[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ০৮
।
।
মেফাস একাডেমি, মেফাস কিংডমের একটা প্রভাবশালী প্রতিষ্ঠান। এর মধ্যে দশটা ক্লাস রয়েছে। এই ক্লাসগুলো এক একটা টাইটেল। প্রতিবছর প্রায় দুইশ ছেলে মেয়েরা একাডেমিতে প্রবেশের সুযোগ পাই। এই সংখ্যা পুরো মেফাস কিংডমের জনসংখ্যার হিসাবে খুবই নগন্য। একাডেমিতে প্রবেশের জন্য নোবেলদের বেশী সুযোগ থাকলেও এমন নয় যে কমনারদের কোনো সুযোগ নেই
এবার মোট ২০১ ছেলে মেয়ে একডেমিতে প্রবেশ করেছে। যে সংখ্যা প্রতিবারের মতো একই। কাল একাডেমির টেস্ট নেওয়া হয়েছে, যেখানে পাশ করা ছেলে মেয়েরা আজ উপস্থিত হয়েছে একাডেমির বিশাল অডিটোরিয়ামে। এখানে নতুন সবাইকে উপস্থিত করা হয়েছে তাদের সর্বশেষ টেস্টের জন্য। কাল প্রতিটা পাশ করা ছেলে মেয়েদেরকে তিনটা Division এ ভাগ করা হয়েছে। তিন ডিভিশনের নাম যথাক্রমে Aura Division, Mana Division এবং Pran Division। এই তিন ডিভিশন অনুযায়ী তিন এনার্জি ব্যবহারকারীদের আলাদা করা হয়েছে। প্রতিটা ডিভিশন অনুযায়ী মোট দুটো করে লাইন তৈরী হয়েছে। একটা ছেলেদের এবং অন্যটা মেয়েদের। একাডেমিতে প্রবেশ করলে কারো নোবেল টাইটেল এখানে কাজ করে না, তাই নোবেল এবং কমন মানুষদের একই লাইনে রাখা হয়েছে। যার জন্য প্রথম দিনেই লাইনের মধ্যে অনেক ঝগড়া তৈরী হচ্ছে। ঝগড়ার মূল কারন নোবেলরা কমন মানুষের সাথে একই লাইনে দাড়াতে চাই না।
-->>তোমার সাহস হলো কি করে আমার সাথে একই লাইনে দাড়ানোর। একজন গরীব কমনার হয়ে এতো বড় সাহস করলে কিভাবে? জানো আমার নাম কি? আমি ডারাবা পরিবারের সন্তান।
-->>ডারাবা পরিবারের ছোট মাস্টার এটা আপনার ডারাবা পরিবার নয়। বরং এটা মেফাস একাডেমি। এখানে আমরা আপনাদের মতো পরিবারের ক্ষমতার মাধ্যমে প্রবেশ করি নি। আমাদের নিজেদের পরিশ্রমে আমরা প্রবেশ করেছি।
একজন সাধারন ছেলের মুখে এই কথা শুনতে পেয়ে ডারাবা পরিবারের ছেলে রেগে ছেলেটার কলার ধরে মারতে যাবে, তখনি সারা অডিটোরিয়াম কাপতে লাগলো। সে তার শরীর নারাতে পারছিলো না। লাইনের সামনে দাড়িয়ে থাকা একজন শিক্ষক যে মাত্রই প্রবেশ করেছে অডিটোরিয়ামে, তার হাতে বিশাল একটা Long Heavy Sword। যেটাকে সে ফ্লোরের উপরে লম্বা করে রেখে হাতলের উপরে হাত দিয়ে রেখেছে। তার শরীর থেকে এমন কিছু একটা বের হচ্ছিলো যেটা অডিটোরিয়ামের অধিকাংশ ছেলে মেয়েকে সাথে সাথে হাটুতে ফেলে দিলো। সবাই মুহুর্তের মধ্যে এতোটা ভয় পেয়ে গেলো যে মনে হচ্ছিলো তারা মারা যাবে।
-->>মেফাস একাডেমি কি এখানের কারো বাবার সম্পতি, যদি হয়ে থাকে তাহলে সে সামনে আসতে পারো।
শিক্ষক কথাটা অনেক জোরে বললো। এতোক্ষনে ৮০% ছেলে মেয়ে তাদের হাটুতে পরে গিয়েছে। বাকি ১৯% ছেলে মেয়ে ভয়ে কাপতে ছিলো। শুধু ১% ছেলে এবং মেয়ে ছিলো যাদের মানসিক ক্ষমতা একটু বেশী থাকায় তাদের তেমন কোনো কিছু না হলেও মনে হালকা ভয় কাজ করছিলো।
-->>একাডেমির বেশ কিছু রুলস রয়েছে। যেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন রুলস গুলো সবাইকে মানতে হবে। সবাই মানে সবাইক, ডিউকের সন্তান কিংবা কিং এর সন্তানও বাদ যাবে না।
শিক্ষক কথাটা বলে কিছুটা থামলো। এবার লাইনের মধ্যে কোনো কথা নেই। সকল নোবেল সন্তানদের এটা সহ্য করতে হচ্ছে। তারা জানে এটা বেশীক্ষন সহ্য করতে হবে না তাদের। কারন একবার তারা একাডেমিতে প্রবেশ করলে তখন তাদের ছোট খাটো ব্যাপারে শিক্ষকরা নাক গলাবে না।
-->>একাডেমির সকল রুলস এর সম্পর্কে কাল অনেক জ্ঞান দেওয়া হয়েছে টেস্টের মধ্যে। তাই আমি সেখান থেকে মাত্র একটা রুল সবার সামনে তুলে ধরছি। একাডেমির মধ্যে লড়াই করা কিংবা একাডেমির কোনো ছাত্রকে নিজের ক্ষমতা কিংবা পরিবারের টাইটেল দিয়ে ক্ষতি করার চেষ্টা করলে সে যেই হোক একাডেমি থেকে Expell হতে সময় লাগবে না তার।
-->>স্যার আজরো ছেলে মেয়েদের ভয় দেখানো বাদ দিন। কয়েকটা এক্সপেল হয়ে গেলে তাতে আমাদেরই লাভ হতো। একাডেমি এমন ছেলেমেয়েদের গ্রহন করে না যারা সঠিক ব্যবহার করতে জানে না। টাইটেলের সাথে সবার শিক্ষাও মাটিতে পরেছে।
-->>ম্যাডাম হেলেন আপনি কিন্তু আবারো নোবেলদের একটু খারাপ ভাবে দেখছেন। দোষটা বের করলে দেখবেন সেটা কমনাররাই করেছে।
-->>কমনার কিংবা নোবেল যেই হোক এটা তাদের বাসা না যে এখানে যেমন মনে হয় তেমন ব্যবহার করবে। এটা একাডেমি, যেখানে কারো টাইটেল কাজ করবে না।
দুজন শিক্ষকের আসা নিয়ে মোট তিন শিক্ষক হয়ে গেলো অডিটোরিয়ামে। স্যার আজরো যে কিনা Aura Division এর শিক্ষক, ম্যাডাম হেলেন Pran Division এর শিক্ষক, ম্যাডাম ডিয়ারা Mana Division এর শিক্ষক। তিন শিক্ষক উপস্থিত হওয়ার পরে ম্যাডাম হেলেন বলতে লাগলেন,
-->>হিলার ডিভিশনের ছেলে মেয়েরা আমাকে ফলো করো। তোমাদের কোনো টেস্টের প্রয়োজন হবে না। তোমরা সবাই E ক্লাসের টাইটেল পাবে। এক মাস পরে প্রথম পরীক্ষা হবে তোমাদের যেখানে তোমরা নিজেদের ক্ষমতা দিয়ে ক্লাস পরিবর্তন করতে পারবে।
এটা বলেই চলে গেলো ম্যাডাম হেলেন। এবং তার পিছু পিছু মাত্র দশজন Pran এনার্জি ব্যবহারকারী চলে গেলো। Pran এনার্জি অনেক কম দেখা যায়। টেস্টে অংশ নেওয়া বিশ হাজার ছেলে মেয়েদের মধ্যে মাত্র আটজন মেয়ে এবং দুজন ছেলেই Pran এনার্জি ব্যবহারকারী পাওয়া গিয়েছে। এটা দেখেই বোঝা যায় কতটা Rear এই এনার্জি ব্যবহারকারী।
-->>প্রতিবারের মতো ম্যাডাম হেলেনের টেস্ট শেষ এখানেই। Aura ডিভিশন তোমাদের সকলের টেস্ট খুবই সহজ হবে। এই পুরো একাডেমিকে দশবার রাউন্ড করে দৌড়াতে হবে। সময় আজ সূর্য ঢোবা পর্যন্ত। যে দশ রাউন্ড পার করতে পারবে না, তাকে কাল থেকে একাডেমিতে প্রবেশ করতে হবে না।
স্যার আজরো কথাটা জোরে বললো। মোট ছেলেমেয়েদের মধ্যে অধিকাংশ Aura ডিভিশনের মধ্যে থাকায় অডিটোরিয়াম খালি হয়ে গেলো। Aura ডিভিশনের ৯৫% ই ছেলে। যেখানে খুব কম সংখ্যক মেয়ে রয়েছে। Aura ব্যবহারকারীদের মারাত্মক ট্রেনিং প্রয়োজন হয়, যেখানে অধিকাংশ মেয়েরাই হার মানে।
১২১ জন Aura User চলে গিয়ে মাত্র ৭০ জন Mana User অডিটোরিয়ামে অবস্থিত থাকে। যে সংখ্যা তুলনামূলক ভাবে বেশী মনে হলো ডিয়ারার কাছে। বাকি দুই ডিভিশনের টেস্ট অনেকটা সহজে শেষ হলেও তার টেস্ট এতো সহজ নয়। তিন এনার্জির মধ্যে বর্তমানের সবচেয়ে শক্তিশালী তার নিজের এনার্জি যেটা সে মনে করে। তাকে বাইরে থেকে যেমনই দেখাক না কেনো, সে একজন পিউর ব্লাড নোবেল, তাই সে কমনারদের মনে প্রাণে ঘৃনা করে। প্রতি বছরে সে অধিকাংশ কমনারদের একাডেমি থেকে এক্সপেল করে বিভিন্ন কারনের জন্য। নোবেল ছেলেমেয়েদের জন্য সে সব কিছুই করতে পারে, তবে একজন কমনারের জন্য সে বিষাক্ত তলোয়ার ছাড়া কিছুই না।
-->>বাকি দুই ডিভিশনের মতো আমার টেস্ট এতো সহজ হবে না। এখানে সবাই কাল এনার্জি টেস্টে অংশ নিয়েছে, তাই কালকের অভিজ্ঞতা সবার মাঝে রয়েছে। তাই এই টেস্টে বেশী সময় লাগবে না আমার মনে হচ্ছে।
শিক্ষক এক নজরে সবার দিকে তাকিয়ে বলে ফেললো কথাটা। তার হাতে একটা স্টোন রয়েছে যেটা সে অডিটোরিয়ামে প্রবেশের সময়েই নিয়ে এসেছে। তার সামনের ৭০ জন ছেলেমেয়েকে সে এক নজরে দেখতে লাগলো। নোবেল এবং কমনারদের আলাদা করতে তার সময় লাগলো না। সে আবারো বলে উঠলো,
-->>কাল সবাই এনার্জি স্টোন দেখতে পেরেছে, তবে আমার হাতের এই স্টোন এনার্জি স্টোন নয়। এটাকে Mana Stone বলা হয়। টাওয়ারের বিশেষ জায়গায় এদের পাওয়া যায়। Mana স্টোন একটা বিশেষ ম্যাজিকাল এনার্জি স্টোন যেটার মাধ্যমে বিভিন্ন Mana এনার্জি ডিটেক্ট করা হয়। এট্রিবিউট সেই বিভিন্ন এনার্জির নাম। Mana বিভিন্ন রকমের রূপ নিতে পারে। আমরা সেই রূপের নাম দিয়েছি এট্রিবিউট।
শিক্ষক ডিয়ারা একটু থেমে নিলো। তার নজর হঠাৎ লাইনের মধ্যে একটা ছেলের উপরে পরলো। ছেলেটার চোখের উপরে পলক পরতেই ডিয়ারার ভ্রু কুচকে গেলো। সে বুঝতে পারছে না সেখানের সবাই তার লেকচার চুপ করে শুনছে, সবাই আগ্রহী হয়ে শুনছে, সব চোখ তার চোখের দিকে, কিন্তু সেই একটা চোখ ছিলো যেটার মধ্যে কোনো আগ্রহ পেলো না ডিয়ারা। কিছুটা রেগে গেলো ডিয়ারা, তবে তার এখন সাবধান থাকতে হচ্ছে।
আজ পাঁচ বছর হলো নতুন প্রিন্সিপাল একাডেমিতে যোগ দিয়েছে। সে কখনো নতুন ছেলেমেয়েদের টেস্টের উপরে আগ্রহী ছিলো না। তবে এবার প্রিন্সিপাল তাদের টেস্ট লক্ষ করছে অডিটোরিয়ামের ভিআইপি চেম্বার থেকে। তাই ডিয়ারাকে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। প্রিন্সিপাল বেশ কয়েকবার ডিয়ারাকে ওয়ার্নিং ও দিয়েছে যেনো সে নিজে একাডেমির নিয়ম মেনে চলে এবার। তাই সে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। কারন একাডেমির শিক্ষক হলেও প্রিন্সিপাল সকল ক্ষমতা রাখেন। তার মুখের একটা কথা এবং শিক্ষক ডিয়ারা একাডেমি থেকে এক্সপেল হয়ে যাবে। শুধু এটুকুই হবে না, কিংডমের মধ্যে তাদের নোবেল টাইটেল হারিয়ে যাওয়ার সম্ভবনাও থাকতে পারে। ডিয়ারা বুঝতে পারছে না নতুন ছেলে মেয়েদের উপরে প্রিন্সিপাল কেনো ইন্টারেস্ট নিয়েছে, তবে তাকে তার ইগো কনট্রোলে রাখতে হবে। সে সকল ভাবনা বাদ দিয়ে আবার বলতে লাগলো,
-->>চারটা মৌলিক এট্রিবিউট রয়েছে। Fire, Air, Water এবং Earth। ৯০% মানুষের সম্ভবনা থাকে তাদের প্রথম এট্রিবিউট হিসাবে এই চার এট্রিবিউট আনলকের। এমন না যে একজন শুধু একটা এট্রিবিউটই আনলক করে বসে থাকবে। সময় এবং Mana এর উপরে নিয়ন্ত্রন বজায় রাখার ফলে মানুষ দুই থেকে তিনটা এট্রিবিউট আনলক করতে পারে। প্রাথমিক এট্রিবিউট ছাড়াও বিভিন্ন ধরনের এট্রিবিউট রয়েছে, যেগুলো Lightning, Light, Dark, Poison, Ice, Plant, Sound, Space, Gravity ইত্যাদি।
শিক্ষক থামলো এবং সে তার ডান হাত বারিয়ে দিলো যে হাতে স্টোন ছিলো। মাটি থেকে একটা গাছের কান্ড বের হয়ে আসলো। এবং একটা ছোট টেবিলের মতো তৈরী করলো। যেখানে শিক্ষক তার হাতের স্টোনটা রাখলো।
-->>এটা আমার Plant এট্রিবিউট। এভাবে সবাই তাদের এট্রিবিউট দিয়ে বিভিন্ন স্পেল ব্যবহার করতে পারবে। প্রথমেই বলি যদি এখানে কেউ একটা এট্রিবিউট আনলক করে তাহলে তাদের এট্রিবিউট অনুযায়ী তারা E কিংবা F ক্লাসের টাইটেল পাবে। পনেরো বছরের ছেলেমেয়েদের ভিতরে দুটো এট্রিবিউট খুব কমই দেখা যায়। তবে আমি আশা করছি তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা দুটো এট্রিবিউট আনলক করতে পারবে। যারা দুটো এট্রিবিউট আনলক করবে তারা তাদের এট্রিবিউট অনুযায়ী A, B, C, D ক্লাসের টাইটেল অর্জন করবে। হাজার বছরে কেউ প্রথমেই তিনটা এট্রিবিউট আনলক করতে পারে নি, তারপরও যদি তোমাদের মধ্যে কেউ থাকে তাহলে সে তার এট্রিবিউট অনুযায়ী A+, A, B ক্লাসের টাইটেল অর্জন করবে। তবে একটা বিষয় সবাই মনে রেখো। যারা একটা এট্রিবিউটও আনলক করতে পারবে না তাদের আবার এক বছর পরে টেস্টের মাধ্যমে একাডেমি প্রবেশ করতে হবে।
শিক্ষকের কথাটা যে নোবেল ছেলে মেয়েদের জন্য ছিলো না বরং কমনারদের জন্য ছিলো এটা সবাই বুঝতে পেরেছে। যাইহোক টেস্ট শুরু হলো মেয়েদের মাধ্যমে।
সবাই এক এক করে তাদের এট্রিবিউট আনলক করছিলো। শরীরে সামান্য এক রূপের এনার্জি বেশী থাকলে Mana Stone এর সংস্পর্শে আসলেই সেই এট্রিবিউট আনলকের সম্ভবনা থাকে। টাওয়ার আসার পর থেকে এজন্য Mage এর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। একটা উচ্চ লেভেল স্টোন সামান্য Mana এনার্জি ব্যবহারকারীকেও তার এট্রিবিউট আনলক করে দিতে পারে, তবে একাডেমি লো লেভেল স্টোন ব্যবহার করে। লো লেভেল স্টোনে যারা এট্রিবিউট আনলক করতে পারে তারাই ভবিষ্যতে Elite Mage হওয়ার সুযোগ রাখে। তাই একাডেমি এই নিয়মে Elite দের বেছে নেই।
* * * * *
(এলেক্স রূপে)
এতো বোরিং হবে জানলে আমি আরো একটু লেট করে আসতাম। হয়তো বেশী জ্ঞান থাকাটা মোটেও ভালো না। যেহেতু আম্মা আমাকে Mana সম্পর্কে সব কিছু বুঝিয়ে বলেছে তাই এই শিক্ষকের লেকচার বোরিং লাগছিলো অনেকটা। তবে ইন্টারেস্টিং জিনিস আমার চোখের সামনে হচ্ছিলো। প্রথমে মেয়েদের সুযোগ দেওয়া হয়েছে। কথায় আছে না 'Ladies First'। এখানেও সেটায় হচ্ছে। আমাদের মোট সংখ্যার মধ্যে মেয়েদের সংখ্যা কিছুটা বেশী হবে হয়তো। সত্তর জনের মধ্যে চল্লিশজন মেয়ে এবং ত্রিশজন ছেলে। সংখ্যা খারাপ নয়, কিন্তু কয়জন টিকতে পারবে এটায় প্রশ্ন। আমি কাল আমার এনার্জি টেস্টে জানতে পারি যে, আমি Mana User। পুরো রাত বাবা অনেক কান্না করেছিলো। হয়তো সে আশা করেছিলো আমি তার মতো Aura user হবো। আমি মনে করি Mana ই সবচেয়ে বেশী শক্তিশালী এনার্জি, তাই নিজের প্রতি গর্ব বোধ হচ্ছিলো। আম্মার মতে সকল এট্রিবিউটের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো Fire এবং Lightning। এই দুটো এট্রিবিউট আনলক করা User পুরো Empire এর মধ্যে খুব কম। হাতে গুনলে দশজনের বেশী হবে না। তবে তারা সকলেই এতোটা শক্তিশালী যে ছোট কোনো কিংডমের একটা শহর ধ্বংস করে দিতে পারে। আম্মার কথা মতো আমি বুঝতে পারলাম দুটো এট্রিবিউটই অনেক স্পেশাল।
চল্লিশটা মেয়ের মধ্যে মাত্র বিশজন মেয়ে তাদের এট্রিবিউট আনলক করেছে। বাকি বিশজনকে একাডেমি ত্যাগ করতে হয়েছে। তাদের জন্য হতাশা জাগলো। তাদের সুযোগ এখানেই হারায় নি। তারা বিশজনই ক্যাপিটালের Mana স্কুলে ট্রান্সফার হবে। যেখান থেকে তাদের এট্রিবিউট আনলক হলে একটা টেস্টের মাধ্যমে আবার একাডেমিতে প্রবেশের সুযোগ রয়েছে। আবার তারা সামনের বছরের টেস্টের মাধ্যমেও প্রবেশ করতে পারবে একাডেমিতে, তবে এই এট্রিবিউট আনলক না করলে আবার বাতিল হবে।
বিশজন মেয়ে যারা এট্রিবিউট আনলক করেছে তাদের মধ্যে চারজন মেয়েই শুধু দুটো এট্রিবিউট আনলক করেছে। প্রথমত ডিউক ম্যান্ডেলার কন্যা Fire এবং Light, ডিউক উয়েক্সকুলের কন্যা Water এবং Ice, বাকি দুজন মারকুস ভারেসভুও এর যমজ কন্যা যারা দুজনেই একইসাথে Light এবং Plant এট্রিবিউট আনলক করেছে। অবাক হলাম এটা দেখে যে বিশ জনের মধ্যে বাকি কেউ Fire অথবা Lightning এট্রিবিউট আনলক করে নি। আম্মার কথা মতো Lightning হলো সবচেয়ে Rear এট্রিবিউট। যেটা হাজারে একজনের সম্ভবনা থাকে আনলকের। বাকি মেয়েরা অধিকাংশ Water, Plant কিংবা Air এট্রিবিউট আনলক করেছে।
-->>যতটা আশা করেছিলাম নিরাশ হয় নি আমি। ডিউক এবং মারকুসের কন্যা আসলেই অনেক ট্যালেন্টেড।
শিক্ষক অনেক খুশিতে বলে উঠলো কথাটা। মেয়ে সবাই অডিটোরিয়ামের অপর পাশে গিয়ে অবস্থিত হয়ে গেলো। যেহেতু তাদের টেস্ট শেষ হয়েছে, এখন আমাদেরটা শুরু হবে।
* * * *
মেয়েদের মনের মধ্যে অনেক আনন্দ জাগছে। তারা এতো কষ্টের পরে একাডেমিতে প্রবেশ করতে পেরেছে তাই আনন্দ রাখতে পারছে না ধরে। দুই ডিউক কন্যা পাশাপাশি দাড়িয়ে আছে। তাদেরকে অন্য মেয়েরা ঘিরে ধরেছে। সেখানে মারকুসের যমজ কন্যাও আছে। সবাই তাদের চারজনকে শুভেচ্ছা জানাচ্ছে দুই এট্রিবিউট আনলকের জন্য। কিন্তু ডিউক কন্যা দুজনই তাদেরকে এরিয়ে ফাকা জায়গায় চলে আসে। বাকি কেউ আর ফলো করলো না তাদেরকে। তবে তারা মারকুসের যমজ কন্যাদের সাথে গল্প করতে লাগলো।
-->>আমি ভেবেছিলাম আমাদের এট্রিবিউট একই হবে। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের এট্রিবিউট একে অপরের শত্রু।
ডিউক ম্যান্ডেলার কন্যা মাইরা বলে উঠলো। তাকে উত্তর দিলো ডিউক উয়েক্সকুল এর কন্যা এলিন,
-->>যেহেতু আমাদের এট্রিবিউট দুজনের থেকে সম্পূর্ন বিপরীত তাই আমাদের মধ্যে কমপিটিশন টাও অনেক বেশী হবে।
-->>সেটা ঠিক।
ছেলেদের লাইনে এলিন বেশ কিছুক্ষন তাকিয়ে থেকে বলতে লাগলো,
-->>তোমার ইনভাইটেশন লেটার দিয়েছিলে কাকে? সে কি টেস্টে পাশ করতে পেরেছে?
মাইরা একবার লাইনের দিকে লক্ষ করলো। তারা শিক্ষকের অনেক পিছনের দাড়ানোর ফলে লাইনের শেষে দাড়িয়ে থাকা এলেক্সকে দেখতে পারছিলো না।
-->>দেখছি না এখান থেকে।
-->>তোমার লেটার শুধু শুধু নষ্ট করেছে, এজন্য কমনারদের বেশী সুযোগ দিতে নেই। তারা যতই চেষ্টা করুক শেষ পর্যন্ত স্পেশাল কিছু করতেই পারবে না।
-->>এতো ছোট বিষয়ে তুমি রাগছো কেনো? বাদ দাও সে কথা। প্রথমে লক্ষ করো এই ছেলেদের মধ্যে কাউকে তোমার ভালো লাগে।
-->>তুমিও না। আমি কেনো ছেলেদেরকে লক্ষ করবো?
-->>সেকেন্ড প্রিন্স তো তোমার পিছনে ঘুরছে পাগলের মতো। তাই মনে হলো তার থেকে বাঁচার জন্য কাউকে তো প্রয়োজন হবে।
মাইরা রাগিয়ে দিলো এলিনকে। এলিন সেদিকে কান দিলো না। কারন তাদের নজর পরলো ছেলেদের টেস্টের উপরে। ডিউক উয়েক্সকুল এর বড় ছেলে এডওয়ার্ড ভন উয়েক্সকুল এবার টেস্ট দিচ্ছে তার বোনের সাথে এবার। সে এলিনের থেকে এক বছরের বড়। যদি ক্যাপিটালের বেশীরভাগ লোকই তার পরিচয় নিয়ে প্রশ্ন করে,
-->>এলিন আমি অবাক হয়েছিলাম এডওয়ার্ডকে দেখতে পেয়ে। এডওয়ার্ড তোমার সাথেই একাডেমিতে প্রবেশ করবে সেটা আমি আশা করি নি।
-->>ও প্রবেশ করুক কিংবা না করুক সেটায় আমার কোনো আগ্রহ নেই।
এলিনের মুখে অস্বস্তি ভাব দেখা গেলো। একটু পূর্বে যে মাইরার সাথে হাসি, তামাশা, রাগ করছিলো, সে এলিনের মুখে ঘৃণার ছাপ দেখা যাচ্ছে।
-->>এডওয়ার্ড তোমার ভাই না হলে আমি ওকে নিয়ে পালিয়ে যেতাম।
-->>তুমি বাদ দাও তো ওর কথা। ওর কথা আমি শুনতে চাই না।
এতোক্ষনে দুজন ছেলে টেস্টে অংশ নিয়েছিলো। তারা দুজন কোনো এট্রিবিউট আনলক করতে পারে নি। এডওয়ার্ড ভন উয়েক্সকুল Mana স্টোনের উপরে হাত রাখার সাথে সাথে স্টোনের চার দিক দিয়ে লাইটনিং বের হতে শুরু করলো। যেটা অডিটোরিয়ামের সবাইকে অবাক করলো।
-->>Lightning এট্রিবিউট!
-->>আমি প্রথম দেখলাম Lightning এট্রবিউট আনলক করতে।
-->>এটা কি আমার সামনে সত্য ঘটনা ঘটছে?
পুরো অডিটোরিয়ামের ছেলে মেয়ে অবাক হয়ে গেলো। অবাক হওয়ারই কথা লাইটনিং অনেক মূল্যবান একটা এট্রিবিউট যেটা আনলকের সম্ভবনা খুবই কম থাকে। শিক্ষক ডিয়ারা হালকা হাসি দিলো। সে নিজেও অবাক হয়েছে, তবে ডিউকের পুত্রের থেকে এটুকু আশা সে করতেই পারে। যদিও এডওয়ার্ড মাতা একজন সাধারন কমনার, তারপরও তার শরীরে ডিউক এভেস্টের ব্লাড রয়েছে। ডিউকের আসল পুত্র যে এডওয়ার্ড সেটা তার লাইটনিং এট্রিবিউটের মাধ্যমে বোঝা গেলো।
সবাই শুধু এডওয়ার্ডের লাইটনিং এট্রিবিউটেই অবাক ছিলো। তবে এডওয়ার্ডের ট্যালেন্ট সেখানেই থেমে নেই। Mana স্টোনের চারপাশের লাইটনিং সরে গিয়ে এবার চারপাশে পানির গোল গোল বুধবুধ তৈরী হলো। যেটার মাধ্যমে বোঝা গেলো এডওয়ার্ড Water এট্রিবিউটও আনলক করেছে। যেমন বাবা তেমন ছেলে।
-->>বলতে হবে তোমার ভাই অনেক ট্যালেন্টেড। একদিন হয়তো তোমার বাবাকে ছারিয়ে যাবে।
-->>এতে খুশি হওয়ার এতো কি আছে? সবশেষে অন্যের ছায়া ছাড়া সে আর কেউ না।
-->>এলিন তোমার ভাবনা এখনো বদলায় নি।
-->>বদলাবেও না৷ যেসব ছেলে তাদের বাবার পরিচয়ে বাঁচে, তারা নিজেদের পুরুষ বলে কিভাবে। আমার তাদের দিকে তাকাতেই ঘৃণা করে।
-->>আমি জানি না তোমার এই রোগ কবে ঠিক হবে। তবে মনে হয় না ডিউক এভেস্ট তার মেয়ের বিয়ে দিতে পারবেন। আচ্ছা এলিন তোমার কেমন ছেলে পছন্দ বলো তো?
-->>যে ছেলে তার পরিবারের পরিচয়ে নয়, বরং নিজের পরিচয়ে গর্বিত, যে ছেলে ওয়ার্ল্ডে পরিবর্তন আনতে পারবে, যে ছেলে হিংস্র বাঘের মতো হবে, যে ছেলের ওয়ার্ল্ডের প্রতি কোনো ইমোশন থাকবে না।
-->>তুমি সত্যি সারা জীবনেও এমন ছেলে খুজে পাবে না।
মাইরা বড় একটা থম ছেড়ে বললো। সে এলিনের জন্য চিন্তা করছে। আজ দুই বছর হলো এলিন অনেক পরিবর্তন হয়েছে। কেনো কিভাবে সেটা মাইরা জানে না। তবে এলিন অনেক পরিবর্তন হয়েছে।
এলিন তার বাম হাতে থাকা পাতলা একটা ব্রেসলেটে ডান হাত দিয়ে ধরলো এবং আস্তে আস্তে বলতে লাগলো,
-->>আমাকে খুজতে হবে না, সে নিজেই আসবে আমার কাছে। অন্তত আমার জন্য না হলেও এটার জন্য তো আসবে।
এলিনের হাতের ব্রাসলেট হঠাৎ একটা লাল রঙে উজ্জ্বলিত হলো। এটা কারো নজরে আসলো না।
* * *
To Be Continue
* * *
কেমন হলো জানাবেন।