[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৩৩
।
।
(ডিমনিক ফরেস্ট)
রাতের অন্ধকারে গাছের ডালে দুজন মেয়ে বসে আছে। দুজনের মুখে সাদা রঙের দুটো মাক্স রয়েছে যেটার তাদের পুরো মুখকে ঢেকে রেখেছে। মাক্স দুটো দেখতে অনেকটা ফক্স আকারের। মেয়ে দুটো একে অপরের দিকে তাকিয়ে আছে, তারা অনেকটা অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেয়েছে।
-->>আমি আশা করি নি এরকম কিছু দেখতে পারবো।
দুজনের মধ্য থেকে একজন কথাটা বলে উঠলো। অন্যজন নিচের দিকে তাকিয়ে আছে। তাদের দুজনের চোখই বিশ্বাস করতে পারছিলো না তারা যেটা দেখেছে।
-->>কি ভাবে সম্ভব এটা?(অন্যজন)
দুজনেই বিষ্ময়ে কোনো উত্তর খুজে পাচ্ছে না। তাই বার বার একে অপরের দিকে তাকিয়েই আছে। দুজনেই পূর্বে নেকরোম্যানসির কথা শুনেছে, তবে সেটা শুধু উচ্চ লেভেল মনস্টাররাই ব্যবহার করতে পারে। কখনো শুনে নি কোনো মানুষ আনডেড তৈরী করতে পারে। তাই অবাক না হয়ে পারছে না দুজনেই।
* * *
(এলেক্স রূপে)
অনেক কষ্টের পরে আমার কাছে একটা উচ্চ লেভেল স্ক্যালেটন হয়েছে। আমি এবারো আশা করেছিলাম যে আমার স্কিল কাজ করবে না এই ৪২ লেভেলের ডিমনিক বিস্টে উপরে, তবে কোনো সমস্যায় হয় নি। হয়তো এটাকে হত্যার পরে আমার লেভেল বৃদ্ধির জন্য সহজেই আমি এটাকে স্ক্যালেটন আর্মিতে অংশ দিতে পেরেছি।
হয়তো আমি একা থাকলে আমার জন্য এটাকে হারানো অনেকটা কষ্টকর হতো। যেহেতু আমার স্ক্যালেটন ডিমনিক বিস্ট টাকে বিজি রেখেছিলো তাই খুব সহজেই আমি হারাতে পেরেছি। যদিও আমার সবচেয়ে আনন্দের পার্ট এটা থেকে পওয়া এক্সপি পয়েন্ট। আমি আমার স্ট্যাট দেখার জন্য প্রস্তুত হবো তখনি হঠাৎ আমার নজর আমার পাশে থাকা একটা গাছের উপরে যায়। যদিও আমি অন্ধকারে দেখতে পারছিলাম না তারপরও দুটো আননোন বস্তু সেখানে আছে সেটা সম্পর্কে কনফার্ম হয়ে গেলাম।
দুটো বিশাল প্রশ্নবোধক আমার চোখে ভাসলো আমার স্কিল "ইনফো" এর কারনে। আমি আর কিছু ভাবলাম না। বুঝতে পারলাম এখানে উচ্চ লেভেলের কিছু একটা আছে।
"আমাকে যেভাবেই হোক ক্যাম্পে ফিরে যেতে হবে।"(আমি মনে মনে বলতে শুরু করলাম নিজেকেই)
যদিও ভয় কি সেটা আমি হারিয়ে ফেলেছি তারপরও আমি বুঝতে পেরেছি এখানে আমি কিছু করতে পারবো না। দুটো বস্তু যদি আমাকে আক্রমন করে তাহলে আমি হয়তো একটাকে আমার গ্লাটোনি দিয়ে আটকাতে পারবো, কিন্তু অন্যটা খুব সহজেই আমাকে হত্যা করতে পারবে। যেহেতু আমি তাদের নামও দেখতে পারছি না তাই নিসন্দেহে বলা যাচ্ছে তারা চেইন এবং মিও দের থেকেও অনেকটা শক্তিশালী।
* * * * *
এলেক্স আর সেখানে রইলো না। সে তার "ডিটেকশন" স্কিলের মাধ্যমে খুব তারাতারি ক্যাম্পে চলে আসলো। যদিও সে দুটো বস্তুকে কাছে থেকে দেখতে চেয়েছিলো, তারপরও সে রিক্স নিতে চাই না এখনি। নিজের তাবুর মধ্যে এসে শুয়ে পরলো।
"যেহেতু আমাকে আক্রমন করে নি আমার এখানে আসায় তাই আমার ভয় নেই আপাতোতো তাদেরকে নিয়ে।" (এলেক্স ভাবতে লাগলো)
এলেক্স তাবুতে ঢোকার পূর্বেও দেখতে পেয়েছে সেই দুটো বস্তু তাদের ক্যাম্পের অনেকটা পিছনেই ছিলো, যেহেতু এলেক্সকে আক্রমন করে নি তাই কোনো ডিমনিক বিস্ট না তারা। এজন্যই এলেক্স ভাবছে না আপাতোতো তাদের নিয়ে।
"স্ট্যাটাস অপশন"
এলেক্স তার স্ট্যাটাস অপশন বের করলো। তার কথাটা মনের মধ্যে উচ্চারন করার সাথেই তার সামনে একটা থ্রিডি প্রজেকশন তৈরী হলো। যেখানে তার বর্তমান স্ট্যাট দেখাচ্ছে,
""
স্ট্যাটাস অপশনঃ
নেইম: এলেক্স
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৩৫
স্ট্রেন্থ : ৩৫
ভাইটালিটি : ৩০
এজিলিটি : ৫০
স্টেম্যানা : ৩৫
ইন্টেলিজেন্স : ৪৪
লাক্ : ১২
স্ট্যাট পয়েন্ট: ৩৫
""
এলেক্স কিছুক্ষন তার স্ট্যাট পয়েন্টের দিকে তাকিয়ে রইলো। অনেক পয়েন্ট সে বৃদ্ধি করতে পেরেছে, তবে এই পয়েন্টেই শুধু তার হচ্ছে না। আরো লেভেলের প্রয়োজন তার স্ট্যাটকে বৃদ্ধি করতে হলে। আপাতোতো তার স্ট্যাট অনুযায়ী ৫০ লেভেলের একটা ডিমনিক বিস্টের সামনে পরলেই মারা যাবে সে তাই, তাকে তারাতারি ব্যবস্থা নিতে হবে। সে তার স্ট্যাট পয়েন্ট গুলো কম থাকা জায়গায় প্রয়োগ করে দিলো। স্ট্যােমানা তে ১৫, এজিলিটিতে ৫, স্টেন্থে ৫ এবং ভাইটালিটিতে ১০ পয়েন্ট প্রয়োগ করলো এলেক্স, যার ফলে তার স্ট্যাটাস অপশন আবারো চেন্জ হয়ে গেলো।
""
স্ট্যাটাস অপশনঃ
নেইম: এলেক্স
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৩৫
স্ট্রেন্থ : ৪০
ভাইটালিটি : ৪০
এজিলিটি : ৫৫
স্টেম্যানা : ৫০
ইন্টেলিজেন্স : ৪৪
লাক্ : ১২
স্ট্যাট পয়েন্ট: ০০
""
স্ট্যাট চেন্জের সাথে সাথেই আবারো এলেক্সের শরীরের হাড়ের মধ্য দিয়ে কেমন একটা শুরশুরি তৈরী হলো। এটা প্রথম নয়, পূর্বেও তার স্ট্যাট বৃদ্ধি করার সময় এমনটা অনুভব করেছে সে। তাই এটা অনেকটা অভ্যাস হয়ে দাড়িয়েছে। এলেক্স এবার আর এসবে নজর দিলো না। সে চোখ বন্ধ করে রইলো, তবে ঘুমাচ্ছে না। হঠাৎ তার মুখ থেকে শব্দ শোনা যাচ্ছে,
-->>জিডুরী?(এলেক্স)
এলেক্স হঠাৎ জিডুরীকে ডাকলো। প্রথমবার সে জিডুরীকে রিং না বলে তার আসল নাম ধরে ডাকলো। রিং মধ্যে থাকা বন্ধী জিডুরী কথাটা শুনে বিশ্বাস করতে পারলো না। তার নামটা তার পূর্ব মাস্টার দিয়েছিলো তাকে, লাইফের সব কিছু সঠিক মনে করতে না পারলেও তার নাম এবং তার মাস্টারকে সে ভুলে নি। এলেক্স যেহেতু তার নতুন মাস্টার, তাই কখনো আশা করে নি তার মুখ থেকে এই ডাক শুনবে। তাই খুশিতে কিছু বলতে পারছে না সে, তারপরও মাস্টারের কথায় উত্তর না দেওয়াটা বেয়াদবী, তাই সে তার খুশি মনকে লুকিয়ে উত্তর দিতে লাগলো,
-->>জ্বী মাস্টার।
এলেক্সের একটা জিনিস জানার খুব আগ্রহ ছিলো, তবে সেটা জিডুরীর থেকে জানতে পারবে না সে জানে, তারপরও প্রশ্ন করলে ক্ষতি কোথায়?
-->>হেল ফায়ার ফিনিক্স। তোমার মাস্টার বিলজবাব এর ফ্যামিলিয়ার ছিলো তাই না?(এলেক্স)
এলেক্সের মনে এই প্রশ্নটা জেগেছিলো সেদিন স্বপ্নে বিলজবাব এবং সেই কালো আগুনের ফিনিক্সকে দেখে। ফিনিক্স সম্পর্কে সে আগেও শুনেছে তার ওয়ার্ল্ডে, তবে সেটাকে কাল্পনিক পাখি বলা হতো, যেটা লাল রঙের হতো। তবে সর্বপ্রথম কালো ফিনিক্স পাখি দেখতে পেয়ে অনেকটা অবাক হয়েছিলো এলেক্স।
ফ্যামিলিয়ার, যেটা একবার সে তার আম্মা মারিয়ার মুখ থেকে শুনতে পেয়েছিলো। সেটা কাল্পনিক কাহিনীর মতোই লেগেছিলো তার কাছে, তবে কাল্পনিক জিনিস বলতে যে কিছু নেই সেটা অনেক আগেই এলেক্স বুঝতে পেরেছে। ফ্যামিলিয়ার মূলত বলা হয় কিছু বিস্টকে, যারা সবসময় তাদের মালিকের প্রতি বাধ্য থাকবে। অনেকটা এলেক্সেরই স্ক্যালেটনদের মতো। ফ্যামিলিয়ার অনেকটা কাজের জিনিস, শুধু যে তারা মালিকের হুকুম মানবে এমনটা নয়। তাদের দ্বারা আরো এক ভাবে উপকৃত হওয়া যায়। ফ্যামিলিয়ার যতই দুর্বল কিংবা শক্তিশালী হোক না কেনো তাদের ক্ষমতা গুলো তাদের মালিক ব্যবহার করতে পারবে। এই সম্পর্কে আমি বিস্তারিত না জানায় তেমন কিছু আর বলতে পারছি না। তবে জিডুরীর থেকে জানার ইচ্ছা করছে। যদিও সে বলতে পারবে না।
-->>মাস্টার আমার স্মৃতি সিল থাকায় আমি আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারছি না। তার সম্পর্কে আমার তেমন কোনো স্মৃতি নাই। তবে আপাতোতো যেটুকু বলতে পারছি সে মাস্টারের অনেক বিশ্বস্ত ছিলো।(জিডুরী)
এলেক্স বুঝলো সে জিডুরীর থেকে কিছু জানতে পারবে না আপাতোতো। এটা জানার জন্য তাকে অবশ্যই সরাসরি ফিনিক্সকেই প্রশ্ন করতে হবে। কিন্তু সেটা কি এলেক্সকে জানাবে?
এলেক্স আর কিছু না ভেবে সরাসরি ঘুমিয়ে পরলো। অনেক ক্লান্ত হয়েছে সে আজ। শরীরে ইদানিং খুব বেশী চাপ পরছিলো না, তাই আজকের লড়াইতে তারাতারি ক্লান্ত হয়ে গিয়েছে সে। তবে ভবিষ্যতে হয়তো এটা হবে না। কারন তার স্ট্যােমানাকে ভালোই বৃদ্ধি করেছে সে।
অন্যদিকে জিডুরী রিং এর ভিতরে বেডের উপরে শুয়ে আছে। তার পা এখনো শিকল দিয়ে বাধা রয়েছে। তবে সে লক্ষ করছে দিন দিন শিকলটা দুর্বল হচ্ছে। তার মাস্টার যত শক্তিশালী হচ্ছে শিকলটাও দুর্বল হচ্ছে সেই সাথে। জিডুরী বিছানার উপরে থাকা কাগজ গুলো মনোযোগ সহকারে পড়তে লাগলো, ইদানিং নতুন জিনিস জানতে পেরে তার অনেকটা ভালো লাগছে। ছোট সময় থেকে বই পড়ার অনেক ইচ্ছা তার, সেটা পূরন হচ্ছে তার এখানে থেকেই। তার নতুন মাস্টারের স্মৃতিতে থাকা সকল বই গুলো তার বিছানার উপরে একটা কাগজ করে আসতে শুরু হয়েছে।
প্রথমে জিনিসটা বুঝে নি সে, তবে বোর হয়ে একদিন বই পড়ার জন্য তার মন অনেকটা হাহাকার করছিলো, বইয়ের কথা চিন্তা করার সাথে সাথেই তার বিছানায় এক এক করে বইয়ের পাতা গুলো আসতে শুরু হয়। এক সময়ে বইয়ের নেশা থাকায় সে আবারো মগ্ন হয়ে যায় এই নেশার মধ্যে। যার ফলে পৃথিবীর সাহিত্যের সাথে ভালোবাসা তৈরী হতে তার বেশী সময় লাগলো না।
-->>আমি এখন আসলেই মাস্টারের ওয়ার্ল্ডে ফিরে যেতে চাই, তবে হয়তো সেটা সম্ভব না এখনি। যাইহোক একবার মাস্টারের ওয়ার্ল্ডে গিয়ে আমি সরাসরি তাদের রোমান্টিক গল্পগুলো বাস্তবে দেখতে চাই। অনেক এডভেঞ্চারাস হবে জিনিস?(জিডুরী)
-->>এক মিনিট আমার নতুন মাস্টারও তো ভালোবেসে বিয়ে করেছিলো সেখানে? তাহলে কি আমি তার রোমান্টিক গল্প সম্পর্কে জিজ্ঞাসা করবো? ভাবছি মাস্টারকে বলে আমি নিজেই একজন লেখিকা হয়ে যাবো। মাস্টারের ওয়ার্ল্ডের গল্প পড়ে তো রোমান্টিকতা আমার শিড়ায় শিড়ায় বইছে।(জিডুরী)
জিডুরী আবারো তার পড়ায় মন দিলো। সে আপাতোতো তার মাস্টারকে সাহায্য করতে পারছে না তবে সে জানে তার মাস্টার একটা মিশন নিয়ে খুব চিন্তিত আছে। তিনটা মেয়ে পটাতে হবে তার মাস্টারকে। তাই সে যত সম্ভব রোমান্টিক গল্প পড়ার চেষ্টা করছে। যাতে করে এই মিশনে জিডুরী তার মাস্টারকে কিছুটা হলেও সাহায্য করতে পারবে।
-->>মাস্টার আমার সাহায্য পেয়ে আমার খুব প্রশংসা করবে, হিহিহিহি।(জিডুরী)
জিডুরী কিছুটা মুচকি হেসে আবারো পড়ার প্রতি নজর দিলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।