আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King পর্ব: ৪১

হৃদয় বাপ্পী
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 [গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]


#Demon_King#


লেখকঃ হৃদয় বাপ্পী


পর্বঃ৪১



দুটো মিস্ট্রি বক্স এলেক্সের সামনে খুলছিলো। সব কিছু এলেক্সের চোখের সামনে হচ্ছিলো তবে অন্য কেউ সেটা দেখতে পাচ্ছিলো না। এলেক্স অপেক্ষা করছিলো দুটো বক্স খোলার জন্য। বেশ কিছুক্ষন এনিমেশন দেখাচ্ছিলো তার সামনে। বক্সের সব পাশ ভালো করে স্পষ্ট ভাবে ফুটে উঠছিলো এলেক্সের সামনে। কিছুটা বিরক্ত না হয়ে পারলো না এলেক্স। 


তবে তার অপেক্ষার সময় শেষ হলো। পাঁচ মিনিট সময় নিলো একটা বক্স খুলতে। বক্স থেকে কি বের হয়েছে সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে এলেক্স।




-""কনগ্রাজুলেশন মাস্টার। আপনি একটা ??? আর্মার পেয়েছেন। মাস্টারের লেভেল কম হওয়ার ফলে ম্যাজিকাল আইটেমের স্পেসিফিকেশন দেখতে পারছেন না। মাস্টার নির্দিষ্ট লেভেলে পৌছালে এই আর্মার ব্যবহার এবং স্পেসিফিকেশন দেখতে পারবেন। ??? আর্মার মাস্টারের সিস্টেম ইনভেন্টরিতে যুক্ত হয়েছে।""-




এলেক্স হঠাৎ ধমকে গেলো। তার মাথায় নাইটমেয়ার গেমের কথা মনে পরলো। গেমে একটা প্রোগ্রাম ছিলো যেখানে কিছু ইউনিক এবং লেজেন্ডারী আইটেমের নাম বা ব্যবহার করতে হলে একটা নির্দিষ্ট লেভেলে পৌছাতে হয়। কিংবা ব্লাকস্মিথের কাছে যেতে হয় যারা আইটেমের নাম আইডেন্টিফাই করে থাকে।



"এখন আমি এখানে ব্লাকস্মিথ পাবো কোথায়?"



এলেক্স আপাতোতো এই আননোন আর্মারকে নিয়ে ভাবলো না। প্রজেকশনে প্রতিটা আইটেমের স্পষ্ট ছবি দেখা যায়, যেটা সে মার্কেটের অপশন থেকে দেখতে পেয়েছে। কিন্তু এটার কোনো ছবি ছিলো না। যেহেতু শেষে আর্মার লেখা ছিলো তাই এলেক্স বুঝতে পারলো সেটা একটা আর্মারই হবে।


একটা আর্মার দরকার এলেক্সের। তবে ঔ নাইটদের ভারি আর্মার হলে তো কখনোই ব্যবহার করবে না এলেক্স। এলেক্সের সাব-জব এসাসিন্স। যেটা এজিলিটি উপরে সব কিছু ফোকাস করে। যদি ভারি একটা আর্মার সে পরে তাহলে তার এজিলিটি অনেকটা কমে যাবে যেটা একটা খারাপ দিক।


এলেক্স আর্মারে আর নজর দিলো না। সে দ্বিতীয় মিস্ট্রি বক্সের অপেক্ষা করলো। আবারো পাঁচ মিনিট অপেক্ষার পরে মিস্ট্রি বক্সটা তার সামনে খুলতে শুরু করলো। এলেক্স অপেক্ষায় ছিলো একটা অস্ত্রে জন্য।



"একটা ড্যাগার কিংবা সোর্ড হলে ভালোই হয়।"(এলেক্স ভাবছে)




-""কনগ্রাজুলেশন মাস্টার। আপনি একটা ??? ??? পেয়েছেন। মাস্টারের লেভেল কম হওয়ার ফলে ম্যাজিকাল আইটেমের স্পেসিফিকেশন দেখতে পারছেন না। ??? ??? ম্যাজিকাল আইটেম মাস্টারের ইনভেন্টরিতে যুক্ত হয়েছে।""-




এলেক্স কি বলবে বা করবে বুঝতে পাচ্ছিলো না। একটা জিনিস তো আননোন আর্মার ছিলো যেটা তেমন কাছে আসবে না যদি ভারি হয়ে থাকে। আর অন্যটার তো কিছুই বোঝা যাচ্ছিলো না। দুটোই প্রশ্ন বোধক চিহ্নে ছিলো তাই এলেক্স এখন না রেখে পারছিলো না।



"আমার এখনি একটা অস্ত্রের প্রয়োজন ছিলো"




এলেক্স আশা করছিলো এখনি একটা ব্যবহার যোগ্য অস্ত্র পাবে কিন্তু সেটা হলো না। তার লেভেল এতো কম যে সে আইটেম দুটোর বিবরনও দেখতে পারছে না। বিবরন তো দূরে থাক দুটোর নামেও প্রশ্ন বোধক রয়েছে। এলেক্স লম্বা একটা শ্বাস নিলো ভিতরে। ভেবেছিলো বক্স দুটো কাজে দিবে কিন্তু তার লাক্ তেমন ভালো না।


এলেক্স হাটছিলো, যেহেতু তার আর কোনো কাজ ছিলো না তাই সে তার সিস্টেমের বিভিন্ন রকম জিনিস এক এক করে দেখছিলো। তার সামনে যে প্রজেকশন তৈরী হয় এটাকে সে সিস্টেম বলা শুরু করে। কারন সেটা অনেকটা মিনিংফুল। সিস্টেমে আপাতোতো বেশ কিছু অপশন রয়েছে। স্কিল মেনু, ইনভেন্টরি, স্ট্যাটাস, মার্কেট, মিশন ইত্যাদি। এলেক্স যেহেতু মিস্ট্রি বক্স থেকে আশানুরূপ কিছু পেলো না তাই সে তার মিশন অপশনে ক্লিক করলো।


তার সামনে নতুন একটা স্ক্রিন চলে আসলো। যেখানে বেশ কিছু বিবরন লেখা। এলেক্স হঠাৎ জিডুরীকে অনেক মিস করতে লাগলো। জিডুরী আপাতোতো রিং এর মধ্যে বিভিন্ন রোমান্টিক গল্প পড়তে ব্যস্ত। এলেক্স পূর্বের সময়ে পৃথিবীতে থাকার সময় মেয়ে পটানোর জন্য অনেক গল্প, সিনেমা এবং ড্রামা দেখেছে। জিডুরী রিং এর মধ্যে থাকা অবস্থায় এখন এলেক্সের স্মৃতি থেকে সেগুলো বই আকারে পড়তে পারছে। যার কারনে অনেক দিন হলো জিডুরী কোনো কথা বলে না।




জিডুরী রিং মধ্যে বিছানায় একমাত্র বিছানার উপরে শুয়ে আছে। বেশ অনেক গল্প পড়ে সে শেষ করেছে। অনেক সিনেমা এবং ড্রামা যেগুলো তার মাস্টার দেখেছে সেগুলোও পৃষ্ঠা আকারে তার কাছে প্রতিনিয়ত আসছে। 



-->>মাস্টার আসলেই অনেক আজব জায়গায় ছিলো। আমি তো জানতামই না এরকম ভাবে কখনো রোমান্স হয়। সব গল্পেই ছেলে মেয়েদের ধাক্কা লাগার ফলেই ভালোবাসা তৈরী হয়? এটা আসলেই অনেক ফালতু একটা লজিক। আমার মাস্টারের বাকি বিশ্বস্তদের সাথে আমার কত ধাক্কা লাগলো কোথায় কিছু হলো নাতো আজ পর্যন্ত। আমার মনে হয় এটা শুধু মানুষের উপরেই কাজ করে।(জিডুরী)




জিডুরী গল্প গুলো অনেক মনেযোগ দিয়ে পড়ছে সেই সাথে নিজের সাথে কথা বলছে। তার অন্য কোনো দিকে মনোযোগ নেই। তার নতুন মাস্টারের স্মৃতি থেকে জিডুরী বুঝতে পেরেছে মেয়েদের সাথে কোনো এক্সপিরিয়েন্স নেই তার মাস্টারের। একটা মেয়েকে বিয়ে করতেও তাকে উইশ মেকারের সাহায্য নিতে হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে তার মাস্টার স্পেশাল মিশনের জন্য কতটা চিন্তিত। 



-->>চিন্তা নট মাস্টার। আমি থাকতে আপনাকে কখনোই এই দিক নিয়ে আর ভাবতে হবে না। একবার এই লাভ স্টোরি গুলো পড়া শেষ করি, তারপর দেখবেন আমার টিপসের ফলে মেয়েরা আপনার প্রতি পাগল হয়ে থাকবে। হাহাহাহাহাহা।(জিডুরী)



জিডুরী একটা মিষ্টি ভয়ানক হাসি দিলো। এমন নয় যে সে শুুধু তার মাস্টারের জন্য এতো কষ্ট করে লাভ স্টোরি পড়ছে। বরং তার ভালো লাগছে সেগুলো। জীবনে ভালোবাসা কি সেটা কোনো ডিম্যানই বুঝে না। আর ডিম্যানদের সাথে থাকলে তো না বোঝাটাই স্বাভাবিক। তার মাস্টার বিলজবাব এর সেবা সে অনেক বছর করেছে। তবে বিলজবাব তার কাছে সব সময় একজন বড় ভাইয়ের মতো ছিলো যে জিডুরীকে ছোট বোনের মতো সব সময় আগলে রেখেছে। তাই এই নতুন এডভেঞ্চার জিডুরীর কাছে আসলেই অনেক ভালো লাগছে।



-->>হেহেহে। মাস্টারের যখন ফুটবল টিম তৈরী হবে তখন আমি তাদের আন্টি হিসাবে তাদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচ শিখাবো। হাহাহাহাহাহা।(জিডুরী)



এবার জিডুরীর ভয়ানক হাসি আর দেখার মতো না। তাই সিনটা সরিয়ে ফেলি।




* * *



""


স্পেশাল মিশন-০১


মিশনঃ বিকাম এ প্লেবয়


ডিটেইলসঃ মেফাসের সেরা তিন সুন্দরীকে প্রেমে ফেলতে হবে। আপনার প্রতি ভালোবাসা প্রমানের জন্য প্রতিজনের থেকে একটা চুমুর প্রয়োজন হবে।


অবজেক্টটিভঃ

১) ডিউক উয়েক্সকুলের কন্যা এলিন ভন উয়েক্সকুল। 

২) ডিউক ম্যান্ডেলার কন্যা মাইরা ভন রিসপন।

৩)কিং কন্যা এনরি বিন চার্লেস।


তিন সেরা সুন্দরীকে প্রেমে ফেলতে হবে আপনাকে।


রিওয়ার্ডঃ?????


*



ডেইলি মিশন


অবজেক্টটিভঃ 


১)যেকোনো একটা মেয়ের সাথে ফ্লার্ট করুন।

২)দশটা ডিমনিক বিস্ট শিকার করুন।



রিওয়ার্ডঃ 


১)পাঁচ স্ট্যাট পয়েন্ট।


২)র‍্যানডম বক্স।


""



এলেক্স তার মিশন অপশনে তাকিয়ে রইলো। তার মেজাজ এমনিতেই একশো ছিলো আর এই মিশন দেখে তো দুইশো হয়ে গেলো। সে তার অতীতের স্মৃতি মনে করার চেষ্টা। করলো। মেয়েদের সাথে অনেক বাজে অভিজ্ঞতা রয়েছে তার। কথা বলতে গেলে কখনোই কথা আগাতে পারে নি। তাছাড়া বেশ কয়েকবার থাপ্পড় তো খেতে হয়েছেই। আর এখানে তাকে ফ্লার্ট করতে হবে।


এলেক্স একবার তার সামনে তাকিয়ে দেখলো। মেয়ে হিসাবে দুজন সিনিয়র রয়েছে। মিও এবং লুবা যাদের দুজনের কারো সাথে ফ্লার্ট করা তো দূরে থাক এলেক্স কতা বলার সাহস ও পায় না। অন্য দিকে এলিন যে কিনা তার এট্রিবিউটের মতোই কোল্ড তার সাথে ফ্লার্ট করা তো প্রশ্নেই আসে না। এবা এর সাথে কখনো এলেক্স কথা বলে নি। বাকি থাকে মাইরা এবং স্নেরা। দুজনেই অনেক কাইন্ড মাইন্ডের। তাই তাদের সাথে একটা ট্রাই করা যায়। কিন্তু এলেক্স কখনো কারো সাথে ফ্লার্ট করে নি।



"কি রেখে কি করতে হবে আমি কিছুই জানি না।"(এলেক্স ভাবছে)



এলেক্স বুঝে উঠতে পারছে না কি করবে। আপাতোতো তার মেজাজ অনেক খারাপ রয়েছে। তারপরও মিশনটা অনেক সহজ। যেটার জন্য তাকে প্লেবয় হতে হবে না। সামান্য একটু ফ্লার্ট করতেই তো হবে। কিন্তু এলেক্সের কাছে এটাই সবচেয়ে কঠি৷ লাগছে। যে তার সারাজীবন প্রোগ্রাম এবং গেমের পিছনে খরচ করেছে সে ও এক সময় সময় বের করে অনেক লাভ স্টোরি কিংবা ড্রামা দেখেছে কিন্তু অভিজ্ঞতা না থাকার কারনে এখানে কোনো টায় সাহায্য করবে না তাকে।


তবে এলেক্সের সমস্যা শুধু এলেক্সের কাছেই রইলো না। তার লেভেল পঞ্চাশে উঠার পর থেকে তার এবং জিডুরীর মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরী হয়েছে। এখানে কোনো ঔ রিলেশন এর কথা বলা হচ্ছে না। একটা মাস্টার এবং তার ম্যাজিকাল আইটেমের মধ্যে যেরকম সম্পর্ক থাকা উচিত সেরকমই তৈরী হয়েছে। জিডুরীকে বর্তমানে একটা ম্যাজিকাল আইটেমই বলা চলে। যদিও তার নিজস্ব একটা জীবন আছে। এলেক্সের লেভেল বারার ফলে এলেক্সের বেশ কিছু ভাবনা এখন জিডুরী শুনতে পায়। যেটা হয়তো অবিশ্বাস্য। পূর্বে শুধু এলেক্সের কথা শুনতে পারলেও এখন মনের কথাও শুনতে পারে। এলেক্স তার বর্তমান মিশন নিয়ে ভাবছে এটা জিডুরী শুনতে পেয়েছে। তাই সে তার গুরুত্বপূর্ণ সময় তার পড়ায় আর ব্যয় করলো না।



[মাস্টার।]



এলেক্স হঠাৎ আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠলো। আওয়াজটা জিডুরীর ছিলো। এতোদিন পরে সে নিজ থেকে তার সাথে যোগাযোগ করছে দেখে অবাক না হয়ে পারলো না। জিডুরী তার গল্প পড়ার কথা তার মাস্টারকে জানিয়েছে তাই এলেক্স নিজেই বিরক্ত করে না জিডুরীকে। তবে আজকে তাদের কথা একদম ব্যতিক্রম।



[মাস্টার অবাক হওয়ার কারন নেই। আমি এভাবেও আপনার সাথে কথা বলতে পারবো এবং আপনিও পারবেন। শুধু মনে গভীর ভাবে চিন্তা করেন যেটা আমাকে বলতে চান।]



জিডুরী কথাটা বললো। এলেক্সের সামনে আবারো একটা প্রজেকশন স্ক্রিন চলে আসলো যেখানে আবারো একটা ইমোজি কথা বলছে তার সাথে। যদিও জিডুরীর আসল চেহারা অনেক সুন্দরী যেটা এলেক্স পূর্বে দেখার ফলে জানে তারপরও এলেক্সের কাছে এই ইমোজিকে বেশী ভালো লাগে।



[হ্যা বলো জিডুরী।]



এলেক্স পূর্বে থেকেই জিডুরীকে তার নাম ধরে ডাকা শুরু করেছে। প্রথমে তো রিং বলে ডাকতো যেটা অনেকটা অসম্মানজনক ছিলো। যাইহোক এলেক্স জিডুরীর বলা কথা মতো নিজের মনের কথা জিডুরীর কাছে ট্রান্সফার করলো। যদিও জিডুরী না চাইলে জোরে কথা বললেও কেউ শুনবে না এলেক্স ছাড়া। তবে এলেক্স যদি জোরে কথা বলে তাহলে সবাই হয়তো পাগলই বলবে। তাই এলেক্সের কাছে এই প্রক্রিয়াটি অনেক কাজের মনে হলো।



[মাস্টার আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। যেহেতু আপনার মেন্টাল পাওয়ার তেমন বেশী না। তাই এখন থেকে আপনার অনেক চিন্তা ভাবনায় আমার কাছে পৌছায়। যার মাধ্যমে বুঝতে পারলাম আপনার ফ্লার্টিং করতে মন চাচ্ছে।]



জিডুরী পুরো কাহিনী ভালো করে জানে না। সে শুধু শুনেছে তার মাস্টার ফ্লার্ট করতে চাই। ফ্লার্টিং কি সেটা হয়তো এলেক্সের স্মৃতির গল্প গুলো না পড়লে সে জানতো না। তাই সে তার মাস্টারকে সফলতা পেতে সাহায্য করার জন্য এগিয়ে আসলো।



[আমার মেন্টাল পাওয়ার বেশী না মানে?]



এলেক্সের ফ্লার্টিং নিয়ে কোনো আগ্রহ নেই। সে নতুন একটা জিনিস শুনতে পেরেছে জিডুরীর থেকে। মেন্টাল পাওয়ার যেটা এলেক্স পূর্বে শুনে নি। এলেক্স জানে জিডুরীর স্মৃতি সিল রয়েছে এবং এলেক্সের লেভেলের সাথে সাথে সেগুলো আস্তে আস্তে খুলবে। তাই হয়তো জিডুরী এই সম্পর্কে এখন জানতে পেরেছে। জিডুরীও তার মাস্টারের প্রশ্নে উত্তর দিতে লাগলো।



[মাস্টার মেন্টাল পাওয়ার মূলত একজনের চিন্তা শক্তিকে বোঝানো হয়। যদি কারো মেন্টাল পাওয়ার একদমই না থাকে তাকে সাধারন ভাষায় পাগল বলা হয়। কারন তাদের চিন্তা শক্তি একে বারেই থাকে না। আবার মেন্টাল পাওয়ারের উপরেই সব এনার্জি নির্ভর করে। যদি কেউ স্পেল কিংবা অউরা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই তাদের চিন্তা শক্তি বেশী থাকতে হবে। নাহলে কারো স্পেল শক্তিশালী হবে না। আবার মেন্টাল পাওয়ারের উপরেই নির্ভর করে কেউ কারো শরীর নিয়ন্ত্রন করতে পারবে কিনা। যারা দুর্বল মেন্টাল পাওয়ারের হয় তাদেরকে শক্তিশালী মেন্টাল পাওয়ারের লোকেরা কন্ট্রোল করতে পারে খুব সহজেই। তাছাড়া অনেকে তো অন্যদের মনের কথাও শুনতে পারে।]



জিডুরীর ব্যাখ্যা একদম স্পষ্ট নয়। কারন তার স্মৃতি পুরোপুরি ভাবে ফিরে আসে নি। তাই এলেক্স সম্পূর্ন বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পেরেছে। জিডুরীর কথা মতো এলেক্সের মেন্টাল পাওয়ার তেমন বেশী না। যার ফলে এক্সপার্র কেউ তাকে কন্ট্রোল করতে পারবে। তাছাড়া তার মনের ভাবনাও অনেকে জানতে পারবে। তাই এলেক্স ভাবতে লাগলো কি করা যায়।



[কি করা যায় আমার মেন্টাল পাওয়ার বৃদ্ধি করার জন্য?]



এলেক্স জিজ্ঞাসা করলো জিডুরীকে। একটা চিন্তা এলেক্সের মাথায় ঢুকে গেলো। যেহেতু পূর্বের টাওয়ারে টেস্ট গ্রাউন্ড থেকেই বের হওয়ার সুযোগ সে পায় নি, তাই টাওয়ারের উপরের ফ্লোরের সবাই কতটা ভয়ানক সেটা এলেক্স জানে না। এজন্য টাওয়ারে প্রবেশের পূর্বে এলেক্সকে সব দিক দিয়ে প্রস্তুত হতে হবে।



[মাস্টার এটা সাহায্য আমি করতে পারবো না। তবে আমি জানি কে আপনার সাহায্য করতে পারবে।]



জিডুরীর কথাটা শুনলো এলেক্স। জিডুরীকে আর বলতে হলো না। এলেক্সের নজর সোজা এলিনের দিকে চলে গেলো। এলেক্স বুঝে গেলো তাকে এলিনের সাহায্য প্রয়োজন। কিন্তু মেয়েটাকে কিছুতেই বিশ্বাস এলেক্স করতে পারছে না। 



"শুধু কি তাকেই বিশ্বাস করি না?"



এলেক্সের নজর তার বাকি টিম মেটদের দিকেও একবার গেলো। সবাই একটা রেঞ্জের মধ্যে ছিলো। যদি কেউ কখনো এলেক্সকে বিশ্বাসঘাতকতা করে তাহলে তার আনডেড অপেক্ষা করছে তাদের জন্য।



[তাহলে আসল কথায় আসা যাক। মাস্টার আমি আপনাকে ফ্লার্টিং শিখাবো। মাত্র কয়েক মিনিটেই আপনি এক্সপার্টদের মতো ফ্লার্ট করতে পারবেন।]




কথা আবারো আগের জায়গায় এসে দাড়ালো। এলেক্স ইচ্ছা করেই এটাকে এড়ানোর চেষ্টা করছিলো। যেহেতু ডেইলি মিশন তাই কালকে অবশ্যই এই মিশন থাকবে না। তাই একদিনে ফ্লার্ট করে এলেক্স সারা জীবনের জন্য ব্লাক লিস্টে পরতে চাই না।




* * *



অন্য দিকে ডিমনিক ফরেস্টের সেফ জোনের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি দাড়িয়ে আছে। ক্যাপিটাল থেকে একটা দামী রথ এসেছে অনেক ক্ষন পূর্বে। তার মধ্যে তিনজন ব্যক্তি বসে আছে। তিনজনের মধ্যে দুজনই মেফাস ক্যাপিটালের নামকরা দুই এস লেভেল হান্টার। যারা এখানে এসেছে বর্তমান ট্রিপল এ প্লাস মিশনের জন্য। তাদের মধ্যে কথা হচ্ছে।



-->>আমাদের সাথে কি ফাজলামি করা হচ্ছে। আমরা ক্যাপিটালের নামকরা দুজন হান্টার। আর আমাদের সাথে মিশনে পাঠানো হচ্ছে কোথাকার কোন ছোট শহরের নামহীন এক হান্টার।(প্রথম হান্টার)



-->>ম্যানেজার আপনি বললেন ছেলেটা নাকি নতুন এস র‍্যাংক হান্টার। কিন্তু আমি তো ছেলেটার মধ্য থেকে কোনো এনার্জিই অনুভব করতে পারছি না। আর মরিচা পড়া একটা সোর্ড নিয়ে কি সে আমাদের সাথে এই মিশনে যাবে?(দ্বিতীয় হান্টার যে একজন সুন্দরী মহিলা)



-->>এখানে আমাদের কিছু করার নেই। আপনাদের দুজনের খুব তারাতারি এই মিশনটা শেষ করার দরকার ছিলো, আর এই সময়ে ক্যাপিটালে কোনো এস র‍্যাংক হান্টার নেই। তাই আমাদের আশেপাশের শহর গুলোতে এই মিশনের রিকুয়েস্ট পাঠাতে হয়েছে। আর ডিমনিক ফরেস্টের পাশের শহরের হান্টার এসোসিয়েশান থেকে এই ব্যক্তিকে পাঠিয়েছে।(হান্টার দুজনের ম্যানেজার)




ম্যানেজারকে ম্যানেজার কম একজন ধনী পরিবারের বাটলার মনে হচ্ছে। খুব সুন্দর করে বুঝিয়ে দিলো হান্টার দুজনকে। কিন্তু তার উত্তরে হান্টার দুজন সন্তুষ্ট হলো না।



-->>এসব ছোট শহরে কি আজকাল এফ র‍্যাংক হান্টারদেরও হান্টার হওয়ার সুযোগ দেই নাকি।(প্রথম হান্টার)



-->>আপনি চাইলে আমরা এই মিশনটা পিছিয়ে দিতে পারি। তাতে ক্যাপিটাল থেকে একজন শক্তিশালী হান্টার নিতে নিয়োগ দিতে পারতাম।(ম্যানেজার)



-->>না সেটার প্রয়োজন হবে না। এমনিতেও এই ডিমনিক বিস্টের জন্য আমরা দুজনই যথেষ্ট। আমরা তো আরেকজন কে নেওয়ার চেষ্টা করছি যাতে আমরা লড়ার সময় অন্য কোনো ডিমনিক বিস্ট আমাদের ডিসট্রাব না করে।(দ্বিতীয় মহিলা হান্টার)



-->>এখন আমাদের একটা ডিমনিক বিস্টও হত্যা করতে হবে আবার এই বাচ্চাটার বেবী সিটিং ও করতে হবে। এর থেকে খারাপ ভাগ্য আর কি হতে পারে।(প্রথম হান্টার)




তিনজনে আর তর্ক করলো না। হান্টার দুজন বের হলো রথের মধ্য থেকে। বাইরে দাড়িয়ে ছিলো লুসিফার যার চুলগুলো বাতাসে উড়ছিলো হালকা ভাবে। একটু পরেই সে প্রবেশ করবে সেটার মধ্যে তাই অধীর ভাবে সেদিকে তাকিয়ে আছে।



"তাহলে এটাই ডিমনিক ফরেস্ট। ভিতরে বেশ কয়েকটা ফাটল রয়েছে মনে হচ্ছে। মনে হচ্ছে ডিম্যান ওয়ার্ল্ড এবং এখানের মধ্যকার ফাটলের জন্য এই ফরেস্টের মধ্যে ডিমনিক এনার্জি ভরে রয়েছে। ওয়েল আমার মনে হচ্ছে এই ট্রিপটা অনেক ইন্টারেস্টিং হবে। ভিতরে বেশ কিছু চেনা এনার্জিও অনুভব করতে পারছি।"




লুসিফারের চোখ ছলছল করে উঠলো। সে ভেবেছিলো ট্রিপটা তেমন ইন্টারেস্টিং হবে না। তবে এখন তার মন বেশী উত্তেজিত হয়ে রইলো। তাই নিজের প্রাইডকে শক্ত করে ধরে সে ডিমনিক ফরেস্টে প্রবেশের জন্য অপেক্ষা করতে লাগলো।




* * *


To Be Continued 


* * *



কেমন হলো জানাবেন।

About the Author

হৃদয় বাপ্পী
Hello Friends, My Name is Bappy and Welcome To Our Website. My Passion is to Share Knowledge With Everyone. Also I am a writer.

6 comments

  1. Thanks bhai. 💛💛
  2. অসাধারন একের পর এক নতুন চমক
  3. 😄😄🥰জীডুরি এর ক্যারেক্টার টা অনেক ফানি আর ইন্টারেস্টিং ছিল।তবে এখনো গল্পের কোনো রহস্যই বের হলো না😶,অপেক্ষায় রইলাম😍😍
  4. রহস্য আছে বলেই গল্পটা জোস😍😍😇
  5. edaning golpo ta okarone besi bekkha hoye jacche ...main topics e bolle khusi hobo ...ager moto tripti pabo
  6. kemon holo seta bole sesh korte parbo nah.. sudhu bolbo tomar hate abong mathay magic ache.. just wow!!!!!!!!!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.