার পরে তার হাত হঠাৎ করে কাঁপতে লাগলো। আপাতোতো মারজায়েবের শরীরের কন্ট্রোলে মারজায়েব ছিলো না। বরং তার শরীর কন্ট্রোল করছিলো রুলার অফ লাইটনিং জিউস। সে তার সোর্ডকে নামিয়ে ফেলতে গেলো কিন্তু ঠিক সেই হঠাৎ করেই তার কাছে একটা ব্যক্তি চলে আসলো। যার থেকে কোনোরকম এনার্জিই ফিল করতে পারে নি মারজায়েব। ব্যক্তিটা কোথা থেকে আসলো সেটা বুঝতেই পারলো না এজন্য সে। লোকটা এসেই মারজায়েবের হাতে হাত রাখলো এবং তার সোর্ড সহ হাতটাকে ধরে সামনের দিকে আঘাত করালো। সাথে সাথে সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেলো। মারজায়েব বুঝতেই পারলো না কি হলো হঠাৎ এর জন্য। সে সামনে খেয়াল করে দেখতে পারলো তার সামনে দাঁড়িয়ে থাকা তার বোনের পেটের মধ্যে সোর্ডটা ঢুকে গিয়েছে। যদিও তার বোন মারা যাক বা বেঁচে থাকুক সেটা নিয়ে কোনো মাথা ব্যথা তার নেই। কিন্তু জিউসের মাথা ব্যথা শুরু হবেই।

    ❝কোন বাস্টার্ড এই কাজটা করলো? এখন ড্রাগন স্লেয়ারকে হত্যা না করলে সে যেভাবেই হোক আমার বারোটা বাজিয়ে দিবে।❞ (জিউস ভাবছে)

এই সব কিছু এলেক্স দেখছিলো। এলেক্স যে মূলত ইগ্রিত ছিলো সে সব কিছু দেখছিলো, যা দেখার সাথে সাথে তার মুখে একটা হাসি ফুটে উঠলো। সে জিউসকে দেখে বলতে লাগলো,

     [হাহাহা, আমি আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। কারণ আপনি যেটা করেছেন সেটা না করলে আমার মাস্টার তার আসল লক্ষ্যে আসতে পারতো না। ধন্যবাদ এক্সব্লকের সবচেয়ে মারাত্মক মনস্টারকে জন্ম দেওয়ার জন্য।]


কথাটা বলেই এলেক্স থেকে ইগ্রিত তার নিজের ফর্মে চলে আসলো। ইগ্রিতের শরীর থেকে মারাত্মক আকারের ডার্ক এনার্জি বের হচ্ছিলো। যেটা দেখার সাথে সাথেই মারজায়েব অবাক হয়ে গেলো।

-> এটা তো এরেবাসের এনার্জি। (মারজায়েব)

      [রেডি হয়ে যান। আমার মাস্টার এদিকেই আসছে।]

ইগ্রিতের কথা শেষ হলো না, সাথে সাথেই বিশাল একটা কম্পন তৈরি হয়ে গেলো পুরো প্যালেসের মধ্যে। প্যালেসের উপরের অংশ ভেঙে একটা হাত চলে আসলো থ্রোন রুমে। হাতটা এলেক্সের শ্যাডো আর্মি মিনোটর-১ এর ছিলো। সেটার মুঠোর মধ্য থেকে এলেক্স বেরিয়ে আসলো। এলেক্স হাত থেকে নামার সাথে সাথেই এগিয়ে গেলো তার মায়ের কাছে। কাছে গিয়ে দাঁড়ালো এলেক্স। তার মুখে কোনো এক্সপ্রেশন ছিলো না। সাধারণ অবস্থায় তাকে স্বাভাবিক লাগলেও এই সময়ে তার শরীর থেকে যে এনার্জি বের হচ্ছিলো সেটা সেখানে উপস্থিত প্রতিটা ব্যক্তির শ্বাস বন্ধ করে দিচ্ছিলো। অনেক শক্তিশালী ব্যক্তি উপস্থিত ছিলো সেখানে তারপরও তারা এলেক্সের এনার্জির বিরুদ্ধে কিছু করতে পারছিলো না। এমনকি মারজায়েব যার মধ্যে জিউস ছিলো আপাতোতো সে নিজেও কাপছিলো এলেক্সের এনার্জির কাছে।

     ❝তাহলে এরেবাস শেষ মেষ একটা অ্যাভেটার বানিয়ে নিয়েছে। হ্যাঁ তার এনার্জি যতবারই আমি অনুভব করি আমার শরীর কেঁপে উঠে। এই দুর্বল অ্যাভেটারের শরীর সেটা সহ্য করতে পারছে না। আমাকে আরো শক্তিশালী একটা অ্যাভেটারকে এখানে নিয়ে আসা উচিত ছিলো। কিন্তু এই ছেলেটা তেমন শক্তিশালী না, তাই আমাকে চিন্তা করতে হবে না।❞ (মারজায়েব ভাবছিলো)

পুরো জায়গাটা নিরব ছিলো। এতোক্ষণে টাওয়ার এবং টাওয়ারের বাইরের সকল হান্টার এসোসিয়েশন এর লিডাররা জমা হয়েছে প্যালেসে মারজায়েবের আদেশে। যেহেতু সে সকল হান্টারদের উপরে রাজ করতো গোপনে তাই সকলে তার আদেশই মানে। এলেক্স বেশ কিছুক্ষণ তার মায়ের দিকে তাকিয়ে ছিলো। রক্তাক্ত শরীর নিয়ে নিচে পরে ছিলো মারিয়া। চোখ দুটো খোলা অবস্থায় ছিলো, কিন্তু সেটা আর নরছিলো না। এলেক্স একদম কাছে গেলো এবং হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে দিলো তার আম্মার। এলেক্সকে তার কোনো স্কিল একটিভ করতে হলো না। আপনাআপনি তার সকল শ্যাডো আর্মি সাম্মন হয়ে গেলো। যারা আর পূর্বের মতো ছিলো না। এলেক্সের সকল শ্যাডো গুলোই আপগ্রেড হয়েছে। জেনারেল যার পাঁচ টা লেজ ছিলো তার ৯ টা লেজ হয়ে গিয়েছে এবং তার আকার বিশাল হয়েছে। মিনোটরের সাইজ আরো অনেকটা বৃদ্ধি পেয়েছে যে কারণে পুরো প্যালেসই ভেঙে পরলো। ইগ্রিতের শরীরে আরো শক্তিশালী আর্মার দেখা যাচ্ছিলো। মু্যিফা যাকে আরো কিছুটা পাতলা এবং ইয়াং দেখা যাচ্ছিলো। আইরিস যাকে এখন শ্যাডো কম মানুষের মতোই দেখা যাচ্ছিলো। অন্যদিকে এলেক্সের যে ঘউল মাংকি শ্যাডো গুলো ছিলো তারা ইভোলভ হয়েছে। তারা সকলেই ঘউল মাংকি কিং এ পরিণত হয়েছে। কিন্তু দেখার বিষয় সেগুলো ছিলো না। বরং দেখার বিষয় ছিলো বিশাল একটা সাপকে দেখতে পেরে। জায়েন্ট স্নেক যেটা প্রথম ফ্লোরের ফ্লোর বস সেটা ও এলেক্সের শ্যাডো আর্মির অন্তর্ভুক্ত হয়েছিলো। সেও বেরিয়ে এসেছে। তার শরীরের স্কেল গুলো অনেক উজ্জ্বল হয়ে উঠেছে, যেটা দেখে বোঝা যাচ্ছিলো সে খুব দ্রুত ট্রান্সফর্ম করবে।

-> এই খানে যারা আছে, আমি চাই তারা যেনো তাদের জীবন নিয়ে ফিরে যেতে না পারে। (এলেক্স)

এলেক্সের অর্ডার দেওয়ার সাথে সাথে, তার শ্যাডো আর্মি গুলো ঝাঁপিয়ে পরতে দেরি করলো না। তাদের পাওয়ার এতোটা বৃদ্ধি পেয়েছে যে এলেক্সকে তাদের নিয়ে কিছুই চিন্তা করতে হচ্ছিলো না।


     -""মাস্টারের তার ডার্ক স্টেজে চলে এসেছে। মাস্টারের প্রতিটা শ্যাডো আর্মির লেভেল দ্বিগুন হবে। যেসব শ্যাডো হওয়ার পূর্বে অধিক লেভেলের ছিলো তাদের পাওয়ার রেসট্রিকশন সরে যাবে।""-

এলেক্সের সামনে তার সিস্টেম মেসেজ দিলেও সেটা দেখার মতো সময় তার কাছে ছিলো না। বিশাল মিনোটর গুলো প্যালেসটাকে এমন ভাবে ভেঙেছে যাতে পরে রুমের মধ্যে একটা বড় টুকরোও পরে নি ভাঙার। সব গুলো বাইরে পরেছে। এলেক্স জেনারেলকে আদেশ করলো।

-> আম্মাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও। (এলেক্স)

দুজন শ্যাডো এলেক্সের আম্মাকে তুললো এবং জেনারেলের উপরে বসে পরলো। জেনারেল তার সামনে থাকা সকল ব্যক্তিদের ভেদ করে সেখান থেকে রওনা দিলো দূরে কোথাও। এবার এলেক্স পিছনে ফিরলো। এলেক্সের পাওয়ার দেখতে পেরে অবাক হচ্ছিলো মারজায়েব। সে যেটা মনে করেছিলো সেটার থেকে এলেক্স ভয়ানক। প্রথম ফ্লোরের ফ্লোর বসকে সে ভুল দেখছে না। যে ব্যক্তি একটা বসকে নিজের পেট বানাতে পারে সে কতটা ভয়ানক হতে পারে সেটা সম্পর্কে তার ধারনা হয়ে গিয়েছে।

-> আমি তোমাকে আর শক্তিশালী হতে দিতে পারবো না। কারণ একবার এক্সব্লকে এসে সুযোগ পেলে তোমার মতো ব্যক্তিরাই ড্রাগন স্লেয়ারের মতো শক্তিশালী হয়ে উঠে। আমাকে এখনি তোমার ডানা দুটো কাটতে হবে। যাতে পরে না উড়তে পারো। (মারজায়েব)

এলেক্স তাকালো লোকটার সোর্ডের দিকে। বিশাল সোর্ডটা মাথায় ব্লাড লেগে ছিলো। ব্লাডের দিকে এলেক্স লক্ষ্য করলো। এবার সামনের দিকে সে হাত বারিয়ে দিলো। সামনের দিকে হাত বারিয়ে দেওয়ার সাথে সাথে মারজায়েবের হাত থেকে সোর্ডটা ছিটকে উড়ে এলেক্সের হাতে চলে আসলো। এলেক্সের হাতে সেটা স্পর্শ করার সাথে সাথে সেটা থেকে আলো জ্বলতে শুরু করলো। সেই সময়ে সোর্ডটা ট্রান্সফর্ম হয়ে গেলো। একটা বিশাল দেহী ডেভিল দাঁড়িয়ে ছিলো এলেক্সের সামনে। যার পিঠে কালো দুটো ডানা ছিলো। সে এলেক্সকে দেখার সাথে সাথে নিজের হাঁটুতে চলে আসলো।

    [মাস্টার, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমাকে গ্রহন করুন আপনি।]

এলেক্সের ইনভেন্টরি থেকে আপনাআপনি মুন এবং সান ড্যাগার বেরিয়ে আসলো। দুটো ড্যাগার এলেক্স দুই হাত নিয়ে দুটোকে একত্রিত করলো। সাথে সাথে সেটাও উজ্জ্বল একটা আলো দিয়ে ট্রান্সফর্ম হয়ে গেলো। দুটো টুইন মেয়ে হওয়ার কথা ছিলো কিন্তু দুজনে মার্জ হয়ে যাওয়ার কারণে একজন হয়ে গিয়েছে তারা। একটা মেয়ে বেরিয়ে আসলো যার চেহারা এবং পোষাক একই হলেও তার দুটো চোখ এবং চুলের অর্ধেক ভিন্ন কালারের। মেয়েটার হাটে একটা বিশাল স্পেয়ার ছিলো। সে অপেক্ষা করলো না এলেক্সের অর্ডারের। এলেক্সের দিকে তাকিয়েই মেয়েটা বলতে লাগলো।

    [যার শরীরের মাস্টারের আম্মার ব্লাড রয়েছে। সে মারা যাবে।]

কথাটা বলেই বিশাল বড় ব্লেড যুক্ত স্পেয়ারকে দিয়ে একটা ক্লিম স্ল্যাশ মারলো মেয়েটা। এতো স্পিডে মারলো যে কিছু সময়ের জন্য মনে হচ্ছিলো ডেভিলটার কিছুই হয় নি। ডেভিলটা বলতে লাগলো,

   [মাস্টার আমি চেয়েছিলাম আপনার সাথে পথ চলতে, কিন্তু মনে হচ্ছে আমি এমন কিছু করে ফেলেছি যার কারণে সম্ভব হবে না। তবে আমি চাইবো আপনি আমাকে শাস্তি দিলেও জিডুরি, সান এবং মুনকে দেখে রাখবেন। ওরা এখনো বাচ্চা এবং জীবনে অনেক কঠিন মুহূর্ত পার করেছে।]

কথাটা বলার সাথে সাথেই ডেভিলটা টুকরো টুকরো হয়ে গেলো। এলেক্স এগিয়ে আসলো এবং মেয়েটার মাথায় হাত দিলো। সাথে সাথে সেটা একটা সোর্ডে ট্রান্সফর্ম হয়ে গেলো। মুন এবং সান ড্যাগার মার্জ হয়ে একটা লং সোর্ড তৈরি করেছে। যেটা এলেক্সের হাতে ছিলো। এলেক্স সেটাকে হাতে নিয়ে এবার সামনে চলে আসলো।

-> আমি যাবো এক্সব্লকে। যেভাবে আমার পরিবারকে হত্যা করেছো ঠিক একই ভাবে আমিও সে কাজটা করবো। এবং সর্বশেষে আমার হাতে তোমার মৃত্যু হবে। (এলেক্স)

এলেক্স কথাটা বলার সাথে সাথে তার ব্লাডলাস্ট ফর্মে চলে আসলো। তার ফর্মটা এতোটা মারাত্মক ছিলো যে এখন মারজায়েব নরতেই পারছিলো না। সে শুধু তাকিয়ে ছিলো এলেক্সের দিকে।


(To Be Continued)


আরেকটু বড় দিতে পারতাম, তবে ১২ টা বেজে যেতো। তাছাড়া সেরকম সাসপেন্স রাখতে পারতাম না। আশা করছি সবার ভালো লাগবে🥰

10 comments

  1. Bai story ki aj k diben na
  2. Inshallah jokhon somoy hoy tokhoni dio
  3. ভাই জ্যাক কে আবার গল্প নিয়ে আসেন না
  4. আমি ভাষাহীন।
  5. পরের পর্বটা তারাতাড়ি দেন ভাই। আর অপেক্ষা করতে পারছি না🙄
  6. ভাই অনেক সুন্দর হয়েছে।
  7. Supper bhai. Bhai apnar jokhon valo hoy dien. Tobe part gula emon interesting dien.
  8. Bahi excitement e amar body kapa kapi krtese. Next part er jonno ar opekkha krte parchi na
  9. Onek shondor hoice........
  10. Best part of the story yet!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.