[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ০১
।
।
সাল ২০২৪/ জানুয়ারী ১,
(প্রধান চরিত্রের রূপে)
ভাবতেও অবাক লাগছে এতো নির্মম ভাবে আমার মৃত্যু হবে। আমার শরীর থেকে অতিরিক্ত ব্লাড বের হওয়ার কারনে আমি সেন্সলেস হয়ে যাচ্ছিলাম। আমার চোখের সামনে আমার সাতজন বন্ধু পরে আছে। এক বছর সময়ে তারা খুব ঘনিষ্ট বন্ধুই হয়েছিলো। তবে সে বন্ধুত্ব এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে এটা আমি কখনো কল্পনা করি নি। সব দোষ এই অভিশপ্ত টাওয়ারের। যদি এই টাওয়ার না থাকতো তাহলে আমাদের এরকম অবস্থা কখনোই হতো না। একটা Legendary Item এর জন্য এই টাওয়ারের মধ্যে বাবা তার সন্তান, ভাই তার ভাইকে, স্ত্রী তার স্বামীকে পর্যন্তও হত্যা করতে পারে। যেটার বিপরীত কোনো কিছু আমাদের সাথে হয় নি। শেষ সময়ে জীবনের ভালো মুহূর্ত গুলো ভাসছে চোখের সামনে, যেটার কারনে মরতে মন চাচ্ছে না। আবার সেই সাথে বিশ্বাসঘাতকের উপরে মাপ ছাড়া রাগও হচ্ছে। হয়তো আমাদের পরিস্থিতি এমন হতো না যদি সেই দুজন আমাদের বিশ্বাস না ভাঙতো। কিন্তু যেটা হয়েছে সেটায় আর কিছু বলতে পারবো না।
* * * * *
রক্তাক্ত অবস্থায় একটা Dungeon এর মধ্যে পরে আছে আটটা শরীর। তার মধ্যে সাতটা অনেক পূর্বেই Poison এর কারনে মারা গিয়েছে। কিন্তু শেষ জন (বাপ্পী) এখনো জীবিত আছে। যেটা তার জন্য মৃত্যুর থেকেও যন্ত্রনাদায়ক। তার পুরো শরীর Poison এর কারনে প্যারালাইসিস হয়ে রয়েছে। যার কারনে সে নারাচরা করতে পারছে না। তাকে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছে।
সব কিছু শুরু হয় এক বছর পূর্বে। এক বিশাল টাওয়ারের দেখা পাওয়া যায় পৃথিবীতে। দশ লক্ষ মানুষ কারন ছাড়ায় টাওয়ারের মধ্যে প্রবেশ করে, না তাদের জোরপূর্বক প্রবেশ করানো হয়। তারা সকলে প্রবেশ করে একটা বিশাল টেস্ট গ্রাউন্ডে। টেস্ট গ্রাউন্ডের সাইজ পুরো পৃথিবীর সমান ছিলো। মানুষের বিশ্বাস হচ্ছিলো না প্রথমে তারা টাওয়ারের ভিতরে ছিলো। কারন সেটার ভিতরে এতো বিশাল জায়গা থাকা অবিশ্বাস্য জিনিস। বিশ্বাস না করলেও খুব তারাতারি বাস্তবতাকে মেনে নিতে হয়েছে তাদের। এক মাসের মধ্যে এক লক্ষ মানুষ মারা যায় টেস্ট গ্রাউন্ডে। যেটা সবার জন্য বিশাল বড় একটা ধাক্কা। টাওয়ার থেকে আওয়াজ আসে সবার কানে,
(টেস্ট গ্রাউন্ড থেকে টাওয়ারের প্রথম ফ্লোরে প্রবেশ করতে হলে এই টেস্ট গ্রাউন্ডের মধ্যে প্রতিজনকে একশত মনস্টার হত্যা করতে হবে, মনস্টার হত্যা করার মাধ্যমে সবাই বিভিন্ন রকমের ম্যাজিকাল আইটেম, গোল্ড কয়েন পাবে। যেটা তাদেরকে শক্তিশালী করবে।)
এক লক্ষ মানুষ মারা যায় মনস্টারের কাছে। যেটা মানুষের মধ্যে একটা ভয়ের ছাপ ফেলেছিলো। টেস্ট গ্রাউন্ডের সবথেকে মারাত্মক মনস্টার ছিলো One Horned Wolf। যদিও তাদের সব জায়গায় পাওয়া যায় না। তবে তারা থাকলে এক দল বেধেই থাকে। একটা নেকড়ে এক সাথে একশত মানুষকে হত্যা করতে পারে। তাছাড়া Green Goblin, One Tail Fox, Skeleton এবং সর্বশেষ Slime মনস্টার এই টেস্ট গ্রাউন্ডে রয়েছে। যেগুলোও অনেক মারাত্মক। তবে তাদের মধ্যে স্লাইম মনস্টার খুব দুর্বল ছিলো। মানুষ বোকা প্রানী নয়। সবাই বুঝতে পেরেছিলো তাদেরকে টাওয়ার থেকে বের হতে হলে এই মনস্টার দের হত্যা করতে হবে।
সময় পার হওয়ার সাথে সাথে তারা টাওয়ার থেকে বের হওয়ার কথা ভুলে যেতে লাগলো। যেটার মূল কারন হচ্ছে ম্যাজিকাল আইটেম। বিভিন্ন রকমের অস্ত্র এবং ব্যবহার যোগ্য পন্য যেগুলো ম্যাজিকাল ছিলো, এটা কিছুদিনেই মানুষের মনের আগ্রহ বারাতে শুরু করলো। মানুষ আর মনস্টারদের ভয় পেলো না। মনস্টার যতই মারাত্মক হোক হাজার হাজার মানুষ একসাথে হয়ে আক্রমন করলে সেটা হারবেই। সবার মনে Alcohol এর মতো একটা নেশা ধরে গেলো। সময় পার হতে হতে অনেকে টেস্ট গ্রাউন্ড পার করে প্রথম স্টেজে পা দিতে লাগলো।
টেস্ট গ্রাউন্ডের মধ্যে বেশ কিছু Dungeon ছিলো। Dungeon সাধারনত অতীতের মাটির নিচের জেলখানাকে বলা হয়ে থাকে। টাওয়ারের মধ্যের Dungeon মানে ভিতরে অসংখ্যা ধরনের মনস্টার রয়েছে। এক বছর সময়ে মানুষ আর দুর্বল নেই। এখন তারা পরিস্থিতির সাথে তাল মিলাতে শিখেছে, পূর্বে এক হাজার মানুষ একটা এক শিং ওয়ালা নেকড়ে শিকাড় করতো। তবে এখন একশত জন হলেই যথেষ্ঠ।
টেস্ট গ্রাউন্ডের মধ্যে একটা নতুন Dungeon এর মধ্যে এক হাজারের একটা দল প্রবেশ করেছিলো। পূর্বে এই Dungeon এর মধ্যে কেউ প্রবেশ করে নি, তাই সাহসী কিছু মানুষ ভয় রেখে পূর্বেই প্রবেশ করে। মূলত একটা Dungeon ক্লিয়ার করতে চার থেকে ছয় হাজার মানুষের প্রয়োজন হয়। কারন ভিতরে অনেক মনস্টার এবং বিভিন্ন ধরনের ট্রাপ রয়েছে। তবে Dungeon এর মজার বিষয় হলো এর মধ্যে যেসব লুট রয়েছে সেগুলো হাজার হাজার মনস্টার শিকাড় করলেও পাওয়া যাবে না। বিভিন্ন ধরনের শক্তিশালী আইটেম রয়েছে একটা Dungeon এর মধ্যে। যারা টেস্ট গ্রাউন্ড পার করেছে সবাই পূর্বের Dungeon গুলো থেকে শক্তিশালী ম্যাজিকাল আইটেম পেয়েছে। তারা প্রত্যেকে একটা করে নেকড়ে শিকাড় করার ক্ষমতা রাখে। তাই মানুষ Dungeon এর নাম শুনলেই নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত।
বিভিন্ন ট্রাপ এবং হাজার হাজার Skeleton এর সাথে লড়ার পর মাত্র ত্রিশ জন মানুষ শেষ পর্যন্ত বেঁচে ছিলো। Dungeon এর মধ্যে স্পেশাল মনস্টার থাকে যেটা হলো Skeleton Army। তারা অমৃত একটা মনস্টার যাদের চিন্তা করার কোনো শক্তি নেই। তবে তাদের সংখ্যা বেশী থাকায় বেশীরভাগ মানুষই মারা যায়। Dungeon এর মধ্যে একটা Boss থাকে। তবে এটার মধ্যে এমন কিছু ছিলো না। না থাকায় ভালো ছিলো হয়তো। কারন পঞ্চাশ জনের পক্ষে একটা Boss কে হারানো অসম্ভব একটা জিনিস। এটা সম্ভব ছিলো যদি দশ বারোজনের কাছে যদি রেয়ার আইটেম থাকতো। প্রতিটা Dungeon ক্লিয়ার করলে অনেক ভালো কিছু পাওয়া যায়। অসংখ্যা গোল্ড কয়েন, বিভিন্ন শক্তিশালী আইটেম। তাদের সামনে যখন লেজেন্ডারী আইটেম আসলো পুরষ্কার হিসাবে, তখন সবার চিন্তা পাল্টে গেলো। কেউ কাউকে ছাড় দিলো না। সবশেষে মাত্র দুজন ব্যক্তি রইলো, একজন ছেলে যে কিনা অর্ধেক মানুষকে হত্যা করেছে তার Lightning Long Sword দিয়ে। এবং একজন মেয়ে যে বাকি অর্ধেককে হত্যা করেছে তার Poison Short Sword দিয়ে। মেয়েটার হৃদয় বরফের মতো হলেও সেখানে কিছু কোমলতা রয়েছে, সে জানতো তার পরিবার কে বাঁচাতে হলে তাকে কঠিন হতে হবে। কারন এই টাওয়ারের মধ্যে দুর্বল হলেই শক্তিশালীদের হাতে তারা মারা যাবে। হোক সে মনস্টার কিংবা নিজের রক্তের মানুষ। তাই হয়তো মেয়েটা তার সাথে দু বছর পূর্বে বিয়ে হওয়া ছেলেকে প্যারালাইসিস করে ফেলে রেখে চলে যায় সেখানে। ছেলেটা হয়তো ভাবছে যে মেয়েটা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু মেয়েটা এটুকু না করলে পাশে থাকা পাগল ছেলেটা হয়তো তার গলা কেটে ফেলতো অনেক পূর্বেই। আর এটার ফলে হয়তো ছেলেটা কিছুটা হলেও শক্তিশালী হবে অন্তত এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে।
* * *
(প্রধান চরিত্রের রূপে)
আমার শরীর এখনো প্যারালাইসিস হয়ে পরে আছে। সব আমার দুর্বলতার কারনে। আমার কাছে আইটেম থাকলেও আমি কখনো ব্যবহার করতে পারি নি। সবাই কত সুন্দর ভাবে তাদের আইটেম ব্যবহার করতে পারে। কিন্তু আমি কোনো আইটেমই ব্যবহার করতে পারি না। শুধু এই ভাঙা দুর্বল একটা ড্যাগার, যেটা দিয়ে আমি এই পর্যন্ত বেঁচে আছি। হয়তো মেঘা আমার সাথে ছিলো বলে কখনো কোনো আইটেমের প্রয়োজন বোধ করি নি। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে ও আমাকে এভাবে ধোকা দিবে। যদিও ও আমাকে ভালোবাসতো না, তারপরও আমাদের বিয়ে ও মেনে নিয়েছে। হয়তো ঔ ছেলেটা ও পুরাতন বফ হবে। এজন্য আমাকে হত্যা করে চলে গিয়েছে ওর সাথে। আমার বিশ্বাস হচ্ছে না আমি এমন একটা মেয়েকে ভালোবেসেছি এতোদিন। হয়তোবা এখানে আমার কোনো ভুল নেই। কোন মেয়ে দুর্বল ছেলেদের সাথে চাই।
সমস্ত চিন্তা ভাবনা আমার মাথায় ভর করছিলো। তখনি আমার বাম হাতে থাকা রিং জ্বলতে শুরু করলো। অবশ্য সেটা আমার বিয়ের রিং না। বরং আমার প্রথম স্লাইম হত্যা করার পরে সেটা পেয়েছিলাম। যদিও এখনো বের করতে পারি নি সেটা কি রকম আইটেম। তবে যেদিন থেকে আমি এই রিং হাতে নিয়েছি সেদিন থেকে কোনো আইটেম ব্যবহার করতে পারি না। আমি যে সকল ম্যাজিক আইটেম হাত দিয়ে স্পর্শ করি সেটা মুহূর্তেই ম্যাজিকহীন হয়ে যায়।
-->>ওয়েলকাম মাস্টার।
হয়তো আমি শেষ সময়ে কল্পনা করতে ছিলাম। তবে একটা আওয়াজ আমাকে মাস্টার বলে সম্মোধন করলো। এক মুহুর্তের মধ্যে বুঝতে পারলাম আওয়াজটা আমার হাতের রিং থেকে আসছিলো। যেটা থেকে একটা 3d প্রোজেকশন বের হয়েছে। জিনিসটা আমার চোখের সামনে রয়েছে, যদিও আমি নরতে পারছিলাম না তবে আমার চোখ স্পষ্ট সেটা দেখছিলো।
আমি কোনো কিছু ভাবার পূর্বে আবার বলতে শুরু করলো,
-->>Congratulation মাস্টার, আপনি The Ring of Beelzebub কে ১% আনলক করেছেন। Ring of Beelzebub এর এবিলিটি আনলক হয়েছে। 'Gluttony' স্কিল আনলাক হয়েছে। আপনি আপনার স্কিল ব্যবহার করতে পারবেন।
হঠাৎ রিং এর কথা বলা শেষ হওয়ার পরই আমার শরীর থেকে একটা কালো পানি বের হলো, সেটা এই পুরো Dungeon রুমের মধ্যে ছড়িয়ে পরলো। আস্তে আস্তে সকল মানুষের পরে থাকা ম্যাজিকাল আইটেম এবং মৃত Skeleton Army গলতে শুরু করলো। এবং যেগুলো কালো পানিতে মিশে গেলো। সব সম্পূর্ন হওয়ার পর কালো পানিটা সব আমার শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু হলো, হয়তো এটা অনেক বিচ্ছিড়ি একটা জিনিস মনে হবে। কিন্তু আমি নারাচারা করতে পারছি এখন। যেটা আমার জন্য অনেক আশ্চর্যকর একটা বিষয়। মেঘার Poison Short Sword অনেক মারাত্মক একটা আইটেম। যেটার poison একটা নেকড়েকে মেরে ফেলতে পারে। কিন্তু আমি এতো সহজে ঠিক হতে পারবো সেটা ভাবি নি। রিং এর নতুন স্কিল অনেক 'Gluttony' অনেক মারাত্মক একটা জিনিস। আমার শরীরের মধ্যে একটাও ক্ষত নেই আর। তাছাড়া মনে হচ্ছে আমি আরো অনেক শক্তিশালী হয়েছি। যদিও ছোট একটা চিন্তা এটা মাত্র।
-->>মাস্টার আমরা বর্তমানে Tower of Sloth(ঘুমের টাওয়ার) এর মধ্যে রয়েছি। যেহেতু মাস্টার এর Ring of Beelzebub এর মালিক হয়েছে, তাই এই টাওয়ারের কোনো আইটেম মাস্টার ব্যবহার করতে পারবে না।
হঠাৎ আবারো 3d প্রোজেকশন আমার চোখের সামনে চলে আসলো। জিনিসটা একটা ইমোজির মতো। কথা বলার সময় বিভিন্ন ধরনের ইমপ্রেশন দিচ্ছিলো সেটা। আমি অবাক হচ্ছিলাম জিনিসটা দেখতে পেয়ে, শুধু আমি না বরং সবাই অবাক হবে এরকম কথা বলতে পারা কোনো আইটেম পেলে। এটা হয়তো গড লেভেল কোনো আইটেম হবে আমার ধারনা।
-->>মাস্টার কোনো কথা বলছে না। আমি যতদূর বলতে পারি মাস্টারের এই টাওয়ারের থেকে কোনো লাভ হবে না। কারন মাস্টার টাওয়ারের উপরে উঠলেও শেষ Boss কে হারাতে পারবে না।
আমি এবার আর চুপ রইলাম না। কথা বলতে শুরু করলাম,
-->>কি বলছো তুমি আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে আমাকে এটা বলো তুমি কিভাবে কথা বলতে পারছো? কোনো আইটেম কিভাবে কথা বলতে পারে?
-->>আমার নাম প্রথমেই বলেছি, 'The Ring of Beelzebub'। আমার অরিজিন মূলত এই টাওয়ারে নয়। কিভাবে এখানে আমি এসেছি সেটা আমি নিজেও জানি না। তবে এই টুকু বলতে পারবো এখানে এখন আমার কিংবা আপনার থাকার জায়গা না।
-->>তাহলে এই টাওয়ারের মতো আরো টাওয়ার রয়েছে? সেসব কি আবারো পৃথিবীতে আসবে? আবারো লক্ষ লক্ষ মানুষকে এভাবে ভিতরে নিয়ে হত্যা করবে?(উত্তেজিত হয়ে বল্লাম আমি)
-->>মাস্টার আপনি একটু শান্ত হোন। উত্তেজিত হওয়ার কোনো কারন নেই। অবশ্য এই ছোট ওয়ার্ল্ডে Tower of Sloth আসার কথা ছিলো না। কিন্তু যেহেতু এটা এখন এখানে তাই বেশী কিছু করা যাবে না। আমি শুধু আমার মাস্টারের সামান্য একটা রিং, তাছাড়া আমার সকল মেমোরী সিল করা রয়েছে, যেগুলো খুললে আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো।
-->>তুমি বললে আমার এই টাওয়ারে থেকে কোনো লাভ হবে না। এটার মানে কি এই টাওয়ারের কোনো আইটেম না ব্যবহার করাকে বুঝিয়েছো?
-->>হ্যা মাস্টার। যেহেতু আপনার হাতে আমি রয়েছি, তাই এই টাওয়ারের সকল গড লেভেল আইটেম বাদে সকল আইটেমের ম্যাজিকাল এনার্জি আমি এবজোর্ব করে নিবো যদি আপনি সেটাকে স্পর্শ করেন। এভাবে আপনি এই টাওয়ারের মধ্যে একদম দুর্বল একটা ব্যক্তি হিসাবে পরিচিত হবেন।
-->>তারমানে আমি কোনো আইটেম ব্যবহার করতে পারবো না গড লেভেল আইটেম ছাড়া?
-->>সেটা নয় মাস্টার আপনি এই টাওয়ারের কোনো আইটেমই ব্যবহার করতে পারবেন না। আমার বর্তমানে মাত্র ১% ক্ষমতা আনলক হয়েছে, সাধারন একটা B ক্লাস আইটেম স্পর্শ করলেই আপনার মারা যাওয়ার সম্ভবনা রয়েছে।
-->>এটা আবার কি নতুন জিনিস। এই রিং পাওয়ার পর থেকেই তো আমি দুর্বল হয়ে আছি। যেটার কারনে নিজের স্ত্রীও আমাকে ধোকা দিয়েছে।
প্রোজেকশনটা একটু চুপ রইলো। হয়তো কিছু ভাবার চিন্তা করছিলো। আমি সেদিকে নজর দিলাম না। যদিও আমি খুশি যে বেঁচে আছি, কিন্তু মেঘার কথা ভাবতেই কষ্ট পেতে লাগলাম। আজ দুর্বল বলে আমার এমন পরিহাস। সব দোষ এই রিং টার। কিন্তু কিছু করার নেই যেদিন থেকে পরেছি তারপর থেকে এটা আমার হাত থেকে আর খোলা যাচ্ছে না। তাই আমাকে এভাবেই থাকতে হচ্ছে। প্রথম একমাস কতো সুন্দর হিরোর মতো আমি মেঘা এবং আমার বন্ধুদের রক্ষা করেছি, কিন্তু সেটা মুহূর্তের মধ্যে শেষ করে দেই এই রিং টা।
কিন্তু কিছু বলতে পারছি না আমি। আমাকে বাস্তবতা মেনে নিতে হবে। আর তাছাড়া এটা একটা গড লেভেল আইটেম। যদি কোনো ভাবে আমি এটাকে ব্যবহার করতে পারি, যেমন পূর্বের মতো করে।
-->>মাস্টার আপনার কাছে এখন শুধু একটা পথ রয়েছে। এই Dungeon এর সকল ট্রাপ আবারো একটিভ হয়েছে। এবং মনস্টার ও আসা শুরু করেছে। এখান থেকে বের হওয়া এখন আপনার জন্য অসম্ভব। যদিও Gluttony স্কিল ব্যবহার করে একবার নিজেকে বাঁচিয়েছেন চরম মুহূর্তে, কিন্তু সেটা একদিনে একবার ব্যবহার যোগ্য একটা স্কিল। তাই আমার মনে হয় না অন্য কোনো উপায় আছে।
প্রোজেকশনটা একটু গম্ভীর হওয়া ইমোজির মতো মুখ করে বললো আমাকে। যদিও আমি আমার পরিস্থিতি বুঝতে পেরেছি। কয়েক হাজার Skeleton Army আমাকে ঘিরে ধরেছে। হালকা নারাচরা করলেই তারা আমাকে মেরে ফেলবে। যদিও পূর্বের থেকে আমার শরীর কিছুতা শক্তিশালী হয়েছে, তাতে দশ থেকে বিশটার বেশী মনস্টার মারতে পারবো না। কারন আমার কাছে কোনো ম্যাজিকাল আইটেম নেই। সব দোষ এই রিং এর। আমি রিং টাকে বলতে লাগলাম,
-->>কি পথ সেটা বলো আমাকে, নাহলে এখানেই মারা যাবো।
এবার সেটা একটা হাসির ইমোজি হয়ে বলতে লাগলো মুখ ফুলিয়ে,
-->>মাস্টার যেহেতু আমি এই টাওয়ারের নই তাই আমি আপনাকে এই টাওয়ার থেকে টেলিপোর্ট করে বের করতে পারবো। তবে আপনি কোথায় যাবেন সেটা আমি বলতে পারবো না। হয়তো আপনার ওয়ার্ল্ডের চাঁদের উপরেও চলে যেতে পারেন।
-->>সেটাও এই জায়গার থেকে অনেক ভালো হবে। আমি এখনি মারা যেতে চাই না।
-->>মাস্টার তবে সেটার একটা রিক্স আছে।
-->>আমি জানি না কি রিক্স কিন্তু আমি এখান থেকে যেতে চাই। আমি একটু পূর্বের মতো অবস্থায় আবার যেতে চাই না।
* * * * *
হঠাৎ Dungeon এর রুমটা কেপে উঠলো। সারা রুমেট মধ্যে কালো একটা আলো জ্বলে উঠলো। কয়েক মুহূর্তের পরে দেখা গেলো সেখান থেকে ছেলেটা হারিয়ে গেলো
কোথায় গেলো সে?
অনেক অনেক দূরে কোনো এক অজানা জায়গায় আকাশ থেকে একটা কিছু উজ্জল জিনিস পরলো। জায়গাটা কোনো এক পাহাড়ের মধ্যে। ঘন বনের মধ্যে বেশ অনেকটুকু জায়গার গাছ উধাও হয়ে গেলো। অনেকটা গর্ত তৈরী হয়েছে। যেখানে দশ বছরের একটা ছেলে শুয়ে আছে। আকাশ থেকে পরার ফলে তার শরীরে পোড়ার ক্ষত রয়েছে, সে পুরো নগ্ন অবস্থায় ছিলো, সাথে থাকার মতো শুধু একটা রিং আছে যেটা তার বাম হাতে রয়েছে। বেশ কিছুক্ষন উজ্জ্বল থাকার পর সেটা আবার একটা সাধারন হয়ে গেলো। ছেলেটা হয়তো মারা যেতো, তবে তার ভাগ্য ভালো ছিলো সে যেখানে ল্যান্ড করেছে আকাশ থেকে তার পাশেই একটা দম্পতির বাসা ছিলো। যারা ঠিক সময়ে তাকে চিকিৎসা করানোর ফলে সে খুব তারাতারি জ্ঞান ফিরে পায়। ছেলেটা তার সকল স্মৃতি হারিয়ে ফেলে, অবশ্য এটা ছেলেটা সেই দম্পতিকে বলে। দুজন দম্পতির কোনো সন্তান না থাকায় তারা এই সুযোগ হাত ছাড়া করো নি। তারা ছেলেটাকে নিজেদের ছেলের পরিচয় দেই। এবং তার নাম দেই এলেক্স। এলেক্স সময় পার করতে লাগলো তার বাবা মার সাথে। কিন্তু এলেক্সের মাথা ঘুরে গেল যখন সে আবারো তার মাথার উপরে একটা আকাশছোয়া টাওয়ার দেখতে পেলো। এটা তার পূর্বে দেখা টাওয়ার থেকে সম্পূর্ন ভিন্ন। তার বুঝতে অসুবিধা হলো না যে সে পৃথিবীতে নেই আর। একটা ভিন্ন দুনিয়ায় সে। আর তার চোখের সামনেই রয়েছে আকাশ ছোয়া 'Tower of Gluttony'।
* *
To Be Continue
* *
এলেক্সের এডভেঞ্জার এখান থেকেই শুরু। পড়তে চাইলে সাথে থাকুন শেষ অবধি।