[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৩২
।
।
(ডিমনিক ফরেস্ট)
এলেক্স সবার থেকে কিছুটা আলাদা হতে পেরেছে অনেকটা সময় পরে। আজ বারো দিনের রাত। সবাই ঘুমাচ্ছে আর এই সুযোগে এলেক্স বাইরে ডিমনিক বিস্ট শ্বিকার করতে বের হয়েছে। এলেক্সের সামনে একটা প্রজেকশন তৈরী হয়ে আছে।
""
স্কিলঃ ডিটেকশন
উচ্চ ঘ্রান যুক্ত বিস্টদের স্পেশাল একটা ক্ষমতা। এটার মাধ্যমে বিস্টরা তাদের পূর্ববর্তী থাকা জায়গায় ফিরে যেতে পারে।
শর্তঃ এনার্জির উপরে ডিপেন্ড করে।
কুলডাউনঃ নেই, এটা একটা প্যাসিভ স্কিল
[নোটঃ(প্যাসিভ স্কিল ব্যবহার করার প্রয়োজন হয় না। এটা সব সময় একটিভই থাকে।)]
এলেক্স তার প্রজেকশনকে বন্ধ করছে না। এটা তার আলোর সোর্চ হিসাবে কাজ করছে। প্রজেকশন থেকে তৈরী কিছুটা আলো শুধু এলেক্সের চোখেই পরে, এটা সে বাদে অন্যকেউ দেখতে পারে না। এলেক্স হাটছে, তবে এ পর্যন্ত একটা ডিমনিক বিস্টও তার নজরে পরে নি।
-->>এভাবে চললে তো আমার লেভেল বৃদ্ধি পাবে না।(এলেক্স)
এলেক্স হাটছে এবং কথাটা বলছে, তার স্ক্যালেটন আর্মির ফলে তার দুটো লেভেল বৃদ্ধি পেয়েছে, তবে এখন একটাও ব্যবহারের মতো নেই। তবে এক হিসাবে এলেক্সের লাভ হয়েছে।
-->>অন্তত এই স্কিলের মাধ্যমে আমাকে পথ ভোলার সমস্যা নিয়ে আর ভাবতে হবে না।(এলেক্স)
এলেক্স দাড়িয়ে পরলো তার জায়গায়। সে তার স্কিল "ইনফো" একটিভ করেছে। যেটার মাধ্যমে সে তার সামনে এক ঝাক ডিমনিক ফক্স দেখতে পাচ্ছে।
-->>এই জোনে কি ফক্স ব্যতিত অন্য কোনো বিস্ট নেই?(এলেক্স)
এলেক্স সন্তুষ্ট হলো না। কারন তার শক্তিশালী স্ক্যালেটন আর্মির প্রয়োজন। আর সেটার জন্য তার শক্তিশালী ডিমনিক বিস্ট হত্যা করতে হবে।
-->>যাক ছোট ছোট জিনিস গুলোও আমার লেভেল আপে সাহায্য করবে।(এলেক্স)
এলেক্স তার ব্যাগ থেকে কাঠের সোর্ডটা বের করলো। এটা তেমন আহামরি না হলেও আপাতোতো সময়ের জন্য ভালোই কাজে দিচ্ছে। তবে এলেক্সের মার্কেট অপশনের সেই লাইটনিং সোর্ডের লোভটা যাচ্ছে না। যদিও সে আদৌও জানে না সোর্ডটা কি ব্যবহার করতে পারবে কিনা।
পুরো টিম যখন হাটে তখন এলেক্স সবার পিছনেই থাকে, যার ফলে অনেকটা ট্রিক সে বের করতে পেরেছে। তার মধ্যেই একটার ব্যবহার সে করতে চাচ্ছে এখানে,
-->>দেখা যাক কতটা কাজে দেই এটা।(এলেক্স)
এলেক্সের সামনে প্রায় এক ঝাক ডিমনিক ফক্স অপেক্ষা করছে আক্রমন করার জন্য। তবে এলেক্স সে আক্রমন সহ্য করার জন্য অপেক্ষা করছে না। সে তার হাতের সোর্ডে তার বাম হাতের রিং থেকে এনার্জি প্রবেশ করালো। এই এনার্জি তার নিজের শরীরে না থাকলেও নিজ ইচ্ছায় ব্যবহার করতে কোনো সমস্যা হয় না। এলেক্স পূর্বে মাইরা এবং এবাকে লাইট ম্যাজিককে অন্য ভাবে ব্যবহার করতে দেখেছিলো, যেখানে তারা দুজনেই অনেকক্ষন দুটো লাইটের সোর্চ বানিয়েছিলো যেটাকে নিজ ইচ্ছায় কন্ট্রোল করতে পারতো। তাই এলেক্সের মাথায় নতুন এক চিন্তা আসে সেখান থেকে। যদিও ভালো করে পরীক্ষা করতে পারে নি,
-->>তবে এটা অনেক সুন্দর একটা জায়গা টেস্টিং এর জন্য।(এলেক্স)
"এসাসিন অউরা"
এলেক্স তার স্কিল এসাসিন অউরা ব্যবহার করলো। এটা একটা স্কিল যেটা তার সামনের শত্রুদের মধ্যে ভয় তৈরী করে কিছুক্ষনের জন্য। এবং কিছু মুহুর্তের জন্য প্যারালাইসও করে। সেই সাথে এলেক্সের এজিলিটি এক মিনিটের জন্য অনেক বেশী বৃদ্ধি পেয়ে যায়।
এলেক্সের স্কিলের ফলে ফক্স গুলো কিছুটা পিছিয়ে গেলো ভয়ে, সেই সাথে তারা প্যারালাইসও হয়ে গেলো। এলেক্স অপেক্ষা করলো না আর। কারন তাদের সংখ্যা মোটেও কম ছিলো না। কিছুটা অপেক্ষা মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে তখন।
এলেক্স তার হাতের কাঠের সোর্ডকে শক্ত করে ধরলো। তার বাবার দেওয়া কিছুটা ট্রেনিং এর ফলে এখন সে সোর্ডে নিজের এনার্জি ব্যবহার করা শিখতে পেরেছে। যদিও তার বাবা শেখায় নি, দেখে দেখে শিখেছে। অউরা এনার্জি না হওয়ায় তেমন মারাত্মক কাজ করে না এটা, তবে কাঠের সোর্ডকে কিছুটা হলেও আসল ব্লেডের মতো করে।
"ডার্ক ফায়ার"
এলেক্স তার আরেকটা স্কিল একটিভ করলো। এলেক্সের বাম হাতে সোর্ড রয়েছে, মূলত সে বামহাতে সোর্ডকে বেশী ভালো কন্ট্রোল করতে পারে। তারপরও এক সময় ড্যাগার ব্যবহারকারী থাকায় দুই হাতে সোর্ড চালাতে হয়েছে তাকে। তবে বাম হাতের সোর্ডের স্পিডটা তার বেশী। এলেক্সের স্কিল একটিভ হওয়ার সাথে সাথে তার বাম হাত থেকে বাম হাতে থাকা সোর্ডের চারিদিকে ডার্ক ফায়ার ছড়িয়ে যেতে লাগলো। দেখতে দেখতে পুরো সোর্ডের চারিদিকে ডার্ক ফায়ার ছড়িয়ে গেলো। সোর্ডটা কাঠের হওয়ায় এলেক্সের স্কিলের সাথে বেশীক্ষন টিকতে পারবে না। যদিও এলেক্স কিছু সময়ের জন্য তার স্কিলের তাপমাত্রাকে সোর্ডের জন্য নিরাপদ রাখতে পারবে।
এলেক্সের বৃদ্ধি এজিলির মাধ্যমে সে খুব তারাতারি দৌড়ে তার এবং ডিমনিক বিস্টদের মধ্যের দূরত্ব কম করে ফেললো। এরপর একের পর এক স্লাইসের মাধ্যমে প্রতিটা ডিমনিক বিস্টকে হত্যা করতে লাগলো। সাধারন ভাবে এক স্লাইসে হত্যা করা সম্ভব হতো না একটা কাঠের সোর্ড দিয়ে, তবে সোর্ডে এলেক্সের এনার্জি এবং স্কিলের সংমিশ্রণে সেটা একটা কাটানার থেকেও বেশী ধারালো হয়ে গিয়েছে।
-->>পিউ,,,,,, যাক তাহলে বেশী সময় লাগলো না। হয়তো আমার লেভেল বেশী হওয়ার জন্য তারাতারিই শেষ হয়ে গেলো।(এলেক্স)
তিন থেকে চার মিনিটের মতো সময় লাগলো সব বিস্ট গুলোকে হত্যা করতে। মোট উনত্রিশটা ডিমনিক ফক্স ছিলো এখানে। যাদেরকে এলেক্স এতো তারাতারি হত্যা করেতে পেরেছে শুধু তার এজিলিটি বৃদ্ধি কারনে। একটা ফাইটের মধ্যে সব স্ট্যাটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাট হচ্ছে এজিলিটি, যেটার উপরে এলেক্সের নজর একটু বেশী।
এলেক্স দাড়িয়ে নিজের সময় নষ্ট না করে তার স্কিল একটিভ করলো আবারো,
"রাইজ মাই স্ক্যালেটন আর্মি"
মৃত ডিমনিক ফক্সের নিচ থেকে কালো পানির মতো তৈরী হলো, যেটা তাদের শরীকে এবজোর্ব করে নিলো এবং সাথে সাথে সেই পানি থেকে উনত্রিশটা স্ক্যালেটন বেরিয়ে আসলো। এলেক্স হঠাৎ সংখ্যা দেখে অবাক হলো, এতোক্ষন তার প্রজেকশনের দিকে নজর নেই, তাই সে লক্ষ করলো,
""
স্ট্যাটাস অপশন
নেইমঃএলেক্স
লেভেল ৩২
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৩২
স্ট্রেন্থ(Strength) : ৩৫
ভাইটালিটি(Vitality) : ৩০
এজিলিটি(Agility) : ৫০
স্টেম্যানা(Stamena) : ৩৫
ইন্টেলিজেন্স(Intelligence) : ৪৪
লাক্(Luck) : ১২
স্ট্যাট পয়েন্ট: ২০
""
এলেক্স খেয়ালই করে নি যে সে ৩০ লেভেলে পৌছে গেছে, তাই তার স্ক্যালেটন এর ক্যাপাসিটিও বেরেছে। এলেক্স বুঝতে পারছে প্রতি দশ লেভেলে তার স্ক্যালেটন দশটা করে বৃদ্ধি পায়। হয়তো সেগুলোর সংখ্যা তার স্কিলটা পরবর্তী লেভেলে পৌছালে বৃদ্ধি পাবে, তবে আপাতোতো এলেক্সকে এই সংখ্যা নিয়েই খুশি থাকতে হবে। যখন শক্তিশালী কোনো বিস্টকে সে তার স্ক্যালেটন আর্মিতে এড করবে তখন বেশী সংখ্যার প্রয়োজন হবে না।
এলেক্স তার স্কিল নিয়ে অনেক ব্যস্ত ছিলো তখনি তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো। সে প্রস্তুত ছিলো না। একটা ডিমনিক বিস্ট তাকে পিছন থেকে হামলা করলো। শেষ সময়ে বুঝতে পেরে সে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটা সম্ভব হলো না। ডান হাতের কবজিতে খুব ভালো একটা আঘাত লাগলো ডিমনিক ফক্সের। ফক্সটার ধারালো নখের দাগ বসে গিয়েছে, যেটা দিয়ে রক্ত ভালোই বের হচ্ছে।
এলেক্স একটা লাফ দিয়েছিলো শেষ সময়ে। যার ফলে কিছুটা হলেও তার ক্ষতি কম হয়েছে। এলেক্সের রিফ্লেক্স খারাপ থাকলে এখানেই তার মাথা চলে যেতো। এলেক্স ভালো করে তাকিয়ে দেখলো। অন্ধকারে তেমন ভালো দেখা যাচ্ছিলো না, তবে তার স্কিল "ইনফো" এর মাধ্যমে সে বিস্টটার অবস্থান নির্ধারিত করতে পারলো। এটা আসলেই অনেক কাজের স্কিল। যেটা এলেক্সকে বিস্টটার জায়গার লোকেশন দিচ্ছে এবং সেই সাথে তার লেভেলও বলে দিচ্ছে।
-->>ক্ষতটা মারাত্মক হতো একটুর জন্য।(এলেক্স)
এলেক্সের ক্ষত একা একাই হিল হতে শুরু করলো। তবে কিছুটা সময় লাগবে তাতে। সে প্রজেকশনে নজর দিলো কিছুটা। তার স্কিল "রিজেনারেট" এটা কাজ করছে,
""
স্কিলঃ রিজেনারেট(প্যাসিভ)
ডিমনিক হাইব্রিড এর স্পেশাল একটা ক্ষমতা, যেটা তার হোস্টকে যেকোনো ক্ষত ঠিক করতে সাহায্য করে।
শর্তঃ এনার্জির উপরে ডিপেন্ড করে।
কুলডাউনঃ নেই, এটা একটা প্যাসিভ স্কিল।
""
স্কিলটা একটিভ করার কোনো প্রয়োজন নেই মেডিক এর মতো। তাই সে বুঝতে পারছে কোনটা ভালো?
-->>এই দুটো স্কিল একসাথে থাকার মানে দেখি না আমি।(এলেক্স)
দুটো স্কিলের কাজই একই, তবে একটা একটিভ স্কিল অন্যটা প্যাসিভ। একটা একা একাই কাজ করবে। আর অন্যটা ব্যবহার করতে হবে। তাই এলেক্স প্যাসিভকেই ভালো এবং সহজ মনে করলো। যদিও তার কাছে হিল হওয়ার স্পিডটাকে অনেক স্লো মনে হলো মেডিক স্কিলের থেকে।
-->>আমি এটার জন্যই তো অপেক্ষা করছিলাম।(এলেক্স)
এলেক্সের মুখে একটা চিনচিনে হাসি দেখা গেলো। কারন তার সামনের ডিমনিক ফক্সটা ৪২ লেভেলের, যেটা এলেক্সের থেকে দশ লেভেল উপরে।
-->>আমার স্ক্যালেটন আর্মির জন্য এটা ভালো সেনাপতি হবে।(এলেক্স)
এলেক্স তার উনত্রিশটা স্ক্যালেটনকে আদেশ দিলো সেটার উপরে হামলা করার জন্য। কারন এক সেকেন্ড অপেক্ষা করলেই বিস্টটা এলেক্সের উপরে ঝাপিয়ে পরতো। তাই এলেক্স সময় নষ্ট করলো না।
এলেক্সের স্ক্যালেটন গুলো একসাথে ঝাপিয়ে পরলো ডিমনিক ফক্সটার উপরে। এটার আকার সাধারন ডিমনিক ফক্সের থেকে দ্বিগুন, তাই লেভেলের দিক দিয়েও সেটা দ্বিগুন। স্ক্যালেটন গুলো তেমন কাজে দিবে না যদি এলেক্স এভাবে দাড়িয়ে থাকে, তাই তাকেও কাজ করতে হবে।
স্ক্যালেটন গুলোর আক্রমনে আরো তীব্র হিংস্র হয়ে গেলো ডিমনিক ফক্সটা। সে তার শরীরকে জোরে করে ঝাড়ি দিলো, যেটার ফলে সব স্ক্যালেটন তার শরীর থেকে সরে গেলো। হঠাৎ করে ডিমনিক বিস্টটা তার মুখে এনার্জি সংগ্রহ করতে লাগলো,
-->>এটা আমার প্রথম দেখা না, তাই আমি এই সুযোগ দিচ্ছি না তোমাকে।(এলেক্স)
স্ক্যালেটন গুলো মূলত এলেক্স ব্যবহার করেছিলো ডিমনিক বিস্টটার নজর এরানোর জন্য। আর এই সময়ে এলেক্স সেটার পিছনে পৌছে গিয়েছিলো। এলেক্স লাফ দিয়েছে তার সোর্ড নিয়ে, যেটা তার ডার্ক ফায়ারে মিশ্রিত রয়েছে। এর পূর্বেও এলেক্স ডিমনিক বিস্টকে এনার্জি সংগ্রহ করতে দেখেছে, সেটা আসলেই ভয়ানক ছিলো। এনার্জি ব্লাস্ট করতে পারে শক্তিশালী ডিমনিক বিস্ট কিংবা হাইব্রিড, তাদের মধ্যেই এটা একটা। তাই এলেক্সকে তারাতারি শেষ করতে হবে, নাহলে আবার সমস্যা বেশী বেরে যাবে।
-->>আমার সেনাপতি হওয়ার জন্য রেডি হয়ে যাও।(এলেক্স)
এলেক্স ঠিক পিছন থেকে ডিমনিক বিস্টটার গলার উপরে তার সোর্ড দিয়ে আঘাত করলো। তার মুখ থেকে একটা অসীম তৃপ্তির হাসি বেরিয়ে আসলো।
* * *
To Be Continue
* * *
কেমন হলো জানাবেন। ভুল ত্রুটি হলে জানাবেন।