[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৩৮
।
।
(ডিমনিক ফরেস্ট)
একটা গাছের উপরে দুজন মাক্স পরা মেয়ে বসে আছে। দুজনের মুখেই একই রকমের ফক্সের মাক্স। রাতের অন্ধকারে তাদের নজর একটা ভয়ানক বিস্টের মতোই হয়ে আছে। দূরে তারা দুজনেই খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছে।
-->>মারফা কি মনে হচ্ছে জুনিয়র এলেক্সকে দেখে?
মারফি তার ছোট বোনকে কথাটা জিজ্ঞেস করলো। আজ বেশ কিছুদিন হলো তারা এলেক্সকে লক্ষ করছে। যদি প্রয়োজন না তারপরও তারা সুরক্ষিত রাখতে চাই এলেক্সকে। এখনো অনেক কিছু আছে যারা তারা গোপন রাখতে চাই, তাদের পরিচয় সম্পর্কে কেউ জানলে কোনো সমস্যা হবে না তেমন, তবে যদি এখন এই এলেক্সের পরিচয় সম্পর্কে কেউ জানতে পারে তাহলে এক যুগ পূর্বের সেই ঘটনা আবারো ঘঠতে পারে।
-->>মারফি আমাদের মনে হয় এখানে থাকা ঠিক হবে আর। তা নাহলে বাকিরা সন্দেহ করতে পারে। আর তাছাড়া আঙ্কেল এর ফ্যামিলার তো আছেই ওর সুরক্ষার জন্য।
মারফা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে কথাটা বললো। দূর আকাশে একটা পাখির মতো লক্ষ করা গেলো যেটা সবটা সময় এখানেই ঘুরপাক খাচ্ছে। মারফিও তার ছোট বোনের কথায় সহমত হলো। দুই বোন একই রকম দেখতে হলেও দুজনের ক্ষমতা একদমই ভিন্ন। ছোটজন ব্রেইন আর বড়জন শক্তির দিক দিয়ে ক্ষমতাশালী।
দুজনে আজকের আরো কিছুক্ষন থাকার সিদ্ধান্ত নিলো। তারপর হয়তো তার ক্যাপিটালে চলে যাবে তাদের ফুপির কাছে।
অন্যদিকে এলেক্স তার স্ক্যালেটন দের আদেশ দিলো ফাইটের জন্য। এলেক্স নিজে অলস কোনো রাজা নয় যে তার সৈন্যদের দিয়েই শুধু ওয়ার করাবে। তাই তো সে নিজেও ঝাপিয়ে পরলো। কারন এলেক্সকে নিজের ক্ষমতাগুলোও ব্যবহার করতে হবে। লেভেলের সাথে এলেক্সের প্রতিটা স্কিল বৃদ্ধি পায় তাই স্কিলে তার আগ্রহ নেই। মূলত তাকে তার স্পেল ব্যবহার করতে হবে।
"একমাত্র স্পেলই শুধু আমার লেভেলের সাথে শক্তিশালী হয় না।"
এলেক্সের স্পেল গুলো ডিপেন্ড করে তার ইন্টেলিজেন্স এর উপরে। তার স্ট্যাটে ইন্টেলিজেন্স পয়েন্ট যত বেশী হবে তার স্পেলও মারাত্মক হবে। তাছাড়াও এলেক্স যত বেশী স্পেল ব্যবহার করে তার স্পেলও শক্তিশালী হতে থাকে। সেই সাথে বেশী স্পেল ব্যবহারে ইন্টেলিজেন্স পয়েন্টও বৃদ্ধি পায়। যেটা এলেক্সের জন্য মোটামুটি অনেক ভালো ট্রেনিং।
স্ট্যাটাস এর পয়েন্টগুলো শুধু যে স্ট্যাট পয়েন্ট দিয়ে বৃদ্ধি করা যায় এমন না। প্রতিটা স্ট্যাট এর পয়েন্ট আলাদা ট্রেনিং এর মাধ্যমে বৃদ্ধি করা যায়। যেমনঃ দৌড়ের মাধ্যমে এজিলি এবং স্ট্যামানা, পুশআপ/সিটআপ/টশআপ এগুলোর মাধ্যমে স্ট্রেন্থ/ভাইটালিটি এবং স্ট্যামানা, স্পেল ব্যবহারের মাধ্যমে ইন্টেলিজেন্স বৃদ্ধি করা সম্ভব।
-->>আর যদি সব গুলো এক সাথে বৃদ্ধি করতে চাই তাহলে একটা ফাইটের থেকে আর কি হতে পারে।(এলেক্স)
ত্রিশ লেভেলের পর থেকে এলেক্স কিছুটা হলেও বুঝতে পেরেছে তার মধ্যে একটা রেসট্রিকশন ছিলো যেটা সরে গিয়েছে। রেসট্রিকশন যেটা এলেক্সের লেভেল এবং স্ট্যাটকে কন্ট্রোলে রেখেছিলো। তা নাহলে এলেক্স যখন প্রথম হাইব্রিডটা এবজোর্ব করেছিলো সেটার মাধ্যমেই তার একসাথে বিশ লেভেল উপরে উঠে যেতো।
এলেক্স তার ডান হাতে কাঠের সোর্ডটা নিলো এবং ঝাঁপিয়ে পরলো স্পাইডারগুলোর উপরে। সে তার স্ক্যালেটন গুলোকে আদেশ করলো চারদিকে ছড়িয়ে যেতে। এলেক্সের আদেশ মতো তারা চারিদিকে ছড়িয়ে পরলো এবং স্পাইডারগুলোকে হত্যা করতে লাগলো।
"ডার্কনেস"
এলেক্স তার টিমের সাথে এতোদিন কিছুই করে এমন না। যদিও বাকিদের নজরে সে কিছুই করে নি। তবে বেশ কয়েকটা স্পেল তৈরী করেছে নিজে থেকেই এলেক্স। একজন ফ্যান্টাসি গেমের প্রোগ্রামার হওয়ার সুবিধা সে পেয়েছে এখানে। যদিও স্পেল আসলে কিভাবে কাজ করে সেটা জানে না এলেক্স। তবে তার পৃথিবীতে সাইন্সের মাধ্যমে সেটাকে কিছুটা হলেও উদাহরন দেওয়া হয়েছে। আর এখানে আসার পর তার স্পেল সম্পর্কে জ্ঞান আরো বৃদ্ধি পেয়েছে।
ম্যাজিক জিনিসটায় কল্পনার। যার কল্পনা শক্তি বেশী তার ম্যাজিকও তত সুন্দর এবং শক্তিশালী। হাত দিয়ে আগুন কিংবা পানি তৈরীর জন্য সব সময়ই প্রবল কল্পনা শক্তির প্রয়োজন হয়।
"একজন ফ্যান্টাসি লাভার হিসাবে আমার কল্পনা শক্তি একটু বেশীই।" (এলেক্স ভাবছে)
এলেক্স তার স্পেল ডার্কনেস ব্যবহার করলো। এটা অনেকটা লাইট স্পেলের বিপরীত। এবা এবং মাইরাকে লাইট ম্যাজিক ব্যবহার করতে দেখে এলেক্স এটা তৈরী করেছে। স্পেল সবটায় চিন্তা শক্তির উপরে ডিপেন্ড করে। তাইতো এলেক্স নিজের এট্রিবিউটের স্পেল গুলো তৈরী করতে পারছে।
ডার্কনেস স্পেলটা ব্যবহারের সাথে সাথে সব জায়গায় অন্ধকার হয়ে গেলো। পূর্বে এমনিতেই অন্ধকার ছিলো চারপাশ। কিন্তু হঠাৎ অনেকটা জায়গা নিয়ে গোল একটা কালো ব্যারিয়ারের মতো তৈরী হলো। যেটার মধ্যে বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না। শুধু বাইরে থেকে নয়।
ভিতরেও একদম অন্ধকার হয়ে আছে। এলেক্স সহ কারো কোনো কিছু দেখার ক্ষমতা নেই এখানে। তবে এটা এলেক্সের জন্য খারাপ দিক না। তার স্ক্যালেটন গুলো ডিমনিক ফক্স, যাদের ঘ্রানের ক্ষমতা মারাত্মক। আর তাছাড়া এলেক্সের কাছে তো ইনফো স্কিল রয়েছে। যেটা সর্বদা তাকে স্পাইডারের লোকেশন দেখাচ্ছে।
"ডার্ক বল"
এলেক্স তার বাম হাত দিয়ে দূরে থাকা স্পাইডার গুলো যাদেরকে সে তার ইনফো স্কিলের মাধ্যমে দেখছে তাদেরকে ডার্ক বল দিয়ে আঘাত করছে। স্পাইডার গুলোর লেভেল কিছুটা বেশী হওয়ায় এলেক্সের দুটো ডার্ক বল লাগছে একটা স্পাইডারের জন্য। তবে চিন্তার বিষয় নেই। যতক্ষন এলেক্সের মানা এনার্জি থাকবে ততক্ষন তার স্পেলে কোনো কুলডাউন লাগবে না। যেটা স্কিলের থেকে একটা ভালো পয়েন্ট।
ইনফো স্কিল এলেক্সকে প্রতিটা ডিমনিক বিস্টের লোকেশন দিচ্ছে। এটা একটিভ করলে এলেক্সের চোখের সামনে জীবিত বস্তুর উপরে নাম এবং লেভেল দেখায়। যদিও এটার ব্যবহার শুধু নাম এবং লেভেল দেখা হলেও এলেক্স ডিমনিক বিস্ট খোজার কাজ করে এটা দিয়ে। অন্ধকারে ভালোই কাজে দেয় এটা।
এলেক্স তার কাছে থাকা স্পাইডার গুলোকে সোর্ডের সাহায্যে হত্যা করছে। এবং দূরের গুলোকে ডার্ক বলের সাহায্যে। চারপাশে অন্ধকার হওয়ার ফলে এলেক্সের দেখতে সমস্যা হচ্ছে। তারপরও এটা তার অনুভব ক্ষমতাকে অনেক বৃদ্ধি করবে। ইনফো সকল জীবিত বস্তুর নাম এবং লেভেল দিতে পারে। তাই এই ঘন বনের মধ্যে গাছপালার লোকেশন গুলোও এলেক্সের জানা হয়ে যাচ্ছে। এরফলে ডিমনিক স্পাইডার হত্যার সময় তার গাছের সাথে বারি খাওয়ার কোনে ভয় নেই।
এলেক্সের স্ক্যালেটন গুলো বেশ ভালো গনহত্যা শুরু করেছে। বিশেষ করে জেনারেল স্ক্যালেটন। তার বিশাল দেহে এতো শক্তি রয়েছে যে ত্রিশ লেভেলের স্পাইডারগুলোকে হত্যার জন্য মাত্র একটা হাতের আক্রমনই যথেষ্ঠ। যদিও বাকি স্ক্যালেটন গুলো ভালোই করছে তবে এর মধ্যে বেশ কিছু মারাও গিয়েছে স্পাইডারের হাতে। এলেক্সের সেদিকে কোনো খেয়াল নেই।
এলেক্স একের পর এক ডিমনিক স্পাইডারকে হত্যা করে যাচ্ছে। প্রতিটা স্পেল ব্যবহারে মনে হচ্ছিলো তার স্পেল শক্তিশালী হচ্ছিলো। শুধু তাই নয় প্রতিটা সোর্ডের স্লাসের ফলেও মনে হচ্ছে তার সোর্ড আরো শক্তিশালী হচ্ছে। এলেক্স কিছুটা থামলো। অন্ধকার হওয়া সত্ত্বেও সে তার কাঠের সোর্ডের দিকে তাকিয়ে রইলো। অনেক আশ্চর্যের ব্যাপার,
-->>এই সোর্ড এখনো ঠিক আছে। একটা কাঠের সোর্ড হিসাবে অনেক শক্তিশালী বলতেই হবে।
সোর্ডটা এলেক্সকে তার বাবা দিয়েছিলো। এলেক্স যদিও জানে সোর্ডটা সাধারন কাঠের তারপরও সে অবাক না হয়ে পারছে না। কারন চেইনের দেওয়া ড্যাগারের অবস্থা শেষ কয়েকটা আর্থ গোলেমের সাথে ফাইট করতে গিয়ে। আর এটা দিয়ে তো সেই প্রথম থেকেই এলেক্স ডিমনিক বিস্ট হত্যা করে আসছে।
-->>হয়তো আমি সোর্ডে এনার্জি ভালো ভাবে ব্যবহার করছি।
এলেক্স ভাবলো হয়তো সে সোর্ডে ভালোভাবে এনার্জি ব্যবহার করছে বলে এই কাঠের সোর্ড এখনো কিছুই হয় নি। তার বাবা বলেছে, "একবার সোর্ডের সাথে কানেক্টেড হতে পারলে যেকোনো জিনিসই তখন সোর্ড হয়ে যাবে"। এলেক্স সেদিন তাকিয়েই ছিলো কারন কথাটার কোনো অর্থ সে খুজে পায় নি। তবে এখন হয়তো সে বুঝতে পেরেছে কিছুটা হলেও।
এলেক্স একের পর এক ডিমনিক বিস্ট হত্যা করে যাচ্ছে আবারো। তবে তার সাথে কোনো হাইব্রিড কিংবা অন্যকিছুর দেখা হচ্ছে না দেখে সে অনেকটা বিরক্ত বোধ করলো। তাই সে আরো গভীরে যেতে লাগলো, যেখানে ডিমনিক স্পাইডারের সংখ্যাও বারতে শুরু হলো।
* * * *
মেফাস কিংডম,
ডিমনিক ফরেস্টের বাইরে ছোট একটা শহর রয়েছে। মাত্র পাঁচ থেকে সাত হাজারের মতো জনসংখ্যা এই শহরে। বাকি শহরের মতো এখানেও চারদিকদিয়ে ওয়ালকরা যাতে ডিমনিক বিস্ট আক্রমন না করতে পারে। শহরের বর্ডার অংশে ছোট একটা খাবারের দোকান রয়েছে। অনেক জনপ্রিয় দোকানটা তাদের প্রধান খাবার রাইস বল এর জন্য। যেহেতু বর্ডার অংশে তাই সব সময়ই এখানে লোক দেখা যায়। দোকানে এখনো বেশ কয়েকটা কাস্টমার রয়েছে। সবাই এক এক করে গল্প করছে এবং খাবার খাচ্ছে।
খড়ের তৈরী দোকানের ভিতরে রান্নার কাজ হয়ে থাকে। ছোট হওয়ায় বাইরে খোলা জায়গায় টেবিল এবং বেঞ্চ বসিয়ে কাস্টমারদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেক গুলো টেবিলের মধ্যে একটা টেবিলে একটা ছেলে বসে আছে। মুখে একটা মাক্স রয়েছে, সেই সাথে হলুদ রঙের চুল দেখতে অনেকটা রহস্যময় লাগছে তাকে। বসে সে খাচ্ছে তবে কোলের মধ্যে একটা কাটানাকে শক্ত করে ধরে রেখেছে। খাপ যুক্ত কাটানাকে দেখে অনেক পুরাতন মনে হচ্ছে সেই সাথে ছেলেটার পোষাকও আহামরি কিছু না। তাই তার দিকে কারো নজর নেই।
দোকানের মালিকের ছোট একটা ছেলে রয়েছে যে সাধারনত সব টেবিলে খাবার দেওয়া নেওয়া করে থাকে। মাক্স পরা ছেলেটার কাছে এসে আরো দুটো রাইস বল দিয়ে দোকানের ছেলেটা বসলো। মালিকের ছেলে জিজ্ঞেস করলো,
-->>মিস্টার আপনার নাম কি? আমার তো মনে হয় না এই শহরে আপনাকে দেখেছি, তাছাড়া আপনার চেহারা দেখেও বিদেশী মনে হচ্ছে।
দোকানের ছেলেটা জিজ্ঞেস করলো। ছেলেটা এই মাক্স পরা লোকটাকে একটা জায়গায় পরে থাকতে দেখেছিলো ক্ষুধার্ত অবস্থায়। তাই তো তাকে এখানে এনে কিছু খেতে দিয়েছে। মাক্স পরা ছেলেটা ছোট ছেলেটার উদারতা দেখে নিজের পরিচয় দিলো।
-->>আমার আশেপাশের সবাই আমাকে লুসিফার বলে।
লুসিফারের কথাটা শুনে ছোট ছেলেটা কিছুটা হেসে দিলো। এরকম নাম সে কখনো শুনে নি। আর তার কাছে নামটা মজারও মনে হলো। তাই সে না হেসে পারলো না।
-->>ও সরি মিস্টার। আসলে এরকম নাম শুনি নি কখনো তো তাই। আমার নাম এলফো।
এলফোর বয়স পাঁচ কি ছয় হবে। লুসিফার ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে রইলো। হাসিখুশি মুখ নিয়ে তাকিয়ে আছে এলফো তার দিকে। আজ সাত দিন হলো লুসিফার এই আজব জায়গায় আছে। নিজের প্রাসাদে তাকে কখনো খাবারের জন্য কষ্ট করতে হয়নি কিন্তু এখানে আসার পর তাকে সাতদিন না খেয়ে থাকতে হয়েছে। যার মূল কারন টাকা। সে এখানে কোনো টাকা নিয়ে আসে নি।
"কিং অফ প্রাইড হয়ে আমি কিভাবে চুরি করে কিংবা বিনা অর্থে খেতে পারি"
এটায় ভাবছে লুসিফার। কিন্তু খাবার দেখে তার ভাবনা আবারো বদলে গেলো। সাতদিন না খাওয়া তার মুখ আবারো দুটো রাইস বল একসাথে মুখে দিয়ে দিলো।
-->>মিস্টার আপনি কি সোর্ডসম্যান?(এলফো)
এলফো অনেক আগ্রহে তাকিয়ে ছিলো ক্ষুধার্ত পরে থাকা লুসিফারের দিকে। এটাই প্রথম কথা ছিলো এলফো এবং লুসিফারের মধ্যে। এরপরে এলফো তাকে তার দোকানে নিয়ে এসে খেতে দেয়। সাতদিন না খাওয়ার কষ্টটা লুসিফার মুহুর্তেই ভুলে গেলো। যেহেতু তার কাছে টাকা নেই তাই প্রথমে তার সম্মান তাকে খেতে বারন করছিলো কিন্তু পরক্ষনেই ক্ষুধার কাছে হার মেনে নেয় সে।
-->>মিস্টার এরকম সোর্ড তো আমি পূর্বে কখনো দেখি নি? কি নাম এটার?(এলফো)
ছোট ছেলেটা লুসিফারের সোর্ডের দিকে নজর দিলো। ছোট থেকেই একজন নাইট হওয়ার ইচ্ছা এলফোর, অবশ্য এখনো সে ছোট তাই সোর্ড ধরার অনুমতি তার নেই তবে এই বয়সে আগ্রহ থাকাটা স্বাভাবিক।
-->>ডিয়াবলো এই সোর্ডের নাম।
লুসিফার ছেলেটার আগ্রহে কথাটা বললো। ছেলেটার চোখ উজ্জ্বল হয়ে গেলো নামটা শুনে। সে সোর্ডটার দিকে তাকিয়ে রইলো। যদিও কেউ এরকম মরিচে পরা সোর্ডের দিকে তাকাবেই না তারপরও এলফোর সোর্ডের প্রতি আলাদা একটা নেশা রয়েছে। তাই সব সোর্ডের প্রতিই তার আলাদা একটা ঝোক রয়েছে।
-->>মিস্টার আপনার সোর্ডের নামটা তো অনেক কুল। আপনি তো সোর্ডসম্যান তাই না? আমাকে কি চার পাঁচটা কুল মুভ শিখাবেন? খাবারের অর্থ নিয়ে ভাবতে হবে না সেটা আমি দিয়ে দিবো। প্লিজ প্লিজ প্লিজ।(এলফো)
ছোট ছেলেটার ইচ্ছা সে নাইট হবে। সোর্ড দিয়ে সে তার পরিবারকে শত্রু এবং ডিমনিক বিস্ট থেকে রক্ষা করবে। এজন্যই খুব কম বয়সে সে সোর্ডের প্রতি অনেকটা আগ্রহী। তবে কমনার হওয়ার জন্য তাদের বেশী সুযোগ সুবিধা নেই। ছেলেটা কখনো সত্যিকারের নাইট দেখে নি। এই ছোট্ট শহরে তো বেশ কিছু বর্ডার গার্ড রয়েছে যারা ভালো করে সোর্ডই নারাতে জানে না। তাই এলফো তাদের কাছ থেকে শিখতে চেয়েও কিছু শিখতে পারে নি।
"আমি জানিই মাত্র একটা মুভ আর এই ছেলে আমার থেকে চার পাঁচটা মুভ শিখতে চাচ্ছে। কি কপাল আমার।"(লুসিফার ভাবছে)
লুসিফারের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সে উঠে পরলো টেবিল থেকে। এবং ছেলেটাকে বলতে লাগলো,
-->>ঠিক আছে এলফো, তাহলে আমি তোমাকে আমার সবথেকে ভয়ানক সোর্ড স্কিল শিখাতে যাচ্ছি মন দিয়ে শুনবে এবং দেখবে।(লুসিফার)
এলফো মনোযোগ দিয়ে তাকিয়ে রইলো লুসিফারের দিকে। সে এতোটা খুশি কখনো অনুভব করে নি। পূর্বে যাদের থেকে সে সোর্ড চালানো শিখতে গিয়েছিলো তারা তো সোর্ড উচু করতেও পারতো না ঠিকমতো। তবে এবার সেটা ভিন্ন।
"আমি একজন সত্যিকারের সোর্ডসম্যান এর থেকে শিখবো তাহলো।"(এলফো ভাবছে)
-->>আমার এই স্কিল এর নাম "কুইক ড্রো"। এটা এতোটা শক্তিশালী যে একটা পাহাড়কে কেটে দু টুকরো করে দিতে পারবে।(লুসিফার)
লুসিফার তার সোর্ডে হাত দিয়ে কথাটা অনেক গর্বের সাথে বললো। তবে তার কথা বলা মাত্র পাশের টেবিলে থাকা মানুষগুলো হাসতে শুরু করলো। তাদের হাসির কারন বুঝতে না পেরে এলফোর দিকে সে তাকালো।
-->>মিস্টার মজা করছেন আমার সাথে? আজকাল তো বাচ্চারাও খাপ থেকে সোর্ড খুব তারাতারি বের করে ফেলে তাতে কি তারা পাহাড় কেটে ফেলছে নাকি?(এলফো)
এলফোর কথাটা লুসিফারের বুকে লাগলো। সে কি বলবে বুঝতে পারলো না। সে জানেই একটা স্কিল। আর এটাকে কেউ গুরুত্ব দেই না।
-->>কিন্তু আমার স্কিলটা আসলেই অনেক স্পেশাল। এটা সাধারন না।(লুসিফার)
-->>থাক মিস্টার আমি বুঝতে পেরেছি আপনি কোন ধরনের মানুষ। আপনি এক কাজ করুন। এভাবে ফ্রিতেতো আর খাবার পাবেন না৷ আমাদের শহরে ছোট একটা হান্টার এসোসিয়েশান আছে, আপনি সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন। ছোট খাটো মিশনের মাধ্যমে খাবারের অর্থ তো ইনকাম করতে পারবেন।(এলফো)
এলফো মন খারাপ করে দোকানের ভিতরে চলে গেলো। সে তার আশা অনেক উচু করে রেখেছিলো সোর্ড টেকনিক শেখার জন্য। কিন্তু লোকটা নাকি তাকে কুইক ড্রো শিখাবে। আরে সেটা তো জন্মের পর থেকেই সবাই করতে পারে।
লুসিফার সেখান থেকে চলে আসলো মনটা খারাপ করে। তার প্রাইড এ আঘাত লাগলো অনেক বড়। সব কিছু সহ্য করতে পারলেও একটা জিনিস তার সহ্য হয় না। সেটা হলো তার সম্মানে কেউ আঘাত করলে। কিন্তু এখানে সে কি করবে?
-->>এমনিতেই এই জায়গা যুদ্ধক্ষেত্র পরিনত হতে যাচ্ছে। তারপরও ছেলেটার উপদেশ খারাপ না। আমাকে এই হান্টার এসোসিয়েশান একবার গিয়ে দেখা দরকার।(লুসিফার)
লুসিফার শহরের ভিতরে যেতে লাগলো। খাবারের দোকানের সামনেই একটা রাস্তা ছিলো যেটার পাশে ছোট একটা পাহাড়ের মতো ছিলো। রাস্তা দিয়ে হাটলে উঁচু পাহাড়কে দেখা যায়। লুসিফার এই পথ দিয়ে হাটতে ছিলো। তবে হঠাৎ একটা পাথর তার উপরে পরতে ছিলো উপর থেকে। যার জন্য সে হঠাৎ তার স্কিল "কুইক ড্রো" ব্যবহার করলো। সেটা এতো স্পিডে ছিলো যে সে যে তার খাপ থেকে সোর্ড ব্যবহার করেছে সেটা বোঝায় যাচ্ছিলো না। লুসিফার আপন মনে আবারো হেটে যেতে লাগলো। কিছুদূর চলে যাওয়ার পরে বলতে লাগলো,
-->>মনে হচ্ছে আমি আবারো আমার ক্ষমতা কন্ট্রোল করতে পারি নি।(লুসিফার)
তখনি পিছন থেকে রাস্তার পাহাড়ের চিহ্ন হারিয়ে গেলো। সবার কাছে মনে হবে ভয়ানক কোনো ব্লাস্ট হয়েছে সেখানে। কিন্তু মূলত লুসিফারের স্কিলের সাহায্যে কয়েক শত হাজার টুকরো হয়ে ছোট পাহাড়টা কেটে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে।
-->>কোনো সমস্যা হওয়ার পূর্বে আমি এখান থেকে চলে যায়।(লুসিফার)
আশে পাশে কেউ ছিলো না। আর থাকলেও কেউ প্রমান করতে পারতো না যে লুসিফার কিছু করেছে। তার স্পিড এতো বেশী ছিলো যে সাধারন চোখে মনে হতো সে স্বাভাবিক ভাবেই হেটে এসেছে। যাইহোক তার গন্তব্য এখন হান্টার এসোসিয়েশান।
* * * * *
এদিকে এলেক্স ডিমনিক বিস্ট হান্ট করতে করতে সময়ের কথা ভুলেই গিয়েছে। সে এবং তার টিমের মধ্যে এখনো অনেক লেভেলের পার্থক্য রয়েছে। ডিমনিক বিস্ট হত্যার মাধ্যমে শুধু যে এলেক্সের লেভেল বৃদ্ধি পাচ্ছে এমন না। তার টিমের সবারই লেভেল বৃদ্ধি পাচ্ছে। তার টিমে বিশেষ করে মাইরা এবং ডুফেস এর লেভেল অনেক তারাতারি বৃদ্ধি পাচ্ছে যেটা কল্পনার বাইরে। সাধারনত ডিমনিক বিস্ট হত্যা করলে এক্সপিরেন্স পাওয়া যায় বা অভিজ্ঞতা বৃদ্ধি হয়। যেটায় মূলত লেভেল নির্দেশ করে।
এলেক্সের সামনে প্রজেকশন তৈরী হয়ে আছে। যেটা তার স্ট্যাটাসকে দেখাচ্ছে। এলেক্স তার লেভেলের দিকে তাকালো। সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে।
-->>তবে এটা যথেষ্ট নয়। আমাকে আরো লেভেল গ্রিন্ড করতে হবে।(এলেক্স)
এলেক্স চারপাশে একবার তাকালো। তার "ডার্কনেস" স্পেলের সময় শেষ হয়েছে। তাই কিছুটা দেখা যাচ্ছে বেঁচে থাকা তার স্ক্যালেটন এর ধোঁয়ার আলোতে। এলেক্স হাত বারিয়ে দিলো মৃত স্পাইডারদের দিকে এবং আদেশ করলো,
-->>রাইজ মাই স্ক্যালেটন আর্মি।(এলেক্স)
এলেক্সের কথার সাথে সাথে ডিমনিক স্পাইডারের লাশ গুলোর নিচে হঠাৎ কালো পানির মতো তৈরী হলো। যেগুলোর মধ্য থেকে তাদের স্ক্যালেটন বেরিয়ে আসতে শুরু করলো। এলেক্স আবারো তার সেনার দিকে তাকালো, অনেকটা বৃদ্ধি পেয়েছে তারা।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।