[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ০৩
।
।
চারপাশের পরিবেশ অনেকটা নিশ্চুপ। শুধু ঘোড়ার পায়ের এবং ক্যারেজের চাকার আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। প্রথমে আওয়াজটা বিরক্তকর হলেও পরে সে ভাব কেটে গিয়েছে। Demon Forest অনেক ভয়ঙ্কর জায়গা। এলমন্ড এবং মারিয়া দুজন এখানে কিভাবে আছে সেটা বিষ্ময়কর একটা জিনিস। হয়তো এই ব্যারিয়ারের কারনেই তাদের ডিম্যান বিস্টদের ভয় করতে হয় নি। ক্যারেজ(গাড়ি) ব্যারিয়ার পার করলো। এবার এলমন্ড খুব তীঘ্ন ভাবে আশেপাশে নজর রাখলো। তাদের এতোদিনের ছোট বাসা যেটা খুব যত্নে তারা বানিয়েছিলো সেটা সেখানেই রেখে গেলো স্মৃতি অনুসারে। প্রয়োজনীয় সকল পন্য সাথে নিয়ে বাকি সকল অপ্রয়োজনীয় পন্য এই ছোট্ট বাসার মধ্যে তারা রেখে চলে যাচ্ছে।
এলমন্ড ক্যারেজের সামনে বসে আছে, তাকে চারিদিকে নজর রাখতে হবে। কারন তারা Demon Forest এর মাঝখানে রয়েছে। এখানের ডিম্যান বিস্টরা অনেক মারাত্মক। কোনো ভাবে তাদের নজরে পরলে অনেক ভয়ানক কিছুর মধ্যে তাদের পড়তে হবে। এলমন্ডের অভিজ্ঞতার ফলে তারা কোনো ডিম্যান বিস্টের সামনে পরলো না। যেটা তাদের জন্য খুব ভালো হলো। কারন তারা এই সময়ে এলেক্সকে কোনো ডিম্যান বিস্ট দেখাতে চাচ্ছিলো না। তাতে ভয় পেতে পারে সে।
মারিয়া ক্যারেজের মধ্যে বসে আছে এলেক্সকে নিয়ে। সে এলেক্সকে বিভিন্ন ধরনের ম্যাজিক সম্পর্কে উধাহরন দিচ্ছিলো। পূর্বে কখনো এলেক্স সাহস করে বলে নি। কিন্তু এলেক্সের মনে প্রথম দিন থেকেই কৌতুহল জাগছিলো এই ম্যাজিক সম্পর্কে। হয়তো লজ্জার কারনে সেটা জিজ্ঞাসা করতে পারে নি। তবে ক্যাপিটালে যাওয়ার পূর্বে ম্যাজিক সম্পর্কে জানা প্রয়োজন মনে করে মারিয়া তার ছেলেকে খুব যত্নে ব্যাখ্যা দিলো ম্যাজিক সম্পর্কে।
মারিয়ার উদাহরন অনুযায়ী, ম্যাজিকের অরিজিন মূলত এনার্জি। বিভিন্ন ধরনের এনার্জি রয়েছে এই ওয়ার্ল্ডে। যেগুলো মানুষ সরাসরি ব্যবহার করতে পারে না। তবে সেসব এনার্জি মানুষ এবং বাকি সকল প্রানীদের জীবনের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। মানুষের বয়স, শ্বাস-নিশ্বাস, খাবার সব কিছু বিভিন্ন ধরনের এনার্জির উপরে নির্ভর করে। মানুষ পূর্বে এই সকল এনার্জি সরাসরি ব্যবহার না করতে পারলেও কয়েক হাজার বছর পূর্বে তারা হঠাৎ তিন এনার্জির ব্যবহার জানতে পারে। দেখতে দেখতে Aura, Mana, Pran এই তিন এনার্জির ব্যবহার করতে শুরু করে মানুষ। তবে সেই সংখ্যা খুবই সিমীত ছিলো।
তিন এনার্জির মধ্যে সবথেকে সাধারন হলো Aura এনার্জি। বর্তমানে Aura ব্যবহার কারীর সংখ্যা Mana ব্যবহারকারীর তুলনায় বেশী। Aura এনার্জি মূলত শরীর এবং সকল অস্ত্রকে শক্তিশালী করে। যেকোনো রাজ্যের সেনায় যোগ দিতে হলে Aura ব্যবহারকারী হতেই হবে। Aura এনার্জি সাধারন হলেও এটা Mana এর থেকে অনেক শক্তিশালী। যদিও Mana এনার্জির থেকে শক্তিশালী কিন্তু সবাই Aura এনার্জির সঠিক ব্যবহার করতে পারে না। কারন Aura এনার্জি ব্যবহারকারীদের চরম ট্রেনিং করতে হয়। শরীর চরম পর্যায়ে না পৌছালে Aura এনার্জি শক্তিশালী হয় না। যেটা অধিকাংশ মানুষই এখন পছন্দ করে না।
Mana এনার্জিকে ম্যাজিকাল এনার্জিও বলা হয়ে থাকে। Aura এনার্জি একজনের শরীরের বাইরে থেকে শরীরকে এবং ব্যবহারযোগ্য অস্ত্রকে শক্তিশালী করে সেখানে Mana একজনের শরীরে প্রবেশ করে। Aura এনার্জির কোনো লিমিট থাকে না, পরিবেশে যত Aura থাকবে এবং শরীরে যত স্ট্যামেনা থাকবে ততই ব্যবহার করা যাবে। কিন্তু Mana এনার্জির একটা লিমিট থাকে। শরীরে নির্দিষ্ঠ একটা পরিমান Mana এনার্জি সংগ্রহ হয়। যে জায়গায় Mana সংগ্রহ হয় সেটাকে Mana Core বলে। এই Core এর মধ্যে যে Mana সংগ্রহ হয় সেটুকু ব্যবহারের পরে আবারো সংগ্রহ করা ছাড়া Mana এনার্জি ব্যবহার করা যায় না। Mana এনার্জি মূলত বিভিন্ন ফর্ম(Fire, Water, Earth, Air ইত্যাদি) নিতে পারে। এগুলোকে আক্রমন এবং সুরক্ষা দুটো ভাবেই ব্যবহার করা যায়।
Pran এটা Mana এর মতোই একটা এনার্জি। তবে এটার ব্যবহার পুরো ভিন্ন। এই এনার্জি যেকোনো ক্ষত ঠিক করার জন্য ব্যবহার করা হয়। এই এনার্জি শুধু ক্ষত ঠিক করায় নয়। বরং বিভিন্ন ধরনের মারাত্মক Poison বানাতেও ব্যবহার হয়। (দেখা গেলে poison ও এক রকম ঔষধ) যদিও Mana এনার্জির মাধ্যমেও ক্ষত Heal করা যায়, তবে সেটা খুব কমই দেখা যায়।
Aura ব্যবহার কারীদের বলা হয় Knight। Mana ব্যবহারকারীদের বলা হয় Mage। Pran ব্যবহারকারীদের বলা হয় Healer। এই তিন শ্রেনীর মানুষই সব কিংডম এর মধ্যে অনেক দামী মানুষ।
* * * * *
(এলেক্স রূপে)
আম্মার (মারিয়া) কথা মতো যতদূর আমি বুঝলাম এই ওয়ার্ল্ডে তিন রকম এনার্জি ব্যবহার করতে পারে সবাই। যেটার প্রথমটা Aura, যারা এটা ব্যবহার করতে পারে তারা Sword, Spear কিংবা Bow ইত্যাদি দিয়ে লড়াই করে। এদের সবাইকে Knight বলা হয়। এরা সব কিংডমের মধ্যে সেনাতে যোগ দিতে পারে। তারপরও Knight দের জন্য Knight Council রয়েছে। যেখানে কিংডম এবং Empire এর সকল স্বনামধন্য Knight যোগদান দেই।
যারা Mana ব্যবহার করতে পারে তারা বিভিন্ন ধরনের ম্যাজিক ব্যবহার করতে পারে, যেমনঃ Fire ম্যাজিক, Air ম্যাজিক, Earth ম্যাজিক, Water ম্যাজিক ইত্যাদি। ম্যাজিক না বলে সেগুলোকে স্পেল বলা হয়, সেটা শুদ্ধ শোনায়। এদেরকে Mage বলা হয়। সাধারনত Mage দের জন্য একটা প্রতিষ্ঠান রয়েছে। যেটা সকল কিংডম এবং Empire এর মধ্যে রয়েছে। এই প্রতিষ্ঠানের নাম Mage Council। সকল Mage এখানে যোগ দিতে পারবে।
সর্বশেষ হচ্ছে Pran ব্যবহারকারী। এদেরকে Healer বলা হয়। ঠিক আম্মার মতো। যদিও এদের সংখ্যা খুব কম, কিন্তু এদের গুরুত্ব একজন Mana এবং Aura ব্যবহারকারীর থেকে বেশী দেওয়া হয়। Healer দের জন্য Healer Council রয়েছে, যেটা সকল Empire এবং কিংডমের মধ্যে সচল রয়েছে।
* * *
এলেক্স, এলমন্ড এবং মারিয়া তিনটা শহর পারি দেওয়ার পর পৌছে গেলো মেফাসের রয়েল ক্যাপিটালে। এলমন্ড এবং মারিয়ার কাছে এটা বড় কোনো সফর ছিলো না। তাদের জন্য স্বাভাবিক ছিলো। কিন্তু এলেক্সের জন্য এটা অনেক বিরক্তকর এবং বোরিং একটা সফর ছিলো। যদিও পথের মধ্যে অনেক নতুন জিনিস দেখেছে সে, কিন্তু সেটাও তার পনেরো দিনের এই সফরে আগ্রহী করতে পারে নি। তবে পনেরো দিনের বিশাল সফরের পর তার আগ্রহ আস্তে আস্তে বারতে শুরু করলো। কারন তারা মেফাসের রয়েল ক্যাপিটালের বাইরে দাড়িয়ে আছে।
বিশাল বড় একটা শহর, যেটার তুলনা করতে গেলে সেটা আসার পথের তিন শহর দশবার যোগ করলে সেটার সমান হবে হয়তো। চারিদিক দিয়ে বিশাল আকারে দেওয়াল তৈরী করা। যেটা তৈরী হয়েছে অন্য কিংডমের আক্রমন থেকে বাঁচার জন্য। দেওয়ালে অসংখ্য সেনা রয়েছে, যেরা হাতে Bow(তীর-ধনুক) নিয়ে দাড়িয়ে আছে। তাছাড়াও একটু পর পর উচু উচু টাওয়ার রয়েছে। যেটার মধ্যেও দূর থেকে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। এলমন্ড এবং মারিয়ার কথা মতো এলেক্স জানতে পেরেছে, পুরো Fire Empire এর মধ্যে এই মেফাস কিংডম এর রয়েল ক্যাপিটালই সবচেয়ে কঠিন আক্রমনের জন্য। কারন এই ক্যাপিটালের ডিফেন্স Empire এর রয়েল ক্যাপিটাল থেকেও শক্তিশালী। যদিও মেফাসের আক্রমন ক্ষমতা তেমন নয়। তারপরও হাজার বছরে কেউ মেফাসের ক্যাপিটালে আক্রমন করার সাহস পায় নি। হয়তো এটার কারন এলেক্স বুঝতে পেরেছে। তার সামনে বিশাল দেওয়াল রয়েছে হয়তো Titan এর জন্যও সেটা ভাঙতে সমস্যা হবে। ক্যাপিটালে ঢোকার জন্য বিশাল চারটা গেইট রয়েছে। সেগুলো শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে। উত্তরের গেইট দিয়ে এলেক্সদের ক্যারেজ প্রবেশ করছে।
ক্যাপিটালে প্রতিদিনই হাজার হাজার মানুষ প্রবেশ করে। সবাইকে ঢোকার এবং বের হওয়ার সময় চেকিং করাতে হয়। দিটো আলাদা রাস্তা তৈরী হয়েছে। একটা দিয়ে বের হওয়ার জন্য এবং অপরটা ঢোকার জন্য। দুটো রাস্তার মধ্যেও বেশ কয়েকটা লাইন হয়। একটা দিয়ে ক্যারেজ কিংবা অন্যান্য যানবাহন প্রবেশ করে, একটা দিয়ে পায়ে হাটার মানুষ, এবং সর্বশেষ উচ্চপদ বিশিষ্ট কেউ। এলেক্সদের ক্যারেজ বাকি ক্যারেজদের সাথেই লাইনে দাড়ালো। তাদের পাশেই দাড়িয়ে ছিলো বয়স্ক একটা নারী, যে পায়ে হাটার লাইনের মধ্যেই ছিলো। তার সাথে একটা কম বয়স্ক মেয়ে, যার বয়স এলেক্সের সমানই হবে। বৃদ্ধা মহিলাটা মেয়েটার হাত ধরে দাড়িয়ে ছিলো। তবে পিছনের একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার জায়গা দখল করে। এলেক্সের জিনিসটা দেখে অনেক রাগ হলো। সে এলমন্ডের সাথে সামনে বসে সব কিছু দেখছিলো। তার মাতা মারিয়া ক্যারেজের মধ্যেই বসে আছে। এলমন্ড তার ছেলের রাগ দেখে বলতে লাগলো,
-->>এলেক্স এখানে এরকম অস্বাভাবিক কিছু না। ক্যাপটালে রোজ হাজার মানুষ প্রবেশ করে, সাধারন মানুষের ক্যাপিটালে প্রবেশ এরকমই অনেকটা কষ্টদায়ক, তবে যদি কারো কাছে ক্যারেজ কিংবা অন্য যানবাহন থাকে তাহলে সেটা একটু আরামদায়ক হয়। একবার লাইন থেকে বের হলে আবারো শেষে গিয়ে দাড়াতে হয়।
এলমন্ড কথাটা বলে এলেক্সের দিকে তাকালো। সে তার ছেলের প্রতিক্রিয়া লক্ষ করতে চাই। সে চাইলে সেই অভদ্র লোকটাকে শাস্তি দিতে পারতো, কিন্তু তাতে এখানের সেনারা কিছুটা সমস্যা করবে। সেনারা সাধারন মানুষের ঝামেলায় কান দেয় না যদি না সেটা ফাইট নিয়ে হয়। এলেক্স মন থেকে খুব কষ্ট পেলো। সে ভালো কিছু দেখাতে আগ্রহী ছিলো। কিন্তু সে বুঝতে পারলো এই ওয়ার্ল্ড তার ওয়ার্ল্ডের থেকে কোনো অংশে বিপরীত নয়। এখানেও ধনী-গরীবদের, শক্তিশালী-দুর্বলের মধ্যে বৈষম্য রয়েছে। এলেক্স ক্যারেজ থেকে নেমে গেলো। এলমন্ড কিছু বললো না। সে দেখতে লাগলো। এলেক্স কাছে গিয়ে হাত বারিয়ে দিলো বৃদ্ধা নারীর দিকে। ছোট মেয়েটাও বৃদ্ধার সাথে পরে গিয়ে পায়ে খানিকটা আঘাত পেয়েছে। সে কাদতে ছিলো, তবে সে কান্নায় আওয়াজ ছিলো না। সে বৃদ্ধাকে উঠানোর চেষ্টা করছিলো। তখনি এলেক্স গিয়ে হাত বারিয়ে দেই। বৃদ্ধা দুজনের হাতের ভরে দাড়িয়ে যায়।
-->>কিছু মানুষ আছে যারা বয়স্ক লোকদের সম্মান দিতে জানে না। আমি যদি কিং হতাম তাহলে প্রথমেই সেসব মানুষদের রাজ্য তারিয়ে দিতাম।
এলেক্স তার মুখে একটা সুন্দর হাসি দিয়ে বললো কথাটা। বৃদ্ধা এলেক্সের কথায় কিছুটা তৃপ্ত হলো। সে এলেক্সের মাথায় হাত বুলিয়ে ধন্যবাদ জানালো।
-->>আপনারা দুজন তো আঘাত পেয়েছেন। আমাদের ক্যারেজে কিছু মেডিসিন রয়েছে আপনারা আসুন, আমার আম্মা আপনাদের সাহায্য করবে।
এলেক্স আবারো একটা হাসি মুখ নিয়ে বললো। এলেক্সের কথা ফেলতে পারলো না তারা দুজন। এদিকে এলমন্ড তার ছেলের কথায় মুগ্ধ হলো। সে প্রথমে ভাবে নি যে তার ছেলে দুজনকে নিজ থেকে সাহায্যের জন্য এগিয়ে যাবে। হয়তো সে এবং মারিয়া ভুল সিদ্ধান্ত নেই নি এটা সে ভাবতে লাগলো। যদিও সে বেশী মুগ্ধ হয়েছে এলেক্স যখন মেডিসিন এর ব্যাপারে বললো। মারিয়া একজন হিলার এটা জানলে অনেক আকর্ষনই তাদের উপরে আসতো এখন, যেটা এলেক্স বুঝতে পেরেছে দেখে এলমন্ড একটা মুচকি হাসি দিলো। সে আস্তে করে ক্যারেজের মধ্যে তার স্ত্রীকে বলতে লাগলো,
-->>মনে হচ্ছে আমরা ওকে বেশীদিন আমাদের কাছে রাখতে পারবো না।
-->>Dear, আমরা এ বিষয়ে কথা বলেছি পূর্বে। ও যে পথেই চলতে যায় আমরা মানা করবো না।
ক্যারেজের মধ্যে থেকে মারিয়া তার স্বামীকে বললো। এলমন্ড বুক ফুলিয়ে একটা হাসি দিলো। সেটা কিসের হাসি সেটা সবার কাছে অজানা রইলো। এদিকে এলেক্সের সাহায্যে দুজন ক্যারেজের মধ্যে প্রবেশ করলো। মারিয়া তাদের ক্ষতে ব্যান্ডেজ বেধে দিলো এবং সবশেষে ম্যাজিক দিয়ে Heal করে দিলো। তারা দুজন ক্যারেজ থেকে বের হয়ে যেতে চাইছিলো। তবে মারিয়া এবং এলেক্স দুজনে যেতে দেই নি। বরং তাদের সাথেই ক্যারেজে করে নিয়ে গেলো ক্যাপিটালের মধ্যে।
* * *
অন্যদিকে একটা বিশাল রথের মধ্যে একটা মেয়ে বসে ছিলো। তার হাতে একটা চায়ের কাপ, সে চায়ে চুমুক দিলো। কিছুক্ষন পূর্বেই সে ক্যাপিটালে প্রবেশ করেছে। তার সামনে তার Butler দাড়িয়ে আছে।
-->>জন ছেলেটার পরিবার সম্পর্কে তথ্য বের করো।
মেয়েটা চায়ের কাপে চুমুক দিয়ে বাম হাতের ছোট প্লেটে রেখে বললো। তার সামনের কালো ব্লেজার এবং প্যান্ট পরা বাটলার মাথা নারিয়ে হ্যা উত্তর দিলো। মেয়েটা আবারো বলতে লাগলো,
-->>সেই সাথে তার দয়ালু ভাবের জন্য তাকে একাডেমীর একটা Invitation Letter পাঠিয়ে দিয়ে। আমি চাই না আমার থেকে বেশী কেউ দয়ালু হোক।
-->>Yes My Lady।
বাটলার বুকে হাত দিয়ে রেখে বললো। মেয়েটা রথের জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। ক্যাপিটালে অনেক ময়লা হয়েছে, যেটা পরিষ্কার করা প্রয়োজন মনে করলো সে। আবার সেই সাথে ক্যাপিটালের ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করতে লাগলো। প্রতিদিনই চোর ডাকাতের মতো হাজার হাজার মানুষ ক্যাপিটালে প্রবেশ করছে, যাদের পূর্বে কখনো প্রবেশ করতে দেওয়া হয় নি। অনেক বড় কিছু একটা হবে এটা ভেবে মেয়েটা একটা বড় নিশ্বাস ফেললো।
* *
To Be Continue
* *
কেমন হলো জানাবেন।