[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৩৭
।
।
(ডিমনিক ফরেস্ট)
সবাই নিজেদের তাবুর মধ্যে ঘুমাতে ব্যস্ত। শুধু এলেক্স এবং এলিন বাইরে দাড়িয়ে একে অপরের সাথে কথা বলছে। কেউ হয়তো আশা করবে না যে বরফের মতো কোল্ড এলিন অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারে। অবশ্য এই পরিস্থিতি ডুফেস দেখলে হয়তো পাগল হয়ে যেতো। থাক আপাতোতো এই আলাপে না গিয়ে মেইন কথায় আসা যাক।
এলেক্স তার ম্যাজিকাল আইটেমের থেকে কোনো তথ্যই জানতে পারে নি। এক হিসাবে সেটা কোনো কাজেরই না তথ্যের জন্য। তাই সে জানতো তাকে অন্য আইটেমের সাহায্য নিতে হবে। আর তার কাছে সুযোগ হেটে হেটে চলে এসেছে। এলিন যার কাছেও বিলজবাব এর ম্যাজিকাল আইটেম রয়েছে সে এলেক্সের সামনে দাড়িয়ে রয়েছে। পূর্বে এলেক্স অনেক কিছু জানতে চেয়েছিলো কিন্তু পারে নি। তবে আজ কিছুটা হলেও তাকে জানতে হবে।
-->>আপনি যে চাবির কথা বললেন সেটা কি একটু বিস্তারিত ভাবে বলবেন?(এলেক্স)
এলেক্স যদিও কিছুটা বুঝতে পেরেছে। এই চাবির বিষয়টা। তারপরও পুরো সিওর হওয়ার জন্য জিজ্ঞেস করে নিলো। এলেক্স যতদূর জানে চাবি তাদেরকে বলা হয় যেসব ম্যাজিকাল আইটেম বিলজবাব নিজে ব্যবহার করেছে। এরকম কতটা আইটেম রয়েছে এটা সম্পর্কে এলেক্স কিছু জানে না। তবে নিশ্চয়ই সেটা এলিন দিতে পারবে।
-->>টাওয়ার অফ গ্লাটোনির মধ্যে অসংখ্যক ম্যাজিকাল আইটেম রয়েছে। অনেকগুলো তো এতো শক্তিশালী যে তা দিয়ে একটা কিংডম অনায়াসেই ধ্বংস করা সম্ভব। তবে চাবি সব ম্যাজিকাল আইটেমের থেকে আলাদা। কারন সেটা টাওয়ার মালিকের পারশোনাল ব্যবহারযোগ্য ম্যাজিকাল আইটেম। আর তাদের মধ্যে অনেক গোপনীয় বিষয় রয়েছে। টাওয়ারের মধ্যে মোট চারটা চাবি পাওয়া গিয়েছিলো, তবে তোমারটার মাধ্যমে পঞ্চম চাবির দেখা পাওয়া গিয়েছে। যার কারনে আমার মতো বাকি সবাইও তোমার জীবনের জন্য আসবে। শুধু তোমার না বরং আমার জীবনের জন্যও আসবে এখন তারা।(এলিন)
এলিনের কথায় এলেক্স মোটামুটি বুঝতে পারলো। সে এসব ইনফো অনেক পূর্বেই জানতে পারতো যদি না তার রিং এর মধ্যকার জিডুরীর স্মৃতি সিল না থাকতো। যায়হোক এই ইনফরমেশন অনেকটা কাজে দিলো আপাতোতো সময়ের জন্য তাকে।
-->>যেহেতু আমার কাছে একটা আছে তাই আমি জানি এটার এক মালিক ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে আপনি কিংবা বাকি তিনজন এটা দিয়ে কি করবে?(এলেক্স)
এলেক্স বিষয়টা তার রিং কে ভালো করে পর্যবেক্ষন করে বুঝতে পেরেছে। যেহেতু সেটা সে কিংবা অন্য কেউই বের করতে পারবে না তার হাত থেকে, এর মানে এই ম্যাজিকাল আইটেম অন্য কোনো মালিক বেছে নিবে না। একটা প্রশ্ন এলেক্সের মাথায় এসে বাসা বাধলো।
-->>চাবি গুলো একত্র হলে কি কিছু একটা হবে?
এলেক্সের এই প্রশ্ন অনেকটা আগ্রহের ছিলো। সে এলিনের ভিতরে আর কিছু না দেখলেও রিং টার জন্য লোভ দেখতে পেয়েছিলো। যেটার জন্য এলিন তাকে হত্যা করতেও পারতো। তবে কোনো কারনে হয়তো সেটা থেকে আপাতোতো বিরত আছে সে। এলেক্স ইনফো স্কিল ব্যবহার করলো। এলিনের মাথার উপরের লেভেল এখনো প্রশ্নবোধক রয়েছে। যার অর্থ একটায় এলিন মোটেও দুর্বল নয়।
এলিন ও যে এলেক্সের মতো তার ক্ষমতা গোপন রাখছে তাতে কোনো সন্দেহ নেই। এলেক্স আপাতোতো তার টিমের তিনজন সদস্যের লেভেল দেখতে পাচ্ছে না। চেইন, মিও এবং এলিন। চল্লিশ লেভেলে উঠার পর সে লুবার লেভেল ঠিকই দেখতে পাচ্ছে যে পঞ্চাশে রয়েছে। তবে এই তিনজনের শক্তি সম্পর্কে এলেক্সের মোটামুটি কোনো ধারনায় নেই। তিনজনই তাদের আসল ক্ষমতাকে দেখায় নি এখন।
এলিন এলেক্সের প্রশ্নে চুপ ছিলো বেশ কিছুক্ষন। সে উত্তর খুজতে ছিলো। কি বলবে ছেলেটাকে। সে সিদ্ধান্ত নিয়েছে কাছে থেকে এলেক্সকে ফলো করার। কিন্তু সব তথ্য তো পূর্বেই দিয়ে দিতে পারে না। যদি পরে এলিন নিজের সিদ্ধান্ত বদলে ফেলে তখন কি হবে?
"ওয়েল আমার মনে হয় কিছুটা বললে কোনো সমস্যা হবে না।"(এলিন ভাবলো)
এলিন তার মুখ খুললো আকাশের দিকে তাকিয়ে।
-->>পাঁচ চাবি একত্র হলে টাওয়ারের মূল মালিক জীবিত হবে।(এলিন)
এলিন আর কোনো কথা বললো না। সেখান থেকে সে চলে গেলো নিজের তাবুতে এলেক্সকে সাবধানে থাকতে বলে। শুধু এখনই না বরং টেস্ট শেষ হলে ক্যাপিটালে প্রবেশ করলেও তাদের জীবনের ভয় রয়েছে। আর সেটার জন্যই মূলত এলিন এসেছিলো এলেক্সের কাছে সতর্ক করতে। এলেক্স এ বিষয়ে একটু মনোযোগ দিলো। পূূবে সে গুরুত্বপূর্ণ কিছু শুনলে বা মনে করলে সেটা নিয়ে বেশীক্ষন চিন্তা করতো না। তবে এটা সম্পূর্ন ভিন্ন একটা তথ্য।
"তাহলে পাঁচ ম্যাজিকাল আইটেম একত্র হলে বিলজবাব আবার জীবিত হবে।"
এটা যদিও বিলজবাব এর নিজে কাজ করা লোকদের জন্য অনেক বড় সুখবর হবে। কিন্তু এলেক্সের জন্য মোটেও ভালো সংবাদ নয়। যদি বিলজবাবের জন্ম হয় আবারে তাহলে নিশ্চয় এলেক্সের ক্ষমতা আর এলেক্স ব্যবহার করতে পারবে না। কারন সব কিছুর আসল মালিক বিলজবাব নিজেই। যদি সে জীবিত হয় তাহলে এলেক্সের সকল ক্ষমতাও তার কাছে চলে যাবে।
এলেক্স কিছুটা হলেও এই টাওয়ারের উদ্দেশ্য বুঝতে পেরেছে। তারপরও তাকে সিওর হতে হলে আরো উত্তরের প্রয়োজন। এলেক্স তার তাবুর মধ্যে প্রবেশ করতে চেয়েছিলো তবে সে আর প্রবেশ করলো না। বরং তাদের ক্যাম্প ছেড়ে সে আবারো দ্বিতীয় জোনের দিকে পা বারালো। মূলত তারা তৃতীয় জোনের প্রথম দিকে এসেই ক্যাম্প তৈরী করেছিলো তাই মাত্র কয়েক মিটারের দূরত্ব তাদের এবং দ্বিতীয় জোনের মধ্যে। এলেক্সের লেভেল বৃদ্ধি করার অনেক গুলো কারন আছে তবে,
"মনে হচ্ছে আরেকটা কারন যোগ হয়ে গেলো। আমাকে শীঘ্রই শক্তিশালী হতে হবে।"(এলেক্স ভাবছে)
এলেক্স আবারো দ্বিতীয় জোনের দিকে পা বারালো। তার টিম দ্বিতীয় জোনের শেষের দিকে অনেক শক্তিশালী ডিমনিক বিস্টকে এরিয়ে তৃতীয় জোনে প্রবেশ করেছে। তাদের সন্দেহ ছিলো সেখানে কয়েকটা হাইব্রিড রয়েছে, তাই কোনো ফাইটে তারা জরায় নি। তবে এলেক্সের জন্য এটা ভালো সুযোগ। সে বুঝতে পারছে তার সামনে কি রকম বিপদ অপেক্ষা করছে।
এলিনের কথামতো একজন শক্তিশালী ব্যক্তি যে টাওয়ার থেকে তাদের দুজনের জন্য আসছে। এলেক্সের পূর্বের ওয়ার্ল্ডের টাওয়ারে সবাই মাত্র টেস্ট গ্রাউন্ড থেকে প্রথম ফ্লোরেই প্রবেশ করার সুযোগ পেয়েছিলো। তাই এলেক্স টাওয়ারের মানুষের সর্বোচ্চ ক্ষমতার উদাহরন জানে না। যেহেতু এই টাওয়ার এক হাজার বছরের উপরে রয়েছে এই ওয়ার্ল্ডে তার মানে ভিতরের লোকেরা অবশ্যই অনেকটা শক্তিশালী। এলেক্স কাউকে দুর্বল ভাবতে পারবে না। আর তাছাড়া,
-->>আমি কাউকেই বিশ্বাস করতে পারবো না। আমাকে আমার শক্তির মাধ্যমেই সব কিছু অর্জন করতে হবে।(এলেক্স)
এলেক্স জানে কারো উপরে বেশী বিশ্বাস করার ফলটা কেমন। সে জীবনে অনেক বিশ্বাস ঘাতকতার স্বীকার হয়েছে। শুধু এক দুই বার নয়। গুনতে গেলে হয়তো শতবার হয়ে যাবে। তবে সবচেয়ে কষ্টদায়ক ছিলো পূর্বের টাওয়ারে তার স্ত্রীর থেকে। এলেক্স কখনো আশা করে নি যে সে এমন একটা কাজ করবে তার স্বামীর সাথে। রাগ এলেক্সের অনেক পূর্বেই থেমে গিয়েছে, তবে নিজেকে ক্ষমতাহীন মনে করাটা এলেক্সের এখনো কমছে না।
-->>আমি আর এমন পরিস্থিতিতে পরতে চাই না যেখানে দেখা ছাড়া কিছুই করার থাকবে না আমার।(এলেক্স)
টাওয়ারের সেই ডানজ্যানের মধ্যে এলেক্স অনেকটা হোপলেস হয়ে গিয়েছিলো। বিষে তিল তিল করে সে মৃত্যুর মুখে যাচ্ছিলো। ভালোবাসার মানুষটাকে অন্য একটা ছেলের সাথে চলে যাওয়ার কষ্টটা তার মনে এখনো কোনো এক জায়গায় রয়েছে। তবে সমস্ত ইমোশন হারিয়ে ফেলার কারনে আর সেটা প্রকাশ পাচ্ছে না।
এলেক্স হাটতে হাটতে প্রবেশ করলো দ্বিতীয় জোনের মধ্যে। এখানে তাকে সময় নষ্ট করলে হবে না। তাই সে অপেক্ষা না করে তার স্কিল একটিভ করলো,
"স্ক্যালেটন আর্মি"
এলেক্সের স্কিল একটিভ করার সাথে সাথে মাটি থেকে ধোয়া তৈরী হলো। আবারো পানির মতো তৈরী হলো অনেকগুলো জায়গায়। প্রতিটা থেকে এক একটা আনডেড বেরিয়ে আসলো। মোট ত্রিশটা আনডেড এলেক্স তৈরী করতে পারে আপাতোতো তার লেভেল অনুযায়ী, তবে সেটার সংখ্যা সময়ের সাথে বৃদ্ধি পাবে। উনত্রিশটা সাধারন ফক্স স্ক্যালেটন এবং একটা জেনারেল ফক্স স্ক্যালেটন এলেক্স এভাবেই ডাকছে তাদের আপাতোতো। জেনারেল স্ক্যালেটন সবার সামনে দাড়িয়ে আছে আর তাকে অনুসরন করে তার পিছনে লাইনে বাকি আনডেড গুলো দাড়িয়ে আছে। সবারই মাথা নত হয়ে আছে এলেক্সের সামনে। দেখে মনে হচ্ছে এলেক্সই তাদের কিং এবং তারা তার বিশ্বস্ত সৈন্য।
স্কিলটা অনেক কাজের। বিশেষ করে এলেক্সের মতো একজনের জন্য। কারন সে কাউকেই বিশ্বাস করে না। বাইরে থেকে তাকে যেরকমই দেখাক না কেনো। ভেতর থেকে এলেক্স এখনো মারিয়া কিংবা এলমন্ডকেও পুরোপুরি বিশ্বাস করে না। তাই তো এই আনডেড গুলো এলেক্সের জন্য একদম পারফেক্ট যারা কখনো তাদের মাস্টারের পিছনে ছুড়ি মারতে পারবে না।
"আমাকে আরো শক্তিশালী স্ক্যালেটন এর ব্যবস্থা করতে হবে।"(এলেক্স তাদের দেখে ভাবলো)
এলেক্স দাড়িয়ে সময় নষ্ট করলো না আর। সে জানে তার এজিলিটি বেশী হলেও জেনারেল স্ক্যালেটন ফক্সের কাছে সেটা কিছুই না। তাই সে জেনারেল এর উপরে উঠলো। এমনিতেও জেনারেলটা সাধারন ফক্সের তুলনায় দ্বিগুন আকারে বড় হওয়ায় অনেকটা ভয়ঙ্কর লাগতো তাকে জীবিত অবস্থায়। কিন্তু এখনে সে কম ভয়ঙ্কর নয়। এলেক্স তার উপরে উঠার পরই তার আদেশে তার সকল আনডেড চলতে লাগলো ডিমনিক বিস্ট খোজার জন্য। এলেক্স মূলত চাচ্ছে কোনো হাইব্রিডের সাথে দেখা করতে। তাতে তাকে অনেকগুলো ডিমনিক বিস্ট হত্যা করার প্রয়োজন হবে না। আর যদি সেটা শক্তিশালী হয় তাহলে তো এলেক্স চোখ বুঝেই দশ লেভেল উপরে উঠে যেতে পারবে।
আনডেড গুলো তাদের মাস্টারের আদেশে আর দেরী করলো না। জেনারেল স্ক্যালেটন ফক্স তার মাস্টারের আদেশ পাওয়ার সাথে সাথেই মাস্টারকে কাধে নিয়ে দৌড়াতে লাগলো। তার স্পিড বাকিদের থেকে অনেক বেশী। সে এতো স্পিডে দৌড়াতে শুরু করেছে যে বাকি গুলো প্রায় দেখায় যাচ্ছে না। তবে এলেক্সের সে বিষয়ে চিন্তা নেই কারন সে যে প্রান্তেই থাকুক না কেনো সে এবং তার স্ক্যালেটন গুলোর অবস্থান নিমিষেই জানা সম্ভব।
জেনারেল স্ক্যালেটন তার মাস্টারের আদেশে খুব দ্রুত অনেকটা পথ নিয়ে গেলো। এটার সাহায্যে একদিনের পথ এক ঘন্টায় অতিক্রম করা সম্ভব। হয়তো অনেকের কাছে এটার দ্রুততা বুঝতে এখন সম্ভব হয়েছে। এলেক্সের মনে হচ্ছে সে হাওয়ার সাথে বারি খাচ্ছিলো। এটার স্পিড এতোটা বেশী যে মনে হচ্ছিলো সে পরে যাবে। এলেক্স সেদিকে বেশী নজর দিলো না। তার গন্তব্য একটা জায়গা সেটা হলো ডিমনিক স্পাইডারদের জায়গায়।
* * * *
(এলেক্স চরিত্রে)
আমি টিমের বাকিদের বলতে শুনেছি ডিমনিক স্পাইডার অনেক ভয়ানক একটা ডিমনিক বিস্ট। এটা তাদের শক্তির জন্য নয় বরং তাদের সংখ্যার জন্য। একটা ডিমনিক স্পাইডার মা এক সময়ে এক শত থেকে পাঁচ শত বাচ্চা প্রসব করতে পারে, যারা প্রত্যকেই ডিমনিক স্পাইডার হয়ে থাকে। এখন যদি তাদের আসল বাসায় আক্রমন করা যায় তাহলে আমার লেভেল অনেকটা বৃদ্ধি পাবে।
আমি গ্লাটোনি ব্যবহার করি নি অনেকদিন ধরেই। এই স্কিলটা আমার একটা বদ অভ্যাস করে দিচ্ছে। এটাকে ব্যবহার না করলে আমি আমার ক্ষুধাকে কন্ট্রোলে রাখতে পারি না। এটা আমি প্রথমে সাধারন ভাবলেও ধীরে ধীরে গ্লাটোনি ব্যবহারে আমি বুঝতে পেরেছে সেটার কারন গ্লাটোনি। গ্লাটোনির অর্থই হলো ক্ষুধা। অবশ্য এটা আশা করায় উচিত। কারন স্কিলটা ইউনিভার্সের সবচেয়ে ক্ষুধার্ত ব্যাক্তিরই ছিলো। যার ইচ্ছায় ছিলো সব কিছু কনজিউম করে ফেলা।
আমার জেনারেল স্ক্যালেটন এর সাহায্যে বেশী সময় আমার লাগলো না। যতটা ভেবেছিলাম তার থেকে দ্রুত আমি পৌছাতে পেরেছি। পৃথিবীতে থাকার সময় এক দুই ঘন্টা অনেক সময় লাগলো। কিন্তু টাওয়ার আসার পর থেকে সেটা কিছু সময় মাত্র। মানুষের সময় কিভাবে পার হতে শুরু করলো তারা নিজেও জানতো না। যদিও আমার তারপরও বিরক্ত লাগতো কিন্তু এই ওয়ার্ল্ডে আসার পরে আমি বুঝলাম এখানে সময়ের কোনো মূল্যই নেই। অবশ্য সেটা বললে একদমই ভুল হবে। সময়ের মূল্য সব জায়গায় আছে। তবে মানুষ সেভাবে গুরুত্ব দেই না যেভাবে পৃথিবীর সবাই দিতো। এখানে একটা জায়গায় পৌছাতে এক থেকে দুই বছর সময়ও লাগতে পারে, যেটা অনেকেই পায়ে হেটে পার করে। পৃথিবীর মানুষ কি এতোটা ধৈর্য্যশীল। অবশ্য এক সময়ে পৃথিবীর মানুষেরাও ধৈর্য্যশীল ছিলো। তবে সময়ের সাথে আধুনিক প্রযুক্তি তৈরীর মাধ্যমে মানুষের আরাম আয়েসও বেশী বারতে থাকে। আর এটারই মূল কারন পৃথিবীর সবাই খুব অলস।
আমি বাকি বিষয় নিয়ে আর ভাবলাম না। কারন আমার সামনে ডিমনিক স্পাইডার রয়েছে। যাদের হান্ট করার মাধ্যমে আমি আমার লেভেল বৃদ্ধি করতে পারবো। এমনিতে ডিমনিক ফরেস্ট ঘন গাছপালাতে ভরা। তাই আলো সহজে দেখা যায় না। তবে আমার স্ক্যালেটন আলোর কাজ খুব সুন্দর করেই করেছে। তাদের চারিদিকে একদম কালো নয় কালোর সাথে হালকা নীল রঙের একটা ধোয়া বের হয়। যেটা রাতের সময় অনেকটা উজ্জ্বল ভাবে জ্বলে। এই আলোতে সামনে বেশ কিছুটা দেখা যায়। আর শুধু এটা নয় আমার স্ক্যালেটনটা এক সময়ে ডিমনিক ফক্স ছিলো। ফক্সরা রাতের অন্ধকারে খুব পরিস্কার দেখতে পায়। তাই আমাকে এখানে গাছপালার ভিতরে পৌছাতেও কোনো সমস্যা হয় নি।
আমি স্ক্যালেটন এর উপর থেকে নামলাম। একবার চারিদিকে তাকিয়ে রইলাম। স্ক্যালেটন থেকে সেরকম আহামরি আলো বের হচ্ছে না। তবে হালকা আলোতেও কাছের অনেকটা ভালোই দেখা যাচ্ছিলো। বেশ কিছু ডিমনিক স্পাইডার গাছের সাথে ওয়েবের মাধ্যমে তাদের বাসা কিংবা ফাদ যেটায় বলি তৈরী করেছে। আমার উপস্থিতি বুঝতে পেরে সবার নজর আমার দিকেই এসেছে। আমি আমার স্কিল গুলো একসাথে ব্যবহার করতে শুরু করলাম।
"ইনফো"
"স্ক্যালেটন আর্মি"
আমি আমার বাকি স্ক্যালেটন দের আবার পাঠিয়ে দিয়েছিলাম তাদের ঘুমে। যাতে তাদের জন্য বেশী অপেক্ষা না করতে হয়। তাই তো আবারো তাদের ডেকে নিলাম। এখানে আমার লেভেল অনেকটা বৃদ্ধি পাবে।
মুখে তৃপ্তির একটা হাসি ফুটে উঠলো আমার ঠোট থেকে। সেই সাথে আমার আনডেডদের আদেশ করলাম।
-->>লেটস ফাইট।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। ভুল ত্রুটি হলেও জানাবেন।