[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ১০
।
।
একাডেমিতে আজ প্রথম ক্লাস শুরু হওয়ার কথা ছিলো। তবে প্রিন্সিপাল বিনা কারনে একাডেমি এক সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সকালে এক পোস্টম্যান জাদুর ঝাড়ুতে বসে সবার বাসায় একটা করে চিঠি পাঠিয়ে দিয়েছে। চিঠিতে একাডেমি এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে সেটা উল্লেখ ছিলো। সবার মতো এলেক্সের কাছেও চিঠিটা এসেছে। এলেক্স অনেক আগ্রহে ছিলো আজকের ক্লাসের জন্য। কারন সেখানে ম্যাজিক সম্পর্কে অনেক কিছু জানতে পারতো। তবে সে মন খারাপ করে বসে আছে। তার এই অবস্থা দেখে মারিয়া এগিয়ে গেলো তার কাছে।
-->>যদিও আমি Mana এনার্জি সম্পর্কে তেমন কিছু জানি না, তারপরও আমি সাধারন কিছু একটা ধারনা দিতে পারবো এনার্জি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে।(মারিয়া)
মারিয়া কখনো এলেক্সকে ম্যাজিক সম্পর্কে শেখানোর চেষ্টা করে নি। এমনকি লজ্জায় এলেক্সও কখনো শিখতে চাই নি। তবে মারিয়া ছেলের মন খারাপ দেখতে পেয়ে বুঝতে পারলো সে ম্যাজিকের উপরে অনেক আগ্রহী।
-->>যারা এনার্জি ব্যবহার করতে পারে, তাদের সবাইকে নিজেদের এনার্জি অনুভব করতে হয় প্রথমত। এনার্জি অনুভব করার জন্য চোখ বন্ধ করে সমস্ত ফোকাস শরীরের মধ্যে রাখতে হয়। তখন দেখবে অন্ধকারের মধ্যে উজ্জ্বল আলোর উদয় হবে। এই আলোটায় তোমার শরীরের Mana এনার্জি।(মারিয়া)
-->>কেনো এনার্জি তো শরীরের মধ্যেই থাকে ঠিক না?
-->>হ্যা সেটা ঠিক। তবে সে সব এনার্জি Mana Core এর মধ্যে থাকে না। চোখ বন্ধ করার পরে যে উজ্জ্বল আলো দেখতে পারবে সে এনার্জিই মূলত Core এর মধ্যে জমা হয়। এই এনার্জি জমা করার পরই একজন স্পেল ব্যবহার করতে পারবে।(মারিয়া)
-->>আচ্ছা আম্মা, স্পেল গুলো ব্যবহারের জন্য মুখ দিয়ে স্পেল পড়ার দরকার আছে? আপনাকে দেখেছি স্পেল পড়তে, একাডেমির এক শিক্ষকেও দেখেছি।(এলেক্স)
-->>স্পেল জিনিসটা অনেক জটিল। সকল স্পেল ব্যবহারের জন্য স্পেল পড়তে হয়। এটা সবচেয়ে সহজ নিয়ম স্পেল ব্যবহারের। তবে একটা স্পেল পড়তে এক একজনের এক একরকম সময়ের প্রয়োজন হয়। ফাইটের সময় এজন্য Mage রা বিপদে পরে। তবে প্রতিটা স্পেলের সময় কমানো যায়, এটার জন্য প্রাকটিস এবং দক্ষের প্রয়োজন হয়।(মারিয়া)
-->>স্পেল পড়া ছাড়া কি ব্যবহার করা যায় না ম্যাজিক স্পেল?(এলেক্স)
-->>যায়, তবে সেটা শুধু উচ্চ লেভেল Mage করতে পারে। উচ্চ লেভেলে উঠলে Mana এবং স্পেল সম্পর্কে অনেক বেশী জ্ঞান থাকে, তখন যেকোনো স্পেল সম্পর্কে ভাবলেই সে স্পেল তারা ব্যবহার করতে পারে।
এলেক্স আরো বেশ কিছু জিনিস শুনলো তার আম্মার থেকে। এলেক্সকে আবারো আগ্রহী দেখে মারিয়া অনেক খুশি হলো। সে হাসি মনে বাসার কাজ করতে চলে গেলো।
* * *
(এলেক্স রূপে)
আম্মার থেকে বেশ কিছু জিনিস জানতে পেরেছি। যদিও এগুলো ততটা সাহায্য করবে না যতটা না একাডেমিতে গেলে করতো। তবে আমি ম্যাজিক সম্পর্কে সাধারন একটা জ্ঞান অর্জন করতে পেরেছি। স্পেল অনেকটা আমার স্কিলের মতো কাজ করে। আমি যদি মুখ থেকে স্কিলের নাম বলি তাহলে সেটা একটিভ হবে।
আমি ঘর থেকে বাইরে আসলাম। পিছনে ছোট একটা বাগিচা রয়েছে। যার পাশে বেশ কয়েকটা লম্বা লম্বা গাছ রয়েছে। আমি সেই গাছের পাশে চলে আসলাম। ঘর থেকে বের হওয়ার সময় লক্ষ করেছি আম্মা কাজে ব্যস্ত ছিলো।
আম্মার কথা মতে, আমি চোখ বন্ধ করলে উজ্জ্বল আলো দেখতে পারবো। তাই বাগিচার মধ্যে বসে পরলাম। চোখটা বন্ধ করে অনেকক্ষন বসে রইলাম। তবে আমি কোনো উজ্জ্বল আলো দেখতে পাচ্ছিলাম না। তখনি আমার রিং এর শব্দ শুনতে পেলাম,
-->>মাস্টার আপনি কি যোগব্যায়াম করছেন?
-->>না আমি উজ্জ্বল আলো দেখার চেষ্টা করছি।
আমার কথাটা শুনে হেসে দিলো রিং। যদিও আমি হাসার দৃশ্য দেখতে পেলাম না, তবে আওয়াজটা খুব বিরক্ত করছিলো,
-->>হাসির কি হলো?
-->>না মানে মাস্টার, আপনার Mana Core তৈরী হয়নি। এভাবে সারাজীবন বসে থাকলেও তো উজ্জ্বল আলো দেখতে পারবেন না।
-->>মানে? Mana Core তৈরী হয় নি! তাহলে আমি এনার্জি ব্যবহার করছি কিভাবে?
-->>অবশ্যই সেটা আপনার স্কিলের কারনে। Gluttony যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু এবজোর্ব করতে পারবেন। সকল এবজোর্ব বস্তুর এনার্জি আমার ভিতরে জমা হবে। আপনার এনার্জি যখন ব্যবহারের প্রয়োজন হবে তখন আবার আমার থেকে সেটা বের হবে।
-->>তাহলে তুমি আমার Core হিসাবে কাজ করছো।(আমি)
-->>হ্যা। যেহেতু মাস্টারের ওয়ার্ল্ডে ম্যাজিকাল এনার্জি একদম ছিলো না বললেই হয় তাই আপনার কোর তৈরী হয় নি। মূলত কোর জন্ম থেকেই তৈরী হয় একজনের শরীরে। তবে আপনার যেহেতু তৈরী হয় নি তাই আমাকেই আপনার কোর হিসাবে ব্যবহার করতে হবে।
-->>কোর কি এখন তৈরী করার কোনো উপায় নেই?(আমি)
-->>যাদের কোর থাকে না তারা এনার্জি ব্যবহার করতে পারে না। কোর তৈরী অসম্ভব কিছু না। তবে সেটা আমার জ্ঞানের বাইরে। আপনাকে অন্যান্য আইটেম খুজতে হবে সেটার জন্য।
-->>অন্য আইটেম?
-->>আমার স্মৃতি অধিকাংশ Seal করা, তবে আমার এটুকু মনে আছে আমার পুরাতন মাস্টারের একটা রয়েল প্রাণী ছিলো। সে মাস্টারের সকল জ্ঞান বহন করে। মাস্টার আপনি যদি আপনার কোর তৈরী করতে চান তাহলে তাকে খুজতে হবে প্রথমে।
-->>তাহলে আমি আপাতোতো তোমার সাহায্যে ম্যাজিক ব্যবহার করতে পারবো?(আমি)
-->>হ্যা, যদিও একটা আসল কোর থেকে আমি সিমীত পরিমান কাজে আসবো, তবে আপাতোতো সময়ের জন্য সেটাই যথেষ্ট হবে।
-->>ঠিক আছে কোর নাহলে পরে তৈরী করা যাবে।
রিং আপাতোতো চুপ রইলো। তার কথা মতো আমি বুঝলাম আমাকে উজ্জ্বল আলো দেখতে হবে না আর। আমি এখন স্পেল ব্যবহার করতে পারবো। কিন্তু সমস্যা হলো আমি কোনো স্পেলই জানি না। আমি কাউকে পূর্বে স্পেল ব্যবহার করা দেখি নি। আর তাছাড়া আমার এট্রিবিউট ডার্ক, এটার স্পেল ছাড়া আমি অন্য কোনো স্পেল ব্যবহার করতে পারবো না। বেশ অনেকক্ষন চেষ্টা করলাম কিন্তু আমার মাথায় কিছুই আসলো না।
-->>মাস্টার আমি বলবো আপনি আপাতোতো আপনার স্কিল ব্যবহার করুন। স্পেল সম্পর্কে আমার নিজেরও তেমন জ্ঞান নেই।
রিং বোর হয়ে কথাটা বললো। যদিও তার কথায় যুক্তি ছিলো তবে আমার রাগ হচ্ছিলো। আমি একটা ফালতু এট্রিবিউট পেয়েছি, যেটা দিয়ে কোনো কাজই হবে না। তবে হঠাৎ রিং বলে উঠলো,
-->>কনগ্রাজুলেশন মাস্টার আপনার ডার্ক এট্রিবিউট আনলক হয়েছে, আপনি ডার্ক ম্যাজিক ব্যবহার করতে পারবেন। নতুন টাইটেল আনলক হয়েছে "Consumer"।
আমি টাইটেলের নাম শুনে অবাক হলাম। আমি কি কোনো ভিডিও গেমস খেলছি এখানে, কিন্তু রিংকে বলতে ভুলে গেলাম যে এতো পরে কেনো সে আমাকে এটা বলছে। আমি তো কালকেই আমার এট্রিবিউট আনলক করেছি।
-->>টাইটেল?
-->>হ্যা এই টাইটেলের মাধ্যমে আপনার যেকোনো Consume করা খাবার কিংবা বস্তু থেকে এনার্জি এবজোর্ব করতে পারবেন। সেই সাথে তাদের স্কিল কপি করার সম্ভবনাও রয়েছে।
-->>মানে এটা Gluttony স্কিলের মতো।
-->>অনেকটা, তবে Gluttony স্কিলের সাহায্যে আপনার শরীর এবজোর্ব করে আপনার টার্গেটকে এবং এই টাইটেলের মাধ্যমে আপনি যেটা খাবেন সেটায় কাজ করবে।
-->>এটাও কি দিনে একবার?(আমি)
-->>হ্যা।
আমি এখনো আমার স্কিল কিংবা এই রিং এর ক্ষমতা সম্পর্কে পরিচিত হয় নি। Gluttony কে পূর্বে টাওয়ারে থাকা অবস্থায় শুধু একবার ব্যবহার করেছিলাম। যার পর থেকে এখনো কোনো স্কিল ব্যবহার আমি করি নি। আসলে করার সুযোগ পায় নি। আমি যতটা সম্ভব মারিয়া এবং এলমন্ডের কাজ থেকে আমার পরিচয় গোপন রাখার চেষ্টা করছি। আমি জানি না কিভাবে এলেক্স হয়েছি কিন্তু আমি আজব কিছু করলে তারা সন্দেহ করতে পারে এটা ভেবে যে আমি তাদের ছেলে নয়। তবে একাডেমিতে প্রবেশের পর হয়তো সেটা নিয়ে বেশী চিন্তা করতে হবে না।
আপাতোতো আম্মা ঘরের মধ্যে আছে, যেহেতু আমি ডার্ক এট্রিবিউটের কোনো স্পেল সম্পর্কে জানি না, তার জন্য স্কিল ব্যবহার করার চেষ্টা করা যায়। এখানে Gluttony ব্যবহারের কোনো প্রয়োজন আমি দেখছি না। আমার টাইটেলের স্কিলও এখানে কাজে দিবে না। কারন খাওয়ার মতো কিছু সবজি ছাড়া আর কিছুই নেই। তবে যতদূর মনে পরে আরো তিনটা স্কিল রয়েছে আমার। Medic যেটা হিলিং স্কিল। রিং এর ব্যাখ্যা মতে আমার এটা ব্যবহারের জন্য কোনো Pran এনার্জির প্রয়োজন হবে না। আমি মূলত এটার উপরে আগ্রহী না। যেটা আমাকে আগ্রহ করছে সেটা হলো Dark Fire এবং Skeleton Army। ডার্ক ফায়ারের মাধ্যমে আমি আমার শরীর দিয়ে কালো রঙের আগুন তৈরী করতে পারবো। যেটা ফায়ার এট্রিবিউটের থেকে কম কিছু না।
-->>মাস্টার আপনি Dark Fire স্কিল ব্যবহার করতে পারবেন। তবে প্রতি ব্যবহারের পরে পাঁচ মিনিটের কুল ডাউন থাকবে। পাঁচ মিনিট পরে আবার ব্যবহার করতে পারবেন।
রিং হঠাৎ তার জ্ঞান আমাকে দিলো। আমার কাছে এটা ভিডিও গেমস ছাড়া কিছুই মনে হচ্ছিলো না। স্কিল, কুলডাউন আমি কি কোনো MMORPG গেমস খেলছি? যদিও টাওয়ারের উদয় হওয়ার পর থেকে সকল অবাস্তব জিনিসকেও বিশ্বাস করতে হচ্ছে। তাই এ বিষয়ে আমি কম্প্লেইন করতে পারছি না।
-->>Dark Fire।
আমার ডান হাতের তালু আমি সোজা করে আকাশের দিকে মুখ করে রেখেছিলাম। তালুর মধ্যে হঠাৎ কালো ধোয়ার মতো তৈরী হলো। কয়েক সেকেন্ডের পরেই দেখতে পেলাম সামান্য আগুন তৈরী হয়েছে যেটা কালো রঙের দেখতে।
-->>মাস্টার আপনি এই আগুনকে নিজের মতো কন্ট্রোল করতে পারবেন। তবে আমার ভিতরে আপনার যতটুকু Mana রয়েছে তাতে এর চেয়ে বেশী আর হবে না। আপনাকে বেশী বেশী Gluttony স্কিল এবং Consumer টাইটেলের ব্যবহার করতে হবে।
রিং এর কথা মতো বুঝতে পারলাম আমার সামান্য এনার্জিতে দশ সেকেন্ডের বেশী আমি এই ডার্ক ফায়ারকে জ্বালিয়ে রাখতে পারবো না। তবে এই স্কিল ব্যবহারের মাধ্যমে আমি সাধারন একটা ধারনা করতে পেরেছি। আমার স্কিল ব্যবহারের জন্য আমাকে নাম ব্যবহার করতে হয় স্কিলের, যেটা অনেকটা স্পেল ব্যবহারের মতোই। তবে আমি যখন আমার স্কিলের নাম বললাম তখনি স্কিল একটিভ হয় নি। বরং যখন আমি মনের মধ্যে কালো রঙের আগুনের একটা রূপ ভাবছিলাম তখনি হাতে কালো আগুনের উদয় হয়।
-->>আচ্ছা রিং, আমার স্কিলের মতো স্পেলও কি কাজ করে?
-->>মাস্টার ঠিক ধারনা করছেন। যদিও আমার বিষয়টা মাত্র মনে পরলো। আপনার স্কিল কাজ করে মনের মধ্যে ক্লিয়ার একটা চিত্র অঙ্কনের মাধ্যমে। যেটাকে একটিভ করতে আপনার স্কিলের নাম বলার প্রয়োজন হয়। ঠিক সেরকমই স্পেল। স্পেল ব্যবহারের জন্যও মনের মধ্যে সে স্পেলের ক্লিয়ার একটা চিত্র অঙ্কন করে নিতে হয়। যদি চিত্রটা বেশী ক্লিয়ার না হয় তাহলে স্পেলের নাম বলতে হয়, এবং যদি বেশী ক্লিয়ার হয় তাহলে নাম না বললেও হয়।
রিং এর কথা পেচানো মনে হলো। ঠিক মতো না বুজলেও আমি স্পেলের গোপন সিকরেট সম্পর্কে জানতে পেরেছি। শুধু আমাকে একবার বেশ কিছু স্পেল দেখতে হবে। আমি জানি না কিভাবে স্পেল কাজ করে এই ওয়ার্ল্ডের। তবে কয়েকটা স্পেল দেখলেই আমি সেগুলোর ক্লিয়ার একটা চিত্র পাবো আমার মনের মধ্যে।
* * *
এলমন্ড যাচ্ছে হান্টার অরগানাইজেশন এর একটা মিশনে। মারিয়ার অনুমতিতে সে এলেক্সকে সাথে করে নিয়ে যাচ্ছে। তাদের গন্তব্য মেফাস ক্যাপিটালের পিছনের বনে। এটা তেমন বিশাল বন না। তবে বড় বড় দুটো পাহাড় থাকায় অনেক বড় দেখায় বনটাকে। বনের মধ্যে বিভিন্ন ধরনের ডিমনিক বিস্ট রয়েছে। এক সময় সাধারন প্রানী ছিলো তারা। তবে তারা ডিমনিক এনার্জির সংস্পর্শে এসে Evolve হয়। ক্যাপিটালের পিছনে এই বন থাকায় হান্টার অরগানাইজেশন বিভিন্ন শক্তিশালী ডিমনিক বিস্ট হত্যার মিশন দেই বিভিন্ন হান্টারকে। হান্টারগুলো মিশনের বিস্ট শিকার করে অর্থ উপার্জন করতে পারে। এভাবে বনের ডিমনিক বিস্টও নিয়ন্ত্রিত থাকে।
এলমন্ড তার ছেলেকে নিয়ে উপস্থিত হয় বনের মধ্যে। এলেক্স অনেক কৌতহলী। তার মুখে ভয়ের কোনো চিহ্ন দেখছে না এলমন্ড। কিছুটা স্বস্তি ছারলো সে ছেলের ভয় না দেখে। কিন্তু এলমন্ড হয়তো জানে না যে হাজার হাজার Skeleton আর্মির সাথে কোনো ম্যাজিকাল অস্ত্র ছাড়া ভাঙা একটা ছোট ড্যাগার দিয়ে লড়াই করে ভয়কে জয় করা এলেক্স আর কিছুই ভয় পাই না এখন।
-->>এলেক্স আজকে বাবা তোমাকে দেখাবে একজন Aura user এর ক্ষমতা। প্রথমে আমি টার্গেটকে খুজে শেষ করি তারপর এই বনের একটা স্পেশাল জায়গায় আমি নিয়ে যাবো তোমাকে।
এলেক্স নিজে ভয় না পেলেও এলমন্ডের জন্য চিন্তিত ছিলো। কারন বাকি হান্টারের মতো সে কোনো অস্ত্র কিংবা ম্যাজিকাল আইটেম বহন করে না। তবে এলেক্সের চিন্তা কিছু সময়ের জন্য ছিলো। কিছুক্ষনের মধ্যেই তারা Two Headed Snake পেয়ে যায়। সাপটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিলো, যেটার শক্তিও কম ছিলো না। এলেক্স শুনেছে এরকম একটা ডিমনিক বিস্ট শিকারের জন্য দুজন দক্ষ হান্টারেরও অনেক সময়ের প্রয়োজন হয়। তবে তার চোখের সামনে এলমন্ড মাত্র একটা ঘুষির মাধ্যমে দুই মাথা যুক্ত সাপকে টুকরো টুকরো করে দেই। সাপটার ব্লাড এবং Poison এ চারপাশ ছরিয়ে গেলো। এলেক্স দূর থেকে বিশ্বাস করতে পারছিলো না সে কি দেখছিলো। তার বাবা সাপটার থেকে অন্তত দশ ফুট দূরে ছিলো। হাতের ঘুষিতে দশ ফুট দূরে থাকা সাপের একটা অংশও দেখা যাচ্ছে না। কিন্তু এটুকুই ছিলো না শুধু, সাপের পিছনে থাকা জায়গায় মনে হচ্ছে উল্কা পতন হয়েছে আকাশ থেকে। বিশাল একটা জায়গা নিয়ে গর্ত তৈরী হয়েছে, যেখানে একটা গাছের চিহ্নও নেই।
-->>মারিয়া বলেছিলো একটু কন্ট্রোলে থাকতে, কিন্তু এটা মনে হয় বেশীই হয়ে গেছে। তারপরও লিমিটার খোলার পর মাত্র এক শতাংশ ক্ষমতায় ব্যবহার করলাম।
এলমন্ড আস্তে আস্তে কথাটা বললো। সে বুক ফুলিয়ে এলেক্সের দিকে যেতে লাগলো। সে দুটো জিনিস ভেবে নিয়েছে, হয়তো এলেক্স তার বাবার ক্ষমতা দেখে ভয় পাবে কিংবা আগ্রহী হবে। ভয় পেলে শান্তনা দেওয়ার জন্য প্রস্তুত ছিলো এলমন্ড। এবং আগ্রহী হলেও সে বিষয়ে অনেক লেকচার ভেবে রেখেছিলো মনে মনে।
এলেক্স ভাবেও নি কখনো সে এতো মারাত্মক কোনো দৃশ্য সে দেখতে পারবে। সে ভাবতেই পারছে না তার বাবা এতো শক্তিশালী। তাহলে কি এলেক্সও Aura এনার্জি ব্যবহার করতে পারলে এমন করতে পারতো? চিন্তার মধ্যে তার বাবা তার সামনে এসে হাসি মাখা একটা মুখ করলো। এলেক্সের মনে হলো তার বাবা যুদ্ধ জয় করে এসেছে। এলেক্স অবাক হলেও তার মুখে সে দৃশ্য দেখা যায় নি, তাই এলমন্ড বুঝতে পারলো না তার দুই ফরমুলার কোনটা ব্যবহার করবে। এলমন্ড খুশি থাকলেও মনে মনে কষ্ট পেলো। সে এলেক্সকে কাধের উপরে তুলে নিলো এবং একটা স্পেশাল জায়গায় নিয়ে যেতে লাগলো।
বনের মধ্যে একটা বিশাল ওয়াটারফল রয়েছে। যার সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। একটা ছোট নদের মতো তৈরী হয়েছে উপরের পানি নিচে পরার ফলে। এলেক্সকে নামিয়ে দিলো এলমন্ড। এলেক্সের মুখে এখন অবাক হওয়া দৃশ্য দেখতে পেলো এলমন্ড। এলমন্ড আবারো বিশ্ব জয় করা একটা হাসি দিলো,
-->>এলেক্স তুমি এখানে দাড়াও। আমি এখনি আসছি।
এলমন্ড পানির মধ্যে ঝাপ দিলো। এই নদের মধ্যে এক ধরনের বিশেষ মাছ পাওয়া যায়। যেটা অনেক জনপ্রিয় একটা খাবার ক্যাপিটালের মধ্যে। তবে নোবেলরা ছাড়া এটা কেউ খেতে পারে না। ক্যাপিটালের মধ্যে আইনীভাবে নিষিদ্ধ এই মাছ খাওয়া কমনারদের জন্য। তাই এলমন্ড একটা ধরতে গিয়েছে। তার বেশীক্ষন লাগলোও না। একটা বিশাল কাকড়ার এক পা ধরে পানির মধ্য থেকে বেরিয়ে আসলো সে। অপেক্ষায় ছিলো এলেক্সের মুখে আবারো বিস্ময় দেখতে। তবে সে যে নিজেই বিস্ময় হয়ে যাবে এটা ভাবতে পারে নি। এলেক্স আগুন ধরিয়েছে। সেই আগুনে ছয় ফুট সাইজের একটা গরিলাকে কাবাব করছে।
* * *
To Be Continue
* * *
কেমন হলো জানাবেন।