[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৭৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টুর্নামেন্ট শুরু হয়েছে, অন্যান্য টুর্নামেন্টের মতো ছিলো না এটা। বরং বলতে গেলে খুব সাধারণ কনসেপ্ট ছিলো। তবে সাধারণ কনসেপ্ট হলেও সেটার মধ্যে তেমন কোনো নিয়ম ছিলো না।
টুর্নামেন্টের পরিচালক হিসেবে আবারো প্রথম ফ্লোরের এডমিনিস্ট্রেটর এসেছে। যে আবারো একটা ব্যাঙের উপরে বসে আছে। এই টুর্নামেন্টে বেশ কয়েকটা স্টেজ রয়েছে। যার মধ্যে প্রথমটা শুরুও হয়ে গিয়েছে। এলেক্সের উপস্থিতি দিয়ে মোট অংশগ্রহন করেছে ১৭ জন। যাদের দুজন সিলভার এম্পায়ারের ৫ জন ব্লাক এম্পায়ারের এবং বাকি ১০ জন হার্ট এম্পায়ারের।
প্রথম স্টেজ হিসেবের নির্ধারিত হয়েছে একটা প্রতিযোগিতা, যেখানে প্রতি এম্পায়ার থেকে এক থেকে পাঁচজন অংশগ্রহন করতে পারবে। এই প্রতিযোগিতার থিম হলো মূলত দৌড়, প্রতি এম্পায়ার থেকে মোট পাঁচ জন অংশগ্রহন করতে পারবে। পুরো এরিনার মাঠের চারপাশ দিয়ে বৃত্তাকার ভাবে দৌড়ের জায়গা বানানো হয়েছে। মোট তিনটা অংশ রয়েছে তাতে। সিলভার, ব্লাক এবং রেড কালারের যেখানে তিন এম্পায়ারের অংশগ্রহনকারীদের নিজেদের কালার কোডের মধ্যে থেকে দৌড়াতে হবে।
প্রতিটা কালার কোডের মধ্যে আবার মোট পাচটা চেকপোস্ট রয়েছে গোল করে। যেখানে অংশগ্রহন কারী পাঁচ জন ব্যক্তি থাকবে। অবশ্য কোনো এম্পায়ার থেকে যদি একজন এই স্টেজে অংশগ্রহন করতে চাই তাহলে বাকিদের আর চেকপোস্টে থাকতে হবে না। শুধু একজন থাকলেই হবে এবং শুধু তাকেই দৌড়াতে হবে। এডমিনিস্ট্রেটর এর কথা অনুযায়ী এখানে মাত্র দুটো নিয়ম রয়েছে। আর সেটা ফলো করেই সবাই টুর্নামেন্টে অংশগ্রহন করেছে।
হার্ট এম্পায়ার থেকে পাঁচজন, ব্লাক এম্পায়ার থেকে পাঁচজন এবং সিলভার এম্পায়ার থেকে মাত্র দুজন অংশগ্রহন করেছে এই স্টেজে। প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে এবং প্রতি এম্পায়ার থেকে তিনজন দৌড় শুরু করেছে। শুরু জায়গায় সিলভার এম্পায়ারের থেকে পার্সি দৌড় শুরু করেছে এবং একদম মাঝের চেকপোস্টে এলেক্স দাঁড়িয়ে রয়েছে। যেহেতু পার্সি দুজনের মাঝের কালার কোডে রয়েছে তাই দুজনের চোখই তার উপরে ছিলো।
-> তোমার কি মনে হয় আমাদের শুধু এভাবে দৌঁড়ানোর জন্য এই টুর্নামেন্টের অংশগ্রহন করেছে?
হার্ট এম্পায়ারের লোকটা কথাটা বলতে বলতে হঠাৎ করে তার হাত পার্সির দিকে তুললো। তার হাতে ছোট একটা লাঠির মতো রয়েছে। সেটা দিয়ে সে,
"ফায়ার বল"
একটা স্পেল ব্যবহার করলো। আগুনের গোল বল পার্সির দিকে অগ্রসর হচ্ছিলো,
-> তারা একটা ম্যাজিসিয়ানকে প্রথমে রেখেছে। মনে হচ্ছে আমাদের প্রথমেই হারিয়ে ফেলার চিন্তা তাদের। (পার্সি)
পার্সি কথাটা বলেই তার স্পেস রিং থেকে তার স্পেয়ারটা বের করলো এবং সেটার ব্লেড দিয়ে একটা স্ল্যাশ দিয়ে ফায়ার বলটাকে দুই টুকরো করে ফেললো। দুই টুকরো হওয়া বল দুই দিক দিয়ে পিছনে চলে গেলো। একটা কালার কোডের বাইরে গিয়ে ব্লাস্ট হয়ে গেলো আরেকটা ব্লাক এম্পায়ারের লোকটার শরীরে লাগতে গেলো, কিন্তু সে বলটা তার হাত দিয়ে ধরে সেটাকে নিভিয়ে দিলো। মুচকি একটা হাসি নিয়ে সে পার্সিকে বলতে লাগলো,
-> এসব ফায়ার নিয়ে আমি দিন রাত খেলা করি। আর এটা থামাতে আমার কোনো ব্লেডের প্রয়োজন হয় না।
লোকটার কথা শুনে পার্সি কোনো উত্তর দিলো না। সে চুপ করে দৌড়াতে লাগলো। কিন্তু সে চুপ থাকলেও হার্ট এম্পায়ারের লোকটা চুপ ছিলো না। সে একের পর এক স্পেল ব্যবহার করতেই আছে। পার্সি তেমন একটা স্পিড ব্যবহার করছে না তাই লোকটা ম্যাজিসিয়ান হওয়া সত্ত্বেও পার্সির স্পিডে দৌড়াতে পারছিলো। অন্যদিকে ব্লাক এম্পায়ারের লোকটা তাদেরকে এট্যাক না করে ফুল স্পিডে প্রথমেই অনেক সামনে চলে গিয়েছে।
-> তাহলে ব্লাক এম্পায়ার তার প্রথম চেকপোস্ট ক্লিয়ার করেছে! (পার্সি)
"আইস কেজ"
পার্সি সামনে তাকিয়ে ছিলো আর এই সুযোগে হার্ট এম্পায়ারের লোকটা আউস এট্রিবিউট ম্যাজিক ব্যবহার করলো। পার্সি এটা ভাবে নি হতে পারে। যেহেতু ফায়ার ম্যাজিক যারা ব্যবহার করতে পারে তাদের আইস ম্যাজিক ব্যবহার করতে পারে না, যদিও অনেকে আছে যারা ব্যবহার করতে পারে বিপরীত এট্রিবিউট, কিন্তু সেখানে যেকোনো একটা এট্রিবিউট দুর্বল হবে।
-> তাহলে তোমার শক্তিশালী এট্রিবিউট ছিলো আইস? (পার্সি)
পার্সির কথা শুনে লোকটা হাসতে হাসতে বলতে লাগলো,
-> মানুষকে বোকা বানাতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে নাইট যারা ম্যাজিসিয়ানদের বিপক্ষে দুর্বল তাদের বোকা বানানোর থেকে মজার কোনো কাজই নেই।
লোকটা হাসতে হাসতে সে জায়গা থেকে চলে গেলো। তার দিকে পার্সি তাকিয়ে রয়েছে, পার্সির পুরো শরীর জমে গিয়েছে। চারিদিক দিয়ে বরফের ক্রিসটাল তৈরি হয়েছে, যেগুলো এতোটা শক্ত যে সে পুরো শরীরের স্ট্রেন্থ দিয়েও সেটা ভাঙতে পারলো না। আর ঔদিকে লোকটাও তার প্রথম চেকপোস্টে চলে গেলো। সেখানে যাওয়ার পর চেকপোস্টে পূর্বে থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা দৌড়াতে শুরু করে দিলো। আর যে দুজন সেখানে ছিলো, মানে হার্ট এবং ব্লাক এম্পায়ারের দুজন তারা শুধু একে অপরের সাথে তাকিয়ে রইলো। মনে হচ্ছিলো তারা যেকোনো সময় একে অপরকে এট্যাক করতে পারে, কিন্তু সেটা না হয়ে ব্লাক এম্পায়ারের লোকটা সে জায়গায় বসে পরলো।
-> যদি এট্যাক করার চিন্তা থেকে থাকে, তাহলে আমি বলবো সে চিন্তা ভুলে যাও। আমি কোনো নাইট নই যে আমি তোমার ট্রিকে মুগ্ধ হয়ে যাবো।
লোকটার কথা শুনে হার্ট এম্পায়ারের ম্যাজিসিয়ান আর এট্যাক করলো না। সে দেখতে না পারলেও অনুভব করতে পারছে লোকটার চারিদিক দিয়ে অউরা এনার্জি রয়েছে। অন্যদিকে এতক্ষনে তাদের চেক পয়েন্ট থেকে যে দুজন দৌড়াচ্ছিলো তারা অন্য চেকপয়েন্টের কাছে চলে গিয়েছে। যেহেতু তারা কিছুটা দূরে ছিলো তাই কেউ কাউকে এট্যাক করে নি এই সময়ে, প্রথম চেকপয়েন্টের ব্লাক এবং হার্ট এম্পায়ারের দুজন ব্যক্তি এবার পিছনে তাকালো। পিছনে সিলভার এম্পায়ারের পার্সি এখনো বরফে জমে আছে, সে কোনো ভাবে নরতে পারছে না।
-> তাহলে সিলভার এম্পায়ার প্রথম রাউন্ডেই বাতিল হতে যাচ্ছে।
ব্লাক এম্পায়ারের লোকটা মুচকি একটা হাসি দিয়ে কথাটা বললো। তবে হার্ট এম্পায়ারের লোকটা সিরিয়াস দৃষ্টিতে বিপরীত পাশে থাকা মাস্ক পরা ছেলেটার দিকে তাকিয়ে রইলো।
❝তাহলে এটাই সেই ম্যাজিক-নাইট যে সিলভার এম্পায়ারের টুর্নামেন্টে প্রথম হয়েছিলো! মনে হচ্ছে আমাদের ফাইটটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে।❞
তার তাকিয়ে থাকা দেখে বসে থাকা লোকটার নজরও মাস্ক পরে থাকা ছেলেটার দিকে গেলো। আর এই সময়ে পার্সি তার চারপাশের বরফের ক্রিসটাল ভেঙে বেরিয়ে আসে।
-> অনেকদিন পর এরকম অবস্থায় পরেছি, শেষ কবে আমি এভাবে বরফের মাঝে আটকা পরেছিলাম? ও মনে পরেছে ৬১ তম ফ্লোরে আইস কুইনের ম্যাজিকে। (পার্সি)
পার্সি কথাটা বলতে বলতে তার স্পেয়ারটা তার স্পেস রিং এর মাঝে ঢুকিয়ে ফেললো। এরপর সে আর সময় নষ্ট না করে ফুল স্পিডে দৌড় দিলো।
প্রতিটা নাইটদেরই শারিরীক ক্ষমতা বেশি থাকে, তবে তাদের মধ্যে বৈশিষ্ট্য দেখা যায়। কারো শরীর ভালো হওয়ার কারণে তারা ট্যাংকের কাজ করে, কারো শরীর পাতলা হওয়ার কারণে তারা ড্যামেজ ডিলারের কাজ করে। ড্যামেজ ডিলার গুলো সব সময় দ্রুত গতির হয়, তবে পার্সির ক্ষেত্রে সে শুধু ড্যামেজ ডিলার নয় সে ভালো ট্যাংকের কাজও করতে পারে। বলতে গেলে সে একজন নাইট হিসেবে অলরাউন্ডার।
সে যে দৌড়ে আসছিলো সেটা সামনে থাকা চেকপোস্টে থাকা দুজন ঠিকই দেখতে পেলো। বসে থাকা লোকটা কোনো ইন্টারেস্ট না দেখালেও হার্ট এম্পায়ারের ম্যাজিসিয়ার তার স্পেল নিয়ে রেডি হয়ে ছিলো।
❝আমার স্পিড এলেক্সের ধারের কাছেও নেই, সাধারণ ভাবে যদি এলেক্স একাই অংশগ্রহণ করতো তাহলে জিততে আমাদের কোনো সমস্যা হতো না। কিন্তু এই দৌড়ের কোনো লিমিট নেই, যেহেতু এডমিনিস্ট্রেটর বলে নি আমাদের কতবার ঘুরতে হবে, তাই আমার যতদূর মনে হচ্ছে এটা সহজেই শেষ হবে না।❞
* * * * *
To Be continued
* * * * *
কিছু করার নেই, ৩ ঘন্টা নিয়ে এটুকুই লিখতে পারছি, আর হচ্ছে না পড়তে বসবো। পরীক্ষা ২ তারিখে