[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ২৩
।
।
{বিশেষ নোটঃ অনেকের ভালো লাগছে না, মূল কারন নাকি জোনের বিষয় উল্লেখ করার ফলে। এটা পাবজি কিংবা ফ্রি ফায়ার না। মূলত জোন নির্দিষ্ট কিছু জায়গাকে বলা হয়। এবং সবার মূল উদ্দেশ্য চতুর্থ এবং পঞ্চম জোনের মধ্যে প্রবেশ করা। এটা একটা টেস্ট। ছেলে মেয়েরা আদৌও কি ডিমনিক ফরেস্টে বাঁচতে পারবে কিনা সেটা বের করা হবে। সেই সাথে অনেক কিছু শিখতেও পারবে।}
সাতদিনের দিন শেষ হয়ে গেলো। সবার দ্বিতীয় জোনের মধ্যে প্রবেশ করার কথা। চেইনের টিম সন্ধার দিকে ব্যারিয়ার পার করতে পেরেছে। প্রথম জোনে তারা বেশী ডিমনিক বিস্ট না পেলেও এইখানে তারা নিজেদের গার্ড নামিয়ে রাখতে পারবে না। কারন দ্বিতীয় জোনের ডিমনিক বিস্টে সংখ্যা অনেক।
-->>আমরা আপাতোতো আর এগোচ্ছি না। রাতে যাতায়াত করা এখন অনেক ভয়ঙ্কর হবে। আমাদের আজকের মতো এখানেই ক্যাম্পফায়ার তৈরী করতে হবে।(চেইন)
চেইনের কথামতো সবাই বিশ্রাম নেওয়ার জন্য মাটিতে পরে গেলো। আজকেও ননস্টপ হাটতে হয়েছে সবাইকে। ক্লান্ত শরীর নিয়ে কারো ক্যাম্প তৈরী করতেও মন চাচ্ছে না। মূলত মেয়েরা ক্যাম্পের কাজ করে না তাই চেইন তাদের দিকে লক্ষ করে নি। ডুফেস এবং জেয়াবের অবস্থা প্রতিবারের মতোই খারাপ। এলেক্সের অবস্থা ভালো হবে মনে করেছিলো, কিন্তু সে ও আজ অনেকটা ক্লান্ত।
"হয়তো আমি ওদের উপরে একটু বেশীই চাপ দিয়ে ফেলেছি।"
চেইন ভাবলো এবং মাথা নারালো। কিছু করার নেই এখানে। এটাও ট্রেনিং এর অংশ। চেইনকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে এদেরকে কিছু শেখানোর জন্য। যদিও এই বিষয়ে তার বয়সও কম না। কিন্তু এখানে তারও অনেক লাভ রয়েছে। তাই সে বিষয়টাকে ছোট করে দেখতে পারছে না। সবাইকে ভালো করে ট্রেনিং দিতে হবে। চেইন মূলত ডুফেস এবং জেয়াবের দিকে নজর রাখছে। সেই সাথে সে এলেক্সকেও বাদ রাখছে না। মিও এর কাজ মাইরা, এবা এবং এলেক্সকে ম্যাজিক এবং স্পেল সম্পর্কে বেশী ধারনা দেওয়া। এবং লুবার কাজ স্নিরাকে হিলিং ম্যাজিক সম্পর্কে ভালো ভাবে ধারনা দেওয়া।
দ্বিতীয় জোন থেকে তিনজনকেই তাদের কাজ ভালোভাবে করতে হবে। তাই আজকে রাতের বিশ্রামটা সবারই প্রয়োজন। কালকে আবার সবাইকে প্রস্তুত থাকতে হবে।
* * * * *
(এলেক্স রূপে)
সবাই ঘুমাচ্ছে তাদের তাবুর মধ্যে। তবে আমার চোখে ঘুম পাচ্ছে না। বারবার স্বপ্নের সেই দৃশ্য আমার সামনে ভেসে উঠছে। বৈষম্য, জিনিসটা আসলেই অনেক মারাত্মক। যেটা শুধু সেখানেই দেখি নি, আমি যে ওয়ার্ল্ডে বর্তমানে রয়েছি এখানেও রয়েছে এমনকি আমার পূর্বের ওয়ার্ল্ড পৃথিবীতেও এটা ছিলো। এমন কোনো সময় কিংবা জায়গা নেই যেখানে এই বিষয়টা না থাকবে।
বৈষম্য জিনিসটা আমাকে ভাবাচ্ছে না। আমার মনের মধ্যে শুধু একটা দৃশ্য বার বার ভেসে আসছে। আর সেটা হলো ডিম্যান প্রিন্স বিলজবাব এর ক্ষমতা। সে শুধু তার আঙ্গুল দিয়ে সামান্য আগুন তৈরী করেছিলো। বিন্দুমাত্র আগুন পুরো শহরটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি আমার জীবনেও এরকম ক্ষমতা দেখি নি। যেটা আমাকে মোটিভেশন করছে আরো।
এসব চিন্তায় আমার ঘুম আসছে না। আর ঘুম না আসায় আমি এভাবে বসে আমার সময়টা নষ্ট করতে চাই না। যেহেতু ক্যাম্পফায়ার জ্বলছে তাই ক্যাম্পের আশেপাশে থাকলে আমি জায়গা হারাবো না। তাই দেরী না করে বেরিয়ে পরলাম। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে দ্বিতীয় জোন। আমার যতদূর ধারনা এখানে অনেক শক্তিশালী ডিমনিক বিস্ট রয়েছে পূর্বের তুলনায়। তাই আমার লেভেল অনেক বৃদ্ধি পাবে। আমি অতীতে ভেবেছিলাম আমি হয়তো বাকিদের মতোই এক লেভেলে আছি, কিংবা তাদের থেকে কিছুটা বেশী লেভেলে আছি। এখন বুঝতে পারলাম সবই আমার ভুল ধারনা ছিলো।
আজকে দুপুরে আমি আমার "ইনফো" স্কিল ব্যবহার করেছিলাম। এটা একটা স্কিল যার মাধ্যমে আমি আমার থেকে দশ লেভেল উচু পর্যন্ত কারো ইনফরমেশন দেখতে পারবো। শুধু যে তাদের লেভেল দেখতে পারবো এমন নয়। স্কিল যত ব্যবহার করবো তত এর নতুন ফাংশন খুলতে থাকে। গোলেমদের সাথে লড়াই এর পরে এখন লেভেল এর সাথে নামও দেখা যায়। যেটা অনেকটা সুবিধারই। ডুফেস এবং জেয়াব দুজনেই ২৯ লেভেলে, মাইরা ৩২ লেভেলে, স্নিরা ২৪ লেভেলে আছে। চেইন, লুবা এবং মিও এর লেভেল আমি দেখতে পারি নি, কারন তারা আমার থেকে দশ লেভেলেরও অনেক উপরে আছে।
তাদের লেভেল দেখে যতদূর আমি বুঝলাম আমার স্কিল ছাড়া আমার ম্যাজিক এখনো তাদের লেভেলে পৌছায় নি। তাই আমাকে তারাতারি লেভেল আপ করতে হবে। আমাকে এসব ছোট ছোট বাচ্চাদের সাথে হাটিহাটি পা পা খেললে হবে না। খুব তারাতারি এই ওয়ার্ল্ড থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করতে হবে।
* * * * *
এলেক্স ক্যাম্পের বেশী দূরে গেলো না। এমন একটা জায়গায় আসলো যেখানে সে দূর থেকেই ক্যাম্পের আলো দেখতে পাচ্ছে। এখানের ডিমনিক বিস্ট গুলো সাধারনত ডিমনিক ফক্স। এগুলো অনেক হিংস্র এবং চালাক ডিমনিক বিস্ট। এদের স্পিড পূর্বের ডিমনিক ইঁদুরের থেকেও অনেক বেশী। এলেক্সের হাতের ড্যাগারটা ভেঙে গিয়েছে। যেটার হাতল তার হাতে রয়েছে এখন।
-->>জানি না টিম লিডারকে কি বলবো?
এলেক্স চিন্তা করছে চেইনকে নিয়ে। লিডার কি বলবে ড্যাগারকে এই অবস্থায় দেখে সেটা সে বুঝতে পারছে না। তবে আপসোস হলো তার। সে ভাঙা ড্যাগারকে স্মৃতি হিসাবে ব্যাগের মধ্যে রেখে দিলো। ম্যাজিকাল আইটেম ছাড়ায় এটা অনেক ভালো কাজে দিয়েছে। কয়েকটা আর্থ গোলেমের সাথে লড়াই করতে পেরেছিলো এটাই অনেক ছিলো ড্যাগারের জন্য।
এলেক্সকে বেশীক্ষন অপেক্ষা করতে হলো না। ঝাড়ের মধ্য থেকে একটা ডিমনিক ফক্সের দেখা পাওয়া গেলো। সাধারন শিয়ালের মতোই মনে হচ্ছিলো এদের আকার। তবে অন্ধকারে ভালো করে এলেক্স তার রূপ দেখতে পাচ্ছিলো না। অন্ধকারে লাল চোখের মাধ্যমে সে শিয়ালের অবস্থান নির্ধারন করতে পারছে। তাই সময় নষ্ট না করেই এলেক্স দূর থেকে তার স্পেল ব্যবহার করতে শুরু করলো।
"ডার্ক ফ্লেইম"
এলেক্সের হাত থেকে কালো রঙের উজ্জ্বল আগুন তৈরী হলো। যেটা এলেক্স ছুড়ে মারছে ফক্সের দিকে। স্পেলটাকে এলেক্স সাধারন মনে করছিলো। কিন্তু এই স্পেলে ডিমনিক ফক্সটা পুড়ে ছাই হয়ে গেলো। এলেক্স অবাক হয়ে গেলো,
-->>এটা তো পূর্বের ইঁদুরের থেকেও দুর্বল মনে হচ্ছে।(এলেক্স)
এলেক্স একটা জিনিস নিয়ে চিন্তা করছে। তার স্পেল কিংবা কিংবা স্কিল ডানজ্যানের গোলেমদের উপরে কাজ করে নি। তাহলে এখানে তার স্পেল এতো মারাত্মক ভাবে কাজ করছে কেনো? এলেক্স কিছুক্ষনের জন্য কিছুই বুঝতে পারলো না। তবে এসব নিয়ে অনেক ভাবলো না। এলেক্স তার স্কিল একটিভ করলো,
"ইনফো"
আশেপাশ থেকে বেশ কিছু শব্দ পেলো সে। সব গুলো চোখকে সে গুনতে পারছিলো না। তাই সে তার স্কিল একটিভ করলো। ইনফোকে যে সে এভাবে ব্যবহার করতে পারবে সেটা মাত্রই তার মাথায় এসেছে। যদিও অন্ধকারে দেখতে পাবে কিনা সন্দেহে ছিলো। কিন্তু এটা ভালোই কাজে দিয়েছে। আশেপাশে ২০ টার মতো সে লেভেল ১৪ এর ডিমনিক ফক্স দেখতে পারছে। যারা সবাই এলেক্সের উপরে হামলা করার জন্য প্রস্তুত ছিলো। এলেক্স কিছুটা হাসলো। সাধারন সময়ে তার জন্য এটা অনেক মারাত্মক জিনিস হতে পারতো। একদিন হয়ে গেছে গ্লাটোনির কুল ডাউনের সময়। তাই এরকম পরিস্থিতি এলেক্সের জন্য কোনো ব্যাপারই না। গ্লাটোনি যে কতটা মারাত্মক স্কিল সেটা এলেক্স খুব ভালো করেই জানে।
গ্লাটোনি ব্যবহার করতে যাবে তখনি এলেক্সের মনে পরলো তার "স্ক্যালেটন আর্মি" স্কিলের কথা।
-->>গ্লাটোনি ব্যবহার করলে তাদেরকে আমি সেনায় কনভার্ট করতে পারবো না। তাহলে কিছু করার নেই। শরীরে পর্যাপ্ত এনার্জি রয়েছে, তাই কোনো সমস্যা হবে না।
এলেক্স তার হাতে কাঠের সোর্ডটা নিলো। সোর্ডের মাঝে এনার্জি প্রবেশ করানোটা সে এখনো ভালো করে শিখে নি, তবে চেষ্টা আছে। একবার সোর্ডে এনার্জি ভালো মতো প্রবেশ করাতে পারলে তার এই কাঠের সোর্ডও ধারালো সোর্ডের মতোই হয়ে যাবে।
এলেক্স তার সোর্ডটাকে শক্ত করে ধরলো। এবং নিজেদের উচ্চ এজিলিটির সাহায্যে একের পর এক ডিমনিক ফক্সের গলা কাটতে লাগলো। এলেক্স অন্য কোথাও আক্রমন করছে না, শুধু ভাইটাল স্পট গুলোতেই হামলা করছে, যার কারনে বেশী সময় লাগলো না বিশটা বিস্টকে হত্যা করতে। ডান হাতে তার সোর্ড ছিলো এবং বাম হাতে হালকা একটু ডার্ক ফ্লেইম তৈরী করেছে আশে পাশে দেখার জন্য। গোলেম গুলোর সাথে লড়াই করে এলেক্সের রিফ্লেক্স অনেক বৃদ্ধি পেয়েছে। যার কারনে একটা ডিমনিক ফক্সের আক্রমন তার শরীরে লাগে নি। এলেক্স দেখতে দেখতেই সবগুলো ফক্সকে হত্যা করে ফেললো। মুখে তৃপ্তির একটা হাসি নিয়ে বলতে লাগলো,
"Arise My Army"
মৃত ফক্স গুলোর শরীর থেকে কালো ধোয়া বের হচ্ছিলো। যেটা থেকে এক এক করে বিশটা কঙ্কাল সেনা বেরিয়ে আসলো। যারা দেখতে শিয়ালের মতোই, কিন্তু পার্থক্য শুধু তার কঙ্কাল শিয়ালের। একটা নোটিফিকেশন আসলো স্ক্রিনে এলেক্সের সামনে,
""
মাস্টারের লেভেল কম হওয়ার কারনে মাস্টার সর্বোচ্চ ২০ টা স্ক্যালেটন ডাকতে পারবেন। আরো অধিক স্ক্যালেটনের জন্য মাস্টারের লেভেল, ইন্টেলিজেন্স বৃদ্ধি কিংবা স্কিলের ব্যবহার করতে হবে বেশী।
""
এলেক্স তাকালো একবার প্রজেকশন স্ক্রিনের দিকে। সে বলতে লাগলো,
-->>ঠিক আছে তাহলে আমাকে আপাতোতো সবচেয়ে শক্তিশালী হাড্ডিকেই খুজতে হবে।
* * *
To Be Continue
* * *
কেমন হলো জানাবেন। ছোট হওয়ার জন্য আমি দুঃখিত। কিছুদিন কষ্ট করে পড়ুন। রোযা বেরিয়ে গেলে বড় করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ