[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ২৭
।
।
(ডিমনিক ফরেস্ট)
মিও তার চুটকির মাধ্যমে তার আইস ডোমেইন তৈরী করেছে। ডোমেইন এমন একটা জিনিস যেটা একজন উচ্চ পর্যায়ের মানা ইউজার তৈরী করতে পারে। মিও এর চুটকিতে ফক্স এবং তার মধ্যকার জায়গা পুরোটা বরফের হয়ে গেলো। এই জায়গার মধ্যে মিও যেখানে খুশি সেখানেই আইসের ধারালো এবং সুচালো স্পাইক তৈরী করছে। ফক্সের শরীরে পূর্বের আঘাত গুলোতে কিছু না হলেও মিও এর ডোমেইন খুব ভালো কাজ করছিলো। মিও সময় এবং এনার্জি নষ্ট না করে এক স্পেলেই জিনিসটা শেষ করতে চাচ্ছে।
"আইস প্রিজন লক"
চারপাশের বরফের সাহায্যে মুহুর্তের মধ্যে ডিমনিক হাইব্রিডের পুরো শরীরটা জমে গেলো। এলিন সেদিকে তাকিয়ে দেখতে লাগলো। সে দুজনের আইস ম্যাজিকের মধ্যে পার্থক্য বুঝতে পারলো। এলিন উত্তেজিত হয়ে দেখতে লাগলো মিও এর স্পেল ব্যবহার করাটা। মিও কে অনেকটা আইস কুইনের মতোই মনে হচ্ছে। ডোমেইন তৈরীর পরেই তার মাথার উপরে একটা ছোট বরফের ক্রাউন তৈরী হয়েছ। তাই সবার কাছে হঠাৎ মিও এর সুন্দর্য ভেসে উঠলো।
ফক্সটা বরফে জমে যাওয়ার পরই মাটি থেকে অসংখ্যা আইস স্পাইক তৈরী হলো। যেগুলো এতো ধারালো ছিলো যে জমে যাওয়া ফক্সটাকে ছিন্ন বিন্ন করে ফেলেছে। সবার মুখে এই দৃৃশ্য দেখেই বিজয়ের হাসি দেখা গেলো। মিও তার ডোমেইন ব্যবহারের ফলে ক্লান্ত হয়ে গেলো অনেকটা। তার এনার্জি শেষ হয়ে গিয়েছে ডোমেইনকে কিছুটা ব্যবহার করার পরেই। তাই সে বাকিদের কাছে চলে আসলো।
* * * *
ফক্সটাকে হারানোর পরই দুই টিমের লিডারের সেন্স ফিরে আসে। তারা দুটো টিমকেই অনেকটা দূরে নিয়ে আসে সেই স্পট থেকে। কারন সেখানে আরো হাইব্রিড থাকার সম্ভবনা থাকতে পারে। দুই টিমের লিডারের মধ্যে ঝগড়া থাকলেও তারা আপাতোতো লজ্জায় সেগুলো নিয়ে কিছু করতে পারছে না। তাই আপাতোতো সময়ের জন্য দুই টিম এক হয়ে কাজ করছে। তবে কিছুটা দূরত্ব রাখছে তারা একে অপরের সাথে। আজকেআর তারা কোথাও যাচ্ছে না। ক্যাম্প তৈরী করার কাজ করছে দুই টিম। এক সাথে কাজ করলেও থাকা খাওয়া তো আর একসাথে হবে না দুই টিমের। তাই আলাদা আলাদা জায়গায় ক্যাম্প তৈরী করার আদেশ দিয়েছে রসিফ এবং চেইন।
দুই টিমের সদস্যগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ দুই টিমের জন্য আলাদা ভাবে খাবার তৈরী করছে। দ্বিতীয় ভাগ আলাদা ভাবে ক্যাম্প তৈরী করতে ব্যস্ত এবং সর্বশেষ ভাগ আশেপাশে ঘুরে দেখছে।
এলেক্স ডুফেসের সাথে ক্যাম্পের চারিদিক ঘুরছে। তাছাড়া রসিফের টিম থেকেও বেশ কয়েকজন আশেপাশে গার্ড দিচ্ছে। ডুফেস এবং এলেক্স বাকিদের থেকে দূরে ছিলো।
-->>এতো মানুষ থাকতে আমাদের টিমে ডিউক ভন উয়েক্সকুল এর কন্যাকেই আসতে হলো কেনো?(ডুফেস)
ডুফেস তার মনের উত্তেজনাকে আর ধরে না রাখতে পেরে এলেক্সকে প্রশ্ন করলো। এলেক্সের মনোযোগ অন্য কিছুতে থাকায় সে বুঝতে পারলো না ডুফেস কি বলেছে। রসিফের কাছে অফিসিয়াল লেটার এসেছে, দুই ডিউক সন্তানের একজনকে অন্য টিমের সংস্পর্শে আশার সাথে সাথে ট্রান্সফার করে দিতে হবে। রসিফ দুজনের পারফরমেন্সের কথা চিন্তা করে এডওয়ার্ডকে রেখে দিয়েছে এবং এলিনকে পাঠিয়ে দিয়েছে চেইনের টিমে। এর মূল কারন এই পর্যন্ত এডওয়ার্ডই সবচেয়ে বেশী ডিমনিক বিস্ট হত্যা করেছে তাদের টিমের মধ্যে। আর তাছাড়া লাইটনিং আইসের থেকেও অনেক শক্তিশালী একটা এট্রিবিউট। রসিফ অবশ্যই এটা হাতছাড়া করতে চাই না।
এলিন এখন চেইনের টিমে যোগ দিয়েছে। যেটা দিয়ে তাদের টিমের সদস্য সংখ্যা হয়ে দাড়ায় এগারো জন। ডুফেস একজন নোবেল সন্তান। যদিও সে নোবেল তারপরও তার স্ট্যাটাস ডিউকের কন্যার মতো নয়। তার পরও সে এলিনকে পাবার স্বপ্ন দেখে। তার স্বপ্নটা পুরোই আনরিয়েলিস্টিক।
-->>আমার হ্যান্ডসাম চেহারার মূল্য শেষমেষ বুঝতে পেরেছে এলিন। তাই তো আমাদের টিমে আসার জন্য পাগল ছিলো সে।(ডুফেস)
এলেক্স তাকিয়ে রইলো ছেলেটা কি বললো সেটা শুনে। একবার ডুফেস এর চেহারাটা ভালো করে তাকিয়ে দেখে নিলো এলেক্স। গোলগাল ছেলেটা নিজের ভূড়ি লুকানোর চেষ্টা করছে।
"হ্যান্ডসাম!"
কিছুটা অবাক হলো এলেক্স, তবে সেটা বুঝতে দিলো না ডুফেসকে। তবে ভাবতে লাগলো, যদি এলিনের মতো মেয়ে যদি ডুফেসের জন্য তাদের টিমে প্রবেশ করে তাহলে তো সূর্য কাল থেকে উল্টে দিক দিয়ে উঠবে। তারপরও এক এক জনের টেস্ট এক এক রকম। তাই এলেক্স কোনো কমপ্লেইন করতে পারছে না। তবে এলেক্সের যে মিশন শেষ করতে হবে, মিশনটা শেষ না করতে পারলে পরের মিশন খুলবে না। আর যেটার জন্য এলেক্স কোনো কম্পিটেটর চাই না।
-->>আমরা কোথায় যাচ্ছি এলেক্স? চেইন তো আমাদের এই দিকে যেতে মানা করেছে। এইদিকেই তো হাইব্রিড ফক্সটা রয়েছে।(ডুফেস)
-->>তুমি কি হিরো হতে চাও? দেখবে এলিন দেখা মাত্র মুচকি হেসে দিবে।(এলেক্স)
এলেক্স অন্য কিছু করতে যাচ্ছে। কিন্তু ডুফেসকে তো বলতে পারবে না যে সে হাইব্রিডটার কাছে যাচ্ছে। তাই একটা ছুতো তো দিতেই হবে। আর তাছাড়া কম্পিটেটর এর বিরুদ্ধে তো কিছু একটা করতে হবে। ডুফেস হিরো হওয়ার কথা শুনে আর কিছু বললো না। এলেক্সের উপরে রাগ ছিলো পূর্বে মৌমাছির ঘঠনার জন্য। কিন্তু মুহূর্তে সে এলেক্সকে প্রকৃত বন্ধুর মতো দেখতে লাগলো। এলেক্স চুপ থাকতে পছন্দ করে তাই কোনো কথা বললো না ডুফেস।
এলেক্স ডুফেসকে নিয়ে ঠিক হাইব্রিডটার মৃত দেহের কাছে চলে আসলো। কালো ব্লাড চারিদিকে ছড়িয়ে আছে। ব্লাড থেকে ডার্ক এনার্জি বের হচ্ছিলো, যেগুলো এলেক্সকে এবজোর্ব করার জন্য বলছিলো।
"তখন গ্লাটোনি ব্যবহার করতে পারলে অনেকটা ভালো হতো।"
এলেক্স অনেক উত্তেজিত ছিলো হাইব্রিডটার সাথে ফাইট করার জন্য। কিন্তু তাতে সবার সামনে তার ক্ষমতা ছোট হয়ে যেতো। এলেক্স বিশ্বাস করে তার থেকেও শক্তিশালী এখানের সবাই, কারন তার লেভেল বাকি সবার থেকে কম। বিশেষ করে এলিন, এডওয়ার্ড যাদের তো মাথায় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এলেক্স বুঝতে পারলো সে অনেক পিছিয়ে আছে। তাই তাকে তারাতারি শর্টকাট ব্যবহার করতে হবে। শর্টকাট মানে হচ্ছে লেভেল আপ।
-->>চোখ বুঝো আমি তোমার মুখে স্পেশাল একটা মেকআপ করে দিবো। এটা কিছুটা গন্ধ হবে কিন্তু আমি সিওর বলতেছি এটা ব্যবহারের পরে তোমার চেহারা অনেকটা স্পেশাল হয়ে যাবে।(এলেক্স)
এলেক্স ডুফেসকে তার চোখ বন্ধ করে নিলো। ব্যাগ থেকে একটা লাল রঙের ব্যারী বের করলো যেটাকে হাত দিয়ে চটকিয়ে ফেললো। সেটাকে হাতে ভালো করে মাখিয়ে নিয়ে ডুফেসের মুখে মেখে দিলো। এটা থেকে অনেকটা দুর্গন্ধ বের হয়, যেটাকে সহ্য করাটা অনেক কষ্টকর। কিন্তু ডুফেস হিরো হওয়ার জন্য সব কিছু করতে পারে। সে নিজের নাককে আটকে ধরে মুখ দিয়ে দম ছারছে।
-->>দেখেছো আমার বুদ্ধি, এভাবে কোনো গন্ধই আমি বুঝতে পারবো না।(ডুফেস)
আসলেই বলতে হবে ডুফেসের বুদ্ধি আছে। এলেক্স কিছুটা হাসলো। ডুফেসের কাছ থেকে সে সরে আসলো। ডুফেস কথা বলতে পারবে না এমন অবস্থায় এবং দেখতেও পারবে না। কারন ব্যারিটা অনেক ঝাঁঝালো, যেটা চোখে গেলে চোখ জ্বালা করে এবং মুখে গেলে বিচ্ছিরি একটা স্বাদ তৈরী করে।
এলেক্সের এটাই দরকার ছিলো। ব্যারিটার মাধ্যমে দুই ঢিল মারা তার হয়ে গিয়েছে। তাই আপাতোতো তার ডুফেসকে নিয়ে চিন্তা করতে হবে না। ডুফেস দেখতে পারবে না তাই এলেক্সের স্কিল ব্যবহার করায় কোনো কিছু ভাবতে হবে না।
"গ্লাটোনি"
গ্লাটোনি স্কিলটা ব্যবহার করলো এলেক্স। যেটা ডুফেসের থেকে অনেকটা দূরে এসে একটিভ করেছে। নাহলে এইটার রেন্জে ডুফেসও আটকে যেতো। এলেক্সের চারিদিকে কিছুটা জায়গায় কালো পানির ছড়িয়ে গেলো। যেটা এলেক্সের শরীর থেকেই বের হলো। জিনিসটা এলেক্সের কাছে অনেক অস্বস্তিকর লাগলেও কিছু করার নেই। পানিটা পুরো ফক্সকে এবজোর্ব করে নিতে লাগলো।
ফক্সটা পুরোপুরি মৃত ছিলো না। যখন মিও এই হাইব্রিড ফক্সটাকে হত্যা করে তার আইস ডোমেইনের মাধ্যমে তখন এলেক্সকের ইনফো স্কিল একটিভ ছিলো। এলেক্সের একমাত্র স্কিল যেটার কোনো কুলডাউন সময় নেই। এটা ভালোই কাজে দেই। সাধারনত এলেক্সের লেভেলে আপাতোতো স্কিলটা তেমন কাজে না দিলেও মৃত এবং জীবিত বস্তু পার্থক্যে ভালো কাজে দেই। ইনফো স্কিল মৃত কোনো বস্তুর উপরে কাজ করবে না। মৃত কোনো ডিমনিক বিস্টের উপরে কাজ করে নি পূর্বে, তবে এলেক্স মিও এর ফাইটের পরেও বিস্টটার উপরে প্রশ্নবোধক দেখতে পারছিলো।
হাইব্রিডটা জীবিত আছে এখনো। তাই এলেক্স অপেক্ষা করছিলো এই সময়ের জন্য। আশেপাশে কেউ নেই আর ডুফেসকে সে হিরো বানিয়ে রেখেছে। তাই তার লেভেল আপ করা সবচেয়ে সহজ হয়ে গিয়েছে। এরকম সুযোগ সব সময় পাওয়া যায় না।
এলেক্স পুরো হাইব্রিডটাকে এবজোর্ব করে নিলো। হাইব্রিডটাকে দেখতে মৃত মনে হলেও এটা তার এনার্জিকে একত্রিত করছিলো। যেটা তার প্রতিটা কোষকে ঠিক করার চেষ্টা করছিলো। কিন্তু সেটার পূর্বেই এলেক্স তার এনার্জিকে জিডুরীর মধ্যে এবজোর্ব করে নিলো।
বেশ কয়েকটা প্রজেকশন স্ক্রিন চলে আসলো এলেক্সের সামনে। এলেক্স এক এক করে সব চেক করতে লাগলো। প্রথমেই তার স্ট্যাটাস অপশন,
""
নেইম: এলেক্স
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ২৮
স্ট্রেন্থ(Strength) : ৩৫
ভাইটালিটি(Vitality) : ২১
এজিলিটি(Agility) : ৪৩
স্টেম্যানা(Stamena) : ৩৫
ইন্টেলিজেন্স(Intelligence) : ৩৫
লাক্(Luck) : ১২
স্ট্যাট পয়েন্ট: ২৫
""
এলেক্স এর লেভেল আপ টা ঠিক মতো কাজ করছে না। যদিও এই ডিমনিক হাইব্রিড বিস্টটা ক্ষতিকর ছিলো কিন্তু এটা পূর্বেরটার কাছে কিছুই না। তারপরও সেটা থেকে এটাই এলেক্সের লেভেল মনে হলো বেশী বারালো। পূর্বে ঠিক মতো এলেক্সের লেভেল আপ হয় নি। কিন্তু যখন সে সাব জব বেছে নিয়েছে তখন থেকে তার লেভেল আপ একটা নির্দিষ্ঠ হারে হচ্ছে। যেটা অনেক ভালো একটা জিনিস। এলেক্স তার স্ট্যাটাস অপশনটা চেন্জ করলো। সে পূর্বে শুধু এজিলিটিতে নজর দিয়েছে, তাই তার ভাইটালিটি এবং ইন্টেলিজেন্স তেমন বেশী না। তাই সে স্ট্যাট পয়েন্টকে ভাইটালিটি, ইন্টেলিজেন্স এবং এজিলিটিতে পয়েন্ট ব্যবহার করে ফেললো।
""
নেইম: এলেক্স
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ২৮
স্ট্রেন্থ(Strength) : ৩৫
ভাইটালিটি(Vitality) : ৩০
এজিলিটি(Agility) : ৫০
স্টেম্যানা(Stamena) : ৩৫
ইন্টেলিজেন্স(Intelligence) : ৪৪
লাক্(Luck) : ১২
স্ট্যাট পয়েন্ট: ০০
""
এলেক্সের নজর সরে গেলো এই স্ক্রিন থেকে। কারন পাশেই বাকি স্ক্রিন গুলো রয়েছে। এলেক্স পাশের টাই নজর দিলো। যেটা নতুন একটা স্কিল সম্পর্কে ছিলো।
-->>কনগ্রাজুলেশন মাস্টার। আপনি নতুন একটা স্কিল "রিজেনারেট" পেয়েছেন। "রিজেনারেট" স্কিল একটা প্যাসিভ স্কিল। এটাকে একটিভ করার কোনো দরকার হবে না। আপনার শরীরে কোনো ক্ষত হলে সেটা এনার্জির সাহায্যে হিল হতে শুরু করবে কোনো কিছু করা ছাড়ায়।
হঠাৎ এলেক্স সেই চেনা শব্দটা শুনতে পেলো। রিং কথা বলছে। ঠিক ভাবে বললে জিডুরী তার সাথে কথা বলছে। এলেক্স কিছুটা হলেও জিডুরীর দায়িত্ব বুঝতে পেরেছে। অনেকদিন পরে কথা শোনার পর কিছুটা স্বস্তিও অনুভব করলো এলেক্স। তাই স্কিলের ব্যাপারে তেমন আগ্রহ তার নেই।
এলেক্স রিং এর সাথে কথা বলতে যাবে তখনি দূর থেকে একটা তীর এলেক্সের দিকে আসছিলো। এলেক্স এমনি সময় হয়তো এটা বুঝতে পারতো না। তবে তার ইন্টেলিজেন্স বৃদ্ধি হওয়ার ফলে তার রিফ্লেক্সও বৃদ্ধি পেয়েছে। আর তার উচ্চ এজিলিটির জন্য সে খুব সহজেই তীরটাকে এরিয়ে গেলো। কিন্তু এরপরে যেটা হলো হলো সেটা এলেক্স বিশ্বাস করতে পারছিলো না একটা বিশাল আইসের তৈরী তীরের উপরে দাড়িয়ে একটা মেয়ে তার দিকে দিকেই আসছিলো। এটা আর কেউ নয় বরং এলিন।
* * * *
এলিন বেশ অনেকক্ষন যাবৎ এলেক্স এবং ডুফেসকে ফলো করছিলো। সে কিছুটা সিওর যে এলেক্সের কাছেই শেষ চাবি রয়েছে। কিন্তু সম্পূর্ন কোনো প্রমান না থাকায় সে এটা বলতে পারছে না। আর তাছাড়া তার ব্রেসলেট থাকা পাখিটাও সিওর না যে ছেলেটাই জিডুরীর হোস্ট। যেহেতু এই ফরেস্টের মধ্যেই জিডুরীর এনার্জির অনুভব করতে পেরেছে পাখিটা, তাই এলিন এক ভাবে বলতে পারছে যে তাদের মধ্যেই কেউ একজন জিডুরীর হোস্ট।
তবে এলিনের সবটা সন্দেহ এলেক্সের উপরে চলে যায়। ডার্ক এনার্জি এমন একটা এনার্জি যেটা কোনো ব্যক্তিই কন্ট্রোল করতে পারে না। এর মূল কারন পাখিটার কাছ থেকে এলিন শুনেছে। পাখির কাছে প্রিন্স বিলজবাব এর সকল জ্ঞান থাকায় এলিন জানতে পেরেছে ডার্ক এট্রিবিউটরদের দুর্বল হওয়ার কারন।
এই বিশাল ওয়ার্ল্ডে অনেক রুলার রয়েছে। যারা এক একটা পদার্থের নিয়ন্ত্রন দাতা। এবং ডার্ক এট্রিবিউটের রুলার "দ্যা ডার্ক রুলার" আজ থেকে হাজার হাজার বছর পূর্বে থেকে নিখোজ। ধারনা করা হয় সে মারা গিয়েছে, তাই কোনো ডার্ক এট্রিবিউটর ডার্ক এনার্জি ঠিক মতো ব্যবহার করতে পারে না।
তবে এলিন দেখেছে এলেক্স সম্পূর্ন বিপরীত। টেস্টের সময়ে লক্ষ রেখেছিলো তার চান্টিং এর দিকে। যেটা সবথেকে বিপরীত ছিলো। তারপরও সে কিছু করার পূর্বে সিওর হয়ে নিতে চাই। যদি এলেক্স জিডুরীর হোস্ট না হয়ে থাকে, তাহলে তাকে তারাতারি হোস্টকে খুজতে হবে।
এলিন দূর থেকে যখন এলেক্সকে একটা পরিচিত ক্ষমতা ব্যবহার করতে দেখলো তখনি এলিন সিওর হয়ে গেলো। সেই ক্ষমতাকে সে ভুলতে পারবে না। প্রতি রাতেই একই স্বপ্ন দেখতে দেখতে এলিনের আর সন্দেহ রইলো না।
-->>হ্যা এটাই গ্লাটোনি।(এলিন)
এলিন সাথে সাথে একটা ধনুক বানালো তার আইস ম্যাজিক দিয়ে। মানা এনার্জি দিয়ে কোনো কিছু সেপ দেওয়া অনেকটা কষ্টকর। কিন্তু এলিনের জন্য এটা কোনো ব্যাপারই হলো না। তার হাতে একটা ছোট ধনুক তৈরী হলো যেটা দিয়ে এলেক্সের দিকে একটা তীর ছুড়ে মারলো। এতেই শেষ হলো না। এবার বিশাল একটা ক্রসবো তৈরী করলো, যেটা অনেকটা অটোমেটিক ক্রসবোর মতো। এলিন তীরকে এলেক্সের দিকে নিশানা করেই তৈরী করেছিলো, তাই লাফ দিয়ে তীরের উপরে দাড়িয়ে ক্রসবোর ট্রিগার চেপে দিলো। অনেক বেগে সে এলেক্সের দিকে যেতে লাগলো। তার আর কোনো সন্দেহ রইলো না। শেষ মেষ জিডুরীর সাথে দেখা করতে পারবে এলিন এই কথা ভেবে তার মুখে হাসি ফুটে উঠলো।
* * *
To Be Continue
* * *
কেমন হলো জানাবেন। দেরী হওয়ার জনয আমি আন্তরিক ভাবে দুঃখিত।