[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৫০
।
।
।
এলেক্স একটু শান্ত ভাবে বসলো। তার রিং এর এর মধ্যে বেশী এনার্জি ছিলো না তাই একটু পূর্বে অনেকটা করুন অবস্থা হয়েছিলো তার। কিন্তু দ্রুত চিন্তা এবং শেষ সময়ে গবলিন কিং এর এনার্জি কিছুটা এবজোর্বের মাধ্যমে এলেক্স তার ট্রাম্প কার্ড ব্যবহার করতে পেরেছে। গ্লাটোনি এমন একটা স্কিল যেটার জন্য মূলত বেশী এনার্জির প্রয়োজন হয় না। এটা কিভাবে কাজ করে এখনো এলেক্স সঠিক ভাবে বুঝতে পারে নি। তবে একটা জিনিস এলেক্স ঠিকই বুঝতে পেরেছে, এই স্কিলটা একটা ওভারপাওয়ার।
"স্ট্যাটাস"
এলেক্স তার স্ট্যাটাস অপশন দেখার জন্য তার স্ট্যাটাস অপশনকে সামনে আনলো। সে কিছুটা হতাশ হলো।
""
""
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৭৮
স্ট্রেন্থ : ১০৯
ভাইটালিটি : ৬০
এজিলিটি : ১২০
স্টেম্যানা : ৬৫
ইন্টেলিজেন্স : ১৬৯
লাক্ : ২০
স্ট্যাট পয়েন্ট: ৯০
""
""
-->>আমি আশা করেছিলাম আমার লেভেল আরো বৃদ্ধি পাবে, কিন্তু এখন মনে হচ্ছে লেভেল বৃদ্ধি করা অনেকটা কষ্ট হয়ে যাবে।(এলেক্স)
এলেক্স যেহেতু একটা ভিডিও গেম প্রোগ্রামার ছিলো তাই সে জানে সিস্টেম কিভাবে কাজ করছে। সাধারন ভাবে এক্সপি পয়েন্ট দ্বারা লেভেল নির্ধারিত হয়। যদি একশত এক্সপি পয়েন্ট দরকার লেভেল এক থেকে দুই এ যেতে তাহলে লেভেল দুই থেকে তিন এ যেতে দুইশত লাগবে। এভাবে প্রতি লেভেল পার করলে পূর্বের থেকে দ্বিগুণ এক্সপি পয়েন্ট দরকার। এলেক্স বুঝতে পারলো এখন আর সহজ হবে না।
-->>যদিও একশত লেভেলে পৌছাতে বেশী সময় লাগবে না। এরকম দুটো ড্যানজন হলেই হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো এর পরে আমি কিভাবে আমার লেভেল বৃদ্ধি করবো?(এলেক্স)
এলেক্স বুঝতে পারলো তার গ্রোথ সামনে গিয়ে আটকে যাবে। তাই তাকে সামনে শক্তিশালী মনস্টার খুজতে হবে। নাহলে তার এক্সপি পয়েন্ট জোগাড় করা কষ্টকর হয়ে উঠবে।
-->>দেখা যাক লুটে কি পাওয়া গিয়েছে।
এলেক্স তার ইনভেন্টরি চেক করতে লাগলো। এখানে সে কম মনস্টার হান্ট করে নি। তাই লুট ভালো হওয়ার কথা। টাওয়ার অফ স্লোথের মধ্যে এলেক্স যখন ছিলো তখন সে টেস্ট গ্রাউন্ডের সাধারন মনস্টার হান্ট করার মাধ্যমেই গোল্ড কয়েন উপার্জন করতে পেরেছে আর তো এখানে মনস্টারের অভাব ছিলো না। গবলিন সাধারনত দুটো জিনিস ভালোবাসে। এক গোল্ড কয়েন এবং দ্বিতীয় মানুষ মেয়ে। তাই এলেক্সের আশা অনেক ছিলো। আর তাছাড়া লাক্ ও তার সাথে ছিলো।
""
""
××× ইনভেন্টরি ×××
গবলিন কিংস টু হ্যান্ডেড হ্যাভি বিগ সোর্ড, কার্স গবলিন ড্যাগার, নেকলেস অফ গবলিন কিং, হার্ট অফ ওগ্রে এবং ব্যাগ অফ র্যানডম গোল্ড কয়েন।
""
""
-->>লুট খারাপ না, যদিও এতো বিশাল সোর্ড আমার কোনো কাজে দিবে না, তারপরও আপাতোতো রেখে দেওয়া ছাড়া কিছু করার দেখছি না।(এলেক্স)
এলেক্স ভালোই লুট পেয়েছে, কিন্তু আপাতোতো সেদিকে তার বেশী ইন্টারেস্ট নেই। লুট দিয়ে তার কি হবে যেটা সবচেয়ে প্রয়োজনীয় তার জন্য সেটা সে পেয়ে গিয়েছে। এই ফাইটের মাধ্যমে সে অনেক সউল কালেক্ট করতে পেরেছে। এলেক্সের লেভেলের সাথে তার গ্লাটোনি স্কিলের ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। গ্লাটোনি শুধু সব জীবিত বস্তুকে এবজোর্বই করে না। এটা জীবিত বস্তুর এনার্জিও রিং এর মধ্যে সংগ্রহ করে, যার ফলে এলেক্সের এনার্জির অভাব নেই এখন, আর সেই সাথে গ্লাটোনি এখন যে জীবিত বস্তু এবজোর্ব করে তাদের সউল কালেক্ট করে রাখতে পারে। সবগুলো সউল হয়তো আনডেড আর্মিতে যুক্ত হবে নাহলে এলেক্সের নতুন টাইটেলে যুক্ত হবে।
-->>যদিও আমি সব গুলো এট্রিবিউট ব্যবহার করতে পারি না, কিন্তু এখন বেশী চিন্তা করতে হবে না।(এলেক্স)
এলেক্স তার আনডেড আর্মি স্কিলটা ব্যবহার করেছে একবার। কুল ডাউন সময় কমে যাওয়ার কারনে স্কিলটা আবারো ব্যবহার করতে পারবে সে। তাছাড়াও এলেক্সের লেভেলের সাথে স্কিলেও বেশ কিছু পার্থক্য লক্ষ করা যাচ্ছে।
""
""
স্কিলঃ "আনডেড আর্মি" (আপগ্রেড হবে)
এই স্কিলের মাধ্যমে হোস্ট মৃত আনডেড ডাকতে পারবে। আনডেড মৃত যোদ্ধা। যাদের মৃত্যুর কোনো ভয় নেই।
হোস্টের লেভেল অনুযায়ী সে আনডেড আর্মি তৈরী করতে পারবে। আপাতোতো হোস্টের লেভেল অনুযায়ী সর্বোচ্চ একশত আনডেড ডাকা সম্ভব। তবে হোস্ট চাইলে তার হত্যাকৃত যেকোনো বস্তুর সউল(আত্মা) সংগ্রহ করে রাখতে পারবে। যেগুলো দ্বারা হোস্ট পরে আনডেড তৈরী কিংবা তার আনডেডকে শক্তিশালী করতেও পারবে। হোস্ট চাইলে তার শক্তিশালী আনডেডকে একটা নাম দিয়ে তাকে স্পেশাল ক্ষমতার অধিকারী করতে পারবে। তবে সেটার জন্য অবশ্যই আনডেড এর ক্ষমতা বেশী থাকতে হবে।
শর্তঃ হোস্টকে অবশ্যই মৃত বস্তুর উপরে ব্যবহার করতে হবে। এটা একটা আপগ্রেডাবেল স্কিল। সুতরাং হোস্ট প্রাপ্ত লেভেলে পৌছালে স্কিল আপডেট হবে।
(১-৪৯)--"স্ক্যালেটন আর্মি",
(৫০-১৪৯)--"আনডেড আর্মি",
(১৫০+)--"শ্যাডো আর্মি",
কুলডাউনঃ সব সময় পাঁচজন আনডেড ব্যবহার করা যাবে কোনো কুলডাউন ছাড়ায়। তবে পাঁচের উপরে ব্যবহার করতে চাইলে এক ঘন্টা অপেক্ষা করতে হবে।
""
""
এলেক্স কুলডাউন অপশনের দিকে লক্ষ করলো। এলেক্সের মুখে একটা হাসি ফুটে উঠলো। সে বুঝতে পারলো হয়তো স্কিলটা তার জন্যই তৈরী হয়েছিলো, তাই তো তাকে সর্বোচ্চ সাহায্য করে যাচ্ছে। এখন এলেক্স সর্বোচ্চ পাঁচটা আনডেড সামন করে রাখতে পারবে সব সময়ের জন্য। যেটার কোনো কুল ডাউনের প্রয়োজন হবে না। যেহেতু সমস্ত আর্মির জন্য এলেক্সের অনেক এনার্জির প্রয়োজন হয় তাই এটা ভালো একটা সুযোগ তার জন্য।
-->>রাইজ মাই ফাইভ উইজার্ড।(এলেক্স)
এলেক্স তার পাঁচ আনডেডকে সাম্যন(Summon) করলো। হঠাৎ মাটি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। পানির মতো তৈরী হলো পাঁচটা জায়গায় যেখান থেকে পাঁচটা আনডেড বেরিয়ে আসলো।
{মাই কিং}
পাঁচজনই তাদের হাটুতে পরে এলেক্সকে সম্মান জানাতে লাগলো। এলেক্স অবাক হলো কারন সে তার আনডেডকে কথা বলতে শুনছে। কিন্তু সে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে যার কোনোটার উত্তরই পাঁচজনের একজন দিতে পারলো না।
-->>তাহলে মাই কিং ছাড়া এরা কিছু বলতে পারে না। যাইহোক এদের লেভেল এমনিতেই বেশী ছিলো। আমার আরো কিছু বৃদ্ধি করা দরকার।(এলেক্স)
এলেক্স এই ড্যানজনের মধ্য থেকে কালেক্ট করা সকল মনস্টারের সউল গুলো দিয়ে পাঁচ আনডেডকে আপগ্রেড করে ফেললো। (অনেকে ভাবছেন কিভাবে করলো তাই না) এলেক্সের স্ক্রিনের মধ্যে একটা অপশন রয়েছে, আপগ্রেড নামক। সেখানে সে তার বিভিন্ন আইটেম সহ তার আনডেড এবং ফ্যামিলারকে আপগ্রেড করার অপশন রয়েছে। আইটেম আপগ্রেডের জন্য বিভিন্ন ম্যাজিকাল আইটেম এবং স্টোনের প্রয়োজন হয় তাই এটা এলেক্স এখনো করে নি, ফ্যামিলার সে এখনো ডাকতে পারে না তাই সেদিকে নজর দেই নি সে। সর্বশেষ আনডেড আপগ্রেড যার মধ্যে ঢুকলে শক্তিশালী আনডেডদের লিস্ট সহ তাদের নাম দেখা যায়। বর্তমানে এলেক্সের সবচেয়ে শক্তিশালী আনডেডটা হলো তার আপগ্রেড করা জেনারেল। যদিও তার লেভেল কম কিন্তু সেটায় সর্ব প্রথম রয়েছে। হয়তো এটা ফক্সটার দেওয়া নামের জন্য। দুই থেকে ছয় নম্বরে পাঁচ গবলিন উইজার্ড রয়েছে। যাদের প্রথমেই লাইটনিং উইজার্ড এবং দ্বিতীয়তে ফায়ার উইজার্ড ছিলো। এলেক্স এখান থেকে সমান ভাবে তাদের লেভেল বৃদ্ধি করে ফেললো। যেহেতু অনেক ডিমনিক বিস্ট সে হত্যা করেছে তাই পাঁচ জনের লেভেলই ৭০ করে ফেলতে সমস্যা হয় নি তার।
-->>তাহলে দেখা যাক জেনারেল কতটা বৃদ্ধি পায়।(এলেক্স)
এলেক্স এখন ওগ্রেটার সউল ব্যবহার করতে পারবে না। আর এমনিতেও শক্তিশালী বস্তুর সউল কন্ট্রোলে রেখে দেওয়ার ফলে অনেক এনার্জির প্রয়োজন হয়। তাছাড়া সাইড ইফেক্টও রয়েছে অনেক। তাই এলেক্স সউলটা দিয়ে তার জেনারেল কে আপগ্রেড করার চিন্তা করলো।
-->>তবে তার পূর্বে এই পাঁচটা কে আমার নাম দেওয়া দরকার।(এলেক্স)
এলেক্সের সাথে তার আনডেড আর্মির সম্পর্ক অনেক ভালো, যেহেতু সে নিজেই এই ড্যানজনের বসকে হত্যা করেছে তাই সবার লয়েলিটি অনেকটা বৃদ্ধি পেয়েছে। এজন্য এলেক্স এই পাঁচটা গবলিন উইজার্ডকেই নাম দিতে পারছে। এলেক্স হয়তো জানে না, তবে শক্তিশালী এবং ইন্টেলিজেন্স বেশী আনডেডকেই সে নাম দিতে পারবে। নামের ফলে তাদের শক্তি এবং বিশ্বাস আরো বেশী বৃদ্ধি পাবে।
-->>লাইটনিং, ফায়ার, ওয়াটার, আর্থ এবং তোমার নাম এয়ার।(এলেক্স)
এলেক্স তাদের এট্রিবিউট দিয়েই তাদের নাম রেখে দিলো। এতে ডাকতে তার সুবিধা হবে। যদি পরে সে কোনো শক্তিশালী উইজার্ডকে আনডেডে পরিনত করতে পারে তাহলে এদের দিয়ে তাদের আপগ্রেড করিয়ে নেওয়া যাবে বলে সে ভাবছে। এলেক্স তার জেনারেলকেও আপগ্রেড করি দিলো ওগ্রের সউল দিয়ে। যেহেতু অনেক শক্তিশালী সউল ছিলো তাই এক লাফে জেনারেল এর লেভেল ৭৫ এ পৌছে গেছে। যেটা অনেক বেশী ছিলো তুলনামূলক ভাবে।
-->>গ্লাটোনি ব্যবহার না করলে হয়তো আমি ৮৫ কিংবা ৯০ তে পৌছে যেতাম।(এলেক্স)
এলেক্স হতাশ হলো। গ্লাটোনি যদিও শক্তিশালী কিন্তু এটা তাকে বেশী এক্সপি পয়েন্ট দেই না। পাঁচ ভাগের এক ভাগ এক্সপি পয়েন্ট তার কাছে আসে এবং বাকিটা এনার্জির মাধ্যমে তার রিং এ প্রবেশ করে। এটা বেশ কয়েকবার গ্লাটোনি ব্যবহারের মাধ্যমে এলেক্স বুঝতে পেরেছে। কারন পূর্বে তার বাবার সাথে অনেক শক্তিশালী একটা ডিমনিক হাইব্রিড কে এবজোর্ব করেছিলো এলেক্স, যার ফল স্বরূপ তেমন লেভেল বৃদ্ধি পায় নি। সেদিন তার ২০ লেভেল বৃদ্ধি হওয়ার কথা ছিলো যদি সাধারন ভাবে হাইব্রিডটাকে সে হত্যা করতো।
-->>যা হওয়ার হয়েছে। এখানে আমার কিছু করার নেই। এখন আসল বিষয়ে আসা যাক।(এলেক্স)
এলেক্স তার জেনারেলকে আপগ্রেড করেছে। জেনারেল এর সাইজ আরো বৃদ্ধি পেয়েছে তার লেভেলের সাথে। সেই সাথে এখন সেটাকে আনডেড মনেই হচ্ছে না। চোখ দুটো কালো থেকে হালকা লালচে কালো হয়েছে, যেটা থেকে লাল রঙের একটা আভা বের হয়। ঘাড়ের ঔখানে অনেক বড় লোম তৈরী হয়েছে যেটা অনেকটা সিংহের মত না হলেও সুন্দর দেখাচ্ছে। আর তাছাড়া তার লেজটা অনেক বড় হয়েছে।
-""কনগ্রাজুলেশন মাস্টার। আপনার জেনারেল আনডেড ডিমনিক ফক্স ইভোল্ব হয়ে ওয়ান টেইল ডিমনিক ফক্সে পরিনত হয়েছে। এখন থেকে জেনারেল এর এট্যাক পাওয়ার এবং রিজেনারেশন ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে।""-
এলেক্সের চোখ তার সিস্টেম এর স্ক্রিনে চলে আসলো। সে বুঝতে পারলো না এতো ভাগ্যবান সে হচ্ছে কিভাবে। তার ফক্সও ইভোল্ব হয়েছে যেটা সে ভাবতেও পারে নি।
-->>ওয়ান টেইল ডিমনিক ফক্স! তাহলে কি জেনারেল নাইন টেইল পর্যন্ত ইভোল্ব হতে পারবে?(এলেক্স)
এলেক্স যেহেতু নাইটমেয়ারে কাজ করেছে তাই ফ্যান্টাসি মনস্টার সম্পর্কে টুক টাক জ্ঞান তার রয়েছে। সাধারন ভাবে পৃথিবীতে এসব মনস্টার সম্পর্কে প্রায় সকলেই কম বেশী জানতো। তবে তাদের জ্ঞানটা কাল্পনিক ছাড়া কিছুই ছিলো না। নাইন টেইল ফক্স মনস্টারের মধ্যে লেজেন্ডারী একটা মনস্টার। এলেক্সের কাছে যেহেতু রুলার অফ ডেড লিচ্ দ্যা আনডেড এর কিছু স্মৃতি রয়েছে তাই সে নাইন টেইল ফক্স সম্পর্কে কিছু বেশী ইনফরমেশন জানতে পেরেছে।
-->>একটা লেজেন্ডারী মনস্টার আমার কাছে থাকলে খারাপ হয় না।(এলেক্স)
এলেক্সের মুখে আবারো হালকা হাসির দৃশ্য ফুটে উঠলো। আপাতোতো সে একটা জিনিস খেয়াল করতে চাচ্ছে। যার জন্য পাঁচ টা গবলিন উইজার্ডের মধ্য থেকে ফায়ার এবং লাইটনিং কে সে রেখে বাকিদের ঘুমে পাঠিয়ে দিলো। যখন এলেক্স তাদের ডাকে না তখন তারা ঘুমের মধ্যেই থাকে, আর যখন এলেক্স স্কিল ব্যবহার করে তাদের ডাকে তখন তারা আসবে। পাঁচটা অনেকটা শক্তিশালী হয়েছিলো আপগ্রেডের পরে, যেটা এলেক্সের অনেকটা এনার্জি খাচ্ছিলো বাইরে থাকার জন্য। তাই সে তাদের তিনজনকে ঘুমে পাঠিয়ে দিয়েছে। মূলত এলেক্স দেখতে চাচ্ছে আদোঔ কি আনডেড হওয়ার পরে উইজার্ড গুলো স্পেল ব্যবহার করতে পারবে কিনা।
এলেক্সের আদেশে তার বিশাল জেনারেল যার সাইজ একটা ঘোড়ার মতো হয়েছে আপগ্রেডের পরে সে রুমের এক পাশে দৌড়ে গিয়ে দাড়ালো। এলেক্স তার দুই আনডেড গবলিন উইজার্ডদের নির্দেশ করলো স্পেল দিয়ে জেনারেলকে এট্যাক করার জন্য। এলেক্সের আদেশে দুই গবলিন উইজার্ড যারা আনডেড হয়েছে তাদের পূর্ব শরীর নিয়েই, যাদের দেখলে বোঝা যাচ্ছে না যে তারা আনডেড, শুধু তাদের চারিদিক দিয়ে কালো এনার্জির মতো ধোঁয়া দেখা যাচ্ছে যেগুলো বোঝাচ্ছে তারা আনডেড। তাদের মাস্টারের আদেশ পাওয়ার পরই তারা তাদের স্পেল ব্যবহার করতে লাগলো। দুজনের হাতেই পূর্বের লাঠি রয়েছে, যেটা মানা স্টাফ বলা হয়। স্টাফের উপরে একটা মানা স্টোন থাকে, যেটা মানা ইউজারদের স্পেলের পাওয়ার বৃদ্ধি করে। অনেক স্টাফ আবার মানা এবজোর্ব করার ক্ষমতাও বৃদ্ধি করে থাকে। দুজন এলেক্সের থেকে আদেশ পাওয়ার পরই লাইটনিং এবং ফায়ার ম্যাজিক ব্যবহার করলো। ফায়ার বল এবং লাইটনিং স্ট্রাইক দুটো স্পেল দুজনে জেনারেলের দিকে ছুড়ে। যেটা জেনারেল খুব সহজেই এরিয়ে যেতে পারতো। কিন্তু সে দাড়িয়ে এট্যাক টা নিলো।
-->>একটা ওলফ এর এট্যাক পাওয়ার এবং স্পিড বেশী থাকে ও ডিফেন্স খুব কম থাকে, কিন্তু একটা ফক্সের এট্যাক, ডিফেন্স এবং স্পিড তিনটায় মারাত্মক হয়। আর যেহেতু আপগ্রেড করা হয়েছে তাই এটাকে এখন একটা C বা B গ্রেড বিস্টও বলা যায়।(এলেক্স)
এলেক্স আজকের রিসাল্টে অনেকটা সন্তুষ্ট হলো। যদিও তার মন এতেই ভরছে না। এলেক্স চাচ্ছে এমন সময় যেখানে তাকে কেউ ডিসট্রাব করবে না, এবং নিজের ইচ্ছামতো কোনো চিন্তা ছাড়ায় সে মনস্টার কিংবা ডিমনিক বিস্ট হান্ট করবে। কিন্তু সেটা টাওয়ারে প্রবেশ ছাড়া হচ্ছে না সেটা সে বুঝতে পেরেছে।
-->>তাহলে যাওয়া যাক এখান থেকে। ক্লোজ ড্যানজন।
এলেক্সের ক্লোজ ড্যানজন বলার সাথে সাথে ড্যানজনটা ভাঙতে শুরু হলো এবং শেষ সময়ে সে টেলিপোর্ট হয়ে গেলো। এলেক্স পৌছে গেলো তার তাবুর মধ্যে। তাবুর বাইরে কিছুটা নজর দিলো, এখনো হালকা অন্ধকার দেখে এলেক্স হালকা একটা ঘুমের মধ্যে চলে গেলো।
* * * * *
অন্যদিকে মেফাস একাডেমির মধ্যে তিন শিক্ষিকই চিন্তায় ছিলো। তারা ডিমনিক ফরেস্টের মধ্যে কোনো যোগাযোগ করতে পারছিলো না। যার কারনে এম্পায়ারের একাডেমিতে তারা যোগাযোগ করেছে।
-->>একাডেমি এই ব্যাপারে শান্ত আছে কিভাবে? তারা কি আমাদের থেকে ফায়ার লাইটনিং এট্রিবিউটরকে নিয়ে এই সাহায্য টুকু করবে না?(আজরো)
-->>স্যার আজরো আপনি শান্ত হোন। এম্পায়ার থেকে সোজা আদেশ, যেহেতু তারা বলেছে কিছু হবে না, তাই আমি সিওর আমাদের এতো চিন্তার কোনো কারন নেই।(ডিয়ারা)
-->>কিন্তু আমি বুঝতে পারছি না, এতো খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের প্রিন্সিপাল কি করছে।(হেলেন)
-->>আমার মনে হয় প্রিন্সিপাল কোনো ব্যবস্থা করছেন, তাই আমাদের চিন্তার কারন নেই।(ডিয়ারা)
-->>কিন্তু সকল নোবেলরা তো আমার উপরে অনেক প্রেসার দিচ্ছে। তারাও তো জানতে চাচ্ছে ডিমনিক ফরেস্টের মাঝে কি হয়েছে, যদিও ব্যারিয়ার সম্পর্কে তারা জানে না ব্যারিয়ারটা অদৃশ্য বলে। কিন্তু সবার প্রেসার তো আমি এভাবে নিতে পারছি না।(আজরো)
-->>দেখা যাক কি হয়, যেহেতু এম্পায়ার থেকে আমাদের কিছু করতে নিশেধ করেছে তাই আপাতোতো আমাদের কিছু করার নেই।(ডিয়ারা)
তিন শিক্ষক এখনো কিছু বের করতে পারে নি। এতো কিছুর পরও তারা প্রিন্সিপালের সাথে যোগাযেগ করতে পারে নি। এক কতায় পরিস্থিতিকে কিভাবে সামলাবে সেটা তারা তিনজনের একজনও বুঝতে পারছে না। যেহেতু এম্পায়ার থেকে কড়া নির্দেশ রয়েছে যে কোনো শিক্ষক এই টেস্টের মধ্যে প্রবেশ করতে পারবে না, তাই আপাতোতো দেখা ছাড়া তিনজন কিছুই করতে পারছে না।
* * * * *
অন্যদিকে ডিমনিক ফরেস্টের চতুর্থ জোনের মধ্যে, একটা রথ নিয়ে তিনজন ব্যক্তি প্রবেশ করেছে। তাদের গন্তব্য যদিও পঞ্চম জোন ছিলো, কিন্তু চতুর্থ জোনের মধ্যেই তাদের সামনা সামনি ভয়ানক একটা বস্তু এসেছে। তিনজন হান্টার যাদের এস লেভেল হান্টারও বলা হয়, তারা একটা ডেভিলের সম্মুখীন হয়েছে। ডেভিলটা রাগে ফুলে রয়েছে, যার শরীর থেকে মারাত্মক এনার্জও বের হচ্ছিলো, তার শরীরের এনার্জির কারনে আশে পাশের সকল জীবিত বস্তু, যেমন গাছ পালা সহ ছোট ছোট অনেক ডিমনিক বিস্ট মারা যাচ্ছিলো। তিনজন হান্টারের সাথে আসা রথের চালকও এই এনার্জি সহ্য না করতে পেরে মারা গিয়েছে, তিন হান্টারের মধ্যে দুজনের শরীরের উপরেই অনেক ভারী একটা প্রেসার পরতে শুরু করেছে। তারা দুজন তো দাড়িয়ে আছে শুধু টাওয়ার থেকে পাওয়া শক্তিশালী আর্মার ম্যাজিকাল আইটেমের জন্য।
-->>আমি এই ওয়ার্ল্ডের কাউকে ছারবো না। সবাই আমার হাতে মারা যাবে।(কেমোরাস)
ডেভিলটা অনুভব করেছে তার দুই ভাইয়ের এনার্জি হারিয়ে গিয়েছে। এর একটা মানেই হতে পারে, হয়তো তার ভাই দুজন পালিয়ে গিয়েছে নাহলে মারা গিয়েছে। পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি তারা নই, তাই কেমেরাস জানে তাকে প্রতিশোধ নিতে হবে।
-->>এজন্যই আমার ডেভিলদের মোটেও ভালো লাগে না। এদের শরীর থেকে বিশ্রী এনার্জি বের হয় সব সময়ই।(লুসেফার)
লুসেফারের মুখ ঢাকা তাকায় কেমোরাস প্রথমে তাকে চিনতে পারে নি। তবে যখনই কেমোরাস লুসেফারের কথা শুনেছে এবং তার হাতের মরিচে পরা সোর্ডটা দেখেছে তখনি সে বুঝতে পারলো লুসেফারের পরিচয়,
"ডিম্যান প্রিন্স অফ প্রাইড, কিন্তু কেনো? এখানে লুসেফার আসবে কিসের জন্য? তাহলে কি আমার মাস্টার ভুল ক্যালকুলেশন করেছে। না এটা লুসেফার হতে পারে না। লুসেফার তার প্রাইডের জন্য কখনো এই নিচু ওয়ার্ল্ডে আসবে না। আমাকে এখনি এই তিনজনকে হত্যা করতে হবে।"
* * *
To Be Continued
* * *
কেমন হলো অবশ্যই জানাবেন।