[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৫১
।
।
।
(ডিমনিক ফরেস্ট)
রসিফের টিম সবার সামনে ছিলো। তাদের আর মাত্র কিছুদিন লাগলো চতুর্থ জোনে পৌছাতে। তারা এতো সময় পর্যন্ত কোনো ডিমনিক বিস্টের সাথে ফাইট করে নি। সময় এবং পরিশ্রম বাঁচানোর জন্য রসিফ কোনো রকম ফাইটের মধ্যে যায় নি। যদিও ফাইটের মধ্যে গেলে তাদের টিম মেম্বার আরো শক্তিশালী হয়ে উঠতো, কিন্তু রসিফ কোনো রিক্স নিতে চাচ্ছিলো না। তবে বর্তমানে রিক্স না নিয়ে পারছে না রসিফ। তার টিম খুব স্মুথ ভাবে এগিয়ে যাচ্ছিলো সামনে। এ পর্যন্ত তেমন কোনো ডিমনিক বিস্টের সামনা সামনি পরে নি তারা। কয়েকটা দুর্বল ডিমনিক বিস্ট ছিলো যাদের হত্যা করে তারা এগিয়ে এসেছে। কিন্তু বর্তমানের অবস্থা মোটেও তেমন নয়।
-->>লিডার হঠাৎ করে এতো ডিমনিক বিস্ট কিভাবে আসছে।
-->লিডার আমার এনার্জি প্রায় শেষের দিকে।
-->>আমার শরীর আর পারছে না। আমি ক্লান্ত হয়ে গিয়েছে।
-->>আমি একটু বিশ্রাম নিতে চাই।
টিমের সকল মেম্বার এক এক করে কথা বলতে লাগলো। রসিফ নিজেও জানে সবাই ক্লান্ত অনেক, কিন্তু এখানে কিছু করার নেই। রসিফ সহ সকল অউরা ইউজার সামনে তাদের সোর্ড এবং স্পেয়ার দিয়ে ফাইট করছে। অন্যদিকে সকল মানা ইউজার তাদের স্পেল দিয়ে অউরা ইউজারদের ব্যাকআপ দিচ্ছে। টিমের দুজন হিলারও অনেকক্ষন হলো হিল করে যাচ্ছে তাদের টিম মেটদের।
"আমি বুঝতে পারছি না কি করবো। প্রথমে ভেবেছিলাম সবার প্রথমে থাকলে হয়তো ডিমনিক বিস্ট গুলোকে এড়িয়ে আমরা চলে যেতে পারবো। সব কিছু ঠিক ঠাক ছিলো, কিন্তু হঠাৎ এতো ডিমনিক বিস্ট কোথা থেকে আসছে এখন? তখন তো কয়েকটা টিমের প্রয়োজন ছিলো এতো বিস্টের সাথে ফাইট করতে হলে।"
রসিফের টিম সেই সকাল থেকে ফাইট করে যাচ্ছে। দুপুর হয়ে যাবে কিন্তু কোনো বিশ্রাম তারা নিতে পারে নি। তারা কি করবে কিছুই বুঝতে পারছিলো না। সব টিম মেম্বারের এনার্জি প্রায় শেষের দিকে, এভাবে চললে একটু পরই এক একজন করে তাদের সেন্স হারিয়ে ফেলবে। আর তাদের সামনের ডিমনিক বিস্ট গুলোও দুর্বল নয়। প্রতিটা ডিমনিক বিস্টই ডি কিংবা ই লেভেলের। যাদের সাথে কিছু সি লেভেলের ডিমনিক বিস্টও রয়েছে।
-->>কেউ একটুও অমনোযোগী হওয়ার চেষ্টা করবে না। কারন এখানে একটা ভুল করলে শুধু তোমার নয় বরং পুরো টিমের সবাই মারা যাবে। আমি জানি সবার এনার্জি প্রায় শেষের দিকে। তাই যাদের কাছে একটু এনার্জি রয়েছে তারা সামনে আসো এবং বাকিরা এনার্জি স্টোনের মাধ্যমে নিজেদের এনার্জি এবজোর্ব করার চেষ্টা করো। এভাবে আমাদের পর্যায়ক্রমে ফাইট করতে হবে।(রসিফ)
রসিফ অনেক জোরে তার সকল টিম মেম্বারকে কথাটা বলতে লাগলো। সে সহ তার টিমের মেম্বার সবার এনার্জিই শেষের দিকে, তবে ভালো কথা একাডেমি থেকে সবাইকে একটা করে স্টোন দিয়েছে এই টেস্টের জন্য। মানা ইউজারদের জন্য মানা এনার্জি স্টোন, অউরা ইউজারদের জন্য অউরা স্টোন এবং সর্বশেষ প্রান ইউজারদের জন্য প্রান এনার্জি স্টোন। তিন ধরনের স্টোনই লো গ্রেডের, তবে এখানের সবার এনার্জি কোর হিসাবে সেটা স্বর্নের মতো দামী।
-->>রসিফ আমার মনে হচ্ছে তোমার আবারো আমাদের সাহায্য দরকার। হাহাহাহা।
রসিফের কানে একটা শব্দ গেলো। সে সহ তাদের সকল টিম মেম্বার পিছনে তাকালো। পিছনে চেইন এবং তার ছোট টিম দাড়িয়ে ছিলো। রসিফ আসা করে নি যে চেইন এতো দ্রুত তাদের স্থানে চলে আসবে। তবে এক হিসাবে ভালোই হয়েছে। পূর্বের ফাইটে রসিফ অনেকটা ক্লিয়ার হয়েছে যে তার পাওয়ার কতটুকু। তাই সে নিজের ক্ষমতা নিয়ে গর্ব করছে না। যদিও তার টিমের মধ্যে সে সবচেয়ে শক্তিশালী তাই বলে এটা নয় যে সে এখন গর্ব করতে পারবে। কিন্তু তার চিরকালের শত্রু তার সামনে দাড়িয়ে আছে। তাই সে চুপ থাকতে পারছে না।
-->>কে বলছে তোমার সাহায্য লাগবে? এই কয়টা ডিমনিক বিস্ট তো আমাদের জন্য কিছুই না।(রসিফ)
-->>হাহাহাহা। আমি জানি তুমি কখনো বদলাবে না। যাইহোক তোমার টিমের অবস্থা তেমন ভালো দেখাচ্ছে না। তাই সাহায্য চাইতে পারে।(চেইন)
যদিও রসিফ অনেকটা রেগে আছে চেইনের কথায়, তারপরও সে নিজের টিম মেম্বারের কথা চিন্তা করে আর নিজের গর্বের কথা মনে করলো না। এতোক্ষনে ঠিকই সে সঠিক চিন্তা করছিলো, কিন্তু চেইন তার সামনে আসার পর তার চিন্তা ভাবনা অনেকটা বাচ্চার মতো হয়ে যায়।
-->>চেইন আমাদের সাহায্য করো।(রসিফ)
রসিফ কথাটা অন্যদিকে তাকিয়ে বললো। যদিও সাধারন সময়ে চেইন মজা নিতো রসিফের কথাটার, কিন্তু এখন সেটার সময় নেই। এমনিতেও তাদের সাহায্য না করলেও ডিমনিক বিস্টদের হত্যা করতেই হবে। তাই তারা দাঁড়িয়ে না থেকে ফাইট করতে শুরু করলো।
চেইনের টিম এবং রসিফের টিম ডিমনিক বিস্টের সাথে লড়তে লাগলো। দুটো টিম পর্যায়ক্রম করে ফাইট করছিলো। যার ফলে যাদের এনার্জি শেষের দিকে ছিলো তারা একটু বিশ্রাম নিতে পারছে। ডিমনিক ফক্স, ডিমনিক ডিয়ার(হরিণ), ডিমনিক স্পাইডার সেই সাথে বেশ কিছু ডিমনিক বেয়ার(ভাল্লুক) এসেই যাচ্ছে সামনে থেকে। যত হত্যা করে যাচ্ছে ততই তাদের সামনে বেশী করে ডিমনিক বিস্ট চলে আসছে।
চেইনের টিম ফাইট করছিলো সেই সাথে রসিফের টিমের কয়েকজন সাপোর্ট দিচ্ছিলো। রসিফের টিমের বাকি সবাই একটি রেস্ট নিচ্ছিলো, কারন তাদের এনার্জি শেষ হওয়ায় অনেক ক্লান্ত ছিলো। ডিমনিক বিস্টের সংখ্যা কোনো মতেই কমছে না। চেইনের টিমের চেইন, ডুফেস এবং জেয়াব সামনে ফাইট করছিলো তাদের সোর্ড দিয়ে। পিছন থেকে এলিন, মাইরা, এবা, মিও সাপোর্ট দিচ্ছিলো তাদের ম্যাজিক দিয়ে। চেইন এলেক্সকে আবারো দুই হিলারের কাছে থাকতে বলেছে। তবে পরিস্থিতি তেমন ভালো মনে হচ্ছে না। একের পরে এক শক্তিশালী ডিমনিক বিস্ট এসেই যাচ্ছে শুধু, তাই চেইনের টিমের সবার ক্লান্ত হতে বেশী সময় লাগলো না।
-->>এরকম হবে জানলে আমি এখান দিয়ে আসতামই না।(জেয়াব)
-->>আমাদের প্লান ছিলো ফাইট না করার, তাহলে আমরা এখানে ফাইট করছি কেনো?
-->>কমপ্লেইন করা বাদ দিয়ে ডিমনিক বিস্টের দিকে নজর দাও তোমরা। কারন এখানে একটা ভুল করলে নিজের জীবন হারাবে।(চেইন)
-->>মিও তুমি আবারো সেই স্পেল ব্যবহার করে সব এক সাথে শেষ করে ফেলো না কেনো।(ডুফেস)
-->>আরে গাধা ঔটা স্পেল না। ঔটাকে ডোমেইন বলে।(জেয়াব)
-->>ঔ হলো একই।(ডুফেস)
-->>এভাবে চললে আমাদের কেউ না কেউ খুব গুরুতর আহত হবে, তাই সবাই সাবধানতার সাথে ফাইট করো।(চেইন)
ডিমনিক বিস্ট শুধু এসেই যাচ্ছে। এমন মনে হচ্ছে ফরেস্টের সামনে কোনো ঝড় বা ভূমিকম্প হয়েছে যার ফলে সকল ডিমনিক বিস্ট এদিকে দৌড়ে পালাচ্ছে। চেইন, ডুফেস এবং জেয়াব তাদের সোর্ডে তাদের অউরা এনার্জি প্রয়োগ করে ব্যাসিক স্কিল গুলোর মাধ্যমে ডিমনিক বিস্টদের আহত করছে। আর সেটাকে শেষ করছে মানা ইউজাররা তাদের স্পেলের মাধ্যমে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নামই নিচ্ছে না।
সমস্ত কিছুর মধ্যে এলেক্স কিছু করতে পারছিলো না। তবে সে হার মানার মতো ছেলে নয়। যদিও সে অন্যদের চোখে পরতে চাচ্ছিলো না কিন্তু এই নয় যে এখানে তার কিছু করার নেই। এলেক্স একটা স্কিল পেয়েছে কাল রাতে। স্কিলের নাম হ্যাক।
""
""
××× স্কিল মেনু ×××
স্কিলঃ হ্যাক
হোস্টের পূর্বে জীবনের একটা স্কিল। এটা বর্তমানে হোস্টের ম্যাজিকাল স্কিলে পরিনত হয়েছে। তাই হোস্ট এটাকে নতুন ভাবে ব্যবহার করতে পারবে। স্কিলটা দ্বারা হোস্ট অন্যান্য ব্যক্তিদের শরীরকে কিছু সময়ের জন্য কন্ট্রোল করতে পারবেন। লেভেল অনুযায়ী হোস্ট অন্যদের কন্ট্রোল করতে পারবে। তাছাড়া স্কিল একটিভ হলে হোস্ট অন্যের শরীরের স্কিল সহ নিজের স্কিলও ব্যবহার করতে পারবে। তবে স্কিল একটিভ হওয়ার জন্য অবশ্যই হোস্টের টার্গেটের মাইন্ড পাওয়ার কম হতে হবে। যদি হোস্টের টার্গেটের ইন্টেলিজেন্স থেকে হোস্টের ইন্টেলিজেন্স ডাবল না হয় তাহলে স্কিলটা কাজ করবে না।
ইফেক্টঃ
১)হোস্টের থেকে সর্বোচ্চ দশ লেভেল বেশী ব্যক্তির উপরে এক মিনিট কাজ করবে স্কিলটা।
২)হোস্টের থেকে কম লেভেলের টার্গেটের উপরে সর্বোচ্চ পাঁচ মিনিট কাজ করবে।
৩)হোস্ট অন্যের শরীর কন্ট্রোল করার পরে তাদের ক্ষমতা ব্যবহার করতে পারবে।
৪)স্কিল একটিভ থাকলে হোস্ট নিজের স্কিলও ব্যবহার করতে পারবে, তবে তাদের ক্ষমতা অর্ধেক কমে যাবে।
শর্তঃ স্কিলটার জন্য অবশ্যই হোস্টের ইন্টেলিজেন্স বেশী থাকতে হবে। দ্বি গুন ইন্টেলিজেন্স থাকলেও অনেক সময় এটা একটিভ না হওয়ার সম্ভবনা আছে। স্কিল একটিভ করার জন্য টার্গেটকে অবশ্যই দশ হাতের মধ্যে থাকতে হবে। স্কিলটা অনেক এনার্জি ব্যবহার করে, তাই হোস্টকে সতর্কতার সাথে ব্যবহারের নির্দেশ দেওয়া হচ্ছে।
কুলডাউনঃ এক ঘন্টা।
""
""
এলেক্স প্রথমে স্কিলটা পেয়ে বেশী খুশি হয় নি। কারন অন্যের শরীর কন্ট্রোল করা মোটেও ভালো একটা বিষয় না। আর বিশেষ করে এই স্কিল ব্যবহার অধিক শত্রুদের সামনে করা যাবে না। কারন এই স্কিল ব্যবহার করলে এলেক্সের নিজের শরীর কন্ট্রোলে থাকবে না। তাই তখন কেউ তার শরীরে আক্রমন করলেই এলেক্স মারা যাবে। কিন্তু,
-->>এখন সময়টা পারফেক্ট।(এলেক্স)
এলেক্সকে কিছুই করতে হচ্ছে না, সে রসিফের টিমের সাথে রয়েছে, মূলত তার কাজ ছিলো স্নেরা এবং লুবার পাশে থাকা। আর এই সময়ে তার পিছনে আছে তাদের সামনে চেইন এবং বাকিরা ডিমনিক বিস্টের সাথে ফাইট করছে। বাকি ডিমনিক বিস্ট পাশ কেটে চলে যাচ্ছে, তারা কোনো আক্রমনের কথা ভাবছে না। শুধু যারা সামনে আসছে তাদেরই ডিমনিক বিস্ট আক্রমন করে যাচ্ছে। এলেক্স তার নিজের ক্ষমতা এখানে ব্যবহার করতে চাচ্ছিলো না। কারন শক্তিশালী হলে সবার নজর তার দিকেই থাকবে। আর সেটা এলেক্স পছন্দ করে না। যেমনটা মিও এর সাথে হচ্ছে। কোনো ফাইট হলেই সবাই প্রথমে মিও এর দিকে তাকিয়ে থাকে, কারন তাদের টিমের মধ্যে তো সেই সবচেয়ে শক্তিশালী।
"হ্যাক"
"হ্যাক"
"হ্যাক"
এলেক্স তিন বার চেষ্টা করলো। কিন্তু তার স্কিল একটিভ হলো না। স্কিলের শর্তে তো লেখায় আছে যে এটা সহজে একটিভ হতে পারবে না৷ এলেক্সকে অবশ্যই এমন কাউকে খুজতে হবে যাদের মাইন্ড পাওয়ার একদম কম। তবে বেশী খুজতে হলো না। ডুফেস এসেছিলো তার পায়ের ক্ষত ঠিক করাতে। স্নেরা এবং লুবা তাকে হিলিং ম্যাজিক দিয়ে হিল করে দেয়। তাই এলেক্স সময়টা ভালোই কাজে লাগালো।
"হ্যাক"
এলেক্সের মনে হলো হঠাৎ তার শরীরটাকে কেউ যেনো হেঁচকা টান দিলো। চোখ বন্ধ করে ফেলার পর যখন সে চোখ খুললো তখন নিজের দাড়ানো জায়গা থেকে অন্য একটা জায়গায় সে নিজেকে পেলো।
-""মাস্টার আপনি হ্যাক স্কিল ব্যবহার করেছেন। আপনার থেকে কম লেভেল হওয়ায় আপনি আপনার টার্গেটের শরীর পাঁচ মিনিটের জন্য ব্যবহার করতে পারবেন।""-
এলেক্সের সামনে সিস্টেম এর প্রজেকশনও চলে আসলো। সে তার শরীরকে হঠাৎ ভারী অনুভব করতে লাগলো।
"হ্যা এটা তো নওয়ার কথায় ছিলো। কারন এখন পাঁচ মিনিটের জন্য আমার ভুড়ি রয়েছে।" (এলেক্স ভাবছে)
এলেক্স ডুফেসের শরীরে প্রবেশ করেছে পাঁচ মিনিটের জন্য। এটা অনেক ভালো একটা স্কিল এইরকম সময়ের জন্য। কারন তার আসল শরীর নিয়ে কোনো চিন্তা করতে হবে, সেখানে রসিফের টিমের সবাই রয়েছে প্রটেকশনের জন্য। তাই এই সুযোগে এলেক্স চললো সামনে।
-->>এতো সময় লাগলো কেনো ডুফেস?(জেয়াব)
-->>কি আর বলবো এই ভুড়ি নিয়ে হাটা একটু কষ্টকর।(ডুফেসের শরীরে এলেক্স)
-->>ঠিক আছে কথা না বলে কাজ বেশী করো। ডুফেস একটু....(চেইন তার কথা শেষ করতে যাবে তার পূর্বেই ডুফেস এগিয়ে গেলো)
যেহেতু সিস্টেম এর মেসেজ এলেক্স ডুফেসের শরীরে থেকেও দেখতে পারছে, তাই সে সিওর যে সে ইনভেন্টরি থেকে আইটেমও ব্যবহার করতে পারবে। ডুফেসের শরীর ভারি হলেও এটা একটা অউরা ব্যবহার কারীর শরীর, আবার এলেক্সের নিজের শরীরও নয়, তাই এলেক্স নিজ ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারবে। সে তার ইনভেন্টরি থেকে দু হ্যাডেড ওগ্রে মনস্টার এর টু হ্যান্ডেড হ্যাভি বিগ সোর্ড বের করে নিলো। এটার উচ্চতা ডুফেসের থেকে বড়, এলেক্সের শরীর ছোট হলেও তার স্ট্রেন্থের কারনে এটা ব্যবহার করা যেতো, কিন্তু এলেক্সের কাছে এতো বড় সোর্ড ব্যবহার করা মোটেও ঠিক মনে হয় না। কারন এই সোর্ডটা এতো বিশাল যে এটার মধ্যে এনার্জি প্রয়োগ করলে কয়েকটা এট্যাকের পরেই শরীরর এনার্জি শেষ হয়ে যাবে। আর এলেক্স নিজের এনার্জিকে অনেক গুরুত্ব দেই। গ্লাটোনি সে একদিন ছাড়া ব্যবহার করতে পারবে না। আর নিজের কনজিউমার টাইটেলের ইফেক্ট অনুযায়ী তাকে এনার্জি যুক্ত খাবার খেতে হয়। যেহেতু সাধারন খাবারে অল্প পরিমান এনার্জি থাকে তাই এনার্জির অনেক গুরুত্ব এলেক্সের জন্য।
যাইহোক এলেক্স ডুফেসের ভারী শরীর নিয়ে হাতে তার থেকে বিশাল সোর্ড নিয়ে এগিয়ে গেলো ডিমনিক বিস্টের দিকে। যদিও তার এজিলিটি এখন নিজের মতো নয় তারপরও সেটার প্রয়োজন হবে না। সোর্ডের মধ্যে ডুফেসের এনার্জি প্রয়োগ করে সে একটা ডিমনিক ডিয়ারের উপরে তার সোর্ড দিয়ে এট্যাক করলো। এক এট্যাকের ফলে ডিয়ারটা কেটে দু টুকরো হয়ে গেলো। সেই সাথে সোর্ডের ফোর্স মাটিতে পরে সামনের তিন মিটার জায়গার মধ্যে একটা সক ওয়েব তৈরী করলো। যার ফলে সেই তিনমিটার জায়গার মধ্যকার সাতটা ডিমনিক বিস্ট এক সাথেই মারা গেলো।
"ওয়াও আমি ভাবি নি এই সোর্ডটা এতো শক্তিশালী হবে।" (এলেক্স ভাবছে)
""
""
××× আইটেম মেনু ×××
আইটেমঃ ব্লেড অফ গবলিন কিং
এটা একটি টু হ্যান্ডেড হ্যাভি বিগ সোর্ড, যা ব্যবহারের জন্য অসংখ্য স্ট্রেন্থ এবং দুই হাতের প্রয়োজন হয়। গবলিন কিং যখন ইভোল্ব হয়ে টু হ্যাডেড ওগ্রেতে পরিনত হয় তখন তাকে হত্যার মাধ্যমে এটা ড্রপ হয়েছে।
ইফেক্টঃ
১)হাতে নিলে স্ট্রেন্থ ৫০ বৃদ্ধি পাবে।
২)ব্যবহারে ১০% চান্স রয়েছে ক্রিটিকাল হিটের।
৩)ব্যবহারে এরিয়া ইফেক্ট দিয়ে থাকে।
শর্তঃ
১)ব্যবহারের জন্য অবশ্যই অউরা এনার্জি প্রয়োজন।
২)ব্যবহারের জন্য অবশ্যই ৮০+ স্ট্রেন্থ পয়েন্ট দরকার।
""
""
এলেক্স এট্যাকের পরে সামনের দিকে তাকালো। তিন মিটার জুড়ে মাটি ফেটে গিয়েছে এবং সেখানের মোট আটটা ডিমনিক বিস্ট হত্যা হয়েছে। সোর্ডটা এক হিসাবে ভালো লেগেছে এলেক্সের কারন এটার মধ্যে এরিয়া ইফেক্ট রয়েছে। এটা দিয়ে আক্রমন করলে শুধু নির্দিষ্ঠ জায়গায় সেটা ক্ষত তৈরী করবে না, বরং অনেকটা এরিয়া নিয়ে ড্যামেজ দিবে। আর তাছাড়াও এটা হাতে নিলে স্ট্রেন্থে ৫০ স্ট্যাট বৃদ্ধি পাবে। একজন নাইটের জন্য এর থেকে আর কি লাগে।
-->>আমি কি এটা ভুল দেখছি? ডুফেস হঠাৎ এতো শক্তিশালী হয়ে উঠলো কিভাবে?(জেয়াব)
-->>আমার মনে হয় ডুফেস তার আসল ক্ষমতা এতোদিক লুকিয়ে রেখেছিলো। যায়হোক সোর্ডটা হয়তো তার পরিবারের শক্তিশালী কোনো ম্যাজিকাল আইটেম হবে।(চেইন)
-->>এতো লোক থাকতে ডুফেসই এখানে হিরো হওয়ার চেষ্টা করছে।(মাইরা)
-->>আমার তো এখনো ওর গানের কথা মনে পরলে শরীর শিউরে উঠে।(এবা)
সবাই ডুফেসকে নিয়ে কথা বললেও মিও এবং এলিন একবার পিছনের দিকে তাকালো। এলিনের মাথায় একটা সন্দেজ আসলো, তখনি তার সাথে টেলিপ্যাথিতে হেল ফায়ার ফিনিক্স কথা বলতে লাগলো।
"মাস্টার এটা নিশ্চয় জিডুরীর হোস্ট। আমি তার শরীর থেকে একই এনার্জি অনুভব করতে পারছি।"(ফিনিক্স)
-->>আমি ভাবি নি, এমন কিছু ব্যবহার করতে পারবে ও।(এলিন)
"মাস্টার আমার মনে হয়, জিডুরীর মধ্যে মাস্টারের থাকা ক্ষমতা ভালো ভাবেই ব্যবহার করতে পারছে সে এখন।" (ফিনিক্স)
-->>তাহলে আমাদেরও শক্তিশালী হতে হবে তারাতারি।(এলিন)
"জ্বী" (ফিনিক্স)
এলেক্স ডুফেসের শরীরে থেকে অনেক ভালো ভাবেই বিস্ট হান্ট করছিলো। ভালো বিষয় প্রতিটা ডিমনিক বিস্টের এক্সপি পয়েন্ট ডুফেস পাচ্ছিলো না বরং এলেক্সের কাছেই যাচ্ছিলো। পাঁচ মিনিট ডুফেসের শরীরে থাকার পরে এলেক্সের স্কিলের ইফেক্ট শেষ হয়ে গেলো এবং সে নিজের শরীরে ফেরত চলে আসলো।
"যাক পাঁচ মিনিট খারাপ ছিলো না। যদিও ওর মোটা শরীরে আমি কমফোর্ট ফিল করছিলাম না, তারপরও বেশ কিছু এক্সপি পয়েন্ট আমার কাছে এসেছে। সবচেয়ে ভালো আমার এনার্জি শুধু স্কিল ব্যবহারেই লেগেছে। ডুফেসের শরীরে প্রবেশের পরে ওর এনার্জি ব্যবহার করতে পেরেছি।" (এলেক্স ভাবছে)
এলেক্সের জন্য এটা ভালো একটা আবিষ্কার। কারন সব সময় ফাইট হলে তাকে গোপন রাখতে হয় নিজের ক্ষমতা। আর সেটা করার ফলে এনার্জি সব সময়ই তার ফুল থাকে। যদিও হ্যাক স্কিলটা ব্যবহারে অনেক এনার্জি শেষ হয়ে যায়, তারপরও পরবর্তী সময়ে এলেক্স কিছুই করবে না তাই সেই ব্যবহার হওয়া এনার্জি মানা স্টোনের মাধ্যমে এবজোর্ব করে নিতে পারবে।
"স্কিলটা আসলেই একটা হ্যাক। ভাগ্য ভালো ছিলো আমি পূর্বে পৃথিবীতে একজন এক্সপার্ট হ্যাকার ছিলাম। তাই তো এখন এটা কাজে দিচ্ছে।" (এলেক্স ভাবছে)
অন্যদিকে ডুফেসের শরীর এলেক্স ব্যবহার করে পাঁচ মিনিটের মধ্যেই অধিকাংশ ডিমনিক বিস্ট হত্যা করে ফেলেছে। যদিও এখনো আসছে, কিন্তু ডুফেস টু হ্যান্ডেড হ্যাভি সোর্ড ব্যবহার করে যে ডিসট্রাকশন তৈরী করেছে মাটিতে তাতে কোনো ডিমনিক বিস্ট তাদের সামনে দিয়ে আসছে না। প্রায় ডিমনিক বিস্ট পাশ কেটে চলে যাচ্ছে। এতোকিছু যে ডুফেস করেছে কিন্তু তার বিন্দুমাত্র ধারনা নেই কি হয়েছে। তার যতদূর মনে পরে সে স্নেরা এবং লুবার কাছে হিল করতে গিয়েছিলো। কিন্তু এখন, তার শরীরে বিন্দুমাত্র এনার্জি নেই। আর সামনে মনে হচ্ছে মাটির উপরে উল্কাপিন্ড পরেছে। সেই সাথে গাছ পালা ভেঙে সামনের রাস্তা আটকে গিয়েছে যার ফলে ডিমনিক বিস্ট গুলো সামনে থেকে আসতে পারছে না।
-->>কি হয়েছে এখানে?(ডুফেস কিছু বুঝতে না পেরে)
পিছন থেকে জেয়াব এবং চেইন ডুফেসের কাধে হাত দিলো এবং বাহাবা জানাতে লাগলো,
-->>আমি জানতাম না ডুফেস তুমি এতোটা শক্তিশালী একটা ম্যাজিকাল আইটেম বহন করছো তোমার সাথে।(চেইন)
-->>হ্যা আমাদের ডুফেস দেখিয়ে দিয়েছে কে আসল হিরো।(জেয়াব)
ডুফেস বুঝতে পারছে না তারা কি বলছে। তার যতটুকু মনে আছে সে স্নেরা এবং লুবার কাছ থেকে আসতে ছিলো, কিন্তু এক পলক চোখ বন্ধ করার পর সে এখানে দাড়িয়ে আছে। তাই কিছুই বুঝতে পারছে না। ডুফেস কিছুটা পিছনের দিকে তাকালো। সব মেয়েদের চাহনী দেখে সে লজ্জা পেতে লাগলো। সেই সাথে তার আত্মবিশ্বাসও বারতে লাগলো।
"আমার মনে হয় আমার শরীরকে ভূতে কন্ট্রোল করেছে। কিন্তু যায়হোক, সবাই মনে হচ্ছে আমাকে হিরো ভাবছে। হাহাহাহাহা, এলেক্সের বানিয়ে দেওয়া লুক আর আমার শক্তি আমি আসল হিরো হয়ে গিয়েছে। এখন সকল মেয়েরাই আমার উপরে ক্রাশ খাবে। এলিন তুমি তো শুধু আমারই হবে, হাহাহাহাহাহাহা। মাইরাও তাকিয়ে আছে, তাহলে কি আমি এক সাথে দুই নৌকায় পা দিতে পারবো? বিয়ের পরে হয়তো একটু ঝগড়া হবে, কিন্তু আমি মানিয়ে নিতে পারবো। ইসসসস আমার লজ্জা করছে।" (ডুফেসের মনের ভাবনা)
কিছু ক্ষনের জন্য পরিবেশ অনেকটা নিশ্চুপ ছিলো। কারন সামনের পথ আটকানো ছিলো আর কোনো ডিমনিক বিস্ট পাশ থেকে আক্রমন করছে না। টিমের সবাই আজকে অবাক হচ্ছে। কেউ না বুঝতে পারলেও মিও বুঝতে পেরেছে কোনো কিছু এখানে সমস্যা আছে। ডিমনিক বিস্ট সব সময় জীবিত বস্তু দেখলেই আক্রমন করে কোনো ভয় ছাড়া। কিন্তু সকল ডিমনিক বিস্টের শরীরে ভয়ে চিহ্ন দেখা যাচ্ছে। মিও বুঝতে পারলো কোনো একটা শক্তিশালী বস্তু এদিকে আসছিলো তাইতো দুর্বল ডিমনিক বিস্ট গুলো ভয়ে এখান থেকে পালাচ্ছে। তবে যাদের পথের সামনে তারা দাড়িয়েছিলো শুধু তারায় আক্রমন করেছে।
মিও এর ভাবনা ভুল হলো না। এতোক্ষন তেমন শক্তিশালী ডিমনিক বিস্ট না আসলেও, তিনটা হাইব্রিড হঠাৎ সামনের ব্লক হয়ে যাওয়া রাস্তার ভাঙা গাছপালা ভেঙে দুই টিমের সকল মেম্বারের দিকে দৌড়াতে লাগলো। একটা বিশাল হাতি যার শরীরে ঈগলের মতো বিশাল ডানা রয়েছে, একটা বাঘ যার দুটো মাথা রয়েছে এবং সর্বশেষ একটা গন্ডার যার সাইজ প্রায় একটা হাতির সমানই হবে। তিনটা ডিমনিক হাইব্রিড এতো স্পিডে আসছিলো যে কেউই প্রস্তুত ছিলো না। দুই টিমের সকল সদস্য ভয়ের স্টেটে চলে গেলো। তাদের চিন্তা ভাবনার কোনো শক্তি ছিলো না। শুধু তিনজনই এই পরিস্থিতিতে স্বাভাবিক ছিলো। তবে তিনজন কিছু করতে যাবে তার পূর্বেই,
-->>এনার্জি ড্রেইন।
পিছন থেকে একটা চিল্লানি শোনা গেলো। একজন মানুষ, না মানুষ নয় বরং একজন ডেভিল দৌড়ে আসছিলো, সে তার স্কিল ব্যবহার করেছে। এনার্জি ড্রেইন, যেটা ব্যবহারের সাথে সাথে তিন বিশাল ডিমনিক হাইব্রিডের সকল এনার্জি ডেভিলের হাত দিয়ে তার শরীরে প্রবেশ করলো। আর তিন হাইব্রিডের হাড্ডি ওয়ালা কঙ্কাল মাটিতে পরে গেলো এবং সেগুলো গুঁড়ো পাউডার হয়ে গেলো।
-->>ওয়াও আমি ভাবি নি এখানে আমি এতো গুলো মানুষ দেখতে পারবো। আমি ভেবেছিলাম আমার ভাগ্য আসলেই খারাপ, যেহেতু সবচেয়ে শক্তিশালী ডিম্যান প্রিন্সের সাথে দেখা হয়েছিলো, কিন্তু কে ভাবছিলো প্রিন্স অফ প্রাইড লুসিফার এতো দুর্বল হবে যে তার থেকে আমি পালিয়ে চলে আসতে পারবো। হ্যা এই মানুষ গুলোকে হত্যা করে আমি আমার পোর্টালে চলে যেতে পারবো। একবার পোর্টালে প্রবেশ করলে আর লুসিফার আমার কিছুই করতে পারবে না। হাহাহাহাহাহাহাহাহাহাহা।(কেমোরাস)
কথাগুলো অন্য একটা ভাষায় ছিলো তাই চিল্লিয়ে বলার পরও কেউ বুঝতে পারলো না। তবে এলেক্সের সেটা বুঝতে কোনো সমস্যা হলো না। যেহেতু তার কাছে রুলার অফ ডেড এর কিছু আংশিক স্মৃতি রয়েছে, তাই সে খুব সহজেই এই ভাষাকে বুঝতে পারলো। সে এই ভাষা নিয়ে আগ্রহী হলো না, বরং একটা নাম নিয়ে কৌতুহল হল।
"ডিম্যান প্রিন্স অফ প্রাইড লুসিফার। আমি কি ঠিক শুনেছি।" (এলেক্স)
এলেক্স কি করবে ভাবছিলো। সে না চাইলেও তাকে কিছু একটা করতে হবে। হোক সেটায় তার ক্ষমতা বাকি সবাই দেখুক। কারন তার সামনে সাধারন কোনো কিছু নেই, এই পর্যন্ত এলেক্সের দেখা সবচেয়ে শক্তিশালী একটা বস্তু তার সামনে রয়েছে। ডেভিল, যারা ডিম্যান কিং এর অধীনে থাকে, তাদরই একজন এলেক্সের সামনে রয়েছে। ডেভিলটা, দুই টিমের সবাইকে আক্রমন করবে তখনি পিছন থেকে আরেকটা শব্দ শোনা গেলো। ডেভিল হাওয়ার মধ্যে উড়তে ছিলো তার কালো দুটো ডানা মেলে দিয়ে, কিন্তু নিমিষেই তার শরীরের হাজারো টুকরো হয়ে মাটিতে পরতে লাগলো।
-->>কুইক ড্র কমপ্লিট।(লুসিফার)
পিছন থেকে লুসিফার হাটতে হাটতে আসতে লাগলো। তার মুখের মাক্সের জন্য তার চেহারা দেখা যাচ্ছিলো না। কিন্তু তার প্রতিটা কদমের সাথে চারপাশের সব গুলো গাছ এক এক করে সমান ভাবে নিচে পরতে শুরু করলো। লুসিফার তার প্রায় কয়েক জায়গায় ফাটল ধরা মরিচে পরা কাটানাটা তার কোমরে থাকা খাপের মধ্যে ভরে নিলো এবং দুই টিমের কাছে আসতে লাগলো।
সবাই তাদের আশে পাশে খেয়াল করতে লাগলো, তাদের আশে পাশের প্রতিটা গাছ কয়েক হাজার টুকরোতে কেটেছে, যেটার ফলে তাদের চারপাশে অসংখ্যা কাঠি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার ডিমনিক ফরেস্টের মধ্যে আলো প্রবেশ করতো না ঘন গাছপালার জন্য, কিন্তু একশো মিটারের চেয়ে বেশে জায়গার মধ্যে গাছপালা না থাকায় পুরো জায়গার মধ্যে সূর্যের আলো অনেক তীব্র ভাবে কিরন দিতে লাগলো। লুসিফারের পিছন থেকে দুজন ব্যক্তি হাফাতে হাফাতে দৌড়ে আসলো এবং বলতে লাগলো,
-->>বাচ্চারা সবাই ঠিক আছো তো? কোনো চিন্তার কারন নেই? আমরা ক্যাপিটাল থেকে স্পেশাল মিশনে এসেছিলাম। আমরা তিনজনই হান্টার এসোসিয়েশান এর এস র্যাংক হান্টার তাই কোনো চিন্তার কারন নেই।(হান্টার মহিলাটা)
* * *
To Be Continued
* * *
অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। কেমন হলো অবশ্যই জানাবেন।