[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:২৫
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
রুলার অফ ডেড, তার আলাদা একটা এনার্জি সিগনেচার রয়েছে। সে যত জীবিত বস্তু হত্যা করবে তার ডেড এনার্জি ততই বৃদ্ধি পাবে। জ্যাক রিচুয়ালের বাইরে কাউকে হত্যা করে নি, তাই তার ডেড এনার্জি শূন্য ছিলো বলা চলে। কিন্তু সে ড্যানজনের মধ্যে প্রবেশের পর অনেক মনস্টার হত্যা করে যাচ্ছে। যদিও মনস্টার গুলো অনেক দুর্বল এবং তাদের থেকে সামান্য ডেড এনার্জি জ্যাক পাচ্ছে, কিন্তু এটায় যথেষ্ট বাকি রুলারদের নজরে পরার। জ্যাকের হাতের রিং এর মধ্যে বেশ কিছু পরিমান ডেড এনার্জি সিল রয়েছে যার কারনে কেউ সেটা অনুভব করতে পারে না। তবে যখন জ্যাক মারা যায় তখন সেই ডেড এনার্জির সাহায্যে জ্যাকের স্কিল ব্যবহার হয়।
রুলার অফ ডেড সে শক্তিশালী একটা রুলারের মধ্যে একজন। গড অফ ডেড অনেকেই রয়েছে, তবে সবচেয়ে শক্তিশালী গডই রুলারের মর্যাদা পায়। আর লিচ্ দ্যা আনডেড ডেড গডদের মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন গড ছিলো। তবে হাজারো বছর পূর্বে যখন এক্সব্লকের সবচেয়ে বড় যুদ্ধ সংঘঠিত হয় তখন লিচ্ দ্যা আনডেড ডিম্যান কিং এর তৃতীয় ডিম্যান প্রিন্স অফ গ্লাটোনি বিলজবাব এর হাতে মারা যায়। সাধারনত রুলার অফ ডেড এর ক্ষমতা ছিলো এমন যে সে কখনো মারা যাবে না যতদিন তার কাছে ডেড এনার্জি থাকবে। কিন্তু বিলজবাব তার জন্য এতোটাই শক্তিশালী হবে সেটা লিচ্ দ্যা আনডেড কল্পনা করতে পারে নি।
* * *
জ্যাক এবং জিতু দুজনে একসাথে প্রথম ফ্লোরে মনস্টার হান্ট করে যাচ্ছে। জ্যাক তার গিফটে পাওয়া রেইনবো বো হাতে নিয়ে তীর দিয়ে হত্যা করছে স্লাইম গুলোকে। রেইনবো বো এর সাথে একশত তীরও ছিলো, যেটার অর্ধেক জ্যাক শেষ করে ফেলছে। যদিও সে পূর্বে কখনো ধনুক ভালো ভাবে ব্যবহার করে নি, তারপরও হালকা পাতলা অভ্যাস তার আছে। আর এখন সামান্য ট্রেনিং এর ফলে সেটা পারফেক্ট হয়ে গিয়েছে। জ্যাক তার রেইনবো বো এবং তীর গুলোকে ব্যাগের মধ্যে রেখে দিলো। ব্যাগটা আজব একটা জিনিস। এটার মধ্যে যা রয়েছে, সেটা মোবাইলের ইনভেন্টরি অপশনে দেখা যায়। তাছাড়াও এর মধ্যে কোনো জিনিস রাখলে মনে হয় সেটা হারিয়ে যায় ভিতরে কোথাও। যদিও কোনো পন্যের কথা মনে করে হাত দিলেই সেটা হাতে চলে আসে।
"আমি এরকম ম্যাজিক পূর্বে কখনো দেখি নি!" (জ্যাক)
যদিও জ্যাক যেখান থেকে এসেছে সেখানে ম্যাজিকের ব্যবহার ছিলো। কিন্তু এরকম কোনো ম্যাজিক দেখে নি যেখানে সাইন্স এবং ম্যাজিকের ব্যবহার একসাথে হবে। যদিও জ্যাক নিজে অনেক কিছু তৈরী করতে চেয়েছিলো সাইন্স এবং ম্যাজিকের সংমিশ্রনে কিন্তু সেটা ছোট ছোট জিনিসই ছিলো। কিন্তু এখন সে যেটা দেখছে এতে বুঝতে পারছে তার ক্ষমতার একটা লিমিট আছে।
"যদিও আমি আমার ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির মধ্যে একজন ছিলাম। কিন্তু এখানে আমি বড় বড় হাতিদের কাছে একটা পিঁপড়া ছাড়া কিছুই না।" (জ্যাক ভাবছে)
জ্যাকের পূর্ব ক্ষমতা দিয়েও জ্যাক কখনো রিয়েলিটি বদলাতে পারতো না। জ্যাক চাইলেও কাউকে পাওয়ার দিতে পারতো না। কিন্তু এখন সে এমন একটা জায়গায় আছে যেটা শক্তিশালী বিয়িং দের দ্বারা তৈরী হয়েছে। এমন একটা জায়গায় আছে যেখানে শক্তিশালী বিয়িং রা তাদের ক্ষমতা অন্যদের সাথে শেয়ার করতে পারবে।
"আমাকে ঔ শল্তিশালী বিয়িং দের মতোই হতে হবে।" (জ্যাক ভাবছে)
জ্যাক জানে তার পাওয়ারের পার্থক্য কতখানি। একটা বিশাল সমুদ্রের মধ্যে সে একটা ছোট মাছ ছাড়া কিছুই না। আর এই সমুদ্রে মাঝে তাকে বড় মাছ হতে হলে শক্তিশালী হতে হবে।
-->>জিতু আমার মনে হচ্ছে সামনে শক্তিশালী কোনো মনস্টার থাকতে পারে।(জ্যাক)
জ্যাক দূরে কিছু লক্ষ করেছে। যদিও খোলা মাঠ, তারপরও উচু নিচু জায়গা হওয়ায় ভালো ভাবে দেখা মুশকিল। কিছু কিছু জায়গায় ছোট ছোট মাটির কিংবা পাথরের পাহাড়ও রয়েছে, তাই সব কিছু দেখা সম্ভব না। তবে জ্যাক অনেক দূরে চলে এসেছে জিতুর সাথে। এতোক্ষনে তার একশত এর বেশী স্লাইম হত্যা করা হয়ে গিয়েছে। কিন্তু তাতে একজনের লেভেল সহজেই বৃদ্ধি হয় না। একটা স্লাইম হত্যা করলে মাত্র এক এক্সপি পয়েন্ট পাওয়া যায়। যেখানে শূন্য লেভেল থেকে এক লেভেলে পৌছাতে এক হাজার এক্সপি প্রয়োজন হয়। পাঁচ ঘন্টার উপরে সময় ব্যায় করে জ্যাক এখনো দুইশত স্লাইম হত্যা করতে পারে নি। এটা কোনো গেম ওয়ার্ল্ড না বরং আসল একটা জায়গা, আর তাছাড়া জ্যাকের শরীর অনেক দুর্বল। সোর্ডকে কয়েকবার চালালেই সে আর হাটার শক্তি পায় না। এজন্য অনেক সময় লাগছে। তারপরও নিজের শরীরের লিমিট পার করে জ্যাক এগিয়ে চলছে।
-->>মাস্টার জ্যাক আমি মনে হয় সামনে শেয়ালের মতো কিছু দেখতে পারছি।(জিতু)
সামনে উচু একটা পাহাড়ের মতো জায়গা আছে। যার উপরে শেয়ালের মতো কিছু একটা দেখা যাচ্ছিলো। জ্যাকও খেয়াল করেছিলো একটু পূর্বে, কিন্তু সে শিওর ছিলো না সেটা কি। তাই তো জ্যাক এগিয়ে যেতে লাগলো জিতুর সাথে। স্নেক আর্মার যেটা জ্যাক তার গিফট অপশন থেকে পেয়েছে, সেটা জামার নিচে পরে নিয়েছে৷ নামে আর্মার হলে এটা অনেক পাতলা একটা আর্মার। একদম হালকা তাই জ্যাকের মনে হচ্ছিলো সে পাতলা কোনো টি শার্ট পরে আছে। স্নেক আর্মারের উপরে জামা পরে থাকায় কেউ দেখতে পারবে না যে কোনো আর্মার রয়েছে। জ্যাক তার জিনিসপত্র গুলো দেখতে লাগলো। প্রয়োজনীয় জিনিস বলতে জ্যাকের কাছে আপাতোতো রেইনবো বো রয়েছে, যেটা দ্বারাই তাকা শেয়ালটাকে হত্যা করতে হবে।
<প্লেয়ার জ্যাক, আপনি ওয়াইল্ড ওলফ এর ডোমেইনে প্রবেশ করেছেন।>
জ্যাক এবং জিতু দুজনের মোবাইলেই মেসেজ আসলো। দুজনে বুঝতে পারলো শক্তিশালী কোনো মনস্টারের সামনে তারা এসেছে।
<প্রথম ফ্লোরের ফিল্ড বস প্রথম সামনে আসায়, নতুন প্লেয়ারদের মোবাইলে নতুন অপশন চালু হবে।>
<প্লেয়াররা চাইলে শক্তিশালী মনস্টার হান্ট করতে একে অপরের সাথে পার্টি তৈরী করতে পারবে। দুজন থেকে যতজন ইচ্ছা একটা পার্টি তৈরী করে প্লেয়ার মনস্টার হান্ট করতে পারবে। এতে সমস্ত পার্টি মেম্বারের মধ্যে এক্সপি পয়েন্ট সমান ভাগে ভাগ হয়ে যাবে।>
জ্যাক এবং জিতু দুজনেই তাকিয়ে মেসেজটা পরতে লাগলো। দুজনের কাছেই জিনিসটা ভালো লাগলো। কারন তাদের দুজনের একজনও একা এই নেকড়েকে হত্যা করতে পারবে না। আর যদিও দুজন মিলে হত্যা করে তাহলে শেষ যে ব্লো দিবে সকল এক্সপি সেই পেয়ে যাবে। তাই এই পার্টির অপশনটা আসলেই অনেক ভালো। এতে করে যেই হত্যা করুক দুজনের এক্সপি পয়েন্ট দুজনেই সমান ভাবে পাবে।
-->>আমি জানি না এটা কতটা শক্তিশালী, কিন্তু জিতু আমাদের এক সাথে লড়তে হবে। আমি এটাকে আক্রমন করে আমার দিকে আনার চেষ্টা করেছি যেহেতু আমার কাছে একটা আর্মার আছে তাই সমস্যা হবে না। যেখন এটা আমাকে আক্রমন করতে আসবে তখন তুমি তোমার এক্সট্রিম ফিস্ট ব্যবহার করবে।(জ্যাক)
জ্যাক ছোট একটা প্লান বানিয়ে ফেললো কম সময়ের মধ্যে। যদিও প্লানটা তেমন কাজের না, কিন্তু এই সময়ে এটায় ভালো কাজে দিবে। যেহেতু জ্যাকের কিছু হলে সময় শুধু এক ঘন্টা পিছে যাবে তাই সে কোনো চিন্তা করছে না। কিন্তু একটা বিষয় দেখার রয়েছে, সেটা হলো এই নেকড়েটার সাথে ফাইট করতে গেলে কয়বার জ্যাককে মরতে হবে এটা নিয়েই সে চিন্তা করছে।
নেকড়ে সাধারন একটা পশু হলেও জ্যাক এবং জিতুর সামনে কোনো পশু ছিলো না। বড়ং সেটা একটা মনস্টার ছিলো। সিংহের মতো সাইজের নেকড়েটাকে এই খোলা মাঠের কিং মনে হচ্ছিলো। ফিল্ড বস নামটাকে সে শুধু শুধুই পায় নি। যেহেতু জ্যাক এবং জিতু বেশ দূরে ছিলো তাই এখনো নেকড়েটা এট্যাক করে নি তাদের উপরে, বরং এক নজরে জ্যাক এবং জিতুর দিকে তাকিয়ে আছে সে। একটা সাধারন নেকড়েকে একটা বড় সোর্ড থাকলে বা ধনুক থাকলে সহজেই হত্যা করা সম্ভব। কিন্তু এখানের নেকড়ে একটা বস মনস্টার। তাই সহজ হবে না এটাকে হত্যা করতে চাইলে।
-->>জিতু আমি তাহলে এটাকে এট্যাক করছি প্রথমে। তুমি আমার থেকে সরে গিয়ে ওর নজরকে তোমার দিকে রাখো একটু।(জ্যাক)
জ্যাক তার রেইনবো বো বের করলো। নামের সাথে ধনুকের মিল রয়েছে। সাত রঙের মিশ্রনে এই ধনুকটা তৈরী। যার স্পেশাল কিছু অপশনও রয়েছে। ধনুকের অর্ধেক তীর শেষ হয়ে গেলোও সেগুলো সাধারন তীর ছিলো যেটার কোনো কালার ছিলো না। কিন্তু বর্তমানে জ্যাক কাছে যে পঞ্চাশটা তীর রয়েছে সেগুলো সাত রঙের আলাদা আলাদা রয়েছে। জ্যাক এখনো জানে না কোনটার ব্যবহার কিরকম। তাই সে লাল রঙের একটা তীর নিয়ে সেটা দিয়ে নিশানা ঠিক করতে লাগলো। অন্যদিকে জ্যাকের কথা মতো জ্যাকের থেকে ডান দিকে সরে যেতে লাগলো জিতু। তারা প্রায় পঞ্চাশ মিটারের থেকে দূরে আছে নেকড়ে থেকে। জিতু ডান দিকে সরে যাওয়াতে নেকড়ের নজর জিতুর দিকে চলে গেলো এবং সেই সময়ে জ্যাক তার ধনুক থেকে তীর ছুড়ে মারলো নেকড়ের দিকে। জ্যাক ভাবছিলো হয়তো হ্যাডশট না লাগলেও অন্তত শরীরের কোথাও লাগবে, কারন এই পর্যন্ত সে পঞ্চাশটা তীর দিয়ে পঞ্চাশটা স্লাইমকেই হত্যা করতে পেরেছে।
জ্যাক পুরো কনফিডেন্ট নিয়ে তীর ছুরলো, তবে তার এবং নেকড়ে বসের দূরত্ব একটু বেশী হয়ে যাওয়ায় তীরটা নেকড়ের ধারের কাছেও গেলো। যেহেতু জ্যাক প্রথমে আক্রমন করেছে তাই নেকড়েটাও আর স্থির না থেকে জ্যাকের দিকে থেবে আসলো আক্রমন করার জন্য। সেটার স্পিড এতো ছিলো যে জিতু সময়ই পেলেও না পাশ থেকে এগিয়ে এসে এক্সট্রিম ফিস্ট ব্যবহার করার। আর এই সুযোগে নেকড়েটা এক কামড়ে জ্যাকের মাথা খেয়ে ফেললো।
-""হোস্ট মারা গিয়েছেন।""-
-""স্কিল ব্রিং মি ব্যাক একটিভ হচ্ছে।""-
-""হোস্ট তার মৃত্যুর এক ঘন্টা পূর্বে পৌছে যাবে।""-
একটা ওপি স্কিল, তারপরও জ্যাক এটার সাথে নিজেকে এক করতে পারছে না। প্রতি বার এই স্কিল ব্যবহার করতে হলে জ্যাককে মারা যেতে হয়। আর মারা যাওয়া মোটেও হালুয়া খাওয়ার মতো জিনিস নয়। জ্যাক এক ঘন্টা পূর্বে চলে আসার পরও তার মনে হচ্ছিলো তার গলা থেকে তার মাথা কেটে গিয়েছে এবং সেটা কারো মুখের দাঁড়ালো দাতে কটকট করে ভেঙে যাচ্ছে। তার এই স্কিলটা একটিভ হলেই বেশ কিছুক্ষন তার হার্টবিট অনেক বেড়ে যায় এবং সারা শরীরে প্রচন্ড ব্যথা হয়। জ্যাক একটা জিনিস খেয়াল করেছে, তার যত যন্ত্রনা দায়ক মৃত্যু হয় তার ফেরতটাও তত যন্ত্রনাদায়ক হয়।
"সাধারন ভাবেই একজনকে অতিরিক্ত টর্চার করলে সে মৃত্যুর জন্য ভিক্ষা চাইতে থাকবে। তার মৃত্যুটা যদি টর্চারে হয়ে থাকে তাহলে সে আর জন্ম নিতে চাইবে না। কারন মৃত্যুকে সে তার সারাজীবনই ভয় পাবে। আমি এক সময়ে মৃত্যুকে জয় করেছিলাম কিছুটা হলেও, হয়তো এজন্য কিছু মুহুর্তে পরে ঠিক হয়ে যায়।" (জ্যাক ভাবছে)
জ্যাক যেহেতু আকাশের শরীরে আছে, তাছাড়া এক সাথে তার মাথায় দুজন মানুষের স্মৃতি রয়েছে। আকাশের শরীর পেয়েছে তার স্মৃতি অনুযায়ী এটা জ্যাক সিওর কিন্তু অন্যটা, সেটা এতোটাই রিয়েল যে তাকে নিজের একটা লাইফ ভাবা ছাড়া কোনো উপায় নাই। দুটো স্মৃতির কারনে জ্যাক মৃত্যুকে সব সময়ই ভয় পাচ্ছে। আর যেটার ফল সে মরতে চাচ্ছে না। যদিও অনেকটা রেকলেস পথ বেছে নিয়েছিলো, কারন এক সময়ে শক্তিশালী ব্যক্তি যার কাছে ওয়ার্ল্ড ডোমিনেট করার ক্ষমতা ছিলো সে সাধারন একটা মানুষে পরিনত হলে আর কিই বা হবে। তবে এবার জ্যাক সাবধান হয়ে কাজ করবে।
-->>মাস্টার জ্যাক আমার মনে হচ্ছে আমি দূরে শেয়ালের মতো কিছু একটা দেখতে পাচ্ছি।(জিতু)
আবারো পূর্বের কথা বার্তা এবং মোবাইলে একই মেসেজ। জ্যাক জিতুর সাথে পার্টি বানিয়ে নিলো। পূর্বে দূর থেকে তীর ছোড়ার ফলে সেটা নেকড়ের সাথে কানেক্টই হয় নি। যার ফলে জ্যাক কোনো কিছু করার সুযোগই পায় নি। তবে এবার সে আর ভুল করবে না। সে একসাথে তার ফায়ার ড্রাগন সোর্ড এবং রেইনবো বো বের করলো। ফিল্ড বসের থেকে এবার ত্রিশ মিটার দূরত্বে এসে দাড়ালো জিতু এবং জ্যাক। পূর্বের ভুল তারা দুজনেই করতে চাচ্ছে না। যদিও জিতু কিছুই জানে না পূর্বে কি হয়েছিলো।
-->>মাস্টার জ্যাক, আমরা কি এটাকে মারতে পারবো?(জিতু)
-->>চিন্তার কোনো কারন নেই। আমি বো দিয়ে এটাকে এট্যাক করবো। সকল মনস্টারের মত সে ও আমার উপরে আক্রমন করবে তখনি তুমি পাশ থেকে তোমার এক্সট্রিম ফিস্ট ব্যবহার করবে।(জ্যাক)
জ্যাকের কথা মতো জিতু প্রস্তুত হয়ে রইলো। জ্যাক ডান দিকে চলে গিয়ে দাড়ালো এক জায়গায় এবং জিতুকে লাফাতে বলতে লাগলো। জিতু যখন লাফ দিলো তখন নেকড়েটা কিছু সময়ের জন্য সেদিকে তাকালো। জ্যাক এই সময়টা নিয়ে নেকড়েটার উপরে লাল তীর দিয়ে আক্রমন করলো। তীরটা এবার মিস হলো না টার্গেট থেকে। যদিও এবারো জ্যাকের টার্গেট ছিলো নেকড়েটার মাথা, কিন্তু সামনের পায়ে গিয়ে লাগলো তীরটা। তবে এবার নেকড়ে তার স্বভাব পুরো বদলে গেলো। পূর্বে তো স্বাভাবিক ভাবে নেকড়েটা জ্যাকের দিকে তেড়ে আসছিলো, কিন্তু এবার সেটা বারসার্ক মুডে চলে গেলো। একটা হিংস্র প্রানী যে তার সামনে য পাবে তাই হত্যা করে ফেলবে সে জ্যাকের সামনে দৌড়ে আসছিলো।
"কোনো চিন্তার কারন নেই, যদিও মনস্টারটার চারদিক দিয়ে লাল অউরা তৈরী হয়েছে এবং চোখ লাল হয়েছে, তাছাড়া এটার প্যাটার্ন একই আছে।" (জ্যাক ভাবতে লাগলো)
জ্যাক দীর্ঘ একটা নিশ্বাস ফেললো এবং রেইনো বো টাকে ডান কাধে ব্যাগের সাথে ঝুলিয়ে রেখে ভিরুদাকে হাতে নিলো।
-->>ভিরুদা আজ অনেক দিন হলো আমরা এক সাথে এভাবে ফাইট করি না তাই না?(জ্যাক)
নেকড়েটা জ্যাকের শরীর আঘাত দিবে তার পূর্বেই জ্যাক একটা লাফ দেই ডান পাশে এবং নেকড়ের এট্যাক থেকে বেঁচে যায়। নেকড়েটা দুই সেকেন্ডের জন্য তার জায়গায় স্থির ছিলো। তখনি জিতু তার এক্সট্রিম ফিস্ট ব্যবহার করে নেকড়েটার উপরে। যেটা নেকড়েটাকে অনেকটা দূরে সরিয় দেই। জিতুও এই সুযোগে দূরে সরে যায়। কিন্তু মনস্টারটা জিতুকে আক্রমন করার জন্য এগিয়ে যাবে তখনি জ্যাক পিছন থেকে তার সোর্ড স্কিল ব্যবহার করে।
"কুইক স্টেপ ড্র"
জ্যাক তার স্কিল ব্যবহার করলো। এটা একটা সোর্ড স্কিল যেটা জ্যাককে তারাতারি মুভমেন্ট করতে সাহায্য করে এবং সেই সাথে তার সোর্ডকে তারাতারি চালাতে সাহায্য করে। যদিও এই শরীরে তার প্রাকটিস করার বেশী অভিজ্ঞতা নেই, তারপরও পিছনের দুই পায়ে ভালোই একটা ডেমেজ দিয়েছিলো। জ্যাক পিছনে ফিরতে যাবে সেই সময়ে নেকড়েটা জ্যাকের মুখে তার ধারালো নখ দিয়ে আঘাত করলো। এক আঘাতে জ্যাক ছয় মিটার দূরে গিয়ে পরলো। অনেকটা ডেমেজ দিয়েছে সে কিন্তু বেঁচে গিয়েছে স্নেক আর্মারের জন্য। তখনি জ্যাক সময় নষ্ট না করে তার রেইনবো বো হাতে নিলো এবং একটা তীর রেডি করলো নেকড়ের জন্য।
"লাইটনিং ম্যানুপুলেশন"
জ্যাক তার গিফটে পাওয়া স্কিল ব্যবহার করলো। তার হাত দিয়ে লাইটনিং তৈরী হতে লাগলো এবং সেটা তীরের মাথায় এসে জমা হতে লাগলো। পুরো ধনুক লাইটনিং এ পরিনত হয়ে গেলো এবং জ্যাক তার তীর ছুড়ে দিলো।
-->>হেডশট।(জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।