[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:53
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
লুসিফার দ্যা ওয়ান, যে প্রথম ডিম্যান প্রিন্স অফ প্রাইড ছিলো। গ্রেট ওয়ারের সময় ডিম্যান কিং এর পাশাপাশি লড়েছিলো সে। সাত ডিম্যান প্রিন্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী ডিম্যান প্রিন্স হওয়ার জন্য তার বাকি ছয় ডিম্যান প্রিন্সের মতো নিজের শরীর হারাতে হয় নি। সাত ডিম্যান প্রিন্সের মধ্যে সে একাই ছিলো যে মারা যায় নি, এবং যার রেইনকার্নেট এর কোনো প্রয়োজন ছিলো না। ধারনা করা হয় ডিম্যান কিং এর পরে সেই সবচেয়ে শক্তিশালী ডিম্যান ছিলো। তার শক্তির প্রধান উৎস ছিলো তার নিজস্ব প্রাইড। নিজের প্রাইডের জন্য সে বাকি ডিম্যান প্রিন্সদের মতো শেষ ইচ্ছা পোষন করে নি।
লুসিফার দ্যা ওয়ান এর পরে জন্ম হয় তার ছেলের, যে লুসিফার দ্যা টু নামে পরিচিত হয়। বাবার সকল ক্ষমতা নিয়ে লুসিফার দ্যা টু আবারো শক্তিশালী একজন ডিম্যান প্রিন্সের জায়গা দখল করে, তবে সেটা কোনো ফাইটের মাধ্যমে কিংবা ক্ষমতার লেভেলে নয়। যেহেতু বাকি ডিম্যান প্রিন্স গুলো মারা গিয়েছে এবং শুধু তাদের সউলের অংশ গুলো ছয় টাওয়ারের মধ্যে বন্ধী রয়েছে তাই লুসিফার দ্যা টু নিজেকে বাকি প্রিন্সদের থেকে শক্তিশালী দাবী করতে পারতো না। আর শেষে লুসিফার দ্যা টু এর ছেলে লুসিফার দ্যা থ্রির জন্ম হয়। যে তার দাদা এবং বাবার মতোই তাদের ক্ষমতা অর্জন করে। কিন্তু সে নিজেও সন্তুষ্ট নয়। ডিম্যান প্রিন্স অফ প্রাইড হওয়ার ফলে সবচেয়ে শক্তিশালী প্রিন্স হিসাবে পরিচিত হয়েছে বাকি ডিম্যানদের কাছে। তবে সে টাইটেলে পাওয়া মর্যাদাকে সহ্য করতে পারছে না। যেহেতু এটা সময় বাকি প্রিন্সদের রেইনকার্নেট হওয়ার, তাই সে নিজের জায়গা থেকে বের হয়ে এসেছে তাদের চ্যালেন্জ করার জন্য। সে ফাইটের মাধ্যমে প্রমান করতে চাই বাকি ছয় ডিম্যান প্রিন্সদের মধ্যে সেই সবচেয়ে শক্তিশালী।
এলেক্স লুসিফারের সাথে কথা বলে এতো কিছু জানতে পেরেছে। যদিও সে এসব বিষয়ে কিছুই জানতো না। রুলার অফ ডেডের স্মৃতির কারনে কিছু প্রশ্ন এলেক্সের সমাধান হয়েছে, কিন্তু সেটা সামান্য হওয়ায় পুরো বিষয়টাকে এলেক্স ধরতে পারছে না। তাই তো সে সকল কিছু জানার একটা ভালো মাধ্যম পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে।
-->>তো তুমিও এক্সব্লক থেকে আসো নি।(এলেক্সের প্রশ্ন)
লুসিফার আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিলো। সে এলেক্সের সাথে অনেক কথা বলেছে। এক দিক দিয়ে সে এলেক্স এবং তার মাঝে মিল পাচ্ছে। সেটা হলো দুজনে সব সময়ই একা থাকে। তাই তো সে বন্ধুত্বের হাত বারিয়ে দিয়েছে। যদিও সে জানে এলেক্স বিলজবাবের রেইনকার্নেট নয়, মাত্র তার পাঁচ হোস্টের একজন। তারপরও অনেক দিনের একাকিত্ব কাটানোর জন্য লুসিফার তার হাত এলেক্সের দিকে বারিয়ে দিয়েছে। প্রথমে তার সিদ্ধান্তকে ভুল মনে হলেও সে এখন বুঝতে পারছে সেটা ভুল ছিলো। এলেক্সের সাথে যত কথা বলছে তার ততই ভালো লাগছে।
-->>গ্রেট ওয়ারের পরে সাত ডিম্যান প্রিন্স এবং তাদের সকল ফলোয়ার মেইন টাওয়ার এক্সব্লকের মধ্য থেকে বেরিয়ে গিয়েছে। তাছাড়া বাকি ডিম্যানগুলো এখনো এক্সব্লকেই রয়েছে।(লুসিফার)
এলেক্সও আকাশের দিকে তাকালো। বড় একটা নিশ্বাস ফেললো সে। মেইন টাওয়ারের কথা তোলার ফলে তার গুরুত্বপূর্ণ একটা কথা মনে পরলো। টাওয়ার অফ গড বা এক্সব্লক, যেখানে শক্তিশালী ব্যক্তিত্ব যেমনঃ গড, উচ্চ গড, উচ্চতর গড এবং সুপ্রিম গডরা থাকে। গড যাদের কোনো টাইটেল নেই, অন্যদিকে উচ্চ গড যারা সেখানে রুলার নামে পরিচিত। উচ্চতর গড যারা রুলারদের উপরে রাজ করে এবং সবশেষে সুপ্রিম গড যাদের ব্যাপারে শুধু লিজেন্ডই রয়েছে।
"লিচ্ দ্যা আনডেড উচ্চ গডের মধ্যে একজন ছিলো। যে জীবিত থাকলে হয়তো তার চিন্তা শক্তির মাধ্যমেই এই ওয়ার্ল্ডের সবাইকে হত্যা করে ফেলতো। তাহলে আমি চিন্তাও করতে পারছি না একজন উচ্চতর গডের ক্ষমতা কেমন হবে।" (এলেক্স ভাবছে)
ডিম্যান কিং একজন উচ্চতর গড ছিলো। যাকে ডিম্যানদের গড বলা হতো। লুসিফারের কাছ থেকে তার ব্যাপারে কিছু জানতে পারে নি এলেক্স, কারন লুসিফার নিজেও ডিম্যান কিং এর ব্যাপারে কিছু জানে না। তবে লিচ্ দ্যা আনডেড এর স্মৃতির মাধ্যমে কিছুটা জানতে পেরেছে এলেক্স। ডিম্যান কিং মূলত সকল ডিম্যানদের গড ছিলো। তার স্থান উচ্চতর গডের জায়গায় ছিলো। যার কাছে এমন স্পেশাল ক্ষমতা ছিলো যে সে চাইলেই উচ্চ লেভেলের গড তৈরী করতে পারতো। যার উধাহরন সাত ডিম্যান প্রিন্স। যারা অফিসিয়াল উচ্চ লেভেল গড না হলেও তাদের ক্ষমতা বাকি উচ্চ লেভেল গডের মতোই। আর এজন্যই সকল গড, উচ্চ গড এবং উচ্চতর গড মিলে যুদ্ধ ঘোষনা করে ডিম্যান কিং এর উপরে। ডিম্যান কিং উচ্চতর গডদের মধ্যে একজন শক্তিশালী গড হওয়ার পরও বাকি গডদের সাথে যুদ্ধে জিততে পারে নি। আর এটার মাধ্যমেই দ্যা গ্রেট ওয়ার সম্পন্ন হয় এবং ডিম্যান কিং মারা যায়।
ডিম্যান কিং মারা যাওয়ার পর থেকে টাওয়ারের মধ্যে ডিম্যান স্পিসিজ গুলো পালিয়ে থাকতে শুরু করে। সকল গড, উচ্চ গড এবং উচ্চতর গড এবং তাদের অ্যাভেটার হাজার চেষ্টা করার পরও সাত ডিম্যান প্রিন্সকে আর খোজে পায় নি। তাদের ধারনা ছিলো তারা এক্সব্লক থেকে পালিয়েছে। যেহেতু টাওয়ার অফ গডের একটা কড়া নিয়ম রয়েছে যে কেউ টাওয়ার থেকে বের হতে পারবে না। সয়ং উচ্চতর গডগুলোও যদি বের হতে চাই টাওয়ার থেকে তাহলে সে তার সমস্ত পাওয়ার হারিয়ে ফেলবে। আর এজন্যই তাদের ডিম্যান প্রিন্সদের নিয়ে এখনো কোনো মাথা ব্যথা নেই, কারন তাদের ধারনা তারা সাধারন ভাবেই পাওয়ার ছাড়া জীবন যাপন করছে। তারপরও অনেক গড এবং উচ্চতর গড তাদের অ্যাভেটারের মাধ্যমে ডিম্যান প্রিন্সদের খোজার চেষ্টা করছে। কিছু গড খোজ পেলেও বিষয়টা গোপন রাখছে বাকিদের থেকে নিজেদের লাভের জন্য।
এলেক্স আবারো একটা লম্বা নিশ্বাস ছারলো। অন্যের স্মৃতির কোনো কিছু মনে করা আসলেই অনেক কষ্টকর একটা জিনিস। কখনো একসাথে কোনো কিছু মনে হয় না। বরং সময়ে সময়ে মুহুর্ত হিসাবে একটু একটু করে হালকা জিনিস মাথার মধ্যে আসে। তখন মাথার যন্ত্রনাও হাজার গুনে বৃদ্ধি পায়। এলেক্স বুঝতে পারলো জিডুরী কেনো বলেছিলো তার মেন্টাল পাওয়ার কম। একটা প্রোগ্রামার হিসাবে পূর্বের জীবনে অনেক কিছু জানলেও এলেক্সের জীবন একদম ভালো ছিলো না। পড়া লেখার উপরে সে এতোটা ভালো ছিলো না। শুধু দুটো জিনিসই ভালো পারতো, সেটা হলো গেমিং এবং প্রোগ্রামিং। তবে সে নিজের উপরে বেশী প্রেসার দিতে পারতো না। বেশী প্রেসার নিলেই তার মাথায় যন্ত্রনা করতে শুরু করলো। তাছাড়া মাইগ্রেইনের যন্ত্রনা তো তাকে ভুগতেই হতো। সব মিলিয়ে এলেক্স বুঝতে পারছে তার মেন্টাল পাওয়ার কম কেনো। অসংখ্য জ্ঞান বা ইন্টেলিজেন্স থাকলেই একজনের মেন্টাল পাওয়ার শক্তিশালী হয় না। জিনিসটা এরকম, এলেক্সের ইন্টেলিজেন্স বৃদ্ধিটা পানির মতো। আর সেই ইন্টেলিজেন্স ধরার মাত্র যেটা এলেক্সরে ব্রেইন। এখন মাত্র যদি ছোট হয় তাহলে সেটার মধ্যে অতিরিক্ত পানি ঢাললে অবশ্যই সেই পানি মাত্র থেকে পরে যাবে। আবার পাত্র যদি ভাঙা থাকে তাহলে নিশ্চয়ই পানি পাত্র থেকে পরে যাবে। এলেক্সের ব্যাপারটাও তেমন। তার ইন্টেলিজেন্স এখন অনেক, বলতে গেলে তার লেভেল অনুযায়ী মারাত্মক লেভেলে রয়েছে। কিন্তু তার পাত্রটা সেটাকে ধরে রাখতে পারছে না। প্রথমে তাকে তার পাত্রকে আপগ্রেড করতে হবে।
-->>তুমি কি শক্তিশালী হতে চাও?(লুসিফার)
-->>???
এলেক্স প্রশ্ন বোধক দৃষ্টি নিয়ে লুসিফারের দিকে তাকালো। সে হঠাৎ লুসিফারের কাছ থেকে এটা শুনতে পারবে সেটা ভাবতে পারে নি। লুসিফার তো বোরিং ফিল করছিলো তাই কথাটা এলেক্সকে বললো। কিন্তু এলেক্সের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুযোগ ছিলো।
"ডিম্যান প্রিন্স অফ প্রাইডের থেকে ট্রেনিং, এটা আশা করি নি।" (এলেক্স ভাবছে)
এলেক্স সোজা ডালের উপরে থেকে নেমে গেলো। লুসিফার বুঝতে পারলো এলেক্স রাজি হয়েছে তার অফারে। এলেক্সকে যত দেখছে ততই তার ভালো লাগছে। যদিও ঔরকম ভালো লাগা না। যাইহোক, লুসিফারের সব সময় তাদেরই ভালো লাগে যারা মনের কথা সহজেই প্রকাশ করে লুকিয়ে না রেখে। তার মনে হচ্ছিলো সে এলেক্সের মনের ভাবনা ঠিক বুঝতে পারছিলো। তাই তো তার সাথে বন্ধুত্ব করতে তার মন চাচ্ছিলো তাকে দেখার পর থেকেই।
"আসল কথা বলতে গেলে, এখানে দুজন হোস্ট রয়েছে বিলজবাবের, কিন্তু আরেকজন মেয়ে হওয়ায় তার সাথে বন্ধুত্ব মা করাটায় স্রেয়।" (লুসিফার ভাবছে)
এলেক্স নিচে নামলো সেই সাথে লুসিফারও। দুজনে একে অপরের দিকে তাকিয়ে দাড়িয়ে রইলো।
-->>আমি পূর্বের মুভটা শিখতে চাই।(এলেক্স)
লুসিফার হা করে তাকিয়ে রইলো। সে যতবার তার কুইক ড্র স্কিলটা অন্যদের শিখতে চাই সেটা কেউই পছন্দ করে না। কিন্তু এটা প্রথম যে কেউ তার স্কিলটা শিখতে চাচ্ছে। একটা হাসি তার মুখের উপরে ফুটে উঠলো।
-->>কিন্তু স্কিলটা সোর্ডসম্যানদের জন্য সবচেয়ে দুর্বল এবং কমন।(লুসিফার)
এলেক্স জানে সেটা কি ছিলো। ছোট ছোট বাচ্চা দেখলেও বলতে পারবে সেটা কুইক ড্র ছিলো। এলেক্সের বাবা এলমন্ড এলেক্সকে সেটা সম্পর্কে বলেছিলো। কিন্তু একটা মুভ কুইক ড্র কখনোই এতো সিম্পল হতে পারে না। বিশেষ করে যদি কোনো অভিজ্ঞ কেউ সেটা ব্যবহার করে। এলেক্স তার বাবাকে কখনো সেটা ব্যবহার করতে দেখে নি, তাই বেশী ভালো করে জানে না। আর তার বাবার কাছ থেকে শেখার জন্য তাকে এই টেস্ট শেষ করে প্রথমে ফিরতে হবে।
"একটা জিনিস পরে শেখার থেকে আগে শেখে নেওয়ায় ভালো।" (এলেক্সের ভাবনা)
-->>মনে হচ্ছে তুমি আটক তোমার সিদ্ধান্তে। তাহলে ঠিক আছে। আমি আমার সবচেয়ে লো লেভেল স্কিল কুইক ড্র শেখাবো তোমায়। কিন্তু আমার শর্ত আছে।(লুসিফার)
-->>কি শর্ত?(এলেক্স)
এলেক্সের আগ্রহ দেখে লুসিফার তাকে এখনি শেখাতে চাচ্ছিলো, কিন্তু তাতে সে মজা পেতো না। তাই তো সে প্রথমে একটু লিমিট চেক করতে চাচ্ছে এলেক্সের। যদিও সে এক সময়ে বিলজবাবের সাথে লড়তে পারবে, কিন্তু যদি তার হোস্টকে সে এমন একটা লেভেলে পাঠাতে পারতো।
-->>আমার শর্ত একদম সহজ। আমি চাই অন্য কেউ না, বরং তুমিই বিলজবাবের রেইনকার্নেট হবে।(লুসিফার)
এলেক্স বুঝতে পারলো না লুসিফার এরকম একটা শর্ত দিবে কেনো। যদিও সে না শেষ পর্যন্ত বিলজবাব রেইনকার্নেট হবে, এবং নিজে বেঁচে থাকতে হলে তাকেই রেইনকার্নেট করাতে হবে বিলজবাবকে। তাই এটা খুব সহজ একটা শর্ত ছিলো। কিন্তু,
-->>কিন্তু তাতে আমার লাভ কি?(এলেক্স)
-->>ওয়েল আমি আমার স্কিলটা তোমাকে প্রথমেই শেখাবো, কিন্তু যদি ভাজার পন্যে তেল না প্রয়োগ করি তাহলে কি মজা পাওয়া যায়? আমি যতদূর জানি বিলজবাব নিজেও কখনো আমাকে হারাতে পারবে না। তাই তো তোমাকে একটা সুযোগ দিচ্ছি। যতদিনে বিলজবাব রেইনকার্নেট হবে ততদিনে আমার স্কিলটা মাস্টার করবে, এবং শেষ মেষে যদি আমাকে হারাতে পারো তাহলে এই সোর্ড তোমার।(লুসিফার)
ডান হাতে সোর্ডটা ধরে লুসিফার ধরলো এলেক্সের সামনে দেখানোর জন্য। এই ওয়ার্ল্ডের কেউ একবার এই সোর্ড দেখলে সেটাকে সাধারন একটা মরিচে পরা কাটানায় মনে করবে। কিন্তু এটা কোনো সাধারন সোর্ড ছিলো না। মনস্টার স্লেয়ার সোর্ড, যেটা ডিম্যান প্রিন্স অফ প্রাইড অগনিত শক্তিশালী মনস্টারদের হত্যা করেছে। কেউ হয়তো জানে না। তবে লুসিফারের অগনিত শক্তির একটা উৎস এই কাটানাটা। এটা লুসিফারের কাছে জীবনের থেকে গুরুত্বপূর্ন একটা সোর্ড ছিলো। যেটা সরাসরি ডিম্যান কিং দিয়েছিলো তাকে ব্যবহার করার জন্য। অন্য দিকে লুসিফারের ছেলে এবং তার ছেলে লুসিফার থ্রি এটাকে কোনো কষ্ট ছাড়ায় পেয়েছে। তাই হয়তো এলেক্সের সামনের এই লুসিফার দ্যা থ্রি এটার গুরুত্ব বুঝতে পারছে না।
"আমি কখনো ভাবি নি আমার সোর্ডকে আমি বেটের মধ্যে রাখবো। যাইহোক সাত ডিম্যান প্রিন্স এক সাথে আসলেও তারা আমাকে হারাতে পারবে না, তাই কোনো চিন্তা কারন নেই আমার।" (লুসিফার ভাবছে)
এলেক্স কোনো কিছু চিন্তা করলো না আর। এটা অনেক ভালো একটা অফার ছিলো। সব দিক বিবেচনা করলে সে এক সময়ে বিলজবাবের জায়গা দখল করবে, তাই না চাইলেও লুসিফারের সাথ তার ফাইট হবে তখন। আর কোনো মতে যদি এলেক্স জিততে পারে তাহলে অবশ্যই ভালো একটা অফার এটা। একটা গড লেভেল ম্যাজিকাল আইটেম অবশ্যই ভালো একটা জিনিস।
-->>তাহলে তুমি রাজি। আমি ভাবছিলাম আমার মরিচে ধরা কাটানার উপরে আগ্রহ থাকবে না তোমার। কিন্তু তুমি হয়তো এটার গুরুত্ব বুঝতে পেরেছো। যাইহোক এক সপ্তাহ পরে দেখা হবে আমাদের। তখন নিশ্চয় আমি তোমাকে আমার স্কিলটা শেখাবো। আজ অনেক ঘুম পাচ্ছে।(লুসিফার)
এলেক্স প্রস্তুত ছিলো একটা ট্রেনিং ক্লাসের জন্য। কিন্তু সে এটা আশা করে নি যে লুসিফার তাকে আজ শেখাবে না। সে তার এক্সপেকটেশন অনেক উচু করেছিলো, কিন্তু একজন ডিম্যান প্রিন্স কেমন সেটা সে ভুললো না। তারা অনেক অলস, লোভী, সম্মানে ভরা, ক্ষুদার্থ, রাগী। তাই এলেক্স হতাশ না হয়ে তার ক্যাম্পের দিকে ফিরে আসলো।
অন্যদিকে লুসিফার ডিমনিক ফরেস্টের আরো গভীরে প্রবেশ করতে লাগলো। একটা পোর্টালের এনার্জি সে অনুভব করছিলো। যদিও এনার্জি সে ব্যবহার করতে পারে না, কিন্তু সেটা ফিল ঠিকই করতে পারে। তার গন্তব্য প্রথমে পোর্টালের কাছেই ছিলো, কিন্তু বোর হয়ে যাওয়ার ফলে সে এলেক্সের সাথে কথা বলতে গিয়েছিলো। তবে এখন তার আসল কাজে ফিরে যাওয়া উচিত।
-->>মানুষ গুলো আসলেই অনেক সিম্পল মাইন্ডের হয়। দেখা যাক এলেক্স এক সপ্তাহ করে আমাদের দেখা হবে। আমি চাইবো তুমি আমাকে ভালো ভাবে এন্টারটেইন করবে।(লুসিফার)
লুসিফারের মুখে একটা হাসি দেখ গেলো।
অন্যদিকে এলেক্স ক্যাম্পের কাছাকাছি আসার পরে বুঝতে পারলো লুসিফার সেই জায়গায় আর নেই। তাই সে তার গন্তব্য আবারো চেন্জ করলো। লুসিফারের কথায় সে বিন্দুমাত্র রাগ বা ভাবছে না। সে জানে অন্যের সাহায্য পাওয়া এতোটা সহজ নয়। আর যে কেনো সময়ই যে কেউ পিটে ছুড়ি মারতে পারে, তাই তো সব কিছু নিজের উপরেই রাখতে হবে। এলেক্স তার জেনারেলকে সামন(ডাকা) করলো। ক্যাম্মের থেকে দূরে হওয়ায় কোনো সমস্যা ছিলো না তার জন্য এটা। মাটি থেকে কালো পানির মধ্য থেকে বড় একটা ডিমনিক ফক্স বেরিয়ে আসলো। যেটাকে কোনো অংশ দিয়ে এখন ফক্স মনে হচ্ছে না। দূর থেকে অন্ধকারে দেখলে যে কেউ সিংহ ভেবে ভুল করবে। এলেক্স তার উপরে বসলো এবং বলতে লাগলো,
-->>তাহলে যাওয়া যাক। আমাদের তো শীঘ্রই একশো লেভেলে পা দিতে হবে। ডিমনিক ফরেস্ট থেকে তার পূর্বে তো বের হওয়া ঠিক হবে না।(এলেক্স)
এলেক্স চললো তার জেনারেলের উপরে বসে। জেনারেল প্রচন্ড স্পিডে বাতাসকে ভেদ করে তার মাস্টারকে নিয়ে পিছনের দিকে যাচ্ছে, যেখানে আজকে ডিমনিক বিস্ট গুলো গিয়েছে।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। আরো বড় করতে চেয়েছিলাম। কিন্তু সময়ের অভাবে হয় নি।