[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ১১
।
।
এলমন্ড গিয়েছিলো বিশাল একটা কাঁকড়াকে ধরতে। যেটার আকার তার আকারের দ্বিগুন হবে। শোনা গিয়েছে এটা মেফাসের সবচেয়ে সুস্বাদু খাবারের মধ্যে একটা। এখনো এলেক্স এটার স্বাদ নিতে পারে নি সেটা ভেবে এলমন্ড এলেক্সকে অবাক করতে চাচ্ছিলো। তবে এলমন্ড উপরে উঠে নিজে অবাক না হয়ে পারলো না। একটা ছয় ফুট সাইজের গরিলাকে এলেক্স আগুনে কাবাব করছে। গরিলার আকার অনুযায়ী এলমন্ড বুঝতে পারলো সেটা কোনো ডিমনিক বিস্ট নয়। বরং সাধারন একটা গরিলায়। তারপরও গরিলাকে অনেক বুদ্ধিমান প্রানী বলা হয়, যারা চিন্তাভাবনা করতে পারে। এলমন্ডের মাথায় ঠিক আসলো না কিভাবে এলেক্স এই গরিলাকে ধরেছে। তার জানামতে এলেক্স মাত্র কাল এট্রিবিউট আনলক করেছে। আর বিশেষ করে ডার্ক এট্রিবিউট আনলক করেছে এলেক্স, যেটার একটা স্পেলও সম্পর্কেও এলেক্স জানে না। তবে এলমন্ড শুনেছে এলেক্স অউরা (Aura) এনার্জি ব্যবহার করতে পারে। মারিয়া তাকে বলেছিলো এলেক্স সবগুলো এনার্জি ব্যবহার করতে পারবে। কিন্তু এলমন্ড সেটাকে মজা হিসাবে নিয়েছিলো মাত্র। সে অউরা (Aura) এনার্জি ব্যবহারকারী হওয়ায় এলেক্সের শরীর থেকে অউরা এনাজি অনুভব করতে পারলো। যেটার কারনে বিশ্বাস হলো তার স্ত্রীর কথা। এলমন্ড অনেক খুশি হলেন। সে বুঝতে পারলো মারিয়া কেনো এলেক্সকে তার সাথে আনার অনুমতি দিয়েছে। মূলত এলেক্সের এট্রিবিউট অনেক দুর্বল। তবে এলেক্স তিন এনার্জি ব্যবহার করতে পারায় মানা (Mana) এনার্জির এই দুর্বলতা সে দূর করতে পারবে। এই ওয়ার্ল্ডের মধ্যে মাত্র দশ থেকে বারোজনই আছে যারা দুটো এনার্জি এক সাথে ব্যবহার করতে পারে, সেই হিসাবে তাদের সন্তান সবচেয়ে স্পেশাল একজন মানুষ হবে। এলমন্ড এটা ভাবতেই তার শরীর কেপে উঠলো।
* *
একটু পূর্বে এলমন্ড যখন নদের মধ্যে ঝাপ দেই তখন এলেক্স একা একা দাড়িয়ে ছিলো। জায়গাটার সৌন্দর্য এমন ছিলো যে সেটা যে কারো মুখের ভাষা কেড়ে নিবে। তবে এলেক্স সে সৌন্দর্য্যে মুগ্ধ থাকলো না বেশীক্ষন। তার মাথায় শুধু একটু পূর্বের চিত্রটা ভাসতে ছিলো। তার বাবা একজন অউরা এনার্জি ব্যবহারকারী। সেটাকে কোনো সাধারন মানুষের ক্ষমতা হিসাবে সে ব্যাখ্যা করতে পারছে না। আসল একটা মনস্টারকে দেখছিলো এলেক্স। এলেক্সের মুখে হাসি দেখা দিলো। সে যে লেভেলের ক্ষমতার পিছনে ঘুরছিলো সেটা সে দেখতে পেয়েছে। এতোদিনে এলেক্সের লক্ষ ঠিক ছিলো না। সে এমন ক্ষমতার আশায় ছিলো যেটা দেখে কেউ কথা বলারও সাহস পাবে না। তবে সে ক্ষমতা দেখতে কেমন? এই প্রশ্নের উত্তর না পাওয়ায় এলেক্স তার লক্ষে সঠিক ভাবে কাজ করতে পারছে না। মূলত সে মোটিভেট হচ্ছিলো না। তবে আজ তার বাবার ডিসট্রাকটিভ ক্ষমতা দেখতে পেয়ে এলেক্স যেনো তার মোটিভেশন ফিরে পেলো। সে বুঝতে পেরেছে সে কোন লেভেলের ক্ষমতার পিছু নেওয়ার চেষ্টা করছে।
এলেক্স এসব নিয়ে ভাবছিলো তখনি একটা গরিলা তার দিকে ছুটে আসছিলো। এলেক্স সাহসী একটা ছেলে হলেও কিছু প্রানী রয়েছে যাদেরকে অনেক ভয় পায়। তাদের মধ্যে সিংহ এবং বাঘ দুটোর নামই রয়েছে। সাধারন একটা বিস্ট যখন ডিমনিক এনার্জিতে আক্রান্ত হয় তখন তাদের শারিরীক পরিবর্তন হয়, সবার চোখ লাল হয়ে যায়, অনেকের ক্ষমতা বৃদ্ধি পায়। তবে খুব কম সংখ্যক বিস্ট থাকে যারা হাইব্রিড হওয়ার সুযোগ পায়। এলেক্স বনে আসার পূর্বে এলমন্ডের কাছ থেকে শুনেছিলো, এই বনের মধ্যে মাত্র দুটো হাইব্রিড রয়েছে, যারা বনের গভীরে থাকে। সাধারনত সকল ডিমনিক বিস্ট অনেক হিংস্র হয়, তাদের কোনো বুদ্ধি জ্ঞান থাকে না, তারা সামনে যা দেখবে আক্রমন করবে। তবে হাইব্রিডরা সেটা থেকে ভিন্ন। দু তিনটা বিস্ট একত্রিত হয়ে একটা হাইব্রিডের জন্ম হয়। এদের বুদ্ধি অনেকটা মানুষের কাছাকাছি ধরা হয়।
এলেক্সের পা কাপতে লাগলো। তার সামনে দশ ফুট উচ্চতার একটা হাইব্রিড ডিমনিক বিস্ট চলে আসলো। যার দুটো মাথা রয়েছে। একটা বাঘের অন্যটা সিংহের। বাঘ এবং সিংহের বনের রাজত্ব নিয়ে অনেক যুদ্ধ থাকে, তবে দুজন একত্রিত হলে তাদের কি আর রাজার জায়গা দেওয়া যায়? না এলেক্সের সামনে বনের বাদশাহ দাড়িয়ে ছিলো। যার শরীর থেকে এতো এনার্জি বের হচ্ছিলো যে সেটা এলেক্সকে উড়িয়ে দিতে চাচ্ছিলো। সকল ভয়ের মাঝেও কেনো জানি এলেক্স হেসে দিলো, তার মন আগ্রহে কেপে উঠলো,
-->>এতো ভয়েও আমি মজা পাচ্ছি, মনে হচ্ছে পাগল হয়ে গেছি।
এলেক্স হেসে কথাটা বললো। গরিলাটা এলেক্সকে পিছনে রেখে চলে যাচ্ছিলো। গরিলাও চালাক কম না। তার স্বস্তির নিশ্বাস পরলো, কারন হাইব্রিডটা কিছুক্ষন সময় নিবে ছেলেটাকে মারতে এবং সেই সময়ে গরিলা অনেক দূর চলে যেতে পারবে। গরিলাও যে কম চালাক নয়। একটু হেসে গরিলা এলেক্সের দিকে একটা কলা ছুড়ে মারলো। এলেক্স দেখতে এগারো বছরের বাচ্চা হলেও সে ছোট বাচ্চা নয়। সে গরিলার চালাকি বুঝতে পারলো। গরিলা নিজে বাঁচার জন্য তাকে এই সমস্যায় ফেলে দিয়েছে। এলেক্স তার জীবন এখানেই হারাতে চাচ্ছিলো না। ত্রিশ ফুট দূরে থাকা হাইব্রিড এলেক্সের দিকে দ্রত গতিতে আসছিলো। এলেক্সের ডার্ক ফায়ার স্কিলের জন্য তার প্রয়োজনীয় মানা এনার্জি নেই। তাছাড়া অন্যান্য আক্রমনের কোনো স্কিল এলেক্সের নেই। তার বাবাও পানি থেকে উঠে নি। তাই তার শেষ ভরসা গ্লাটোনির উপরে। এলেক্স জানে না গ্লাটোনি কাজ করবে কিনা, তবে সে তার আশা সেটার উপরেই রাখছে। তার রিং আপাতোতো স্লিপ মোডে রয়েছে, তাই কোনো সাহায্য সেখান থেকে পাবে না।
-->>Gluttony
এলেক্স গ্লাটোনি বলে চেঁচিয়ে উঠলো। হঠাৎ তার শরীর থেকে কালো পানি বের হতে লাগলো। যেটা তার আশেপাশের বিশফুট জায়গার মধ্যে ছরিয়ে গেলো। হাইব্রিডটার দ্রুত এতো ছিলো যে সে এলেক্সের দশ ফুট কাছে চলে আসলো। তবে আর কিছু করতে পারে নি সে। হাইব্রিডটার বিশাল শরীর আস্তে আস্তে কালো পানির মধ্যে ঢুবতে শুরু করলো। হ্যা এটাই গ্লাটোনি স্কিলের কাজ। এলেক্সের আশেপাশের বিশ ফুট জায়গার সমস্ত জীবিত বস্তু এনজোর্ব করে নিতে লাগলো। অবশ্য হাইব্রিডটা কম শক্তিশালী ছিলো না। এলেক্স প্রথমে লক্ষ করে নি, কিন্তু হাইব্রিডের দুটো ডানা ছিলো। বাঘ এবং সিংহের দুটো ডানা থাকা বেমানান। হয়তো কোনো পাখি রয়েছে তাদের সাথে। হাইব্রিডের পাখির ঝাপটায় আশেপাশের সকল কিছু উড়ে যাচ্ছিলো। এলেক্সও উড়ে যেতে লাগলো, কিন্তু কোথা থেকে গরিলাটা আসে এবং এলেক্সকে পিছন থেকে জরিয়ে ধরে। এলেক্স চিন্তায় ছিলো গরিলাটা হয়তো তার স্কিলের মধ্যে পরে এবজোর্ব হয়ে যাবে, যেহেতু সে তাকে সাহায্য করছে তাই এলেক্স চাচ্ছিলো না গরিলা এবজোর্ব হয়ে যাক। তবে গরিলাটা কম চালাক নয়। সে দেখতে পাচ্ছিলো কালো পানির মধ্যে শুধু জীবিত বস্তুই ঢুবছিলো যেমন গাছপালা, ঘাস, লতাপাতা। তবে কোনো মৃত বস্তু যেমন মরা গাছের কান্ড ঢুবছিলো না। গরিলাটা একটা বড় মৃত কান্ড উঠিয়ে লাফ দিয়ে কালো পানিতে পরার পূর্বে পায়ের নিচে কান্ডটা ফেলে এলেক্সকে জরিয়ে ধরে। গরিলা হয়তো না ধরলে এলেক্স ডানা ঝাপটার বাতাসে অনেক দূর উড়ে যেতো। তবে গরিলাটা এলেক্সের সাহায্য করায় এলেক্স তাকে এবজোর্ব করতে চাচ্ছিলো না। তবে গরিলার বুদ্ধি দেখে এলেক্স কিছুটা হেসে দিলো। গরিলাটাও দাত বের করে হেসে দিলো। এতোক্ষনে হাইব্রিডটার দুটো মাথা বাদে সব ঢুবে গিয়েছে। সে তার দুই মুখ দিয়ে এনার্জি সংগ্রহ করতে লাগলো। যেটা মূলত অউরা এনার্জি ছিলো। এলেক্স বুঝতে পারলো বেশ খারাপ কিছু হতে চলেছে, কিন্তু সে বর্তমানের অবস্থা থেকে মোটেও সরতে পারছে না। হাইব্রিড বিশাল একটা এনার্জি বল তৈরী করলো বেশ কিছুটা এনার্জি সংগ্রহ করার পরে। এরপর সেটা নিক্ষেপ করলো এলেক্সের দিকে।
এলেক্সের কিছু করার ছিলো না। তার শরীর তাকে সব দিক দিয়ে বারন করছিলো এই এনার্জি ব্লাস্ট থেকে সরে যেতে।
"বুম কাবুম"
বিশাল একটা ধামাকা হলো। এলেক্সের তার চোখ খুলে তাকিয়ে নিজেকে সুরক্ষিত দেখতে পেয়ে অনেক অবাক হলো। তবে তার সামনে গরিলাটা বেশ অস্বাভাবিক অবস্থায় পরে ছিলো। যেহেতু গ্লাটোনি স্কিলের মধ্যে পরেছিলো হাইব্রিডটা তাই তার ব্লাস্ট তেমন শক্তিশালী ছিলো না। কারন ধীরে তার সকল ক্ষমতা এবজোর্ব হচ্ছিলো। তবে সেটা এলেক্সের শরীরকে ছিন্ন বিছিন্ন করার জন্য যথেষ্ট ছিলো। তবে শেষ সময়ে গরিলাটা পিছনে থেকে এলেক্সের সামনে এসে দাড়ায়। যার ফলে পুরো ব্লাস্ট গরিলার পিঠে লাগে। সেই সময়ে গ্লাটোনি পুরোপুরি হাইব্রিডটাকে এবজোর্ব করে নিয়েছিলো। কিন্তু গরিলাটা মারা যায়। এলেক্সের চোখ দিয়ে দু ফোটা পানি বের হয় গরিলাটার জন্য। তার জীবন বেঁচেছে আজ এই গরিলার জন্য। গরিলাটা চলে যেতে পারতো। তবে সেটা না করে এলেক্সের সাহায্য করতে এসেছে সে। এলেক্স ধন্যবাদ জানালো গরিলাটাকে। গ্লাটোনি স্কিল ব্যবহারের ফলে তার ক্ষুদাও লেগেছে অনেক। আর তার সামনে গরিলার মৃত শরীর পরে আছে। সে প্রথমে তার জীবন রক্ষাকারীকে খেতে চাচ্ছিলো না। তবে সে তার টাইটেলের সঠিক ব্যবহার করতে চাই।
* * * *
(এলেক্স রূপে)
এটা আমার প্রথম বার না একটা গরিলার মাংস খাওয়া। পূর্বের সময়ে আমাকে এবং আমার স্ত্রী দুজনকেই বিভিন্ন প্রাণীর মাংস খেতে হয়েছিলো। তার মধ্যে এই গরিলাও অন্তর্গত। যদিও গরিলাটা আমাকে বাঁচিয়েছে, তারপরও আমি তার শরীরের অসৎ ব্যবহার করতে চাই না। অবশ্য গরিলাটাকে খাওয়ার আমার কোনো ইচ্ছা ছিলো না। তবে আমার রিং আমার সাথে গেম খেলছে। সে আমাকে একটা টাইটেল দিয়েছে, যেখানে আমি যেকোনো প্রানী খেলে তাদের একটা স্কিল কিংবা এবিলিটি কপি করতে পারবো। যদিও এটা গ্লাটোনির মতো একবারই দিনে ব্যবহার করতে পারবো। তাই এই সুযোগ আমি হাত ছাড়া করতে চাই না। আর তাছাড়া আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে।
-->>Summon Skeleton
আমি জানি না আমার স্কিল গুলো ইংরেজিতে কেনো উচ্চারন করতে হয়, হয়তো লেখক ইংরেজি নোভেল বেশী পরে এজন্য। তবে আমি গরিলার পিঠে ক্ষত হওয়া জায়গা থেকে এক ফোটা ব্লাড পান করে আমার স্কিলটা একটিভ করলাম। Skeleton Army এটা আমার একটা স্কিল যেটা আমি পূর্বের টাওয়ারের মধ্য থেকে পেয়েছিলাম। এটার মাধ্যমে আমি মৃত যেকোনো প্রানীর ব্লাড পানের মাধ্যমে তাদের হাড্ডিওয়ালা শরীরকে জীবিত করতে পারবো। অবশ্য তাদের মাথায় কোনো বুদ্ধি কিংবা কোনো ইমোশন থাকবে না। তাদের কাজ শুধু আমার হুকুম মেনে চলা। যদিও অনেক সুন্দর একটা স্কিল, তবে কঙ্কাল সেনা খুব সাধারন মনস্টার। যেটা বেশী শক্তিশালী হয় না।
আমার স্কিল একটিভ করার সাথে সাথে কালো ধোয়া তৈরী হলো গরিলার উপরে। তবে কেনো জানি কাজ করলো না সেটা। তখনি রিং এর আওয়াজ শুনতে পেলাম,
-->>মাস্টার গরিলার লেভেল আপনার লেভেলের থেকে বেশী হওয়ায় আপনি গরিলাকে কঙ্কাল সেনা তৈরী করতে পারবেন না।
আমি কিছুটা ভয় পেয়ে গেলাম হঠাৎ রিং এর কথা শুনে। আচমকা কেউ কথা বললে ভয় পাওয়ারই কথা।
-->>লেভেল? আমার মনে হচ্ছে দিন দিন তুমি গেমের মতো হয়ে যাচ্ছো।
-->>মাস্টার আমার ক্ষমতা গুলো কাজ করে আপনি যে বিষয়ে সবচেয়ে বেশী জ্ঞান রাখেন সে অনুযায়ী। এরফলে আপনি সহজে পরিচিত হতে পারবেন সকল ক্ষমতা সম্পর্কে। এখন গেম কি সেটা আমি জানি না। তবে হয়তো আপনার জ্ঞান সে বিষয়ে বেশী থাকায় আমার ক্ষমতা সে ভাবে কাজ করছে।
-->>তাহলে কি কিছুদিন পর কি স্পিন করার বক্স আসবে আমার সামনে?
-->>.....
কিছু বললো না রিং। আমি বুঝতে পারলাম হয়তো আমি পূর্বে একজন ভিডিও গেম ডিজাইনার ছিলাম বলে রিং এর ক্ষমতাগুলো গেমের মতো কাজ করছে। কিন্তু এটা খুব আজব বিষয়, একটা সামান্য ছোট স্লাইম মনস্টারের কাছ থেকে আমি এমন ম্যাজিকাল আইটেম পাবো ভাবতেও পারি নি।
আমি দাড়িয়ে থেকে গরিলার শরীরকে নষ্ট হতে দিলাম না। এই ওয়ার্ল্ড সম্পূর্ন ভিন্ন আমাদের থেকে। আমি পকেট থেকে একটা পাথর বের করলাম। এটা একটা ফায়ার স্টোন। মূলত এর মধ্যে ফায়ার এট্রিবিউটের একটা স্পেল অঙ্কিত রয়েছে। তাই এটার মধ্যে যেকোনো এক ধরনের এনার্জি প্রবেশ করালেই আগুন ধরে। মূলত রান্না বান্নার কাজে এটা ব্যবহৃত হয়। আসার পথে বাবা আমার হাতে দিয়েছিলো এটা। হয়তো তার প্লান পিকনিক করার ছিলো।
আমি আগুন ধরিয়ে গরিলাটাকে রোস্ট করার প্লান করছিলাম। আমার আশেপাশে দেখলে মনে হবে অনেক বড় সড় একটা যুদ্ধ হয়েছে এখানে। গরিলাটা ছয় ফুট হওয়ায় আমার একা শক্তিতে আমি এটাকে নারাতে পারবো না। তাই সহজ বুদ্ধি বের করলাম। গরিলার নিচের মাটি কিছুটা খুড়ে আমি সেখানে ফায়ার স্টোন বসিয়ে দিলাম। কোনো জ্বালানির প্রয়োজন হয় না। সামান্য একটু এনার্জির সংস্পর্শে আসলেই একটা ফায়ার স্টোন তিন চার ঘন্টা জ্বলতে পারে। গরিলাটা রোস্ট হচ্ছিলো আর আমি তাকিয়ে আছি সেদিকে। হঠাৎ আবারো রিং এর কথা আমার কানে আসলো,
-->>মাস্টার আপনি হাইব্রিড ডিমনিক বিস্টকে এবজোর্ব করেছেন। যার কারনে প্রচুর পরিমানের ডিমনিক এনার্জি সংরক্ষন হয়েছে আমার মাঝে, আপনি Ring Of Beelzebub কে ৫% আনলক করেছেন। আমার নতুন এবিলিটি যুক্ত হয়েছে। আপনি মিশন কম্প্লিটের মাধ্যমে বিভিন্ন ধরনের পুরস্কার জিততে পারবেন।
আমি আর কি বলবো রিং কে। সে যখনি মুখ খুলছে, তখনি তার মুখ থেকে পরিচিত জিনিস শুনতে পাচ্ছি আমি। আমার জীবনটাকে ধীরে ধীরে ভিডিও গেমস করে দিচ্ছে কেনো জানি এই রিং। এমন কি আদৌও সম্ভব?
-->>আমি আর অবাক হচ্ছি না। আমি বাস্তবতা মেনে নিয়েছি। তো কোনো মিশন আছে কি আমার জন্য।
-->>মাস্টার, পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন কাজের একটি আপনি র্যানডম ভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি দেখতে পারবেন না কোন কাজ সিলেক্ট করবেন, তবে সিলেক্ট করার পরে সেটা দেখতে পারবেন।
-->>পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন কাজ?(আমি)
-->>হ্যা কাজগুলো সামান্য একটা ময়লা উঠানো থেকে শুরু করে কিংডমের কিং হওয়া পর্যন্তও হতে পারে। আপনার প্রতিটা মিশন কম্প্লিট করার জন্য আপনি বিশেষ কিছু স্কিল এবং পুরস্কার পাবেন যেগুলো সাধারন ভাবে পাওয়া অনেক অসম্ভব।
-->>মিশনের কি কোনো লিমিট রয়েছে?
-->>মাস্টার কোটি কোটি মিশন রয়েছে, যার মধ্য থেকে আপনি শুধু দশটা মিশন কম্প্লিট করতে পারবেন। প্রতিটা মিশন সহজ থেকে কঠিনের দিকে যাবে। তাই আমি বলবো দ্রুত আপনার লেভেল বারিয়ে পরবর্তী মিশন গুলোকে সিলেক্ট করবেন।
-->>আচ্ছা আমার লেভেল কতো এখন?(আমি)
-->>মাস্টার এখন লেভেল ৭ এ রয়েছে।
-->>আমি কি মিশন শুরু করতে পারবো না এখন?
-->>হ্যা মাস্টার পারবেন। প্রথম মিশন শুরু করার সর্বনিম্ন পাঁচ লেভেল থাকার প্রয়োজন। আপনি স্ক্রিন থেকে যেকোনো একটা মিশন বেঁচে নিন।
আমার সামনে রিং এর ইমোজির প্রজেকশন হারিয়ে গেলো। যেখানে বিশাল একটা স্ক্রিন আসলো যেটার মধ্যে লক্ষ লক্ষ প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আমাকে এর মধ্য থেকে একটা বেঁচে নিতে হবে। কোনটা কি সেটা না জেনে একটা মিশন নেওয়াটা বোকামি, যদি এমন কোনো মিশন পাই যেটা আমি কখনোই সম্পূর্ন করতে পারবো না তখন কি হবে? রিং এর কথা মতো আমি মোট দশটা মিশনই শেষ করতে পারবো। যেহেতু আমি পূর্বে একজন গেম ডিজাইনার ছিলাম তাই আমার এই কনসেপ্ট বুঝতে সময় লাগলো না। আমি NightMare নামক একটা ছোট গেমের উপরে কাজ করেছিলাম। যদিও এটা অনেক কম বাজেটের গেম ছিলো তবে সেটা অনেক জনপ্রিয় ছিলো। সেখানে আমি দশটা স্পেশাল মিশন রেখেছিলাম যেগুলো র্যানডম ভাবে জেনারেট হয়। যদি প্রথম মিশন প্লেয়ার শেষ করতে না পারে তাহলে পরের গুলোতে আর তারা যেতে পারবে না। রিং আমার সাথেও এই কনসেপ্ট ব্যবহার করছে। তাই আমি চাইবো সহজ কোনো মিশন আসুক আমার সামনে। যেহেতু আমার গেম কনসেপ্টে প্রতি মিশনের
জন্য অনেক ভালো ভালো পুরস্কার ছিলো, সেটায় হবে হয়তো আমার সাথেও। আমার প্রশ্ন রয়েছে একটা, সেটা হলো রিং এটা কিভাবে করছে। আমার জীবনটাকে গেমের মতো তৈরী করছে কিভাবে? এই প্রশ্ন আমার এখনো অজানা। তবে হয়তো টাওয়ারে প্রবেশের মাধ্যমে আমি ধীরে ধীরে জানতে পারবো।
আমি লক্ষ লক্ষ মিশন থেকে একটা মিশন সিলেক্ট করলাম। যেটাকে সিলেক্ট করার পরে আমি চমকে গেলাম। আমার মিশন আমার চোখের সামনে চলে এসেছে। তবে আমি সেটা নিয়ে কোনো রিয়েকশন দিতে পারি নি। আমার বাবা পানির মধ্য থেকে বিশাল বড় একটা কাঁকড়া তুলে নিয়ে এসেছে। আমি তার সামনে পাগলের মতো ব্যবহার করতে চাই না। তাই রিং কে স্লিপ মোডে পাঠিয়ে দিলাম। আমাকে দেখে সে অবাক হচ্ছে অনেক। কারন আমি একটা গরিলাকে কাবাব করছি।
* * * * *
এলমন্ড অবাক না হয়ে পারলো না। সে এলেক্সের চারিদিক দিয়ে অউরা এনার্জি অনুভব করতে পারছিলো। সেই সাথে চারপাশের পরিবেশও অনেক ভয়ানক। তাহলে কি এলেক্সও এলমন্ডের মুভটা কপি করে ব্যবহার করেছে? সেটা ছাড়া আর কোনো কিছু ভাবতে পারছিলো না। কিন্তু সেই সাথে এলমন্ড ভয়ও পাচ্ছে। যদি মারিয়া জানতে পারে যে এলেক্সকে রেখে এলমন্ড পানির নিচে গিয়েছিলো এবং সেই সময়ে এলেক্স একটা গরিলার সাথে যুদ্ধ করেছে, এটা ভেবেই এলমন্ড তার ঢোক গিললো। এলমন্ড কাঁকড়া কে ফেলে দিয়ে এলেক্সের কাছে গিয়ে এলেক্সের শরীরে ক্ষত আছে কিনা সেটা দেখতে লাগলো।
-->>আমি অনেক কেয়ারলেস ছিলাম। আমার মাথায় চিন্তায় আসে নি যে এখানে কোনো গরিলা চলে আসবো। আমার ছেলেটার হয় নি তো কিছু?
এলেক্স উত্তর দিতে লাগলো তার বাবার কথায়,
-->>না কিছুই হয় নি। আর তাছাড়া আমি তো দূরে ছিলাম। হঠাৎ এই গরিলা পিছন থেকে আমাকে আক্রমন করতে আসে। তবে একজন মুখোস পরা লোক এসে এই গরিলাকে মেরে চলে যায়। আমার ক্ষুদা লাগছিলো, তাই ভাবলাম এটাকে পুরিয়ে খাওয়া যাবে।
-->>মুখোস পরা লোক?(এলমন্ড)
এলেক্স চিন্তা করতে লাগলো,
"বাবা খুব সোজা লোক, যেটা বলবে সেটায় বিশ্বাস করবে। তাই আমার চিন্তা নেই। যদি আমি বলি যে একটা হাইব্রিড এসেছিলো এখানে এবং আমি তাকে আমার শরীরে এবজোর্ব করে নিয়েছি তখন কি হবে কে জানে? তাই সবচেয়ে সহজ কাজ করায় ভালো। এতে কোনো ঝামেলা তৈরী হবে না।"
এলমন্ডের সিরিয়াস ভাব বেশীক্ষন থাকলো না গরিলার পোড়া গ্রান নাকে আসায়। সে তার কাঁকড়াকে নিয়ে আসলো এবং এলেক্সের সাথে বসে পিকনিক করতে লাগলো। মনে হলো মাত্র হওয়া ঘটনা সে ভুলেই গিয়েছে। গরিলার বিশাল রান হাতে নিয়ে মাংস খাচ্ছে আর এলমন্ড ভাবছে,
"তাহলে কি একজন অউরা ব্যবহারকারী ছিলো এখানে? না আজকের মতো ভুল আর করা যাবে না আমার লিমিটারের জন্য পানির মধ্য থেকে বুঝতে পারি নি বাইরে কি হচ্ছিলো। এলেক্স এরকম আরো পরিস্থিতিতে পরতে পারে। ও যে অউরা ব্যবহারকারী সেটা আমি ওর চারদিকের এনার্জি দেখে বুঝতে পারছি। বাসায় গিয়ে ওকে ট্রেনিং দিতে হবে।"
দুজনের পিকনিক শেষ হয়ে গেলে তারা রওনা দিলো বাসার দিকে।
* * * * *
রয়েল প্যালেসের মধ্যে দুই প্রিন্স তাদের লোক নিয়ে পুরো প্যালেস খোজাখুজি করছে। তাদের দুজনের লক্ষ প্রিন্সেস। তবে প্রিন্সেসকে তারা খুজে পাচ্ছে না কোথাও। কিং চার্লেস দ্যা নাইন মারা গিয়েছেন। এই সময়ে দুই প্রিন্স তাদের পিতার মৃত্যুতে শোকাহত না হয়ে ক্রাউন দখলের জন্য প্রিন্সেসকে খোজার চেষ্টা করছে। দুজন প্রিন্সই জানেন ক্রাউনের জন্য প্রিন্সেস অনেক গুরুত্বপূর্ন একটা এসপেক্ট। যাকে দুজনের কেউই হাতছাড়া করতে চাচ্ছে না। তবে পুরো প্যালেস খোজার পরেও কোথাও প্রিন্সেসের নাম গন্ধও পাওয়া যাচ্ছে না। দুজন প্রিন্স খুজতে খুজতে প্রিন্সেসের রুমের সামনে উপস্থিত হয়েছে, যেখানে প্রিন্সেসের একজন চাকরানী একটা লেটার নিয়ে দুজনের সামনে উপস্থিত হয়েছে। লেটার দুটো পড়ে চাকরানী জোরে দুই প্রিন্সকে শুনিয়ে দেই। দুজন আর প্রিন্সেসকে খোজার চেষ্টা করলো না। কারন প্রিন্সেস এখন থেকে ডিউক উয়েক্সকুল এর ম্যানসনে থাকবে। যদি দুই প্রিন্স প্রিন্সেসকে ডিউকের ম্যানসন থেকে আনার চেষ্টা করে তাহলে সেটা ডিউকের সাথে যুদ্ধ ঘোষনা করার সমানই। এমন পরিস্থিতিতে ডিউকের সাথে কোনো প্রিন্সই যুদ্ধে জরাতে চাই না।
* * * * *
এলেক্স বিছানায় শুয়ে আছে। আজকের বিকালের মুহুর্ত গুলো সে মনে করার চেষ্টা করছে। তার চোখের সামনে একটা প্রজেকশন স্ক্রিন দেখা যাচ্ছে। যেখানে তার প্রথম মিশন সম্পর্কে বিস্তারিত রয়েছে। এলেক্স সেদিকে এক নজরে তাকিয়ে থাকাতে কখন ঘুমিয়ে গেলো বলতে পারে না। তার মাথার হাজারো ভাবনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেলো। শুধু রিং এর স্ক্রিনের প্রজেকশনটা কিছুক্ষন দেখা গেলো।
স্পেশাল মিশন-০১
মিশনঃ Become A Playboy
ডিটেইলসঃ মেফাসের সেরা তিন সুন্দরীকে প্রেমে ফেলতে হবে। আপনার প্রতি ভালোবাসা প্রমানের জন্য প্রতিজনের থেকে একটা চুমুর প্রয়োজন।
অবজেক্টটিভঃ
১) ডিউক উয়েক্সকুলের কন্যা এলিন ভন উয়েক্সকুল।
২) ডিউক ম্যান্ডেলার কন্যা মাইরা ভন রিসপন।
৩)কিং এর কন্যা প্রিন্সেস এনরি বিন চার্লেস।
তিন সেরা সুন্দরীকে প্রেমে ফেলতে হবে আপনার।
মিশন পুরস্কারঃ???????
এই প্রজেকশন বেশ কিছুক্ষন থাকার পরে বন্ধ হয়ে গেলো হঠাৎ করে।
* * * *
(এলেক্সের স্বপ্নে)
একজন কালো পোষাকধারী মানুষ হাওয়ার উপরে উড়ছে যেটাকে কোনো ভাবেই স্বাভাবিক বলা যায় না। সাধারন মানুষ দেখলে হয়তোবা ভূত ভেবে ভয়ে কেঁদে উঠবে কিংবা মাথা নষ্ট হয়েছে বলে মনে করবে। কিন্তু হৃদয় খুব স্বাভাবিক ভাবে বসে রয়েছে ছাদের উপরে। হালকা নেশার মধ্য দিয়ে রাত পার করছিলো। উড়ন্ত বস্তুটাকে সে তার নেশার ফল ছাড়া আর কিছু মনে করলো না। ছাদের বাউন্ডারির বাইরে হাওয়ার মধ্যে দাড়িয়ে ছিলো এই অজানা বস্তুটা। হয়তো কোনো পরী হবে। নেশার কারনে হৃদয় সেদিকে নজর দিলো না। আজ তার দুঃখের একটা দিন ছিলো। ভিডিও গেম NightMare এর ডেভেলপার টিমে সে দুই বছর হলো কাজ করছে। কিন্তু আজ তাকে ফায়ার করা হয়েছে। সেই দুঃখ ভুলতে সে নেশার সরনাপন্ন হয়েছে। হঠাৎ সেই বস্তুটা তার মুখ খুললো একটা হাসি নিয়ে,
-->>কুহকুহকুহ, আমার নাম Wise Maker আমি এখানে আপনার তিনটা ইচ্ছা পূরন করতে এসেছি। কি এমন ইচ্ছা আছে আমাকে বলুন, অমর হওয়া বাদে সকল ইচ্ছায় আমি পূরন করার চেষ্টা করবো।
হৃদয় বুঝতে পারলো তার স্বস্তা নেশাও তার সাথে মজা করছে। কাটা শরীরে নুনের ছিটা মনে হলো হৃদয়ের কাছে। তারপরও নেশার মধ্যে সে মজা ভেবেই বলে উঠলো,
-->>WiseMaker আলাদিনের জ্বীন। আমার তিনটা ইচ্ছা,
আমি চাই আমার জীবনটা একটা ভিডিও গেমের মতো হয়ে যাক। অবশ্য এর মতো ফালতু ইচ্ছা আর নেই।
আমি আমার পছন্দের মেয়েটার সাথে বিয়ে করতে চাই।
কিছুক্ষন থামলো হাতের বোতল থেকে এক ঢোক স্বস্তা নেশা পান করে নিলো সে। আবারো বলতে লাগলো,
-->>আমি এই বা* এর জায়গা থেকে অনেক দূরে কোথাও চলে যেতে যায়, যেটা অনেকটা স্বপ্নের মতো হবে।
আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো হৃদয়। কালো পোশাকে থাকা লোকটা হেসে দিয়ে হাত দিয়ে একটা চুটকি বাজালো এবং বলতে লাগলো,
-->>ইউর উইস উইল বি গ্রান্টেড।
হাওয়ার মধ্যে হারিয়ে যেতে লাগলো কালো পোষাকে থাকা লোকটা। শেষের সময়ে একটা হাসি দিলো যেটা অনেক বিদঘুটে ছিলো।
* * *
To Be Continue
* * *
কেমন হলো জানাবেন।