[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৩৯
।
।
রাত শেষ হয়ে যাচ্ছিলো তাই এলেক্স আর হান্টিং এ সময় পার করলো না। সে তার ডাকা স্ক্যালেটন গুলোকে আবারো ঘুমাতে দিলো। শুধু জেনারেল স্ক্যালেটনকে রাখলো ক্যাম্পে পৌছানোর জন্য।
-->>এখানে একটা হাইব্রিড কিংবা বড় কোনো বিস্ট আশা করেছিলাম কিন্তু আপাতোতো মনে হচ্ছে আবারো অপেক্ষা করতে হবে।(এলেক্স)
এলেক্স কিছুটা হতাশ হলো। অন্য কোনো কিছুতে এলেক্স নজর দিলো না আর। সোজা তার জেনারেল স্ক্যালেটন এর উপরে বসলো এলেক্স। তার গন্তব্য এবার ক্যাম্পের দিকে। অনেকক্ষন হলো সে বের হয়েছে হান্টিং এর জন্য। এবার ফেরার সময়। তার স্ক্যালেটন মাস্টারের আদেশ পাওয়ার সাথে সাথে ফুল স্পিডে ক্যাম্পের দিকে দৌড়াতে লাগলো।
এলেক্সের এবার আর সমস্যা হলো না বসে থাকতে। প্রথমে অতিরিক্ত বাতাসে তার সমস্যা হচ্ছিলো স্ক্যালেটন এর উপরে বসে থাকতে তবে এখন অনেকটা নরমাল মনে হচ্ছে তার কাছে।
"স্ট্যাটাস অপশন"
এলেক্স তার স্ট্যাট দেখার জন্য তার স্ট্যাটাস অপশন চালু করলো। যেটা তার মনে চিন্তা করার সাথে সাথেই তার সামনে এসে হাজির হলো। এলেক্স আশা করেছিলো আরো কিছু লেভেল বৃদ্ধি হবে কিন্তু কিছুই করার নেই। যত লেভেল বৃদ্ধি হবে ততই লেভেল বৃদ্ধি করতে সময় লাগবে। এলেক্স তার কাজ করা গেমের ফাংশন জানে তাই তাকে এ নিয়ে বেশী ভাবতে হচ্ছে না।
""
""
নেইম: এলেক্স
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৫২
স্ট্রেন্থ : ৫০
ভাইটালিটি : ৪৮
এজিলিটি : ৬০
স্টেম্যানা : ৫৫
ইন্টেলিজেন্স : ৫২
লাক্ : ১৩
স্ট্যাট পয়েন্ট: ৮৫
""
""
এলেক্স ভেবে নিয়েছিলো এই সময়ে সে পুরো ষাট লেভেলের উপরে পৌছে যাবে তবে সময়ের অভাবের কারনে তার সে ইচ্ছা পূরন হলো না। তবে ডিমনিক বিস্ট হিসাবে এই লেভেলই তার কাছে অনেক মনে হলো।
-->>আমার তো মনে হয় না আমি অনেক স্পাইডার মেরেছি?(এলেক্স)
এলেক্স মনে করার চেষ্টা করলো। যদিও সে এতো ডিমনিক বিস্ট হত্যা করে নি তবে সে তার স্ক্যালেটন দের কথা বলতে পারছে না। তার স্ক্যালেটনদের সে খোলা ছেড়ে দিয়েছিলো যার মধ্যে বেশ কয়েকটা মারাও গিয়েছে। তাই এলেক্স ধারনা করছে একশত এর উপরে স্পাইডার শিকার করেছে সে এবং তার স্ক্যালেটন।
এলেক্স আপাতোতো তার স্ট্যাট পয়েন্টে নজর দিলো না। সেটা এখন বৃদ্ধি কোনো মানেই হয় না। তাছাড়াও তার বর্তমান স্ট্যাট খারাপ না। তাই আপাতোতো বৃদ্ধি করার কোনো মানে হয় না। এলেক্স মূলত আগ্রহ ছিলো একটা জিনিস দেখার জন্য। তাই আর সে অপেক্ষা করলো না।
"স্কিল মেনু"
সাথে সাথে এলেক্সের সব স্কিলের অপশন চলে আসলো তার সামনে প্রজেকশন আকারে। এলেক্স ভালো করে লক্ষ করে যাচ্ছে সেদিকে।
""
""
স্কিলঃ "স্ক্যালেটন আর্মি" (আপগ্রেড হবে)
এই স্কিলের মাধ্যমে হোস্ট হত্যাকৃত জীবিত বস্তুর স্ক্যালেটন ডাকতে পারবে। স্ক্যালেটন একটা আনডেড যোদ্ধা। যাদের মৃত্যুর কোনো ভয় নেই।
হোস্টের লেভেল অনুযায়ী সে স্ক্যালেটন আর্মি তৈরী করতে পারবে। আপাতোতো হোস্টের লেভেল অনুযায়ী সর্বোচ্চ বিশটা স্ক্যালেটন ডাকা সম্ভব।
শর্তঃ অবশ্যই যার উপরে ব্যবহার করা হবে তাকে হোস্টকে হত্যা করতে হবে। এটা একটা আগ্রেডাবেল স্কিল। সুতরাং হোস্ট প্রাপ্ত লেভেলে পৌছালে স্কিল আপডেট হবে।
(১-৪৯)--"স্ক্যালেটন আর্মি",
(৫০-১৪৯)--"আনডেড আর্মি",
(১৫০+)--"শ্যাডো আর্মি",
কুলডাউনঃ ৬ ঘন্টা
""
""
এলেক্স স্কিলের অপশন চাপ দেওয়ার পরই একটা নতুন মেসেজ চলে আসলো তার সামনে।
"মাস্টার কি তার স্কিল "স্ক্যালেটন আর্মি" কে আপগ্রেড করবেন?"
"হ্যা/না"
-->>ওয়েল এটার জন্যই অপেক্ষা করছিলাম আমি। আনডেড আর্মি কেমন হবে সেটা?(এলেক্স)
এলেক্স হ্যা তে ক্লিক করলো। সাথে সাথে তার সামনে আরেকটা মেসেজ চলে আসলো,
"মাস্টারের স্কিল "স্ক্যালেটন আর্মি" আপগ্রেড হচ্ছে।"
"আপগ্রেড সফল হয়েছে।"
"মাস্টার নতুন স্কিল পেয়েছেন। স্কিলের নাম "আনডেড আর্মি"। স্কিল বিবরন স্কিল মেনু তে আপগ্রেড হয়েছে।"
এলেক্স এক সাথে এতো গুলো মেসেজ লক্ষ করবে ভাবে নি। তবে এটা খুব ভালো একটা জিনিস। এলেক্স আবারো স্কিলের বিবরন লক্ষ করার জন্য স্কিল মেনু চালু করলো।
""
স্কিলঃ "আনডেড আর্মি" (আপগ্রেড হবে)
এই স্কিলের মাধ্যমে হোস্ট মৃত আনডেড ডাকতে পারবে। আনডেড মৃত যোদ্ধা। যাদের মৃত্যুর কোনো ভয় নেই।
হোস্টের লেভেল অনুযায়ী সে আনডেড আর্মি তৈরী করতে পারবে। আপাতোতো হোস্টের লেভেলে সর্বোচ্চ একশত আনডেড ডাকা সম্ভব। তবে হোস্ট চাইলে তার হত্যাকৃত যেকোনো বস্তুর সোল(আত্মা) সংগ্রহ করে রাখতে পারবে। যেগুলো দ্বারা হোস্ট পরে আনডেড তৈরী কিংবা তার আনডেডকে শক্তিশালী করতেও পারবে। হোস্ট চাইলে তার শক্তিশালী আনডেডকে একটা নাম দিয়ে তাকে স্পেশাল ক্ষমতার অধিকারী করতে পারবে। তবে সেটার জন্য অবশ্যই আনডেড এর ক্ষমতা বেশী থাকতে হবে।
শর্তঃ হোস্টকে অবশ্যই মৃত বস্তুর উপরে ব্যবহার করতে হবে। এটা একটা আগ্রেডাবেল স্কিল। সুতরাং হোস্ট প্রাপ্ত লেভেলে পৌছালে স্কিল আপডেট হবে।
(১-৪৯)--"স্ক্যালেটন আর্মি",
(৫০-১৪৯)--"আনডেড আর্মি",
(১৫০+)--"শ্যাডো আর্মি",
কুলডাউনঃ ১ ঘন্টা
""
এলেক্সের স্কিলটা আপগ্রেড হয়ে গেলো। যেটার বিবরন দেখে এলেক্সের চোখ ছলছল করছিলো। তার স্ক্যালেটনটা আস্তে আস্তে সেখানে থেমে গেলো। এলেক্স বুঝলো না কি হচ্ছে,
-->>আমি তো কোনো আদেশ দেই নি।(এলেক্স)
এলেক্সের আদেশ ছাড়াই স্ক্যালেটন টা দাড়িয়ে পরেছে। এলেক্স বুঝলো কিছু একটা হবে। তাই সে নেমে পরলো। হঠাৎ সেখানে তার সকল স্ক্যালেটন মাটি থেকে কালো পানির মধ্য থেকে উঠতে লাগলো। এলেক্স শুধু তাকিয়ে দেখতে লাগলো। সবাই তার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। কিন্তু তারা কিছুই করছে না। তারা যে কালো পানি থেকে বের হয়েছে সেটা হঠাৎ তাদেরকে ঘিরে ধরলো। এলেক্স বুঝতে পারলো কিছু একটা হচ্ছে,
-->>তাহলে আমার স্ক্যালেটন গুলোও আপগ্রেড হচ্ছে!(এলেক্স)
এলেক্স অবাক হলো। সব কিছু এখনো তার বিশ্বাস হচ্ছে না। পাঁচ বছর পূর্বেও সে সাধারন মানুষ ছিলো যে ফ্যান্টাসি নিয়ে স্বপ্ন দেখতো। যেটা তার সামনে অবাস্তব ছিলো সেটায় এখন তার সামনে সত্য। সব কিছু অনেক দিন পূর্বে বিশ্বাস করে নিলেও এলেক্সের কখনো কখনো মনে হয় সব কিছু একটা স্বপ্ন ছাড়া কিছুই না।
এলেক্সের সামনে যে স্ক্যালেটন গুলো একটু আগে দাড়িয়ে ছিলো তারা আর হাড্ডি যোদ্ধা রইলো না। সবার চারপাশ থেকে কালো পানির আবরনটা সরে গেছে যেটার মাধ্যমে তাদের নতুন লুক দেখা যাচ্ছে।
-->>ডিমনিক বিস্ট!
প্রথমে এলেক্স অবাক হয়েছে। কারন তাদেরকে ডিমনিক বিস্টের মতোই দেখা যাচ্ছে। বিশেষ করে জেনারেল স্ক্যালেটনটাকে। সেটাকে দেখে পুরোই মনে হবে যে সেটা তার জীবিত অবস্থায় আছে। রাতের অন্ধকার হওয়ার ফলেও তার সামনে যেসব ম্যাজিক হচ্ছে তাতে দিনের মতো আলো করে ফেলছে চারিদিকে। আর তাতে স্পষ্ট দেখা যাচ্ছিলো। এলেক্সর বাকি স্ক্যালেটন গুলো অর্ধ স্ক্যালেটন অবস্থায় রয়েছে। যাদের কিছু কিছু অংশে মাংস দেখা যাচ্ছে। তবে যেটা বড় স্ক্যালেটন ফক্স ছিলো, যেটার একটা হাড্ডিও দেখা যাচ্ছে না।
-->>তাহলে শক্তিশালী গুলো তাদের পূর্বের রূপ ফিরে পাবে, ইন্টারেস্টিং। তবে অর্ধ স্ক্যালেটন গুলো দেখতে মোটেও ভালো লাগছে না।(এলেক্স)
এলেক্স তার পছন্দের কথা ভাবলো। আর সাথে সাথে অর্ধ স্ক্যালেটন দেখা যাচ্ছিলো যেগুলোর তাদের সবাই আবার পূর্বের মতো স্ক্যালেটন হয়ে গেলো। তবে তাদের চারপাশ দিয়ে কালচে নীল ধোঁয়ার পরিমানটা বেরে গেলো। এলেক্স অবাক হলো এটা দেখে। সে বুঝতে পারলো না কি হলো। তবে আপাতোতো এই বিষয়ে বেশী নজর সে দিলো না।
-->>আমাকে তারাতারি ফিরতে হবে ক্যাম্পে। নাহলে আবার অনেক কিছু হয়ে যেতে পারে।(এলেক্স)
এলেক্স তার বাকি স্ক্যালেটনদের দিকে একবার তাকিয়ে নিলো। তারপরও তাদেরকে ঘুমিয়ে পড়ার আদেশ দিলো। সাথে সাথে তাদের নিচে কালো পানির তৈরী হলো যার মধ্যে তারা প্রবেশ করলো। আর এলেক্স উঠলো তার সদ্য আপগ্রেড হওয়া আনডেড এর উপরে। কিছুক্ষন হাতাহাতি করে এলেক্স দেখে নিলো,
-->>এটা একদম তার জীবিত রূপের মতোই।(এলেক্স)
একদম জীবিত অবস্থায় যেরকম ছিলো তেমনই দেখতে ফক্সটা। তবে সেটার রঙ কমলা থেকে হালকা লালচে হয়ে গিয়েছে। চোখ লাল থেকে কালো হয়ে গিয়েছে। এই পার্থক্য তেমন বড় কিছু না। তাই এলেক্স বেশী নজর দিলো না। সে বসে পরলো তার আনডেড এর উপরে। এবং আদেশ করলো সেটাকে যাওয়ার জন্য।
* * *
ডিমনিক ফরেস্টের বাইরে ছোট একটা শহর রয়েছে। অনেক কম জনসংখ্যার এই শহরে ছোট একটা হান্টার এসোসিয়েশান রয়েছে। হান্টার এসোসিয়েশান বিভিন্ন ধরনের বিষয় নিয়ে থাকে সাধারন জনগনের কাছ থেকে এবং সেগুলো সম্পূর্ন করে। এর ফলে সাধারন জনগন অর্থ দিয়ে থাকে যার কিছুটা এসোসিয়েশান রাখে এবং বাকিটা মিশন শেষ করা হান্টারকে দিয়ে দেই। হান্টার এসোসিয়েশান শুধু জনগনের থেকে মিশন নিয়ে থাকে না। কিংডমের নোবেল এবং রয়েল পরিবার থেকেও মিশন নিয়ে থাকে। তাছাড়াও তাদের হান্টারদের জন্য তাদের নিজস্ব মিশন রয়েছে।
ডিমনিক বিস্টের শরীর অনেক মূল্যবান যদি সেটা শক্তিশালী কোনো বিস্ট হয়ে থাকে। হান্টার এসোসিয়েশান তাদের হান্টার দের বিভিন্ন ডিমনিক বিস্ট হত্যার বিভিন্ন মিশন দিয়ে থাকে। যেগুলো হান্টাররা পূর্ন করে অর্থ উপার্জন করে। এভাবেই প্রতি শহরের হান্টার এসোসিয়েশান তাদের ব্যবসা করে।
ডিমনিক ফরেস্টের পাশের এই শহরটা অনেক জনপ্রিয় হান্টারদের জন্য। যদিও এখানে সাধারন জনসংখ্যা কম তারপরও হান্টারের সংখ্যা। কারন পাশেই ডিমনিক ফরেস্ট তাই অর্থ ইনকাম করা অনেকটা সহজ হান্টারদের জন্য।
হান্টার এসোসিয়েশান কাঠের তৈরী অনেক বড় একটা বিল্ডিং। বিল্ডিংটা দেখতে পুরানো হলেও অনেক মজবুত সেটা বোঝা যাচ্ছে। ভিতরে ছোট একটা থাবার মতো। যেখানে টেবিল বেঞ্চ রয়েছে। অনেকে বসে মদ্য পান করছে সেখানে। ডান পাশে একটা সিড়ি রয়েছে দোতলায় উঠার জন্য। আর নিচে পিছনের দিকে কাউন্টার রয়েছে। কাউন্টারেই মূলত হান্টার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং জবের জন্য এপ্লাই করতে হয়।
একটা কম বয়স্ক ছেলে কাউন্টারে চলে আসলো। তার বাম কোমরে একটা পুরাতন সোর্ড রয়েছে। চুল গুলো একদম হলুদ। চোখের মনি দুটোও হলুদ রঙের। মুখে একটা মাক্স রয়েছে।
-->>এক্সকিউজ মি?
ছেলেটা কাউন্টারে বসা সুন্দরী মেয়েটাকে জিজ্ঞাসা করলো। মেয়েটা কাগজে কাজ করছিলো তবে ছেলেটার ডাকে সেদিকে ফিরলো।
-->>হ্যা কিভাবে সাহায্য করতে পারি?(মেয়েটা)
-->>আমার নাম লুসিফার। আমি হান্টার হওয়ার জন্য এপ্লাই করতে চাই।(লুসিফার)
লুসিফারের দিকে মেয়েটা কিছুক্ষন তাকিয়ে রইলো। তারপর বলতে লাগলো,
-->>ঠিক আছে দুটো টেস্ট রয়েছে আমাদের। একটা এনার্জি টেস্ট অন্যটা ফাইটিং টেস্ট। এনার্জি টেস্টে তোমাকে কোনো কিছুই করতে হবে না শুধু এনার্জি স্টোনে হাত রাখলেই হবে। যদি তোমার এনার্জি পর্যাপ্ত হয় তাহলে হান্টার লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। আর ফাইটিং টেস্টে আমাদের একজন হান্টারকে হারাতে পারলেই আমরা তোমাকে হান্টার লাইসেন্স দিয়ে দিবে।
লুসিফারকে দেখতে অনেকটা কম বয়স্ক মনে হলো মেয়েটার। তার সে তুমি বলেই সম্বোধন করলো তাকে। সকল হান্টার এসোসিয়েশান এর দুটো টেস্টই থাকে। এনার্জি এবং ফাইট টেস্ট। অধিকাংশ হান্টার এনার্জি টেস্টই বেছে নেই কারন সেটা সহজ ফাইটিং টেস্টের থেকে। ফাইটিং টেস্টে এসোসিয়েশান এর শক্তিশালী একজন হান্টারের সাথে লড়তে হয়, যেখানে অধিকাংশই হান্টার হওয়ার সুযোগ হারিয়ে ফেলে।
-->>আমি ফাইটিং টেস্টে অংশ নিতে চাই।(লুসিফার)
লুসিফার কিছুটা ভেবে নিয়ে বললো।
-->>ঠিক আছে আমাদের এরিনা পিছনেই আছে। আমার সাথে আসুন।(মেয়েটা)
কাউন্টারে থাকা মেয়েটা লুসিফারকে সাথে নিয়ে এরিনার মধ্যে যেতে লাগলো। মেয়েটা ভাবতে লাগলো,
"আজকাল দুর্বল দুর্বল মানুষ গুলো যে কোথায় থেকে আসে? এনার্জি টেস্টে এরা সিলেক্ট হতে পারবে না জেনে সাহসী হয়ে ফাইটিং টেস্টে অংশ নিতে চাই। এরা কি জানে না এসোসিয়েশান এর ফাইটিং টেস্টে হাজারে দশজনই সিলেক্ট হয় মাত্র। যায়হোক আমি তাদের বোকামির জন্য কিছুই করতে পারবো না। হয়তো আজকে মার খেয়ে বের হওয়ার সংখ্যা কালকের থেকে বেরে যাবে।"
অন্যদিকে লুসিফার মেয়েটার সাথে হেটে যাচ্ছে এবং ভাবছে।
"সব জায়গায় এনার্জির কথা উল্লেখ হয় কেনো বুঝি না। আমি এনার্জি ব্যবহার করতে পারি না বলে কি সবাই মজা করে আমার সাথে? তবে একটা ফাইটের জন্য আমি অপেক্ষা করছিলাম সাতদিন যাবৎ। তাহলে একটা সুযোগ আমি পেয়েই গিয়েছে। আমার ওয়ার্ল্ডে তো সবাই দুর্বল ছিলো। দেখি এখানে শক্তিশালী কেউ আছে কিনা।"
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।