বিশেষ নোটঃ পর্বটা একবার ৮০০ শব্দ লেখার পর ডিলিট হয়ে গিয়েছিলো, আবার ৪০০ শব্দ লেখার পর ডিলিট হয়ে গিয়েছিলো। তাই অনেকটা ছোট লাগতে পারে।
[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:৫৬
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
সাত ডিম্যান প্রিন্স, যারা তাদের ক্ষমতা অনুযায়ী পদ পেয়েছে। প্রথম ডিম্যান প্রিন্স অফ প্রাইড এ.কে.এ লুসিফার, দ্বিতীয় ডিম্যান প্রিন্স অফ র্যাথ এ.কে.এ সাটান, তৃতীয় ডিম্যান প্রিন্স অফ গ্লাটোনি এ.কে.এ বিলজবাব, চতুর্থ ডিম্যান প্রিন্স অফ গ্রিড এ.কে.এ ম্যামন, পঞ্চম ডিম্যান প্রিন্স অফ এনভি এ.কে.এ লেভিয়াথন, ষষ্ঠ ডিম্যান প্রিন্স অফ লাস্ট এ.কে.এ অ্যাসমোডিয়াস এবং সর্বশেষ ডিম্যান প্রিন্স অফ স্লোথ এ.কে.এ বেলফেগর।
সাত ডিম্যান প্রিন্সের টাইটেলের মতোই তাদের এবিলিটি। সাত ডিম্যান প্রিন্সের মধ্যে প্রথম ডিম্যান প্রিন্স অফ প্রাইড, যার স্ক্রু ঠিলা হয়ে যায় যখন কেউ তাকে অসম্মান করে বা তার গর্বে আঘাত হানে। তাছাড়া সকল ডিম্যান প্রিন্সদের মধ্যে সবচেয়ে শক্তি এবং ডিম্যান কিং এর সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি সেই।
ডিম্যান প্রিন্স অফ র্যাথ, সাত ডিম্যান প্রিন্সের মধ্যে একমাত্র সেই যার কাছে দুটো টাইটেল একসাথে রয়েছে। তার দ্বিতীয় টাইটেল ডিম্যান প্রিন্স অফ ডিসট্রাকশন। এই টাইটেল পাওয়ার মূল বিষয় হলো সে অন্য সকল ডিম্যানদের থেকে বেশী ডিসট্রাকশন করেছে। তবে তাকে রাগানো মানে নিজের মৃত্যুকে ইনভাইট করা। আর তার রাগ অনেক সহজেই পায়।
ডিম্যান প্রিন্স অফ গ্লাটোনি, তার ভিতরে অনেক রহস্য, যেটা কোনো ডিম্যানই আজ পর্যন্ত বুঝতে পারে নি। সেই একমাত্র ডিম্যান প্রিন্স যে পূর্বে এক সময়ে মানুষ ছিলো। কিন্তু সে তার মানুষত্ব ত্যাগ করে ডিম্যান প্রিন্স হয়েছে। ছয় ডিম্যান সহ কোনো ডিম্যানই তার সাথে সহজে ফাইট করতে চাই না। কারন তার স্পেশাল এবিলিটি অনেকটা বিরক্তকর।
ডিম্যান প্রিন্স অফ গ্রিড, সে অত্যান্ত লোভী এবং চালাক এক ব্যক্তি। ডিম্যান ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার থেকে না সে চুরি করে নি। একদিন তো সে ডিম্যান প্রিন্সের ট্রেজার রুমেই ধরা পরেছিলো। লোভী ব্যক্তি হওয়ায় সে নিজের ক্ষমতা তার সার্ভেন্টদের সাথে শেয়ার করতে চাই না। যার ফলে তার কোনো বিশ্বস্ত চাকর নেই।
ডিম্যান প্রিন্স অফ এনভি, তার মধ্যে সর্বদায় হিংসা থাকে। কখনো সে অন্যদের উপরে বিশ্বাস করে না। কয়েকবার তে ডিম্যান কিং এর বিরুদ্ধেও সে যুদ্ধ ঘোষনা করেছিলো, কিন্তু প্রতিবারই ডিম্যান কিং তাকে ক্ষমা করে দিয়েছে। তার অতিরিক্ত হিংসার কারনে সেই একমাত্র ডিম্যান প্রিন্স যার কোনো ফলোয়ার নেই।
ডিম্যান প্রিন্স অফ লাস্ট, তার ব্যাপারে কিছু বলার নেই। তার মতো আজব ব্যক্তি কোথাও খুজে পাওয়া যাবে না। তার ব্যাপারে কিছু জানতে হলে তাকে সামনে থেকে দেখতে হবে।
সর্বশেষ ডিম্যান প্রিন্স অফ স্লোথ, সে ঘুম ছাড়া কিছুই করে না। তার ব্যাপারে স্পেশাল ভাবে কিছু বললে, সে সর্বদায় ঘুমিয়ে থাকে।
সাত ডিম্যান প্রিন্সদের মধ্যে বেশ কিছু নিয়ম রয়েছে। তাদের মধ্য একটা হলো তাদের পদ সর্বদা একই থাকে না। নিচু পদের কেউ তাদের হারালে সেই পদ জিতে যাওয়া প্রিন্স পেয়ে যাবে। শুধু এটাই নয়, এছাড়াও যদি কোনো সাধারন ডিম্যান কোনো প্রিন্সকে হারাতে পারে তাহলে সেই প্রিন্সের জায়গা দখল করতে পারবে। কিন্তু আজ পর্যন্ত কোনো ডিম্যানই সেটা করতে পারে নি।
* * *
সাতদিন পর,
এলেক্স গোসলের গামলার উপরে ঘুমাচ্ছিলো। সারারাত তার শরীর ক্লান্ত ছিলো। কিন্তু সারা রাতের মেডিসিন গোসলের ফলে আবারো তার শরীর চাঙ্গা হয়ে উঠেছে। এলেক্স সহজে ক্লান্তবোধ করে না। অবশ্য কিছু ডিমনিক বিস্ট এবং হাটার ফলে কোনো ক্লান্তি বোধ তার হয় না। কিন্তু আপাতোতো সময়ে সেটা পুরো বিপরীত। এক সপ্তাহ সময় পার হয়েছে, এই সময়ে বাকি সব স্টুডেন্ট বিশ্রাম নিলেও এলেক্স সেটার সময় পাই নি। পূর্বে এলেক্সের শরীর প্রস্তুত ছিলো না বলে এলেক্সের বাবা এলমন্ড এলেক্সকে কোনো রকম পরিশ্রমের ট্রেনিং করায় নি। কিন্তু বর্তমানে এলেক্সের শরীর অনেকটা শক্তিশালী হয়েছ পূর্বের তুলনায়। তাই এটায় ভালো সময় তার ট্রেনিং এর জন্য। আর এজন্যই এলমন্ড নতুন একটা ট্রেনিং মেথড দিয়েছে এলেক্সকে। এলেক্স তার গোসলের পাত্র থেকে উঠে দারালো। নিজের জামা কাপড় পরে সে বাইরে চলে আসলো। এই কয়েকদিনে এলেক্সের আম্মার মেডিসিনের ফলে এলেক্সের দেহ অনেকটা শক্ত হয়েছে। সেই সাথে অনেক মেডিসিনও খাওয়া হচ্ছে তার। সব মিলিয়ে,
-->>আমি ক্লান্ত।(এলেক্স)
যদিও এলেক্সের দেহে এখন ক্লান্তবোধ নেই মেডিসিনের ফলে, তারপরও তার মন ক্লান্ত হয়ে আছে। তারপরও তার স্ট্যাটের কথা চিন্তা করে তার মনকে সে চাঙ্গা করে নিলো।
"স্ট্যাটাস"
"""
"""
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৮৬
স্ট্রেন্থ : ১৫০
ভাইটালিটি : ৮০
এজিলিটি : ১২৫
স্ট্যােমানা : ৯০
ইন্টেলিজেন্স : ১৭৩
লাক্ : ২২
স্ট্যাট পয়েন্ট: ১৭০
"""
"""
এলেক্সের স্ট্রেন্থ, ভাইটালিটি এবং স্ট্যােমানা অনেক বৃদ্ধি পেয়েছে। যার জন্য তাকে কোনো রকমের লেভেল বৃদ্ধি বা স্ট্যাট পয়েন্টের ব্যবহার করতে হয় নি। আর এসব হয়েছে এলমন্ডের নতুন ট্রেনিং এর জন্য। অবশ্য অনেকে ভাবতে পারে কি ট্রেনিং সেটা,
-->>আমি বলবো সেটা হেলিস ট্রেনিং।(এলেক্স)
এলেক্স তার হাতের দিকে তাকালো। কিছু ক্ষত এখনো দেখা যাচ্ছে। হাতে ফুসকা পরেছে, যেগুলো তার প্যাসিভ স্কিল রিজেনারেট এবং মেডিকের ফলে অনেকটা ঠিক হয়ে গিয়েছে। তবে সেটা এখনো পুরো ঠিক হয় নি। এলেক্স বাইরে বাগিচায় চলে আসলো। এক পাশের বিশাল গাছটা কেটে ফেলেছে এলমন্ড এবং সেটার গোড়া এলেক্সের হাটু বরাবর রেখে দিয়েছে। সেটার পাশে প্রায় কয়েক হাজারের মতো এক হাত সমান গাছের মোটা টুকরো রয়েছে। এলেক্সের ট্রেনিং তেমন কিছু না, কুড়াল দিয়ে গাছ গুলোকে কাটা।
-->>দেখতে বা শুনতে বা পড়তে সহজ মনে হলেও এটা সহজ নয়।(এলেক্স)
এলমন্ড এক হাত দিয়ে কুড়াল চালালে খুব সহজেই এক আঘাতে তিনটা গাছের টুকরো কেটে ফেলো। কিন্তু এলেক্স দুই হাত দিয়েও একটা গাছের টুকরো কাটতে এক দুই আঘাতের প্রয়োজন হয়। কিন্তু বিশটা কাটার পর থেকেই আঘাতের সংখ্যা বারতে থাকে। দূর থেকে দেখলে যে কেউ ভাববে সে হাজার দশেক খুব সহজেই কাটতে পারবে। কিন্তু কাটতে গেলে বোঝা যায় কতটা কষ্টকর। এলেক্স নিজেও বুঝতে পেরেছে। তাই সে সেসব ব্যক্তিদের সম্মান জানাচ্ছে তার মন থেকে যারা কুড়াল দিয়ে কাঠ কাটার কাজ করে।
-->>আমি জানি আমার স্ট্রেন্থ বৃদ্ধি ফলে আমি সাধারন মানুষের থেকেও অনেক শক্তিশালী, কারন এরকম গাছ কাটতে সাধারন মানুষের বিশ মিনিটের মতো সময় লাগার কথা। সেখানে আমার দুই আঘাত লাগছে।(এলেক্স)
এলেক্স তার পূর্ববর্তী জীবনের অভিজ্ঞতার মাধ্যমে খুব সহজেই তার ক্ষমতা বুঝতে পারছে। যদিও পৃথিবীতে থাকলে সপ সর্বশক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত হতো। কিন্তু এখানে সে তেমন কিছুই না। আর এরপর তো,
-->>সাত ডিম্যান টাওয়ার তো কিছুই না। আমার জন্য এখনো মেইন টাওয়ার অপেক্ষা করছে।(এলেক্স)
এলেক্স রুলার অফ আনডেড এর স্মৃতির অংশ থেকে মেইন টাওয়ারের কথা জানতে পেরেছে। তাই সে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন থেকেই। মেইন টাওয়ার অনেক আজব একটা জায়গা। যেখানে প্রবেশ এবং বের হওয়ার জন্য অনেক শর্ত রয়েছে।
-->>আমার কোর তৈরী না করেই ভালো হয়েছে। জিডুরীর কথা মতো কোর তৈরী করে ফেললে আমার জন্য কষ্টকর হয়ে যেতো সব কিছু।(এলেক্স)
রুলার অফ ডেড এর স্মৃতি থেকে এলেক্স অনেক গুরুত্বপূর্ন একটা তথ্য জানতে পেরেছে। তার মধ্যে একটা নিয়েই সে আপাতোতো ভাবতে লাগলো। যদিও সে ফ্রিলি কথা বলছিলো, কারন শোনার মতো আপাতোতো কেউ এখানে নেই। এলমন্ড এবং মারিয়া ঘুমাচ্ছে। সময়টা প্রায় ভোরের দিকে। তারা দুজনও একটু পরে উঠে যাবে। এলেক্স তার সকল ভাবনা এক সাইটে রাখলো এবং কুড়ালটা হাতে নিলো। হাতে নেওয়ার পর সে এক এক করে কুড়াল দিয়ে গাছ কাটতে লাগলো। আপাতোতো সে ফোকাস দিচ্ছে তার স্ট্রেন্থ এবং ভাইটালিটির দিকে। ম্যাজিকের দিকে বেশী নজর দিলে এক সময় কষ্ট তাকেই করতে হবে। যেহেতু এই জায়গা গুলো সেই জায়গার কাছে কিছুই না।
এলেক্স তার পরনের টি-শার্টের মতো জামাটা খুলে এক পাশে রেখে দিলো। এভাবে তাকে সারাদিন ট্রেনিং করতে হবে। শুধু তিনটা বিরতি রয়েছে। আর সেই বিরতির মধ্যেই সকল কাজ তাকে করতে হবে। এই সময়ে এলেক্স কোনো রকম খাবার খেতে পারে না। খাবারের জায়গায় তার আম্মার তৈরী মেডিসিন খেতে হয়। একজন আলকেমিস্ট যে অনেকটা কাজের পেশা সেটা এলেক্স তার আম্মার মেডিসিন খাওয়ার মাধ্যমে বুঝেছে। যদিও সেগুলোর টেস্ট জগন্য তারপরও এলেক্সের ভাইটালিটি অনেক বৃদ্ধি পেয়েছে সেই মেডিসিন গুলোর মাধ্যমে। আর ভাইটালিটি বৃদ্ধি মানেই এলেক্স বেশী ড্যামেজ নিতে পারবে।
-->>পাঁচদিন হলো মনে হয় তারা টাওয়ারে প্রবেশ করেছে। কি জানি কি করে তারা এখন?(এলেক্স)
গাছ কাটতে কাটতে এলেক্স হঠাৎ তার দুই কাজিনের কথা মনে করলো। মারফি এবং মারফা, পাঁচদিন পূর্বে তারা টাওয়ারে ফেরত গিয়েছে। এলেক্স প্রথমে অবাক হয়েছিলো, কিন্তু যখন জানতে পারে যে তারা বাবা-আম্মা টাওয়ারের কেউ তখন বিশ্বাস করা ছাড়া কিছু করার ছিলো না তার। সচারচার তার মায়ের মতো আলকেমিস্ট খুজে পাওয়া যায় না টাওয়ারের বাইরে। আর তার বাবার মতোও কেউ খুব সহজে A র্যাংক হান্টার হতে পারে না। তাই তাদের সম্পর্ক যে টাওয়ারের সাথে ছিলো সেটা অবিশ্বাস্য কিছু না। টাওয়ারে অনেকেই থাকে, কিন্তু সেখানে পারমানেন্ট থাকার চান্স বাইরের লোকেরা খুবই কম পায়। এটা টাওয়ারের কোনো নিয়ম নয় বরং টাওয়ারে থাকা লোকগুলোর। হাজার বছর ধরে টাওয়ারে মানুষই প্রবেশ করছে এবং জায়গা দখল করে নিচ্ছে। আর তাদের জায়গার মধ্যে বাইরের কেউ স্থান সহজেই পায় না। এজন্য টাওয়ারের থাকা লোকগুলোকে স্পেশাল ধরা হয়। কিন্তু সেখানে একেবারেই খুশি হওয়ার মতো কিছু নয়। এটা অনেকটা মেফাসকে এম্পায়ারের সাথে তুলনা করার মতোই। মেফাস কিংডম যেমন চার এম্পায়ারের কাছে তুচ্ছ ঠিক এই জায়গা টাওয়ারের ভিতরে তুচ্ছ, তাই বলে এই নয় যে কেউ বাইরের লোকদের সম্মান দেই না। এখানেও অনেক শক্তিশালী ফিগার রয়েছে।
এলেক্স তার ভোরের ট্রেনিং শেষ করছে। কারন তাকে যেতে হবে আজকে একাডেমিতে। একাডেমির মধ্যে আজকে দ্বিতীয় টেস্ট নেওয়া হবে। যাতে ছয়টা টিম অংশ নিবে। যেহেতু ছয়টা টিম থেকেই মারা গিয়েছে তাই এলেক্সকেও টেস্টে অংশ নিতে হবে। কিরকম টেস্ট সেটা এলেক্স জানে না এখনো। তবে সে আশা করছে সেটার মাধ্যমে অনেকগুলো লেভেল বৃদ্ধি করতে পারবে।
* * * * *
(টাওয়ারের মধ্যে)
একটা বিশাল হলরুমের মধ্যে, বিশাল একটা সিংহাসন রয়েছে। কিন্তু সেখানে কেউ বসা নেই। সিংহাসন পুরোটায় সোনায় তৈরী এবং ভিতরে অনেক দামী হিরামুক্তা দিয়ে সাজানো রয়েছে। লাল রঙের বসার জায়গাও রয়েছে সেখানে রাজ্যের কিং বা কুইন বসে থাকে। তবে এটা ফাঁকা, প্রায় দশ এগারো বছর যাবৎ এটা ফাঁকা রয়েছে। নিচে ছোট একটা চেয়ারের মতো সিংহাসন রয়েছে যেখানে এক ব্যক্তি বসে আছে। আপাতোতো সেই লিডার, তবে সে কোনো কিং নয়। মারফি এবং মারফা দুই বোন রুমের মধ্যে প্রবেশ করেছে। তারা প্রথমে লিডারকে সম্মান জানালো। এবং এর পরে কথা বলতে লাগলো।
-->>কি সংবাদ আনলে আমার কন্যাগন?
মারফা এবং মারফি তাদের সংবাদ লোকটাকে জানালো, সেটা শোনার পরই লোকটা বিশাল সিংহাসনের দিকে তাকালো।
-->>মিনিস্টার, আপনি শীঘ্রই আপনার জায়গা পেয়ে যাবেন।(প্রথম সেনাপতি)
রাজ্যের প্রথম সেনাপতি কথাটা বললো। চেয়ারের উপরে বসে ছিলো বর্তমান কিং এবং কুইন হীন রাজ্যের লিডার যে কিনা অফিসিয়াল ভাবে একজন মিনিস্টার। মিনিস্টার তার মেয়ের কথায় অনেকটা সন্তুষ্ট হলো। যেহেতু তার ছোট মেয়ের কাছের ম্যাজিকাল আইটেম ট্যালিপ্যাথি ব্যবহার করতে সাহায্য করে। তাই মিনিস্টারের যা জানার দরকার ছিলো তা সে জানতে পারলো।
"আমি অপেক্ষা করছি কবে তারা আবার আমার পাশে থাকবে।" (মিনিস্টার ভাবছে)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।
বিশেষ নোটঃ পর্বটা একবার ৮০০ শব্দ লেখার পর ডিলিট হয়ে গিয়েছিলো, আবার ৪০০ শব্দ লেখার পর ডিলিট হয়ে গিয়েছিলো। তাই অনেকটা ছোট লাগতে পারে।