[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:০৯
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
এমিলি জ্যাকের হাত ধরে লা লিগার মধ্যে প্রবেশ করলো। লা লিগা অনেক উন্নত মানের একটা আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট। প্রতি এরিয়ার মধ্যেই লা লিগার একটা হোটেল রয়েছে। ছাব্বিশ শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের জন্য এই হোটেল তৈরী হয়েছে। আকাশ চৌধুরী, এক সময়ে এখানে অনেকবার প্রবেশ করেছে। এই এরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান হওয়ার ফলে আকাশের সম্মান সবার কাছেই অনেক বেশী ছিলো। তবে আপাতোতো তার চেহারা এখানে দেখানো ঠিক হবে না এটা জ্যাক ভালো করেই জানে।
("মাক্স পরা লোকটার কাছ থেকে মুখ ঢাকার মাক্স পেয়ে ভালোই হয়েছে।")
জ্যাক তার পরিচয় লুকাতে পেরে কিছুটা শান্ত হলেও একটা চিন্তা বার বার তার মনের মধ্যে বাধছে শুধু। এমিলি মেয়েটা অনেক আজব। আকাশের স্মৃতি অনুযায়ী সে এই মেয়েকে চিনে না।
("তারপরও ওকে দেখলেই মনে হচ্ছে হাজার বছরের পরিচিত আমরা।")
জ্যাকের হার্টবিট টা বেড়ে যাচ্ছে। এরকম সে পূর্বে কখনো অনুভব করে নি। পূর্বে অনেক সুন্দরী মেয়ের সামনে পরেছে সে। তবে এরকম বোধ করে নি সে। এলিনা যাকে সর্বপ্রথম ভালোবেসে ছিলো জ্যাক তার সামনেও এরকম আজব অনুভূতি তৈরী হয় নি।
জ্যাকের সকল চিন্তা ভাবনা কিছু সময়ের জন্য দূর হলো। এমিলি জ্যাককে নিয়ে পার্টি হওয়ার রুমে চলে আসলো। লা লিগার একটা দামী রুমে তারা চলে এসেছে। যদিও লা লিগার সবচেয়ে দামী রুম বলা যায় না এটাকে। সাধারনত উচ্চ এবং উচ্চতর ধনী ব্যক্তিরা এই রুমটাই বুক করে তাদের সকল কার্যক্রমের জন্য। তাই লা লিগার সবচেয়ে দামী রুমটা কেমন সেটা অনেকের কাছেই অজানা।
রাজ চৌধুরীর এটা প্রথম না এরকম পার্টির আয়োজন করা। তবে আজকের দিনটা অনেকটা স্পেশাল। শুধু তার জন্য নয়। তার পরিবারের জন্যও অনেক স্পেশাল। চৌধুরী পরিবার এরিয়া এক্স এর ভিতরে সবচেয়ে ধনী এবং শক্তিশালী। তাদের সাথে সম্পর্কে জড়ানো মানে খান পরিবার আর দ্বিতীয় স্থানে থাকবে না। খান পরিবার এরকম সুযোগের আশায় অনেক দিন ধরেই আছে। যেহেতু আজ সেটা সত্য হতে যাচ্ছে তাই তাদের আনন্দ আর দেখে কে। আট বছরের শত্রুতা তারা এই এক আঘাতেই শেষ করতে চাচ্ছে।
-->>লেডিস এন্ড জেন্টেলম্যান এখানে উপস্থিত সবাইকে আমি সম্মান জানায়। আপনারা নিশ্চয়ই জানেন আমার নাম রাজ খান। আজকের পার্টিটা অনেক স্পেশাল আমার জন্য। আপনারা হয়তো জানেন আমি এবং জারা চৌধুরী বেশ কিছুদিন হলো সম্পর্কের মাঝে আছি। ব্যাপারটা অফিসিয়ালি এখনো এনাউন্স হয়নি। তাই সেটাকে অফিসিয়ালি এনাউন্স করার জন্য আজকের পার্টি।
হঠাৎ একটু উচু স্টেজের মধ্যে দাড়িয়ে কথাটা বললো রাজ খান। তার পাশেই দাড়িয়ে আছে জারা চৌধুরী। দুজনের মুখেই অনেক আনন্দ। রাজ আবারো বলতে শুরু করলো।
-->>আমাদের দুই পরিবার আমাদের সম্পর্ককে মেনে নিয়েছে। যার কারনে তারা আজকে আমাদের এনগেজমেন্টের ব্যবস্থা করেছে। আর এজন্যই আজকের এই পার্টিটা। তাই আমি চাইবো সবাই আনন্দে পার্টি করুক।
দুজনের এনগেজমেন্ট শেষ হতে সময় লাগলো না। একে অপরকে পরিবারের দেওয়া রিং পরিয়ে দিয়ে তারা এনগেজমেন্টটা শেষ করে ফেললো। এরপরই রাজের হাত ধরে নিলো জারা, দুজনে তাদের পরিচিত সবার সাথে এক এক করে কথা বলতে শুরু করলো। সবাই দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছে এক এক করে।
লা লিগার একটা দামী রুম হওয়ার ফলে রুমের জায়গাটা অনেকটা বড়। অনেকগুলো বড় টেবিল রয়েছে বসার জন্য। যেটার প্রতিটাতে দামী দামী খাবার রয়েছে। এতো খাবারের মাঝে জ্যাক মাক্স পরে এসে বিপদে পরে গেলো। মাক্স ছাড়া আসলে হয়তো কিছু অপমান হতে হতো তাকে, কিন্তু খাবার তো মিস করতো না সে। এখন যদি মাক্স তুলে এখানে খেতে বসে তাহলে সম্মান রইলো কোথায় তার?
-->>আপনি তো বলেছিলেন জারা চৌধুরী আপনার অনেক কাছের বন্ধু। কিন্তু আমি তো দেখছি সে আপনাকে পাত্তাই দিচ্ছে না মনে হয়।
জ্যাক সকল খাবারের লোভ বাদ দিয়ে এমিলিকে কথাটা বলতে লাগলো। একজন কাছের বন্ধু কি প্রথমে তার সাথেই কথা বলবে না? জ্যাকের কাছে কেমন জেনো লাগছে। সে জানতো মাক্স ছাড়া এখানে আসলে অনেক চোখ তার দিকে তাকিয়ে থাকতো, কারন সে এক সময়ের সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান ছিলো কিন্তু এখন রাস্তায় থাকার মতো অবস্থা তার। তবে জ্যাকের মনে হচ্ছে মাক্স পরার জন্য তার দিকে তাকানো চোখের সংখ্যা বেরে গিয়েছে।
"মানুষ কিভাবে পারে বারোটা পাহাড় সামনে পিছে নিয়ে ঘুরতে?"(জ্যাক ভাবছে)
জ্যাকের শরীর কেঁপে উঠলো যখন সে একবার পিছনে তাকালো। এমিলির গার্ড গুলো এখনো দাড়িয়ে আছে পিছনে। বারোটা বডিবিল্ডার যাদের সামনে জ্যাকের মনে হচ্ছে হাতির সামনে দাড়িয়ে আছে। শুধু যে এমিলি এবং জ্যাক একটা টেবিলে বসেছে এবং বডিগার্ড গুলো দাড়িয়ে আছে দেখে বাকি সবার কৌতহল জাগছে। সবাই এক এক করে গল্প করতে শুরু করেছে।
-->>একটা সুন্দরী মেয়ে আবার অজানা মাক্স পরা ছেলে, বন্ধু ওদের কি এখানে কখনো দেখেছিস?
-->>ওদের পিছনে তো মনে হচ্ছে এসোসিয়েশান এর গার্ড। আমার মনে হচ্ছে অনেক বড় কোনো পরিবারের কেউ হবে।
-->>আমার মনে হয় না। আমাদের শহরের সবচেয়ে বড় পরিবারই চৌধুরী এবং খান। আমি কখনো এই দুজনকে দেখি বা তাদের নাম শুনি নি।
-->>হয়তো অন্য কোনো এরিয়া থেকে এসেছে। চৌধুরীদের তো অনেক ক্ষমতা। তাদের পরিচিত কেউ হবে হয়তো।
চারিদিক দিয়ে জ্যাক এবং এমিলির পরিচয় নিয়ে ছোট খাটো একটা গবেষনা তৈরী হয়ে গেলো। যেটা অবশ্যই রাজ এবং জারার কানে পৌছালো। জারা এতোক্ষন লক্ষ করে নি। তবে যখন সে এমিলিকে দেখতে পেলো তখনি রাজের হাত ছাড়িয়ে নিয়ে এমিলির দিকে দৌড়িয়ে গেলো।
এমিলি জারাকে দৌড়িয়ে আসতে দেখে চেয়ারে বসা থেকে উঠে দাড়ালো। তখনি জারা তাকে জড়িয়ে ধরলো। পিছনের গার্ডগুলো সাথে সাথে নরে উঠলো। তবে এমিলি হাত উচু করে নির্দেশ দেওয়ার ফলে তারা চুপ করে দাড়িয়ে পরলো আবার।
-->>আমি বিশ্বাসই করি নি তুমি আসবে। আমি যদি জানতাম যে তুমি এখানে আসবে তাহলে গেইটের বাইরেই অপেক্ষা করতাম তোমার জন্য।
হঠাৎ জারা উত্তেজিত হয়ে কথাটা বললো। সে আসলেই আশা করে নি যে এমিলি এখানে এভাবে আসবে। নাহলে সে তার জন্য আরো ভালো ব্যবস্থা করতো। এমিলিকে সে পূর্বেও অনেকবার বিভিন্ন ভাবে ইনভাইট করেছে কিন্তু একবারও সে আসে নি। তাই জারা এবারও ভেবেছিলো সে আসবে না।
-->>আমি তো তোমাকে ছোট খাটো একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিন্তু তুমিই যে আমাকে সারপ্রাইজ দিয়ে দিবে সেটা আশা করি নি। হাহাহাহাহা
এমিলি একটু হেসেই কথাটা বললো। নিচে বসে থাকা জ্যাকের মাথায় না ঢুকলেও জারা কথাটা ঠিকই বুঝতে পেরেছে। অনলাইনে তাদের বন্ধুত্ব আজ পাঁচ বছরের। তাই অনেক ক্লোজ হয়ে গিয়েছে তারা। নিজেদের মধ্যে কোনো বিষয়ই গোপন রাখে না তারা। আকাশের ব্যাপারও গোপন নেই।
-->>পরিবার থেকেই ঠিক করেছিলো, আবার পরিবার থেকেই ভেঙে ফেলেছে, আবার পরিবার থেকে ঠিক করেছে, আমাকেও মেনে নিতে হচ্ছে।
ছোট একটা হাসি মুখে দিয়ে জারা কথাটা বললো। সে সব কিছু শেয়ার করলেও এক মাসের অনেক কিছু এমিলির সাথে শেয়ার করে নি। তাইতো চোখে চোখ তুলে কথা বলার সাহস পাচ্ছে না। দুজনের প্রথম সামনা সামনি সাক্ষাত আজ হলেও সেই তুলনায় তারা নার্ভাস না। এমিলি কথাকে অন্য দিকে নেওয়ার জন্য বলতে লাগলো,
-->>সেটা বাদ দাও। তুমি আসলেই ছবির থেকে অনেক সুন্দরী। তোমার এই ফ্লোপি চেহারাটা দেখলেই আমার হিংসে হয়।
এমিলি জারার দুই গাল টেনে বলতে লাগলো। জারা কিছুটা লজ্জা পেয়ে গেলো এমিলির এই ব্যবহারে। কিন্তু এটা নতুন কিছু না। এমিলির সকল ব্যবহারই আজব রকমের।
জারা এবং এমিলি নিজেদের কথায় ব্যস্ত ছিলো। রাজ হঠাৎ অবাক হলো কি এমন গুরুত্বপূর্ণ মানুষের সাথে জারা কথা বলছে, যার জন্য তাকে দৌড়ে যেতে হবে। পিছনে বারোজন বডিগার্ড দেখে যেকেউ বলে দিতে পারবে তারা এসোসিয়েশান এর গার্ড।
"আমি আশা করি নি এতো গুরুত্বপূর্ণ কারো সাথে জারার পরিচয় থাকবে। তবে ভালোই হলো আমার জন্য।"
রাজ এমিলির দিকে একবার ভালো করে তাকিয়ে নিলো। চেহারা জারার থেকেও অনেক সুন্দরী। প্রতিটা মানুষের একটা করে খারাপ নেশা থাকে। সেটা থেকে বিরত থাকা অনেকটায় কষ্ট। ঠিক তেমনি রাজের খারাপ নেশা মেয়ে। সুন্দরী মেয়ে দেখলে তার ব্রেইনে নেশা উঠে যায়। যতক্ষন না সে ভঙ্গন করতে পারছে সেই নেশা, ততক্ষনে তার নেশা ছারবে না।
রাজ এগিয়ে গেলো অনেক সুন্দর ভাবেই। মিষ্টি কন্ঠে কিছু কথা বলার পূর্বে মেয়েটার পাশে বসা ছেলেটার দিকে একবার তাকিয়ে নিলো। পোষাক আহামরি না তার।
"হয়তো ছেলেটা তেমন কেউ না। তারপরও পরিচয় সম্পর্কে আমাকে সাবধান থাকতে হবে।"
রাজ একদম জারার পাশে এসে দাড়ালো। জারা এবার পরিচয় করিয়ে দিতে লাগলো।
-->>রাজ পরিচয় করিয়ে দেই। ও আমার খুব খুব কাছের বন্ধু এমিলি। ও এরিয়া পি থেকে এসেছে। আর এমিলি ও রাজ। আমার ফিয়ান্সে।
জারা রাজের হাত ধরে কথাটা বললো। একই টেবিলে এমিলির সাথে অন্য একটা ছেলে বসে ছিলো এটা জারা খেয়াল করে নি। তবে রাজের বিষয়টা ভালো করেই খেয়ালে এসেছে। মাক্স পরা অচেনা এক ব্যক্তি। এই ওয়ার্ল্ডের মধ্যে দুই ধরনের ব্যক্তিরা সবচেয়ে ক্ষতিকর। এক টাকা ওয়ালা এবং দুই যারা পরিচয় গোপন রাখে। তাইতো রাজ প্রথমে পরিচয় জানতে চাচ্ছে।
-->>হাই আমি রাজ।
রাজ হাত বারিয়ে দিলো এমিলির দিকে। তবে এমিলি সেটাকে ইগনোর করে নিলো। সে একবার রাজের চোখে তাকালো। মনে হলো যেনো সে রাজের সকল মনের কথা শুনতে পেলো। তাই সেদিকে তেমন গুরুত্ব দিলো না এমিলি।
-->>হাই আমার নাম এমিলি। আমি এরিয়া পি থেকে এসেছি।
এমিলি সহজেই তার পরিচয় দিয়ে দিলো। যেটা রাজের হজম হলো না। এতোজন এসোসিয়েশান এর গার্ড যদি কেউ আনতে পারে তার সাথে তাহলে তো সে দুর্বল কেউ না। নিশ্চয়ই তার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। রাজের নজর হঠাৎ টেবিলের দিলে গেলো, যেখানে একটা চেয়ারে জ্যাক বসে আছে। তার লাল মাক্স পূর্ব থেকেই সবার আকর্ষন কেড়ে নিচ্ছিলো। এরকম মাক্স কেউ কখনো দেখে নি। মনস্টার আকৃতির মাক্স অনেকটা রেয়ার টাইপের হয়ে থাকে। তাই রাজ ছেলেটার পরিচয় জানতে চাচ্ছে প্রথমে।
"একজন মেয়ে যতই ক্ষমতাশালী হোক না কেনো শেষে তো সে মেয়েই। তবে আমাকে এই ছেলেটার পরিচয় প্রথমে জানতে হবে যদি ওর ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আমি আমার চাল চালতে পারবো।"
রাজের মুখ থেকে হঠাৎ একটা হাসি বেরিয়ে আসলো। সে মাক্স পরা ছেলেটার দিকে তাকিয়ে থাকায়, হঠাৎ জারার নজরও সেদিকে পরলো।
-->>এমিলি?
জারা হঠাৎ ডাক দিলো এমিলিকে। যেহেতু জারা জ্যাকের দিকে তাকিয়ে ছিলো তাই এমিলি বুঝতে পারলো জারা কি জিজ্ঞাসা করবে।
-->>ও আমি তো ভুলেই গিয়েছি। উনি হলেন মিস্টার জ্যাক। অনেক শক্তিশালী একজন ব্যক্তি সেই সাথে আমার জীবন রক্ষক।
এমিলি কথাটা খুব প্রশংসা সূরে বললো। জ্যাকের কাছে মনে হচ্ছিলো তার প্রমোশন করা হচ্ছে এখানে। একটা আপেল নিয়ে সে নারাচারা করছে অনেকক্ষন হলো। মাক্স খোলার সাহস হচ্ছিলো না। সবাই তার দিকেই তাকিয়ে আছে। এমন অবস্থায় যদি মাক্স খুলে নিজের চেহারা দেখায় সে তাহলে কতটা না অপমান তাকে হতে হবে।
আকাশের স্মৃতি অনুযায়ী সে আকাশ চৌধুরী। তার সাথে বিয়ে ঠিক হয়েছিলো জারা চৌধুরীর। আর আজ তার সামনেই জারা চৌধুরীর এনগেজমেন্ট হয়ে গেলো রাজ খানের সাথে। বিষয়টা আকাশ চৌধুরী থাকলে হয়তো মেনে নিতে পারতো না। রাগে এখানে মারামারি তৈরী হতো একটা। তবে আফসোস আকাশ চৌধুরী জীবিত নেই এখন। আকাশের শরীরে জ্যাকের রেইনকার্নেশন হয়েছে। যার মাধ্যমে আকাশের স্মৃতি গুলোই শুধু জ্যাক বহন করছে। আকাশের কোনো অনুভূতি জ্যাক বহন করছে না। তাই বর্তমান পরিস্থিতি জ্যাকের কাছে অস্বাভাবিক লাগছে না। জারা কিংবা এমিলি কিংবা সেই এসোসিয়েশান এর মেয়ে এরিয়েল কেউ ই জ্যাকের দুই স্ত্রীর সৌন্দর্য্যের ধারের কাছেও নাই। হয়তো এটা শুধু তার মনের ভাবনা।
"কিভাবে সম্ভব? এখানে বারোজন এসোসিয়েশান এর গার্ড রয়েছে। তারপরও এই মেয়েটা বলছে এই ছেলেটা নাকি শক্তিশালী অনেক।" (রাজ ভাবছে)
রাজ বুঝতে পারলো কোন শ্রেনীর মানুষ এই মাক্স পরা ছেলেটা। হয়তো আসলেই শক্তিশালী কেউ। নাহলে শক্তিশালী হওয়ার নাটক করছে সে। যদি আসলেই নাটক করে থাকে তাহলে সেটা বোঝার সহজ উপায় রাজের আছে।
-->>অনেক শক্তিশালী? মিস এমিলি এমন অনেকেই আছে যারা শক্তিশালী হওয়ার নাটক করে। আপনি একটু সাবধান থাকবেন।
রাজের একটা সুন্দর এডভাইস তবে এমিলি এটার দিকে কান দিলো না। রাজ আবারো এমিলির থেকে ইগনোর হয়ে এবার চলে গেলো বসে থাকা জ্যাকের কাছে।
-->>তো মিস্টার জ্যাক। মিস এমিলি আপনাকে অনেক শক্তিশালী বলছে। আপনি রাজি থাকলে কি এক দু রাউন্ড হয়ে যাবে আমার ফাইটারের সাথে?
রাজ একটা মুচকি হেসে কথাটা বললো। রাজের উদ্দেস্য এখানে কোনো ঝগড়া তৈরী করা না। যেহেতু পিছনে বারোজন গার্ড রয়েছে তাই রাজ এমন কিছু করতে পারবে না। তবে সে বুঝতে পেরেছে আসল গার্ডের মালিক মেয়েটা, তাই ছেলেটাকে কিছুটা তাৎচ্ছল্য করলে কিছু হবে না।
এদিকে জ্যাক বুঝতে পারলো রাজ কি ভাবছে। আকাশের স্মৃতি তার মধ্যে থাকার কারনে সে রাজকে ভালো করেই চিনে। একটা আসল মেয়েবাজ ছেলে রাজ। মেয়েদের পাওয়ার জন্য সব কিছুই করতে পারে সে। এখানেও তেমনই একটা কিছু করতে চাচ্ছে সে।
জ্যাক বুঝতে পারলো রাজ কি ভাবছে। এখানে একটা ফাইট করাতে চাই রাজ। ফাইটের মাধ্যমে দেখাতে চাই যে জ্যাক দুর্বল এবং এমিলির চিন্তা ভাবনা ভুল।
"তবে আমি তো এমিলিকে কখনো বলি নি আমি শক্তিশালী। মেয়েটা তো পাম দিচ্ছে একটু বেশীই। যেটা আমার জন্য মনে হচ্ছে না ভালো হবে।"(জ্যাক ভাবছে)
এমিলি এখানে কোনো কথা বলবে কিন্তু তার গার্ডের মধ্যকার যে লিডার সে বলে উঠলো।
-->>ম্যাম আমাদের মনে হয় এটা ভালো একটা বুদ্ধি। আপনার গার্ড হিসাবে আমরা অনেকদিন আছি। আমরা চাই না কেউ আপনাকে তাদের মিথ্যা বলে প্রতরনা করুক।
গার্ডের লিডারের কথা শুনে এমিলি কিছুটা ভাবলো। এমনিতেও সে মানা করতে চাচ্ছিলো না। কারন বুদ্ধিটা আসলেই ভালো। একটা ফাইট এখানে যদি হয় তাহলে নিশ্চয়ই জ্যাক আঘাতপ্রাপ্ত হবে, এবং এমিলি তার প্রতিশোধ আরো স্মুথ ভাবে নিতে পারবে।
"হ্যা এটা অনেক ভালে সুযোগ। আমি তোমাকে দুঃখ কষ্টে দেখতে চাই। আমার প্রতিশোধ তার আগে শেষ হবে না।"(এমিলি ভাবছে)
-->>ঠিক আছে, আমি জানি মিস্টার জ্যাক অনেক শক্তিশালী। তাই কোনো ফাইটেই তার সমস্যা হবে না। তাই না মিস্টার জ্যাক।
এমিলি কথাটা জ্যাকের দিকে তাকিয়ে বললো। একটা ভয়ঙ্কর হাসি দেখা দিলো এমিলির মুখ থেকে। কিছু সময়ের জন্য হঠাৎ জ্যাকের মনে হলো পূর্ব জনমে হয়তো ভয়ঙ্কর কোনো কাজ করেছিলো এই মেয়েটার সাথে, যার জন্য প্রতিশোধ নিতে এসেছে সে।
রাজ তার কাছে থাকা সেরা একটা ফাইটারকে ডেকে আনলো। সে জ্যাকের সাথে লড়তে প্রস্তুত।
"এই ফাইটের মাধ্যমে বোঝা যাবে, আসলেই এটা শক্তিশালী নাকি সেটা শুধু মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে এমিলির কাছে আসার সুযোগ আমার বেরে যাবে। হাহাহাহা।(রাজ একটা হাসি দিয়ে ভাবছে)
-->>মনে হচ্ছে এখানে আমার কোনো কথা কাজে দিবে না। তাহলে ঠিক আছে, একটা ফাইটের জন্য এমনিতেই আমার হাত কাপাকাপি করছিলো।(জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। ভুল ত্রুটি হলে তুলে ধরবেন।