[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ২১
।
।
ডানজ্যান বা অন্ধকূপ মূলত প্রাচীনকালে তৈরী হতো। ভয়ানক মনস্টার, প্রানী বা আসামী দের রাখার জন্য একটা কয়েদখানা বলা হতো এদের। ডানজ্যান সাধারনত তৈরী হয় মাটির নিচে। মাটিতে গর্ত করে অনেক সুন্দর স্ট্রাকচার দিয়ে একটা ডানজ্যান তৈরী করা হয়। বিভিন্ন ধরনের ট্রাপ ব্যবহার করা হয় যাতে ডানজ্যানের মধ্যে কেউ প্রবেশ করতে না পারে। সাধারন কয়েদখানায় আসামীদের রাখলে তাদের সহকর্মীরা অনেক সময়ে বিভিন্ন ভাবে তাদেরকে বের করে নিতে পারে। কিন্তু একটা ডানজ্যানের মধ্যে যখন কোনো আসামিদের রাখা হয় তখন তাদের বের হওয়া এবং কেউ তাদেরকে বের করবে এ দুটোই অসম্ভব হয়ে যায়।
ডানজ্যান যেহেতু মাটির নিচে তৈরী তাই মাটির মধ্যে থাকা অনেক মূল্যবান ধাতুও পাওয়া যায় এই ডানজ্যান তৈরীর সময়ে। লোহার ধাতু থেকে শুরু করে স্বর্নের ধাতুও থাকে মাটির নিচে। যেগুলো দ্বারাই বিভিন্ন ধরনের কয়েন বানানো হতো।
কিন্তু এই ডানজ্যান একদম ভিন্ন যেটা এলেক্স রয়েছে। ম্যাজিকাল এনার্জিতে ভরা এই ডানজ্যান। যেটার জন্য একের পর এক আর্থ গোলেম তৈরী হয়েই যাচ্ছে। টাওয়ারে ঠিক ডানজ্যান যেভাবে কাজ করে সেভাবেই এটাও কাজ করছে।
-->>আমার যতদূর মনে হয় আমি টাওয়ারেরই একটা ডানজ্যানের মধ্যে আছি এখন।
একটা গোলেমের সোজা ঘুষি থেকে এলেক্স সরে গিয়ে কথাটা বললো। সে চিন্তা করছে আদৌও সে কোথায় আছে এখন? দুটো জিনিস বুঝতে পারলো। হয়তো রিং তার জন্য আলাদা একটা ডানজ্যান তৈরী করেছে। কিংবা রিং একটা ডানজ্যানের গেইট তৈরী করেছে তার সামনে।
আপাতোতো ছোট বিষয়ে গুরুত্ব দিলো না। এলেক্স তার বৃদ্ধি করা এজিলিটির ব্যবহার ঠিকই বুঝতে পারছে এখন। পূর্বের থেকে তার স্পিড অনেক বৃদ্ধি পেয়েছে। যেটা তাকে সব গোলেমের আক্রমন এড়াতে সাহায্য করছে। এলেক্স পূর্বের ১২ লেভেল গোলেমদের সাথে লড়াই করার পরে গোলেমদের একটা দুর্বলতা জানতে পেরেছে। গোলেমদের বুকের মাঝখানে তাদের কোর থাকে। এখন কোর জিনিসটা কি? কোর মূলত ম্যাজিক সংগ্রহ করার জন্য একটা পাত্র। যেটার সবার মধ্যেই থাকে। শুধু এনার্জি ব্যবহার করতে না পারা ব্যক্তির কোর থাকে না। যেহেতু এই আর্থ গোলেম একটা ম্যাজিকাল মনস্টার, তাই এটারও একটা কোর রয়েছে। যে কোরে ম্যাজিকাল এনার্জি সংগ্রহিত থাকে। এই কোরকে ধ্বংস করলেই প্রতিটা গোলেম মারা যায়। পূর্বের গোলেম গুলোকে এলেক্স এই ভাবেই হত্যা করেছিলো। এলেক্সের এনার্জি রিকোভার হওয়ার ফলে তাকে অনেকটা কনফিডেন্স দেখা যাচ্ছে।
প্রতিটা গোলেম পূর্বেও অনেক স্লো ছিলো। কিন্তু এজিলিটি বৃদ্ধি সাথে সাথে এলেক্সের অনেক স্পিড অনেক বৃদ্ধি পেয়েছে। তাই এখন প্রতিটা গোলেমের আঘাত এড়াতে সমস্যা হচ্ছে না তার। একটা গোলেম এলেক্সকে আঘাত করলো। একটা ঘুষি দিলো তার দিকে। অন্য একটা পিছন থেকে এলেক্সকে জড়িয়ে ধরতে চাইলো। এলেক্স ঘুষি দেওয়া গোলেমের আঘাতকে এরিয়ে গেলো। এবং তাকে পিছন থেকে একটা গোলেম ধরার চেষ্টা করছিলো। সে সাথে সাথে লাফ দিয়ে গোলেমের উপরে চলে গেলো। গোলেমের পিঠের উপরে ভর করে সে দাড়ালো। গোলেমের কোনো বুদ্ধি নেই। তারা সামনে যাদের দেখবে তাদেরই আক্রমন করবে। এলেক্স পিঠে থেকে গোলেমের পিঠে হাত রেখে,
-->>"ডার্ক ফ্লেইম"
এলেক্স তার স্পেল ব্যবহার করলো। এলেক্স একটা জিনিস খেয়াল করেছে। তার স্পেল শুধু ডার্ক এট্রিবিউটের নয়। সে ডার্কের সাথে ফায়ার এট্রিবিউট মিশিয়ে স্পেল ব্যবহার করতে পারে। যদিও তার স্পেল কিংবা স্কিল দূর থেকে গোলেমকে কিছুই করে না, কিন্তু একদম সরাসরি আঘাতে গোলেমের অনেকটা ক্ষত হয়।
এলেক্সের স্পেলে গোলেমের পিঠ দিয়ে কিছুটা অংশ ফুটো হয়ে গেলো। গোলেমের পিঠের কোর দেখা যাচ্ছিলো। যেটা চাইলেই এলেক্স ভেঙে ফেলতে পারতো। কিন্তু তখনি পিছন থেকে আরেকটা গোলেম তার উপরে হামলা করলো। সে এবার সেখান থেকে লাফ দিয়ে পিছন দিকে একটা পল্টি খেয়ে আবারো আঘাত করা গোলেমের পিঠের উপরে চলে গেলো। যেটার পিঠে সে আঘাত করেছিলো সেটা তাকে আঘাত করা গোলেম আঘাত করে। যার ফলে প্রথম গোলেমের কোর ভেঙে যায়। কোর ভাঙার সাথে সাথে সেটা মাটির সাথে মিশে গেলো। এভাবে এলেক্স একের পর এক গোলেমকে অন্য গোলেমের সাহায্যে হত্যা করতে লাগলো। শেষের একটা এখনো রয়েছে। তবে এলেক্সের এনার্জি শেষ হওয়ার জন্য সে আবারো সার্কেলের বাইরে বের হয়েছে। এটা অনেক ভালো একটা স্ট্যাটেজি।
-->>কে ভেবেছে এই দুর্বল শরীর নিয়ে আমি আর্থ গোলেম হত্যা করতে পারবো? তবে এক্সপি পয়েন্ট খারাপ দিচ্ছে না। জীবনের ঝুকি থাকলেও আমি এক্সপিকে বেনজর করতে পারি না।
এলেক্স আরেকটা পিল মুখের মধ্যে দিয়ে কথাটা বলতে লাগলো। কেউ নেই তার আশেপাশে তারপরও একটা অভ্যাস হয়ে গেছে এটা তার। রিং এর সাথে কথা বলতে বলতে এটা তার বাজে বুদ্ধি। রিং এর কথা মনে পরতেই হঠাৎ সে মনে মনে ভাবতে লাগলো,
"আজ দুদিন হলো রিং কোনো কথা বলছে না।"
দুদিন যাবৎ রিং কোনো কথা বলে না এলেক্সের সাথে। যেটা সে বুঝতে পারে না। যখন মন চাই তখনি হয়তো রিং এর মধ্য থেকে আওয়াজ আসে। যাইহোক সে রিং এর কথার দিকে গুরুত্ব দিলো না। সে বিশ্রাম নিচ্ছিলো কিছুটা। তবে এমন সময়ে বেশ আশ্চর্যকর জিনিস হয়ে উঠলো। সার্কেলের মধ্যকার গোলেমের কোর একা একাই ভেঙে গেলো। এবং সেটা মাটির সাথে মিশে যেতে শুরু হলো। এলেক্স সেদিকে তাকাবে তখনি তার সামনে একটা প্রজেকশন স্ক্রিন চলে আসলো। যেখানে লেখা রইলো,
""
কনগ্রাজুলেশন ফর ক্লারিং দ্যা আর্থ ডানজ্যান।
পুরস্কারঃ মার্কেট অপশন।
""
এলেক্স বুঝতে পারলো না কি হলো। এতো তারাতারি যে মিশন শেষ হয়ে যাবে সেটা তার বিশ্বাস হচ্ছিলো না। কারন সে ভাবছিলো হয়তো এর পরে আরো গোলেমের সাথে তাকে লড়তে হবে। এলেক্সের মুখে মেসেজটা দেখে একটা হাসি ফুটে উঠলো। যদিও সে আশা করছিলো আরো গোলেম তৈরী হবে কিন্তু তার শরীর মোটেও সেটার জন্য প্রস্তুত ছিলো না। এতোক্ষন তার ফাইটিং স্পিরিটই তার শরীরকে চলমান করছিলো। কিন্তু হঠাৎ তার শরীর ভারী হয়ে যাচ্ছিলো। এটাকে রিবাউন্ড বলা হয়। শরীরকে প্রয়োজনের থেকে অতিরিক্ত কাজে লাগালে এটা দেখা যায়। বেশ কিছু সময়ের জন্য শরীর প্যারালাইস হয়ে যেতে পারে।
এলেক্সের শরীর ভারী হচ্ছিলো। কিন্তু সেদিকে তার নজর নেই৷ সে বলে উঠলো,
"মার্কেট অপশন"
সাথে সাথে এটা প্রজেকশন তার সামনে তৈরী হলো। এলেক্স প্রথমে বেশ অবাক হলো, কিন্তু তার অবাক রাগে পরিনত হতে সময় লাগলো না। তার মূল কারন প্রজেকশনেই লেখা,
""
মাস্টারের লেভেল কম হওয়ার ফলে মাস্টারের জন্য মার্কেট আংশিক ভাবে কাজ করবে।
মোট কয়েনঃ ৫ গোল্ড
আইটেমঃ
তিন পাতা পদ্ম -- ৫ গোল্ড,
লাইটনিং সর্টসোর্ড -- ৩০ গোল্ড,
ব্লাক স্নেক আর্মার -- ৫০ গোল্ড,
ব্লাক ব্যারী -- ১০ গোল্ড।
মাস্টারের লেভেল বৃদ্ধি সাথে সাথে মার্কেটে আরো পন্য বৃদ্ধি পাবে।
""
এলেক্সের রাগ হলেও সে জানে কিছু করতে পারবে না এখানে। কারন সে টাওয়ারের মধ্যে নেই যে খুব সহজে সে গোল্ড কয়েন উপার্জন করতে পারবে। তার আম্মা মারিয়া এই টেস্টে আসার পূর্বে তাকে পাঁচটা গোল্ড কয়েন দিয়েছিলো, যেটায় শুধু তার মার্কেট অপশনে দেখাচ্ছে। মানে তার কাছে যত অর্থ থাকবে সেটায় মার্কেট অপশনে দেখাবে।
-->>পাঁচ গোল্ড কয়েন মানে আমাদের পৃথিবীতে পঞ্চাশ হাজার টাকা। আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুধু তিন পাতা যুক্ত একটা পদ্ম ফুল কিনতে পারবো! আমার এটাকে স্ক্যাম ব্যবসা মনে হচ্ছে।
এলেক্স রেখে গেছে অনেকটা। সে আশা করছিলো ভালো কিছু পাবে হয়তো। কারন পাঁচ গোল্ড কয়েন থাকা মানে অনেক কিছু। সে আর স্ক্রিনের দিকে নজর দিলো না।
-->>মাস্টার আমি বলবো আপনি তিন পাতা পদ্ম নিয়ে নিন। এটা আপনার মানা কোর তৈরী তে সাহায্য করবে।
হঠাৎ রিং এর কথায় অবাক হলো এলেক্স। পাঁচ গোল্ডের একটা পদ্ম ফুলের মাধ্যমে তার মানা কোর তৈরী হবে এটা কি ভাবা যায়? কিন্তু এক মিনিট, রিং তো বলেছে সে কিভাবে কোর তৈরী করতে হয় জানে না। এলেক্সের সন্দেহ হলো। সে ভাবছে হয়তো রিং এর সব কিছুই মনে আছে। শুধু সে সেটা স্বিকার করছে না।
অন্যদিকে রিং এর মধ্যে জিডুরী তার নতুন মাস্টারকে দেখে অনেক চিন্তা করছিলো। তার মাস্টারের অবস্থা অনেক খারাপ ছিলো। বেশ কিছু আঘাত পেয়েছে সে। সেই সাথে তার শরীর রিবাউন্ডে রয়েছে। জিডুরী কি বলবে সেটা বুঝতে পারছিলো না। কিন্তু শেষ সময়ে মার্কেট লিস্টের একটা কাগজ তার পাশে আসলো। সেটা পরে জানতে পারলো তিন পাতা পদ্মের ব্যবহার। কাগজের ডিটেইলসে লেখা ছিলো। সেটা কোর তৈরীতে সাহায্য করবে এবং তিনবার ক্রয় করা যাবে। সে তারাতারি এই খবরটা তার মাস্টারকে দিতে চাইলো।
অন্যদিকে এলেক্স সন্দেহ করলেও কিছু বলছে না। এলেক্সের এখন কিছুই বিশ্বাস হয় না নিজেকে ছাড়া। তাই ছোট ডিটেইলস ও সে মনে রাখে। সে জানে যে রিং এর জন্য সে শক্তিশালী হতে পারছে। কিন্তু রিং কে বিশ্বাস করতে পারছে না। ম্যাজিকাল আইটেম যেটা কথা বলতে পারে সেটার নিশ্চয়ই বুদ্ধি রয়েছে। তাই এলেক্স প্রথম দিন থেকেই রিং কে বিশ্বাস করে না। শুধু বিষয়টা সে প্রকাশ করে না।
এলেক্স এদিকে আর মনোযোগ দিলো না। সে তাকিয়ে রইলো সামনের দিকে। হঠাৎ তার মনে আসলো যে তার শরীর গুরুতর ভাবে আহত হয়েছে।
-->>আমার কাছে তো একটা হিলিং স্কিল রয়েছে। জানি না কাজ করবে কিনা। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কিসের।
এলেক্স দেখতে পেলো তার শরীরের অনেক জায়গায় ক্ষত রয়েছে। ভালো ব্লিডিং ও হচ্ছে। তার শরীর শক্ত হওয়ার মাঝে হয়তো এটায় দায়ী।
"মেডিক"
এলেক্স তার স্কিল ব্যবহার করলো। হঠাৎ তার চারিদিক দিয়ে একটা সবুজ রঙের এনার্জি তৈরী হতে লাগলো। যেটা আস্তে আস্তে তার শরীরকে ঠিক করে দিচ্ছে। এলেক্স অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো। কারন তার শরীরের সব ক্ষত ঠিক হয়ে গিয়েছে। যদিও গোলেমের কাছ থেকে সরাসরি কোনো আঘাত সে পাই নি। কিন্তু তাদের আঘাতের ফলে ফ্লোর ভেঙে ফ্লোরে শক্ত টুকরো এলেক্সের শরীরে লেগেছিলো। যেটা কয়েক মুহূর্তেই ঠিক হয়ে গেলো।
"এখন তো কোনো হিলিং ম্যাজিকাল আইটেম বা হিলিং ম্যাজিকের প্রয়োজন হবে না।"
* * *
To Be Continue
* * *
কেমন হলো জানাবেন। ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সময়ের অভাবে পর্ব ছোট হতে পারে, তাই দুঃখিত আমি।