[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:২৪
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
ড্যানজনের প্রথম ফ্লোরে জ্যাক এবং জিতু প্রবেশ করেছে। জিতু জ্যাকের দিকে তাকিয়ে আছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে জ্যাককে কিছু বলতে চাচ্ছে। যদিও মাক্স পরা একটা তারপরও জ্যাক জিতুর এক্সপ্রেশন বুঝতে পারলো।
-->>কিছু কি বলবে?(জ্যাক)
জিতু হটাৎ চমকে উঠলো। সে নিজের কৌতুহলকে আর ধরে না রাখতে পেরে জিজ্ঞাসা করলে।
-->>মাস্টার জ্যাক এক লক্ষ গোল্ড কয়েন দিয়ে কি একটা হাত কেনা ঠিক হয়েছে আপনার?(জিতু)
জ্যাক মার্কেটে চোখ ফেলতেই তার সবচেয়ে পরিচিত একটা জিনিস দেখতে পেয়েছিলো সেখানে। যেহেতু ভ্যালিরাকে সে কিনতে পারে নি, তাই এটা সে মিস করে নি। কোনো চিন্তা ভাবনা ছাড়ায় সে গড হ্যান্ড কিনে ফেলে।
-->>সাধারন কেউ হয়তো জানে না। তবে এই হাত যার কাছে থাকবে সে পুরো ওয়ার্ল্ড কন্ট্রোল করতে পারবে। আরো ভালো ভাবে বললে বলা যায় পারতো।(জ্যাক)
জ্যাকের মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার সকল ক্ষমতা সে হারিয়ে ফেলেছে, আর সেই সব ক্ষমতা এখন মার্কেটে বিতরন হচ্ছে। জ্যাক সব কিছু হিসাব না করতে পারলেও একটা জিনিস বুঝতে পেরেছে যে তার ক্ষমতা গুলো কিছুই না। বিশেষ করে একজন আসল গডের কাছে তো কিছুই না।
"তাহলে আমাকে অ্যাভেটার হতে হবে শক্তিশালী হওয়ার জন্য।" (জ্যাক ভাবছে)
জ্যাক পুরোটা সিওর যে সে মাংকি কিং এর অ্যাভেটার নয়। তাদের কন্ট্রাক অনুযায়ী মাংকি কিং তাকে ডেভিল কিং এবং লোকিকে হারাতেই সাহায্য করবে এবং সেই বিনিময়ে মাংকি কিং এর একটা সাহায্য করবে জ্যাক।
"আবার মাংকি কিং কোনো রুলার বা গডও নয়, তাই তার জন্য একজন অ্যাভেটার তৈরী করা কি সম্ভব হবে?" (জ্যাক ভাবছে)
জ্যাকের মাথায় অনেক চিন্তা ঘুরতে লাগলো। কিন্তু সে এগুলো আপাতোতো এক পাশে রাখলো। পূর্বে মার্কেটে গড হ্যান্ড তার নজর কেড়ে নিয়েছিলো তাই সিড়ি দিয়ে উঠার সময় সেটা কিনে নিয়েছে। তাছাড়াও বেশ কিছু জিনিস জ্যাকের চেক করা বাকি রয়েছে।
"জিতু এবং বাকিরা একটা ব্যাগ পেয়েছে, কিন্তু আমি কি পেয়েছি সেটা দেখতে হবে।" (জ্যাক মনে মনে চিন্তা করছে)
এখানে আসার পরই সবার মোবাইলে কয়েকটা অপশন আনলক হয়েছে। যার মধ্য থেকে গিফট একটা। গিফট অপশনটা একবারের জন্যই ছিলো। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের গিফট পেয়েছে সেটায় ক্লিক করার পরে। তবে পাঁচ হাজারের মধ্যে সবাই একটা জিনিস ফ্রিতে পেয়েছে, যেটা হলো একটা ব্যাগ। জ্যাক যেহেতু গিফটে ক্লিক করে নি তাই সে পায় নি, কিন্তু ক্লিক করলেই পেয়ে যাবে। তাছাড়াও সকল এরিয়ার প্রথম জোনের প্লেয়াররা, শুধু প্লেয়াররা অন্য আরো একটা গিফট পেয়েছে। এই গিফট গুলো প্রত্যেক প্লেয়ারের পারফরমেন্সের উপরে ভিত্তি করে তারা পেয়েছে। কেউ সোর্ড, কেউ ধনুক, কেউ হাতুড়ি, আবার কেউ বন্ধুক। যাদের পারফরমেন্স ভালো ছিলো তাদের গিফটও অনেক ভালো রয়েছে। আবার যারা বেশী রিচার্জ করেছে তাদের গিফটও ভিন্ন।
-->>তাহলে দেখা যাক আমি কি পায়।(জ্যাক)
জ্যাক গিফট অপশনে ক্লিক করার সাথে সাথে মোবাইলের স্ক্রিনে একটা মেসেজ আসলো।
<কনগ্রাজুলেশন প্লেয়ার জ্যাক। আপনি একটা নরমাল স্পেস ব্যাগপ্যাক পেয়েছেন। এটার মধ্যে সর্বোচ্চ পনেরোটা আইটেম স্টোর করতে পারবেন।>
জ্যাকের হাতে একটা ব্যাগপ্যাক চলে আসলো। যেটা বাকিদের মতোই ছিলো। জ্যাক হতাশ হলো না, কারন ভালোই কাজের জিনিস ছিলো এই ব্যাগ। যার মধ্যে সর্বোচ্চ পনেরোটা আইটেম রাখা যাবে। হোক সেটা একদম ভারী কিংবা হালকা। পনেরোটা আইটেম রাখলে ব্যাগ একদমই ভারী হবে না। কাঁধে নিলে মনে হবে শুধু একটা ব্যাগই কাঁধে রয়েছে।
<কনগ্রাজুলেশন প্লেয়ার জ্যাক, আপনি বিশটা হিলিং পোশন পেয়েছেন।>
<কনগ্রাজুলেশন প্লেয়ার জ্যাক, আপনি এক লক্ষ গোল্ড কয়েনের জন্য রেইনবো বো পেয়েছেন।>
<কনগ্রাজুলেশন প্লেয়ার জ্যাক, আপনি দুই লক্ষ গোল্ড কয়েনের জন্য স্নেক আর্মার পেয়েছেন।>
<কনগ্রাজুলেশন প্লেয়ার জ্যাক, আপনি তিন লক্ষ গোল্ড কয়েনের জন্য একটা বিস্ট এগ(ডিম) পেয়েছেন।>
<কনগ্রাজুলেশন প্লেয়ার জ্যাক, এরিয়া এক্সের মধ্যে এক নম্বর র্যাঙ্কিং এ থাকার কারনে স্পেশাল গিফট দেওয়া হয়েছে। আপনি দুটো স্কিল পাবেন।>
<সাধারনত কিছু প্লেয়ারই এই সুযোগ পেয়ে থাকে টাওয়ারে পূর্বের প্রথমে। আপনি সেই কিছুর মধ্যে একজন।>
<কনগ্রাজুলেশন প্লেয়ার জ্যাক, আপনি স্কিল লাইটনিং ম্যানুপুলেশন এবং হোলি ব্লেসিং পেয়েছেন। স্কিল গুলো দেখতে পারবেন স্কিল অপশনে।>
<প্রতি লেভেল আপে আপনি একটা করে স্কিল পয়েন্ট পাবেন যেটা দিয়ে স্কিল অপশন থেকে যেকোনো স্কিল আপগ্রেড করতে পারবেন।>
জ্যাক এক এক করে মেসেজ গুলো দেখতে লাগলো। মেসেজের সাথে সাথে তার সামনে আইটেম গুলোও চলে আসলো। একটা চেস্টপ্লেট যেটা শুধু শরীরের উপরের অংশে পরা যাবে। আর্মারটার নামও অনেক আজব লাগলো জ্যাকের কাছে। স্নেক আর্মার, শুনলেই শরীর শিউরে উঠে। চেস্টপ্লেটের উপরে সাপের মতোই দেখতে নকশা রয়েছে। মনে হচ্ছে কোনো সাপ কোয়ালিটির মনস্টারের চামড়া দিয়ে তৈরী করা হয়েছে। জ্যাক সময় নষ্ট না করে সেটা শরীরের উপরে পরে নিলো। কথায় আছে না নাই মামার থেকে কানা মামা ভালো। একটা চেস্টপ্লেট থাকলে অন্তত জ্যাকের জন্য কিছুটা নিরাপত্তা তৈরী করতে পারবে। একটা আর্মার হওয়ায় জ্যাক আর জিতুর সাথে শেয়ার করতে পারলো না। জ্যাক কিছুক্ষন তার কাছে থাকা বিস্ট এগের দিকে তাকিয়ে ছিলো। ডিমটার ব্যাপারে কিছু বুঝতে না পেরে সেটাকে ব্যাগের মধ্যেই রেখে দিলো। পোশন গুলোও ব্যাগের মধ্যে রেখে দিলো। সে তার মোবাইলে স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনটা আর পূর্বের মতো নেই। অনেকটা গেমের একটা স্ক্রিনের মতো হয়ে গিয়েছে। স্ক্রিনের মাঝখানে জ্যাকের পুরো শরীর দাড়িয়ে আছে, যার দুইপাশে বেশ কিছু অপশন রয়েছে। মার্কেট, স্কিল, আইটেম, ট্রান্সফার, মেসেজ, কল ইত্যাদি। উপরে বড় করে শূন্য লেখা রয়েছে যেটা জ্যাকের লেভেল বোঝাচ্ছে। স্ক্রিনের ছবিতে জ্যাকের পুরে শরীরের একটা স্পষ্ট ছবি রয়েছে যেটা ভার্চুয়াল ভাবে নারানো যাচ্ছে।
-->>এটা কিরকম ম্যাজিক দিয়ে তৈরী করা হয়েছে?(জ্যাক)
জ্যাকের কথা জিতুর কানে গেলেও জিতু কিছু বলার সুযোগ পেলো না। কারন দুজনেই সিঁড়ি দিয়ে প্রথম ফ্লোরে প্রবেশ করেছে। সেখানে দ্বিতীয় কোনো সিঁড়ি দেখতে না পেয়ে তারা দুজনে বুঝতে পারলো না দ্বিতীয় ফ্লোরে কিভাবে প্রবেশ করবে। তারপরও সেই আগ্রহ নিজেদের কাছে রাখলো দুজনেই। কারন তাদের সামনে বিশাল খোলা একটা মাঠ রয়েছে।
-->>মাস্টার জ্যাক আমরা মনে হয় ভুল কোনো জায়গায় চলে এসেছি। এটা মাটির নিচে কিভাবে সম্ভব?(জিতু)
জিতুর চোখে দেখার পরও বিশ্বাস হচ্ছিলো না। তার মনে হচ্ছে তার দেখার ভুল হচ্ছে, কিন্তু জ্যাক নিজেও অবাক না হয়ে পারছে না। যেহেতু এটাকে আন্ডারগ্রাউন্ড ড্যানজন বলা হয়েছে তাই নিশ্চয় এটা মাটির নিচে, কিন্তু এই জায়গাটা কোনো ভাবেই দেখে মনে হবে এটা মাটির নিচে। উপরে কোনো ফ্লোর সে দেখতে পারছে না। খোলা আকাশের মতো দেখা যাচ্ছে উপরে। আর নিচে তো ঘাস যুক্ত বিশাল বড় মাঠ। যার মধ্যে বিভিন্ন ধরনের মনস্টার দেখা যাচ্ছে।
<প্লেয়ার জ্যাক, আপনি ড্যানজনের প্রথম ফ্লোরে প্রবেশ করেছেন। দ্বিতীয় ফ্লোরে প্রবেশ করতে হবে এক হাজার মনস্টার হত্যা করুন।>
<প্রতি মনস্টার হত্যা করলে আপনারা এক্সপি পয়েন্ট পাবেন। সেটা আপনাদের প্রোফাইলের লেভেল এর নিচে দেখতে পারবেন।>
দুজনের মোবাইলেই মেসেজ আসলো। জ্যাক পড়ে বুঝতে পারলো তাদের মনস্টার হান্ট করতে হবে এবং লেভেল বৃদ্ধি করতে হবে, তাই সে জিতুকে বলতে লাগলো।
-->>জিতু আমাদের তারাতারি কাজে লেগে পরা উচিত। কারন বাকিরাও চলে আসবে এখানে।(জ্যাক)
জ্যাকের কথা মতো দুজনে শূন্য ফ্লোরের সিঁড়ির জায়গা থেকে ভিতরে যেতে লাগলো। অনেক বড় খোলা মাঠ, যার এই পাশ থেকে অপরপাশ বোঝা মুশকিল। তাই জ্যাক আপাতোতো সময়ের জন্য কিছুটা দূরে যেতে যাচ্ছে। বেশ কিছু মনস্টার রয়েছে যাদেরকে যাওয়ার পথে হত্যা করে করছে জ্যাক। সবুজ কালারের স্লাইম যারা খুব স্লো একটা মনস্টার। আকারে একটা বিড়ালের সমান হবে। তাদের হত্যা করা একদম সহজ। জ্যাক একটু পূর্বে তার স্পেস ব্যাগপ্যাকের মধ্যে তার সমস্ত জিনিসপত্র রেখে পূর্বেরটা ফেলে দিয়েছে। ব্যাগের মধ্য থেকে সে তার ফায়ার ড্রাগন সোর্ডটা বের করেছে। সোর্ড দিয়ে তিনটা থেকে চারটার মতো আঘাত করলে একটা স্লাইমকে হত্যা করা যায়। যেহেতু স্লাইম অনেক স্লো এবং দুর্বল মনস্টার, তাই তাদের এট্যাক নিয়ে কোনো ভয় করতে হয় না।
-->>আমার মনে হয় আমি বিশটার মতো স্লাইম হত্যা করেছি। কিন্তু এদের থেকে মোটেও এক্সপি পয়েন্ট পাওয়া যাচ্ছে না।(জ্যাক)
জ্যাক তার সোর্ড দিয়ে সহজে স্লাইম হত্যা করতে পারছে। কিন্তু প্রতিটা স্লাইম মাত্র একটা করে এক্সপি পয়েন্ট দিচ্ছে। জ্যাকের লেভেলের নিচে সেগুলো দেখা যাচ্ছে। সেখানে এভাবে রয়েছে, ২০/১০০০। মানে জ্যাকের এক হাজার স্লাইমই হত্যা করতে হবে দ্বিতীয় ফ্লোরে প্রবেশ করতে হলে। যদিও বিশাল বড় মাঠের মধ্যে হাটছে জ্যাক এবং জিতু কিন্তু এখনো সে অন্য কোনো মনস্টার দেখতে পায় নি। তাই কিছুটা বিরক্ত হচ্ছে।
কিন্তু অন্য দিকে, জিতুর কাছে কোনো অস্ত্র না থাকায় সে তার হাত দিয়েই স্লাইমগুলোকে হত্যা করার চেষ্টা করছে। যদিও প্রথম প্রথম কোনো কাজে দেই নি তার এট্যাক, কিন্তু এখন সে কিছুটা বুঝতে পেরেছে। জিতু তার স্কিল এক্সট্রিম ফিক্স ব্যবহার করছে স্লাইম গুলোর উপরে। যদিও তার শরীরের অনেক অংশের পোষাক স্লাইম এতোক্ষনে খেয়ে ফেলছে তারপরও সেদিকে তার খেয়াল নেই। গ্রিন স্লাইম এমন একটা স্লাইম যারা বহিঃ কোনো জিনিস খেতে পছন্দ করে। যেমন পাতা, ফাইবার(সুতো) ইত্যাদি। এজন্য বলা হয় স্লাইম হলো মেয়েদের শত্রু। যাইহোক আমরা এই কথা থেকে গল্পে ফিরে আসি।
-->>মাস্টার জ্যাক, আমাদের পূর্ব মার্শাল আর্ট গুলোও স্কিল হিসাবে মোবাইলের মধ্যে রয়েছে। তাহলে তো মনে হচ্ছে আমরা এক্সট্রিম ফিস্টকেও আপগ্রেড করতে পারবো।(জিতু)
যদিও মাক্সের কারনে জিতুর মুখের হাসি দেখা যাচ্ছে না, তারপরও জ্যাক বুঝতে পারলো জিতু অনেকটায় খুশী। জিতু যদিও একজন মার্শাল আর্টিস্ট, কিন্তু সে মাত্র একটা মুভই জানে। তার স্কিল অপশনে এই একটা স্কিলই যুক্ত হয়েছে। তাই জিতু এটায় ব্যবহার করছে। জ্যাক জিতুর কথা শুনে নিজের স্কিল গুলোও দেখতে শুরু করলো। তার মনে পরলো সে তো দুটো নতুন স্কিল পেয়েছে।
* * * * *
টাওয়ারের কোনো এক জায়গায়, টাওয়ারের মালিক এবং টাওয়ার রিচুয়াল সিস্টেম এর জি এম গ্রিড সব কিছু মনিটর করছিলো। যদিও সে একজন ডিম্যান প্রিন্স ছিলো, সব কিছু একসাথে মনিটর করা তার পক্ষে সম্ভব নয়। তাই তো তার নিজস্ব টিম রয়েছে। ডিমন প্রিন্স অফ গ্রিড যে এতোটায় লোভী যার কারনে কখনো কোনো সার্ভেন্ট সে রাখে নি। সে নিজের ক্ষমতাকে কখনো অন্যের সাথে শেয়ার করে নি, তাই তার বিশ্বস্ত কোনো চাকর নেই। তবে টাওয়ারের পুরো কন্ট্রোল তার কাছে থাকার কারনে দশজন মানুষকে সে নিজের আন্ডারে কাজ করার সুযোগ দিয়েছে। এই দশজনকে টাওয়ার অফ গ্রিডের গাইড বলা হয়। এক এক জন গাইডের দায়িত্ব থাকে দশটা ফ্লোর সামলানো। তাদের ফ্লোরের মধ্যে সব কিছুর নিয়ম শৃঙ্খলা ঠিক রেখে সব কিছু গ্রিডের কাছে রিপোর্ট করাই তাদের মূল কাজ। তবে রিচুয়ালের পুরো দায়িত্ব টাওয়ারের মধ্যকার কারো উপরে দেই নি গ্রিড। রিচুয়ালের সমস্ত নিয়ম জি এম গ্রিড নিজেই তৈরী করে থাকে। তবে তাদের সবাইকে মনিটর করার দায়িত্ব টাওয়ারের বাইরের এসোসিয়েশান এর দায়িত্ব। প্রতিটা প্লেয়ারের সম্পর্কে তথ্য দেওয়া এবং তাদের প্রতিটা পদক্ষেপ নজর রাখার দায়িত্বও এসোসিয়েশান এর।
সব কাজ গ্রিড সবাইকে দিয়ে দিলেও নিজে চুপ থাকে না। সময়টাকে কাটানোর জন্য সে নিজেও প্লেয়ারদের মনিটর করে থাকে। তার সামনে হাজার হাজার ছোট ছোট স্ক্রিন রয়েছে, যেহেতু তার নিজেরও একটা লিমিট আছে তাই সবাইকে দেখা তার জন্য সম্ভব নয়, যার কারনে তার নজরে মাত্র একটা মানুষ এসেছে।
-->>আমি বুঝি না, উচ্চ লেভেল রুলাররা কেনো আমার প্লানে পা দিচ্ছে এভাবে। যদিও রুলারদের সাথে আমার একটা কন্ট্রাক হয়েছে, কিন্তু সেসব রুলারকে আমি ভয় করি না। কারন তারা অনেক দুর্বল রুলার। তবে প্রথমে এথিনা, আবার এখন লিচ্ দ্যা আনডেড।(গ্রিড)
গ্রিড অনেক চিন্তায় ছিলো। তার কষ্ট করা প্লান সে নষ্ট হতে দিতে চাচ্ছে না। প্রথমে একটা শক্তিশালী রুলার ছিলো, যে কিনা গডেস এথিনা। অলিম্পাসের সবচেয়ে শক্তিশালী রুলারের মধ্যে একজন, তাই সে অ্যাভেটার তৈরী করেছে বলে গ্রিড চুপ ছিলো। কিন্তু এখন যে,
-->>এখন যে রুলার অফ ডেডও একটা অ্যাভেটার তৈরী করবে সেটা ভেবেছিলো কে? এভাবে একই সাথে দুটো শক্তিশালী রুলারের অ্যাভেটার যদি আমার টাওয়ারে থাকে তাহলে নিশ্চয় বাকিদের নজরে আমি পরবো। তখন তো শক্তিশালী গডরাও তাদের অ্যাভেটারকে আমার জন্য পাঠাবে।(গ্রিড)
-->>যদিও লিচ্ দ্যা আনডেডকে আমি তেমন ভয় পাই না। যেহেতু বিলজবাব একবার তাকে হারাতে পেরেছে তাই আমি নিজেও সিওর আমিও পারবো। কিন্তু এখন সমস্যা লিচ্ কে নিয়ে নই। আমি শুনেছি বিলজবাবের সাথে হারার পর বিলজবাব তাকে এবজোর্ব করে নিয়েছিলো, এই খবর আমরা ডিম্যান ছাড়া কেউ জানি না, আর একজন রুলারের নিখোজ হয়ে যাওয়া মানে অন্যরাও চাইবে তার জায়গা দখল করে নিতে। তাই আমি নিশ্চিত যে অনেক শক্তিশালী রুলারের নজর এদিকে থাকবে।(গ্রিড)
গ্রিড আপাতোতো তার সাথে কন্ট্রাক করা রুলারদের নিয়ে ভয় পাচ্ছে না। তার একমাত্র ভয় শক্তিশালী কিছু রুলারদের নিয়ে। শক্তিশালী রুলারদের মধ্যে অলিম্পাসের গড এবং গডেস রয়েছে, এজগার্ডের গড এবং গডেস রয়েছে, আন্ডারওয়ার্ল্ডের গড এবং গডেস রয়েছে, সর্বশেষ হ্যাভেনের গড এবং গডেস রয়েছে। যাদের এক একটা অ্যাভেটার বা হিরো চাইলে গ্রিডের এই দুর্বল শরীরকে ধ্বংস করে দিতে পারে।
-->>ডিম্যান কিং আমাদের শেষ একটা সুযোগ দিয়েছে। আমি এভাবেই এই সুযোগকে নষ্ট করতে চাচ্ছি না। আমাকে আমার পারফেক্ট ভ্যাসেল তারাতারি খুজে বের করতে হবে।(গ্রিড)
* * * * *
অন্যদিকে এমিলি প্রবেশ করেছে প্রথম ফ্লোরের মধ্যে। তার কাঁধে তার পেঁচাটা বসে আছে। আপাতোতো সে এমিলি নয়, এক বছরের জন্য সে এথিনা হয়ে আছে। এমিলির সাথে এথিনা কন্ট্রাক তৈরী করেছে, যার ফলে এমিলি এথিনার অ্যাভেটার হয়েছে। এক বছর এথিনা এমিলির শরীরকে নিজ ইচ্ছায় কন্ট্রোল করবে এবং এর বিনিময়ে এমিলি এথিনার পাওয়ার ব্যবহার করতে পারবে।
-->>মাস্টার আমার মনে হয় পোসেইডন সামনে গিয়েছে।(পেঁচা)
-->>আমরাও সামনে যাচ্ছি।(এথিনা)
-->>মাস্টার আপনি খেয়াল করেছেন কিনা জানি না। তবে পোসেইডন, ওর এই রেইনকার্নেট এর মধ্যে আলাদা একটা এনার্জি অনুভব করতে পারছি আমি।(পেঁচা)
-->>একজন গডেস হিসাবে সেটা তো আমি ঠিকই অনুভব করতে পারছি। যেহেতু পোসেইডন একজন গড নেই আর তাই আমি নিশ্চিত তাকে কেউ অ্যাভেটার বানিয়ে ফেলেছে।(এথিনা)
-->>কিন্তু মাস্টার এতো কম সময়ের মধ্যে, আর যদিও এনার্জিটা আমার পরিচিত মনে হচ্ছে কিন্তু আমি চিন্তে পারছি না এটা কোন গড কিংবা গডেসের।(পেঁচা)
জ্যাক টাওয়ারের বাইরে থাকা সময়ে তার ক্ষমতা তেমন ব্যবহার করে নি। তাই তো কারো প্রশ্নের মধ্যে সে আসে নি। তার কাছে যে ক্ষমতা আছে সেটা শুধু এরিয়েল ছাড়া কেউ জানে না। যেহেতু টাওয়ারে আসার পর সে তার পাওয়ার টুকটাক ব্যবহার করছে তাই তার সাথে সম্পর্ক যুক্ত গড বা রুলারের এনার্জিও ফ্রাকচুয়েট করছে। আর এটা অন্যান্যদের কাছে ঠিকই যাচ্ছে।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। ভুল ত্রুটি গুলো তুলে ধরবেন।