[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ১৯
।
।
(ডিমনিক ফরেস্ট)
অনেক রাত হয়েছে। অন্ধকারের মধ্যে চেইনের টিম আগাচ্ছে সামনে। এবা এবং মাইরা দুজনে লাইট ম্যাজিক ব্যবহার করতে পারায় যাতায়াত অনেকটা সহজ হয়ে গিয়েছে তাদের জন্য। দুজনেই মাথার উপরে দুই হাত মুঠোর সমান দুটো বলের মতো তৈরী করেছে। বল দুটোর মধ্যে লাইট এট্রিবিউটের মানা প্রবেশের ফলে সেটা একদম সূর্যের আলোর মতো উজ্জ্বল ভাবে জ্বলতে শুরু করেছে। দুজনকে এটা খুব সাবধানে নিয়ন্ত্রন করতে হচ্ছে। লাইট ম্যাজিক খুব সাধারন। এই এট্রিবিউটকে কেউ তেমন গুরুত্ব দেই না। কারন এটা আক্রমনে তেমন ব্যবহার হয় না। কিছু এক্সপার্টই শুধু ভালো করে ব্যবহার করতে পারে। পুরো টিম অনেকক্ষন হলো হাটছে। এতোক্ষনে মধ্যরাত হয়ে গিয়েছে। তাই চেইন কিছুটা থামলো,
-->>আমরা অনেকটা পথ এগিয়েছি। ক্যাম্প করার জন্য এটা অনেক ভালো একটা জায়গা। এবা এবং মাইরা তোমাদের অনেক এনার্জি শেষ হয়েছে। তোমরা ক্যাম্প তৈরী পরে রেস্ট নিয়ে নাও। আমরা আবার কালকে আমাদের যাত্রা শুরু করবো।
টিম লিডারের বলার সাথে সাথে হাফিয়ে যাওয়া ডুফেস এবং জেয়াব বসে পরলো মাটিতেই।
-->>যাক তাহলে শেষ মেষ আমাদের লিডার আমাদের উপরে একটু দয়ালু হলো।(জেয়াব হাফ ছাড়তে ছাড়তে বলতে লাগলো)
-->>আমার তো জ্ঞানই বের হয়ে যাচ্ছিলো। একটু রেস্ট আমার দরকারই।(ডুফেস অনেকটা ক্লান্ত হয়ে বলতে লাগলো)
মাইরা এবং এবা দুজনেই অনেক ক্লান্ত। অনেকটা মানা এনার্জি শেষ হওয়ায় নিজেদের স্ট্যামেনাও শেষের দিকে। তাদের পা তাদের বিশ্রাম করতে বলছিলো, কিন্তু সেটা তারা করছে না। ক্যাম্প তৈরী পর্যন্ত তাদের আরেকটু অপেক্ষা করতে হবে। অন্যদিকে চেইন এবং মিও একদম স্বাভাবিকই আছে। লুবাও মনে মনে কিছুটা হাফাচ্ছে। সে একবার সবার দিকে তাকালো। তার মনে চিন্তা আসতে শুরু করলো,
"বুঝতে পারছি না কোথায় এসে পরলাম। আমার থেকে আমার জুনিয়রদের ক্ষমতায় বেশী মনে হচ্ছে। এবা এবং মাইরা সেই কখন থেকে তাদের স্পেল ব্যবহার করেই যাচ্ছে। তাদের শরীরে তো তাহলে আমার থেকেও বেশী মানা এনার্জি রয়েছে। সেই বিকাল থেকে একটানা হাটছি আমরা। মাঝে কোনো বিশ্রাম নেই। তারপরও তিনজন শুধু স্বাভাবিক আছে। চেইন তো শক্তিশালী ও স্বাভাবিক থাকাটা তেমন আশ্চর্যের ব্যাপার না। মিও কে আমি চিনি না। তবে ওর চারপাশের এনার্জি দেখে মনে হয় অনেক শক্তিশালী হবে। কিন্তু একটা জিনিস আমি মানতে পারছি না। এলেক্স কিভাবে এখনো স্বাভাবিক আছে? আমাদের তো বেশী পরিশ্রমের জন্য নিজেদের কোরের এনার্জি ব্যবহার করতে হয়। কিন্তু এলেক্স তো শুধু ডার্ক এট্রিবিউট আনলক করেছে। তার কোরে কি এতো এনার্জি রয়েছে? না এটা ভাবলে হবে না। আমি আমার জুনিয়রদের পিছনে পরে থাকতে চাই না। চেইন বলেছে এই টেস্টের মাধ্যমে আমিও অনেক শক্তিশালী হতে পারবো। অন্তত তৃতীয় গ্রেডে তো পৌছাতে পারবো।"
লুবার চিন্তা শেষ হতে হতে চেইন এবং এলেক্সের ক্যাম্প তৈরী করা শেষ। চেইন নিজেও এলেক্সের স্ট্যামেনা দেখে অবাক। সে মনে মনে ভাবতে লাগলো,
"এটা আসলেই দুঃখজনক। এলেক্স যদি অউরা এনার্জি ইউজার হতো তাহলে টাওয়ারে অনেক কিছু করতে পারতো। তিন এনার্জি ইউজারদের মধ্যে সবচেয়ে বেশী স্ট্যামেনা অউরা ইউজারদের থাকে। হয়তো ডুফেস এবং জেয়াব এখনো বিগেনার বলে এই ট্রেনিং এর সাথে খাপ খাওয়াতে পারছে না। তবে আমি এলেক্সের বিষয় এড়াতে পারছি না। একজন মানা ইউজার অনুযায়ী ওর এনার্জি একটু বেশীই। হয়তো অন্য কোনো এট্রিবিউট আনলক করার লক্ষন এটা।"
চেইন অনেক কিছু ভাবতে লাগলো। তবে তার ভাবনা শেষ হলো কারন ক্যাম্প তৈরী শেষ হওয়ার সাথে সাথেই সবাই ঘুমাতে চলে গেছে। রাতের হালকা খাবার সবাই হাটতে হাটতেই শেষ করেছে। তাই খাবারের চিন্তা কারো নেই। চেইনও শেষ একটা হাই ফেললো মুখ দিয়ে। এবং তারপর নিজের তাবুর ভিতরে ঢুকে পরলো।
* * *
(এলেক্স রূপে)
সবাই যার যার তাবুতে প্রবেশ করেছে। আমিও সবার মতই ঢুকলাম। সাব-জব পাওয়ার পরে আমি কোনো বিস্ট হত্যার সুযোগ পাই নি। যেটা আমার লেভেলকে বারাচ্ছে না। আমি এখনো লেভেল ১৫ তে আছি। কিভাবে ২০ এ উঠবো সেটা বুঝতে পারছি না। যেহেতু আমার করা প্রোগ্রাম আমার উপরেই কাজ করছে তাই আমি আপাতোতো বলতে পারছি আমাকে অপেক্ষা করতে হবে।
"টুং টুং"
হঠাৎ একটা আওয়াজে আমার মনোযোগ চলে আসলো আমার হাতের রিং থেকে তৈরী হওয়া প্রজেকশন থেকে। এবার কোনো শব্দ শোনা গেলো না। একটা ছোট লেখা আমার সামনে ভেসে উঠলো।
মিশনঃ জব-ক্লাস
ডিটেইলসঃ ধন্যবাদ একটা জব বেছে নেওয়ার জন্য। আপনার জবের সাথে আপনার ক্ষমতা দেখার জন্য একটা সাধারন মিশন তৈরী হয়েছে। ছোট একটা ডানজ্যান তৈরী হবে। আপনি সেটা ক্লিয়ার করতে পারবেন।
অবজেকটিভঃ ক্লিয়ার দ্যা ডানজ্যান।
পুরস্কারঃ মার্কেট অপশন চালু হবে আপনার জন্য।
আমি কিছুক্ষন তাকিয়ে রইলাম স্ক্রিনের দিকে।
-->>ওয়েল এটা আমার প্রোগ্রামে ছিলো না।(আমি)
আমি অবাক, কৌতুহল দুটোই হলাম। আমি এতোদিন শুধু ভেবেছি আমার প্রোগ্রামই শুধু আমার সাথে কাজ করছে। কিন্তু এরকম মোটেও হচ্ছে না। চিফ অফিসার নিজে মার্কেট নিয়ে কাজ করেছিলো নাইটমেয়ার গেমে। তাই আমি তেমন ধরতে পারছি না কি হচ্ছে। আমার সামনে একটা অপশন আসলো আবারো স্ক্রিনে।
"আপনি কি বেছে নিবেন নাকি বাতিল করবেন"
যদিও আমি অবাক ছিলাম তারপরও আমি আমার ভাবনায় বেশী গুরুত্ব দিলাম না। এতো ভেবে আর কি হবে। যত কিছু হয়েছে এরপরে লজিক বের করাটা আসলেই বেমামান। আমি বেছে নিলাম। সাথে সাথে আমার সামনে একটা কালো গেইটের মতো তৈরী হলো। যেটা আমাকে ভিতরে টেনে নিয়ে গেলো। আমাকে কিছুই করতে হলো না। ব্লাক হোল যেমনটা সবকিছু তার ভিতরে টেনে নিয়ে যায়, ঠিক তেমনি আমাকেও এই গেইট ভিতরে নিয়ে গেলো। চোখটা শুধু আমি বন্ধ করেছিলাম মাত্র এক পলক সময়ের জন্য।
চোখ খোলার সাথে সাথে আমি নিজেকে একটা আলাদা জায়গায় পেলাম। একটা রুমের মধ্যে। যেটাকে আসলেই একটা ডানজ্যান বলা যায়। ডানজ্যান মূলত মাটির নিজে তৈরী হয় মনস্টার কিংবা আসামীদের বন্ধি করার জন্য। এর পূর্বে ডানজ্যানে প্রবেশের ফলে আমার চিনতে সমস্যা হলো না যে এটাও একটা ডানজ্যান। একটা প্রাসাদের বড় রুমের মতোই দেখতে প্রতিটা ডানজ্যান রুম। কিন্তু ভিতরে অনেক পুরাতন অক্ষর এবং মনস্টারদের চিত্র অঙ্কিত থাকে। এটাই ঠিক সেরকম। আমি রুমের দিকে বেশী নজর দিলাম না। কারন সেটার সময় আমার নেই।
সামনে দশটা গোলেম রয়েছে। মাটির তৈরী গোলেম। এক একটার উচ্চতা ছয় ফুটের সমান। দেহ তাদের অনেক বড়। গোলেম সাধারন অনেক ধীর গতির হয়। এরা নিজেদের স্ট্রেন্থ দিয়ে তাদের প্রতিপক্ষকে হামলা করে। গোলেমের শরীরের শক্তি কোনো মজার জিনিস নই। আমি এর পূর্বে কখনো কোনো গোলেমকে হত্যা করি নি। কিন্তু শুধু শুনেছি যে এক হাজার ইন্ডিয়ান একটা টিমের সবাই শুধু একটা গোলেমের হাতেই মারা গিয়েছিলো।
গোলেম গুলোকে দেখেই আমার কেনো জানি পৃথিবীর কথা মনে পরে গেলো। কিন্তু এখন সে সময় নেই।
-->>"ইনফো"
আমি আমার স্কিল "ইনফো" ব্যবহার করলাম। এটা পূর্বে ব্যবহার করেনি আমি। তবে এটা ভালো একটা সময়। এর কোনো কুলডাউন সময় নেই। আমি গোলেম গুলোর দিকে তাকালাম এবার। দশটা আর্থ গোলেম এর মাথার উপরে আমি সংখ্যা দেখতে পাচ্ছিলাম। সবার লেভেল ১০।
-->>মনে হচ্ছে আমার এসাসিন সবা-জব এর ক্ষমতা পরীক্ষা করার জন্য ভালো একটা সুযোগ পেয়েছি। কিন্তু গেমের মতো যদি আমাকে এক্সপি পয়েন্টও দিতো এদের হত্যা করায়। তাহলে অনেক ভালো হতো।
আমার পিঠের ব্যাগ আমি এখনো খুলি নি। তাই পিঠেই আছে। সেখান থেকে ছোট ড্যাগারটা বের করলাম। ড্যাগার বললে ভুল হবে এটা এখন আমার জন্য একটা লং সোর্ডই। আমি সেটা হাতে নিয়ে ঝাপিয়ে পরলাম গোলেমের দিকে।
* *
আর্থ গোলেমের সাধারনত ফায়ার ম্যাজিকে কিছুই হয় না। এয়ার কিংবা লাইটনিংও তেমন কাজ করে না। আর্থ গোলেমের একটা দুর্বলতা। সেটা হলো ওয়াটার ম্যাজিক। এলেক্স নিজে ওয়াটার এট্রিবিউটর না। তাই সে জানে এটা সহজ হবে না। একটা গোলেমের লেভেল ১০ কিন্তু এলেক্সের ১৫। লেভেলের পার্থক্য থাকলেও প্রতিটা গোলেমের লাইফ এবং আক্রমনের ক্ষমতা একটু বেশী। এলেক্স যদি একটা আঘাত খায় গোলেমের থেকে তাহলে অনেক গুরুতর আহত হবে। এমনকি মৃত্যুও হতে পারে। গোলেমের প্রতিটা আঘাতে ফ্লোর ভেঙে গুড়ো গুড়ো হয়ে যাচ্ছে। সাধারন অবস্থায় এলেক্স এতোক্ষনে ফ্লোরে পরে থাকতো। তবে সে যেহেতু এসাসিন জব নিয়েছে তাই তার এজিলিটি ডাবল হয়েছে।
-->>এজিলিটি আসলেই কাজ করছে ঠিক মতো। আমার স্পিড পূর্বের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। এটাই তো চাচ্ছিলাম।
এলেক্স জোরে বলে উঠলো। যদিও তার এজিলির জন্য অনেকটা খুশি। কিন্তু এলেক্সের একটা আঘাতও কোনো কাজ করছিলো না দেখে অনেকটা বিরক্ত হচ্ছিলো সে। প্রতিটা আর্থ গোলেমের শরীর লোহার মত শক্ত। যেটা তার সোর্ডকে বাকা করে ফেলেছে।
এলেক্স এজিলিটির সাহায্যে শুধু গোলেমের আক্রমন থেকে সরেই যাচ্ছে। গোলেমের শরীর বড় এবং ভারী হওয়ায় তারা অনেক স্লো। কিন্তু সমস্যা এখানে একটা গোলেম নয়, বরং দশটা গোলেম। দশজন একসাথে আক্রমন করলে বোঝা কষ্ট কোথায় যাবে এলেক্স। তাই জিনিসটা বিরক্তকর হয়ে যাচ্ছিলো। এলেক্স তার স্কিলের ক্ষমতা দেখতে চাচ্ছিলো।
-->>"স্ক্যালেটন আর্মি"
এলেক্স তার স্ক্যালেটন আর্মি স্কিল ব্যবহার করলো। তার স্কিল এবং স্পেল দুটো একরকমই। শুধু নামে পার্থক্য। দুটো ব্যবহারে এনার্জির প্রয়োজন হয়। এখনো তার ইনফো স্কিল এখনো একটিভ রয়েছে।
"স্ক্যালেটন আর্মি" স্কিল একটিভ করার ফলে মাটিতে দশটা কালো ছায়ার মতো তৈরী হলো। যেখান থেকে দশটা কঙ্কাল সেনা বের হয়ে গেলো। তারা প্রতিজনই ইঁদুরের মতো দেখতে। শুধু পার্থক্য তারা ইঁদুরের কঙ্কাল শুধু। এলেক্সের কোনো আদেশ দিতে হলো না। তারা এক সাথে সবাই দশটা গোলেমের উপরে হামলা করতে লাগলো। এলেক্সের ইনফো স্কিলে তাদের লেভেলও ১০ দেখাচ্ছে। সে মোটামোটি একটা ছোট লড়াই দেখার জন্য অপেক্ষা করছিলো। কিন্তু গোলেম গুলো এতো শক্তিশালী যে তারা এক আঘাতেই এলেক্সের সব গুলো কঙ্কাল সেনাকে ভেঙে গুড়ো গুড়ো করে দিয়েছে। এলেক্সের সামনে শুধু সাদা পাউডার পরে রইলো।
-->>লুকোচুরি খেলা অনেক হয়েছে। এখন আর না। "ডার্ক ফ্লেইম"
ডার্ক ফায়ার এলেক্সের একটা স্কিল। তবে সে নতুন একটা স্পেল আবিষ্কার করেছে। যেটার নাম দিয়েছে "ডার্ক ফ্লেইম" অনেক কষ্টের পরিফল এটা তার। কিন্তু আর্থ গোলেমের উপরে তার "ডার্ক ফ্লেইম" স্পেলও কাজ করলো না। মুখে একটা হাসি ফুটে উঠলো তার। এবং এই সময়ে,
-->>"গ্লাটোনি"
অনেকদিনের ক্ষুদাকে এলেক্স মিটিয়ে নিলো। পুরো দশটা আর্থ গোলেমকে সে এবজোর্ব করে নিলো। এলেক্স একটা বিজয়ী হাসি দিলো। কারন তার এক্সপি বৃদ্ধি পেয়েছে এবং সে লেভেল ১৮ তে পৌছে গেছে। কিন্তু তখনি ডানজ্যানের মধ্যে আবারো দশটা গোলেম তৈরী হলো ফ্লোরের মধ্য থেকে। এলেক্সের ইনফো স্ক্রিনে সে দেখতে পেলো এগুলো ১২ লেভেলের। তার মুখে একটা শব্দই ভেসে উঠলো,
-->>হোয়াট দ্যা ***। আরো দশটা গোলেম।
* *
To Be Continue
* *
কোথাও ভুল হলে কমেন্টে জানাবেন।