[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ৪৭
।
।
।
সারাদিন হেটে অনেকটা পথ পার করেছে চেইনের টিম। চেইন এখন অতিরিক্ত সতর্ক হয়ে কাজ করছে। যার ফলে একটা ডিমনিক বিস্টের সাথেও তারা নিজে থেকে ফাইট নিচ্ছে না। সব সময় এরিয়ে চলার চেষ্টা করছে তাদের। তৃতীয় জোন প্রথম এবং দ্বিতীয় জোনের মতো নয়। এই জোনের সাধারন ডিমনিক বিস্ট গুলোও অনেক শক্তিশালী। যদি কয়েকটা গ্রুপ ধরে চেইনের টিম কিংবা অন্য নয় টিমের সামনে ডিমনিক বিস্ট আসে তাহলে অনেকটা বিপদের মুখে পরতে হবে তাদের।
সারাদিন হেটে ক্লান্ত শরীর নিয়ে সবাই ক্যাম্পের মধ্যে বসে আছে। রাত হয়েছে তাই ক্যাম্পফায়ার জ্বালিয়ে সবাই সাবধান হয়ে বসে আছে। তৃতীয় জোনে রাতের সময়ে অনেক ভয়ঙ্কর একটা প্রকৃতি তৈরী হয়। তবে ক্যাম্পফায়ারের ফলে শক্তিশালী ডিমনিক বিস্ট গুলোও সেখানে যাওয়ার চেষ্টা করবে না। ডিমনিক বিস্ট যতই শক্তিশালী হোক না কেনো সেটা আগুনকে ভয় পায়। শুধু কিছু ডিমনিক বিস্ট রয়েছে যাদের আগুনে কিছুই হয় না।
-->>আরেকটা শান্তি মাখা দিন চলে গেলো।(ডুফেস)
-->>আমাদের এভাবেই পৌছাতে হবে। রসিফের টিম দ্বিতীয় জোন থেকেই কোনো ডিমনিক বিস্টের সাথে লড়ে নি, তাই তো তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে।(চেইন)
-->>কিন্তু লিডার আমরা তো এভাবে শক্তিশালী হতে পারছি না?(জেয়াব)
-->>কে বলেছে? টাওয়ারের টেস্টে অংশ নেওয়ার জন্য যথেষ্ঠ ক্ষমতা তোমাদের আছে। আর এখানে যদি আরো হান্ট করতে চাই আমরা তাহলে তোমরা টাওয়ারে প্রবেশের সুযোগ হারিয়ে ফেলবে।(চেইন)
-->>হ্যা বুঝতে পেরেছি। বাই দ্যা ওয়ে এলিন তুমি কি ব্যস্ত আছো?(ডুফেস)
ডুফেস এলিনের উদ্দেশ্যে কথাটা বললো। কিন্তু এলিন সেখানে ছিলো না। মাইরা বলতে লাগলো,
-->>এলিনের ভালো লাগছে না তাই সে তাবুর মধ্যে গিয়েছে।(মাইরা)
ডুফেস মন খারাপ করে আবারো চার পাশ দেখতে লাগলো। সে এলেক্সকে না দেখতে পেয়ে বলতে লাগলো,
-->>এলেক্সকেও দেখতে পারছি না।(ডুফেস)
-->>এলেক্সের শরীর ভালো লাগছে না তাই সে ঘুমাচ্ছে।(স্নেরা)
ডুফেসের মাথায় হঠাৎ চিন্তা আসলো। সে কিছুতেই এলিনের কাছে যেতে পারছে না। কিন্তু তার মনে হচ্ছে এলেক্স এবং এলিন অনেকটা ক্লোস হয়ে গিয়েছে। আজকেও কয়েকবার দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে খেয়াল করেছে সে।
"না আমি বেশী চিন্তা করছি। একজন ডিউকের কন্যা যে একজন প্রিন্সেস এর সমান মর্যাদার অধিকারী তার সাথে একজন কমনারের কিছু হতে পারে না।"
ডুফেস ভালোই জানে এলেক্স কখনো কোনো মেয়ে পটাতে পারবে না। শুধু কি সুন্দর চেহারা থাকলেই হয়? চেহারার সাথে পান্স লাইনও মারতে হয়। মেয়েদের ইমপ্রেস করার জন্য সুন্দর ভাবে তাদের সাথে কথা বলতে হয়। আর এলেক্স তো ছেলেদের সাথেই ভালো করে কথা বলে না আর তো একজন মেয়ে।
"তারপরও ওর চেহারা অনেক সুন্দর। আপাতোতো বোঝা যাচ্ছে না, কিন্তু কয়েক বছর পার হলে আমার থেকেও হ্যান্ডসাম হয়ে যে এলেক্স।" (ডুফেস ভাবছে)
-->>আচ্ছা লুবা এলেক্সের কি হয়েছিলো সেটা কি বুঝতে পেরেছো?(চেইন)
-->>আমার মনে হয় সে অতিরিক্ত এনার্জি ব্যবহার করেছিলো তাই ক্লান্ত ছিলো এলেক্সের শরীর।(লুবা)
চেইন মনে মনে ভাবতে লাগলো। সবাই কিছুক্ষনের জন্য নিশ্চুপ হয়ে গেলো।
"যত দিন যাচ্ছে এলেক্সের শরীরটা আরো শক্তিশালী হচ্ছে বলে মনে হচ্ছে। আমাদের সামনে তো কিছু করে না। তবে কি রাতে কোনো স্পেশাল ট্রেনিং করে?" (চেইন ভাবছে)
* * * * *
অন্যদিকে চেইন তাবুর মধ্যে রয়েছে। বাইরে থেকে বোঝা যায় না একটা তাবুর মধ্যে কি হয়েছে। আর প্রয়োজন ছাড়া কেউ ডাকাডাকিও দিবে না। তাই এটায় ভালো সুযোগ মনে করছে এলেক্স। এলেক্স ডেইলি মিশন থেকে একটা র্যানডম বক্স পেয়েছিলো আজকে। যেটা থেকে একটা ড্যানজনের চাবি পেয়েছিলো সে। চাবিটাকে হাতে নিয়ে এলেক্স দাড়িয়ে আছে।
"ওপেন ড্যানজন"
এলেক্স মনে মনে বললো কথাটা। আর সাথে সাথে তার মনে হলো সেখান থেকে সে অন্য কোথাও চলে যাচ্ছে। এলেক্স সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেলো। পূর্বে একটা টেস্ট ড্যানজনের মধ্যে প্রবেশ করেছিলো বলে সোজা ড্যানজনের মধ্যে টেলিপোর্ট হয়েছিলো। কিন্তু এবার সেটা হলো না। বিশাল একটা দরজার বাইরে এলেক্স পরলো।
ঠাস,
একটা আওয়াজ হলো তার নিচে পরার। বেশী উপর থেকে পরে নি তাই তেমন সমস্যা হয় নি। তবে পায়ের গোড়ালিতে কিছুটা ক্ষত হয়েছে পাথরের উপরে পরার জন্য। তবে তার প্যাসিভ স্কিল রিজেনারেট থাকার জন্য সেটা অনেক তারাতারি হিল হচ্ছে। যদিও সামান্য একটা ক্ষত ঠিক হতে এক ঘন্টার মতো সময় লাগে, তারপরও এটা অনেক কাজের একটা স্কিল।
এলেক্স আশে পাশে দেখে নিলো প্রথমে। সে বুঝতে পারছে না কোথায় আছে সে। মনে হচ্ছে একটা গুহার মতো কিছু একটা হবে। আর তার মধ্যে বিশাল একটা দরজা যেটা তার সামনেই রয়েছে। প্রতিটা দেওয়ালে মশাল জ্বালানো থাকায় আলো অনেকটা স্পষ্ট রয়েছে। এলেক্স এসবে সময় নষ্ট না করে সামনে পা দিলো। ড্যানজনের দরজা এলেক্সের সামনেই রয়েছে, আর দরজার মধ্যে চাবি বসানোর অপশন রয়েছে। এলেক্স তার হাতের চাবিটা ড্যানজনের দরজার মধ্যে লাগিয়ে দরজার লক খুলে ফেললো। চাবি ঘোড়ানোর সাথে সাথে দরজা আপনা আপনি খুলে গেলো।
""
××× লিমিটেড মিশন ×××
মাস্টার একটা আননোন ড্যানজনের মধ্যে প্রবেশ করেছেন।
মিশনঃ ক্লিয়ার দ্যা আননোন ড্যানজন
অবজেক্টটিভঃ
১)পাঁচশত মনস্টার হত্যা করতে হবে।
২)ড্যানজন বস হত্যা করতে হবে।
শর্তঃ সময় মাত্র দুই দিন। যেহেতু স্পেশাল ড্যানজন তাই ড্যানজনের মধ্যে এক দিন সমান আসল সময়ের ছয় ঘন্টা।
রেওয়ার্ডঃ ????
""
এলেক্স তার সামনের প্রজেকশনের দিকে তাকালো। সে জানতো একটা সত্য ড্যানজনের মধ্যে কত মনস্টার থাকে। আর ভিতরে যত শক্তিশালী মনস্টার থাকে ততই ভালো লুট পাওয়া যায়।
-->>এটার থেকে ভালো সুযোগ আর কোথায় পাবো? দুই দিন হান্ট করে যদি আসল সময়ে বারো ঘন্টা হয় তাহলে তো আমি আজ সারা রাতই হান্ট করতে পারবো কোনো চিন্তা ছাড়া।(এলেক্স)
এলেক্সের মুখে একটা হাসি দেখা গেলো। যদিও এটা তৃপ্তির হাসি নয় বরং উত্তেজনার হাসি যেটা দেখলে অন্যদের ঘা শিউরে উঠবে। এলেক্সের মনস্টার খুজতে হলো না। কারন সব মনস্টার দরজার ভিতরেই তার জন্য অপেক্ষা করছিলো।
পঞ্চাশটার উপরে গবলিন দাড়িয়ে ছিলো এলেক্সের জন্য দরজার সামনেই। যারা এলেক্সকে এখনো লক্ষ করে নি। যেহেতু এলেক্স এখনো দরজার ভিতরে পা দেই নি তাই তারা আক্রমন করছে না। এলেক্স প্রথমে মনস্টারদের ভালো করে দেখে নিলো। "গ্রিন গবলিন" যদিও একটা দুর্বল মনস্টার তারপরও এরা কিছুটা বুদ্ধিমান তাই কম লেভেলের কেউ হলে এদের এতো বড় গ্রুপের সাথে ফাইট করা মোটেও সহজ নয়। গবলিন গুলো সাইজে অনেক ছোট। এদের উচ্চতা দুই থেকে তিন ফুটের মতো হয়ে থাকে। এদের গায়ের রং সবুজ হয় চোখ দুটো বড় এবং কান দুটো অনেকটা খাড়া হয়। গবলিন ফুড চেইনের মধ্যে মানুষের নিচে রয়েছে। তারপরও দুর্বল মানুষদের জন্য একটা গবলিন অনেক ভয়ঙ্কর। গবলিন সাধারনত মানুষের উপরে হামলা করতে পছন্দ করে। ছেলেদের হত্যা করে তারা মেয়ে মানুষদের বন্ধী করে রাখে এবং নিজেদের শারিরীক চাহিদা মেটায়।
-->>আমি আশা করি নি এই ড্যানজনের মধ্যে গবলিন দেখতে পারবো। তারপরও এটা ভালো একটা সুযোগ।(এলেক্স)
"ইনফো"
এলেক্স তার ইনফো স্কিল ব্যবহার করলো। যদিও গবলিন দুর্বল একটা মনস্টার কিন্তু এলেক্সের সামনে যেসব গবলিন রয়েছে তাদের একেবারেই দুবল বলা যায় না। কারন প্রত্যেকটা গবলিনের লেভেল চল্লিশ ছিলো। আর চল্লিশ লেভেলের পঞ্চাশটার অধিক গবলিন এটা এলেক্সের জায়গায় অন্য কেউ থাকলে কখনোই সম্ভব হতো না। কিন্তু এলেক্সের জন্য এটা কিছুই না। এলেক্স ড্যানজনের মধ্যে প্রবেশ করলো। তার প্রবেশের সাথে সাথে সকল গবলিন এলেক্সের উপরে ঝাপিয়ে পরতে লাগলো।
ত্রিশটার অধিক গবলিন তাদের হাতে মোটা হাড্ডি দিয়ে এলেক্সকে আক্রমন করতে আসলো। বাকিরা পিছনে ছিলো। এলেক্স লক্ষ করলো পিছনে যারা আছে তাদের হাতে হাড়ের তৈরী ধনুক রয়েছে। তাই সহজ হবে না। গবলিন সাধারন ভাবে দুর্বল মনস্টার হয়। কারন তাদের এট্যাক করার প্যাটার্ন অনেক সহজ। যদি তাদের প্যাটার্নকে এরিয়ে চলা যায় তাহলে খুব তারাতারি তাদের হারানো সম্ভব।
এলেক্স তার এজিলিটি এবং স্ট্রেন্থ ভালোই বৃদ্ধি করেছে। যদিও তার এজিলিটি তেমন বেশী না, তারপরও এই গবলিনদের জন্য সেটা যথেষ্ট। এলেক্স কোনো সোর্ড হাতে না নিয়েই তার দিকে আসতে থাকা প্রথম গবলিনের মুখে একটা ঘুষি দিলো। যেহেতু তার স্ট্রেন্থ এখন শত তে রয়েছে তাই এক ঘুষিতে গবলিনটা তার পিছনের পাঁচ ছয়টাকে নিয়ে পিছনে চলে গেলো।
-->>আমি আমার স্ট্রেন্থকে পরীক্ষা করতে চাচ্ছিলাম। কিন্তু এটা তো তুলনামূলক ভাবে অনেকটা বেশী।(এলেক্স)
এলেক্স বেশী জোরে ঘুষিটা দেই নি। তাতেই ঘুষি লাগা গবলিনটা মারা গিয়েছে। পিছনের তিন চারটা কিছুটা আঘাত পেয়েছে। হঠাৎ বাকি গবলিন কিছুটা থেমে গিয়েছিলো এই দৃশ্য দেখে। কিন্তু এলেক্স তাদের এই সময়টার কাজে লাগালো। পিছন থেকে ধনুক নিয়ে অপেক্ষা করছিলো বিশটার মতো গবলিন। যেটা এলেক্সের জন্য বিপদজনক হবে। তাই সে প্রথমে তাদের সামলে নিচ্ছে।
"ডার্ক ফ্লেম ব্লাস্ট"
এলেক্সের এখন আর বড় স্পেল চান্টিং এর প্রয়োজন হয় না। সে তার স্কিলের মতোই নাম বলেই স্পেল ব্যবহার করতে পারে। ডার্ক ফ্লেম ব্লাস্ট এলেক্সের তৈরী করা একটা স্পেল। এটা মূলত সিঙ্গেল টার্গেটের জন্য বেশী কাজে দিবে না৷ যেহেতু একটা ব্লাস্ট তৈরী করে কালো আগুনের তাই অধিক সংখ্যক টার্গেট থাকলে সবাই সমান সংখ্যক ড্যামেজ পাবে।
বুম
একটা বড় ব্লাস্টের আওয়াজ শোনা গেলো। এলেক্স বুঝতে পারলো তার ইন্টেলিজেন্স শত তে বৃদ্ধি করাটা এখানে কাজে দিচ্ছে। এক স্পেলেই সকল ধনুক সহ বিশটা গবলিন পুড়ে ছাই হয়ে গিয়েছে। এটা কোনো সাধারন স্পেল ছিলো না।
-->>প্রতিবারই অনেকটা এনার্জির প্রয়োজন হয় এই স্পেল ব্যবহার করার সময়। তাই এটাকে বেশী করতে চাচ্ছি না।(এলেক্স)
এলেক্সের নিজস্ব এনার্জি কোর নেই। তাই তাকে এনার্জি তার রিং এর মধ্য থেকে ব্যবহার করতে হয়। যার ফলে এনার্জির একটা লিমিট রয়েছে। তার ইন্টেলিজেন্স বৃদ্ধির ফলে সেই লিমিট বৃদ্ধি বা কম হবে না। যেহেতু সে অন্যের কোর ব্যবহার করছে সাপ্লাই এর জন্য। তাই তাকে অধিক এনার্জি সংগ্রহ করতে হলে নিজের কোর তৈরী করতে হবে।
এলেক্সকে ভাবার সময় দিলো না পিছনের গবলিন গুলো। তারা এক সাথে এলেক্সের উপরে হামলা করতে আসলো এবার। তবে এলেক্সেরও সময় ছিলো না এদের সাথে খেলা করার তাই সে এদেরকে তারাতারি শেষ করার চিন্তা করলো।
"এসাসিন্স অউরা"
এসাসিন্স অউরা এমন একটা স্কিল যেটা এলেক্সের সামনে থাকা সকল শত্রুদের মনে কয়েক সেকেন্ডের জন্য ভয় তৈরী করবে। এই সময়ের মধ্যে তাদের শরীর ও প্যারালাইস হয়ে থাকবে। স্কিলের জন্য গবলিন গুলো তাদের জায়গায় দাড়িয়ে ছিলো। নারা চরা করছিলো না।
-->>আমি তো ভুলেই গিয়েছিলাম আমি একজন এসাসিন।(এলেক্স)
এলেক্সের মনে পরলো তার সাব-জব এসাসিন। এসাসিন হলো তারা যারা গুপ্ত ভাবে তাদের টার্গেটকে হত্যা করে। কে, কখন, কিভাবে হত্যা করেছে এটা কেউই বলতে পারে না। তাই তো এলেক্স তার জবকে কাজে লাগালো। সে ব্যাগের মধ্য থেকে কাঠের সোর্ডটা বের করলো। এবং নিজের দ্রুত পদক্ষেপের মাধ্যমে সকল গবলিনকে এক সাথে হত্যা করলো। তার সোর্ডের একটা আঘাতও মিস হলো না। দ্রুত চলার মাধ্যমে প্রতিটা আঘাত গবলিনদের ফাইটাল স্পটে লাগাচ্ছিলো এলেক্স যার ফলে এক আঘাতেই তারা শেষ হয়ে যাচ্ছিলো।
-->>তাহলে শেষ হয়ে গেলো।(এলেক্স)
এলেক্স তার কাঠের সোর্ডের দিকে তাকালো। গবলিনের কালো ব্লাডে পুরো কাঠের সোর্ড কালো হয়ে গিয়েছে। হঠাৎ তার সামনে সিস্টেম এর বেশ কয়েকটা মেসেজ সামনে আসলো।
-""অতিরিক্ত জীবিত বস্তু হত্যার মাধ্যমে আপনি শর্ত পূর্ন করেছেন।""-
-""কনগ্রাজুলেশন মাস্টার, আপনি নতুন একটা টাইটেল পেয়েছেন।"
""
××× টাইটেল ×××
*সোল কালেক্টর*
ইফেক্টঃ
১)হোস্ট তার হত্যাকৃত সকল বস্তুর সোল সংগ্রহ করতে পারবে।(কোনো লিমিট নেই)
২)সোল ভিত্তিক এট্যাকে ২০০% বেশী ড্যামেজ দিবে।
৩)ইন্টেলিজেন্স ৫০ বৃদ্ধি পাবে।
শর্তঃ অবশ্যই সোল সংগ্রহের জন্য সেটাকে হোস্টকে হত্যা করতে হবে। সোল সংগ্রহের কোনো লিমিট নেই তবে হত্যাকৃত বস্তুটা হোস্টের থেকে শক্তশালী হলে সোল সংগ্রহ না ও হতে পারে।
স্পেশাল ইফেক্টঃ হোস্ট চাইলে সংগ্রহ করা সোলকে তার স্কিল আনডেড আর্মির সাথে যুক্ত করতে পারবে। এতে সংগ্রহ কৃত সোলকে আনডেডেও পরিনত করতে পারবে।
বিশেষ নোটঃ টাইটেল ইফেক্ট চালু করার জন্য হোস্টকে নিচের পথ অবলম্বন করতে হবে।
১)সোল কালেক্ট করার জন্য "কালেক্ট" বলতে হবে।
২)আনডেড বানাতে চাইলে আনডেড আর্মি স্কিল ব্যবহার করতে হবে যেটা থেকে হোস্ট নিজ ইচ্ছায় সোল গুলোকে আনডেডে পরিনত করতে পারবে।
""
এলেক্স স্ক্রিনের দিকে তাকিয়ে রইলো। পূর্বে একটা টাইটেল সে পেয়েছিলো তাই এবারো সাধারন একটা কিছু মনে করেছিলো। কিন্তু সেরকম একদমই নয়। টাইটেল মূলত নামকে বোঝায়। গেমের টাইটেল সহজে পাওয়া যায় না। প্রতিটা টাইটেল পাওয়ার একটা শর্ত নির্দিষ্ট থাকে, যেটা পূর্ন করলে বিভিন্ন টাইটেল পাওয়া যায়। টাইটেল শুধু নাম এমন নয়। টাইটেলের সাথে বিভিন্ন ধরনের স্পেশাল ইফেক্ট থাকে। যেটা বিভিন্ন টাইটেলের বিভিন্ন হয়ে থাকে। যদিও এই টাইটেলটা অনেক ওপি তার পরও এলেক্সের কাছে এটা বেশী ভালো মনে হচ্ছে।
-->>মনে হচ্ছে আমি দিন দিন ম্যাজিসিয়ান হয়ে যাচ্ছি। টাইটেলটা সুন্দর হলেও এটা অলরেডি আমার কাছে আছে।(এলেক্স)
এলেক্সের আনডেড আর্মি স্কিলটার মাধ্যমে যখন নতুন আনডেড তৈরী করা হয় তখন অতিরিক্ত মৃতদের সোল সংগ্রহ করে রাখা যায়। তবে সেটার একটা লিমিট আছে।
-->>কিন্তু এটার যেহেতু লিমিট নেই তাই ভালোই হবে।(এলেক্স)
এলেক্স কিছুটা হতাশ হলো। কারন তার ইন্টেলিজেন্স অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এলেক্সের ইন্টেলিজেন্স আপাতোতো প্রয়োজন নেই, কারন সে এসাসিন সাব-ক্লাস বেছে নিয়েছে। তাই তার এজিলিটি এবং স্ট্যােমানা বৃদ্ধি করা দরকার।
এলেক্স আপাতোতো এসবে বেশী গুরুত্ব না দিয়ে পরে এক সাথে দেখবে বলে ঠিক করলো। কারন আপাতোতো সে ড্যানজনের মধ্যে আছে আর তার সামনে আরো মনস্টার রয়েছে। এলেক্স ভিতরে প্রবেশ করতে লাগলো। যত ভিতরে যাচ্ছে তত মনস্টারের সংখ্যাও বেড়ে যাচ্ছে। ভিতরে যাওয়াতে এলেক্সের সামনে আরো মনস্টার আসলো। সামনে বেশ কিছু গবলিন এবং পিছনে হবগবলিন দাড়িয়ে রয়েছে।
-->>আমি শুধু এক্সপি দেখতে পারছি।(এলেক্স)
এলেক্স তার কাঠের সোর্ড হাতে নিয়ে মনস্টার গুলোর দিকে এগিয়ে গেলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।