[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:২৯
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
এক সপ্তাহ সময় শেষ হলো খুব তারাতারি। জ্যাক আবারো প্রথম ফ্লোরে পা দিলো ড্যানজনের। এই কয়েকদিনে এই ড্যানজন সম্পর্কে টুকটাক ধারনা এবং সকল গোপন তথ্যই সে বের করতে পেরেছে। যার ফল স্বরূপ জ্যাক অনেক কিছুই করতে পারবে এখন। প্রথমত জ্যাক জানতে পেরেছে এই জায়গাটাকে নিয়ন্ত্রন করছে কে। প্রতিবার ড্যানজনের প্রতিটা ফ্লোরে প্রবেশের জন্য একটা চার্জ প্রদান করতে হয় একশত গোল্ড কয়েনের। যদিও নতুনদের জন্য এটা আহামরি কোনো ব্যাপার না প্রথমে, কিন্তু যখন সবাই তাদের গোল্ড কয়েন একবার শেষ করে ফেলবে বিভিন্ন আইটেম ক্রয়ের মাধ্যমে তখন একশত গোল্ড কয়েন উপার্জন করায় তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এই জায়গার মধ্যে শুধু দুই ভাবেই গোল্ড কয়েন উপার্জন করা যায়। যার একটা হয়তো লেনদেন করতে হবে, হোক সেটা তথ্য কিংবা বিভিন্ন আইটেম। আর অন্যটা হচ্ছে মনস্টার হান্ট করা। জ্যাক খপয়াল করেছে মনস্টার হান্ট করে গোল্ড কয়েন উপার্জন করাটা একদম কষ্টকর একটা বিষয়। কারন দুইশত থেকে তিনশত স্লাইম হত্যার পরও দশটার থেকে বেশী গোল্ড কয়েন পাওয়া সম্ভব হয় না। যদিও একটা ফিল্ড বস হত্যার মাধ্যমপ জ্যাক নিজে এক হাজার গোল্ড কয়েন পেয়েছে, কিন্তু এটা সবার জন্য সম্ভব নয়। কারন বাকিরা বড় পার্টিতে ফিল্ড বসকে হত্যা করবে। আর যত বড় পার্টি রেওয়ার্ডও ততটা ভাগ হবে।
এক কথায় বলা যায় এই সিটির দুটো পার্টি কিছু না করেই রোজ হাজার হাজার গোল্ড কয়েন উপার্জন করছে। ব্লাক পার্টি এবং হোয়াইট পার্টি যারা পুরো আন্ডারগ্রাউন্ড সিটি নিয়ন্ত্রন করে তাদের শক্তিশালী ফোর্সের মাধ্যমে। বুড়ো ইনফরর্মারের কাছ থেকে যতটা জ্যাক জানতে পেরেছে তাতে তারা দুই পার্টিই ক্ষতিকর ব্যক্তিদের দিয়ে ভরপুর। দুই বছর হয়েছে দুটো পার্টি তৈরী হয়েছে। শোনা যাচ্ছে তারা ৯ম ফ্লোরে পরে আছে। একমাত্র শুধু তাদের দুই পার্টিই ৯ম ফ্লোরে প্রবেশ করেছে এই সময়ের মধ্যে, তাই এখানের সকল মানুষই তাদের পার্টিতে প্রবেশ করতে চাই। কিন্তু দুই পার্টি কাউকেই সুযোগ দেই না তাদের পার্টিতে প্রবেশের যদি না স্পেশাল কেউ না হয় কেউ।
জ্যাকের তাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তাদের বানানো নিয়মটা জ্যাকের ভালো লাগছে না মোটেও। যদিও এটা নিয়ে কোনো চিন্তার বিষয় তাদের নেই, কারন তারা আন্ডারগ্রাউন্ড সিটিতে আবার আসবে কিনা তার সন্দেহ রয়েছে। জ্যাক এবং জিতু তাদের প্রয়োজনীয় সকল কিছু নিয়ে প্রথম ফ্লোরে প্রবেশ করেছে। যেহেতু শপ এর অপশন তাদের মোবাইলেই রয়েছে তাই বেশী চিন্তার কারন নেই। গোল্ড কয়েন থাকলে প্রয়োজনীয় পন্য তারা ড্যানজনের ফ্লোর থেকেও নিতে পারবে।
-->>সিনিয়র আমি শুনেছি ব্লাক এবং হোয়াইট গিল্ডের নতুন মেম্বার যারা আমাদের সাথেই এবার প্রবেশ করেছে, তারা ফিল্ড বসটাকে হত্যার জন্য অপেক্ষা করছে।(জিতু)
জিতুর মুখ থেকে মাস্টার শব্দটা জ্যাকের মোটেও ভালো লাগে না। তাকে অনেকবার নাম ধরেই ডাকতে বলেছে জ্যাককে, কিন্তু জিতু তাতে রাজি হয় না। তাই শেষ মেষ জিতু জ্যাককে সিনিয়র বলেই ডাকে এখন। যদিও জ্যাক কোনো দিক দিয়ে জিতুর থেকে বড় না। হয়তো মার্শাল আর্টিস্টদের ভাবনা এরকম ভেবে জ্যাক আর কিছু বলে নি এ সম্পর্কে।
-->>শুধু তারা না। এই সুযোগ অনেকেই কাজে লাগাবে। যেহেতু একটা ফিল্ড বসকে হান্ট করলে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে, তাই সবাই চাইবে ফিল্ড বসকে হত্যা করে তাদের এক্সপি বারাতে।(জ্যাক)
স্লাইম হত্যা করলে অনেক সময় লাগবে তাদের নিজেদের লেভেল বারাতে। কিন্তু তারা যদি ১০ জন বা তার বেশী একটা ফিল্ড বস হত্যা করতে পারে, তাহলে অনেকটা এক্সপি তারা পাবে। যদিও একটা বড় পার্টির জন্য যথেষ্ট হবে না। অন্তত দুই বার বা তিন বার তাদের ফিল্ড বসকে হত্যা করতে হবে।
-->>দেখা যাক কি করা যায়।(জ্যাক)
জ্যাক এবং জিতু প্রবেশ করলো ড্যানজনের প্রথম ফ্লোরের মধ্যে। তাদের নজর একটার দিকেই, সেটা হলো ফিল্ড বস।
* * *
অন্যদিকে,
জ্যাক এবং জিতুকে যে ব্যক্তি সকল তথ্যের খোজ দিয়েছিলো, সে হাসি মুখে আন্ডারগ্রাউন্ড সিটির ভিআইপি বাসার মধ্যে প্রবেশ করলো। আন্ডারগ্রাউন্ড সিটির মধ্যে খুব কম সংখ্যক ভিআইপি বাসা রয়েছে, যার সব গুলোই দুটো পার্টির অধীনে রয়েছে। আর তার মধ্যে বৃদ্ধ লোকের প্রবেশ করা বাসাটা হোয়াইট পার্টির কেন্দ্রীয় বেস। লোকটা ভিতরে প্রবেশ করার সাথে সাথে সবাই বলতে লাগলো,
-->>স্বাগতম পার্টি লিডার।
লোকটা অফিসের লিডারের চেয়ারে গিয়ে বসলো। সেই হোয়াইট পার্টির লিডার যে কিনা এই আন্ডারগ্রাউন্ড সিটির অর্ধেক অংশ নিয়ন্ত্রন করে।
-->>পার্টি লিডার, আমরা বেশ কিছু নতুন রিক্রুট নিয়েছি, তাদের থেকে অসংখ্য গোল্ড কয়েনও সংগ্রহ করতে পেরেছি। তাছাড়া অন্যান্যদের থেকেও ভালো লুট হয়েছে।(পার্টির বিশেষ এক পদে থাকা এক ব্যক্তি)
বৃদ্ধ লোকটা তার পরনে থাকা পুরানো কোর্টের ভিতরের পকেটে থেকে দুটো ছবি বের করলো। দুটো ছবি বের করে তার সামনে থাকা টেবিলের উপরে সে রাখলো। দুটো ছবির দুজন ব্যক্তিকে বাকিদের দেখিয়ে সে বলতে লাগলো,
-->>এই দুজনের উপরে নজর রাখো, কঠোর নজর রাখো।(বৃদ্ধ লোকটা)
পার্টি লিডারের কথা শুনে হঠাৎ পার্টির বাকি সদস্যরা অবাক হয়ে যায়। এটায় প্রথম যে পার্টি লিডার তাদেরকে এরকম আদেশ করছে। মূলত পার্টি লিডার নতুন কিংবা পুরাতন প্লেয়ারদের নিয়ে তেমন আগ্রহ দেখায় না। সে খুব সাধারন জীবন যাপন করতে পছন্দ করে। তাই তো আন্ডারগ্রাউন্ড সিটির মধ্যে অধিকাংশই হোয়াইট পার্টির লিডারকে চিনে না।
-->>দুজন আমার আগ্রহ কেড়ে নিয়েছে, আমি শুধু দেখতে চাই তারা কতটুকু উপরে উঠতে পারে।(বৃদ্ধ লোকটা)
বাকিরা অবাক হয়ে পার্টি লিডারের কথায় উত্তর দিলো,
-->>তাহলে পার্টি লিডার, আমরা কি এদের আমাদের পার্টিতে যুক্ত করার চেষ্টা করবো?
আরেকজন গুরুত্বপূর্ন পদে থাকা পার্টি মেম্বার কথাটা লিডারের সামনে বললো,
-->>না সেটার প্রয়োজন হবে না। তারা দুজন একসাথে শিকার করার মতো প্লেয়ার না।(বৃদ্ধ লোকটা)
-->>কিন্তু পার্টি লিডার, একা দুজনের জন্য কখনো একটা ফ্লোর শেষ করা সম্ভব নয়? আমি বুঝতে পেরেছি তাদের প্রতি আপনার ইন্টারেস্ট রয়েছে, তাইতো আমাদের সাহায্য করা উচিত তাদের।
বৃদ্ধ লোকটা তার সিট থেকে উঠে দাঁড়ালো। সে আরাম করে বসে ছিলো চেয়ারের উপরে। কিন্তু হঠাৎ সে বিরক্ত বোধ করলো। তাই তো পরিবেশটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য অনেক মশালাদার একটা খবর তাদের সামনে রাখলো,
-->>এক সপ্তাহ পূর্বে প্রথম ফ্লোরের ফিল্ড বস মারা যায়, তোমাদের কি ধারনা হচ্ছে যে সেটা কোনো নতুন প্লেয়ার করেছে?(বৃদ্ধ লোকটা)
বৃদ্ধ লোকটার কথা শুনে সবাই মাথা নারিয়ে না জানালো। কারন এটা কখনো সম্ভব নয়। কারন তার পূর্বের দিনই নতুন প্লেয়ার এখানে প্রবেশ করেছে। আর একদিনে সব গুলো নতুন প্লেয়ার একত্র হলেও প্রথম ফ্লোরের ফিল্ড বসকে হত্যা করতে পারবে না। যদিও এটা কঠিন কোনো ব্যাপার নয়, কিন্তু ফিল্ড বস আসলেই এমন একটা জিনিস। যেহেতু নতুন প্লেয়ারদের মনস্টার সম্পর্কে পূর্ব কোনো ধারনায় নেই, তাই তাদের জন্য একটা শক্তিশালী বিস্টকে হত্যা করা অসম্ভব।
-->>এটা কখনো সম্ভব নয়। আমাদের যতদূর ধারনা পুরানো কোনো প্লেয়ারই সেটাকে হান্ট করেছে গোল্ড কয়েনের জন্য।
-->>হ্যা পার্টি লিডার, আপনিও মনে হয় ভালো করে জানেন যে আমাদের নতুন রিক্রুট বিশজনের জন্যও এটা সম্ভব নয়, তাই তো তাদের সাথে আমরা দুজন অভিজ্ঞ প্লেয়ারও পাঠিয়েছি।
দুজনের কথা শুনে বৃদ্ধ লোক যে কিনা হোয়াইট পার্টির লিডার, সে বলতে লাগলো।
-->>হ্যা। তবে কে বা কারা প্রথম ফ্লোরের ফিল্ড বস হত্যা করেছে সে সম্পর্কে আমরা কিছুই জানি না। আর প্রতি ফ্লোরের গার্ডদের মতে প্রথম ফ্লোরে যে সময়ে ফিল্ড বস হত্যা করা হয়েছে সে ফ্লোরে নতুন প্লেয়ার ছাড়া আর কেউ ছিলো না। তাহলে এর মানে কি দাড়ায়?(বৃদ্ধ লোকটা)
কারো মুখে আর কোনো কথা রইলো না। পুরো ড্যানজনের মধ্যে কারো কাছে কোনো তথ্য না থাকলেও এই বৃদ্ধ লোক যে কিনা হোয়াইট পার্টির লিডার তার কাছে সকল তথ্যই পাওয়া যাবে। এটা তার পার্টির সকল সদস্যই জানে। তাই তাদের পার্টি লিডারের কথাকে তারা অমান্য কিংবা অবিশ্বাস কখনো করতে পারে না বা করে না।
-->>এজন্য আমি বলতেছি তোমরা এই দুজনের উপরে দূর থেকে নজর রাখো। আমি চাই না তাদের কোনো ব্যাপারে তোমরা যুক্ত হও, বরং আমি দেখতে চাই দুজনে একা এই ড্যানজনের কতদূর যেতে পারে।(বৃদ্ধ লোকটা)
সবাই মাথা নারিয়ে সম্মতি জানালো। বুড়ো লোকটা তার চেয়ারে আবার বসলো। একটা সিগার জ্বালিয়ে মুখে দিয়ে ফুক দিতে লাগলো।
* * *
টাওয়ারের কোনো এক জায়গার মধ্যে,
গ্রিড শূন্য একটা রুমের মধ্যে ভাসছে। সে তার সামনের প্রজেকশনে সকল কিছু মনিটর করছে। দিনগুলো তার কাছে অনেক বোরিং লাগছে। যে একসময়ে চুরি এবং লোভের বাদশাহ ছিলো তাকে এখন এভাবে সময় কাটাতে হচ্ছে সেটা ভেবেই কূল পাচ্ছে না গ্রিড।
-->>এটাও আমার জন্যই, তাই আর একটু অপেক্ষা করতে হবে আমাকে। এই হোস্টের শরীর আর বেশীদিন টিকবে না তাই আমাকে এই সময়ে নতুন একটা হোস্ট খুজে বের করতে হবে যার মধ্যে আমার ক্ষমতা গুলো থাকতে পারবে।(গ্রিড)
গ্রিড অনেক লোভী এবং চালাক ব্যক্তি। সে বাকি ডিম্যান প্রিন্সদের থেকে পূর্বে রেইনকার্নেট হতে চেয়েছিলো, চেষ্টাও করেছিলো কিন্তু তার টাওয়ার যে জায়গায় ছিলো সেখানে তার ক্ষমতা কন্ট্রোল করতে পারবে এরকম কেউ নেই। আর সাত ডিম্যান প্রিন্সের টাওয়ার এজন্যই তৈরী হয়েছিলো যাতে তারা নিজেদের হোস্ট নিজেরাই তৈরী করতে পারে। তবে গ্রিড নিজে তার হোস্ট তৈরী করার সুযোগ পাই নি, যেহেতু তার কোনো সারভেন্ট নেই, তাই প্রথমে তাকেই রেইনকার্নেট হতে হয়েছে। আর তারাহুরার ফলে একটা দুর্বল শরীর পেয়েছে সে, যার মধ্যে তার ম্যাজিক পাওয়ার গুলো আর থাকতে পারছে না। তাই তো বাকি টাওয়ারের মতো সে নিজেও কয়েক বছর পূর্ব থেকে একটা পারফেক্ট হোস্ট বানানোর চেষ্টায় আছে। ডিম্যান প্রিন্সদের টাওয়ার যদিও মেইন টাওয়ারের কনসেপ্ট থেকেই তৈরী তারপরও কিছুটা অমিল রয়েছে। এটা শুধু তৈরী হয়েছে ডিম্যান প্রিন্সদের রেইনকার্নেটের জন্য, আর অপর দিকে এক্সব্লক তৈরী হয়েছে অন্য কোনো কারনের জন্য। যদিও এই টাওয়ারের মাধ্যমে সাধারন মানুষ কিংবা অন্য স্পিসিজ শক্তিশালী হচ্ছে, কিন্তু এতে তাদের থেকে টাওয়ারের মালিকদেরই বেশী লাভ হচ্ছে। এটা অনেকরা ব্যবসার মতো। যেখানে ডিম্যান প্রিন্সরা নামীদামী ব্যবসায়ী।
-->>তাহলে শুধু আর কিছু সময়ের অপেক্ষা করতে হবে আমাকে।(গ্রিড)
গ্রিড অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কোনো মতেই ধৈর্য্যশীল ব্যক্তি নয়। তাই তাকে তারাতারি একটা হোস্ট বেছে নিতে হবে, হোক সেটা এটার মতোই। কিন্তু তা হলেও সে আবারো অনেকটা সময় পাবে নিজের হাতে।
* * * * *
এমিলি এসেছে ড্যানজনের মধ্যে। শুধু সে নয়, তার নিজের পরিবারও এসেছে। তার বাবা আফিফ চৌধুরীর খবর সে জানে না তবে তার আম্মার পরিবারের সবাই ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে। তারা কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড সিটির মধ্যেই আছে এবং সময় কাটাচ্ছে। পরিস্থিতির সাথে তারা সবাই এখনো খাপ খাওয়াতে পারে নি। শুধু তারা নই, অনেকেই আছে যারা এখনো পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে নি। আর তাদের অধিকাংশ ধনী ব্যক্তি বা ধনী পরিবারের। তবে এমিলি তেমন নই, সে হোয়াইট পার্টিতে যুক্ত হয়েছে, যাদের ধারনা করা হয় এই ড্যানজনের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যদিও হোয়াইট এবং ব্লাক পার্টির ক্ষমতা একই ধরা হয় তারপরও হোয়াইট পার্টি ব্লাক পার্টির থেকে এগিয়ে আছে তাদের সম্মানের জন্য। হোয়াইট পার্টি যদিও প্লেয়ারদের টাকা মেরে খায় কিন্তু সেটা ব্যবসার মাধ্যমে। কিন্তু অপরদিকে ব্লাক পার্টি সবার আড়ালে অনেক খারাপ কাজ করে থাকে। তার মধ্যে কিছু হলো, তারা নতুন প্লেয়ারদের ড্যানজনের মধ্যে আক্রমন করে তাদের আইটেম চুরি করে, তাছাড়া অনেকের জীবনও তারা নিয়ে থাকে গোল্ড কয়েনের জন্য। এমিলি প্রথমে কি করবে বুঝতে না পেরে হোয়াইট পার্টির মধ্যেই প্রবেশ করেছে। আর আজকে সে এবং তার মতো বেশ কিছু নতুন প্লেয়ার প্রথম ফ্লোরের ফিল্ড বস হত্যা করতে প্রবেশ করেছে। যদিও এমিলি বর্তমানে এমিলি নয় বরং এথিনা, আর এথিনার কোনো টিমের প্রয়োজন হবে না কোনো গডের সেনার সাথে লড়তে হলেও। কিন্তু সে যে এখানে প্রবেশ করেছে এটা বাকি গডরা জানতে পারবে এবং এই জায়গায় তারা তাদের অ্যাভেটার দিয়ে আক্রমন করাবে। তাই এথিনা সেই রিক্স নিতে চাচ্ছে না। সে তার গডলি পাওয়ার ব্যবহার না করেই, এমিলির শরীরে থেকে শক্তিশালী হবে। এতে তার নিজেরও লাভ আবার তার অ্যাভেটারেরও লাভ।
* * * * *
জ্যাক এবং জিতু চলে এসেছে প্রথম ফ্লোরের ফিল্ড বসের কাছে। কিন্তু আজকে জায়গাটা স্বাভাবিক নয়। পূর্বের বারে তো তারা প্রথমপ এসেছিলো বিধায় কোনো লোকজন ছিলো না। কিন্তু আজকে এই ফিল্ড বসের জায়গাতেই প্রায় কয়েকশত লোক দাঁড়িয়ে আছে।
-->>সিনিয়র আমার মনে হচ্ছে অনেকটা সমস্যা হয়ে যাবে এবারের হান্টে।(জিতু)
জ্যাক বুঝতে পারলো যে সমস্যা তাদের হবেই। কারন এতো লোকের সামনে মধ্যে তারা একটা ফিল্ড বসকে হত্যা করতে পারবে কিনা সেটা আদৌও জানে না। কিন্তু এটা অনেক ভালো একটা সুযোগ তাদের জন্য। বুড়ো লোকটা অনেক গুরুত্বপূর্ন তথ্য তাদের দিয়েছে, এখন দেখা যাক সব সত্য হয় কিনা।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।