[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৪৩
।
।
(এলেক্স চরিত্রে)
আমি স্বপ্ন দেখছিলাম হয়তো। মনে হচ্ছিলো একটু পরই আমার ঘুম ভেঙে যাবে এবং আমি এই বিরক্তকর স্বপ্ন থেকে মুক্তি পাবো। আমি সব কিছুই চেষ্টা করছিলাম ঘুম থেকে উঠার জন্য। কিন্তু কোনো ভাবেই স্বপ্নকে থেকে জাগতে পারছিলাম। আমি আমার শরীরকে নারাতে পারছিলাম না। মনে হচ্ছিলো কালো কালো হাত আমার পুরো শরীরকে ধরে রেখেছে। চারিদিকে অন্ধকার হওয়ার ফলে আমি কিছু দেখতে পারছি না।
"তাহলে এটাই কি মেন্টাল এট্যাক? তাহলে কি আমার শরীরকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে?"
আমার মনের মধ্যে অনেক প্রশ্ন কিন্তু আমি একটারও উত্তর পাচ্ছি না। এটা কি আমার পৃথিবী নাকি যে আমি যে কোনো প্রশ্নই খুজে পাবো গুগলে? আমি কতক্ষন এই অন্ধকারে বন্ধি আছি জানি না। হয়তো এক বছর? কিংবা দুই বছর হয়ে গিয়েছে। সময়কে আমি ঠিক গননা করতে পারছি না। কিন্তু অনেকটা বছর হয়েছে সেটা আমি বুঝতে পারছি।
[ওয়েলকাম টু মাই ডেড জোন]
[ওয়েলকাম টু মাই ডেড জোন]
[ওয়েলকাম টু মাই ডেড জোন]
এই আওয়াজটা বার বার আমার কানে বাজছিলো। আমি বুঝতে পারছিলাম না এই আওয়াজটা কার কিন্তু অনেক বিচ্ছিরী একটা আওয়াজ ছিলো। মনে হচ্ছিলো কাকের কর্কস আওয়াজের থেকে জগন্য একটা আওয়াজ। যতবারই শুনছিলাম আমার শরীর কেঁপে উঠলো। মনে হচ্ছিলো এই বুঝি আমি এখনি মারা যাবো।
আমার সারা শরীর জরিয়ে ছিলো বেশ কিছু হাতের মতো জিনিস। অন্ধকারে সেটাকে দেখতে না পারলেও আমার মনে হচ্ছিলো সেগুলো কালো রঙেরই। কালো এমন একটা রঙ যার মধ্যে অন্য রঙ গুলোও হার মেনে নেই। তাইতো আমি কিছুই দেখতে পারছিলাম না এই অবস্থায়।
-->>আমি কল্পনা করি নি একদিন দ্যা গ্রেট ডিম্যান প্রিন্স বিলজবাব এর একজন হোস্টের শরীরকে কন্ট্রোলে করতে পারবো। এর থেকে ভালো খবর আর কি হতে পারে।
চারপাশ হঠাৎ সাদা রঙের হয়ে গেলো। যেটা সাথে সাথে আমার দৃষ্টি কেড়ে নিলো। আমি এতোক্ষন কিছু দেখতে পাচ্ছিলাম না। তবে হঠাৎ সব কিছু সাদা হয়ে যাওয়ার সাথে সাথে মনে হলো আমার চোখ ঝলসে যাচ্ছিলো। হঠাৎ করে আলোর সোর্চ আমার চোখ না নিতে পারায় আমি আস্তে আস্তে তাকানোর চেষ্টা করলাম। প্রথমে নিজের শরীরকে লক্ষ করলাম।
ফ্লোর থেকে প্রায় একশো কালো হাত বের হয়েছে যেগুলো দেখতে মানুষের মতো। ভালো করে লক্ষ করলে মনে হবে তারা মাটির নিচে দাবিত ছিলো এবং হঠাৎ জীবিত হওয়ার ফলে মাটি ফেটে হাত বের করে আমার শরীরকে ধরেছে। আমি সেসব হাতের জন্য হালকা নরতেও পারছি না। একবার নিচের দিকে খেয়াল করলাম। প্রথমে ভেবেছিলাম সেটা ফ্লোর হবে। কিন্তু এখন মনে হচ্ছে সেটা স্বচ্ছ কাচের মতো। আমি আমার নিজের প্রতিফলন তাতে দেখতে পারছিলাম।
এটা আমি, হ্যা এটা এলেক্স নয়। প্রতিফলনে আমি এগারো বছরের এলেক্স ছিলাম না বরং ছাব্বিশ বছরের প্রোগ্রামার হৃদয় ছিলাম। অবাক হলাম বেশ কিছুটা। আজ এক বছরের বেশী হবে হয়তো আমি নিজের চেহারাকে এভাবে দেখতে পাচ্ছি। যদিও জিডুরীর মতে আমার শরীর ঠিক ঠাক থাকার কথা ছিলো, কিন্তু সেও জানে না আমি এলেক্সের শরীরে আসলাম কিভাবে।
একটু পূর্বে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, সেটা কি বলেছিলে মনে করতে পারছি না। তাই সেটায় গুরুত্ব না দিয়ে আমি আমার আশে পাশে দেখতে শুরু করলাম। আশে পাশে সব কিছুই সাদা ছাড়া আর কিছু নেই। ফ্লোর স্বচ্ছ হওয়ার ফলে উপরের প্রতিফলন স্পষ্ট দেখা যাচ্ছিলো। তবে আমার সামনে অনেকটা ইন্টারেস্টিং জিনিস ছিলো।
এলেক্স, হ্যা এলেক্সের শরীর পরে ছিলো সামনে। এগারো বছরের ছোট্ট ছেলে যার পরিচয়ে আমি এতোদিন রয়েছি সে আমার সামনে পরে আছে। হয়তো এরকম অবস্থায় আমার ভয় পাওয়া উচিত। কারন আমার সামনেই আমার শরীর পরে আছে আর আমি ভূত হয়ে তার সামনে দাড়িয়ে আছি। যদিও আমি জানি না এলেক্সের শরীরে আমি কেনো প্রবেশ করেছি আমার শরীর ছাড়া, তারপরও সেটাকে নিজের বলেই দাবি করা যায়। ভয়কে হয়তো অনেক পূর্বেই জয় করেছি, তাই এখন কোনো মুহূর্ত ভয় লাগে না আর।
[ওয়েলকাম টু মাই ডেড জোন]
আবারো সেই বিরক্তকর শব্দটা কানে আসলো। যেটা আমার সামনে থেকে আসলো। যেখানে এলেক্সের শরীরটা পরে আছে তার সামনে থেকেই আসলো।
কালো ধোঁয়ার মতো পোষাক, মাথায় বিশাল একটা হুড রয়েছে। হাওয়ার মধ্যে উড়ছে যার পা দেখা যাচ্ছে না। সেই সাথে হাতে বিশাল বড় একটা স্কাইটি(কাচি)। লোকটা মুখ দেখা যাচ্ছিলো, যেটা একদম একটা মানুষের কঙ্কালের মতো। আমি দেখতে ভুল করছি না। যেহেতু আমি ফ্যান্টাসি গেম নিয়ে কাজ করেছি তাই এই ব্যক্তিটার নাম অনুমান করতে পারছি।
"ডেড!"
হ্যা আমার সামনে ডেড দাড়িয়ে ছিলো। যদি আমাদের কাজ করা গেমে এরকম দেখতে না তারপরও বিবরন অনেকটা মিলে যায়। বিশেষ করে তার হাতের বিশাল কাচিটা। এরকম অস্ত্র ডেড ছাড়া কেউই বহন করে না। যদিও এটা শুধু কল্পনা, তারপরও এখন কোন কল্পনা সত্য হচ্ছে না।
[আমি অপেক্ষা করছিলাম ডিম্যান প্রিন্স বিলজবাব মৃত্যুর জন্য। কিন্তু কে ভেবেছিলো সে তার রিং সিল করে রাখবে। কিন্তু শেষ মেষ আমি বের হতে পারছি তার এই সিল এর মধ্য থেকে। হাহাহাহা]
সামনের ব্যক্তিটার কথা শুনলেই শরীর শিউরে উঠে। আর তার হাসি তো পুরো বিচ্ছিরী। আমি বুঝতে পারছি না এরকম একটা বস্তুকে বিলজবাব কিভাবে সিল করেছে? লোকটা যেহেতু বলছে তাই হয়তো সেটা সত্য। কিন্তু হঠাৎ করে সেই সিল ভাঙলো কিভাবে?
[ও হো, এখানে কি দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম কাজটা একটু কঠিন হবে। কিন্তু এটার তোমার আসল শরীর না!]
[তাহলে তো অনেক সহজ হবে আমার জন্য।]
[হিউম্যান দেখো, আমার নাম Lich The Undead। আমার টাইটেল রুলার অফ ডেড।]
লোকটা থামলো আবারো বলতে শুরু করলো,
[এটা তোমার ভাগ্য যে তোমার শরীর না হওয়ার পরও তুমি অন্য শরীরে অবস্থান করতে পারছো। এরকম সুযোগ সবাই পাই না।]
[যাইহোক আমি বেশী কথা বলার ব্যক্তি না। তোমার মাঝ থেকে বিলজবাব এর এনার্জি অনুভব করতে পারছি, কিন্তু তুমি সে নও। তাই তোমার মৃত্যুটা কষ্ট দায়ক হবে না। কিন্তু বিলজবাব এর এনার্জি থাকার কারনে মৃত্যুর পর তোমার সোল(Soul) কে আমি আমার গোলাম বানিয়ে কন্ট্রোল করবো। তাই অপেক্ষা করো তোমার নতুন রুলারের সেবা করতে।]
আমি বুঝতে পারছিলাম না লোকটা কি বলছিলো। তবে একটা জিনিস বুঝলাম সে অনেক বিপজ্জনক। তার শরীর থেকে মারাত্মক একটা এনার্জি বের হচ্ছিলো যেটা অনুভব করলেই বোঝা যাচ্ছে সেটা কি। যদিও আমি ভয় করছিলাম না এতোক্ষন। কিন্তু এখন আমার মনের ভিতরে ভয় কাজ করতে শুরু করলো। আমি কিছু বলতেও পারছিলাম না জোরে। এমন মনে হচ্ছিলো আমার মুখ আটকা রয়েছে। এটা ভয়ের জন্য হচ্ছে না কিসের জন্য সেটা আমি বুঝতে পারছি না।
[আমার আর অপেক্ষা করা ভালো লাগছে না। আমাকে বাকি রুলারদের সাথেও দেখা করতে হবে। আর তাছাড়া আমার রিংও হারিয়ে ফেলেছি। তাই এটা তারাতারি করতে হবে।]
লোকটা তার বাম হাতে তার বড় কাচিটা ধরলো এবং ডান হাত সামনে তুলে ধরলো। তার হাতের ইশারায় এলেক্সের শরীরটা নিচে পরা থেকে উপরে ভেসে লোকটা সামনে দাড়িয়ে পরলো। লোকটা এবার তার শরীরের অংশ এলেক্সের শরীরে প্রবেশ করাতে শুরু করলো। বেশীক্ষন তার লাগলো না এলেক্সের শরীরে প্রবেশ করতে। সে এলেক্সের শরীরের মধ্য থেকে এখন সেই শরীরকে কন্ট্রোল করতে লাগলো। হাটতে লাগলো, দৌড়াতে লাগলো। নিজের কাচি দিয়ে আঘাত করতে লাগলো। এবং সবশেষে আমার সামনে আসলো। তার ডান হাত আমার মাথার উপরে রাখলো।
[এখন তারাতারি আমার স্যাডো আর্মিতে পরিনত হয়ে যাও।]
লোকটার শরীর থেকে মারাত্মক রকমের একটা এনার্জি আমার শরীরে প্রবেশ করতে শুরু করলো। সারা শরীর ব্যথায় ছটফট করতে লাগলো। যদিও আমার শরীর এখন তার দখলে তারপরও আমি ব্যথাকে নিজের মধ্যেই অনুভব করতে পারছিলাম। তখনি আমার সামনে একটা প্রজেকশন দেখা দিলো,
-""ওয়ার্নিং""--
-""কোনো কারনে মাস্টারের মাইন্ডকে দখল করার চেষ্টা করছে কিছু একটা। মাস্টারের মাইন্ডকে সুরক্ষিত রাখার জন্য কন্ডিশন পূরন হয়েছে। মাস্টার নতুন স্কিল পেয়েছেন।""-
""
স্কিলঃফিনিক্স ব্লেসিং(প্যাসিভ স্কিল)
এটা অনেক রেয়ার একটা স্কিল। সাধারনত পিউর ব্লাড ফিনিক্সের ক্ষমতা ব্যবহার কারী কারো সাথে শারিরীক কন্ট্রাকে আসলে ফিনিক্স ব্লেসিং পাওয়া যায়।
১)এই স্কিলের মাধ্যমে হোস্ট সকল ফায়ারকে কন্ট্রোল করতে পারবে।
২)হোস্টের মাইন্ড পাওয়ার বৃদ্ধি পাবে।
৩)যেকোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেরে যাবে।
৪)হোস্টের বাকি সকল স্কিলের ক্ষমতা দ্বিগুন হয়ে যাবে।
৫)হোস্টের ফায়ার স্কিল এবং স্পেল দ্বিগুন এট্যাক পাওয়ার দিবে।
শর্তঃএটা একটা প্যাসিভ স্কিল। তাই সব সময় একটিভ থাকবে। তবে স্কিলটা কাজ করবে না যার সাথে হোস্টের শারিরীক কন্ট্রাক হয়েছে।
কুলডাউনঃশূন্য
""
আমি কি বলবো এখানে বুঝতে পারছিলাম না। এই সময়ে আমি একটা স্কিল পাবো বুঝতে পারি নি। তবে ভালোই হলো। কারন আমি আমার সামনের লোকটার মুখে আশ্চর্য দেখতে পাচ্ছিলাম।
[এটা কিভাবে সম্ভব? আমার ক্ষমতা কাজ করছে না? না এটা হতে পারে না?]
আমার কিছুক্ষনের জন্য মনে হলো আমার ঠোটটা হালকা মিষ্টি মনে হলো, কিন্তু হয়তো এটা আমার ভুল ভাবনা ছিলো। কিন্তু আমি যে কথা বলতে পারবো এতে কোনো সন্দেহ আমার ছিলো না।
"গ্লাটোনি"
আমি জানি না এমন স্কিল আমি এই সময়ে পেলাম কেনো। তবে ভালোই হলো। আমার গ্লাটোনি এখন পূর্বের থেকে দ্বিগুন শক্তিশালী হয়েছে। তাই আমাকে কোনো চিন্তা করতে হবে না।
[এটা কিভাবে সম্ভব? তুমি বিলজবাব নও। শুধু ওর সামান্য হোস্ট হয়ে এটা কিভাবে সম্ভব?]
লোকটার অবাক মুখ দেখে আমি বুঝলাম সে এটা আশা করে নি। তবে তার এখন আর কি করার আছে। আমার শরীরের নিচ থেকে কালো পানি বের হতে শুরু করলো। যেটা পূর্বের তুলনায় দ্বিগুন জায়গা জুড়ে ছরিয়ে পরলো।
[না। এটা সম্ভব হতে পারে না। আমি এই সময়ের জন্য এক হাজারের বেশী বছর অপেক্ষা করেছি। আমি এভাবে আবার হারায়ে যেতে চাই না।]
-""মাস্টার আপনি গ্লাটোনি ব্যবহার করেছেন।""-
-""মাস্টার আপনি লিচ্ দ্যা আনডেডকে এবজোর্ব করেছেন।""-
-""মাস্টারের শরীর কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলো তবে স্কিল রিজেনারেট এবং মেডিক ব্যবহার হচ্ছে""-
-""মাস্টার লিচ্ দ্যা আনডেডকে এবজোর্ব করেছেন। প্রাক্তন রুলার অফ ডেড এর ক্ষমতা স্কিলে পরিনত হচ্ছে।""-
-""মাস্টারের লেভেল অনুযায়ী তার যেকোনো দুটো স্কিল সিলেক্ট করতে পারবেন।""-
এতো গুলো মেসেজ আমার সামনে এক সাথে এই প্রথম আসলো। আর এতেই বুঝতে পারলাম এই লিচ্ নামক ব্যক্তিটা কতটা শক্তিশালী ছিলো।
-->>সিস্টেম বললো প্রাক্তন রুলার অফ ডেড। তাহলে কি নতুন রুলার অফ ডেড তৈরী হয়েছে।(আমি জোরে বললাম)
-""লিচ্ দ্যা আনডেড একজন রুলার অফ ডেড ছিলেন। যদিও সে প্রাক্তন রুলার অফ ডেড ছিলেন, তারপরও একজন রুলার কখনো সম্পূর্ন মুছে যায় না। তাকে এবজোর্ব করার ফলে মাস্টার তার অংশের কিছু স্মৃতি লাভ করেছেন। সেই সাথে মাস্টার চাইলে লিচ্ দ্যা আনডেডকে নিজের ফ্যামিলার হিসাবে ব্যবহার করতে পারবেন। যেহেতু মাস্টার এখনো শক্তিশালী নন তাই আমি বলবো ইনভেন্টরি থেকে আপনার ফ্যামিলার কন্ট্রাকটা বের করে লিচ্ দ্যা আনডেড এর সাথে কন্ট্রাক তৈরী করুন।""-
আমি আমার সিস্টেম থেকে অনেক দিন যাবৎ বেশ বিরক্তকর জিনিস পাচ্ছিলাম। তবে এটা দেখতে পেয়ে মনটায় কিছুটা শান্তির বাতাস দেখা দিতে লাগলো।
-->>তাহলে শেষ মেষ কাজের কিছু একটা পাওয়া গিয়েছে।(আমি)
আমি বুঝতে পারলাম এমন একটা জিনিস করেছি যেটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আর এটা কিভাবে সম্ভব হয়েছে? সেটা মোটেও আমার ভাগ্যের জন্য না। ফিনিক্স ব্লেসিং, সিস্টেম অনুযায়ী পিউর ফিনিক্স পাওয়ার ব্যবহারকারীর একজনের শারিরীক স্পর্শের ফলে আমি এই স্কিলটা পেয়েছি। আমার বাকি স্কিলগুলোর মধ্যে বলা যায় এটায় সবচেয়ে মারাত্মক একটা স্কিল।
-->>পূর্বে আমার কোনো স্কিল একটা ডিমনিক বিস্টের অর্ধেক জীবন নিতে পারলে, এখন সেটাকে পুরো মেরে ফেলতে পারবে। এটার থেকে আর ভালো কি হতে পারে?(আমি)
ওয়েল আমার চিন্তা এক জায়গায় ছিলো। ফ্যামিলার, অনেকটা মানুষের পোষা প্রানীর মতো। মানুষ চাইলে অনেকগুলো পোষা প্রানী রাখতে পারে কিন্তু মনের মতো এবং পছন্দের একটায় হয় সব সময়। ঠিক মানুষ একটা ফ্যামিলার রাখতে পারে তার পোষা প্রানী হিসাবে। ফ্যামিলারের সম্পর্কে আমি আম্মা মানে মারিয়ার কাছ থেকে কিছুটা শুনেছিলাম। তবে তাদের কখনো না দেখার জন্য তাদের কাজের গুরুত্ব আমি জানি না
-->>তবে একজন প্রাক্তন রুলার অফ ডেডকে ফ্যামিলার হিসাবে রাখা খারাপ কোনো বিষয় না?(আমি)
লোকটাকে এলেক্সের শরীরের সাথে এবজোর্ব করার পরে আমি অনেক দিক দিয়ে লাভবান হয়েছি। সবচেয়ে ভালো লেগেছে তার আংশিক কিছু স্মৃতি জ্ঞান হিসেবে আমার কাছে প্রবেশ করেছে। যার ফলে আমি রুলারদের সম্পর্কে অনেকটা জানতে পারছি। শুধু রুলার নয় ইউনিভার্সের অনেক অজানা তথ্যের আংশিক কিছু আমি জানতে পারছি।
-->>তাহলে এই বিশাল টাওয়ার গুলোও সামান্য মাত্র! এখনো আমাদের আসল টাওয়ারে প্রবেশ বাকি আছে।(আমি)
যেহেতু কেউ নেই এই জায়গায় তাই আমি অনেক টা জোরেই কথা বলছিলাম। যদিও কেউ শুনলে কখনো বিশ্বাস করবে না। কিন্তু একজন রুলারের জ্ঞান কি মিত্যা হতে পারে?
হিরো যারা অনেক শক্তিশালী একটা বিয়িং। তাদের ক্ষমতা দিয়ে কিছু এনটিটি। সংক্ষেপে তাদের বলা হয় রুলার। রুলারদের আরেক পরিচয় রয়েছে। অনেকে তাদের গড নামেও চিনে। তবে এই ইউনিভার্সে এই রুলারই সবচেয়ে শক্তিশালী নয়। রুলারদের উপরেও লোক রয়েছে।
* * * * *
এলেক্স বুঝতে পারলো আপাতোতো এসব জ্ঞান তার তেমন কাজে আসবে না। তাকে শক্তিশালী হতে হবে। যদিও কোনো কাজে আসবে না এই জ্ঞান, তারপরও সে এটাকে এক পাশে রেখে দিতে পারছে না। এলেক্স এতোদিন চাচ্ছিলো শুধু শক্তিশালী হয়ে এখান থেকে পৃথিবীতে চলে যেতে। কিন্তু তার ইচ্ছায় আস্তে আস্তে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। পৃথিবীতে কিছুই নেই যেটার জন্য এলেক্স যাবে সেখানে। বরং সে আরো বড় সম্পদের সন্ধান পেয়েছে তারই জ্ঞানের মধ্যে।
-->>তাহলে কন্ট্রাকটা দেখা যাক।(এলেক্স)
এলেক্স তার সিস্টেম ইনভেন্টরি থেকে ফ্যামিলার কন্ট্রাক বের করলো। সেটা একটা কাগজের মতোই। তবে বের করার পূর্বে এলেক্স সেটার ব্যবহার দেখে নিয়েছে।
""
আইটেমঃফ্যামিলার কন্ট্রাক
গ্রেডঃএস
হোস্টের তিন ফোটা ব্লাড ফোটা এই কাগজের উপরে ফেললে হোস্ট তার ফ্যামিলার তৈরী করতে পারবে।
শর্তঃ এই ফ্যামিলার কন্ট্রাকে হোস্ট শুধু প্রাক্তন রুলার অফ আনডেডকে তার ফ্যামিলার তৈরী করতে পারবে।
""
এলেক্স তার ইনভেন্টরি থেকে কাগজটা বের করলো। এতোক্ষনে সে লক্ষ করেছে তার শরীরটাও স্বাভাবিক হয়েছে। এই সাদা জায়গায় এতোক্ষন পূর্বের চেহারায় থাকলেও আবারো সে এলেক্স হয়ে গিয়েছে। তাই নিজের শরীরকে সে অনুভব করতে পারছিলো। তাই তো ডান হাতের একটা আঙ্গুলে সে একটা কামড় দিলে। কামড়ে সে কিছুটা ক্ষত তৈরী করলো। তার হিলিং স্কিলের জন্য এই সামান্য ক্ষত নিয়ে তাকে চিন্তা করতে হবে না।
হাত থেকে তিন ফোটা ব্লাড পরার পর কন্ট্রাকের কাগজটা জ্বলতে শুরু হলো। এবং সেটা পুড়ে ছাই হয়ে নিচে পরে গেলো। সেই ছাই থেকে লিচ্ দ্যা আনডেড বেরিয়ে আসলো। পূর্বে তার উচ্চতা এলেক্সের এগারো বছরের শরীরের চারগুন গুন ছিলো। তবে এখন এলেক্সের মনে একটু হাসি পেলো।
[ধন্যবাদ মাস্টার, আমাকে আপনার সেবা করার সুযোগ দেওয়ার জন্য।]
লিচ্ দ্যা আনডেড এখণ এলেক্সের ছোট শরীরের থেকেও অর্ধেক হয়ে আছে। তার চারিদিকে কালো এনার্জি এখনো আছে, হাতে ছোট একটা স্কাইটি (কাচি রয়েছে)। দেখতে একটু পূর্বেই যাকে মারাত্মক লাগছিলো তাকেই এখন কিউট লাগছে।
লিচ্ টা এলেক্সের ফ্যামিলার হয়ে যাওয়ার পর পরই সাদা সব কিছু আবারো কালোতে পরিনত হয়ে গেলো। তবে এবার সেটা আর স্বপ্নের মতো রইলো না। এলেক্স চোখ খুললো। সে তাকে নিজের তাবুর মধ্যে পেলো। শরীর অনেকটা দুর্বল হয়ে আছে তাই সে উঠার চেষ্টা করলো না। তবে আজব করার বিষয় তার সামনে একটা প্রজেকশন রয়েছে,
""
স্পেশাল মিশন-০১
মিশনঃ Become A Playboy
ডিটেইলসঃ মেফাসের সেরা তিন সুন্দরীকে প্রেমে ফেলতে হবে। আপনার প্রতি ভালোবাসা প্রমানের জন্য প্রতিজনের থেকে একটা চুমুর প্রয়োজন হবে।
অবজেক্টটিভঃ
১) ডিউক উয়েক্সকুলের কন্যা এলিন ভন উয়েক্সকুল।(সম্পূর্ন হয়েছে)
২) ডিউক ম্যান্ডেলার কন্যা মাইরা ভন রিসপন।
৩)কিং কন্যা এনরি বিন চার্লেস।
তিন সেরা সুন্দরীকে প্রেমে ফেলতে হবে আপনার।
রিওয়ার্ডঃ????
""
এলেক্সের প্রথমে কোনো পার্থক্য না দেখতে পারলেও ভালো করে দেখার পর বুঝতে পারলো,
""
ডিটেইলসঃ মেফাসের সেরা তিন সুন্দরীকে প্রেমে ফেলতে হবে। আপনার প্রতি ভালোবাসা প্রমানের জন্য প্রতিজনের থেকে একটা চুমুর প্রয়োজন হবে।
অবজেক্টটিভঃ
১) ডিউক উয়েক্সকুলের কন্যা এলিন ভন উয়েক্সকুল।(সম্পূর্ন হয়েছে)
""
এলেক্স একবার ভেবেছিলো কিন্তু সিওর ছিলো না। তবে এটা দেখার পর সে বুঝতে পারলো তার সাহায্য এলিন করেছিলো। কিন্তু বুঝতে পারলো না সেটার জন্য কি একটা কিস এর প্রয়োজন ছিলো?
-->>ওয়েল আমি ভেবেছিলাম এই মিশনটা শেষ হবে না। কিন্তু এটা তো আপনা আপনিই শেষ হতে চাচ্ছে।(এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।