[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ১৫
।
।
এলেক্স তার স্কিল ব্যবহার করলো। এলেক্সের শরীর থেকে কালো ধোয়া বের হচ্ছিলো। ডিমনিক ইঁদুরটা যেখানে মারা গিয়েছে সেখানে উজ্জ্বল কালো ধোয়া দেখা যাচ্ছে। এলেক্স পূর্বেও তার এই স্কিল ব্যবহারের চেষ্টা করেছিলো। কিন্তু তার এবং গরিলার লেভেলের মধ্যে অনেক পার্থক্য থাকায় সেটা ব্যর্থ হয়। তবে এবার সেটা ব্যর্থ হলো না। ইঁদুর টা জীবিত থাকার সময়ে যে আকারের ছিলো ঠিক সেই আকারের একটা কঙ্কাল জীবিত হলো এলেক্সের সামনে। এলেক্স অবাক হলো ইঁদুরের রূপ দেখে। এই স্কিল অনেক কাজে দিবে সেটা বুঝতে পেরে এলেক্স খুজতে লাগলো আরো ডিমনিক বিস্ট।
এদিকে বিকাল প্রায় শেষের দিকে। রান্না এবং তাবুর কাজ শেষ হয়ে গিয়েছে। তবে এলেক্স ফিরছে না। চেইন অনেকটা দুশ্চিন্তায় ছিলো। তার মনে খারাপ চিন্তা আস্তে লাগলো। এখানে টেস্ট শুধু নতুন ছেলেমেয়েদেরই হচ্ছে না। তাদেরও টেস্ট নেওয়া হচ্ছে ক্লাস টাইটেল বৃদ্ধির জন্য। যদি একজন এই টিম থেকে মারা যায় তাহলে পুরো টিমের কেউ পাশ করতে পারবে না। চেইন চিন্তিত হয়ে প্রথমে চারিদিক খুজে ব্যর্থ হয়ে ক্যাম্পে ফিরে যায়। তার ভাবনায় ছিলো হয়তো এলেক্স ক্যাম্পে ফেরত চলে গিয়েছে।
-->>এলেক্স কি ফেরত এসেছে?
চেইন ক্যাম্পে এসে আগুনের পাশে বসে থাকা সবাইকে জিজ্ঞাসা করলো। সবাই মাথা নারিয়ে উত্তর না দিলো। তার মধ্য থেকে মিও প্রশ্ন করলো,
-->>কেনো এলেক্সের তো তোমার সাথেই ফেরার কথা।
-->>কথা ছিলো। কিন্তু আমি কোথাও পাচ্ছি না খুজে ওকে।(চেইন)
-->>কি ঝামেলা এখন, আমি বলেছিলাম আমি যাচ্ছি গার্ড ডিউটির জন্য। কিন্তু এলেক্স নিজে রাজি হলো, ওর এট্রিবিউটে তো সাধারন একটা হরিনের সামনে পরলেই খেলা শেষ।(ডুফেস কথাটা একটু বুক ফুলিয়ে বললো)
-->>এখন কম্প্লেইন করার সময় না। আমাদের মধ্য থেকে একজনের কিছু হয়ে গেলে পুরো টিম পাশ করতে পারবে না। তাই আমাদের তারাতারি এলেক্সকে খুজতে হবে।(চেইন)
চেইনের কথায় ডুফেস এবং মিও থাকলো ক্যাম্পে এবং বাকি সকলে এলেক্সকে খুজতে বের হলো। সবাই যায় নি কারন তাতে ক্যাম্পে থাকা জিনিসপত্র কোনো ডিমনিক বিস্টের আক্রমনে নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু তাদের দুই মাস সারভাইভ করতে হবে এই বনের মধ্যে তাই সতর্ক থাকতে হবে সবাইকে। ছয়জনের মধ্যে চারটা টিম তৈরী হলো, যারা চারদিকে ছড়িয়ে গেলো। চেইনের কথা ছিলো,
-->>যদি কোনো ডিমনিক বিস্ট সামনে পরে তাহলে লড়াই না করে হাতের সিগন্যাল স্টোনের ব্যবহার করবে।(চেইন)
সবাই চারদিকে খুজতে লাগলো। অন্যদিকে এলেক্স ক্যাম্প থেকে অনেকটা দূর চলে এসেছে। তার মনে অন্য কোনো চিন্তা ছিলো না। সে শুধু ডিমনিক বিস্ট হত্যার নেশায় ছিলো। ডিমনিক বিস্ট হত্যার মাধ্যমে তার লেভেল অনেক তারাতারি বারছিলো। সেই সাথে কঙ্কাল সেনাও তৈরী হচ্ছে, তাই এলেক্সের বাকি দিকে আর নজর নেই। সে তার ব্যাগের মধ্য থেকে একটা কাঠের সোর্ড বের করলো এবং তার মধ্যে রিং থেকে এনার্জি প্রবেশ করালো। এবং একটা স্লাশ দিয়ে দশ নম্বর ইঁদুরকে মেরে ফেললো। তার কাঠের সোর্ডকে সে আবার ব্যাগের মধ্যে রেখে দিলো। স্পেল ব্যবহারের জন্য পরিমান মতো আর এনার্জি নেই এলেক্সের কাছে, তাই সে দশ নম্বর কঙ্কাল সেনা বানিয়ে পিছনে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু,
-->>ক্যাম্পে যাওয়ার রাস্তা কোনদিকে?(এলেক্স)
এলেক্স ভুলে গিয়েছে কোন দিক দিয়ে সে এসেছে। এতোক্ষন সে গভীর গাছপালার মধ্যে প্রবেশ করেছে যেটা তার পূর্বের আসা রাস্তাকে ঘোলমাল করে দিচ্ছে। আর তাছাড়া রাত হচ্ছে তাই অন্ধকারে তেমন দেখাও যাচ্ছে না। এলেক্সের কানে আওয়াজ আসলো,
-->>মাস্টার কনগ্রাজুলেশন, আপনি ১৪ লেভেলে পা দিয়েছেন। আপনার Skeleton Army স্কিল আপাতোতো সর্বোচ্চ পরিমানে রয়েছে। আপনি আপনার কাঙ্খিত লেভেলে শুধু দশটা কঙ্কাল সেনা ডাকতে(Summon) পারবেন।
-->>রিং আমার স্ট্যাটাস অপশন দেখাও তো।(এলেক্স)
এলেক্স দেখতে চাইলো তার স্ট্যাটাস অপশন। সে কতটা শক্তিশালী হলো সেটা সে তার স্ট্যাটাস অপশনের মাধ্যমে বুঝতে পারবে। এখন আর সে পূর্বের মতো নয়, কিভাবে রিং ব্যবহার করা যায় সেটা ভালো করেই জানে না। তার সামনে একটা স্ট্যাটাস অপশনের প্রজেকশন চলে আসলো।
নেইম : এলেক্স (হৃদয়)
জব : হোস্ট অফ জিডুরী
লেভেল : ১৪
স্ট্যাট:
স্ট্রেন্থ(Strength) : ১৩
ভাইটালিটি(Vitality) : ১৩
এজিলিটি(Agility) : ১৪
স্টেম্যানা(Stamena) : ১২
ইন্টেলিজেন্স(Intelligence) : ৩২
লাক্(Luck) : ১১
এলেক্স বেশ কিছুক্ষন তাকিয়ে রইলো তার স্ট্যাটাস অপশনের দিকে। সে বুঝতে পারলো পূর্বের থেকে অনেকটা শক্তিশালী সে হয়েছে। প্রতি দুই লেভেল আপের মাধ্যমে তার প্রতি স্ট্যাটের পয়েন্ট বৃদ্ধি পায়। তবে শুধু এটাতেই হচ্ছে না এলেক্সের।
-->>আমাকে লেভেল ২০ এ পা দিতে হবে। তাহলে আমি স্ট্যাটাস পয়েন্ট ব্যবহার করতে পারবো। তখন আমি আমার ইচ্ছা মতো ভাবে আমার নির্দিষ্ট স্ট্যাট বৃদ্ধি করতে পারবো।
এলেক্স নিজে নিজেই বললো কথাটা। তার মুখে একটা হাসি ফুটে উঠলো। হাসবেই না কেনো। লেভেল ২০ এ পা দিলে সে প্রতিদিন নিজ ইচ্ছায় বেশ কিছু পয়েন্ট নিজের ইচ্ছামতো স্ট্যাটে বারাতে পারবে। অনেক কিছুর অপেক্ষায় আছে এলেক্স। সে আবারো ভুলেই গিয়েছে যে তাকে ক্যাম্পে ফিরতে হবে। হঠাৎ পিছনে একটা আলো দেখতে পেয়ে এলেক্সের রিং এর উপর থেকে নজর সরে গেলো। সে ভাবতে লাগলো হয়তো কোনো ডিমনিক বিস্ট হবে। এলেক্স তার ব্যাগ থেকে কাঠের সোর্ড বের করলো। রিং এর মধ্যে এনার্জি নেই। তাকে তার গ্লাটোনি স্কিলের ব্যবহার করে এনার্জি বৃদ্ধি করতে হবে এবার। তা নাহলে সারারাত মেডিটেশন করতে হবে।
এলেক্স সোর্ড নিয়ে প্রস্তুত ছিলো তখনি তার সামনে হাতে একটা ফায়ার বল নিয়ে মাইরা চলে আসে। সে এলেক্সের হাতে কাঠের সোর্ড দেখতে পেয়ে অবাক হলো। এলেক্সের শরীরের অনেক জায়গায় ব্লাডও দেখা যাচ্ছে।
"ও কি এই কাঠের সোর্ড দিয়ে কোনো ডিমনিক বিস্ট হত্যা করেছে?"
মাইরা মনে মনে ভাবতে লাগলো। এলেক্স হঠাৎ মাইরাকে দেখে অনেক অবাক হয়েছে। সেই সাথে সে ভয়েও আছে কি বলবে। তাকে খুব তারাতারি তার প্লে বয় মিশন শেষ করতে হবে। কিন্তু কোনো পিক আপ লাইন তার মাথায় আসছে না। তার কিছু করার নেই। যদিও তার পছন্দ না মেয়েদের পিছনে ঘুরতে তারপরও মিশনটা স্কিপ করতে পারবে না। তার নিজের প্রোগ্রাম করা মিশন হওয়ায় সে জানে মিশন যেমনই হোক না কেনো সেটা থেকে অনেক এক্সপি(পয়েন্ট যেটা লেভেল বৃদ্ধি করে) এবং ভালো পুরস্কার পাওয়া যাবে। এলেক্স শুধু চিন্তায় আছে কিভাবে সে এই মিশন কম্প্লিট করবে। একটা হলে নাহয় সেটা অন্য কথা ছিলো। কিন্তু এখানে তিনটার কথা হচ্ছে।
-->>তুমি কি ডিমনিক বিস্ট হত্যা করেছো?(মাইরা তার কৌতুহল থামিয়ে না রাখতে পেরে জিজ্ঞাসা করলো)
-->>হ্যা একটা ডিমনিক ইঁদুর ছিলো। যেটাকে আমি সোর্ড দিয়ে হত্যা করেছি।
মাইরা অবাক হলো। যদিও একটা ডিমনিক ইঁদুর সবচেয়ে দুর্বল ডিমনিক বিস্ট, তারপরও সেটাকে একটা কাঠের সোর্ড দিয়ে হত্যা করা মোটোও সম্ভব নয়। আর এলেক্স তো একজন মানা ইউজার, তাহলে সে সোর্ডই বা ব্যবহার করবে কেনো? মাইরা জানে যে একটা ডিমনিক ইঁদুর সবচেয়ে দুর্বল হলেও তাদের মতো অনভিজ্ঞ দের জন্য অনেক ভয়ানক সেটা। ডিমনিক ইঁদুরের স্পর্শের মাধ্যমেই মারাত্মক একটা রোগ হয়, যেটা উচ্চ লেভেল মেডিসিন ছাড়া ঠিক হয় না। এলেক্স একায় একটা কাঠের সোর্ড দিয়ে একটা ডিমনিক ইঁদুরকে হত্যা করায় মাইরা অনেকটা ইমপ্রেইজড। এজন্য নয় যে এলেক্স অসম্ভব কিছু করেছে। বরং ডার্ক এট্রিবিউট আনলক করার পরও সে থেমে থাকে নি। বরং সোর্ড প্রাকটিস করা শুরু করেছে। এমন খুব কমই অউরা ইউজার আছে যারা সোর্ড ব্যবহার করে।
-->>ধন্যবাদ আপনাকে। আপনি না আসলে হয়তো আমি ক্যাম্পে ফেরার রাস্তায় খুজে পেতাম না।
এলেক্সের চোখ জ্বলে উঠলো। সে মাইরার বাম হাত ধরে কথাটা বললো। মাইরা কিছুটা লজ্জা পেলো। মুখও লাল হয়ে গেলো তার। কারন আজ পর্যন্ত কোনো নোবেলও তাকে স্পর্শ করার সাহস করে নি। সেখানে একজন কমনার তার হাত ধরেছে। সে রাগ করে নি,
"হয়তো ভয়ে ছিলো এতোক্ষন, তাই আমার সাহায্য পেয়ে বেশী উৎসাহিত হয়েছে।"
মাইরা ভাবলো কথাটা। তবে তারও ভাবনা দূর হয়ে গেলো যখন সে রাস্তার কথা মনে করার চেষ্টা করলো। পিছনে তাকালো সে, কিন্তু রাস্তা ভুলে গিয়েছে সে। একটা ঢোক গিললো সে, এলেক্স এতোক্ষনে তার হাত ছেড়ে দিয়েছে। হঠাৎ সাহসী মাইরা কেনো জানি ভয় পেতে শুরু করলো,
-->>রাস্তা! আসলে আমিও ভুলো গিয়েছি কোন দিক দিয়ে এসেছি।
ডিমনিক ফরেস্ট এমন একটা জায়গা যেখানে দিনের সময়ও মানুষ রাস্তা হারিয়ে ফেলে। তাই বিশেষ কিছু মার্ক ব্যবহার করতে হয়। মাইরা এবং এলেক্স দুজনেই এই সম্পর্কে জানে না। এলেক্সকে খোজার সময় সে অনেক কনফিডেন্ট ছিলো। কিন্তু সে রাতের অন্ধকার ভয় পায়। এলেক্সের কাছে চলে আসতে আসতে পুরো অন্ধকার হয়ে গিয়েছে চারপাশ। তাই সে ভয় পাচ্ছে অনেক। সে এলেক্সের হাত ধরার সাহস পেলো না, কিন্তু একটু এলেক্সের দিকে এগিয়ে দাড়ালো।
এলেক্স বুঝতে পারছে অনেক ভালো সময় এটা তার জন্য। কিন্তু সে কিছু করার সাহস পাচ্ছে না। এটা পূর্বের পৃথিবী নয় যে এলেক্স যা ইচ্ছা তাই করতে পারবে। এখানে একজন ডিউকের কন্যার সাথে কমনার হয়ে প্রেম করার চেষ্টা, মাথা গলা থেকে কাটা একই কথা। তাই এলেক্স কোনো কিছু করার সাহস পেলো না। অন্তত সে মাইরার হাত ধরার চেষ্টা করতে চাচ্ছিলো।
-->>আমাদের কাছে সিগন্যাল স্টোন রয়েছে। এগুলো ব্যবহার করলে হয়তো আমরা এখানে থেকে ফিরতে পারবো বাকিদের সাহায্যে।
মাইরা খুব তারাতারি একটা সমাধান বের করে ফেললো। আর এদিকে এলেক্স এতোক্ষন মাইরাকে নিয়ে ভাবছিলো। কেনো জানি সে লজ্জা পেয়ে গেলো। হয়তো স্টোনের কথা সে প্রথমে বললে মাইরার কাছো হিরো হতে পারতো। যাইহোক মাইরা তার স্টোন ব্যবহার করলো। সেটার মধ্যে তার এনার্জি প্রবেশ করতে হয়েছে। সাথে সাথে সেটা জ্বলতে লাগলো।
অন্যদিকে চেইন এতোক্ষনে বাকিদেরকে একত্র করছিলো। রাত হয়েছে তাই এক এক করে সবাইকে এক সাথে নিয়ে খুজছিলো সে এলেক্সকে। হঠাৎ সিগন্যাল স্টোনো আলো জ্বলা দেখতে পেয়ে সে সিগন্যাল স্টোনের দেখানো দিকে যেতে লাগলো। চেইন যাচ্ছে সেই সাথে প্রতিটা গাছের উপরে মার্ক করে যাচ্ছে। এতে ফেরার সময় কোনো অসুবিধা হবে না তাদের। বাকিরা হারিয়ে গিয়েছিলো তাই চেইন নিশ্চিত যে এলেক্সও ফরেস্টের মধ্যে হারিয়ে গিয়েছে। বেশ কিছুক্ষনের মধ্যেই চেইন এবং বাকি সবাই এলেক্স এবং মাইরাকে খুজে পেলো। তারা কেউ কোনো কথা না বলে ক্যাম্পে ফিরেছে।
একাডেমি সকল টিমকে সাতদিনের খাবার দিয়েছে ফরেস্টে আসার সময়। যেগুলো সবার ব্যাগের মধ্যে রয়েছে। সাতদিনের পরে সব টিমকে তাদের খাবার নিজেদেরই জোগাড় করতে হবে। এটাও টেস্টের একটা অংশ। ফরেস্টের মধ্যে অনেক ডিমনিক বিস্ট থাকলেও এখনো অনেক প্রানী আছে যারা সাধারনই আছে। তাছাড়াও বিভিন্ন ধরনের ফল এবং উদ্ভিদও রয়েছে। উচ্চ লেভেল এনার্জির কারনে ফরেস্টের মধ্যে মেডিসিন উদ্ভিদও রয়েছে। এগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
মাংসের স্যুপ রান্না করা করা হয়েছে। সবাই ক্যাম্পফায়ারের চারপাশে বসে খাওয়া শেষ করে কিছুটা গল্প করতে লাগলো,
-->>আচ্ছা মাইরা তুমি তো ডিউকের কন্যা, তো তুমি টাওয়ারের প্রতি আগ্রহী হলে কিভাবে?
হঠাৎ লুবা প্রশ্ন করলো মাইরাকে। যতদূর লুবার জ্ঞান সে জানে নোবেলদের টাওয়ারে প্রবেশের প্রয়োজন হয় শুধু ক্ষমতার জন্য। কিন্তু সেখানে মাইরা পুরো উল্টো। তার ব্যবহারে মনেই হয় না সে ক্ষমতার লোভে টাওয়ারে প্রবেশ করবে।
-->>শুনেছি টাওয়ার অনেক মজার একটা জায়গা। তাই আমার ইচ্ছা হচ্ছে সেটাকে দেখার।
মাইরা হাসি মুখে একটা জবাব দিলো। তার উত্তর শুনে লুবা না হেসে পারলো না। টাওয়ার মোটেও মজার জায়গা নয়। শুধু ভিতরে যারা প্রবেশ করেছে তারায় সেটা জানে। লুবা আর কিছু বললো না এ সম্পর্কে। কারন একজন ডিউকের কন্যাকে সে তার নিজের বিষয়ে লেকচার দিতে পারবে না।
চেইন ডুফেস এবং জেয়াবকে অউরা সম্পর্কে অনেক কিছু বোঝাচ্ছিলো। আর অন্যদিকে লুবা মাইরার সাথে গল্প করছিলো। এবা এবং মিও স্পেলের চান্টিং প্রাকটিস করছিলো। স্নিরা তাবুর মধ্যে প্রবেশ করেছে। শুধু এলেক্সই একা আগুনের দিকে তাকিয়ে আছে। সে আগুনের দিকে তাকিয়ে আছে এবং পূর্বের কথা ভাবছে।
* * *
(তিন দিন পূর্বে)
এলেক্স চান্টিং প্রাকটিস করছিলো। কিন্তু একবারও তার স্পেল ঠিক ভাবে ব্যবহার হচ্ছিলো না। সে তার আম্মার বানানো মেডিসিন পিল একটু পূর্বেই এবজোর্ব করেছে, তবে সেটার এনার্জিও শেষের দিকে। হঠাৎ রিং এর আওয়াজ শোনা গেলো।
-->>মাটার আপনার চান্টিং ঠিক হচ্ছে না। সাধারনত সবাই চান্টিং এর মাধ্যমে মানা লর্ডের থেকে সাহায্য চাই এবং মানা লর্ড সেই স্পেলটা বানাতে সাহায্য করে। কিন্তু এখানে আপনি মানা লর্ডের থেকে কোনো সাহায্য পাবেন না।
-->>তারমানে কি আমি স্পেল ব্যবহার করতে পারবো না?
এলেক্স হতাশ হয়ে বলতে লাগলো, তার হতাশা দেখে রিং আনন্দে উত্তর দিতে লাগলো,
-->>মাস্টার আপনার হাতে যেহেতু রিং অফ বেলজেবুব রয়েছে তাই মানা লর্ড আপনাকে সাহায্য করবে না। কিন্তু এমন নয় যে সে আপনার হুকুম মানবে না। আমার পুরাতন মাস্টার বেলজেবুব একজন ডার্ক লর্ড ছিলেন। যেহেতু তার রিং আপনার কাছে আছে, তাই আপনি সাহায্য চাইবেন না।
-->>মানা লর্ড কে আদেশ করবো?
এলেক্স রিং এর কথা ধরতে পেরে বললো। সে অবাক হলো না। যদিও সে এই বেলজেবুবের পুরো পরিচয় জানে না। কিন্তু সে বুঝতে পারছে তার অনেক ক্ষমতা ছিলো। এলেক্স বিশাল টাওয়ারের দিকে একবার তাকালো। তাকে শীঘ্রই যেতে হবে সেখানে। অনেক অজানা তথ্য তাকে বের করতে হবে। কারা এই ডিম্যান, কি এই রহস্য টাওয়ারের। আবার কে এই মানা লর্ড। সব কিছু না জানতে পারলে এলেক্সের কৌতুহল কমবে না।
-->> ও গ্রেট মানা লর্ড, আই অ্যাম ডার্ক লর্ড, প্লিজ লিসেন টু মাই কল এন্ড ডমিনেট দ্যা ওয়ার্ল্ড, "ডার্ক বল"।
এলেক্সের মাথায় একা একায় চান্টিং টা চলে আসলো। সে বুঝলো না কি হচ্ছিলো। মনে হচ্ছিলো একটা কালো ছায়া তাকে চান্টিং টা বলে দিয়ে চলে গেলো। সে সেসব নিয়ে ভাবার সময় পেলো না। কারন তার হাত থেকে একটা ডার্ক বল তৈরী হয়েছে। যেটার মধ্যে তার রিং এ থাকা সকল এনার্জি জমা হচ্ছিলো। এলেক্স পূর্বে কখনো স্পেল ব্যবহার না করলেও বুঝতে পারছে এই স্পেলটা তার বাগিচাকে নষ্ট করার জন্য যথেষ্ট ছিলো। তাই এলেক্স মনে মনে সেটার এনার্জি কমানোর কথা ভাবলো। তার ভাবনার সাথে তার তৈরী ডার্ক বলটাও ছোট হতে লাগলো।
(কিছুক্ষন পর)
এলেক্স নতুন জিনিস আবিষ্কার করলো। প্রথমত তার এখন বড় চান্টিং এর প্রয়োজন হয় না। শুধু স্পেলের নামেই স্পেল ব্যবহৃত হয়। অবশ্য এটা তার নতুন চান্টিং এর মাধ্যমে পরে নিতে হয় একবার।
দ্বিতীয়ত এলেক্সের ভাবনার মাধ্যমে তার মানা এনার্জি নিয়ন্ত্রিত হয়। যেটার মাধ্যমে সে নিজ ইচ্ছায় স্পেলের শক্তি নিয়ন্ত্রন করতে পারে।
তৃতীয়ত,
*
(এলেক্স রূপে)
আমি সবার মতোই স্পেল ব্যবহার করতে পারছিলাম। রিং এর মতে আমার মানা কোর না থাকায় সবার মতো স্পেল ন্যাচারাল ভাবে ব্যবহার হচ্ছিলো না। কিন্তু আমি নতুন নিয়ম তৈরী করেছি। স্পেলের ফাংশন আমি বুঝতে পেরেছি। হয়তো সাইন্স এতে আমার অনেক সাহায্য করেছে। ম্যাজিক জিনিসটা আমাদের সকল কাল্পনিক জিনিসকে বাস্তবে রূপ দেই। স্পেলও একই ভাবে কাজ করে। কেউ যখন ওয়াটার বল স্পেল ব্যবহার করতে চাই, তখন চান্টিং পড়লে মানা লর্ড একা একাই সাহায্য করে স্পেলটা ফাংশন করতে। কিন্তু যারা চান্টিং ব্যবহার করে না তাদের জিনিসটা নিজে থেকেই কল্পনা করতে হয়। মূলত মনের মধ্যে পানির বল সম্পর্কে ভাবতে হয়। যদি সঠিক আকার আমরা মনের মধ্যে তৈরী করতে পারি তাহলে ব্যাস হয়ে গেলো স্পেল।
হয়তো পৃথিবীতে এরকম ম্যাজিক থাকলে আইনস্টাইন, নিউটন সাইন্সের উপরে গবেষনা না করে আমার মতো উপরের তত্ত্ব তৈরী করতো। এক হিসাবে বলা যায় আমি এই ওয়ার্ল্ডের ম্যাজিক বিজ্ঞানী। যাইহোক নিজেকে বিজ্ঞানী ভাবা বন্ধ করে আমি আমার তত্ত্বে ফিরে আসি।
একজনকে স্পেল ব্যবহার করতে হলে সঠিকভাবে কল্পনা করতে হবে। যেটা আমি আমার চান্টিং ছাড়া স্পেল ব্যবহারে বুঝতে পেরেছি। যদিও আমাকে স্পেলের নাম বলতে হয় কিন্তু যদি আমি সঠিক ভাবে কল্পনা করতে পারি তাহলে সেটাও আমার প্রয়োজন হবে না।
-->>তাহলে আমার চান্টিং এর মাধ্যমে আমি যদি অন্য কোনো রূপ নিয়ে কল্পনা করি তাহলে তো অন্য স্পেল তৈরী হওয়ার কথা তাই না?
আমি উত্তেজিত হয়ে জোরেই বললাম। হঠাৎ আমার স্কিলের কথা মনে পরলো। ডার্ক ফায়ার, যেটার মাধ্যমে আমি কালো আগুন তৈরী করতে পারি। এটা কি ফায়ার এট্রিবিউটের স্কিল নাকি ডার্ক? স্কিল ব্যবহারের মাধ্যমে আমার ডার্ক ফায়ারের সঠিক একটা চিত্র মনে আছে। তাই আমি এটাকে স্পেলের মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করতে চাচ্ছিলাম।
-->> ও গ্রেট মানা লর্ড, আই অ্যাম ডার্ক লর্ড, প্লিজ লিসেন টু মাই কল এন্ড ডমিনেট দ্যা ওয়ার্ল্ড, "ডার্ক ফায়ার"।
কিছুই হলো না। হয়তো আমার স্কিল বলে এটা স্পেল হিসাবে কাজ করবে না। কিন্তু এমন নয় যে আমি হার ছেড়ে দিবো। যেহেতু আমি ফ্যান্টাসি গেম নিয়ে কাজ করেছি, তাই অনেক থিওরি আমার কাছে রয়েছে। আমি আমার মনের মধ্যে ডার্ক এট্রিবিউটকে ডার্ক ফায়ারের রূপ দিচ্ছিলাম। আর তখনি সেটার মধ্যে একটা বোমা ফেলে দিলাম।(বুম বুম কাবুম)
কখনো ভাবি নি একটা নতুন স্পেল তৈরী হবে এতো সহজে। আমি ভেবে নিয়েছিলাম অনেক গবেষনা করতে হবে। কিন্তু কয়েকবারেই আমি একটা নতুন স্পেল তৈরী করতে পেরেছি। স্পেলের নাম "ডার্ক ফ্লেম ব্লাস্ট। কৌতুহলে পুরো বাগিচা নষ্ট করে দিয়েছি সে দিকে আমার কোনো খেয়াল নেই। আম্মার বকুনি থেকে বাঁচার উপায়ও আমার রয়েছে। শুধু বলবো বাবা আমাকে একটা ট্রেনিং করতে বলেছে যেখানে পুরো বাগিচায় দৌড়াতে হবে। এতেই আমার সমস্যা শেষ।
* * *
বর্তমানে,
সবাই তাদের নিজেদের তাবুতে গিয়ে শুয়ে পরলো। মেয়ে পাঁচজনের তাবু একপাশে এবং ছেলে চারজনের তাবু অন্যপাশে লাইন বরাবর তৈরী হয়েছে। প্রতিটা তাবুর মধ্যে একটা করে বিছানা এবং ছোট একটা লাইট স্টোনের ব্যবস্থা রয়েছে। লাইট স্টোন মূলত এক ধরনের পাথর যেটার মধ্যে লাইট ম্যাজিকের ব্যবস্থা রয়েছে। এটার মধ্যে এনার্জি একবার প্রয়োগ করলে সেটা জ্বলে উঠে, আবারো প্রয়োগ করলে সেটা নিভে যায়। সবার তাবুর আলো বন্ধ রয়েছে, শুধু এলেক্সের তাবুর আলো জ্বলে আছে। এলেক্স মেডিটেশন করছিলো। তার এই জিনিসটা করতে বিরক্ত লাগে। চুপচাপ করে বসে থাকার চেয়ে বিরক্তকর কাজ আর কিছু নেই। এলেক্স অনেকক্ষন বসে বিরক্ত হয়ে তার মেডিটেশন বন্ধ করলো। আপাতোতো যথেষ্ট এনার্জি হয়েছে একটা কঙ্কাল সেনা ডাকার জন্য। সে দশটা কঙ্কাল সেনা তৈরী করেছিলো। তাদেরকে যেকোনো সময় ডাকতে পারবে সে। কিন্তু তাদের ডাকার জন্য এনার্জির প্রয়োজন হয়। রিং আপাতোতো স্লিপমোডে রয়েছে।
-->>স্কিল মেনু।(এলেক্স আস্তে করে বলে উঠলো)
এই রিং এর সাথে এলেক্সের কথা বলার কোনো ইচ্ছা নাই, এখন কথা বললে হয়তো সবাই তাকে পাগল ভাববে। একা একা কথা বলা আর পাগল হওয়া একই কথা। যাইহোক এলেক্সের সামনে রিং থেকে একটা প্রজেকশন তৈরী হলো। যেটা একটা স্ক্রিনের মতো তৈরী হলো এলেক্সের সামনে। সেখানে এলেক্সের সব স্কিল এবং টাইটেল রয়েছে। এলেক্স অন্যগুলোতে নজর দিলো না। সে বাকিগুলোর ব্যবহার সম্পর্কে জানে। তাকে শুধু তার কঙ্কাল সেনার সম্পর্কে জানতে হবে।
এলেক্স যেটা জানতে পারলো, সে তার দশটা কঙ্কাল সেনাকে যেকোনো সময় ডাকতে পারবে। তবে সেটার জন্য এনার্জির প্রয়োজন হবে। তার যতক্ষন এনার্জি থাকবে ততক্ষন একটা কঙ্কাল সেনাও মারা যাবে না। কেউ মেরে ফেললেও এলেক্স আবারো সেটাকে ডাকতে পারবে। এলেক্স হেসে দিলো,
"তাহলে এক কথায় এই হাড্ডি গুলো অমর। যতক্ষন আমার এনার্জি থাকবে এরা জীবিত থাকবে।"
এলেক্স আরো অনেক গবেষনা করতে লাগলো। সে তার লেভেল বারানোর আছে আবারো। কারন তাতে সে শক্তিশালী কঙ্কাল সেনা বানাতে পারবে।
* *
ডিমনিক ফরেস্টের একদম গভীরে ছোট একটা ব্যারিয়ারের মধ্যে একটা পোর্টাল দেখা যাচ্ছে। ব্যারিয়ারে মধ্যে গার্ড হিসাবে একজন ডেভিল বসে আছে। দেখতে মানুষের মতো হলেও যে কেউ পার্থক্য বুঝতে পারবে। অন্ধকারে কালো চোখের মধ্যে লাল মনিটা জ্বলজ্বল করছে। তার নাম কেমোরাস। তিনজন এসেছে তারা পোর্টাল দিয়ে। দুজন এসেই এই ফরেস্ট ত্যাগ করেছে। কিন্তু অপরজন এখানে ব্যারিয়ার তৈরী করে গার্ডে আছে। তার ভাইয়ের আদেশ, "কেউ যেনো পোর্টালের কাছে প্রবেশ করতে না পারে।"
কেমোরাস ঘুমপ্রিয় একজন ব্যক্তি। তার সবসময়ের কাজই ঘুমানো। যদি না তার মাস্টার তাকে এবং তার দুই ভাইকে এই মিশন না দিতো তাহলে অনেক গভীর ঘুমে থাকতো। মিশনে থাকার কারনে তার ঘুম আসছে না। তাই সে অনেক বোর হচ্ছিলো। আবার তার ভাইয়েরা তাকে আরো বোরিং কাজে বসিয়ে রেখেছে।
-->>এভাবে গার্ড দিতে দিতে ঘুম পাচ্ছে আমার। কিন্তু মাস্টার করা করে নিষেধ করেছে না ঘুমাতে। কি করবো?
কেমোরাস একটা ব্যারিয়ার তৈরী করেছে। যাতে তার নজরে বাইরে দিয়ে কোনো প্রানী কিংবা ডিমনিক বিস্ট পোর্টালের কাছে প্রবেশ না করতে পারে। অবশ্য সেটাই তার কারন ছিলো না। সে একটা বডি ডাবল(ক্লোন) তৈরী করেছে এবং অনেক পূর্বেই ব্যারিয়ারের মধ্যে বসিয়ে রেখে বের হয়েছে ঘুরতে। সে অনেক মানুষের গন্ধ পাচ্ছিলো খুব কাছেই। খুবই দুর্বল এবং সুস্বাদু মানুষ।
* *
To Be Continue
* *
কেমন হলো জানাবেন।