[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৩০
।
।
(ডিমনিক ফরেস্ট)
টেস্টের দশম দিন চলে আসলো। এখনো সবাই দ্বিতীয় জোনের প্রথম দিকেই রয়েছে। দশ টিমের অধিকাংশই এই সময়ের মধ্যে অন্য টিমদের সাথে চুক্তি করে ফেলছে। এই ডিমনিক ফরেস্টে সার্ভাইভ করার জন্য একে অপরের সাহায্য একান্তই প্রয়োজন। যদিও প্রথম জোনগুলো ভয়ঙ্কর না তারপরও কিছু ডিমনিক হাইব্রিড রয়েছে যেগুলোর সামনে একাডেমির শিক্ষকরাও পরতে চাই না।
সকল টিমের অবস্থায় এখন পর্যন্ত ভালো আছে। সবাই ডিমনিক বিস্ট হত্যা করতে করতে তৃতীয় জোনের দিকে যাচ্ছে। দ্বিতীয় জোন প্রথমটার তুলনায় বড়। তাই এটা পার করতে সময়ও বেশী লাগবে। সাধারন ভাবে হাটলে এগারো দিন লাগার কথা দ্বিতীয় জোন থেকে তৃতীয় জোনে যেতে। সময়টা সাধারন ভাবে দেখলে তেমন বেশী না। কিভাবে শেষ হয়ে যাবে এটা কেউ বুঝতেই পারবে না।
চেইন এবং রসিফের টিম একে অপরের সাথে চুক্তিতে আছে। তাদের চুক্তি অনুযায়ী দুই টিম নির্দিষ্ঠ জায়গা অবলম্বন করে একে অপরের সাহায্য করবে। রসিফ চেইনের টিমের সাথে কাজ করতে না চাইলেও এখানে তাদের টেস্ট বেশী গুরুত্বপূর্ন। মিও এর ক্ষমতা সে এবং চেইন দুজনেই দেখেছে। যখন সবার নজর মিও এর ডোমেইন এর উপরে ছিলো তখন জ্ঞান হারানোর অভিনয় করা দুই লিডারও মিও এর ক্ষমতা দেখেছে। তাই রসিফ চেইনের টিমকে পাশে রাখার চেষ্টা করছে।
* * * * *
(এলেক্স রূপে)
আমি পূর্বে জানলে বাবা এবং আম্মাকে কখনো এই ফরেস্ট থেকে বের হতেই বলতাম না। এখানে থাকলে আমি হয়তো বাবার সাথে ডিমনিক বিস্ট হান্ট করতে পারতাম।
দুটো টিম এক জায়গা দিয়ে যাওয়ার ফলে বেশী ডিমনিক বিস্ট আমাদের সামনে পরছে না। ডিমনিক বিস্ট গুলো ভাগাভাগি হয়ে আক্রমন করছে, যেটার ফলে আমাদের কাছে আসা ডিমনিক বিস্টের সংখ্যা খুবই কম। তবে দুঃখজনক বিষয় এটা না। পূর্বে তো আমি এমনিতেও একটা হান্ট করার সুযোগ পেতাম না। কারন আক্রমন মাইরা, ডুফেস এবং জেয়াব করতো। তবে এবার তো চেইন সরাসরি ডিমনিক বিস্টেদের হত্যা করা শুরু করেছে। এমন একটা অবস্থা হয়েছে যেখানে আমি আমার লেভেল আপগ্রেড করতে পারছি না।
আমি আমার স্কিল একটিভ করেছি। "ইনফো" এটা এমন একটা স্কিল যেটার মাধ্যমে আমি যেকোনো জীবিত বস্তুর নাম এবং লেভেল দেখতে পারি। হয়তো আমার লেভেলের সাথে এটার ক্ষমতাও বৃদ্ধি পাবে। আমি আমার স্কিলের মাধ্যমে সবার দিকে তাকালাম।
ডুফেস ৩০ লেভেলে,
জেয়াব ৩০ লেভেলে,
মাইরা ৩৫ লেভেলে,
স্নিরা ২৭ লেভেলে,
এবা ৩১ লেভেলে,
আমি শুধু অবাক হচ্ছি মাইরা এবং এবা এর লেভেল বৃদ্ধি দেখে। স্নিরার লেভেলও খুব তারাতারি বৃদ্ধি পাচ্ছে। তাদের লেভেল আমার মতো বিস্ট হত্যা করে বৃদ্ধি পাচ্ছে না। বরং নিজেদের এনার্জি এবং ট্রেনিং এর মাধ্যমে তাদের লেভেল বৃদ্ধি পাচ্ছে। তারা প্রতিনিয়তই কষ্ট করে ডিমনিক বিস্ট হত্যা করছে যেটা তাদেরকে শক্তিশালী করছে।
অন্যদিকে চেইন, লুবা এবং মিও এর লেভেল আমি দেখতে পারছি না। কারন আমি এখনো ২৮ লেভেলে পরে আছি। আমি আমার নিজের দশ লেভেল উপরে কারো ইনফরমেশন দেখতে পারবো না ইনফো স্কিলের মাধ্যমে।
শুধু যে চেইন এবং তার সাথে আসা বাকি দুজনের লেভেল দেখতে পারছি এমন না। আমাদের টিমে নতুন এড হওয়া এলিন ভন উয়েক্সকুল এর লেভেলও আমি দেখতে পারছি না। তার মানে সেও ৩৮ লেভেলের উপরে রয়েছে। আমি এলিনের ক্ষমতা কালকেই বুঝতে পেরেছিলাম। যদি আমার এজিলিটি বৃদ্ধি না থাকতো, তাহলে আমি সেই মারাত্মক তীরটা কখনোই আটকাতে পারতাম না।
"তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না। এলিন আমার এই রিং এর পিছনে কেনো আছে? যেহেতু ওর কাছেও বিলজবাব এর একটা ম্যাজিকাল আইটেম আছে তাহলে আরেকটা দিয়ে কি করবে?"
আমি ভাবতে লাগলাম। অনেক কিছুই আমার মাথায় আসছে না। আমাকে আমার ম্যাজিকাল আইটেম সুরক্ষিত করতে হলে শক্তিশালী হতে হবে। আর এদিকে আমি কি করছি? সবার পিছনে দাড়িয়া স্নিরার বডিগার্ড হয়ে আছি।
* * * *
এলেক্স অনেক বিরক্ত হচ্ছিলো। কারন তাকেও হান্ট করতে হবে। সমস্ত বিস্ট যেগুলো তাদের সামনে আসছে সব চেইন একাই হত্যা করে ফেলছে। এলেক্স তার লেভেল আপের কোনো সুযোগই পাচ্ছে না।
"পূর্বের মতো একটা ডানজ্যানে প্রবেশ করতে পারলে অনেক ভালো হতো।"
হঠাৎ এলেক্স পূর্বের মতো একটা ডানজ্যানের মধ্যে প্রবেশ করতে চাচ্ছে। কারন সেখানে থেকেই তার লেভেল অনেক আকারে বৃদ্ধি পেয়েছে।
"সবার সামনে নিজের ক্ষমতা গোপন করে রাখাটা আসলেই অনেক কষ্টকর।"
এলেক্স জানে এখানে বাকি সবার থেকে সে দুর্বল। তবে তার ইউনিক ক্ষমতা থাকার কারনে সে সবার সামনে সেটাকে পাবলিক করতে পারছে না। পূর্বে মানা টেস্টের সময় এলেক্স একবার শুধু নিজের স্পেলের সর্বোচ্চ ক্ষমতা দেখার জন্য স্পেল ব্যবহার করতে গিয়েছিলো। কিন্তু নিজের লেভেল কম হওয়ার ফলে সেটা ভালো কোনো ফল দেই নি। তাই সবাই সহ এলেক্স নিজেও নিজেকে দুর্বল মনে করে। তার মনের মধ্যে লেভেল বারানোর অনেক তীব্র ইচ্ছা এজন্যই কাজ করছে।
"স্ক্যালেটন আর্মি"
এলেক্স সবার পিছনে ছিলো। বাকিরা সামনে থাকা ডিমনিক ফক্স হান্ট করতে ছিলো। এই সুযোগে এলেক্স তার স্কিল ব্যবহার করলো। "স্ক্যালেটন আর্মি" স্কিলের মাধ্যমে বিশটা স্ক্যালেটন ফক্স বেরিয়ে আসলো মাটির মধ্য থেকে। এলেক্স এই স্কিলটা যতই দেখে ততই অবাক হয়। মাটির মধ্য থেকে বিশটা জায়গায় কালো ছায়ার মতো তৈরী হয়। ভালো ভাবে বললে কালো রঙের পানি তৈরী হয়। সেটা থেকে স্ক্যালেটন গুলো উঠে আসে। এলেক্স বাকিদের নজরের যাতে না পরে তাই সাথে সাথে তাদের আদেশ দিয়ে দিলো।
স্ক্যালেটন গুলো এলেক্সের চিন্তার সাথে যুক্ত রয়েছে। এলেক্সকে মুখ থেকেও কোনো কিছু তাদের আদেশ করতে হয় না। এলেক্স যদি কোনো হুকুমের কথা চিন্তা করে তাহলেই স্ক্যালেটন গুলো সে হুকুম পালন করবে। যেহেতু তারা আনডেড তাই তাদের কোনো ইমোশন নেই। মৃত্যুকে ভয় করে না একজনও। স্ক্যালেটন গুলো তাদের মাস্টারের জন্য সব কিছু করতে রাজি।
এলেক্স যার বিশ্বাসঘাতকতার ফলে এই অবস্থা, তার কাছে এই স্কিলটা অনেকটা নিজের বিশ্বস্ত সেনার মতোই। তবে এলেক্স এটুকুতেই খুশি না। স্ক্যালেটনগুলো এলেক্সের আদেশে ছরিয়ে গেলো তাদের থেকে অনেকটা দূরে। এলেক্স সিওর না তারপরও যেহেতু তার স্কিল এটা তাই তার স্ক্যালেটন যদি কোনো ডিমনিক বিস্ট হত্যা করে তাহলে এলেক্সেরও লেভেল বৃদ্ধি পাবে।
"আপাতোতো এটা যথেষ্ট নয় তাই আমাকে শীঘ্রই শক্তিশালী ডিমনিক বিস্টকে স্ক্যালেটন আর্মিতে পরিনত করতে হবে।"
এলেক্স ভাবতে লাগলো এক মনে। হঠাৎ তার মাথায় একটা জিনিস আসলো। সে সাথে সাথে তার স্কিল অপশন বের করে নিলো।
"স্কিল মেনু"
এলেক্সের কথাটা মনে মনে বলাতেই একটা প্রজেকশন তৈরী হলো তার সামনে। প্রজেকশনটা নিয়ে আগে তার ভয় ছিলো, তবে বেশ কিছু পরীক্ষার পর জানতে পেরেছে সে ছাড়া এটা কেউই দেখতে পারে না। বেশ কিছু অপশনের মধ্যে একটা রয়েছে স্কিল মেনু, যেটার মাধ্যমে সব গুলো স্কিল সম্পর্কে ইনফরমেশন রয়েছে।
এলেক্সের অন্যকোনো স্কিল দেখতে আগ্রহ নেই, তাই সে সোজা বেশ কিছু স্কিল থেকে "স্ক্যালেটন আর্মি" এর উপরে ক্লিক করলো হাত দিয়ে। জিনিসটা মোবাইলের মতো ক্লিকও করা যায়। অনেক ইনফরমেশন নিচে থাকে সেগুলো স্ক্রোল করেও দেখা যায়। এলেক্সের সামনে তার স্কিকের ইনফরমেশন চলে আসলো।
""
স্কিলঃ "স্ক্যালেটন আর্মি" (আপগ্রেড হবে)
এই স্কিলের মাধ্যমে হোস্ট হত্যাকৃত জীবিত বস্তুর স্ক্যালেটন ডাকতে পারবে। স্ক্যালেটন একটা আনডেড যোদ্ধা। যাদের মৃত্যুর কোনো ভয় নেই।
হোস্টের লেভেল অনুযায়ী সে স্ক্যালেটন আর্মি তৈরী করতে পারবে। আপাতোতো হোস্টের লেভেল অনুযায়ী সর্বোচ্চ বিশটা স্ক্যালেটন ডাকা সম্ভব।
শর্তঃ অবশ্যই যার উপরে ব্যবহার করা হবে তাকে হোস্টকে হত্যা করতে হবে। এটা একটা আগ্রেডাবেল স্কিল। সুতরাং হোস্ট প্রাপ্ত লেভেলে পৌছালে স্কিল আপডেট হবে।
(১-৪৯)--"স্ক্যালেটন আর্মি",(এদের হত্যা করা সম্ভব)
(৫০-১৪৯)--"আনডেড আর্মি",(এদের হত্যা করা সম্ভব)
(১৫০+)--"শ্যাডো আর্মি",(হোস্ট বেঁচে থাকলে এদের হত্যা করা সম্ভব নয়)
কুলডাউনঃ ১২ ঘন্টা।
""
এলেক্সের চোখ হঠাৎ আটকে গেলো। সে সাথে সাথে আর অন্য স্কিল গুলোও দেখার চেষ্টা করতে লাগলো,
""
স্কিলঃ "মেডিক"
স্কিলটা হোস্টের যেকেনো ইন্টারনাল এবং এক্সটারনাল ইনজুরিকে হিল করবে।
শর্তঃ ব্যবহারের জন্য অবশ্যই হোস্টকে আঘাত প্রাপ্ত হতে হবে।
কুলডাউনঃ এনার্জির উপরে ডিপেন্ড করে।
""
""
স্কিলঃ "ডার্ক ফায়ার"
ওয়ার্ল্ডে অনেক রকমের ফায়ার রয়েছে। যার মধ্যে পঞ্চাশটা ফায়ারকে একটা র্যাংক দেওয়া হয়েছে। সেই র্যাংকে ডার্ক ফায়ার এগারোতম। এটি এমন একটা ফায়ার যেটা ব্যবহারকারীর ইচ্ছায় তাপমাত্রা নিয়্ত্রিত হয়।
শর্তঃ এনার্জির উপরে ডিপেন্ড করে।
কুলডাউনঃ ২ মিনিট।
""
""
স্কিলঃ "গ্লাটোনি"
ডিমন প্রিন্স বিলজবাব এর ডাক নাম গ্লাটোনি। ধারনা করা হয়, যা কিছু তার বিরুদ্ধে গিয়েছে সব কিছুকেই সে এবজোর্ব করে নিয়েছে। তার এমন ক্ষুধা যেটা কখনো শেষ হওয়ার মতো না। তাইতো তার প্রধান ক্ষমতার নাম গ্লাটোনি(যার বেশী ক্ষুধা লাগে)। এটি ব্যবহারের মাধ্যমে হোস্ট তার চারপাশে একটা ব্লাক পুল তৈরী করবে। যেটার মধ্যে যেকোনো জীবিত বস্তু এবজোর্ব হবে। এবজোর্ব হওয়া বস্তুর এনার্জি হোস্টের শরীরে প্রবেশ করবে।
শর্তঃ অবশ্যই টার্গেটের কাছাকাছি থাকতে হবে।
কুলডাউনঃ ২৪ ঘন্টা।
""
এলেক্স তার স্কিলগুলো দেখে নিলো এক এক করে। কিন্তু অন্য কোনো স্কিল পেলো না যেটা লেভেলের সাথে আপগ্রেড হবে। তাহলে নিশ্চয় স্কিলটা অনেক গুরুত্বপূর্ন। এলেক্স বুঝতে পারলো সব কিছু করতে হলেই তার লেভেল বৃদ্ধি করতে হবে। তাই তাকে বসে থাকলে চলবে না।
এলেক্সকে হাওয়ার মধ্যে তাকিয়ে থাকতে দেখে স্নিরা তার দিকে এগিয়ে আসছে।
"এলেক্স হাওয়ার মধ্যে কি যেনো একটা ধরার চেষ্টা করছে।"
স্নিরা ভাবলো, তবে কিছুই দেখতে পারলো না যেটা ধরার চেষ্টা করছে এলেক্স। মাঝে মাঝে উপর থেকে নিজে টান দিচ্ছিলো, আবার কখনো আঙ্গুল দিয়ে ইশারা করছিলো। স্নিরা বুঝে উঠতে পারলো না এলেক্স কি করার চেষ্টা করছে।
-->>এলেক্স কি করছো?(স্নিরা)
স্নিরা এলেক্সের কাছে গিয়ে হঠাৎ প্রশ্ন করলো। এলেক্স কিছুটা চমকে উঠলো। যদিও তার প্রজেকশন স্ক্রিনটা কেউ দেখতে পাইনা, তারপরও সেদিকে তাকিয়ে থাকা এবং আঙ্গুল দিয়ে ক্লিক করা অনেকটা লজ্জাজনক। তাই এলেক্স স্বাভাবিক হয়ে উত্তর দিতে লাগলো,
-->>আসলে আমার দুর্বলতার জন্য আমি তো ওদের সাথে ফাইটিং করতে পারবো না, তাই কিছু মুভ প্রাকটিস করছিলাম।(এলেক্স)
হঠাৎ এলেক্সের কথায় স্নিরা চমকে উঠলো।
"দুর্বল! না কখনোই না। আমার হিরো তুমি।"
স্নিরার চোখ চকমক করতে লাগলো এলেক্সের দিকে। তবে সে তার অনুভূতি আটকানোর চেষ্টা করতে লাগলো যতটা সম্ভব। স্নিরা এলেক্সকে বলতে লাগলো,
-->>আমার মনে হয় না তুমি দুর্বল, নাহলে আমাকে সেই ডিমনিক ইঁদুর থেকে কিভাবে বাচাতে?(স্নিরা)
-->>ডিমনিক ইঁদুর টা দুর্বল থাকায় হয়তো আমার ভাগ্য ভালো ছিলো।(এলেক্স)
এলেক্সপর কথায় স্নিরা আর কথা বারাতে পারলো না। সে এলেক্সের সাথে গল্প করতে চাচ্ছিলো, কিন্তু কোনো কথায় খুজে পাচ্ছিলো না। আর এলেক্স অন্য ছেলেদের মতো না হওয়ায় এতো সুন্দরী একটা মেয়ে পাশে থাকাতেও তার সাথে এগিয়ে কথা বলা তো দূরে থাক, তাকাচ্ছেও না ভালো করে।
"এটা আসলেই অনেক লজ্জাজনক। তারপরও মন তো নোবেল আর কমনার মানে না।" (স্নিরার মনের চিন্তা)
বেশ কিছু ডিমনিক ফক্স পুরো টিমের সামনে পরেছিলো। যাদের ম্যাক্সিমামই চেইন হত্যা করেছে। সকল ফক্সকে হত্যার পরে পুরো টিম একত্রিত হলো।
-->>আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। রসিফের টিমও কিছুটা রেস্ট নিচ্ছে, তাই আমাদেরও রেস্ট নেওয়া দরকার।(চেইন)
-->>লিডার আমরা কি এখানেই ক্যাম্প তৈরী করবো?(জেয়াব)
জেয়াব হঠাৎ তার কাধ থেকে ব্যাগ নামিয়ে প্রস্তুত হচ্ছিলো ক্যাম্প তৈরীর জন্য। যেহেতু সময়টা দুপুর তাই ক্যাম্পেরও প্রয়োজন, সবাই অনেকটা ক্ষুদার্ত রয়েছে।
-->>ফায়ার ক্যাম্প তৈরী করলেই হবে। আমরা এখানে বেশীক্ষন রেস্ট নিচ্ছি না। দুপুরের খাবারটা শেষ করেই পরবর্তী লোকেশনে যেতে হবে।(চেইন)
চেইনের আদেশে রান্নার কাজ শুরু হয়ে গেলো। সবাই খাবার খেতে লাগলো। এলেক্স সবার থেকে আলাদা বসেছে খাবার খেতে। হঠাৎ তার সামনে একটা প্রজেকশন তৈরী হলো।
""
আপনার লেভেল বৃদ্ধি পেয়েছে আপনার বর্তমান লেভেল ২৯
""
এলেক্স খাবার খাচ্ছে এবং প্রজেকশন এর দিকে তাকিয়ে আছে। তার মুখে হালকা একটা হাসি ভেসে উঠলো।
"তাহলে আমি সঠিক ছিলাম। এভাবে খুব সহজেই আমার লেভেল বৃদ্ধি করতে পারবে।"
এলেক্সের হাসির দিকে এলিনের নজর পরলো। সে কিছুক্ষন তাকিয়ে রইলো তার দিকে,
"ওয়েল আমি চাচ্ছিলাম ওর অবস্থা খারাপ করে দিয়ে ওর থেকে রিংটা নিতে। কিন্তু "তার" ক্ষমতা ব্যবহার করতে পারে এলেক্স। তাই আমাকে আপাতোতো পর্যবেক্ষন করতে হবে।"
এলিন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলো।
* * *
To Be Continue
* * *
সবার মতামত আশা করছি। কোথাও ভুলত্রুটি হলে ইনবক্সে জানাতে পারেন। তাতে সাহায্য হবে আমার।