[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ২০
।
।
(ডিমনিক ফরেস্ট)
একটা তাবু মাইরা এবং এবা দুজনে শেয়ার করছে একে অপরের সাথে। বিকালের পর থেকেই মাঝরাত পর্যন্ত তাদের লাইট ম্যাজিক ব্যবহার করতে হয়েছে। দুজনের শরীরই ক্লান্ত। তবে ঘুম আসছে না দুজনেরই। মাইরার শুধু দুদিন পূর্বের কথা মনে পরছে। আজ পর্যন্ত সে কোনো ছেলের স্পর্শ অনুভব করে নি। এলেক্সের স্পর্শ অনাকাঙ্ক্ষিত হলেও এটাই মাইরার জীবনের প্রথম কোনো ছেলের স্পর্শ। ডিউকের কন্যা হওয়ার ফলে সবাই মাইরার কাছে যাওয়া তো দূরের কথা বলতেই সাহস পাই না। আর সেই ডিউকের কন্যার উপরে পরেছিলো এলেক্স।
"আমার জায়গায় এলিন থাকলে কি করতো?"
মাইরা ভাবতে লাগলো তার জায়গায় এলিন কি করতো। অবশ্যই এলেক্সকে বরফে জমিয়ে দিতো। কিংবা আরো ভয়ানক কিছু। কিন্তু মাইরা এমন না। সহজ সরল মেয়ে হওয়ায় কিছু করে নি সেদিন।
"এসব চিন্তা কেনো আমার মাথায় আসছে। আমি এসব নিয়ে না ভাবতে চাইলেও বার বার এই চিন্তা আমার মাথায় আসছে।"
মাইরার চিন্তা ভেঙে গেলো হঠাৎ এবা এর কথায়।
-->>আচ্ছা মাইরা যদি এক জনের চিন্তা বার বার মাথায় আসে তাহলে আমরা সেটাকে কি বলবো?
এবা এর কথায় হঠাৎ মাইরা অবাক হলো। সে এক জনকে নিয়ে চিন্তা করছে এটা তো এবা এর জানার কথা নয়। তাই নিজের চিন্তাকে লুকানোর জন্য সে বলতে লাগলো,
-->>যদি পরিবারের কাউকে বা আত্মীয়দের মধ্যে কাউকে বার বার মনে তাহলে সেটাকে জ্ঞানের ভাষায় মিস করা বলে।
-->>কিন্তু যদি সেটা পরিবার বা আত্মীয়ের মধ্যে না হয়ে পরিচিত কোনো ছেলে হয়?(এবা আবার প্রশ্ন করলো)
-->>পরিচিত ছেলে! সেটাও হয়তো মিস করাই হয়।(মাইরা)
-->>কিন্তু ছেলেটা যদি পাশেই থাকে এরপরও যদি তাকে নিয়ে হাজারো চিন্তা মাথায় আসে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি?
এবা এর এই প্রশ্নে মাইরা থমকে গেলো। কারন এমনটা সেই ভাবছে। কোনো ভাবে এবা তার চিন্তা হয়তো বুঝতে পেরেছে এর ভেবে মাইরা কোনো কথা বললো না। এবা মাইরার নীরবতা দেখে বলতে লাগলো,
-->>আমাদের মতো নোবেলদের হয়তো এটা জানার কথা না। কারন আমাদের ছোট থেকেই বিবাহ ঠিক হয় এবং বিবাহ হয়েও যায়। তবে আমার মেইডকে একবার বলতে শুনেছিলাম। "যদি কখনো পরিবার ব্যতিত কোনো ছেলের চিন্তা বারবার মাথায় আসে তাহলে সেটা ভালোবাসার লক্ষন।"(এবা খুব সুন্দর করে বললো)
-->>হঠাৎ এমন কথা বলছো যে?(মাইরা)
মাইরা ভাবছিলো যে এবা মনে হয় তার চিন্তা ভাবনা বুঝতে পেরেছে। কিন্তু এরকম না। এবা তার মনের কথা বলতে লাগলো।
-->>জানি না কেনো কিন্তু আমার একটা ছেলের কথা সব সময় মনে পরে। সে আমার কাছে থাকার পরও।(এবা)
মাইরা বোকা কোনো মেয়ে না। সে বিষয়টা ভালো ভাবেই ধরতে পারলো। কিন্তু নিজের চিন্তাকে সে থামাতে পারলো না৷
"তাহলে কি এবা ও এলেক্সকে নিয়ে ভাবে? না না আমি এসব কি ভাবছি। ও ভাবতেই পারে। আমি এটা নিয়ে চিন্তা করার কে? উহহহ আমি পাগল হয়ে যাচ্ছি এই ফালতু চিন্তা ভাবনায়।"
এবা মাইরাকে চুপ থাকতে দেখে প্রশ্ন করলো,
-->>আচ্ছা মাইরা আমাদের টিম লিডারকে তোমার কাছে কেমন লাগে? না মানে সে কেমন মানুষ? তোমার কি মনে হয়?(এবা)
হঠাৎ এবা এর প্রশ্নে মাইরা না চাইলেও মন থেকে তৃপ্তি অনুভব করলো। তার অনুভূতি তার সাথে খেলা করছিলো। এতোক্ষন উত্তেজনায় তার হৃদপিন্ড ধপ ধপ করছিলো। না চাইলেও তার মন বার বার বলছিলো যেনো এবা এর মুখ থেকে এলেক্স এর কথা না বের হোক।
-->>মানে তুমি আমাদের লিডার চেইনকে পছন্দ করো?(মাইরার হাসি মুখের প্রশ্ন)
এবা কিছু বললো না। তাই মাইরা বুঝতে পারলো চেইনকে সে পছন্দ করে। তবে একটা জিনিস তার মনে তখন চলে আসলো।
"চেইন তো লুবাকে পছন্দ করে। এটা কি আমি এবা কে বলবো? না থাক কষ্ট পাবে হয়তো।"
মাইরা কথাটা ভাবলো। হঠাৎ দুজনেই নিরব হয়ে গেলো। ঘুমের মধ্যে চলে যেতে আর সময় লাগলো না তাদের।
* * * * *
(ডানজ্যানের মধ্যে)
এলেক্স পুরো ঘাম যুক্ত অবস্থায় হাফাচ্ছে। দুই হাটুর উপরে দুটো হাত রেখে সে দাড়িয়ে আছে। শরীরের স্ট্যােমানা শেষের দিকে। অনেক স্পেল এবং সেই সাথে স্কিল ব্যবহার করেছে এলেক্স। এজন্য তার শরীর অনেক ক্লান্ত। এনার্জির যত ব্যবহার করা হয় শরীরের স্ট্যােমানাও তত কমতে থাকে। এক সময় শরীর এতো দুর্বল হয়ে যায় যে ঘুমের জন্য শরীর এমনিতেই পরে যেতে চাইবে। এলেক্সের শরীর ও ঘুমাতে চাচ্ছে। কিন্তু এলেক্স জানে যে সে একবার চোখ বন্ধ করলে আর খুলতে পারবে না।
"আমি কোথায় চলে আসলাম। প্রথমে জানলে তো এই ভুল কখনো করতাম না। ১০ লেভেলের আর্থ গোলেম না হয় গ্লাটোনির মাধ্যমে শেষ করলাম। কিন্তু কে ভেবেছে এটা এখানেই শেষ হবে না। ১২ লেভেলের আর্থ গোলেমদের হত্যা করতে আমার সব এনার্জি শেষ হয়ে গেছে। কিন্তু এখানেও ডানজ্যান ক্লিয়ার হওয়ার নাম নিচ্ছে না।"
এলেক্সের চিন্তা শেষ হতে হতেই রুমের ফ্লোর থেকে আবারো দশটা আর্থ গোলেম তৈরী হলো। এলেক্সের ইনফো স্কিল এখনো একটিভ রয়েছে। সে দেখতে পেলো এবারের গোলেমের লেভেল। প্রতিবার এক সংখ্যা রেখে গোলেমের লেভেল বৃদ্ধি পাচ্ছে। এবারের দশটা গোলেমের লেভেল ১৪। আগের দশটা গোলেম ১২ লেভেলের ছিলো। তাদের হত্যা করতে করতেই এলেক্সের অবস্থা শেষ। এজিলির ব্যবহার করলে অনেক এনার্জির ব্যবহার করতে হয়। তাছাড়াও ১২ লেভেলের দশটা গোলেমকে হত্যা করতে গিয়ে এলেক্সের রিং এ থাকা সকল এনার্জিই শেষ হয়ে গিয়েছে। গ্লাটোনি স্কিল ব্যবহার করার ফলে সে ১০ লেভেল এর গোলেমের এনার্জি সংগ্রহ করতে পেরেছিলো। কিন্তু সেটাও শেষ হয়েছে। গ্লাটোনি দিনে একবার ব্যবহার করা যায়। এজন্য এলেক্স অনেক টাইট একটা স্পটে আছে। স্কিল এবং স্পেল দুটোর একটা ব্যবহার করার মতোও এনার্জি এখন তার নেই৷ আর এই সময়ে তার সামনে ১৪ লেভেলের আর্থ গোলেম তৈরী হয়েছে।
এলেক্স এই ডানজ্যানের একটা রহস্য বের করতে পেরেছে ১২ লেভেলের গোলেমদের সাথে লড়ার সময়। রুমের মধ্যে একটা লাল রঙের সার্কেল রয়েছে। যেটার মধ্যে প্রবেশ করলেই গোলেমগুলো এলেক্সকে আক্রমন করে। কিন্তু এটার বাইরে এলেক্স বের হলে গোলেম গুলো আর আক্রমন করে না। এলেক্স আপাতোতো রেড সার্কেলের বাইরে দাড়িয়ে হাফাচ্ছে হাটুতে ভর করে। সে দাড়িয়ে আছে। এমন অবস্থায় মৃত্যুর ভয় থাকতো যে কারো চোখেই। কিন্তু এই অবস্থায় এলেক্স হাসছে। বড় তৃপ্তির হাসি তার মুখে।
-->>আমি আসলেই পাগল হয়েছি। যেখানে ভয় থাকার কথা আমার মুখে সেখানে হাসি পাচ্ছে আমার।
এলেক্সের ক্লান্তভাব কিছুটা কেটে গেলো। দুই ঘন্টার মতো সময় তার পার হয়েছে এই ডানজ্যানের মধ্যে। কিন্তু এই সময়ে সে অনেক শক্তিশালী হয়েছে। লেভেল ২১ এ উঠেছে এলেক্স। তার সব স্ট্যাটাসও অনেক বৃদ্ধি পেয়েছে।
-->>খারাপ না আমার লেভেল বৃদ্ধির জন্য এটা অনেক ভালো একটা জায়গা।(এলেক্স)
এলেক্স জোরে বলে উঠলো কথাটা। তার লেভেল অনেকটা বৃদ্ধি পেয়েছে। সোজা ১৫ থেকে সে ২১ এ পৌছে গেছে। এই সুযোগ সে হাতছাড়া করতে চাই না। কারন যত গোলেম সে হত্যা করবে ততই সে লেভেল বারাতে বারবে। ২০ লেভেলে উঠার কারনে সে একটা পুরস্কার পেয়েছে। যেটার জন্যই সে অপেক্ষা করছিলো।
-->>স্ট্যাটাস অপশন।
এলেক্স জোরে তার স্ট্যাটাস অপশন দেখার জন্য সেটার নাম বলে উঠলো। সাথে সাথে তার সামনে একটা প্রজেকশন তৈরী হলো। যেটার তার স্ট্যাটাসকে নির্দেশ করছিলো।
স্ট্যাটাসঃ
লেভেল:২১
স্ট্রেন্থ(Strength) : ৩০
ভাইটালিটি(Vitality) : ১৬
এজিলিটি(Agility) : ৩৩
স্টেম্যানা(Stamena) : ২৫
ইন্টেলিজেন্স(Intelligence) : ৩৫
লাক্(Luck) : ১২
স্ট্যাট পয়েন্ট: ২০
এলেক্স তার স্ট্যাটাস অপশনে দেখলে। স্ট্যাট পয়েন্ট অপশনের জন্য সে অনেক অপেক্ষা করছিলো। যেহেতু তার তৈরীকৃত গেমের মতোই তার জীবন হচ্ছে তাই এটার কাজ কি সেটা সে জানে। স্ট্যাট পয়েন্ট মূলত এমন পয়েন্ট যেটা বাকি স্ট্যাটাসে যুক্ত করা যায়। যেমন ১০ পয়েন্ট যদি স্ট্যাটে থাকে, তাহলে সেটা এজিলিটি, ভাইটালিটি কিংবা অন্য যেকোনো স্ট্যাটে ব্যবহার করা যাবে। কোনো ট্রেনিং কিংবা লেভেল আপ ছাড়ায় এই পদ্ধতিতে যেকোনো স্ট্যাটাস বৃদ্ধি করা যায়।
এলেক্স এখনো সিওর না যে এটা কাজ করবে কিনা। কারন এটা অনেকটা চিটিং এর মতো কাজ করবে। কোনো ট্রেনিং ছাড়া একা একা হাটার স্পিড বারবে না কখনো। কিন্তু এই পদ্ধতিতে কোনো ট্রেনিং ছাড়াই সেটা বৃদ্ধি করা যাবে।
এলেক্স সময় নষ্ট করলো না। সে জানে তাকে কি করতে হবে। পয়েন্ট গুলো অন্যন্যা স্ট্যাটাসে তাকে ব্যবহার করতে হবে। তাই সে তার ২০ স্ট্যাট পয়েন্টের ১০ তার এজিলিটির তে বৃদ্ধি করলো, ৫ ভাইটালিটিতে এবং সর্বশেষ পাঁচ তার স্ট্রেন্থে বৃদ্ধি করলো।
স্ট্যাটাস অপশনঃ
লেভেল:২১
স্ট্রেন্থ(Strength) : ৩৫
ভাইটালিটি(Vitality) : ২১
এজিলিটি(Agility) : ৪৩
স্টেম্যানা(Stamena) : ২৫
ইন্টেলিজেন্স(Intelligence) : ৩৫
লাক্(Luck) : ১২
স্ট্যাট পয়েন্ট: ০০
এলেক্স তার নতুন স্ট্যাটাসে তাকালো। সে জানে না এটা আদৌও কাজ করবে কিনা। কিন্তু তার শরীরে একরকম চুলকানি সে অনুভব করতে পারছিলো। এরকম মনে হচ্ছিলো তার হাড়ের ভিতর দিয়ে কিছু হাটছিলো৷
-->>যাক মনে হচ্ছে এটা কাজ করছে। যতদূর আমার মনে পরে, একটা লেভেল আপের জন্য মাত্র ৫ স্ট্যাট পয়েন্ট আমি পাবো। তাই আমাকে এটা সঠিক ভাবে ব্যবহার করতে হবে। আপাতোতো আমার এজিলিটির অনেক প্রয়োজন। কারন গোলেমের দুর্বল অংশ আমি বের করতে পেরেছি।
এলেক্স এতোক্ষন বিশ্রাম নিচ্ছিলো। তার আম্মার তৈরী একটা পিলও সে খেয়ে নিয়েছে, যেটা তার এনার্জি সংগ্রহে সাহায্য করছিলো। অনেকটা এনার্জি সংগ্রহ শেষ হওয়ার পরে সে রেড সার্কেলের মধ্যে প্রবেশ করলো।
-->>ঠিক আছে গোলেম তাহলে রাউন্ড থ্রি হয়ে যাক।
* *
To Be Continue
* *
ভুলত্রুটি থাকতে পারে। সেটা একটু তুলে ধরবেন। আর সময়ের অভাবে ছোট হয়েছে পর্ব। বড় করতে হলে একদিন গ্যাপ দিতে হবে আপাতোতো। তারপরও কেমন হয়েছে জানাবেন।