[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৪৪
।
।
""
""
নেইম: এলেক্স
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৬০
স্ট্রেন্থ : ৫৫
ভাইটালিটি : ৫৩
এজিলিটি : ৬২
স্টেম্যানা : ৫৯
ইন্টেলিজেন্স : ৭০
লাক্ : ১৫
স্ট্যাট পয়েন্ট: ১৩০
""
""
এলেক্স তার সামনের প্রজেকশনের দিকে তাকিয়ে রইলো। বেশ অনেক স্ট্যাট পয়েন্ট সংগ্রহ হয়েছে তাছাড়া,
"আমি ভাবতেও পারি নি সামান্য একটা সোল ফ্রাগমেন্টকে এবজোর্ব করার পর আমার লেভেল এতটা বৃদ্ধি পাবে।"
এলেক্স কখনো ভাবে নি এতোটা বৃদ্ধি পাবে তার স্ট্যাটাস। তবে একজন রুলারের থেকে আর কি আশা করা যায়। এলেক্স তার নতুন জানা জ্ঞান গুলো তার কাছেই রাখলো কারন সেটা এখনো স্পষ্ট না।
-->>তাহলে কি আমি দেখবো র্যানডম বক্সে কি রয়েছে?(এলেক্স)
তাবুর মধ্যে এলেক্স একা রয়েছে। বাইরে অন্ধকার হয়েছে, তাই সে আর বের হয় নি। তাবুর মধ্যে বেশ কিছু ফল রাখা ছিলো যেগুলো সে খাচ্ছে এবং সিস্টেম এর অপশন গুলো দেখছে। প্রথমে সে হয়তো ভেবেছিলো অনেক সময় পার হয়ে যাওয়ার কথা। কিন্তু মূলত দিন শেষ হয়ে শুধু রাত হয়েছে। বাকি সবাই ঘুমিয়ে পরেছে তাই শুধু এলেক্সই একা জেগে রয়েছে।
এলেক্স তার সিস্টেম এর ইনভেন্টরিতে প্রবেশ করলো। ভিতরে তেমন কোনো জিনিস নেই। দুটো আননোন আইটেম যেটা মিস্ট্রি বক্স থেকে পেয়েছে এবং একটা র্যানডম বক্স। এলেক্স বক্সের উপরে ক্লিক করলো। ক্লিক করার সাথে সাথে সেটা খোলার একটা মেসেজ এলেক্সের সামনে আসলো,
-""মাস্টার কি র্যানডম বক্স খুলতে চাচ্ছেন?""-
এলেক্সের লেভেলের সাথে এই মেসেজ গুলোও বিরক্তকর হতে শুরু করেছে। পূর্বে এলেক্সের সামনে এতো মেসেজ আসতো না। আসলেও সময় মতো আসতো না। কিন্তু এলেক্স যত লেভেল উপরে উঠছে মেসেজ গুলোও তত উন্নত এবং সময় মতো আসা শুরু করেছে। এলেক্স কোনো কিছু না দেখে তার র্যানডম বক্সটা খুললো।
-""আজকের দিনটায় খারাপ ছিলো। কিন্তু দিনশেষে অনেক কিছু অর্জন করেছি।""-
বক্স খোলার জন্য কয়েক মিনিট অপেক্ষা করতে হবে সেটা এলেক্স বুঝতে পারলো। তাই আজকে যা অর্জন করেছে সেটা আরেকবার ভাবতে লাগলো। এলেক্সের স্ট্যাটাসের দিকে আবার তার নজর পরলো।
""
স্ট্রেন্থ : ৫৫
ভাইটালিটি : ৫৩
এজিলিটি : ৬২
স্টেম্যানা : ৫৯
ইন্টেলিজেন্স : ৭০
লাক্ : ১৫
""
-->>আমার ইন্টেলিজেন্স অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমার মাইন্ডের মধ্যে ফাইটটা হওয়ার জন্য হয়তো।(এলেক্স)
ইন্টেলিজেন্স নির্ভর করে একজনের জ্ঞানের উপরে। যার জ্ঞান বেশী তার ইন্টেলিজেন্স ও বেশী। আর যার ইন্টেলিজেন্স বপশী তার এনার্জি সংগ্রহ করার ক্যাপাসিটিও বেশী। এলেক্স এখনো অনেক কিছু জানে না। তাই সে যত বেশী ইন্টেলিজেন্স পয়েন্ট বারাতে পারবে তার ম্যাজিকও তত বেশী শক্তিশালী হবে।
-""কনগ্রাজুলেশন মাস্টার। আপনি একটা ম্যাজিকাল আইটেম পেয়েছেন।""-
""
আইটেমঃ ন্যাকরো ব্লেড(সিল)
গ্রেডঃ "এ" (রেয়ার আইটেম)
ডিটেইলঃ এক অজানা নামহীন সোর্ড, যেটার অরিজিন সম্পর্কে সঠিক তথ্য কেউই বলতে পারে না। এই আইটেম হোস্টের ইচ্ছা অনুযায়ী যেকোনো সোর্ডের ফর্ম নিতে পারবে। সোর্ডটির উপরে একটা আননোন সিল রয়েছে। তাই হোস্ট সোর্ডের অনেক ফাংশন দেখতে পারবে না।
ইফেক্টঃ
১)মৃত এনার্জি এবজোর্ব করতে পারে, যেটা হোস্টের সোর্ডকে আরো শক্তিশালী তৈরী করবে।
২)এটা হাতে থাকলে হোস্টের রিজেনারেশন ক্ষমতা ২০% বৃদ্ধি পাবে।
৩)??????
৪)??????
শর্তঃ ব্যবহারের জন্য হোস্টের স্ট্রেন্থ এবং ইন্টেলিজেন্স অবশ্যই ১০০ থাকতে হবে।
""
-->>ওয়েল এটা আমি আশা করি নি।(এলেক্স)
এলেক্স ইনভেন্টরি থেকে ন্যাকরো ব্লেডটা বের করতে চাইলো কিন্তু সেটা তার হাতে আসছে না। সে বুঝতে পারলো তাকে তার স্ট্যাট পয়েন্ট ব্যবহার করতে হবে এমনিতেও তার কাছে অনেক স্ট্যাট পয়েন্ট রয়েছে আপাতোতো। এলেক্স সম্পূর্ন ব্যবহার করতে চাচ্ছে না কিন্তু অন্য কোনো উপায়ও নাই।
-->>আমাকে দেখতে হবে চেক করে।(এলেক্স)
এলেক্সের মনে পরলো পুরানো কথা। টাওয়ার অফ স্লোথে থাকা অবস্থায় তার হাতে থাকা রিং অফ বিলজবাব এর কারনে সে অন্য কোনো ম্যাজিকাল আইটেম ব্যবহার করতে পারে নি। কারন যখনি সে কোনো আইটেম হাতে নিয়েছে তখনি সেই আইটেম সাধারন বস্তুতে পরিনত হয়েছে। তাই সে এটাকেও দেখে নিতে চাই। যদিও এটাও না কাজ করে তাহলে এলেক্স আর ম্যাজিকাল আইটেমে ফোকাস দিবে না।
""
স্ট্রেন্থ : ৫৫
ভাইটালিটি : ৫৩
এজিলিটি : ৬২
স্টেম্যানা : ৫৯
ইন্টেলিজেন্স : ৭০
লাক্ : ১৫
""
এলেক্স তার স্ট্রেন্থে ৪৫ পয়েন্ট যোগ করলো। এবং ইন্টেলিজেন্স এ ৩০ পয়েন্ট যোগ করলো। সাথে সাথে তার সামনের প্রজেকশন এ পপ পপ আওয়াজ হলো। সেই সাথে এলেক্সের শরীরেও হাড় মর মর করতে শুরু করলো। এলেক্সের এই অনুভূতি প্রথম নয়। তারপরও এটা এলেক্সের ভালো লাগে না। জিনিসটা চিটিং এর মতো। কোনো কাজ ছাড়ায় এভাবে নিজের ক্ষমতা বারানো চিটিং ছাড়া আর কি?
""
""
নেইম: এলেক্স
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৬০
স্ট্রেন্থ : ১০০
ভাইটালিটি : ৫৩
এজিলিটি : ৬২
স্টেম্যানা : ৫৯
ইন্টেলিজেন্স : ১০০
লাক্ : ১৫
স্ট্যাট পয়েন্ট: ৫৫
""
""
এলেক্স আবারো তার স্ট্যাটাস অপশনটা দেখে নিলো। সে তার স্ট্যাট পয়েন্টকে এভাবে খরচ করতে চাই নি। তারপরও আইটেম টা চেক করার জন্য এটা প্রয়োজন ছিলো। এলেক্স সময় নষ্ট না করে তার ইনভেন্টরি থেকে ন্যাকরো ব্লেডটা বের করলো। তাবুর মধ্যে ছোট একটা স্টোন থাকার কারনে পুরো তাবুর ভিতরে আলো ছিলো, তাই সব কিছু স্পষ্টই দেখা যাচ্ছিলো। প্রথমে কালো একটা ধোঁয়া তৈরী হলো এবং সেই ধোয়া থেকে এলেক্সের হাতে একটা লং সোর্ড চলে আসলো। সোর্ডটা অনেকটা বড় যেটা এলেক্সের বয়স অনুযায়ী মোটেও ব্যবহার যোগ্য না। তাছাড়া বেশ ভারিও।
-->>বুঝলাম এই আইটেমের জন্য আমার স্ট্রেন্থ কেনো বৃদ্ধি করতে হলো।(এলেক্স)
সোর্ডটা অনেক ভারী, যদি এলেক্স তার স্ট্রেন্থ বৃদ্ধি না করে সোর্ড উচু করার চেষ্টা করতো তাহলে কখনোই একটা স্লাশ দিতে পারতো না।
-->>ডিটেইলসে বলা হয়েছে আমি যেকোনো রূপ দিতে পারবো।(এলেক্স)
এলেক্স এখন আর অনভিজ্ঞ নয়। সে ভালো করেই জানে এসব জিনিস কিভাবে কাজ করে। সাধারন সময়ে হয়তো বাটন খোজার চেষ্টা করতো। কিন্তু ম্যাজিক তো কাজ করে চিন্তা শক্তির মাধ্যমে। এলেক্স সোর্ড দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কারন সোর্ড একজনের স্পিড অনেকটা কমিয়ে ফেলে। এলেক্স সোর্ডটা হাতে নিয়ে চিন্তা করতে লাগলো তার পছন্দের অস্ত্রকে নিয়ে।
টাওয়ার অফ স্লোথের টেস্ট গ্রাউন্ডের মধ্যে থাকা অবস্থায় এলেক্স পুরো এক বছর সর্ট সোর্ড ব্যবহার করেছে। তাই সেটার সাথে একটা অভ্যাস হয়ে গিয়েছে। হাতে ছোট সোর্ড থাকলে সেটা স্পিডের উপরে কোনো পার্থক্য তৈরী করে না। তাই ব্যবহারও সহজ। যেহেতু এলেক্স তার সাব জব হিসাবে এসাসিন্স বেছে নিয়েছে তাই তার জন্য একটা ড্যাগারই সবচেয়ে আদর্শ অস্ত্র।
এলেক্স চিন্তা করতে লাগলো তার হাতের সোর্ডকে একটা ড্যাগারে রূপ দেওয়ার জন্য। আর সাথে সাথে সোর্ড থেকে একটা কালো ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়াটা পুরো সোর্ডকে ঘিরে ধরলো এবং দেখতে দেখতে এলেক্সের হাতে একটা ছোট ড্যাগার হয়ে গেলো।
-->>খারাপ না। এটাকে বলে একটা আদর্শ অস্ত্র। তবে ওজনটা কমলে ভালো হতো।(এলেক্স)
এলেক্সের হাতের সোর্ড ছোট হলেও তার ওজন ঠিক আগের মতোই আছে। তাই তো তার কাছে ভালো লাগছে না। তবে এলেক্স খুশি হলো এটা দেখতে পেয়ে যে রিং এই ন্যাকরো ব্লেডটার এনার্জি এবজোর্ব করছে না। এটা এলেক্সের জন্য ভালো একটা দিক হলো।
-->>লিচ্ টাকে আমি ডাকবো কিভাবে?(এলেক্স)
এলেক্স সব কিছু বুঝতে পারলেও এই ফ্যামিলার সম্পর্কে তার এতোটা জ্ঞান নেই। তাই সে বুঝতে পারছে না তাকে ডাকবে কিভাবে? ফ্যামিলার ডাকা তো তার আনডেড আর্মি স্কিলের মতো না। তাই স্কিলের মতো একটিভ করতে পারবে না।
-->>থাক আপাতোতো অনেক কিছু আছে আমাকে চেষ্টা করতে হবে। কিন্তু আমার মাইন্ড এখন ব্লাঙ্ক হয়ে যাচ্ছে।(এলেক্স)
এলেক্সের ঘুম পাচ্ছিলো। তার মাইন্ডে অনেকটা সময় পার হয়েছিলো। তাছাড়া একটা ছোট খাটো ফাইটও হয়েছিলো। তাই তার আবারো ঘুম পাচ্ছে। এলেক্স তাবুর স্টোনের আলো বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পরলো।
* * * * *
অন্যদিকে চেইনের টিমের সবাই নিজেদের তাবুর মধ্যে শুয়ে আছে শুধু একজন ছাড়া। বরফের একটা সিড়ি তৈরী হয়েছে একটা গাছের ডালের উপরে উঠার জন্য। আর ডালের উপরে বসে আছে এলিন ভন উয়েক্সকুল। তার মুখটা ফ্যাকাসে দেখাচ্ছে। চারপাশে অন্ধকার হওয়ায় সে তার লাইট ম্যাজিক ব্যবহার করে কিছুটা আলো তৈরী করেছে। সেই আলোতে তার কাধে কালো আগুনের একটা ফিনিক্স পাখি বসে আছে।
-->>মাস্টার আপনি কি পূর্বের সিদ্ধান্তটা নিয়ে ভাবছেন?(পাখি)
পাখিটা এলিনকে জিজ্ঞেস করলো। তবে এলিন বেশ কিছুক্ষন চুপ রইলো। সে আজকে হয়ে যাওয়া ঘঠনাকে মনে করতে লাগলো।
(পূর্বে)
এলেক্স শুয়ে ছিলো এবং তার পাশে এলিন বসে ছিলো। এলেক্সের অবস্থা অনেকটা ভয়ানক ছিলো। তার শরীর থেকে এমন একটা এনার্জি বের হচ্ছিলো যেটা সম্পর্কে এলিন শুধু শুনেছে কিন্তু আজই প্রথম দেখেছিলো। এনার্জিটা এতো প্রেসারের ছিলো যেটার মধ্যে এলিনের শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তাই এলিন বুঝতে পারছিলো সে অপেক্ষা করলে একটা ভয়ানক ব্যক্তি তার সামনে উপস্থিত হবে যেটা এই ছোট ছেলে তো হবেই না।
-->>তো কি করবেন? আমাকে ব্যবহার করবেন, নাকি এই ছেলের কাছে যেতে দিবেন, কিংবা কিছু না করেও অপেক্ষা করতে পারেন আমার মাস্টারের এক শত্রুর রেইনকার্নেডের জন্য।(পাখিটা)
এলিন কি সিদ্ধান্ত নিবে তখন বুঝতে পারছিলো না। তার নিজের ও একটা গোল রয়েছে। যেটা পূরন করতে হলে তাকে পাঁচ চাবির একটা তো নিজের কাছে রাখতেই হবে। তা নাহলে সে নিজের ইচ্ছা কিভাবে পূরন করবে?
-->>আমি তোমাকে ব্যবহার করলে তুমি পারবে ওকে হত্যা না করা ছাড়া ওর সাহায্য করতে।(এলিন)
পাখিটা কিছুটা থেমে উত্তর দিতে লাগলো,
-->>সেটা আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে।(পাখিটা)
এলিন কিছুক্ষন ভাবলো। সে কখনো এই চাবি ব্যবহারের কথা চিন্তা করে নি। সব সময় ভেবে নিয়েছিলো এটা ছাড়ায় সে পারবে শক্তিশালী হতে। কিন্তু এখন একটা ভুল সিদ্ধান্তের জন্য সব কিছু হারাতে চাই না। যদি ব্রেসলেটটা সে এলেক্সকে দিয়ে দেই তাহলে এলেক্স শক্তিশালী হলেও এলিনের কোনো লাভ হবে না। আবার এখন এলেক্সকে হত্যা করলেও এলিনের কোনো লাভ হবে না। কারন টাওয়ার থেকে একজন তাদেরই দুজনের জন্য আসছে। আবার এখন কিছু না করলেও সমস্যা। যদি রুলার অফ ডেড এলেক্সের শরীরকে দখল করে তাহলে এলিন কেনো বিলজবাবের সাথে যাদের সম্পর্ক আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে।
-->>মনে হচ্ছে আমার সব রাস্তায় বন্ধ। ঠিক আছে কি করতে হবে আমাকে?(এলিন)
এলিন যে রাজি হবে এটা পাখিটা আশা করে নি। কিন্তু দাবা খেলার মতো সে এলিনকে সব দিক দিয়েই চেক দিয়েছে। শুধু একটা পথ রয়েছে এলিনের সেখান থেকে বাঁচার।
-->>ওয়েলকাম মাই নিউ মাস্টার।(পাখিটা)
পাখিটা কোনো কিছু বললো না আর। পাখিটা ব্রসলেটের মধ্য থেকেই কথা বলছিলো এলিনের সাথে। আর এলিন এলেক্সের দিকে তাকিয়ে কথা বলছিলো পাখির সাথে। কথাগুলো জোরে হচ্ছিলো না। মুখ দিয়েও বলছিলো না কেউ। সব কিছু মনের মাধ্যমে। যেটাকে টেলিপ্যাথি বলা হয়। পাখিটা আর কোনো কথা বললো না। কিন্তু এলিনকে কি করতে হবে সেটা ঠিকই বুঝিয়ে দিলো। এলিনের মাথায় একটা স্মৃতি ভেসে উঠলো।
"ফিনিক্স ব্লেসিং"
একজন পিউর ফিনিক্স এর পাওয়ার ব্যবহারকারী মাত্র একজনকে এই ব্লেসিং দিতে পারবে। মূলত এটা ফিনিক্স পাওয়ার ব্যবহারকারী তাদের জীবন সঙ্গীকেই এই ব্লেসিং দিয়ে থাকে। যাতে দুজনকেই ফিনিক্স সারা জীবন রক্ষা করতে পারে।
-->>তুমি কি পাগল হয়েছো? শারিরীক সম্পর্ক! আমার বয়সই বা কতটুকু, আর এই ছেলে তো আমার থেকেও এক বছরের ছোট।(এলিন)
এলিনের স্মৃতিতে এটার ব্যবহার আসার সাথে সাথে সে চিল্লিয়ে উঠতে লাগলো। এটা কখনো সম্ভব নয় তার জন্য। প্রতিটা কিংডম এমনকি এম্পায়ারে যদিও বিয়ে ঠিক হয় দশ বছরের পর থেকে তারপরও আঠারোর পূর্বে বিয়ে সম্পূর্ন হয় না কারো। এটা অনেক কড়া নিয়ম। আর একজন ডিউকের কন্যা হয়ে এলিন একজন কমনারের সাথে,
-->>না না এটা কখনো হবে না।(এলিন)
এলিনের মুখ লজ্জায় লাল হয়ে গেলো। যদিও তাকে অন্য সময় বরফের মতোই কোল্ড দেখায় কিন্তু এখন সে লজ্জা পাচ্ছে। হয়তো তার এই রূপ কেউই জানে না।
-->>আমি তো মাস্টারকে শুধু একটা কিস করার কথায় বলছিলাম। এখনি ভালো সুযোগ ভবিষ্যৎ এ না ও পেতে পারেন এই সুযোগ?(পাখিটা)
এলিন পাখিটার কথাটা বুঝতে পারলো। তার সাথে এতোদিন থাকার ফলে এলিনের মনের বিষয় এই ফিনিক্স পাখি ছাড়া আর কেউ ভালো করে হয়তো জানে না। এলিনের লক্ষ যে একটা তেমন নয়। প্রথমত সে ডিম্যান প্রিন্স বিলজবাব কে আবার রেইনকার্নেড করাতে চাই। দ্বিতীয় এলিন ডিম্যান প্রিন্সের সাথে থাকতে চাই। তৃতীয় সে কি চাই এখনো ভাবে নি।
বেশ কিছুদিন যাবৎ সে এলেক্সকে লক্ষ করছে। এলিনের একটা জিনিস সবচেয়ে বেশী খারাপ লাগে। কারো কাছে পাওয়ার আছে কিন্তু সেটা ব্যবহার করে শুধু লোক দেখানোর জন্য, এরকম ব্যক্তিকে এলিন কখনোই সহ্য করতে পারে না। ঠিক এজন্যই তার ভাইয়ের সাথে তার দ্বন্ধ অনেক দিন ধরেই চলছে। প্রথমে সে এলেক্সের থেকে জিডুরীকে নেওয়ার কথা চিন্তা করেছিলো। কিন্তু পরক্ষনে ফিনিক্স তাকে সে সিদ্ধান্ত নিতে মানা করেছিলো। কারন টাওয়ার থেকে শক্তিশালী একজন আসছে তাদের জন্যই। তাই এখন জিডুরীকে এলেক্সের থেকে নেওয়া মোটেও ভালো হবে না।
"তবে এটা মানে তো এই ছেলেটাও আমার সাথে শক্তিশালী হবে।" (এলিন ভাবছে)
বলতে গেলে এলিন এখন এলেক্সের থেকে অনেকটা শক্তিশালী। তাই তাকে মেরে ফেলা কোনো ব্যাপারই না এলিনের জন্য। শুধু এলিন গ্লাটোনি থেকে বাঁচলেই এলেক্সের কাজ শেষ। তবে এটা কি ভবিষ্যৎ এ এতো সহজ হবে? এলিনের সাথে তো এলেক্স ও শক্তিশালী হবে। অনেক শক্তিশালীও হতে পারে। তখন কি হবে?
"ফিনিক্সটা নিশ্চয় আমার জ্ঞানের বাইরে কিছু প্লান করছে।"(এলিন ভাবছে)
এলিন বোকা কোনো ব্যক্তি নয়। ডিউকের কন্যা হওয়ার ফলে সব পরিস্থিতি খুব সহজেই বুঝতে পারে। আর তাছাড়া এতো দিন ফিনিক্স তার সাথে থাকায় কেউ কোনো গোপন প্লান করছে কিনা সেটা এলিন বুঝতে পারে সহজে। কিন্তু কি প্লান করছে সেটা জানা তো অসম্ভব।
"যা হবার হবে।" (এলিন)
এলিন আশেপাশে একটু দেখে নিলো। কেউ ছিলো না আশেপাশে। তাই এই সুযোগে সে এলেক্সের দিকে এগিয়ে গেলো। পুরো মুখ তার লাল হয়ে ছিলো। সে এক জিনিস ভাবলেও তার মন অন্য জিনিস ভাবে। যদিও সে চাচ্ছে না, কিন্তু এলেক্সকে তার কাছে দেখতে অনেকটা তার দেখা স্বপ্নের ছেলের(বিলজবাব) এর মতোই দেখাচ্ছে। তাই তো নিজের আবেগকে সে কন্ট্রোল না করতে পেরে নিজের ঠোট এলেক্সের ঠোটের সাথে মিশিয়ে দিলো। এক থেকে দুই সেকেন্ডের ছিলো চুমুটা। এলিনের মুখ আরো লাল হয়ে গেলো। সে এলেক্সের কাছ থেকে সরে গেলো এবং অপেক্ষা করতে লাগলো এলেক্সের শরীর নরমাল হওয়ার জন্য।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।