[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ২৫
।
।
(ডিমনিক ফরেস্ট)
একাডেমির সকল ছেলেমেয়েদের দশটা টিমে বিভক্ত করা হয়েছে। সবাইকে টেস্ট দেওয়া হয়েছে একটাই। দুই মাসের মধ্যে ডিমনিক ফরেস্টের চতুর্থ কিংবা পঞ্চম জোনে প্রবেশ করতে হবে। এটাকে এক ভাবে লাইভ ট্রেনিং ও বলা যায়। একাডেমিতে থেকে যতটা জ্ঞান ছেলেমেয়েরা অর্জন করতে পারবে, তার থেকেও বেশী অর্জিত হবে অভিজ্ঞতার মাধ্যমে। তাই এই ব্যবস্থা করা হয়েছে। যেটা মোটামুটি কাজও করছে। সব ছেলেমেয়েরাই নিজেদের এট্রিবিউট সম্পর্কে ভালো ধারনা পাচ্ছে এবং সঠিক ভাবে স্পেলও ব্যবহার করতে পারছে। তার থেকেও বড় ব্যাপার সবাই টিম ওয়ার্ক শিখছে। টাওয়ারের টেস্টে অংশ নেওয়ার সময় টিম ওয়ার্ক অনেকটা গুরুত্বপূর্ন। একা একা টাওয়ারের টেস্ট গ্রাউন্ড শেষ করা অসম্ভব।
যদিও সব টিম কম বেশী টিম ওয়ার্ক করছে, তবে একটা টিমের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। টিম গুলোকে তাদের লিডারের নাম অনুযায়ী রাখা হয়েছে। রসিফ যে টিম রসিফের লিডার সে অনেক চিন্তায় আছে। কারন তার টিমে সবচেয়ে ঝামেলা দেখা দিচ্ছে। দুজন ভাইবোনের সম্পর্ক এতোটা খারাপ হবে এটার আশা সে করে নি কখনো। দুই ডিউক সন্তানের কারনে টিমের বাকি নতুন সদস্য গুলো নিজেদের ভারসাম্য এবং কনফিডেন্স হারাচ্ছে। যেটা টিমের জন্য অনেক ভয়ানক একটা জিনিস।
টিম রসিফ একঝাক ডিমনিক ফক্সের সাথে লড়াই করছে। যেটা ততটা ভয়ানক ডিমনিক বিস্ট না হলেও তাদের সংখ্যা কম নয়। প্রায় পঞ্চাশটার উপরে ডিমনিক ফক্স পুরো টিমকে ঘিরে ধরেছে। যেটাকে টিম লিডার ভালো মনে করছে। যদিও তার কাছে এটুকু কিছু না, তবে সে এবারো নতুনদের সুযোগ দিতে চাই। ফক্সদের সংখ্যা বেশী হওয়ায় দুই ডিউক সন্তান বেশী কিছু করতে পারবে না এখানে তাই ভালো করে অর্ডার করতে হবে রসিফকে।
-->>সব অউরা ইউজার ফাইটের জন্য রেডি হয়ে যাও। সব মানা ইউজার দূর থেকেই তাদের স্পেল চান্ট করে ফেলো এবং হামলা করো। অউড়া ইউজাররা মানা ইউজারদের স্পেলের শেষেই আক্রমন করবে। আমাদের দুই হিলার তোমাদের সাহায্য করবে। পরিস্থিতি খারাপ দেখা দিলো আমি এবং তোমাদের মানা লিডার সাহায্য করবে সবাইকে।
রসিফের কথা শুনে সবাই তাদের পজিশন নিয়ে নিলো। মানা ইউজাররা তাদের স্পেল ব্যবহার করলো। এরপর অউরা ইউজারদের আক্রমনের পালা। তবে তারা আক্রমন করার সময়ই পাচ্ছে না। কারন এলমন্ড ভন উয়েক্সকুল একের পর এক স্পেল ব্যবহার করেই যাচ্ছে। তার লাইটনিং স্পেলটা অনেক কার্যকরী ডিমনিক ফক্সের উপরে। তাই সে ব্যবহার করেই যাচ্ছে। স্পেল ব্যবহার করতে করতে সে ফরমেশন থেকে অনেক এগিয়ে গেলো। মুখে তার তৃপ্তি হাসি কারন পনেরোটার মতো ডিমনিক ফক্স সে একাই মেরে ফেলছে, বাকি গুলো ভয়ে পালিয়েছে। তার বোন দূরে ফরমেশনের মধ্যে দাড়িয়ে আছে। এডওয়ার্ড একবার সেদিকে তাকালো। নিজের মুখের হাসির মাধ্যমে জানিয়ে দিলো যে সে জিতে গেছে এই রাউন্ডে।
দুজন টেস্টে আসার পর থেকেই প্রতিযোগিতায় ছিলো কে কার থেকে শক্তিশালী। রসিফ বুঝতে পারছে না হঠাৎ ডিউক কন্যা থেমে গেলো কেনো। তবে এটা একটা ভালো ইঙ্গিত ছিলো। এডওয়ার্ড তার শরীরের সকল এনার্জি শেষ করে দিয়েছে।
"আমি কি শক্তিশালী হয়েছি? না এখনো সেই লেভেলে যেতে পারি নি। এখনো তার ছেলে বলে পরিচয় দেওয়ার মতো ক্ষমতা আমার হয় নি। আমাকে আরো শক্তিশালী হতে হবে।"
এডওয়ার্ড ভাবতে লাগলো। তার শরীরের স্ট্যােমানাও শেষ। তাই অনেক ক্লান্ত লাগছে তার। শরীরকে নারাতেও মন চাচ্ছিলো না তার। পুরো এনার্জি এভাবে শেষ করে দিবে এটা ভাবে নি সে। এমন সময় একটা ভয়ানক শব্দ শোনা গেলো। একটা ডিমনিক ফক্স পুরো টিমের সামনে চলে আসলো। ফক্সটা পূর্বের ডিমনিক বিস্টদের মতো নয়। বরং এটার আকার সেগুলোর থেকে তিনগুন হবে। ফক্সটা দৌড়ে এসে একটা জোড়ে ডাক দিলো। ফক্সের পিছনে দুটো লেজ রয়েছে। যাতে বলা যায় এটা একটা হাইব্রিড। রসিফ সাথে সাথে সতর্ক হয়ে গেলো। সে সাথে সাথে সবাইকে পিছনে চলে যাওয়ার জন্য আদেশ দিলো চিৎকার করে।
-->>সবাই তারাতারি আমার পিছনে চলে আসো। রেফ আমাকে কাভার দাও। আমি প্রথমে যাচ্ছি।(রসিফ)
রসিফ তার লং সোর্ড নিয়ে দৌড়ে গেলো। তার মূল উদ্দেশ্য আপাতোতো ফক্সটার নজর এরানোর। কারন এডওয়ার্ড অনেকটা সামনে চলে গেছে। আর ফক্সের নজর এডওয়ার্ডের দিকেই। রসিফ কিছুটা কেয়ারলেস ছিলো। যদিও এই জোনে হাইব্রিড থাকে তবে এতো তারাতারি একটা হাইব্রিডের সাথে যে তার দেখা হয়ে যাবে এটা ভাবে নি সে। তাই নিজের লিডারশীপে সন্দেহ করতে লাগলো সে। যাইহোক এসব চিন্তা আপাতোতো দূরে রাখলো। তার সামনের ডিমনিক বিস্ট একটা হাইব্রিড তাই তাকে সাবধানে ফাইট নিতে হবে। কোনোক্রমে তার টিমের একজনের কিছু হয়ে গেলো পুরো টিম বাতিল হয়ে যাবে এই জার্নি থেকে।
* * * * *
চেইন তার টিমকে লিড করে সামনের দিকে নিয়ে যাচ্ছিলো। এখনো কোনো ডিমনিক বিস্ট তাদের নজরে আসে নি। তাই সেটাই খোজার চেষ্টায় আছে তারা। টিমের সবাই ফাইটের জন্য পাগল হয়ে আছে, এটা চেইন বুঝতে পারছে সবার চেহারা দেখে, তবে এটা খুব আজব বিষয় যে আশে পাশে তেমন কোনো ডিমনিক বিস্টের দেখায় পাওয়া যাচ্ছে না।
হঠাৎ দূরে একটা এক্সপ্লোশান এর শব্দ আসায় চেইন তার টিমকে নিয়ে সোজা সেদিকে যেতে লাগলো। নিশ্চিত সেখানে অন্য একটা টিম রয়েছে। চেইন অনেক চেষ্টায় ছিলো অন্য একটা টিমকে খোজার। শুধু একটা টিম বাদে সে বাকি আটটার সাথে একত্রে কাজ করতে রাজি আছে। তবে একটার সাথেই চেইনের কিছু অরুচি রয়েছে।
-->>কে ভেবেছিলো আমার দেখা রসিফের টিমের সাথেই হবে।(চেইন)
চেইন যখন স্পষ্ট দেখতে পেলো রসিফ একটা হাইব্রিড ফক্সের সাথে লড়াই করছিলো তখনি এই কথাটা বললো। রসিফ এবং চেইনের মধ্যে অনেক বড় শত্রুতা রয়েছে। যেটা কখনোই সমাধান হওয়ার মতো না। তাই প্রথমে এখান থেকে চলে যেতে চেলেও লুবার কথায় আর যেতে পারলো না।
-->>চেইন আমাদের কি এভাবে চলে যাওয়া ঠিক হবে? ঔটা তো একটা হাইব্রিড তাই না? আমাদেরও তো সাহায্য করা উচিত।(লুবা)
হঠাৎ লুবার কথায় সে পিছনে তাকিয়ে লুবা সহ বাকিদের দেখতে পেলো। তাদের মুখ দেখে বোঝায় যাচ্ছে যে তারা চেইনের ফাইট দেখতে চাই। এতোদূর থেকে হাইব্রিড এবং অন্য টিম লিডারের ফাইট দেখে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে অন্য টিম অনেকটা খারাপ পরিস্থিতিতে আছে। হাইব্রিডটা যথেষ্ঠ শক্তিশালী। যেটাকে দুইজন মিলে কিছুই করতে পারছে না। চেইন না চাইলেও বাকিদের নিরাশ করতে চাই না। মূলত সে লুবাকে নিরাশ করতে চাই না। তাই চেইন তার ডান হাতের লং সোর্ডকে ঘাড়ের উপরে নিয়ে এগিয়ে যেতে লাগলো হাইব্রিডের দিকে। তার যাওয়ার পিছনে লক্ষ করে আছে এবা। মনে মনে ভাবছে,
"চেইনের ফাইট আসলেই অনেক মজার হবে। কতটা শক্তিশালী ও আমি এখন দেখতে পারবো। ইশ যদি ফাইটে ওর শার্ট খুলে সিক্স প্যাক বেরিয়ে যেতো তাহলে কতই না ভালো দেখতে লাগলো। দূর কি ভাবছি আমি?"
এবার মুখ লাল হয়ে গেলো। সে তার হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। অন্যদিকে এলেক্স এই ফাইটটা দেখার জন্য অনেক উত্তেজিত। অউরা এনার্জির ফাইট কেমন এটা এলেক্স ভালো করে পূর্বে দেখি নি। তার বাবার ফাইট দেখেছিলো কিন্তু সেটাকে ফাইট বলা যায় না। মনে হচ্ছিলো কেউ একটা পিপড়াকে মেরেছে তার হাত দিয়ে।
দূরে রসিফ তার লং সোর্ড দিয়ে আঘাত করছে ডিমনিক হাইব্রিড ফক্সকে কিন্তু হাইব্রিডটার শরীরের লোম যেনো লোহার মতো। যেটার মধ্যে রসিফের অউরা এনার্জি মিশ্রিত সোর্ড কিছুই করতে পারছে না। রসিফ কি করবে বুঝতে পারছিলো না। দূর থেকে রেফ তার স্পেল বারবার ব্যবহার করেই যাচ্ছে। কিন্তু সেটাও তেমন কিছু করতে পারছে না। হাইব্রিডের শরীরে মাত্র দুই একটা ক্ষত হয়েছে যেটা রসিফের এট্যাকেই হয়েছে। আপাতোতো সোর্ডের এট্যাক কোনো কাজে দিচ্ছে না। প্রথমে রসিফের এট্যাক কাজ করলেও, ফক্সটা তার আশেপাশে থাকা বাকি মৃত ফক্সদের মাংস খাওয়ার মাধ্যমে আরো শক্তিশালী হয়ে উঠে। যার মাধ্যমে এখন একটা এট্যাকও কাজ করছে না। রসিফ হাফাচ্ছে, তার এনার্জি শেষের দিকে।
"আমি এমন একটা ডিমনিক বিস্টের সাথে লড়বো এটা ভাবতেও পারি নি। হাইব্রিডদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তারাই যারা অন্যের মাংস খেয়ে শক্তিশালী হতে পারে। এখন এখানে আরো একটা টিম থাকলে ভালো হতো। আমি জুনিয়রদের এখানে ডাক দিতে পারবো না। তাই আপাতোতো আমাকে একাই দেখতে হবে।"
রসিফ তার চিন্তায় ব্যস্ত ছিলো। তখনি পিছন থেকে একটা পরিচিত আওয়াজ শুনতে পেলো। আওশাজটা তার সবচেয়ে ঘৃণা করা ব্যক্তির মুখ থেকেই বের হলো, তাই মাথা ঘোরাতে সময় লাগলো না তার।
-->>হেই রসিফ, একটা ফক্সের সাথে ফাইটে হিমশিম খাচ্ছো, তাহলে টাওয়ারের ডানজ্যান ক্লিয়ারে কি হবে সেটা ভেবেছো?
পিছন থেকে চেইন হিরো স্টাইলে হেটে আসছিলো। তার লং সোর্ডটা তার কাধের উপরে রয়েছে। মাথার চুল ঠিক করে সে রসিফকে উক্ত কথাটা বললো। রসিফ সাধারন সময়ে চেইনকে দেখলেই তার সাথে লড়াই করতে প্রস্তুত হবে, কিন্তু আপাতোতো সেই অবস্থা এখানে নেই।
"এর ও এখন আসার সময় হলো। অন্য কোনো টিম আসতে পারলো না?"
রসিফ কিছুটা বিরক্ত হলো। কিন্তু পরিস্থিতি সেটার মতো না। দুজন পাশাপাশি দাড়ালো, একে অপরের দিকে না তাকিয়ে দুজনেই কাধের উপরে সোর্ড রাখলো এবং আক্রমনের অপেক্ষায় রইলো।
-->>তাহলে ছোট ফক্সটার সাথে খেলা করা যাক।
দুজনের হঠাৎ হিরো ভাব চলে আসলো, সবাইকে ইনস্পায়ার করার জন্য ভাব নিচ্ছে দুজন। ডিমনিক ফক্সটা দুজনের দিকেই তাকিয়ে আছে। তার চিন্তায় হয়তো এরকম কথা ভাসছে,
"এই ঝুকার গুলোর সামনে পরলাম কেনো আমি।"
* * * * *
আধা ঘন্টা পরে,
রসিফ এবং চেইন দুজনে সেন্সলেস হয়ে আছে। ফক্সের সাথে ফাইট করতে করতে অনেক গুরুতর ভাবে আহত হয়েছে দুজনেই। দুই টিমের চারজন হিলার তাদেরকে হিল করেছে। এতো কিছু হওয়ার পরও দুজনে একটা হাইব্রিড ফক্সকে হারাতে পারে নি। এই লজ্জায় তাদের জ্ঞান ফিরে আসছে না।
* * *
To Be Continue
* * *
কেমন হলো জানাবেন।