আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!
Posts

Demon King পর্বঃ ১৯৭

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]

#Demon_King#

পর্ব:১৯৭

লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.

       টাওয়ার অফ গ্লাটোনি,

এলেক্স প্যালেসের মধ্যে অনেকটা ভয়ানক হয়ে উঠেছে। তার পাওয়ার এতোটাও শক্তিশালী না যে সে বিশাল একটা বাহিনীর সাথে যুদ্ধ করতে পারবে, তারপরও এলেক্সের এনার্জি শেষ হবার নামই নিচ্ছিলো না। যে কারণে তার শ্যাডো আর্মি গুলোও মারা যাচ্ছিলো না। শ্যাডো আর্মি গুলো আগের থেকে শক্তিশালী এবং আপগ্রেড হয়েছে। এলেক্সের এনার্জির কারণে তাদের যতই ড্যামেজ দেওয়া হচ্ছিলো সেটা মুহুর্তের মধ্যেই ঠিক হয়ে যাচ্ছিলো। এ কারণে তাদের প্রতিপক্ষের লোকেরা তেমন কিছু করতে পারছিলো না। এলেক্স দাড়িয়ে ছিলো মারজায়েবের সামনে। এলেক্স তার ব্লাডলাস্ট ফর্মে চলে এসেছে যে ফর্মে তার শরীরের পরিবর্তন হয়েছে। এলেক্সের চুলের রং একদম ব্লাডের মতো গাড় লাল হয়েছে। তার চোখ দুটো নীল থেকে লাল রঙে পরিণত হয়েছে। তার পরণে একটা জামা ছিলো কিন্তু পিঠ থেকে হঠাৎ একটা হাড়ের মতো কিছু একটা বেরিয়ে আসার কারণে তার জামা ছিঁড়ে গেলো। আপাতোতো এলেক্স শুধু একটা প্যান্ট পরে ছিলো। তার পিঠ দিয়ে একটা হাড়ের মতো বের হয়েছে যেটাকে দেখতে পেয়েই এলেক্স তার হাতে থাকা সোর্ডটা দিয়ে নিজের পিঠেই একটা একটা স্ল্যাশ মারলো পিছনের দিকে। যে কারণে সে হাড়টা কেটে গেলো। এলেক্স সেটার দিকে ফোকাস করলো না। কারণ তার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে ছিলো তাকে তার হত্যা করতে হবে

     -""ওয়ার্নিং, মাস্টার তার ডার্ক স্টেজে রয়েছেন। এই সময়ে মাস্টার তার সম্পূর্ণ সেন্স হারিয়ে ফেলে একটা লক্ষ্যেই অটুট থাকবে।""-

এলেক্স তার সিস্টেমের মেসেজ দেখার সুযোগ পেলো না। সে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে ফোকাস করে আছে। মারজায়েব কোনো রকম এট্যাক করছিলো না বলে এলেক্স আর দেরি করলো না। এলেক্সের এনার্জি হঠাৎ করে বৃদ্ধি পাবার কারণে তার স্কিল এবং ম্যাজিক পাওয়ার গুলোও শক্তিশালী হয়েছে।আর এমনিতেও এলেক্স এখন তার ব্লাডলাস্ট ফর্মে ছিলো। এই ফর্মে এলেক্সের সব গুলো স্ট্যাট বৃদ্ধি পায়। এলেক্স কোনো রকম চিন্তা ভাবনা করছিলো না। সে অনেক স্পিডে হঠাৎ করেই মারজায়েবের সামনে চলে গেলো। মারজায়েব এলেক্সের এলেক্সের এনার্জির কারণে কনফিউশানে পরে গিয়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারছিলো না কিছু সময়ের জন্য। তাই এই সময়কে কাজে লাগিয়ে এলেক্স মারজায়েবের একদম সামনে এসে তার হাতে থাকা সোর্ডের সাহায্যে মারজায়েবের বুক বরাবর একটা স্ল্যাশ মারলো। সান এবং মুন ড্যাগার একত্রিত হওয়ার কারণে তাদের পাওয়ার এবং এট্রিবিউটও মার্জ হয়েছে। একই সাথে আইস এবং ফায়ার এনার্জি মার্জ হওয়ার কারণে সেটা নতুন একটা এট্রিবিউট তৈরি করেছে। যাকে আইস ফায়ার বলা যেতে পারে। এলেক্সের সোর্ড থেকে আইস ফায়ার এনার্জি বের হলো যা মারজায়েবের শরীরে স্পর্শ করেছিলো, কিন্তু গুরুতর ইনজুরি প্রাপ্ত হওয়ার পূর্বেই মারজায়েব তার সম্পূর্ণ সেন্সে ফিরে আসলো।

-> সোর্ডটা আসলেই একটা জিনিস ছিলো, তবে এমন নয় যে সোর্ডটা ব্যতীত আমি শক্তিশালী নই। যেহেতু তুমি এক্সব্লক সম্পর্কে জানো তাই আমি কোনো মতেই তোমাকে এখানে ছাড়তে পারবো না। (মারজায়েব)

মারজায়েব কথাটা বলে তার পরে থাকা জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেললো। তার বুকে এলেক্স মারাত্মক একটা এট্যাক করেছে যা থেকে ব্লাড পরতে শুরু করেছে। কিন্তু সে ব্লাড বেশিক্ষণ পরলো না। ক্ষত থাকলেও ব্লাড পরা বন্ধ হয়ে গেলো। এলেক্স সেদিকে ফোকাস না করে আবারো ক্লোজে চলে গেলো। ব্লাডলাস্ট ফর্মে থাকার কারণে তার পাওয়ার আপাতোতো সর্বোচ্চ ছিলো, যে কারণে সে মারজায়েবের মতো শক্তিশালী ব্যক্তির সাথেও ফাইট করতে পারছিলো। লজিক্যাল ভাবে দেখতে গেলে এখানে এলেক্সের পারার কথা ছিলো না। কারণ তার লেভেল এতোটাও বৃদ্ধ পায় নি, কিন্তু তার মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে যেটা এলেক্সকে আরো পাওয়ার পেতে সাহায্য করেছে। যা নিয়ে পরে আলোচনা করা হবে।

এলেক্স তার সোর্ড দিয়ে একের পর এক এট্যাক করছিলো মারজায়েবকে। মারজায়েবের কাছে কোনো অস্ত্র ছিলো না। তাই সে তেমন ভালো কিছু করতে পারছিলো না এলেক্সের বিপক্ষে। এলেক্সের থেকে স্ট্রেন্থের দিক দিক শক্তিশালী হলেও স্পিডের দিক দিয়ে এলেক্স অনেকটা এগিয়ে রয়েছে। সেই সাথে এলেক্সের সোর্ডটা মারাত্মক ছিলো যার এনার্জির সাথে স্পর্শ করার সাথে সাথেই মারজায়েবের শরীরে ক্ষত তৈরি হচ্ছিলো। কিন্তু তারপরও এলেক্স এখনো মারজায়েবের একটা ক্রিটিক্যাল স্থানে আগাত করতে পারে নি। এলেক্স সোর্ডের এট্যাক বন্ধ করে হঠাৎ থামলো। তাকে কোনো রকম স্পেলের চান্টিং করতে হলো না। হাতকে সামনের দিকে রেখে সে হাত থেকে কালো একটা বল তৈরি করলো। মারজায়েব দেখেই বুঝতে পারলো সেটা ডার্ক ফায়ার ছিলো। কিন্তু তার রিয়েক্ট করার সময় ছিলো না। এলেক্স তার দিকে ডার্ক ফায়ারের বল তৈরি করে নিক্ষেপ করলো। সেটা মারজায়েবের শরীরে স্পর্শ করার সাথে সাথে মারজায়েব অনেকটা দূরে গিয়ে ছিটকে পরলো। তার শরীরে আগুন লেগে গেলো। যা থেকে বাঁচার জন্য সে নিজের হাতটা উপরের দিকে রাখলো। সাথে সাথেই উপর থেকে একটা মারাত্মক লেভেলের লাইটনিং তার উপরে পরলো। তার হাতে একটা হলুদ কালারের অস্ত্র চলে আসলো।

-> যদি এটা আমার অরিজিনাল অস্ত্র থান্ডারবোল্ট হতো তাহলে আমি পুরো টাওয়ারকে এক এট্যাকেই ধ্বংস করে দিতে পারতাম। কিন্তু সেটা হচ্ছে না। যায়হোক এটা তোমার জন্য যথেষ্ট হবে। (মারজায়েব)

এলেক্স তার সেন্সে ছিলো না। তাই তার সামনের ব্যক্তির হাতে কি অস্ত্র ছিলো সেটা নিয়ে ভাবার কোনো সময় ছিলো না তার। সে এগিয়ে গেলো এট্যাক করার জন্য। কিন্তু তার পূর্বেই মারজায়েবের হাতে থাকা থান্ডারবোল্ট ছুঁড়ে মারলো সে। সেটা এলেক্সের দিকে অনেক গতিতে এগিয়ে আসলো। এলেক্স তার সোর্ড দিয়ে সেটাকে পিছনের দিকে পাঠিয়ে দিলেও সে খেয়াল করে নি যে সেটা পিছন থেকেও তার দিকে উড়ে আসবে। তাই তার পিঠের মধ্য দিয়ে থান্ডারবোল্টটা ঢুকে পেট দিয়ে বেরিয়ে আসলো। সেখানেই থামলো না সেটা। আরো স্পিডে তিন থেকে চারবারের মতো এলেক্সের শরীরের মধ্য দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে গেলো। এলেক্সের রক্তাক্ত শরীর সেখানেই পরে গেলো। মারজায়েব তার হাত উঁচু করলো থান্ডারবোল্টটা তার হাতে গিয়ে থামলো।

-> আমাকে এই ছোট জায়গাতে আর সময় দেওয়া চলবে না। যেটা হয়েছে সেটার জন্য এলমন্ড নিশ্চয় এক্সব্লকে চলে আসবে। আর একবার সেটা সে করলে তাকে যেভাবেই হোক আমাকে প্রথম দিকেই হত্যা করতে হবে। (মারজায়েব)

মারজায়েব বা জিউস মনে করেছে এলেক্স মারা গিয়েছে, তাই জিউস এই ওয়ার্ল্ড থেকে চলে যেতে যাচ্ছিলো। যেহেতু সে ড্রাগন স্লেয়ারের সন্তান এবং স্ত্রীকে হত্যা করেছে তাই সে আশা করছিলো ড্রাগন স্লেয়ার সেটার প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই যাবে এক্সব্লকে। তাই এখানে আর তার কোনো রকম কাজ নেই। কিন্তু আরো আনএক্সপেক্টেড একটা বিষয় যে তার সামনে ঘঠে যাবে সেটা সে ভাবতেও পারে নি। এলেক্স যে রক্তাক্ত অবস্থায় নিচে পরে ছিলো, যাকে একটু আগেই মৃত বলে ভেবেছিলো মারজায়েব সে জীবিত হয়ে উঠেছে। মারজায়েব সিওর ছিলো সে এলেক্সের হার্টকে ফুটো করেছে তার থান্ডারবোল্টের মাধ্যমে। এরপরও কোনো মানুষের বেঁচে যাওয়া কখনোই সম্ভব না। তাই এই অবস্থায় মারজায়েব এতোটা অবাক হয়েছে যে সে কিছুই করতে বা বলতে পারছিলো না। এলেক্স যে মারজায়েবের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো ঘোলাটে হয়ে গিয়েছে। সে চোখের মধ্যে কোনো প্রাণ বেঁচে নেই এরকম মনে হচ্ছিলো।

     [এতো দ্রুত আমি ঘুম থেকে জেগে উঠবো ভাবি নি। আমি একজন মানুষ হয়েছি এবার! না এখনি আমার শরীর প্রস্তুত নয় আমার পাওয়ারকে হ্যান্ডেল করার জন্য। আমাকে আবারো স্লিপে যেতে হবে।] 

এলেক্স সম্পূর্ণ বিপরীত একটা ব্যক্তি হয়ে গিয়েছে এরকম মনে হচ্ছিলো। মারজায়েবের শরীরে এখন জিউস রয়েছে যে একটা কন্সটেলেশন তারপরও তার হার্ট বন্ধ হয়ে আসছিলো শুধুমাত্র এলেক্সের সামনে দাঁড়িয়ে থাকতে গিয়েই। এলেক্স এবার মারজায়েবের দিকে তাকালো,

    [জিউস, রুলার অফ লাইটনিং এবং কিং অফ অলিম্পাস, আমার পছন্দ নয় যখন কেউ আমার ঘুমকে ডিসট্রাব করে। তোমার জন্য আমাকে খুব দ্রুত ঘুম থেকে উঠতে হয়েছে। যার কারণে আমার শরীর অনেকটা ড্যামেজ হয়েছে। একবার ঘুম থেকে উঠে আবারো বড় একটা ঘুম দেওয়াটা আমার অপছন্দের কাজ, যেটা তোমার জন্য আমাকে করতে হবে।]

এলেক্সের চোখে মুখে কোনো এক্সপ্রেশন ছিলো না। তাকে এ কারণে আরো ভয়ানক লাগছিলো। তার প্রতিটা কথাতেই মারজায়েবের মনে হচ্ছিলো তার সউল ধ্বংস হয়ে যাচ্ছিলো।

    [যেহেতু আমি আরো কিছুটা সময়ের জন্য ঘুমাতে যাবো তাই আমি আশা করবো এই সময়ে তুমি আমার শরীরকে বিরক্ত করবে না। অবশ্য তোমাদের মতো বস্তুদের উপরে সে ভরসা করে থাকা যায় না। তাই আজকে যা হবে তার কিছুই মনে রাখতে পারবে না তুমি।]

এলেক্সের কথাটা বলার সাথে সাথে তার মুখ থেকে কিছু একটা অদৃশ্য এনার্জি বের হলো যা মারজায়েব মানে জিউসের মাউন্ডকে হিপনোটিজম করে ফেললো। জিউস পুরো তার সেন্স হারিয়ে দাঁড়িয়ে রইলো সেখানে। এলেক্স এবার শুধু হেঁটে গেলো তার দিকে। প্রতিবার যখন এলেক্স পা ফেলছিলো তার মুখ সহ শরীরের চামড়া উঠে যাচ্ছিলো। তারপরও সে হেঁটে মারজায়েবের সামনে এসে দাঁড়ালো। 

     [আমার শরীরকে আবারো শুরু থেকে শুরু করতে হবে একমাত্র তোমার জন্য। যেটা আসলেই দুঃখজনক একটা বিষয়। কিন্তু কি করার, যেটা হওয়ার সেটা হয়েছেই। আর যেটা হবে সেটা হয়েই যাবে।]

কথাটা বলে এলেক্স শুধু মারজায়েবের মাথায় তার আঙ্গুল দিয়ে একটা টোকা মারলো। সাথে সাথে মারজায়েবের শরীর থেকে তার মাথাকে আর দেখা গেলো না। এলেক্স এবার পিছনের দিকে ফিরলো। সে তাকালো দূরে একটা জায়গার দিকে। এতোক্ষণে তার সামনে তার শ্যাডো আর্মি গুলো এখনো ফাইট করে যাচ্ছিলো। তাদের দিকে নজর না দিয়ে এলেক্স অন্য জায়গায় তাকালো। হাত সামনে তুললো সে সাথে সাথে দূর থেকে একটা ব্যক্তি উড়ে এলেক্সের সামনে চলে আসলো। সে আর কেউ ছিলো না বরং গ্রিড ছিলো। একটু পূর্বে সেই মারজায়েবের পিছন থেকে এসে মারিয়াকে হত্যা করে গিয়েছে।

    ❝আমি কি দেখছি সেটা আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। আমি এসেছিলাম হেডিসের কথা মতো এখানে ড্রাগন স্লেয়ারের কাছের কাউকে হত্যা করতে। কিন্তু তারই ছেলে যে এতো বড় একটা মনস্টার হবে সেটা ভাবতে পারি নি। এতোটা দূরে আমি রয়েছি তারপরও আমার হার্ট বন্ধ হয়ে আসছে এই ব্লাডলাস্ট এনার্জির কারণে।❞ (গ্রিড দূর থেকে এটা ভাবছিলো)

গ্রিডের ভাবনা শেষ হওয়ার সাথে সাথেই সে হঠাৎ করে একটা আকর্ষন বলের টানে সামনের দিকে চলে গেলো। যেটা তাকে একদম এলেক্সের সামনে ফেলে দিলো। সে এলেক্সের সামনে দাড়ানোর চেষ্টা করলো কিন্তু এলেক্সের এক কথায় সে আর দাঁড়াতে পারলো না।

   [নিল]

এলেক্সের কথার কারণে গ্রিড তার হাঁটুতে চলে আসলো।

   [তোমার কাছে আমার পাওয়ারের কিছুটা অংশ রয়েছে যেটা এখন ব্যাক করতে হবে।]

এলেক্স কথাটা বলেই এগিয়ে গেলো। সে যত এগোচ্ছিলো তার শরীরের চামড়া ততই উঠে যাচ্ছিলো। সে গ্রিডের কাছে গিয়ে গ্রিডের মাথায় হাত রাখলো। সাথে সাথে সে শরীর থেকে গ্রিডের সউলটা বেরিয়ে আসলো। সেটা বেরিয়ে এলেক্সের শরীরের মধ্যে প্রবেশ করলো। এবার এলেক্সের আর শুধু চামড়া উঠতেছিলো না, বরং মাংসও উঠে যাচ্ছিলো শরীর থেকে। যা যন্ত্রনা দায়ক হলেও এলেক্স কিছু ফিল করছিলো না।

    [তাহলে আরেকটা ঘুম দেওয়ার সময় হয়ে গিয়েছে আমার।]


কথাটা বলেই এলেক্স চোখ বন্ধ করলো, সাথে সাথে তার শরীর নিচে পরে গেলো। এতোক্ষণে থান্ডারবোল্ট থেকে পাওয়া ক্ষত এলেক্সের এমনিতেই হিল হয়ে গিয়েছিলো। এখন আস্তে আস্তে তার চামড়া এবং মাংসের ক্ষতও হিল হতে শুরু করেছে। এলেক্স যতক্ষণ সেন্সলেস ছিলো ততক্ষণে তার সকল শ্যাডো আর্মি এলেক্সের প্রটেকশন করছিলো। এলেক্সের প্যাসিভ হিলিং স্কিলের কারণে তার ক্ষত হিল হতে তেমন বেশি সময় লাগলো না। সব গুলো ক্ষত হিল হয়ে যাওয়ার পরে এলেক্সের সেন্স ফিরে আসলো। তার সাথে কি হয়েছে তার কিছুই তার মনে নেই। শুধু মনে আছে সে মারজায়েব এর থান্ডারবোল্টের দ্বারা প্রায় মারা যাচ্ছিলো। এরপরে কি হয়েছে বা কেনো হয়েছে সেটা সম্পর্কে এলেক্সের কোনো ধারনায় নেই। মারজায়েবের লাশটা পাশে দেখতে পেরে এলেক্স আকাশের দিকে তাকালো।

-> এখানেই শেষ নই। আমি তোমাকে নিজের হাতে হত্যা করতে পারি নি। আমি আসবো তোমাকে সহ তোমার কাছের ব্যক্তিদের হত্যা করতে এক্সব্লকে। (এলেক্স)

এলেক্স এবার খেয়াল করলো তার সামনে এখনো ফাইট চলছিলো। এতোক্ষণে তারা এলেক্স এবং মারজায়েবের সাথে কি হচ্ছিলো তার কিছুই দেখতে পারে নি কোনো এক কারণে। যে কারণে তারা জানেই না এখানে কি হয়েছে। তবে এখন সবাই লক্ষ্য করলো মারজায়েব হেরে গিয়েছে। তাই তারা সকলেই হার মেনে নিলো। তারা সবাই এলেক্সের সামনে হাঁটু গেঁথে বসলো। যে ব্যক্তি টাওয়ারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে হত্যা করতে পারে এই বয়সেই এবং একটা ইমমর্টাল আর্মিকে নির্দেশ করে তার বিরুদ্ধে ফাইট করাটা বোকামি ছাড়া কিছুই ছিলো না এই মুহূর্তে। তাই তারা হার মেনে নিলো। কিন্তু এলেক্স এখানে দয়া দেখানোর মতো ব্যক্তি ছিলো না। এলেক্স একটু এগিয়ে আসলো সামনের দিকে।

    (একটিভ স্কিলঃ গ্লাটোনি)

এলেক্স তার একটিভ স্কিল গ্লাটোনি ব্যবহার করলো। তার ডার্কস্টেজ এখনো শেষ হয় নি, তাই এখনো তার এনার্জির পরিমাণ অনেক বেশি ছিলো। তাই গ্লাটোনি পুরো প্যালেস রুমকে ঘিরে ধরলো। সবার পায়ের নিচে কালো পানি চলে আসলো যা আস্তে আস্তে সবাইকে সেটার ভিতরে এবজোর্ব করে নিলো। কেউ সেটার বিরুদ্ধে কিছু করতে পারলো না।


* * * * *

এক মাস সময় অতিবাহিত হলো। টাওয়ারের বাইরে ডিমনিক ফরেস্টের মধ্যে এলেক্স উপস্থিত হয়েছে। মাটির একটা স্তম্ভের দিকে সে তাকিয়ে রয়েছে। সেখানে তার আম্মাকে রাখা হয়েছে। ডিমনিক ফরেস্টের এই জায়গাতে এক সময়ে এলেক্স এবং তার পরিবার একটা সময় অতিবাহিত করেছে। তাই এলেক্স জানে এই জায়গাটা ছাড়া তার আম্মার জন্য পারফেক্ট কোনো জায়গা হতে পারে না। অনেক কিছু হয়ে গিয়েছে এই সময়ের মধ্যে টাওয়ারের মধ্যে এবং টাওয়ারের বাইরে যার কিছু সম্পর্কেই এলেক্সের জ্ঞান নেই। পুরো টাওয়ার এবং টাওয়ারের বাইরের মধ্যে এখন কোনো নিয়ম শৃঙ্খলা বজায় ছিলো না। এলেক্স তার সময় নষ্ট করলো না। সে অতি দ্রুত সেখান থেকে টাওয়ারের দশম ফ্লোরে চলে আসলো,

দশম ফ্লোর,

দশম ফ্লোরে এলেক্স প্রবেশ করার পর প্রথমেই সে চলে গেলো সে জায়গায় যেখানে টুর্নামেন্টের এরিনা ছিলো। এই জায়গায় চলে আসার সাথে সাথে এলেক্স বিশাল একটা পিলারের পাশে চলে আসলো। পিলারের গায়ে হাত দেওয়ার সাথে সাথে সেটা ছোট হয়ে একটা লাঠিতে পরিণত হলো।

-> তাহলে মাংকি কিং এর ডিভাইন স্টাফ এটা। দেখা যাক এটা আমার জন্য ডিভাইন গেইট খুলতে পারে কিনা। (এলেক্স)

এলেক্স লাঠিটাকে শক্ত করে ধরলো। এবার সেটা দিয়ে মাটিতে অনেক জোরে একটা বারি দিলো। তার একটা বারিতে মাটি ফেটে গেলো। এই সময়ে এলেক্স তার ফ্যামিলিয়ার কাইসেলকে সাম্মন করলো। কাইসেলকে সাম্মন করে এলেক্স তাকে কিছুই বললো না। সাম্মন করেই কাইসেলের শরীরে ব্লেড দিয়ে ছোট একটা কাট দিলো, যা থেকে তার শরীর থেকে এক ফোটা ব্লাড বের হলো। এলেক্স সে ব্লাড টুকু তার লাঠির উপরে ফেললো এবং লাঠিটাকে মাটির উপরে গেঁথে দিলো। সাথে সাথে লাঠিটা বড় হতে শুরু করলো। সেটা এতোটায় বড় হলো যে লাঠির বিশাল একটা গেইটের আকার নিলো। এলেক্স পিছের দিকে তাকালো, তার থাকার মতো এখানে আর কোনো জায়গা নেই, তাই সে আর নিজের সময়টা এই ওয়ার্ল্ডে থেকে নষ্ট করতে চাচ্ছিলো না। নতুন একটা জায়গা এবং তার প্রতিশোধের জন্য সে রওনা দিলো অজানার মধ্যে।


* * * 

First Season End Here

* * * 


কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক বড় একটা জার্নি হলো গল্পটার সাথে। সমস্যা নেই আরো বড় হবে, এতোক্ষণ শুধুমাত্র ট্রেইলার পড়লেন। এখন আসল কাহিনী শুরু হবে। মেইন থিম সাজাতে সময় লাগবে। তাই একটা ছোট বিরতির পর আবারো ফিরে আসবো।

9 comments

  1. Just speechless brother 💙💙
  2. Just অসাধারণ হয়েছে
    পরের পর্ব এর জন্য অপেক্ষায় রইলাম,,
  3. দশটি সিজন নিয়ে ট্রেইলার।।।।
    অপেক্ষায় আছি। তবে দুটো প্রশ্ন।
    ১। এলেক্স কি জানে যে এলমন্ড টাওয়ারে নেই?
    ২। ফিনিক্সকে তো পাওয়া হলো না।
    1. হায় হায় এটা কি শুনলাম, এটা মাএ ট্রেইলার ছিল😲😲😲😲😲😲😲😱😱😱😱😱😱😱😱omg
  4. SuppEr hoise
  5. Vai Amar matha akono cokkor ditase
  6. ভাই জ্যাক কখন আসবে🤔🤔🤔🤔🤔
  7. ভাই ফার্স্ট সিজন জাস্ট ওয়াও ♥️. অপেক্ষায় রইলাম ভ্যাম্পায়ার কুইন এর জ্যাক কে দেখার জন্য ।আর নেক্সট সিজন কবে আসবে বলে দিয়েন ।
  8. vai new part ki r di
    ben na
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.