[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৪৫
।
।
""
স্কিলঃ ডেড জোন
স্কিলের মাধ্যমে হোস্ট তার চারপাশে ডেড এনার্জি অথবা ডার্ক এনার্জি দিয়ে একটা এরিয়া তৈরী করতে পারবে। যেটাকে সাধারন অর্থে ডোমেইন ও বলা হয়ে থাকে। এই এরিয়ার মধ্যে সকল নিয়ন্ত্রন হোস্টের হাতে থাকবে।
ইফেক্টঃ
১)ডোমেইনের মধ্যে সকল মৃত বস্তু হোস্টের কন্ট্রোলে চলে আসবে।
২)ডোমেইনের মধ্যে হোস্টের ইন্টেলিজেন্স ১০% বৃদ্ধি পাবে।
৩)ডোমেইনের মধ্যে হোস্টের আনডেড আর্মির ক্ষমতা দ্বিগুন বৃদ্ধি পাবে।
শর্তঃ ব্যবহারের জন্য অবশ্যই ডার্ক কিংবা ডেড এনার্জি থাকতে হবে।
কুলডাউনঃ ছয় ঘন্টা
""
""
স্কিলঃ গ্রিম রিপার
এটা ডেড রুলারের স্পেশাল একটা স্কিল। এটার মাধ্যমে হোস্ট তার অস্ত্রের মধ্যে ডেড এনার্জি ব্যবহার করতে পারবে। এই স্কিলের মাধ্যমে হোস্ট চাইলে তার সমান এবং নিচু লেভেলের জীবিত বস্তুর সোল(আত্মা) নষ্ট করতে পারবে।
ইফেক্টঃ
১)এজিলিটি এবং স্ট্যােমানা ১০% বৃদ্ধি করে।
২)সোলের উপরে ডেমেজ ১০০% বৃদ্ধি করে।
৩)স্কিল একটিভ হলে হোস্ট তার সাধারন সেন্স হারিয়ে একজন হত্যা পছন্দকারীতে পরিনত হয়।
শর্তঃ স্কিল একটিভ করলে পাঁচ মিনিট তার ইফেক্ট থাকবে।
কুলডাউনঃ স্বাভাবিক ভাবে এক ঘন্টা, তবে প্রতি দশ হত্যার পরে কুলডাউন শেষ হয়ে যায়।
""
(এলেক্স চরিত্রে)
রুলার অফ ডেড ব্যক্তিটার সামান্য পরিমান চিন্তার অংশকে এবজোর্ব করার ফলে তার বেশ কিছু স্কিলের মধ্য থেকে দুটোকে আমি নিজের করতে পেরেছি। প্রায় পনেরোটার মতো স্কিল ছিলো, তবে সেগুলো আমার কোনো কাজের ছিলো না। "গ্রিম রিপার" এবং "ডেড জোন" এই দুটো স্কিলই আমার জন্য ভালো লেগেছে। গ্রিম রিপার আমার এসাসিন্স জবের জন্য বেস্ট একটা স্কিল। তবে এটা একটা প্যাসিভ স্কিল হলে অনেকটা ভালো হতো। আমি বেশী লোভী না তাই এতো আশাও করছি না। আপাতোতো অনেক ভালো কিছু পেয়েছি আমি।
আজ এক মাস সময় পার হয়েছে এই টেস্টের। আরো এক মাসের মতো সময় আছে। চতুর্থ জোন আমাদের গন্তব্য তাই আমরা সেদিকে যাচ্ছি। আস্তে আস্তে হেটে গেলে বিশ দিনের মতো লাগবে আমাদের চতুর্থ জোনে পৌছাতে। যেহেতু টিমের অন্য কেউ এখন আর ডিমনিক বিস্টের সামনে পরতে চাচ্ছে না তাই আমিও কোনো সুযোগ পাচ্ছি না আমার লেভেল বারানোর জন্য।
"ইনফো" এমন একটা স্কিল যেটার কোনো কুলডাউন সময় নেই। আমি যতক্ষন ইচ্ছা ততক্ষন এটাকে ব্যবহার করতে পারি। আমার লেভেলের সাথে স্কিলটার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। আমি পূর্বে শুধু অন্যদের নাম এবং লেভেল দেখতে পারতাম। তবে এবার আমার মনে হচ্ছে এই স্কিলের থেকে ভালো কোনো স্কিল হতে পারে না। আমার স্কিলটা একটিভ ছিলো। এবং সবার প্রথমে আমার নজর পরলো চেইনের দিকে।
""
ক্যারেক্টার ইনফরমেশনঃ
নেইমঃ চেইন
লেভেলঃ ৮৮
একজন দায়িত্ববান লিডার যে তার টিম মেম্বারদের একদম আপন মনে করে।
???
""
আমি বুঝতে পারলাম আমার লেভেলের সাথে ইনফো স্কিলের ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। পূর্বে আমি আমার থেকে দশ লেভেলের উপরে কারো ইনফরমেশন দেখতে পারতাম না। তবে এখন আমি চেইনের লেভেলও দেখতে পারছি।
""
ক্যারেক্টার ইনফরমেশনঃ
নেইমঃ ডুফেস
লেভেলঃ ৪৩
টিমের সবথেকে হ্যান্ডসাম মেম্বার। যে নিজেকে হিরো এবং বাকিদের জিরো মনে করে। এলিনকে পছন্দ করে এবং এলেক্সকে নিজের ভাই মনে করে। চেইনকে লিডার হিসাবে সম্মান করে এবং মিওকে সবচেয়ে শক্তিশালী বলে দাবী করে।
এখন ভাবছে কিভাবে এলিনকে পটানো যায়।
""
ডুফেসের ইনফরমেশন অনেক ভালো করে দেখতে পারছিলাম। কিন্তু ওদের উপরে আমার ইন্টারেস্ট ছিলো না। আমার শুধু মিও এবং এলিনের ইনফরমেশন দেখার দরকার ছিলো।
""
ক্যারেক্টার ইনফরমেশনঃ
নেইমঃ মিও
লেভেলঃ???
""
আমি ভাবছিলাম মিও অনেক শক্তিশালী হবে। কারন তার লেভেল আমি এখনো দেখতে পারছি না। যেহেতু একটা শক্তিশালী হাইব্রিডকে মিও একায় হত্যা করেছিলো তাই আমি বলতে পারছি তার লেভেল অবশ্যই একশো এর বেশী হবে।
""
ক্যারেক্টার ইনফরমেশনঃ
নেইমঃ এলিন ভন উয়েক্সকুল
লেভেলঃ ৯৯
???
""
-->>এটা আশা করি নি।(আমি)
আমি হাটছিলাম। একবার আমার নজর এলিনের দিকে গেলো। আমার তাকানোর সাথে সাথে সে ও আমার দিকে একবার তাকালো। দুজনের চোখ দুজনের দিকে পরলো। আমি তাকিয়ে ছিলাম তার দিকে। তবে সে কেনো জানি আমার থেকে নিজের চোখ সরিয়ে নিলো।
আমি ভাবছিলাম এলিন অনেক শক্তিশালী হবে কিন্তু ৯৯ লেভেলে থাকবে সে এটা আশা করে নি। তার মানে আমি আপাতোতো ইনফো স্কিল দিয়ে ১০০ লেভেল পর্যন্ত অন্যদের ইনফরমেশন দেখতে পারবো। তবে লেভেল কম হওয়ার ফলে আমি এলিনের প্রশ্নবোধক ইনফরমেশন গুলো দেখতে পারছি না। যায়হোক আমার অন্য বিষয়ে আগ্রহ নেই। যেহেতু আমার স্পেশাল মিশনে এলিনেরটা শেষ হয়েছে তাই তাকে নিয়ে আর চিন্তা করতে হবে না।
আমি এসব বিষয়ে আর নজর দিলাম না। হাটাহাটি করার সময়ে অন্য কোনো কাজ না থাকায় আমার সময় আমি সিস্টেমের বিভিন্ন অপশন দেখার মাধ্যমেই কাটাচ্ছি। অনেকটা মোবাইলে চালানোর মতোই মনে হয় আমার কাছে এটাকে। তাই এক জিনিস বার বার দেখলেও বোর লাগে না।
""
ডেইলি মিশন,
১)ইনফো স্কিল ব্যবহার করুন পাঁচ জনের উপরে।
২)এক কিলোমিটার পথ হাটুন।
রিওয়ার্ডঃ
১)পাঁচ স্ট্যাট পয়েন্ট,
২)একটা র্যানডম বক্স।
""
আমার ডেইলি মিশন হয়েছে। আজকের টা অনেক সহজই ছিলো। যেহেতু সকাল থেকে হাটছি তাই এক কিলোর উপরে পথ পার হয়ে গিয়েছে। আর ইনফো তো সবার উপরেই ব্যবহার করা হয়েছে। আমি সময় নষ্ট না করে ইনভেন্টরি থেকে র্যানডম বক্স খোলার চেষ্টা করলাম। পাঁচ মিনিট সময় শেষ হওয়ার পরে বক্সটা খুললো।
-""কনগ্রাজুলেশন মাস্টার। আপনি একটা ডানজ্যানের চাবি পেয়েছেন। আপনি চাইলে যেকোনো সময়ে ডানজ্যানের দরজা খুলে তাতে প্রবেশ করতে পারবেন। এটা একটা রিয়েল ডানজ্যান তাই এর মধ্যে মনস্টার রয়েছে যাদের হত্যার মাধ্যমে বিভিন্ন আইটেম পাওয়ার সম্ভবনা থাকবে।""-
এলেক্সের চোখে এবার আগ্রহ দেখা গেলো। সে এমন একটা জিনিসের অপেক্ষা করছিলো। সে অপেক্ষায় আছে শুধু রাত হওয়ার জন্য এখন।
* * *
অন্যদিকে মেফাস একাডেমির মধ্যে,
এম্পায়ার থেকে যে দুজন গেস্ট এসেছিলো তারা এম্পায়ারে ফেরত গিয়েছে। ছোট একটা লিস্ট তৈরী করেছে তারা দুজনে। সেই লিস্টের মধ্যে কিছু প্রটেশন ছোট মেয়েদের নাম রয়েছে যারা ভবিষ্যতে অনেক বড় নাম করতে পারবে। আজ মেফাস ক্যাপিটালের একাডেমিতে তিনজন শিক্ষকই রয়েছেন। তারা বিভিন্ন টিমের লিডারের কাছে থাকা স্টোনের মাধ্যমে দশটা টিমকেই সুন্দর ভাবে মনিটর করতে পারছে।
কেউ চিটিং করছে কিনা সেটা দেখায় মূলত এই তিন শিক্ষকের কাজ। টেস্টের মধ্যে মৃত্যু ঘঠতে পারে, সেটার জন্য একাডেমি দোষী হবে না এটা সবাই জানে। তারপরও এটা নোবেলদের উপরে কাজ করে না। কিংডম এর নোবেল বিশেষ করে ডিউক এবং মারকুস এর সন্তান রয়েছে এই টেস্টে। যদি তাদের কিছু হয়ে যায় তাহলে একাডেমির সাথে ভালোই ছোট একটা যুদ্ধ তৈরী হতে পারে। আর তাদের সুরক্ষার জন্যই মূলত একাডেমির শিক্ষকরা তাদের মনিটর করছে।
তবে আজকে সকাল থেকে অনেক বড় একটা ঝামেলা তৈরী হয়েছে। স্যার আজরো বুঝতে পারছে না সে কি করবে। এই টেস্টের প্রধান হিসেবে সে নিযুক্ত হয়েছে। তাই তার উপরে অনেক চাপ রয়েছে। ম্যাডাম ডিয়ারা মূলত মানা এনার্জি ইউজার। সেই সাথে একজন উচ্চ লেভেল ম্যােজ ও বটে। সে সকাল থেকে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। এম্পায়ার থেকে নির্দেশ দেওয়া হয়েছে তিন শিক্ষকের একজনও একদম জরুরী কোনো মুহূর্ত ছাড়া ফরেস্টে প্রবেশ করতে পারবে না। তাই তারা বুঝে উঠতে পারছে না কি করবে।
সকাল থেকে পুরো ডিমনিক ফরেস্টের মধ্য থেকে সকল সিগন্যাল আসা বন্ধ হয়ে গিয়েছে। একটা স্টোনও কাজ করছে না। স্যার আজরো অনেকটা চিন্তিত আছেন। তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না।
-->>ভিতর থেকে কেউ একটা শক্তিশালী ব্যারিয়ার তৈরী করেছে। যেটা আমাদের সকল স্টোনের সিগন্যালকে বন্ধ করে দিচ্ছে।(ডিয়ারা)
-->>কিন্তু এটা কে করবে? পুরো কিংডমই তো জানে একাডেমির টেস্ট হচ্ছে ফরেস্টের মধ্যে।(হেলেন)
-->>আমার মনে হয় না আমাদের কিংডম এর কেউ হবে। কারন আমি কখনো শুনি যে আমাদের এই কিংডম এ এতো শক্তিশালী ব্যারিয়ার কেউ তৈরী করতে পারবে।(ডিয়ারা)
-->>সেটা তো আমিও বুঝতে পারছি।(হেলেন)
-->>ডিমনিক এনার্জি এটা। আমি কখনো ভাবতেও পারি নি ডিমনিক এনার্জির ব্যারিয়ার তৈরী হতে দেখবো আমি পুরো ডিমনিক ফরেস্ট জুড়ে।(আজরো)
ডিয়ারা বেশ কিছুক্ষন যাবৎ পরীক্ষা করছিলো ব্যারিয়ারকে নিয়ে। তাই সে বুঝতে পারছিলো ব্যারিয়ারটা তিন এনার্জির একটার দ্বারাও তৈরী হয় নি। অনেকটা ডিমনিক এনার্জির মতোই কিন্তু,
-->>আমি ডিমনিক এনার্নি নিয়ে পরীক্ষা করেছি, কিন্তু সম্পূর্ন আলাদা। যদিও ডিমনিক এনার্জি এতো শক্তিশালী কিন্তু এই এনার্জি তার থেকেও শক্তিশাল।(ডিয়ারা)
-->>এই সময়ে প্রিন্সিপাল নেই আমাদের সাথে। এখন তাকেই দরকার ছিলো।(আজরো)
-->>আমার মনে হয় এম্পায়ারে এই খবরটা জানালে সবচেয়ে ভালো হবে।(হেলেন)
-->>সেটায় করা ভালো হবে। আপাতোতো তাদের অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না।(আজরো)
তিন শিক্ষক এম্পায়ারের একাডেমিতে মেসেজ পাঠালো এবং তাদের উত্তরের অপেক্ষায় রইলো।
* * * * *
মেফাস ক্যাপিটালের মধ্যে,
দুজন ব্যক্তি তাদের পরিচয় লুকানোর জন্য একটা হুড যুক্ত বড় কাপড় পরেছে। যেটা দুজনের পুরো শরীরকেই ঢেকে রাখছে। ভালো ভাবে তাদের দিকে লক্ষ করলে তাদের মুখ ছাড়া অন্য কিছু দেখা যায় না। অনেক দিন হলো ক্যাপিটালের মধ্যে প্রবেশ করেছে দুজন। দুজনের নাম যথাক্রমে এমোরাস এবং জেমোরাস। দুজন পরস্পরের ভাই হয়। বড়জন এমোরাস এবং ছোটজন জেমোরাস।
-->>আমি ঔ আবা* তাকে বলেছি কিছু না করে পোর্টালের কাছে বসে থাকতে। কিন্তু কোনো কথায় শুনে না সে।(এমোরাস)
তিন ডেভিল যারা পোর্টালের মাধ্যমে এই ওয়ার্ল্ডে এসেছে তাদের মধ্যে বড় এমোরাস রাগে উপরোক্ত কথাটা বললো। কেমোরাস যে দেখতে অনেকটা শান্ত হলেও তাদের তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে অশান্ত ব্যক্তিত্ব তার মধ্যেই আছে। তাই তো সাথে না এনে তাকে পোর্টালের পাশে রেখে আসার সিদ্ধান্ত বড় ভাই এমোরাস নিয়েছিলো। কিন্তু ছেলেটা যে শান্ত ভাবে বসে থাকবে না এটা এমোরাস জানতো।
-->>এভাবে আমাদের ডার্ক এনার্জি ব্যবহার কি ঠিক হবে?(জেমোরাস)
"আমি তো ভুলেই গিয়েছি সবচেয়ে অশান্ত জন তো আমার পাশেই আসে।" (এমোরাস ভাবতে লাগলো)
-->>আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যতদূর মাস্টার আমাকে বলেছে এই ওয়ার্ল্ডে ডার্ক এনার্জি নেই এবং সেটা কেউ ব্যবহার করতে পারে না। তাই কোনো সমস্যা হবে না।(এমোরাস)
-->>আমি বিলজবাব এর আইটেমের ঘ্রান পাচ্ছি খুব কাছেই। আমরা কি এখন কাজে নেমে পরবো?(জেমোরাস)
এমোরাস তার ছোট ভাইয়ের কথা শুনে চুপ রইলো কিছুক্ষন। এই বড় শহরে তারা এসেছে একটা জিনিসের জন্যই। তাদের মাস্টার একটা আইটেম তাদের দিয়েছে, যেটা অন্য ডিম্যান প্রিন্সদের ম্যাজিকাল আইটেম সনাক্ত করতে পারে।
"যদিও শক্তিশালী আইটেম নিজেদের গোপন রাখতে পারে এই আইটেম থেকে। কিন্তু আমরা যার খোজে আসছি নিশ্চয়ই এটা সে না।"(এমোরাস ভাবতে লাগলো)
তাদের মাস্টারের আদেশ ছিলো "রিং অফ বিলজবাব" কে দখল করা এবং সেটা তাদের মাস্টারের হাতে দিয়ে দেওয়া। কিন্তু যেহেতু তাদের মাস্টার রিং অফ বিলজবাব চাচ্ছে তাই সেটা মোটেও দুর্বল হবে না। এমোরাস অনেক ক্যালকুলেশন করছে। তার মনের মধ্যে একটা চিন্তা সব সময় ঘোরাঘুরি করছে। প্রথমে এই ওয়ার্ল্ডে আসার পূর্বে তার মাস্টার তাকে টাওয়ারের মধ্যকার মানুষের থেকে সাবধান থাকতে বলেছে। কারন তাদের মধ্যে অনেক শক্তিশালী ব্যক্তি আছে। যদিও তিন ডেভিলের জন্য তেমন বিপদ হবে না সবাই একত্র হয়ে হামলা করলেও তারপরও তাদের মাস্টার যেহেতু সাবধান হতে বলেছে তাই তিনজনকেই সাবধান থাকতে হবে।
-->>জেমোরাস চলো আমাদের গন্তব্য ঠিক হয়েছে।(এমোরাস)
তাদের মাস্টার বলেছে রিং অফ বিলজবাব এখনো টাওয়ারে প্রবেশ করে নি। তাই তাদের টাওয়ারের বাইরেই খুজতে হচ্ছে। কারন টাওয়ারের ভিতরে তিন ডেভিলের একজনও প্রবেশ করতে পারবে না। এজন্য যত তারা তারি সম্ভব তারা কাজটা সম্পূর্ন করতে চাচ্ছে। ম্যাজিকাল আইটেম অনুযায়ী এই বিশাল ক্যাপিটালের গেইটের বাইরে এক ব্যক্তির এনার্জি তারা লক্ষ করতে পেরেছে। সম্ভবত তার কাছেই বিলজবাব এর একটা আইটেম রয়েছে।
"মাস্টারের আদেশ ছিলো শুধু রিং অফ বিলজবাব তাকে দেওয়ার জন্য। কিন্তু আমি অন্য দুই একটা আইটেম নিতেই পারি। যেহেতু এটা বিলজবাবের।" (এমোরাস ভাবতে লাগলো)
এমোরাসের হাতে একটা কম্পাসের মতো আইটেম রয়েছে। যেটা অন্য ম্যাজিকাল আইটেমের লোকেশন ট্রাক করতে পারে। যেহেতু এমোরাসের মাস্টার এটা এমোরাসকে দিয়েছে তাই এই আইটেম বর্তমানে বিলজবাবের পাঁচ আইটেমই সনাক্ত করে তার লোকেশন দিতে পারবে। তবে একটা সমস্যা হচ্ছে, যে আইটেম খোজার চেষ্টা করা হচ্ছে সেটা একদম বেশী শক্তিশালী হলে এই আইটেম কাজ করবে না।
এমোরাস তার ভাই জেমোরাসকে নিয়ে এবার ক্যাপিটালের বাইরে বের হচ্ছে। তাদের টার্গেট তারা পেয়ে গিয়েছে। তাই অপেক্ষা করছে না তারা আর। যদি রিং অফ বিলজবাব না হয় তারপরও কোনো সমস্যা নাই। এমোরাসের মুখে একটা হাসি ফুটে উঠলো।
* * * * *
ক্যাপিটালের বাইরে,
একটা ঘোড়ার গাড়িতে করে দুজন ব্যক্তি ডিমনিক ফরেস্টের দিকে যাচ্ছে। একজন মেফাস ক্যাপিটালের হান্টার এসোসিয়েশান এর হান্টার অন্যজন টাওয়ার থেকে আসা একজন গেস্ট।
টাওয়ার থেকে খুব কম ব্যক্তিই বের হয়। বিশেষ করে যাদের ইনসাইডার বলা হয় তাদের দেখা প্রায় যায় না বললেই চলে। এজন্য তারা আসলে তাদের ভালো ভাবেই সম্মান জানানো হয়। টাওয়ার থেকে আসা লোকটা, নাম তার হাইক। এম্পায়ার থেকে সোজা চলে এসেছে মেফাসের ক্যাপিটালে। এবং এখানে আসার সাথে সাথে ক্যাপিটালের হান্টার এসোসিয়েশান এর কাছে গিয়ে একটা রিকুয়েস্ট করে। তার রিকুয়েস্ট ছিলো, একজন লোক দরকার তার গার্ড হিসাবে ডিমনিক ফরেস্টের মধ্যে। আর এসোসিয়েশান তার রিকুয়েস্ট তার সাথে একজন হান্টারকে পাঠায়। হান্টারের নাম এলমন্ড।
ঘোড়ার গাড়ির মধ্যে এলমন্ড এবং হাইক বসে আছে সামনা সামনি। এলমন্ড আসার সময় অনেকগুলো পোর্ক নিয়ে এসেছে। যেটা এখন চাবিয়েই যাচ্ছে। আর তার খাওয়ার দিকে হাইক তাকিয়ে আছে। হাইক টাওয়ারের মধ্যে একজন নামকরা অউরা ইউজার। যার সম্পর্কে বাইরেও অনেকে জানে। তবে সে তার পরিচয় তার কাছেই রেখে দিয়েছে। কারন বাইরে এসেছে অনেক হীনতার মতো একটা কাজ করতে।
"আমি জানি কেনো। তবে এই ব্যক্তিকে আমার অনেক চেনা চেনা লাগছে" (হাইক)
হাইকের বয়স সতেরো কি আঠারো হবে। টাওয়ারের মধ্যে সে অনেক জনপ্রিয় তার বয়সের জন্যই। তার বয়স অনুযায়ী তার মতো অউরা ইউজার পুরো টাওয়ারের মধ্যে পাওয়া কষ্ট। সে গভীর চিন্তায় আছে। যখন থেকে এই এলমন্ড নামের লোকটার সাথে সে ক্যাপিটালের হান্টার এসোসিয়েশান থেকে বের হয়েছে তখন থেকেই সে মনে করার চেষ্টা করছে। লোকটার চেহারা হাইকের কাছে অনেকটা পরিচিত মনে হলেও সে সঠিক ভাবে ধরতে পারছে না।
এলমন্ড হাইক নামক ছেলেটার তাকিয়ে দেখা দেখতে পেয়ে তার দিকে কয়েক টুকরো পোর্ক এগিয়ে দিলো। কিন্তু হাইক নিলো না। তাই এলমন্ড বলতে লাগলো,
-->>ছেলে এই বয়সে খেতে হয় সকল সুস্বাদু খাবারই। কারন এখন না খেলে আমার বয়সে এসে খাওয়ার আর সুযোগ থাকবে না।(এলমন্ড)
হাইক তাকালো এলমন্ডের দিকে। লোকটার বয়স পঞ্চাশের মতো হবে এটা ধারনা করছে হাইক। তবে দেখতে মনেও হবে না তার বয়স পঞ্চাশ। অনেক সুদর্শন একটা শরীর যেটা স্বাভাবিক থেকে অনেকটা বড়। সে বুঝলো এই শরীর বানানোর সিকরেট কি? কিন্তু হাইকের জন্য অতিরিক্ত খাবার ঠিক না। বিশেষ করে যারা সর্ট সোর্ড ব্যবহার করে তাদের জন্য অতিরিক্ত ক্যালোরী ঠিক নয়।
-->>বাচ্চা তুমি তাহলে টাওয়ার থেকে এসেছো। তো টাওয়ারের অবস্থা কেমন এখন?(এলমন্ড)
হাইক তার আসল পরিচয় গোপন রাখলেও সে যে টাওয়ার থেকে এসেছে এটা ফাস করেছে। তাই এই পর্যন্ত কেউই তার সাথে খারাপ ব্যবহার করে নি বরং সবাই সম্মানের সাথে কথা বলেছে। কিন্তু এই প্রথম টাওয়ার থেকে আসার পর কেউ তার সাথে ক্যাজুয়াল ভাবে কথা বলছে। জিনিসটা তার প্রাইডে অনেক বাজে ভাবে লাগলো।
"আমার সাথে আমার আশেপাশের মানুষ গুলোও কখনো এরকম ব্যবহার করার সাহস পায় না। আর এই সাধারন একজন হান্টার।"(হাইক ভাবছে)
হাইক কিছু বলবে তার পূর্বেই বিশাল একটা এনার্জি তাদের দিকে আসছে সেটা লক্ষ করলো। আপাতোতো তারা ক্যাপিটালের বর্ডার থেকে অনেকটা দূরে চলে এসেছে৷ এখন তো তারা ক্যাপিটালকে দেখতেও পারছে না। কিন্তু এই সময়ে তাদের পিছনে কে আসতে পারে?
"আমি এরকম কোনো এনার্জি কখনো অনুভব করি নি পূর্বে।" (হাইক ভাবছে)
হাইক অনেক মনস্টারের সাথে লড়েছে পূর্বে। অনেক মানুষের সাথেও লড়েছে কিন্তু এরকম এনার্জি সে কখনো অনুভব করে নি। একদম কড়া একটা ব্লাডলাস্ট অনুভব করতে পারছিলো পিছন থেকে। একজন উচ্চ লেভেল অউরা ইউজার হওয়ায় সকল এনার্জিই কম বেশী অনুভব করতে পারে হাইক। তাই সে বুঝতে পারছিলো তার পিছনে খুব শক্তিশালী কেউই আসছে।
অন্যদিকে এলমন্ড তার পোর্ক খাচ্ছে শান্ত মনে। সে নিজেও অনুভব করেছে সকল ব্লাডলাস্ট কিন্তু স্বাভাবিক ভাবেই বসে আছে,
-->>এই এনার্জি! যাক তাহলে আমার স্বপ্নটা তাহলে পূরন হতে যাচ্ছে। ডেভিলের ব্লাড আসলেই অনেক সুস্বাদু হবে।(এলমন্ড)
এলমন্ড কথাটা একদম আস্তে বললো। যেহেতু হাইক পিছনের এনার্জির দিকে ফোকাস ছিলো। তাই সে এলমন্ডের কথা শুনতে পেলো না। কয়েক মুহুর্তের জন্য এলমন্ডের দুটো চোখই লাল হয়ে গিয়েছিলো যেটাও হাইকের নজরে আসে নি।
"আজ কত দিন হয় আমি আমার পাওয়ার ব্যবহার করি না? টাওয়ারে যেহেতু প্রবেশ করতে হবে তাই আমার মনে হয় বিদায় গিফট অনুযায়ী ডেভিল দুটো আমার জন্য বেস্ট হবে। কিন্তু মারিয়াকে প্রমিস করেছি বেশী ডিসট্রাকশন করবো না, তাই তারাতারিই শেষ করতে হবে। তবে তার পূর্বে এই বাচ্চাটাকে একটু দেখা যাক।"(এলমন্ড ভাবছে)
* * *
To Be Continued
* * *