[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ১৬
।
।
সকালের নাস্তা শেষ করার সাথে সাথে চেইনের আদেশে সবাই দ্বিতীয় জোনের দিকে রওনা দিয়েছে। অন্যান্য জোনের তুলনায় প্রথম জোন ছোট হলেও পায়ে হাটলে সেটার দূরত্ব সাতদিনের পথ। তাদের পরবর্তী জোনে পৌছানোর তেমন তাড়া নেই। দ্বিতীয় জোন প্রথমটার মতো এতো নিরাপদ নয়। প্রথম জোনে তেমন ডিমনিক বিস্ট দেখা যায় না। তবে দ্বিতীয় জোনে ডিমনিক বিস্টের সংখ্যা অনেক। আবার সেই সাথে কিছু সাধারন ভয়ানক হিংস্র প্রানীর বাসও সেখানে। চেইন এই ফরেস্টে একবারো না আসলেও সে খুব ভালো করে জানে কিভাবে এখানে বেঁচে থাকা যায়। তাদের টিমে সবাই অনভিজ্ঞ, তিনজন মানা ইউজারের মধ্যে একজন ডার্ক এট্রিবিউটর, বাকি দুজনই দুটো এট্রিবিউট আনলক করেছে। দুজন অউরা ইউজারও রয়েছে ভালো মানের, সেই সাথে একজন প্রান ইউজার। চেইন ভাবলো তাদের টিম খারাপ না। শুধু এলেক্সকে বাদ রেখে খুব ভালো একটা কম্বিনেশন তাদের টিমের মধ্যে রয়েছে৷ তারপরও যদি এলেক্সকে একটা সোর্ড দিয়ে কয়েকটা সোর্ড মুভ শিখিয়ে দেওয়া যায় তাহলে তাদের সাইভাইভ করার চান্স অনেক বেড়ে যাবে। চেইন একটা লং সোর্ড ব্যবহার করে। এটা পাতলা হলেও বেশ লম্বা। একহাতে এটাকে ব্যবহার করা একটু কষ্টকর। মূলত এটাকে দুই হাতের মাধ্যমেই ব্যবহার করা হয়। চেইনের কাছে এটা বাদে শুধু একটা ছোট সোর্ড রয়েছে। সে তার ব্যাগ থেকে সোর্ডটা বের করলো। মূলত এটাকে একটা ড্যাগার বলা হয়, যেটা ছোট চাকুর থেকে বড় এবং একটা লং সোর্ডের থেকে ছোট। চেইন এটা এলেক্সের হাতে দিলো।
-->>এলেক্স আমার কাছে বেশী জিনিস নেই, তবে এই জিনিসটা তোমাকে সাহায্য করতে পারবে।
চেইন একটা মুচকি হাসি দিয়ে বললো। এলেক্সও খুশি মনে ড্যাগারটা গ্রহন করলো। তার ব্যবহার করা কাঠের সোর্ড এবং এই সর্ট সোর্ড দুটো একই সাইজের। হয়তো সেটা বয়সের জন্য মনে হচ্ছে। এলেক্সের মাত্র এগারো বছর, তাই তার উচ্চতা অনেক কম। সেই অনুযায়ী ড্যাগারটা তার কাছে লং সোর্ডই মনে হচ্ছিলো। এলেক্স ড্যাগারটা হাতে নিলো। তার মুখে মুচকি একটা হাসি ভেসে আসলো।
"এক বছরের বেশী হয়ে যায় আমি কোনো ড্যাগার ব্যবহার করি না। আসল অস্ত্রে ফিরে আসলে আসলেই অন্য রকম মনোভাব পাওয়া যায়। কিন্তু এটাকে আমি আপাতোতো লং সোর্ড ছাড়া কিছু বলতে পারছি না।"
এলেক্স মনে মনে কথাটা বললো। চেইন এলেক্সের হাসি দেখে খুশি হয়ে সামনে হাটতে লাগলো। এলেক্স তার চিন্তার মধ্যে ছিলো। হাতে ড্যাগার আসায় সে সেটার হাতলকে শক্ত করে ধরলো। এটাই তার প্রধান অস্ত্র ছিলো পূর্বের টাওয়ারে। হাজারো ম্যাজিকাল আইটেমের মধ্যে তাকে ব্যবহার করতে হয়েছিলো সাধারন দুটো ড্যাগার। কিছুটা হাসলো সে। তার শরীর পূর্বের মতো নেই। যদিও সে পূর্বে ম্যাজিকাল আইটেম ব্যবহার করতে পারে নি। তারপরও বাঁচা মরার যুদ্ধে তার শরীর একটা সাধারন মানুষের থেকে তিনগুন শক্তিশালী হয়েছিলো।
"আমাকে শীঘ্রই আমার এজিলিটি এবং স্ট্রেন্থ বাড়াতে হবে।"(এলেক্স ভাবলো)
এলেক্সের মুখে আবারো একটা হাসি ফুটে উঠলো। সে আপাতোতো মানা ব্যবহার করতে পারে। যদি সেই সাথে সে ড্যাগার ব্যবহারে এক্সপার্ট হয়ে যেতে পারে তাহলে তার মতো মানা ইউজার কোথাও পাওয়া যাবে না। এলেক্সের চিন্তায় বাধ পরলো। হঠাৎ তাদের সামনে চারটা ডিমনিক ইঁদুর চলে আসলো। ইঁদুর গুলো এট্যাক করছে না। কিন্তু তারা ফরমেশনে ছিলো এট্যাকের। যে কোনো সময় তারা ঝাপিয়ে পরবে বাচ্চাগুলোর উপরে। চেইন সাথে সাথে চেচিয়ে উঠলো,
-->>এটায় তোমাদের জন্য পারফেক্ট সুযোগ। তোমরা ছয়জন এবং বিস্ট চারজন। মাইরা এবং এবা দুজনে চান্টিং এর জন্য প্রস্তুত হয়ে যাও। ডুফেস এবং জেয়াব রেডি থাকো। স্নিরা তুমি পিছনে থেকে তোমার হিলিং স্পেলের জন্য প্রস্তুত থাকো। এলেক্স তুমি ড্যাগার নিয়ে স্নিরার পাশে থাকো।
চেইন একজন সত্য লিডারের মতো তার টিমকে কমান্ড দিয়ে দিলো। হয়তো সাধারন ভাবে এই ছয়জন চারটা ডিমনিক বিস্টের সামনে পরলে তেমন কিছুই করতে পারতো না। তবে চেইনের লিডারশীপের মাধ্যমে জিনিসটা একদম সহজ হয়ে গেলো। প্রথমে মাইরা তার ফায়ার বল স্পেল ব্যবহার করলো,
-->>ফায়ার বল।
ডিউকের কন্যা আসলেই অনেক ট্যালেন্টেড। তার বড় চান্টিং এর প্রয়োজন হলো না দেখে বাকিরা অবাক হলো। মাইরার হাত থেকে তিনটা ফায়ার বল তৈরী হলো। সেগুলো চারটা ডিমনিক ইঁদুরের উপরে গিয়ে পরলো। সাথে সাথে শব্দ শোনা গেলো,
বুম, বুম, বুম
ব্লাস্টের আওয়াজ শোনা গেলো। ধোঁয়া উড়ে যাওয়ার সাথে সাথেই দেখা গেলো দুটো ইঁদুর ফায়ার বলে অর্ধমৃত হয়ে পরে আছে।
-->> ও গ্রেট মানা লর্ড, আই অ্যাম প্লান্ট এট্রিবিউটর, প্লিজ লিসেন টু মাই কল এন্ড ভ্যানকুইস দ্যা ডার্ক, "বাইন্ডিং"
এবা এর চান্টিং এ কিছুটা সময় লাগলো। তবে চান্টিং শেষ হতে হতেই চারটা ইঁদুরের নিচের মাটি থেকে গাছের কান্ড উঠে তাদেরকে জরিয়ে ধরে আটকে দিলো। এই সময়ে চেইনের আদেশে ডুফেস এবং জেয়াব তাদের লং সোর্ড দিয়ে শেষ ব্লো দিলো। দুজনেই তাদের সোর্ড দিয়ে ইঁদুর গুলোকে মেরে ফেললো। এদিকে এলেক্স হতাশ ভাবে দাড়িয়ে ছিলো। সে হাতে ড্যাগার নিয়ে ইঁদুর গুলোকে দেখছে আর হতাশ হচ্ছে। তার সামনে তার এক্সপি পয়েন্ট গুলো অন্যরা নিয়ে যাচ্ছে দেখে তার রাগ হচ্ছিলো।
-->>আমি পনেরো লেভেলে চলে যেতে পারতাম এই চারটার একটাকে হত্যা করতে পারলে।(এলেক্স আস্তে আস্তে বললো কথাটা)
স্নিরা এলেক্সের দিকে শুধু একবার তাকালো। এলেক্স স্নিরাকে দেখতে পেয়ে বুঝলো তার মতো সেও বিরক্ত হচ্ছে। এভাবে পিছনে দাড়িয়ে থেকে কোনো মজা পাওয়া যাচ্ছে না। আসল মজা তো সামনের ওরা পাচ্ছে।
মাত্র কয়েক মিনিটই লাগলো চারটা ডিমনিক বিস্টকে হত্যা করতে। যেটা পুরো টিমের সবাইকে উৎসাহিত করলো। সবাই আনন্দে আরো ডিমনিক বিস্ট খোজার চেষ্টা করছিলো কিন্তু তাদের ভাগ্য তেমন ভালো ছিলো না। প্রথম জোনে বেশি ডিমনিক বিস্ট না থাকায় সবাইকে সেকেন্ড জোনের দিকেই এগোতে হচ্ছে।
* * *
অন্যদিকে ফরেস্টের প্রথম জোনের অন্য এক জায়গায়। পনেরো জনের একটা টিমের মধ্যে শুধু দুজনই তাদের লাইটনিং এবং আইস এট্রিবিউটের মাধ্যমে সব ডিমনিক বিস্টদের হত্যা করছে। তাদের অন্যকারো সাহায্যের প্রয়োজনই হচ্ছে না। এই দুইজন হলো এডওয়ার্ড এবং মাইরা ভন উয়েক্সকুল। দুই ভাই বোন একে অপরের সাথে পাল্লা লাগার মতো ডিমনিক বিস্ট হত্যা করছে। তাদের টিমের লিডার বুঝতেই পারছে না সবাইকে একত্রে কাজ করাবে কিভাবে। সকল ভাই বোন তো একে অপরের সাথে ভালো সম্পর্কে থাকে। কিন্তু লিডারের মনে হচ্ছে সে দুই কিংডমের যুদ্ধের মধ্যে নিজেকে বন্ধী পেয়েছে।
বাকি টিম গুলোর অবস্থাও তেমন ভালো না। নোবেল এবং কমনার একই টিমে থাকলে সমস্যা অবশ্যই হবে। কিন্তু এতোটা সমস্যা হবে এটা কোনো টিম লিডারই আশা করে নি। সকল টিম লিডারের দায়িত্ব সবাইকে টিমওয়ার্ক শেখানো। কিন্তু সেটা করতে তারা ব্যর্থ হচ্ছে। সব মিলিয়ে দুটো গ্রুপ ছাড়া বাকিদের অবস্থা তেমন ভালো ছিলো না। তবে সব টিমের লিডারের জন্য টিমগুলো ঝুলে ছিলো কোনো রকম। তবে আশা করা যাচ্ছে না তারা পরের জোনগুলোতে পৌছাতে পারবে কিনা।
* * *
মেফাস একাডেমি,
ফায়ার এম্পায়ার একাডেমি থেকে দুজন গেস্ট এসেছেন মেফাস একাডেমিতে। তাদের উদ্দেশ্য এই টেস্টটা অবজার্ব করা। একদম পরিষ্কার ভাবে টেস্ট কি আদৌও নেওয়া হচ্ছে কিনা সেটা দেখার জন্য তারা এসেছেন। ক্ষমতার দিক দিয়ে তারা মেফাস একাডেমির প্রিন্সিপালের সমান। তাই বাকি শিক্ষকেরা আপাতোতো তাদের সাথে অনেক ভালো ব্যবহার করার চেষ্টা করছে। সকল চাপ তিন শিক্ষকের উপরেই পরেছে, তাদেরকে রেখে প্রিন্সিপাল কাল থেকে নিখোঁজ। কোথায় গিয়েছে এটা তারা জানে না। কিন্তু কোনো ভাবে বুঝতে পারছে যে টেস্টের কোনো গুরুত্বপূর্ন জায়গার মধ্যে সে রয়েছে। তাই গেস্ট দুজনকে সামলানোর দায়িত্ব স্যার আজরো, ম্যাডাম ডিয়ারা এবং ম্যাডাম হ্যালেনের উপরে। তারা বিশাল একটা স্ক্রিনের মধ্যে বিভিন্ন টিমের টেস্ট দেখছে। এই বিশাল স্ক্রিনটা তৈরী হয়েছে কয়েকটা মূল্যবান স্টোনের মাধ্যমে, যেগুলো যেকোনো জিনিসের ছবি তুলে ধরতে পারে। প্রতিটা টিম লিডারের শরীরে একটা করে ইমেজ স্টোন বসানো রয়েছে। যেগুলো প্রতিটা মুভমেন্টের ছবি তুলে সেগুলো প্রজেকশন স্টোনের মাধ্যমে বড় একটা পর্দায় তুলে ধরে। যেহেতু টিম লিডার প্রতি টিমের প্রাণ তাই ইমেজ স্টোন তাদের কাছেই দেওয়া হয়েছে।
-->>ডিউক উয়েক্সকুলের দুই সন্তান, নাম কি ওদের?
এক গেস্ট শিক্ষক ডিয়ারাকে জিজ্ঞাসা করলেন। যেহেতু সে একজন ব্যক্তি যে তাদের প্রিন্সিপালের সমান একটা পদে রয়েছে তাই শিক্ষক ডিয়ারা খুব সম্মানে এবং ভালো ভাবে উত্তর দিতে লাগলেন,
-->>স্যার, ডিউক পুত্র এডওয়ার্ড ভন উয়েক্সকুল এবং ডিউক কন্যা এলিন ভন উয়েক্সকুল।
শিক্ষক ডিয়ারার উত্তর শুনে তিনি ভাবলেন এবং আস্তে আস্তে পাশে থাকা আরেকজন গেস্টের সাথে কথা বলতে লাগলেন যেটা পিছনে থাকা কোনো শিক্ষকও শুনতে পেলো না। দুজন গেস্ট যাদের মধ্যে একজন কম বয়স্ক মহিলা অন্যদিকে আরেকজন বয়স্ক একজন পুরুষ। দুজনেই একাডেমির পোষাক পরে আছে। একাডেমির শিক্ষকদের জন্য কালো রঙের পোষাক পরা নির্ধারিত। প্রতিটা শিক্ষকের বুকে তাদের শিক্ষক টাইটেল থাকে যেটা তাদের র্যাংক নির্ধারিত করে। শিক্ষক আজরো একবার নিজের বুকের দুটো স্টারের দিকে তাকালো এবং আরেকবার বৃদ্ধ লোকটার চারটা স্টারের দিকে তাকালো। শিক্ষক টাইটেল যেটা মূলত স্টার নিয়ে নির্ধারিত হয়। একটা স্টার মানে সে নতুন পদে যোগ দেওয়া শিক্ষক। এরপর আস্তে আস্তে প্রমোশন হতে থাকে। একজন প্রিন্সিপাল হতে হলে একজনকে কমপক্ষে পাঁচটা স্টার পেতে হবে। মানে চারবার প্রমোশন পেতে হয়। যদিও মেফাস একাডেমির প্রিন্সিপাল একজন পাঁচ স্টার প্রাপ্ত ব্যক্তি, তারপরও প্রিন্সিপাল নিজে এই চার স্টার যুক্ত দুটো গেস্টকে অসম্মান করতে পারবে না। হয়তো এটাকেই বলে এম্পায়ারের ক্ষমতা। স্যার আজরোর শরীর কিছুটা কেপে উঠলো এসব ভাবতে ভাবতে।
-->>এই দুইজনের পরবর্তী টেস্টে অংশ নেওয়ার দরকার হবে না। দুজন টেস্টে পাশ করেছে।
মহিলা গেস্ট হঠাৎ বলে উঠলো। তার কথায় বৃদ্ধ লোকটা মাথা নারিয়ে বলতে লাগলো,
-->>এই দুজনের জন্য অন্যদের সমস্যা হচ্ছে। তবে আমরা এটা করতে পারি না। তাদের এভাবে পাশের সুযোগ দিলে অন্যরা একাডেমির উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে।
-->>কিন্ত এভাবে তো পুরো টিমের পারফরমেন্স দেখা যাবে না।
মহিলাটা বৃদ্ধাকে বললো। দুই গেস্টকে সময় দেওয়ার দায়িত্ব মূলত স্যার আজরোর উপরেই ছিলো। কিন্তু সে নিজে একজন কমনার হওয়ায় বাকি দুই শিক্ষকও তাকে এখানে সাহায্য করছেন। তাদের ধারনা ছিলো দুজন গেস্ট শিক্ষক আজরোর কমনার পরিচয়ে তাকে অসম্মান কিংবা অন্য কিছু করতে পারে, কিন্তু তাদের থাকায় সেটা নাও হতে পারে। বৃদ্ধ লোকটা আজরোর দিকে লক্ষ করে বলতে লাগলেন,
-->>শিক্ষক আজরো, আপনি কি মনে করেন?
আজরো এতোক্ষন বিভিন্ন রকম চিন্তায় থেকে প্রশ্নটা বুঝতে পারলো না। তার সংক্ষেপ প্রশ্ন আবার,
-->>স্যার?
-->>এই দুজনের সাথে কি করা যায়।
বৃদ্ধ লোক আবারো প্রশ্ন করলেন।
-->>স্যার এটা আমার থেকে শিক্ষক ডিয়ারা ভালো উত্তর দিতে পারবেন।
বৃদ্ধার নজর সোজা শিক্ষক ডিয়ারার দিকে চলে গেলেন যখনি সে এই কথা শুনতে পেলো আজরোর মুখ থেকে।
-->>স্যার দুই ডিউক সন্তানের মূলত একে অপরের সাথে ভালো সম্পর্ক নেই। তাই তাদেরকে একই টিমে রাখা হয়েছে যাতে তারা একে অপরের সাথে কাজ করতে পারে।
শিক্ষক ডিয়ারার প্রশ্ন শুনে এবার একটু জোরে উত্তর দিতে লাগলেন মহিলাটা,
-->>কিন্তু দেখতেই পাচ্ছেন হচ্ছে কি? এভাবে এই টিমের কারো কিছু হলে পুরো টিম বাতিল হয়ে যাবে।
শিক্ষক ডিয়ারা কোনো কিছু বলতে সাহস পেলো না আর। তবে বৃদ্ধ লোকটা একটা প্রস্তাব রাখলো,
-->>ঠিক আছে যেহেতু এই অবস্থা তাহলে আমি একটা সমাধান দিয়েই ফেলি। যদি এই টিম অন্য কোনো টিমের সংস্পর্শে আসে তাহলে দুইজনের একজন সেই টিমে চলে যাবে।
বৃদ্ধার উপদেশ খারাপ না। তবে প্রতিটা টিম তাদের প্রিন্সিপাল ঠিক করেছে বলে শিক্ষকরা সাহস পাচ্ছে না সেটা চেন্জ করতে। তারপরও তাদের কোনো উপায় নেই। তাদের দুই ডিউক সন্তানের থাকা টিমের লিডারের কাছে এই সংবাদ দিতে হবে। স্যার আজরো শীঘ্রই একটা চিঠি লেখে সেটা একটা ঈগলের মাধ্যমে পাঠিয়ে দিলেন।
* * * *
রাত হয়েছে, আজকে সারভাইভালের দ্বিতীয় দিন। টিম চেইনের সবাই তাদের তাবুর মধ্যে। আজ সবাই অনেক ক্লান্ত। সবাই তাদের এনার্জি ব্যবহারের সুযোগ পেয়েছে আজ। ক্লান্ত শরীরে ঘুমের প্রয়োজন। কোর থেকে এনার্জি শেষ হয়ে গেলে তিন ভাবে সেই এনার্জি ফুল করা যায়। প্রথমত মেডিটেশন করে। যেটায় অনেক দ্রুত এনার্জি জমা হয় কোরে। দ্বিতীয়ত বিভিন্ন পিল, মেডিসিন, স্টোনের এনার্জি এবজোর্ব করে। এবং সবশেষে রাতে শান্তিমতো একটা ঘুমের মাধ্যমে। সবাই ঘুমের অপশনই বেছে নিয়েছে।
সবাই ঘুমালেও এলেক্স জেগে রয়েছে শুধু তার তাবুর মধ্যে। তার বাইরে গিয়ে আপাতোতো ডিমনিক বিস্ট হান্ট করার ইচ্ছা জাগছে মনে। কিন্তু পথ হারিয়ে ফেলবে ভেবে সেটা বর্জন করলো মাথা থেকে। এলেক্স তাকিয়ে আছে তার রিং থেকে তৈরী প্রজেকশনের দিকে। সে এটার অপেক্ষায় ছিলো বেশ কিছুদিন। তার স্ক্রিনের সামনে একটা লেখা ভাসছে,
একটা জব বেছে নিন
নাইট ম্যাজ হিলার এসাসিন
এলেক্স গভীর চিন্তায় আছে। তার চিন্তা এরকম,
"এটার অপেক্ষায় ছিলাম অনেকদিন। আমার প্রোগ্রাম অনুযায়ী পনেরো লেভেলে একটা জব বেছে নেওয়া যেতো নাইটমেয়ার গেমের মধ্যে। গেমের মধ্যে জব মূলত চাকরিকেই বোঝায়। একটা ক্যারেকটার সোর্ড দিয়ে লড়বে না ম্যাজিক দিয়ে এটা জবই নির্ধারন করে। নাইট জব বেছে নিলে একজন অউরা ব্যবহারকারীর মতো সোর্ড দিয়ে লড়তে পারবে, আবার ম্যাজ জব বেছে নিলে ম্যাজিক স্পেল ব্যবহার করতে পারবে। আমি যেহেতু স্পেল ব্যবহার করতে পারি তাই ম্যাজের উপরে আমার কোনো ইন্টারেস্ট নেই। হিলার হওয়ারও প্রয়োজন দেখছি না আমি।
আমি কনফিউশনে আছি নাইট নাকি এসাসিন বেছে নিবো। নাইট জব মূলত তাদের জন্য বেস্ট হয় যারা কমান্ড দিতে পছন্দ করে। এতে নিজের ডিফেন্স, স্টেম্যানা এবং হেল্থ বৃদ্ধি পায়। যেটা মোটেও আমার পছন্দ নয়। যদিও আমি অউরা এনার্জি ব্যবহার করতে পারবো এটা বেছে নিলে। তারপরও আমি এটা নিতে ইচ্ছুক নয়। আমি এসাসিন বেছে নিলাম। সাথে সাথে স্ক্রিনে লেখা উঠলো,
আপনি এসাসিন বেছে নিয়েছেন
এটা আপনার সাব-জব হিসেবে নিশ্চিত হয়েছে।
বর্তমান জব : ১) হোস্ট অফ জিডুরী
: ২) এসাসিন(সাব-জব)
আমি অবাক হলাম না। এটা তো এখন আমার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। এতোদিন আমার চিন্তা ছিলো আমার এজিলিটি বৃদ্ধি করার দিকে। তবে এখন তেমন চিন্তা করতে হবে না। আমার বর্তমান জবের কারনে আমার স্ট্রেন্থ এবং এজিলিটি দুটোই ডাবল হয়ে যাবে। আমি আমার স্ট্যাটাস অপশন দেখতে লাগলাম।
নেইম : এলেক্স(হৃদয়)
জব : হোস্ট অফ জিডুরী
এসাসিন(সাব-জব)
লেভেল : ১৫
স্ট্যাট:
স্ট্রেন্থ(Strength) : ২৬
ভাইটালিটি(Vitality) : ১৪
এজিলিটি(Agility) : ২৮
স্টেম্যানা(Stamena) : ২০
ইন্টেলিজেন্স(Intelligence): ৩৩
লাক্(Luck) : ১১
যেটা ভেবেছিলাম। আমার স্ট্রেন্থ এবং এজিলিটি ডাবল হয়ে গিয়েছে। স্টেম্যানাও বৃদ্ধি পেয়েছে অনেক। আমার এই স্ট্যাটের মাধ্যমে আমি এক দুইটা ডিমনিক ইঁদুর কোনো এনার্জি ছাড়ায় আমার ড্যাগারের মাধ্যমে মেরে ফেলতে পারবো।
-->>কনগ্রাজুলেশন মাস্টার। আপনি নতুন দুটো স্কিল পেয়েছেন। "এসাসিন্স অউরা" আপনার শরীরে যুক্ত হয়েছে। এই স্কিলের মাধ্যমে আপনি আপনার থেকে কম লেভেলের জীবিত বস্তুকে ভয় দেখাতে পারবেন। স্কিলের সংস্পর্শে আপনার থেকে কম লেভেলের জীবিত বস্তু আসলে এক মিনিটের জন্য প্যারালাইস হয়ে যাবে।
কিছুটা থেমে নিলো রিং, আবারো বলতে লাগলো,
-->>''ইনফো" স্কিল যোগ হয়েছে আপনার শরীরে। মাস্টার নিজের লেভেলের সমতায় থাকা সকল জড় বস্তু কিংবা জীবিত বস্তুর ইনফরমেশন দেখতে পারবে এই স্কিলের মাধ্যমে।
রিং এর ব্যাখ্যা খুব সাধারন ছিলো। আমার সামনেও একটা প্রজেকশন স্ক্রিন তৈরী হয়েছে, যেখানে রিং এর বলা কথাগুলোই রয়েছে। মূলত রিং প্রজেকশনে লেখা জিনিসগুলোই পরে শোনায়। বাকি জ্ঞান তার কাছে নেই। তবে আমি অনেকটা আগ্রহী রিং এর থেকে শোনার জন্য।
-->>আচ্ছা রিং?
-->>জ্বী মাস্টার!
-->>আমি যে স্কিল গুলো পাচ্ছি এগুলো কি আদৌও তোমার মাধ্যমে পাচ্ছি আমি?
আমার প্রশ্নটা খুবই আগ্রহের। আমি আজ বেশ কিছুদিন ধরে ভাবছি আদৌও কি সব রিং আমাকে দিচ্ছে। আমি পূর্বের সেই স্বপ্নটাকে মিথ্যা বলতে পারছি না। সেটার সাথে আমার সম্পর্ক রয়েছে। যদি সেটা সত্য হয় তাহলে আমার একটা ইচ্ছা ছিলো, "আমার জীবনটা গেমের মতো হোক।" কিন্তু আমি বুঝতে পারছি না, সেই লোকটা আমার জীবনটা গেমের মতো করছে নাকি এই রিং। সব অজানা রহস্য মিলিয়ে আমাকে পাগল করছে। তাই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি রিং কে প্রশ্ন করলাম। কিন্তু এবারো পূর্বের মতোই উত্তর পেলাম।
-->>আপনার ইচ্ছাশক্তির মাধ্যমেই রিং অফ বিলজবাব কাজ করে। যেভাবে আপনি রিং এর ক্ষমতা ভালো ভাবে বুঝবেন রিং আপনাকে সেভাবেই ক্ষমতা প্রধান করবে।
( নোটঃ বিলজবাব সঠিক উচ্চারন হবে, অন্য উচ্চারনও ব্যবহার করা যায়৷ তবে এখন থেকে এটাই ব্যবহার হবে।)
আমার মনে হচ্ছে অনেক কিছু রয়েছে যেগুলো রিং আমার থেকে গোপন রাখছে। তারপরও আমি চাপ দিয়ে উত্তর বের করতে পারবো না। তাই আপাতোতো এই বিষয়টা রেখে দিলাম। একটা ঘুম দিতে হবে।
* * * * *
(এলেক্সের রিং এর মধ্যে)
ছোট একটা কালো রুমের মধ্যে একটা সাদা বিছানার উপরে একটা মেয়ে শুয়ে আছে। দেখতে মানুষের মতো হলেও কপালের উপরে বাম পাশের শিং প্রমান দিচ্ছে সে একজন মানুষ না। চোখ দুটো হলুদ অনেকটা কুমির কিংবা গিরগিটির মতো দেখতে। একটা কালো শিকলের মাধ্যমে তার একটা পা বন্ধী রয়েছে। এমন মনে হচ্ছে সে একটা জেলখানার আসামী।
মেয়েটা সাদা বিছানার উপরে শুয়ে আছে। রুমের উপরে ছোট একটা প্রজেকশন স্ক্রিনের মতো দেখা যাচ্ছে। একনজরে মেয়েটা সেদিকে তাকিয়ে আছে। সে ঘুমন্ত একটা ছেলেকে দেখতে পাচ্ছে, যে তারই নতুন মাস্টার। মেয়েটার পূর্বের তেমন কিছু মনে নেই। শুধু তার পূর্ব মাস্টার এবং নিজের পরিচয় ছাড়া সব ভুলে গেছে। তার শুধু তার মাস্টারের দেওয়া শেষ আদেশ টুকুই মনে আছে।
"জিডুরী যার হাতে এই রিং থাকবে তোমাকে তাকেই মাস্টার বলে মেনে নিতে হবে। তার লক্ষে পৌছাতেও তোমাকে সাহায্য করতে হবে।"
এটাই ছিলো মেয়েটার পূর্ব মাস্টার ডিম্যান প্রিন্স বিলজবাব এর শেষ আদেশ। হ্যা মেয়েটার নামই জিডুরী। তার মাস্টার খুব পছন্দ করে নামটা রেখেছিলো। সে ভাবছে তার মাস্টারের কথাগুলো এবং দুঃখ পাচ্ছে।
-->>মাস্টার আমাকে বলেছিলো আমার নতুন মাস্টারকে সাহায্য করতে। কিন্তু আমি কি করছি? শুধু কাগজে লেখা কিছু শব্দ তাকে পড়ে শুনাচ্ছি। এমন তো হওয়ার কথা ছিলো না।
জিডুরী তার হাতে থাকা একটা কাগজ ছুড়ে ফেলে দিলো। সেটা দেওয়ালে স্পর্শ করার পূর্বেই অদৃশ্য হয়ে গেলো। সে অনেক রেগে আছে।
-->>এই রিং একা একা কাজ করছে কেনো? এমনটা হবে তা আমার মাস্টার কখনো বলে নি তো। আমার অধিকাংশ স্মৃতি মাস্টার সিল করে রাখলেও আমি এটুকু নিশ্চিত যে তার সকল ক্ষমতার দায়িত্ব আমার কাছে থাকার কথা ছিলো।
রিং এর মধ্যে থাকা সকল ক্ষমতার গার্ডিয়ান জিডুরী। তবে কোনো কারনে যেদিন থেকে তার নতুন মাস্টার এই রিং পরেছে সেদিন থেকে রিং এর কোনো ফাংশনের উপরে জিডুরীর কোনো নিয়ন্ত্রন নেই। এমনকি সে নিজ ইচ্ছায় রিং থেকে বের হতেও পারছে না। রিং তার নতুন মাস্টারের জন্য সয়ংক্রিয় ভাবে কাজ করছে। যেখানে জিডুরীর দায়িত্ব ছিলো তার মাস্টারকে কোন সময় কোন ক্ষমতা দিবে সেখানে এই রিং নতুন ফাংশনে কাজ করছিলো যেটা জিডুরীর কাছে অজানা ছিলো। তবে বেশ কিছুদিন তার নতুন মাস্টারের কথায় সে বুঝতে পেরেছে রিং নতুন একটা ফাংশন তৈরী করেছে যেটাকে তার মাস্টার গেম বলছে।
-->>হয়তো আমার মাস্টার বিলজবাব আমাকে এই বিষয়ে বলে নি। কিন্তু এটা প্রমান দিচ্ছে যে আমি এখন থেকে মাস্টারের প্রয়োজনে আসবো না।
জিডুরী এটা বলেই কেঁদে দিলো। প্রথম দিন থেকে আজ পর্যন্ত সে তার মাস্টারের কোনো কাজেই আসে নি। সে শুধু তার হাতে আসা বেশ কিছু কাগজে লেখা শব্দ তার মাস্টারকে পরে শোনায়। উদাহরন স্বরূপ, এলেক্সের যখন নতুন কোনো স্কিল কিংবা লেভেল বাড়ে তখন জিডুরীর বিছানার উপরে সেগুলো লেখা একটা কাগজ আসে। জিডুরী শুধু তার মাস্টারকে সেটা পড়ে শোনায়। সে জানে তার মাস্টারের সামনে এই লেখা প্রজেকশন আকারে যায়, তারপরও সে তার মাস্টারকে জিনিসগুলো পড়ে শোনায় এজন্য যে তার মাস্টারকে কষ্ট করে জেনো না পড়তে হয়।
জিডুরীর মনে ভয় রয়েছে। সে তার মাস্টারের কোনো কাজে না আসলে হয়তো তার মাস্টার তার কথা ভুলেই যাবে, এই ভয়ে জিডুরীর সারা মুহূর্ত কাটে। সে তার অতীতের কথা চিন্তা করতে লাগলো। তার ঝাপসা স্মৃতিতে শুধু তার মাস্টার বিলজবাব এর বারিয়ে দেওয়া হাতের কথা তার মনে পরছে। সেদিন তার মাস্টার নিজের হাত বারিয়ে না দিলে আজ হয়তো সেই হিরো নামের কিছু মুখোসধারী ভিলেনদের হাতে তার হত্যা হতো। হিরো কথাটা মনে পরেই জিডুরীর শরীর রাগে কেঁপে উঠলো, যদিও জিডুরী মনে করতে পারছে না তারপরও তার মনের মধ্যে এই একটা শব্দের প্রতি ঘৃণা রয়েছে।
* * * * *
তিনদিনের দিন চলছে আজ। সকল টিমই অনেক ভালো করছে। কয়েকটা টিম ডিমনিক ফরেস্টের প্রথম জোনের মাঝখানে পৌছে গিয়েছে। বাকি গুলোও পিছে পিছে রয়েছে। দশজন টিম আলাদা জায়গা থেকে তাদের জার্নি শুরু করার ফলে এখনো কারো একে অপরের সাথে দেখা হয় নি। প্রতিটা টিম লিডারের কাছে একটা ম্যাপ রয়েছে। যেটা ফলো করলে দ্বিতীয় জোনের বর্ডারের সামনেই এক দুই টিমের সাথে একে অপরের সাক্ষাত করার সম্ভবনা রয়েছে। এই টেস্টে এমন কোনো নিয়ম নেই যে দুই টিম একে অপরের সাথে মিলে কাজ করতে পারবে না। তাই সকল টিম লিডার একত্রে কাজ করার চিন্তায় মাথায় রেখেছে।
টিম লিডার চেইন তার টিমের বাকি সবার দিকে তাকালো। তাদের টিমের সংখ্যা একদম কম হয়ে দাড়িয়েছে। যদিও এটা শক্তিশালী ডিমনিক বিস্ট এরাতে তাদের সাহায্য করবে। কিন্তু সমস্যা হলো এতো কম সংখ্যায় তারা তৃতীয় জোনো প্রবেশ করতে পারবে কিনা? তৃতীয় জোনে সব শক্তিশালী ডিমনিক বিস্ট থাকে। সেই সাথে হাইব্রিডদের বাসও তৃতীয় জোন থেকে। দ্বিতীয় জোনেও বেশ কিছু হাইব্রিড রয়েছে। কিন্তু এগুলোকে চেইন ভয় পাচ্ছে না।
পুরো টিমের সবার মোরাল অনেক বেশী। প্রথম জোনের ডিমনিক বিস্ট খুব সহজেই হত্যা করতে পারায় সবাই অনেক কনফিডেন্ট নিয়ে নিজেদের ক্ষমতা নিয়ে গর্ব করছিলো।
-->>আমি প্রথমে ভেবেছিলাম ডিমনিক বিস্ট খুব ভয়ানক। কিন্তু এখন আমার একটা সোর্ডের স্লাসের মাধ্যমেই গলা কেটে যায়।
বুক ফুলিয়ে ডুফেস বলে উঠলো। তার সাথে জেয়াব বলতে লাগলো,
-->>হয়তো আমরা প্রথম জোনে বলে এরকম সহজ মনে হচ্ছে।
-->>তারপরও একদম সহজ মনে হচ্ছে। যেহেতু এলেক্স শুধু তার ড্যাগার দিয়ে একটা ডিমনিক ইঁদুর হত্যা করতে পারে। সেই হিসাবে দ্বিতীয় জোন তো আমাদের জন্য এক টুকরো কেকের মতো।
ডুফেস গতকালের ইভেন্ট সম্পর্কে ইঙ্গিত করছিলো। যেখানে দশটা ডিমনিক ইঁদুরের সাথে তারা লড়াই করেছিলো।
গতকাল,
এবা তার প্লান্ট এট্রিবিউট স্পেল "বাইন্ডিং" এর মাধ্যমে পাঁচটা ইঁদুরকে গাছের কান্ড দিয়ে বেধে রাখে। মাইরা তার ফায়ার এট্রিবিউট স্পেল "ফায়ার বল" এর মাধ্যমে তিনটাকে হত্যা করে এবং বাকি গুলোকে গুরুতর আহত করে। ডুফেস এবং জেয়াব এগিয়ে গিয়ে সোর্ড দিয়ে বাকি ইঁদুর গুলোকে হত্যা করে। সব সময়ের মতো স্নিরা পিছনে ছিলো এবং তার সুরক্ষার জন্য হাতে ছোট একটা ড্যাগার নিয়ে এলেক্স দাড়িয়ে ছিলো। চেইন, মিও এবং লুবার নজর বাকিদের উপরেই ছিলো। কেউ লক্ষ করে নি পিছন থেকে একটা ডিমনিক ইঁদুর স্নিরার উপরে আক্রমন করছিলো। ঠিক সময়ে সেটা এলেক্সের নজরে আসায় এলেক্স স্নিরার হাত ধরে টান দেয়। ইঁদুরের ধারালো নখ যুক্ত হাতের থাবা এক চুল পরিমান জায়গার জন্য মিস হয়ে যায়। স্নিরা হঠাৎ আচমকা ধাক্কা খাওয়ায় নিজের শরীরের ভর ঠিক রাখতে পারলো না। সে সোজা এলেক্সের বুকের উপরে গিয়ে পরলো। যদিও সাধারন সময়ে এলেক্স পরে যেতে। কিন্তু তার ট্রেনিং এর ফলে তার শরীরটা একটু শক্তিশালী হয়েছে। স্নিরার চোখে হঠাৎ এলেক্সের চেহারাটা একটা হিরোর মতো মনে হচ্ছিলো। তার চেহারা লজ্জায় লাল হয়ে গেলো।
ইঁদুরের প্রথম আক্রমনের পরেই এলেক্স স্নিরাকে বুকের উপরে থেকে সরিয়ে পিছনে পাঠিয়ে দেই। কারন ইঁদুর তার পরবর্তী আক্রমনের জন্য বসে থাকবে না। এলেক্স ড্যাগারটা শক্ত করে ধরলো। খোলা চোখ দিয়ে তাকিয়ে রইলো ইঁদুরের দিকে। এলেক্সের চোখে পলক পরছিলো না। সে এক নজরে তাকিয়ে আছে একটা সুযোগের জন্য। তখনি ইঁদুরটা আক্রমনের জন্য এগিয়ে আসলে এলেক্সের দিকে। ইঁদুর তার বড় বড় দুটো দাঁত এবং সামনের পায়ের ধারালো নখ দিয়ে এলেক্সের উপরে আক্রমন করতে দৌড়ে আসতে লাগলো। তখনি এলেক্স তার হাতের ছোট ড্যাগারটা দিয়ে সামনের দিকে একটা স্লাইস দেই। সাথে সাথেই হিংস্র ইঁদুর দু টুকরো হয়ে যায়।
স্নিরা একজন প্রান এনার্জি ইউজার হওয়ায় টিমের মধ্যে তার গর্বই সবচেয়ে বেশী। সে একজন নোবেল হওয়ায় তার গর্ব সে প্রকাশ করে না। কিন্তু তাকে দেখলে একজন প্রিন্সেসের থেকে কম মনে হবে না। ব্যবহার মাইরার মতোই সুন্দর হওয়ায় তাকে অনেকেই পছন্দ করে। কিন্তু সেদিকে সে নজর দেই না। কারন স্নিরা অপেক্ষা করছিলো কোনো প্রিন্সের জন্য। আজ স্নিরার মনে হচ্ছিলো সে তার প্রিন্সকে খুুজে পেয়েছে। কিন্তু অন্যদিকে এলেক্স যে একটা মেয়েকে বুকের উপরে নিয়েছিলো এটা তার খেয়ালই নেই। সে উত্তেজিত ছিলো কারন সে পনেরো লেভেলে পা দিয়েছে।
* *
To Be Continue
* *
কেমন হলো জানাবেন।