[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৪৯
।
।
।
-""মাস্টার আপনি আননোন ড্যানজনের বস রুমে প্রবেশ করেছেন। বসকে হত্যা না করা পর্যন্ত এই রুম থেকে বের হতে পারবেন না।""-
-""ড্যানজন বস (গবলিন কিং) আপনার সামনে এসেছে।""-
এলেক্সের চোখের সামনে দুটো নোটিফিকেশন আসলো। যেখানে একটা ড্যানজনে প্রবেশের এবং অন্য ড্যানজন বসের। এলেক্স দূর থেকে অন্ধকারের জন্য বস মনস্টারকে ভালো ভাবে দেখতে না পারলেও তার অবস্থান ঠিকই বের করতে পেরেছে। ইনফো স্কিল একটিভ থাকার ফলে দূরে উচু একটা জায়গায় সে প্রশ্নবোধক দেখতে পাচ্ছিলো। এলেক্স ভালো ভাবে মনস্টারকে দেখার জন্য আস্তে আস্তে এগোতে লাগলো।
-""মাস্টার আপনি বস মনস্টার গবলিন কিং এর ডোমেইনের মধ্যে প্রবেশ করেছেন। ডোমেইনের মধ্যে রিজেনারেট এবং এনার্জি কনজিউমশনের হার কমে যাবে। এজিলিটি, স্ট্যােমানা এবং স্ট্রেন্থ ১০% কমে যাবে ডোমেইনের মধ্যে।""-
এলেক্সের সামনে আরো একটা নোটিফিকেশন আসলো সিস্টেমের। এলেক্স বুঝতে পারলো সে একটা ডোমেইনের মধ্যে প্রবেশ করেছে। এই নিয়ে এলেক্সের তিনবার দেখা হয়ে গেলো ডোমেইন। একবার মিও এর আইস ডোমেইন, একবার ডেড রুলারের ডেড জোন এবং সর্বশেষ এই কিং গবলিনের ডোমেইন।
{কার এতো বড় সাহস হলো এই কিং এর বিশ্রাম নেওয়ার সময় তাকে ডিসট্রাব করার।}
এলেক্স অবাক না হয়ে পারলো না। এই পর্যন্ত যতগুলো গবলিন সে হত্যা করেছে কারো মুখ থেকে স্পষ্ট শব্দ শুনতে পাই নি সে। কুয়াক, হু, কু, সোয়াও এরকম আওয়াজই করেছিলো সব গবলিন। এলেক্স আশাপাশে ভালো ভাবে নজর রাখলো। চারপাশে অনেক কঙ্কাল পরে আছে। হাটার সময়ে সেগুলো এলেক্সের পায়ে বাধছিলো। ব্লাডের চিহ্ন রয়েছে ফ্লোরের যেখানে সেখানে। বোঝা যাচ্ছে গবলিন কিং কতটা রুথলেস। অনেক কঙ্কালের তো শরীরের বিভিন্ন অংশ নিখোজ দেখা যাচ্ছে।
{এতো বড় সাহস কোথা থেকে আসলো। এই কিং এর রুমে এসে কিং কেই অসম্মান করছো। তোমার মৃত্যুটা মোটেও সহজ হবে না।}
এলেক্স এগিয়ে আসলো অনেকটা। এখন সে ক্লিয়ার দেখতে পারছিলো। একটা বিশাল দানবাকার হব গবলিন বসে আছে উচু একটা হাড়ের তৈরী সিংহাসনের উপরে। তার সিংহাসনের ডান পাশে একটা বড় ভাঙা হ্যামার রয়েছে এবং বাম পাশে একটা বড় টু হ্যান্ডেড বিগ সোর্ড। যদিও বস একটা হব গবলিন, কিন্তু তার সাইজ দেখে মোটেও মনে হবে না সে একটা হব গবলিন। সাত থেকে আট ফুটের মতো উচ্চতা হবে তার। যেখানে এলেক্সের উচ্চতার কাছে বসটা একটা দানব ছাড়া আর কিছু নয়। এলেক্স বস মনস্টারের দিকে তাকালো। বেশ ভয়ঙ্কর দেখতে তার চেহারা। গলায় বেশ কিছু হাড় দিয়ে তৈরী বড় নেকলেস রয়েছে। যেটা দেখতে আদি বাসীর মতোই লাগছে।
এলেক্স যত কথা বলছে না ততই গবলিন কিং রেগে যাচ্ছে। মনস্টার কিংবা মানুষ হোক না কেনো সে একজন কিং। আর নিজের কিংডমে কিং কে অসম্মান করলে সেটার থেকে বড় অপমান একজন কিং এর কাছে অন্য কিছু হতে পারে না। তাই তো সে বসা থেকে উঠে দাঁড়ালো। ডান হাতে ভাঙা বড় হ্যামারটা নিয়ে সে তার সিংহাসন থেকে আস্তে আস্তে নেমে আসলো। কয়েক স্টেপ নামার পর উপর থেকেই একটা লাফ দিলো গবলিন কিং। বস ফ্লোরের উপরে লাফ দিয়ে পরার সাথে সাথে ফ্লোরে ফাটল ধরলো এবং অনেকটা অংশ ফেট নিচু হয়ে গেলো। তাছাড়া পুরো রুমের মধ্যে একটা ভূমিকম্পের সৃষ্টি হলো যেটা এলেক্সেও কাপিয়ে দিলো তার জায়গা থেকে।
-->>এই পরিস্থিতিতে আমার ভয় পাবার কথা, কিন্তু যত সময় যাচ্ছে আমার উত্তেজনা ততই বারতে শুরু করেছে এখন।(এলেক্স)
এলেক্স রুমের মধ্যে একাই প্রবেশ করেছে। তার জেনারেল ফক্স এবং বাকি আনডেড ড্যানজনের বাকি মনস্টারদের মারতে ব্যস্ত। এই সময়ে এলেক্স নিজের লিমিটটাকে দেখতে চাচ্ছে। পূর্বে একবার নিজের জীবন লাইনে রেখে শুধু এলেক্স ফাইট করেছিলো, সেটাও আবার একটা ড্যানজনের মধ্যে। তাই আবারো একটা ড্যানজনের মধ্যে এলেক্স তার লিমিট দেখতে চাচ্ছে।
এলেক্সের সামনে সিস্টেম এর একটা মেসেজ চলে আসলো,
-""মাস্টার ২৭০/৫০০ মনস্টার হান্ট করেছেন।""-
এলেক্স বুঝতে পারলো তার আনডেড গুলো কম করে হলেও চারশত মনস্টার শেষ করতে পারবে। আর এই সময়ে সে বস মনস্টারকে হান্ট করবে। এলেক্স তার ডান হাতে কাঠের সোর্ড এবং বাম হাতে ন্যাকরো ব্লেড ধরে আছে। ন্যাকরো ব্লেড ইউজারের ইচ্ছা অনুযায়ী যেকোনো সোর্ড ফর্মে ট্রান্সফর্ম হতে পারে। আর এলেক্সের সবচেয়ে পছন্দের অস্ত্র সর্ট সোর্ড বা ড্যাগার।
সকল সোর্ডের মধ্যে একমাত্র ড্যাগারই রয়েছে যেটা এসাসিন্সদের জন্য পারফেক্ট। কারন এটায় একমাত্র সোর্ড যেটাতে মুভমেন্ট স্পিডে কোনো পার্থক্য হয় না। অন্যান্য বিগ সোর্ড, গ্রেট সোর্ড, টু হ্যান্ডেড সোর্ড, ম্যাসাটে, স্যােবার ইত্যাদিতে ব্যবহারকারীর স্পিড অনেকটা কমে যায়। যদিও সেগুলো ব্যবহারে এট্যাক পাওয়ার বেশী পাওয়া যায়। কিন্তু এলেক্স সর্ট সোর্ডই বেশী পছন্দ করে।
গবলিন কিং এলেক্সের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা চিল্লানি দিলো। তার চিল্লানিতে পুরো ড্যানজন মনে হচ্ছিলো কেপে উঠছিলো।
-""ওয়ার্নিং, গবলিন কিং তার স্কিল রোয়ার ব্যবহার করেছে। মাস্টারের উপরে ফেয়ার ইফেক্ট চালু হয়েছে।""-
-""মাস্টারের ভয়ের কোনো অনুভূতি না থাকার কারনে গবলিন কিং এর স্কিল কাজ করে নি।""-
এলেক্সের সামনে আবারো সিস্টেম এর কিছু নোটিফিকেশন চলে আসলো। সেদিকে তাকিয়ে সে বলতে লাগলো,
-->>ভয়ের ইফেক্ট! ওয়েল এটা আমার কাছেও রয়েছে।(এলেক্স)
"এসাসিন্স অউরা"
এলেক্স তার স্কিল এসাসিন্স অউরা ব্যবহার করলো। যেটার কুলডাউন সময় পাঁচ মিনিট। স্কিলটা ভালোই কাজের। বিশেষ করে একজন এসাসিন্স এর জন্য। এলেক্স জানে এটা হয়তো কাজ করবে না এই বিশাল গবলিন কিং এর উপরে, কিন্তু চেষ্টা করলে দোষ কোথায়। এলেক্সের শরীর থেকে একটা এনার্জি বের হলো, যেটা পুরো বস রুমের মধ্যে ঘিরে গেলো। গবলিন কিং হঠাৎ করে থেমে গেলো। কিছু মুহূর্তের জন্য তার শরীর প্যারালাইসিস হয়ে গিয়েছে। এলেক্স গবলিন কিং এর চোখের দিকে তাকালো। হালকা ভয়ের ছাপও দেখতে পারলো। তবে এটা যে কিছুক্ষনের জন্য এটা এলেক্স ভালো করেই জানে। তাইতো,
-->>তাহলে দেখা যাক কিভাবে শেষ করা যায়।(এলেক্স)
এলেক্স তার দুই হাতে দুই সোর্ড নিয়ে এগিয়ে গেলো গবলিন কিং এর দিকে। এলেক্সের এজিলিটি বৃদ্ধি থাকলেও গবলিন কিং এর ডোমেইনের কারনে এলেক্সের এজিলিটি, স্ট্রেন্থ এবং স্ট্যােমানা ১০% কমে গিয়েছে। তাই এলেক্স খুব সতর্কতার সাথে কাজ করছে। সে তার কাঠের সোর্ড এবং ন্যাকরো ব্লেড দুটোতেই সামান্য এনার্জি প্রবেশ করিয়ে গবলিন কিং এর পায়ের হাটু বরাবর আঘাত করলো। দুটো এট্যাকের পরে এলেক্স কিছুটা দূরে চলে আসলো, কারন তার এসাসিন্স অউরা স্কিলের ইফেক্ট শেষ হয়ে দাড়িয়েছে এবং গবলিন কিং আরো রেগে গিয়েছে।
{কত বড় সাহস একটা পোকা হয়ে এই কিং এর গায়ে হাত তোলার। আমি বুঝিয়ে দিবো আজ তোমাকে সত্যকারের হাহাকার কাকে বলে।}
এলেক্সের দিকে গবলিন কিং তীব্র স্পিডে দৌড়ে আসতে লাগলো, তার ডান হাতের বড় হ্যামারটা সে এলেক্সের দিকে অনেক স্পিডে বারি দিলো। এলেক্সের স্পিড বেশী হওয়ায় সে গবলিন কিং এর এট্যাককে খুব সহজেই এড়াতে পারলো। সে দ্রুত গবলিন কিং এর পিছনে চলে গেলো এবং ন্যাকরো ব্লেড দিয়ে খুব স্পিডে আবারো একই জায়গায় পায়ের গোড়ালিতে আঘাত করতে লাগলো।
-->>আমি ভেবেছিলাম অনেক সহজ হবে। কিন্তু মনে হচ্ছে অনেক সময় লাগবে।(এলেক্স)
এলেক্সের এট্যাকের মাধ্যমে গবলিন কিং আরো রেগে গেলো এবং তার বাম হাত দিয়ে অনেক দ্রুত এলেক্সর দিকে এট্যাক করলো। হাতকে পুরো নব্বই ডিগ্রী বরাবর সরিয়ে ফেললো। তবে এলেক্স এবার নিজ জায়গায় শুয়ে পরলো যার কারনে গবলিন কিং এর হাতের সংস্পর্শে তার শরীর আসলো না। গবলিন কিং তার হাতটা আবার আগের অবস্থায় আনলেই, এলেক্স তার ন্যাকরো ব্লেড এবং কাঠের সোর্ড দিয়ে আবারো একই জায়গায় এট্যাক করলো।
গবলিন কিং মূলত একটা হব গবলিন, তারা সাধারন হব গবলিনের থেকে শারিরীক ভাবে দ্বিগুণ শক্তিশালী হয়। যেহেতু কিং এর টাইটেল পেয়ে থাকে তারা এজন্য তাদের শারিরীক ক্ষমতার সাথে শারিরীল ডিফেন্স এবং ম্যাজিক ডিফেন্স অনেক বেশী হয়। এক কথায় বলতে গেলে সাধারন সোর্ড কিংবা শারিরীক আঘাত দিয়ে তাদের শরীরে ক্ষত করা একদমই কঠিন। আবার ম্যাজিক দিয়েও তাদের শরীরে সহজে ক্ষত করা সম্ভব নয়। মোট কথা এলেক্সের সামনের যে গবলিন কিং রয়েছে তার ডিফেন্স মারাত্মক।
-->>কত এই ওয়ার্ল্ডে এবসুলেট ডিফেন্স বলতে কিছু নেই। সব জিনিসের একটা না একটা দুর্বলতা আছেই। শুধু সেটা খুজলেই কাজ শেষ।(এলেক্স)
এলেক্স প্রায় একই জায়গায় পনেরো থেকে বিশটার মতো আঘাত করেছে। প্রথমে কিছু না হলেও এখন সেখান থেকে হালকা ব্লাড বের হওয়া দেখা যাচ্ছে। এলেক্স সেদিকে মনোযোগ দিয়ে তাকিয়ে ছিলো, আর এদিকে গবলিন কিং তার হ্যামারটা কোনো কন্ট্রোল ছাড়ায় আবোল তাবোল নারাতে শুরু করেছে। যেটা সাধারন কারো জন্য সমস্যা হতে পারতো। কিন্তু এলেক্স খুব সহজেই প্রতিটা হ্যামারের বারিকে এড়িয়ে চলছে। তার অসাধারণ ভাবে নিজের শরীরকে নিয়ন্ত্রন করার কৌশলটা সময়ের সাথে সাথে গবলিন কিংকে আরো রাগী করে তুলছে। প্রতিটা আঘাতকে এলেক্স এড়িয়ে নিজের ন্যাকরো ব্লেড এবং কাঠের সোর্ড দিয়ে গবলিন কিং এর পায়ের গোড়ালিতে আঘাত করে যাচ্ছে।
{সাহস থাকলে সামনা সামনি লড়াই করো। এভাবে পিপড়ার মতো পালিয়ে কামড় দেওয়ার কোনো মানে হয় না।}
গবলিন কিং কিছু করতে না পেরে আরো রেগে গেলো। সে তার হ্যামারটাকে নিয়ে জোরে জোরে ঘুরতে শুরু করলো এবং এলেক্সের দিকে এগোতে শুরু করলো। এলেক্স প্রতিটা আঘাত আটকালেও এটা তার জন্য কষ্টকর হয়ে যাবে, আর তাছাড়া অনেকটা সময় পার হয়েছে তাই এলেক্স এভাবে আর সময় নষ্ট করতেও চাচ্ছে না।
"ডেড জোন"
এলেক্সের ডেড জোন একটা ডোমেইনের মতো স্কিল। যেটা এলেক্সকে তার ডোমেইনের মধ্যে সকল মৃত বস্তুকে কন্ট্রোল করার সুযোগ করে দিবে।
-->>আর এখানে তো মৃত বস্তুর অভাব নেই।(এলেক্স)
পুরো বস ফ্লোরে মৃত কঙ্কালে ভরা রয়েছে। সেগুলো দেখলেই বোঝা যাচ্ছে মানুষের কিংবা হব গবলিনের। আর এলেক্সের জন্য ভালো সুযোগ এটা। এলেক্স স্কিলটা একটিভ করার সাথে সাথে ফ্লোরে পরা সকল স্ক্যালেটন নরতে শুরু করলো। স্ক্যালেটন গুলোর মধ্য থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। হঠাৎ কালো রঙের কিছু ছায়ার মতো বেরিয়ে আসলো প্রতিটা স্ক্যালেটন থেকে। যারা সবাই এলেক্সের সামনে এসে দাড়ালো।
-""মাস্টারের ডোমেইনে সকল মৃত বস্তু মাস্টারের আদেশ মান্য করবে।""-
-""রুলার অফ ডেড এর স্পেশাল স্কিল ডেড জোন একটিভ হয়েছে। মাস্টারের আশে পাশের সকল ডেড স্যাডো আর্মিতে পরিনত হয়েছে। মাস্টারের ডোমেইনেই শুধু স্যাডো আর্মি গুলো কাজ করবে।""-
-""স্যাডো গুলো কখনো মারা যাবে না। যতক্ষন মাস্টার তার ডেড জোন একটিভ করে রাখতে পারবে ততক্ষনে স্যাডো আর্মি জীবিত থাকবে।""-
এলেক্সের মুখে কিছুটা হাসি ফুটে উঠলো। সে তার ন্যাকরো ব্লেডকে শক্ত করে ধরলো। স্যাডো গুলো এক এক করে ঘুরতে থাকা গবলিন কিং কে ধরতে লাগলো এবং তার স্পিডকে আটকিয়ে দিলো। দেখতে দেখতে শত শত স্যাডোর হাতে গবলিন কিং আর নরাচরা করতে পারছে না। এলেক্স এই সুযোগটা হাতে নিয়ে তার স্কিল একটিভ করলো,
"গ্রিম রিপার"
গ্রিম রিপার এমন একটা স্কিল যেটা এলেক্সকে পাঁচ মিনিটের জন্য একটা চিন্তা ভাবনা হীন কিলারে পরিনত করবে। আপাতোতো সকল প্রস্তুতি শেষ, তাই শেষ করলেই হয়ে যায় এলেক্সের। সে দ্রুত তার দুই সোর্ড দুই হাতে নিয়ে এবার তীব্র বেগে গবলিন বসের পায়ের গোড়ালিতে আঘাত করলো। এবারের এট্যাকে এলেক্স তার সোর্ডে অনেকটা এনার্জি প্রবেশ করেছিলো, তাই প্রায় অর্ধেকটা অংশ কেটে ফেলতে পেরেছে। একটা হাড় কাটা কখনোই সম্ভব নয় একটা সোর্ডের পক্ষে, কিন্তু যদি সেটায় এনার্জি ব্যবহার করা হয় তাহলে বিশাল পাথরও কাটা কোনো কঠিন কাজ হয় না।
গবলিন কিং তার হাটুতে পরে গেলো। স্যাডো গুলো এতো শক্তি করে ধরে রেখেছে যে তার নরার শক্তিও নেই এখন। মুখ দিয়ে যেটা বলে সেটা এলেক্সের কাছে বিরক্ত মনে হয় বলে স্যাডো গুলো তার মুখও বন্ধ করে রেখেছে। তবে এলেক্স স্যাডো গুলোকে আদেশ করলো মুখটা খুলে দেওয়ার জন্য।
{তোমার কত বড় সাহস......}
"ডার্ক ফ্লেইম ব্লাস্ট"
গবলিন কিং এর কথা শেষ হওয়ার আগেই এলেক্স তার মুখের কাছে গিয়ে তার মুখের ভিতরে নিজের ডার্ক এট্রিবিউটের সবচেয়ে শক্তিশালী স্পেলটা ব্যবহার করলো। আপাতোতো এটায় সবচেয়ে শক্তিশালী স্পেল তার জানা মনে, কিন্তু এটায় অনেক শক্তিশালী।
বুম কাবুম
-""মাস্টার আননোন ড্যানজন বস গবলিন কিং হত্যা করেছেন।""-
এলেক্স যেখানে দাড়িয়ে ছিলো সেখানেই বসে পরলো। যতটুকু এনার্জি ছিলো সবটা শেষ করে ফেলেছে সে। একে তো তার শক্তিশালী স্কিলগুলো একটিভ ছিলো তারপরে তার ম্যাজিক স্পেল ব্যবহার করতে হয়েছে। রিং এর মধ্যে যত এনার্জি ছিলো সব শেষ হয়ে গিয়েছে। যার কারনে এলেক্স ভালো ভাবে নারাচারাও করতে পারছে না এখন।
-->>আরেকটু হলে মনে হয় আমি আর কিছুই করতে পারতাম না। আনডেড আর্মি অনেক মানা খেয়ে নিয়েছে আমার। সেই সাথে ডেড জোনেও প্রচুর মানা এর প্রয়োজন হয়। আমার মনে হচ্ছে খুব তারাতারি কোরটা তৈরী করা উচিত।(এলেক্স)
এলেক্স ফ্লোরে বসে হাফাচ্ছিলো। গবলিন কিং এর পেটের ভিতরে অনেক বড় একটা ব্লাস্ট হয়েছিলো। এলেক্স তার কাছে থাকা পুরো এনার্জিই শেষ স্পেলের মধ্যে ব্যবহার করেছিলো। যার কারনে ব্লাস্টটা অনেক ভয়ানক ছিলো। গবলিন কিং এর বাইরের দেহ যতই শক্তিশালী হোক, ভিতরের অংশ সবারই নরম থাকে। তাইতো খুব সহজেই এলেক্স হত্যা করতে পেরেছে।
-->>কিন্তু ড্যানজন ক্লিয়ার হচ্ছে না কেনো? এতোক্ষনে তো বাকি গবলিন গুলোও মরে যাওয়ার কথা।(এলেক্স)
এলেক্স প্রথমে জেনারেলকে এখানে নিয়ে আসতে চেয়েছিলো, কিন্তু তাকে বাকি গবলিন এবং হব গবলিন হত্যা করার জন্য পিছনেই রেখে এসেছে সে। তাই এতোক্ষনে সকল গবলিনদের হত্যা হয়ে যাওয়ার কথা। কিন্তু,
-""মাস্টার ৪৯৯/৫০০ মনস্টার হত্যা করেছেন।""-
এলেক্স বুঝতে পারছে না। বসকে হত্যা করলে তো পাঁচশত হয়ে যাওয়ার কথা। কারন ড্যানজনের মধ্যে তার আনডেড গুলো আর কোনো মনস্টার খুজে পায় নি। যদিও আনডেড গুলো কথা বলতে পারে না, তারপরও এলেক্সের সাথে তারা কানেক্টেড, তাই তাদের মনের ভাব কিছুটা হলেও এলেক্স বুঝতে পারে।
-->>আনডেড আর্মি আনএকটিভ হয়েছে আমার এনার্জি নেই বলে। হয়তো আমাকেই খুজতে হবে।(এলেক্স)
এলেক্স তার কাঠের সোর্ডের উপরে ভর করে উঠতে যাবে তখনি খেয়াল করলো হত্যা হওয়া বসের শরীর থেকে এনার্জি বের হচ্ছিলো। কিছুটা তার রিং এবং কিছুটা ন্যাকরো ব্লেড এবজোর্ব করছিলো। এলেক্স এখানে পরে আসবে ভেবে বের হতে চাইলো। কারন একটা শেষ মনস্টারকে সে হত্যা না করলে এই ড্যানজন ক্লিয়ারের রিওয়ার্ড পাবে না।
এলেক্স এক পা বারাতে যাবে তখনি তার সামনে আরেকটা মেসেজ আসলো,
-""ওয়ার্নিং, মাস্টার গবলিন কিং কে হত্যা করেছেন। কিন্তু গবলিন কিং শেষ সময়ে ইভোল্ভ হতে পেরেছে।""-
-""আননোন ড্যানজন এর সিকরেট বস জন্ম নিয়েছে।""-
-""টু হ্যাডেড ওগ্রে(Ogre) ড্যানজনের শেষ মনস্টার।""-
এলেক্স দাড়ানো অবস্থা থেকে বসে পরলো। যদিও কিছুটা এনার্জি তার রিং এ জমা হয়েছে কিন্তু ফাইট করার মতো কোনো অবস্থা তার এখন নেই। তাই সে বসে বসটাকে একবার ভালো করে দেখতে লাগলো।
দুই মাথা যুক্ত একটা দানব, যেটার উচ্চতা প্রায় দশ ফুটের বেশী হবে সে এলেক্সের সামনে দাড়িয়ে ছিলো। তার ডান হাতে একটু পূর্বে গবলিন কিং এর ব্যবহার করা হ্যামারটা রয়েছে এবং বাম হাতে সিংহাসনের উপরে থাকা বিশাল টু হ্যান্ডেড হ্যাভি সোর্ড। চেহারার দিক দিয়েও তার অনেকটা পরিবর্তন হয়েছে। পূর্বে হব গবলিনের মতো দেখতে হলেও এখন তার দেহটা সত্যিকারের দানবাকার হয়েছে। চেহারা অনেকটা কুৎসিত হয়েছে পূর্বের তুলনায়। দুটো মাথা দুই পাশে পাশাপাশি রয়েছে। তার শরীর থেকে মারাত্মক এনার্জি বের হচ্ছিলো। যেটা এলেক্সের রিং এবং ন্যাকরো ব্লেড একটু একটু করে এবজোর্ব করছিলো।
-->>এটার সাথে ফাইট করতে হবে এখন?(এলেক্স)
এলেক্সের ইনফো স্কিল চালু ছিলো। এখনো বসের মাথায় ??? দেখাচ্ছে। তবে তার আকার এবং এনার্জির মাত্রা দেখে এলেক্স বুঝতে পারছে গবলিন কিং এর থেকে দ্বিগুন শক্তিশালী হবে এই সিকরেট বস।
{হাহাহাহাহাহাহাহা। ধন্যবাদ পিপড়া মুখী মানুষ। তোমার জন্য আমার ইভোল্ভটা সাকসেস ফুল হয়েছে। এজন্য অনেক যন্ত্রনা দায়ক মৃত্যু তোমাকে দিবো আমি।}
-->>তুমি জানো কি? একটা মনস্টার হওয়া সত্ত্বেও তুলনামূলক বেশী কথা বলো তুমি।(এলেক্স)
"গ্লাটোনি"
এলেক্স তার সবচেয়ে মারাত্মক স্কিল গ্লাটোনি ব্যবহার করলো। এলেক্সের পায়ের নিচ থেকে কালো পানি বের হতে শুরু করলো, যেটা পুরো বস রুমে ছড়িয়ে গেলো। এই রুমের সকল জীবিত বস্তু আস্তে আস্তে সেই কালো পানির মধ্যে ঢুবতে শুরু করলো।
{না, না এটা কিভাবে সম্ভব? আমি দ্যা মাইটি ওগ্রে যে ওগ্রে কিং হওয়ার যোগ্যতা রাখে সে এভাবে কিভাবে হারতে পারি।}
ওগ্রেটা মাত্র গবলিন কিং থেকে ইভোল্ভ হয়েছিলো তাই তার শরীর তেমন স্ট্যাবল ছিলো না। আর এলেক্স সেই সুযোগে তার স্কিল ব্যবহার করেছে। পানির মধ্যে সে আস্তে আস্তে ঢুবতে ঢুবতে পুরোটায় ঢুবে গিয়েছে।
-""কনগ্রাজুলেশন মাস্টার, আপনি আননোন ড্যানজন ক্লিয়ার করেছেন।""-
-""ড্যানজন মনস্টার এবং ড্যানজন বসের সকল লুট মাস্টারের ইনভেন্টরিতে যুক্ত হয়েছে।""-
-""মাস্টার ড্যানজন ক্লিয়ার রিওয়ার্ড পেয়েছেন। একটা <পিক আপ স্কিল> স্ক্রোল মাস্টারকে দেওয়া হয়েছে।""-
""
""
××× পিক আপ স্কিল ×××
পিক আপ স্কিল একটা ম্যাজিকাল স্ক্রোল, যেটার মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে সেটা হোস্টের পূর্বের জীবনের যেকোনো একটা প্রতিভাকে এখন স্কিলে পরিনত করতে পারবে। এটি একবারই ব্যবহার করা যাবে। ব্যবহার করার জন্য স্ক্রোলটা ছিড়ে ফেলতে হবে।
""
""
-->>স্ক্রোল দিয়ে আমার পূর্ব প্রতিভা এখানে আনা সম্ভব! কিন্তু আমার তো এমন কোনো প্রতিভা ছিলো না যেটা এখন দরকার। রান্না, ভিডিও গেম খেলা এবং প্রোগ্রামিং করা ছাড়া তো আমার আর কোনো প্রতিভা ছিলোই না। তারপরও দেখা যাক ব্যবহার করে।(এলেক্স)
জিনিস রেখে দিয়ে কোনো লাভ নেই। কারন এটা পরে ব্যবহার করলেও যেমন হবে আবার এখনো ব্যবহার করলে একই হবে। তাই এলেক্স সেটাকে ব্যবহার করে ফেললো। হাতে নিয়ে কাগজটা মাঝ বরাবর ছিড়ে ফেললো। ছিড়ে ফেলার সাথে সাথে সেটা থেকে একটা উজ্জ্বল আলো বের হলো।
-""কনগ্রাজুলেশন মাস্টার, আপনি নতুন একটা টাইটেল পেয়েছেন, টাইটেল প্রোগ্রামার যুক্ত হয়েছে আপনার নামের সাথে। আপনি একটা স্কিল পেয়েছেন। স্কিলঃহ্যাক যুক্ত হয়েছে আপনার স্কিল মেনুতে।""-
-->>শুধু কি একটা স্কিল দেওয়ার কথা না? তাহলে একটা টাইটেল কেনো দিলো আমাকে?(এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। ভুল ত্রুটি তুলে ধরার চেষ্টা করবেন।