[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৪২
।
।
(ডিমনিক ফরেস্ট)
টেস্টে মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দশটা টিমকেই চতুর্থ অথবা পঞ্চম জোনের মধ্যে প্রবেশ করতে হবে। প্রথম থেকে তৃতীয় জোন কাছাকাছি হলেও তৃতীয় জোনের পর থেকে দূরত্ব অনেকটা বেড়ে যায়। আর এজন্যই চতুর্থ জোনে পায়ে হেটে পৌছাতে এক মাসের মতো সময় লাগবে। কেউ যদি কোনো ম্যাজিকের ব্যবহার করে যাতায়াত করে তাহলে সেটার সময় আরো কম লাগতে পারে।
এলেক্স তার পৃথিবীতে থাকা সময় গুলো অনেক মিস করতেছে। সেখানে তাকে যাতায়াত নিয়ে কোনো চিন্তা করতে হতো না। অন্তত পায়ে তো হাটতে হতো না। যদিও এলেক্স দেখেছে এখানে যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করা হয় তারপরও টেস্টের মধ্যে সেটা ব্যবহার যোগ্য নয়। এলেক্সের মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে তাই সে সকালের কথা ভোলার জন্য পূর্বের স্মৃতি মনে করার চেষ্টা করছে। যদিও তার জীবনে ভালো কোনো স্মৃতি নেই তারপরও সবাই নিজেদের অতীতের চিন্তা করে অনুতপ্ত হয়। ফিরে যেতে চাই অতীতে আবারো। এলেক্সও তেমনি, ফিরে যেতে চাচ্ছে তার অতীতে। সব কিছু আবারো প্রথমের মতো করে নিতে চাচ্ছে।
এলেক্স তার সামনে থাকা সিস্টেম এর প্রজেকশনের দিকে তাকিয়ে রইলো। যেখানে বলা হচ্ছে।
-""কনগ্রাজুলেশন মাস্টার। আপনি আপনার ডেইলি মিশন সম্পূর্ন করেছেন। রিওয়ার্ড হিসাবে থাকছে পাঁচ স্ট্যাট পয়েন্ট এবং একটা র্যানডম বক্স""-
এলেক্স কেনো জানি আগ্রহ হারিয়ে ফেলছে। সব কিছু তার কাছে হঠাৎ ঝাপসা লাগা শুরু করেছে। তার মনে অনেক চিন্তা ভাবনা। তাই সব গুলোকে সে একসাথে বুঝতে পারছে না। নিজের হাটুতে পরে গেলো এলেক্স।
সামনে থেকে চেইন এবং বাকিরা লক্ষ করলো। এলেক্স ঘেমে গিয়েছে। ডুফেস এবং জেয়াব তারাতারি এলেক্সকে ধরলো। এলেক্স তার জ্ঞান হারিয়ে ফেললো এবং ঘুমের মধ্যে চলে গেলো।
-->>আমার মনে হচ্ছে আমরা একটু বেশীই জোর দিচ্ছি আমাদের শরীরের উপরে। আজকের দিন আমাদের এখানেই ক্যাম্প করা উচিত।(চেইন)
-->>এলেক্সের হঠাৎ কি হলো? একটু পূর্বেই মনে হলো একদম অন্যরকম মানুষ হয়ে গিয়েছিলো আবার এখন সেন্সলেস হয়ে গেলো?(ডুফেস)
ডুফেস কথাটা লুবা এবং স্নেরার দিকে তাকিয়ে বললো। যেহেতু তারা হিলার তাই কি হয়েছে এলেক্সের সাথে এটা তো ঠিকই বলতে পারবে তাই না? কিন্তু দুজনের কেউই কিছু বলতে পারছে না। এলেক্সের পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে। সেই সাথে শরীরের পার্লসও দুর্বল হয়ে আসছে।
লুবা এবং স্নেরা অনেকটা চিন্তিত হলো। এই প্রথম তারা এমন একটা পরিস্থিতিতে পরেছে যেখানে তাদের হিলিং ম্যাজিক কোনো কাজে দিচ্ছে না। স্নেরা নতুন হিলিং স্পেল গুলোই ব্যবহার করতে পারে যেগুলো সাধারন। তবে লুবা একটা মিডিয়াম স্পেলও ব্যবহার করতে পারে তাই এলেক্সের কোনো সমস্যা থাকলে সেটা খুব জলদিই ঠিক হয়ে যাওয়ার কথা ছিলো।
-->>ওকে রেস্ট নিতে দাও। ওর কোরে এনার্জি শূন্য হয়ে আছে। যার কারনেই ওর শরীর এমন আজব ব্যবহার করছে।(মিও)
হঠাৎ মিও এর কথা শুনতে পেয়ে সবাই কিছুটা স্বস্তি অনুভব করলো। যদিও এই টেস্টে এলেক্স কিছুই করে নি তাদের সাহায্যের জন্য তারপরও এখন এলেক্স তাদেরই একজন। যদি এলেক্সের কিছু হয়ে যায় তাহলে এই পুরো টিম বাতিল হয়ে যাবে। তাই এলেক্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলো সবাই।
সবাই খাবার এবং তাবু তৈরীতে ব্যস্ত। এলেক্সের পাশে এই সময়ে রয়েছে এলিন। এলেক্সের আজব ব্যবহারে বাকি কেউ সাহস পাই নি তার পাশে থাকার। তার নিরাপত্তার জন্য যখন চেইন মেয়েদের মধ্য থেকে একজনকে থাকতে বলে, তখন এবা সরাসরি মানা করে দেই। স্নেরা এবং মাইরা দুজনের মুখ লাল হয়ে যায় এবং লজ্জায় দুজনেই মানা করে। লুবা এবং মিও রান্না করবে, তাই এলিনই রাজি হয় এলেক্সের পাশে থাকার জন্য।
দিনের সময় ডিমনিক বিস্টের ভয় না থাকলেও যদি এই ফরেস্টের মধ্যে কোনো বন্ধু ঘুমায় তাহলে আরেকজন বন্ধুকে অবশ্যই তার সুরক্ষার জন্য থাকতে হবে কাছে। এলিন মনোযোগ দিয়ে বসে ছিলো এলেক্সের পাশে। তার হাতের ব্রেসলেটটা কেপে উঠলো হঠাৎ। সবাই তাদের থেকে অনেকটা দূরে তাই ব্রেসলেট থেকে পাখিটা কথা বলতে লাগলো।
-->>জিডুরী এই ছেলেটার শরীরকে কিছু সময়ের জন্য দখল করেছিলো। তাই সাইড ইফেক্ট হিসাবে ছেলেটা নতুন কিছু অভিজ্ঞতা করছে।
পাখিটার কথা শুনে এলিন আরো মনোযোগ সহকারে তাকালো। যদিও তার সেন্স করার ক্ষমতা এতো বৃদ্ধি পায় নি তারপরও সে লক্ষ করতে পারছে এলেক্সের শরীরের চারপাশ দিয়ে একটা এনার্জি ঘুরপাক খাচ্ছে যেটা থেকে খুব খারাপ একটা সেনসেশন অনুভব করছে এলিন।
-->>আপনি অনুভব করেছেন এটা তাই না?(পাখি)
ফিনিক্স পাখিটার কথায় এলিন বুঝতে পারলো এটা এমন কিছু যেটা তার জ্ঞানের বাইরে। তাই সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো?
-->>কি এই আজব এনার্জি?(এলিন)
এনার্জিটা এতোক্ষন অনুভব না হলেও এখন সেটা এলেক্সের শরীর থেকে ভালো ভাবেই বের হচ্ছে। এমন একটা এনার্জি যেটা অনুভব করার সাথে সাথে এলিনের মনে হচ্ছিলো সে হয়তো এই মুহূর্তেই মারা যাবে।
-->>ডেড।
পাখিটার আজব উত্তরে এলিনের চোখ উপরে উঠতে সময় লাগলো না। ডেড? কখনো ডেড এনার্জি নামক কিছু কি সে শুনেছে? পাখিটার কথা বুঝতে না পারলো না। আর ফিনিক্স পাখিটা ব্রেসলেটের মধ্য থেকেই বলতে শুরু করলো।
-->>অনেক বছর আগের কথা। ইউনিভার্সে অনেকগুলো রুলার ছিলো। যাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন ছিলো রুলার অফ ডেড। আমার মাস্টার এবং রুলার অফ ডেডের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিলো। যার ফল স্বরূপ আমার মাস্টার ডেড রুলারকে পুরো এবজোর্ব করে নেয়। যার ফলস্বরূপ আজও রুলার অফ ডেড নিখোজ রয়েছে। আমার মাস্টার রুলার অফ ডেডকে এবজোর্ব করার ফলে তার ক্ষমতা গুলোও পেয়ে যায়। তবে কখনো সেটা ব্যবহার করে নি। আর এই ছেলেটার শরীর যেহেতু জিডুরী দখল করেছিলো কিছু সময়ের জন্য তাই এই সময়ের মধ্যে জিডুরীর মধ্যে সংগ্রহ করা সেই রুলার অফ ডেড এর ক্ষমতা গুলো নারা দিয়েছে।(পাখি)
ফিনিক্স পাখিটার কথা মতোই হয়েছে। একটা রুলারকে যতই হত্যা করা হোক তার স্মৃতি তার ভাবনা শক্তিকে পুরো পুরি ধ্বংস করা যায় না। রুলার অফ ডেড অনেক শক্তিশালী এক বিয়িং ছিলো। যার পুরো শরীরকে ডিম্যান প্রিন্স বিলজবাব এবজোর্ব করে নেই এক সময়ে। যদিও রুলারের আসল শরীর মারা যায় তবে তার চিন্তা শক্তির কিছুটা অংশ বিলজবাব এর মধ্যে থেকে যায়। বিলজবাবের মাইন্ড পাওয়ার শক্তিশালী থাকায় সেই আংশিক চিন্তা শক্তি কিছুই করতে পারে নি। তবে বিলজবাব এর গায়েব হওয়ার পর এই চিন্তা শক্তি তার সকল ক্ষমতার সাথে রিং অফ বিলজবাবের মধ্যে ছিলো। যাকে জিডুরীও বলা হয়ে থাকে।
একটু পূর্বেই এলেক্সের শরীরকে জিডুরী দখল করেছিলো। অবশ্য এটা জিডুরীর প্রস্তাব ছিলো কিন্তু এলেক্স নিজে রাজি হয়েছিলো। অনেক ম্যাজিকাল আইটেম রয়েছে যারা তাদের হোস্টের শরীরকে দখল করতে পারে কিছু সময়ের মধ্যে। এই সময়ে হোস্টের ক্ষমতা অনেক হারে বেরে যায়। তবে জিডুরী যেহেতু একটা জীবিত ম্যাজিকাল আইটেম তাই তার আলাদা একটা চিন্তা ভাবনা রয়েছে। এলেক্সের শরীর দখলের সময় এলেক্স নিজের চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলে। তার কাছে এমন মনে হচ্ছিলো সে ঘুমে ছিলো কিছুক্ষন। আর সেই সময়ে জিডুরী এলেক্সের শরীর দিয়ে মাইরা এবং স্নেরা দুজনের সাথেই অনেক রোমান্টিক রোমান্টিক গল্প করেছে। যেটা তার ফ্লার্টের মিশনকেও পূর্ন করেছে।
জিডুরীর স্মৃতি সিল থাকার ফলে সে বেশী কিছু জানে না। এলেক্সের শরীর দখল করার পরই তাদের দুজনেরই সাইড ইফেক্ট দেখা দিয়েছে। ঘুমের মধ্যে চলে গিয়েছে দুজনই। এলেক্স অনেক আজব স্বপ্ন দেখতে শুরু করেছে।
-->>তাহলে তুমি যেটা বলতে চাচ্ছো তোমার মাস্টারের মধ্যে এই রুলার অফ ডেড নামক ব্যক্তির সামান্য চিন্তা ভাবনা ছিলো। যেটা এখন এলেক্সের শরীর দখলে নেওয়ার চেষ্টা করছে?(এলিন)
পাখিটা ক্লিয়ার ভাবে না বললেও এলিন বুঝতে পেরেছে পাখিটার কথা। একটু চিন্তাতেও আছে। সে এই ছেলেটার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলো কিছু সময়। কিন্তু এখন যদি বিলজবাব এর কোনো শত্রু এই ছেলের শরীর দখলে নিতে চাই তাহলে তো সেটা এলিনের জন্য মোটেও ভালো না। এটা হওয়ার পূর্বেই এলেক্সকে হত্যা করতে হবে তাকে।
-->>আপনার চিন্তার কোনো কারন নেই। যদিও ছেলেটার মাইন্ড তেমন শক্তিশালী না। তারপরও যেহেতু সে গ্লাটোনি ব্যবহার করছে অবশ্যই মাস্টারের অন্য ক্ষমতাও ব্যবহার করতে পারবে।(পাখি)
এলিন প্রতি রাতেই একই স্বপ্ন দেখে। যেখানে সে গল্পে একজন দর্শক হয়ে একটা ছেলের জীবন দেখে। ছেলেটা অসহায় থেকে একজন ডিম্যান প্রিন্সে পরিনত হয় তার স্বপ্নের মধ্যেই। সে আর কেউ ছিলো না বরং ডিম্যান প্রিন্স বিলজবাব। বাকি সবাই হয়তো জানে না তবে এলিন জানে এই পাঁচটা চাবি একত্র করলে ডিম্যান প্রিন্স বিলজবাব আবারো রেইনকার্নেড হবে। আর সেটার জন্যই শক্তিশালী হচ্ছে সে। তাই সে কোনো ভুল করতে চাচ্ছে না। তার বর্তমান লেভেলে সে টাওয়ার থেকে আসা ব্যক্তিকে কখনোই হারাতে পারবে না। যদিও সে জিডুরীকে এলেক্সের কাছ থেকে দখল করে তারপরও কোনো চান্সই তার নেই।
"কারন একমাত্র জিডুরীই তৃতীয় কোনো মাস্টার বেছে নিবে না।"(এলিন ভাবছে)
কথাটা সে তার কাছে থাকা পাখিটার কাছেই শুনেছিলো। রিং অফ বিলজবাব যার প্রথম মাস্টার ডিম্যান প্রিন্স বিলজবাবই। এবং দ্বিতীয় মাস্টার এলেক্স। তাই এখানে তৃতীয় ব্যক্তি এটা ব্যবহার করতে পারবে না। তবে এই বলে এমন না যে এটা কোনো কাজে আসবে না। হোস্টকে হত্যা করলে নিজের কাছে ঠিকই রাখা যাবে। যখন বাকি গুলো একত্র করা হবে তখন সব গুলো একসাথে ব্যবহার করা যাবে। যেহেতু ফিনিক্স পাখির মধ্যে ডিম্যান প্রিন্স বিলজবাব এর সকল জ্ঞান রয়েছে তাই এলিন তার থেকে এটুকু জানতে পেরেছে।
-->>তাহলে কত পারসেন্ট চান্স আছে ওর?(এলিন)
এলিন পাখিটার কাছে জিজ্ঞাসা করলো এলেক্সের ব্যাপারে। এলেক্স নিজের চিন্তাকে কি আদৌও ধরে রাখতে পারবে রুলার অফ ডেড এর ছোট চিন্তার অংশের কাছে? পাখিটা উত্তর দিতে লাগলো একটু বিরক্ত গলায়,
-->>একজন রুলারকে রুলারই বলা হয়। যদিও তাদের জায়গা আমার মাস্টারের মতো সাত ডিম্যান প্রিন্সের কাছে কখনো ধরা হয় না। তারপরও তারা এমন ব্যক্তি যারা হিরোদের কন্ট্রোল করে। আর একজন হিরোকে বলা হয় যেকোনো সাধারন গোত্রের সবচেয়ে শক্তিশালী বিয়িং। তাহলে এই ধারনায় বোঝা যায় একজন রুলারের বিন্দু মাত্র চিন্তা একটা সাধারন মানুষের জন্য কেমন হতে পারে।(পাখি)
এলিন এলেক্সের সুরক্ষা নিয়ে কিছু চিন্তা করছে না। সে নিজের কথা ভাবছে। সে তার হাতকে শক্তি করে ধরলো। মন চাচ্ছিলো এখনি তার ম্যাজিক ব্যবহার করে সমস্ত চিন্তা শেষ করে ফেলতে। কিন্তু এমন করলে নিজের বিপদে নিজেরই পরতে হবে। অন্তত এলেক্স থাকলে এলিন সিওর হতে পারতো যে টাওয়ারের ব্যক্তিটাকে তারা হারাতে পারবে। কিন্তু সে একা কি পারবে? যেহেতু সে ব্রেসলেট এর ক্ষমতা ব্যবহার করতে চাচ্ছে না তাই তো সেটা আসলেই অসম্ভব।
-->>এমন নয় যে শুুধু জিডুরীই একা তৃতীয় মাস্টার বেছে নিবে না। আমার মাস্টারের আদেশ ছিলো মাত্র একটা মাস্টার পছন্দ করে তার সুরক্ষা করতে। আপনি আমাকে এখনো ব্যবহার করতে চান না। সেই হিসাবে আপনি আমার মাস্টার হন নি এখনি। যদি আপত্তি না করেন তাহলে আমি এই ছেলেটাকে আমার মাস্টার বানাতে পারি।(পাখি)
এলিন ফিনিক্স পাখিটার কথায় হঠাৎ অবাক হলো। সে জীবনে এতোটা আশ্চর্যের মুহূর্তে পরে নি যেমনটা আজকে পরছে। যদিও সে ব্রেসলের এর ক্ষমতা ব্যবহার করতে চাই না, কিন্তু এটা অন্যকে দিয়ে দেওয়া মানে তাকে সমস্ত কিছুর ভরসাও সেই ব্যক্তির উপরে রাখতে হবে। কিন্তু এলিন এটা কখনোই চাই না। এলিনের উত্তর না পেয়ে পাখিটা বুঝতে পেলো এলিন কি ভাবছে তাই বলতে লাগলো।
-->>তাহলে আপনাকেই মাস্টার বলার সুযোগ দিন, আমি আমার ক্ষমতায় যতটুকু আছে তা দিয়ে এই ছেলেটাকে সাহায্য করবো।(পাখি)
হেল ফায়ার ফিনিক্স যে শুরু থেকেই তার মাস্টার বিলজবাবের সেবা করে আসছে। তার মাস্টারের কোনো আদেশই সে অমান্য করে নি। তবে একটা আদেশ এখনো সে মান্য করতে পারে নি। তার মাস্টার বলেছিলো একটা নতুন মাস্টার খুজে তার সেবা করতে। যদিও সে নতুন মাস্টার পেয়েছে কিন্তু সেবা করার কোনো সুযোগই পাচ্ছে না। আপাতোতো উচ্চ লেভেল ম্যাজিকাল আইটেম হিসাবে পাঁচ চাবি রয়েছে। যাদের হোস্টের অনুমতি ছাড়া তারা কখনোই হোস্টকে মাস্টার বানাতে পারবে না।
পাখিটা অনেকদিন যাবৎই অপেক্ষা করছে। কিন্তু এলিন কোনো ভাবেই তাকে ব্যবহার করতে রাজি নয়। তাই এটা পাখিটার জন্য ভালো একটা সুযোগ। যদি এলিন তার প্রথম প্রস্তাবে রাজি হয় তাহলেও তার জন্য অনেকটা ভালো।
* * *
(এলেক্স চরিত্রে)
আমি কোথায় আছি, কতক্ষন আছি, কেনো আছি কিছুই বলতে পারছি না। চারিদিক শুধু অন্ধকার। এরকম অবস্থায় কখনো ছিলাম কিনা সেটাও বলতে পারছি না। একটা আওয়াজ শুধু বার বার আমার কাছে আসছে।
[ওয়েলকাম টু মাই ডেড জোন]
[ওয়েলকাম টু মাই ডেড জোন]
[ওয়েলকাম টু মাই ডেড জোন]
কি এই আওয়াজ, কিসের এই আওয়াজ সেটা আমার মাথায় ঢুকছিলো না। কিন্তু আমার মনে হচ্ছিলো আওয়াজটার সাথে সাথে আমিও হারিয়ে যেতে শুরু করেছি। সব কিছু ভুলতে শুরু করেছি। একজন ব্যক্তি মৃত্যুর পূর্বে যেমন সব ভুলে যায়, ঠিক আমারও অবস্থা সেরকম হয়েছে। আমি আমার শরীরকে অনুভব করতে পারছিলাম না। মনে হচ্ছিলো আমি আবারো আমার শরীরকে হারিয়ে ফেলেছি।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।