আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King পর্বঃ ৫৪

হৃদয় বাপ্পী
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 [প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]


#Demon_King#


পর্ব:৫৪


লেখকঃহৃদয় বাপ্পী

.

.

.


(ডিমনিক ফরেস্ট)



দশ টিমের মধ্যে যে শুধু চেইন এবং রসিফের টিম ডিমনিক বিস্টের সম্মুখিন হয়েছে এমন নয়। বাকি টিম গুলোকেও বিশাল ডিমনিক বিস্টের গ্রুপের সম্মুখিন হতে হয়েছে। চেইন এবং রসিফের টিমের ভাগ্য ভালো থাকায় তাদের মধ্য থেকে কেউ মৃত্যু বরন করে নি। তবে অন্যান্য টিম এতোটা ভাগ্যবান ছিলো না। প্রায় আট টিমের সব টিমের মধ্যেই ডিমনিক বিস্টের হাতে কেউ না কেউ মারা গিয়েছে। ডিমনিক ফরেস্ট অনেক ভয়ানক একটা জায়গা এসব নতুন ছেলে মেয়েদের জন্য। কিন্তু টাওয়ার আরো বিপদজনক একটা পরিবেশ। সেখানের মনস্টাররা এখানের মনস্টার থেকে আরো শত গুনে মারাত্মক। একাডেমি প্রতিবারই নানা ভাবে তাদের শিক্ষার্থীদের টেস্ট করে এবং তাদের টাওয়ারে প্রবেশ করার সুযোগ করে দেই। তবে প্রতিবারই যতজন টাওয়ারের টেস্টে অংশ নেয় তার বিশ পার্সেন্টেজই টেস্ট সম্পূর্ন করতে পারে এবং টাওয়ারে প্রবেশ করার সুযোগ পায়। দশ পার্সেন্টেজই টাওয়ারের টেস্ট থেকে জীবিত ফেরত আসতে পারে এবং বাকিরা টেস্ট গ্রাউন্ডেই মারা যায়। 


এজন্য এবার যখন মেফাস একাডেমির প্রিন্সিপাল এম্পায়ারের প্রধান একাডেমিতে নতুন টেস্টের প্রস্তাব রাখে তখন এম্পায়ার সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। কেননা এতে সকল শিক্ষার্থীই মৃত্যুর অভিজ্ঞতা কি সেটা অনুভব করতে পারবে। সকল নোবেল ছেলে মেয়ে যারা একবার টাওয়ারে প্রবেশ করে তাদের প্রাইড এমনিতেই ভেঙে যায়, তাই একাডেমি এভাবে সবাইকে একসাথে কাজ করাতে পারবে। যেটা সম্ভবও হয়েছে। সব টিমের মেম্বারই তাদের টাইটেল ভুলে গিয়ে একসাথে কাজ করেছে। তা নাহলে হয়তো সবাই এখানেই মারা যেতো। তবে সব টিমকেই একটা দুটো সদস্যের মৃত্যুকে বহন করতে হচ্ছে। শর্ত অনুযায়ী টিমের মধ্যে কেউ মারা গেলে পুরো টিম টাওয়ারে প্রবেশের সুযোগ পাবে না। তবে আপাতোতো কেউই সেটা নিয়ে ভাবছে না। কারন এখানে ভেঙে পরলে তারা জীবিত ফিরতে পারবে না। সকালের সময়ে, সব টিমই পরবর্তী জোনের দিকে আগাচ্ছে। তখন কয়েকটা টিমের মধ্যেই একটা কথা শোনা যাচ্ছে।



-->>কাল রাতে না আমরা পাঁচজন গার্ডে ছিলাম। হঠাৎ আজব একটা জিনিস দেখতে পেয়েছি।



-->>আরে হ্যা এটা তো বলতেই ভুলে গিয়েছি। একটা ঘোড়ার মতো সাইজের সিংহের উপরে একজন মানুষ বসে যাচ্ছিলো।



-->>দূর কি আবোল টাবোল বলছো।



-->>আরে সত্য, আমরা দুজন কি একই সাথে ভুল দেখবো তাহলে?






-->>জানো আমি না কালকে একজনকে বড় একটা বিস্টের উপরে বসে অনেক স্পিডে যেতে দেখেছি।



-->>বিস্টের উপরে মানুষ?



-->>হ্যা মনে হয় ঔটা সাধারন বিস্ট ছিলো, বা কোনো হান্টারের ফ্যামিলার ছিলো। আমি পূর্বেও শুনেছি যে সাধারন বিস্টদের সাথে বন্ধুত্ব করলে তাদের ফ্যামিলার তৈরী করা যায়।




সবার মুখে একই কথা, প্রতিটা টিমই রাতে গার্ড রেখেছিলো। এরফলে তারা ডিমনিক বিস্ট দেখলে প্রথমেই সবাইকে সতর্ক পারবে। সবাই রাতে এলেক্সকে দেখেছে তার জেনারেলের উপরে বসে যেতে। কিন্তু অন্ধকার এবং জেনারেলের স্পিডের কারনে কেউই দেখতে পারে নি বিস্টটা কি ছিলো এবং তার উপরে কে ছিলো।




* * * * *



অন্যদিকে এলেক্স সারা রাত ডিমনিক বিস্ট হান্ট করেছে। যার ফলে সে অনেকটা রিফ্রেস ফিল করছে। যখন থেকে সে তার হাতের রিং এর ক্ষমতা ব্যবহার করতে পারছে তখন থেকে এনার্জি থাকা অবস্থায় এলেক্স সবসময়ই রিফ্রেস বোধ করে। শুধু তখনি এলেক্স ক্লান্ত বোধ করে যখন তার রিং এর এনার্জি শেষ হয়ে যায় কিংবা নিজের স্ট্যামেনা শেষ হয়। এলেক্স পুরো রাত ডিমনিক বিস্ট হত্যা করে ঠিক সকালে চলে এসেছে ক্যাম্পের দিকে। যেহেতু তার জেনারেল খুব স্পিডে দৌড়াতে পারে তাই সময় মেইনটেইন করতে এলেক্সের কোনো সমস্যা হয় নি। আজ রসিফের টিম এবং চেইনের টিম কেউই আগাচ্ছে না। বরং তারা যে ক্যাম্প তৈরী করেছিলো সেখানেই রয়েছে। চেইন এবং রসিফ দুজনের কাছেই একাডেমি থেকে একটা লেটার এসেছে। যেখানে তাদের বলা হয়েছে অপেক্ষা করতে। তাদের অপেক্ষা করতে বলা হয়েছে বাকি টিম গুলোর আসার জন্য। এজন্য কেউ কোথাও না গিয়ে অপেক্ষা করছে এখানে বাকি টিম গুলোর। যেহেতু একাডেমির মেসেজ ছিলো সেটা তাই তার টেস্টকে আপাতোতো বন্ধ রাখছে হয়তো। সবাই একসাথে বসে রয়েছে। যেহেতু ডিমনিক বিস্ট রোদ পছন্দ করে না, আর পুরো টিমই লুসিফারের তৈরী করা খোলা মাঠে ক্যাম্প তৈরী করেছে তাই আপাতোতো কোনো ডিমনিক বিস্টের ভয়ও তাদের নেই। কিন্তু তারা নিজেদের গার্ড নিচু করে রাখে নি। কারন যে কোনো সময়েই ডিমনিক বিস্ট আবারো চলে আসতে পারে।


এলেক্স সবার মতোই বসে আছে। একা একা সে অনেকটা বোর ফিল করছিলো। তার মন চাচ্ছে আরো কয়েকটা লেভেল আপ করতে। কাল সারারাত সে হান্ট করেছে কোনো বিশ্রাম ছাড়ায়। শুধু সেটায় নয়, সে তার পুরো একশত আনডেড আর্মিকেও ছেড়ে দিয়েছিলো হান্টের জন্য। যেটার জন্য বেশ কিছু লেভেল আপ করতে পেরেছে। কিন্তু এটুকুই তার জন্য যথেষ্ট নয়।




"স্ট্যাটাস"



এলেক্স তার স্ট্যাটাস অপশন নিয়ে আসলো তার সামনে। সে দেখতে লাগলো নিজের স্ট্যাটাস।



""

""

নেইম: এলেক্স


টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার


জব:হোস্ট অফ জিডুরী


সাব-জব: এসাসিন


লেভেল: ৮৫


স্ট্রেন্থ              : ১১২

ভাইটালিটি     : ৭০

এজিলিটি       : ১২৪

স্ট্যােমানা       : ৬৯

ইন্টেলিজেন্স   : ১৭১ 

লাক্               : ২০


স্ট্যাট পয়েন্ট: ১৩০

""

""



-->>হুমমম খারাপ না।(এলেক্স আস্তে আস্তে বললো)



"তবে একটা জিনিস আমি এখনো চেক করি নি। মূলত সময় হয়ে উঠে নি।" (এলেক্স ভাবছে)




এলেক্স পূর্বে পাওয়া হ্যাকার স্কিল ব্যবহার করলেও সে এখনো তার প্রাোগ্রামার টাইটেল সম্পর্কে কিছুই জানে না। টাইটেলটা যদি হ্যাকিং এর মতো কোনো ভাবে কাজ করে তাহলে তো একদম সেই লেভেলের একটা জিনিস হবে। সে তার প্রোগ্রামার টাইটেল এর ইনফরমেশন দেখতে যাবে তখনি তার পাশে এসে মিও বসলো। এলেক্সের টিমের মধ্যে মাত্র তিনজন লোকই তেমন কথা বলতে পছন্দ করে না। প্রথমে এলেক্স নিজে। এরপর এলিন এবং সর্বশেষ মিও। যদিও এলেক্স এলিনকে কথা বলতে দেখেছে টুকটাক, কিন্তু মিও এমন একজন যে সব সময়ই নিশ্চুপ থাকতে পছন্দ করে। কিন্তু সেই মিও হঠাৎ এলেক্সের কাছে এগিয়ে এসেছে। মিও এলেক্সের পাশে এসে বসলো এবং কথা বলতে লাগলো।



-->>সব কিছু তারাতারিই শেষ হয়ে যাবে মনে হচ্ছে।(মিও)



মিও সহ চেইন এবং লুবা এলেক্সের টিমের লিডার। তাই অফিসিয়াল সকল খবর তাদের কাছেই থাকে। যদিও চেইন বেশী কিছু বলে নি, শুধু বলেছে টেস্টটা কিছু সমস্যার কারনে আপাতোতো বন্ধ হয়েছে এবং তাদেরকে বাকি টিমের অপেক্ষা করতে হবে। কিন্তু মিও এর কথায় এলেক্স বুঝতে পারলো টেস্টটাও শেষের দিকে। এলেক্স মনে মনে কিছুটা হতাশ হলো। সে এই ডিমনিক ফরেস্ট থেকে একশত লেভেলে উঠে তারপর টাওয়ারের মধ্যে প্রবেশ করতে চাচ্ছিলো। কিন্তু সেটা হয়তো হবে না বুঝতে পারলো সে।



-->>আমি অবাক হয়েছি তোমাদের সবার উন্নতি দেখে। সাধারনত যারা টাওয়ারের টেস্টে অংশ নিয়ে থাকে তাদের সবাই তেমনই থাকে যেমন তোমরা এই টেস্টের পূর্বে ছিলে। কিন্তু এই টেস্টের মাধ্যমে তোমরা টাওয়ারের টেস্ট সম্পূর্ন করা পাবলিকের মতোই শক্তিশালী হয়ে উঠেছো। তাই আমার মনে হয় না তোমাদের কারো সমস্যা হবে এবারের টাওয়ারের টেস্ট সম্পূর্ন করতে।(মিও)



-->>তাহলে তো ভালোই হয়।(এলেক্স)



এলেক্স কোনো রকম কথা আগালো না। তার মাথায় অন্য চিন্তা ঢুকলো। মিও যেহেতু টাওয়ার থেকে চেইনের মতোই এসেছে তাই টাওয়ারের টেস্টে সে নিজেও অংশ নিয়েছে। তাই সেখানে অংশগ্রহন কারী সবার পাওয়ার কতটুকু তার একটা ধারনা তার থাকার কথা। তাই এলেক্সের হালকা একটা ধারনা হলো।



"তাহলে এই টেস্ট বাদে যারা টাওয়ারের টেস্টে অংশ নিতো তাদের লেভেল ত্রিশের কাছাকাছি থাকতো। আর যারা টেস্ট সম্পূর্ন করে টাওয়ারে প্রবেশ করতো তাদের লেভেল পঞ্চাশের মতো থাকতো।" (এলেক্স ভাবছে)



এলেক্স বুঝতে পারলো এই টেস্টটা অনেক গুরুত্বপূর্ন ছিলো তাদের লেভেল বারানোর জন্য। কারন এতে সবার লেভেলই পঞ্চাশের কাছাকাছি। এলেক্সের ইনফো স্কিলটা একটিভ আছে। তাই সে সবার লেভেল দেখতে পাচ্ছে। সবাই চল্লিশ থেকে পঞ্চান্ন লেভেলের মধ্যেই আছে। শুধু কিছু ব্যতীত। এলিনের লেভেল এই একদিনের মধ্যে অনে তুলনায় বৃদ্ধি পেয়েছে যার কারনে এলেক্স আবারো তার লেভেল দেখতে পাচ্ছে না। এক কথায় বলতে গেলে তার লেভেল টাওয়ার থেকে আসা লিডারদেরও ছাড়িয়ে গিয়েছে।



"কিন্তু আমি এখনো পর্যন্ত এই মিও এর কোনো ইনফরমেশন দেখতে পারছি না।" (এলেক্স ভাবছে)



এলেক্সের ইনফো স্কিল আপাতোতো একশত লেভেল পর্যন্ত সবার ইনফরমেশন দিতে পারে। বর্তমানে তাদের নাম, স্পিসিজ এবং লেভেল দেখায় তাদের মাথার উপরে। একশো লেভেলের কিছু উপরে হলেও এলেক্স তাদের নাম অন্তত দেখতে পারে শুধু তাদের লেভেলে এবং স্পিসিজে প্রশ্নবোধক থাকে। কিন্তু এই মি এর পুরো ইনফরমেশনই প্রশ্নবোধক আকারে রয়েছে। এলেক্স বুঝতে পারছে যে মিও এর লেভেল অনেকটা সেই ওগ্রে মনস্টারের মতো হবে। কিন্তু এলেক্স এখনো লেভেল অনুযায়ী মিও এর ক্ষমতা দেখে নি, তাই অনেক পূর্বে থেকেই তার উপরে সন্দেহ করছিলো।



-->>মনে হয় ক্লাইমেক্সের সময় হয়ে গিয়েছে। অন্য কোনো এক সময়ে দেখা হবে আমাদের ভবিষ্যৎ প্রিন্স অফ গ্লাটোনি এবং ডিম্যান কিং ক্যান্ডিডেট।(মিও)




মিও বসা থেকে দাঁড়িয়ে কথাটা এলেক্সকে বললো। তার দুটো হাত পিছনে একসাথে ধরে অনেকটা কিউট একটা লুক নিয়ে সে এলেক্সে উক্ত কথাটা বললো। এলেক্স তাকিয়ে ছিলো তার দিকে। সন্দেহকর ছিলো মেয়েটা। অনেক বড় সন্দেহ কর ছিলো। এলেক্স নিজের চিন্তায় পরে গেলো। ডিম্যান প্রিন্স অফ গ্লাটোনি এবং ডিম্যান কিং সম্পর্কে মিও কিভাবে জানলো এবং এলেক্সকে ভবিষ্যৎ ডিম্যান প্রিন্স অফ গ্লাটোনি এবং ডিম্যান কিং ক্যান্ডিডেট বললো কেনো সেটা বুঝতে পারছে না সে। সব কিছু বাদ দিয়ে তার চিন্তা শক্তি যখন স্বাভাবিক হলো তখন সে মিও এর দিকে তাকালো, কিন্তু মিওকে কোথাও খুজে পেলো না সে। এলেক্স উঠলো বসা থেকে। সে ক্যাম্পের মধ্যে খুজতে লাগলো কিন্তু কোথাও সে মিও কে খুজে পেলো না। হঠাৎ করে মিও আসলো তার কাছে একটা কথা বললো এবং উধাও হয়ে গেলো।



-->>ডুফেস তুমি মিও কে দেখেছো?(এলেক্স)



এলেক্স গেলো ডুফেসের কাছে এবং মিও এর সম্পর্কে জিজ্ঞাসা করলো। সে নিজে খুজে পেলো না। বেশী লোকজন নেই ক্যাম্পের মধ্যে, সেই সাথে এলেক্সের চোখের পাওয়ারও কম না। তারপরও সে ক্যাম্পের কোথাও মিওকে খুজে পেলো না। তাই সে ডুফেসের কাছে আসলো। ডুফেস জেয়াবের সাথে বসে গল্প করছিলো। ডুফেসের কাছ থেকে একটা উত্তর সে আশা করছিলো, কারন ডুফেস এখন শুধু এলিনের উপরেই লাইন মারার চেষ্টা করে না বরং টিমের সকল মেয়ের উপরেই লাইন মারার চেষ্টা করে।



-->>মিও? কোন মিও?(ডুফেস)



-->>হঠাৎ করে এলেক্স মিও এর সম্পর্কে জিজ্ঞাসা করছো কেনো? মিও কি রসিফের টিমের কেউ?(জেয়াব)




ডুফেস সরাসরি বললো সে চিনে না, যার ফলে এলেক্স প্রথমে ভাবছিলো সে মজা করছে। কিন্তু জেয়াব মজা করার মতো ছেলে নয়। সব সময় সিরিয়াস হয়েই থাকে জেয়াব। তাই তার কথায় সে বুঝতে পারলো এখানে কোনো ঘাবলা আছে। তাই তো প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলতে লাগলো।



-->>আমাদের টিমের মানা লিডারকে তো খুজে পাচ্ছি না? তোমরা দেখেছো?(এলেক্স)



-->>মানা লিডার? ও তুমি এলিনের কথা বলতেছো? এলিন তো ঔখানে মাইরার সাথে বসে গল্প করছে।(ডুফেস)



ডুফেস হাত দিয়ে এলিনের জায়গা দেখিয়ে দিলো। এলেক্স বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সে একটু আগেই কথা বলেছে মিও এর সাথে। আর হঠাৎ করে সে উধাও হয়ে গিয়েছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধান ছিলো বর্তমান সময়ের সাথে সেটার। এলেক্সের মাথায় ঢুকছে না তাদের মানা লিডার কিভাবে এলিন হতে পারে? এলিন তো অন্য টিম থেকে এসেছে মধ্যপথে। এলেক্স বিষয়টাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য চেইনের কাছে গেলো। চেইনই সঠিক উত্তর দিতে পারবে সব কিছুর।



-->>কিছু বলবে এলেক্স?(চেইন)



চেইন লুবার সাথে কথা বলছিলো, সেই সময়ে এলেক্স চেইনের সামনে যাওয়ার ফলে চেইন এলেক্সকে কথাটা বললো।



-->>আমি আমাদের মানা লিডারের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি।(এলেক্স)



-->>ও তুমি এলিনের ব্যাপারে জানতে চাচ্ছো? আমার থেকে তো তোমাদেরই সেটা ভালো জানার কথা। কারন টাওয়ারে প্রবেশের পূর্বে আমি মেফাস কিংডমের কেউ ছিলাম না।(চেইন)



এলেক্স এবার সত্যি কোনো কিছু মিলাতে পারছে না। সে একটা লুপের মধ্যে পরে গেলো।



-->>ও নাকি তুমি পুরাতন মানা লিডারের কথা জিজ্ঞাসা করছো?(চেইন)



-->>পুরাতন!(এলেক্স অবাক হলো অনেকটা)



-->>আরে ভুলে গেলে নাকি? পূর্বে যখন আমাদের উপরে একটা ডিমনিক হাইব্রিড ফক্স আক্রমন করেছিলো। তখন তোমাদের মানা লিডার মানে জারা মারা গিয়েছিলো। তখনি তো এলিনের জন্য আমরা বেঁচে ফিরলাম সেখান থেকে। যেহেতু তোমাদের মানা লিডার মারা গিয়েছিলো তাই একাডেমি থেকে এলিনকেই তোমাদের মানা লিডার হিসাবে নিযুক্ত করে আমাদের টিমে নিয়ে আসে।(চেইন)



-->>এলেক্স তো দুদিন পূর্বেই একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলো। যার কারনে হয়তো তার সব কিছু মনে করতে সমস্যা হচ্ছে।(লুবা)



-->>আমার মনে হয় এলেক্স জারার জীবন সম্পর্কে জানতে চাচ্ছে। এলেক্স আমি দুঃখিত তবে জারার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না।(চেইন)



-->>এটা আসলেই আজব, আমরা একসাথে টাওয়ার থেকে এসেছি এই টেস্টের জন্য কিন্তু আমাদের একজনের সম্পর্কেই আমরা জানি না। হাহাহাহা।(লুবা)




এলেক্স দুজনের কথা শুনে সেখান থেকে সরে আসলো।



"ব্যাপারটা তাদের কাছে একদম স্বাভাবিক মনে হচ্ছে।" (এলেক্স ভাবছে)




এলেক্স বুঝতে পারছে না কি হচ্ছে। যদিও কিছুটা অনুমান করছে। হয়তো মিও নামক ব্যক্তি আসলেই ছিলো না, এলেক্স শুধু তাকে কল্পনা করেছে। কিন্তু সেটা হওয়ার কোনো সম্ভবনায় নেই। কারন এলেক্স নিজে একটু আগে তার সাথে কথা বলেছে। তাই একটা জিনিসই হতে পারে।



"হয়তো মিও নামক মেয়েটার অস্তিত্ব আমার বাদে সবার থেকে মুছে গিয়েছে।" (এলেক্স ভাবছে)




* * * 


To Be Continued 


* * *



কেমন হলো জানাবেন।

About the Author

হৃদয় বাপ্পী
Hello Friends, My Name is Bappy and Welcome To Our Website. My Passion is to Share Knowledge With Everyone. Also I am a writer.

6 comments

  1. Awesome bro..❤️❤️
  2. 🖤🖤🖤🖤🖤
  3. What the fuchka.. eita ki hoilo mathar upor Diya gelo sob.. outstanding bro carry on 🥰🥰🥰
  4. Amazing 😍
  5. এলেক্সের টিমের কেউতো মারা যায়ইনি তবে জারা মারা গেল কখন???
  6. Vai osthir hoisa ❤️❤️❤️🖤🖤🖤
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.