[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৩০
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
প্রথম ফ্লোরের মধ্যে আজ অনেক লোকজন একত্র হয়েছে। সবার লক্ষই ফিল্ড বসের দিকে। কিন্তু ফিল্ড বস কি এতোটাও সোজা। যেসব মানুষ মনস্টার কি তা পূর্বে কখনো জানে না, তাদের সামনে যদি একটা মনস্টার চলে আসে তাহলে কেমন হবে। ওল্ফ যদিও একটা কমন প্রানী, কিন্তু ড্যানজনের এই জায়গায় সেটা মোটেও সাধারন নয়। প্রথম ফ্লোরের ফিল্ড বস ওল্ফ কিং একটা শক্তিশালী মনস্টার, যে তার প্যাকের মধ্য থেকে কিং বা লিডার বলে ঘোষিত হয়েছে। একটা সাধারন ওল্ফ এবং একটা মনস্টার ওল্ফের মধ্যে অনেকটা ব্যবধান রয়েছে। আর একটা মনস্টার ওল্ফ এবং একটা বস ওল্ফের মধ্যেও অনেকটা ব্যবধান রয়েছে।
স্টোরের মধ্যে সব কিছুই পাওয়া যায়। সাধারন মডার্ন জীবনের বন্ধুক থেকে বোমা পর্যন্তও তার মধ্যে রয়েছে। আর তাই অধিকাংশ নতুন প্লেয়ারই তাদের কয়েন দিয়ে সেগুলো ক্রয় করে নিয়েছে। যেহেতু পৃথিবীর শতকরা ৯৯.৯৯% মানুষই চাকু, তলোয়ার বা সোর্ড চালাতে পারে না তাই সেগুলো ক্রয় করাও কোনো মানে হয় না। যেহেতু কম দামের অস্ত্র গুলোর মধ্যে মডার্ন ফায়ারআর্মস গুলোই আছে তাই সব প্লেয়ারই সেগুলো ক্রয় করেছে। তবে সেটা যে তাদের সবচেয়ে বড় ভুল হয়েছে এটা এখন লক্ষ করলো। যদিও স্লাইম মনস্টার গুলো হত্যা হচ্ছিলো বন্ধুকের বুলেটে, তবে সেটার জন্য অনেক পরিমান বুলেটের প্রয়োজন হচ্ছিলো। বিশটার মতো কিংবা বেশী বুলেটের প্রয়োজন হচ্ছিলো এক একটা স্লাইমের জন্য। আর সেখানে ফিল্ড বসের শরীরে কোনো বুলেটই কোনো ড্যামেজ করতে পারছে না। শত শত মানুষ, কয়েক হাজার বুলেট তার উপরে চালিয়েছে কিন্তু বস মনস্টারের শরীর থেকে একটা লোমও পরছে না তাতে। বরং এই সময়ের মধ্যেই বেশ কিছু প্লেয়ার মারা গিয়েছে এবং অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে। পরিস্থিতি কন্ট্রোলের জন্য হোয়াইট পার্টি লিডারশীপ নিয়েছে।
কয়েকশত ব্যক্তি একত্রিত হয়েছে। যেহেতু প্রতিজনই স্লাইম মনস্টার হত্যা করতে পারছিলো, তাই তাদের সংগ্রহ করা তথ্যের মাধ্যমে বিশ থেকে ত্রিশ জনের পার্টি তৈরী করে সবাই একত্রিত হয়েছে ফিল্ড বসকে হত্যা করতে। কিন্তু অধিকাংশ নতুন প্লেয়ারদের অভিজ্ঞতা না থাকার কারনে তাদের প্লানিং এবং স্টোর থেকে কেনা আইটেম গুলো বেশীরভাগ কোনো কাজেরই না। সবাই তাদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী ভেবেছিলো প্রথম ফিল্ড বস অনেক সহজ হবে। কিন্তু তাদের তথ্যগুলো যে একদমই সঠিক ছিলো না এটা তাদের বুঝতে বেশী সময় লাগলো না। জীবনে নতুন প্লেয়াররা অনেক ওল্ফ দেখেছে। তাদের মধ্যে অনেকে আছে যারা সাধারন ওল্ফকে হত্যাও করেছে। কিন্তু তাদের সামনে রয়েছে একটা ওল্ফ যেটাকে একটা মনস্টার বলা হচ্ছে। তাকে মনস্টার কেনো বলা হচ্ছে, সেটা নতুন প্লেয়াররা বুঝতে পারছে।
সাধারন প্রানী এবং একটা মনস্টারের মধ্যে পার্থক্য কোথায়? যদিও তারা দেখতে অনেকটায় এক রকমের হয়ে থাকে, তারপরও তাদের আকৃতিতে সামান্য চেন্জ রয়েছে। কিন্তু এটাই তাদের মূল পার্থক্য নয়। মনস্টার তাদেরই বলা হয় যেসব প্রানী স্পেশাল কিছু পাওয়ার ব্যবহার করতে পারে। ভালো ভাবে ব্যাখ্যা দিলে একটা সাধারন পৃথিবীর ওল্ফ তার শিকারের জন্য তার ফুড চেইনের নিম্মতম প্রানীদের শিকার করে। সে শিকার করে কিভাবে? অবশ্যই দৌড়ে গিয়ে কামড় কিংবা হাতের নখের ব্যনহার করে। কিন্তু একটা মনস্টার ওল্ফ এরকম না। তাকে মনস্টার বলায় হয়েছে কিছু স্পেশাল ক্ষমতার জন্য। যার মধ্যে একটা হলো বারজার্কার(পূর্বে বার্সাকার বা বারসার্কার উল্লেখ হতে পারে) এবিলিটি। আরেক ভাবে বলতে গেলে এটা ফিল্ড বসের একটা স্কিল, এটা ছাড়াও সবার সামনের মনস্টারের আরো বেশ কিছু স্কিল রয়েছে। যার মধ্যে একটা হলো হিডেন স্কিল।
-->>বুড়ো লোকটা যদি সঠিক বলে থাকে, তাহলে এই সময়ে এই ফিল্ড বসের ক্ষমতা ম্যাক্সিমাম হবে।(জ্যাক)
জ্যাক দূর থেকে সব কিছু পর্যবেক্ষন করছিলো। আর সেই সময়ে জিতুকে কথাটা বললো। বুড়োটার কথা মতো এই ওল্ফের বিপরীতে যত বেশী সংখ্যক লোক দাঁড়াবে, তার ক্ষমতা তত বৃদ্ধি পাবে। আর সেই সাথে ওল্ফ যত হত্যা করবে তত তার ক্ষমতা বৃদ্ধি পাবে। এজন্য নতুন প্লেয়ারদের জন্য অনেক মারাত্মক একটা বস মনস্টার এইটা। যার কাছে প্রথম দিনেই চ্যালেন্জ করা ৯০ ভাগ মারা যায় প্রতিবারই।
-->>সিনিয়র তাহলে আমরা কি করবো এখন?(জিতু)
জ্যাক ভাবতে লাগলো সে কি করবে। কিন্তু কোনো কিছু সে বুঝতে পারছে না। এতো মানুষের মধ্য থেকে সে ওল্ফটাকে আঘাত ঠিকই করতে পারতো, কিন্তু যেহেতু পরিস্থিতি এখন হোয়াইট পার্টির কন্ট্রোলে তাই জ্যাক সেখানে নাক গলাতে চাচ্ছিলো না।
-->>কিন্তু সব কিছুরই একটা উপায় থাকে।(জ্যাক)
জ্যাক তার সমস্ত আইটেম তার ব্যাগের মধ্যে রাখলো। এবং এগিয়ে গেলো ওল্ফের দিকে। শুধু হাতে তার রেইনবো বো রাখলো এবং কিছুটা কাছে গিয়ে ওল্ফের মাথা বরাবর তাক করলো। বেশী সময় না নিয়ে তীরকে ছেড়ে দিলো সে। এতোক্ষনে পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছে হোয়াইট পার্টি। তারা কোনো রকম এগ্রো না টেনে বসকে শান্ত অবস্থায় রেখেছিলো। হোয়াইট পার্টির কমান্ডে যে পুরাতন ব্যক্তি এসেছে সে সবাইকে এগ্রো সম্পর্কে বুঝিয়ে বলেছে। সাধারনত প্রথম ফ্লোরের কোনো মনস্টারই এগ্রো ছাড়া এট্যাক করে না। যখন কোনো প্লেয়ার এই ফ্লোরের কোনো মনস্টারকে আঘাত করবে বা চেষ্টা করবে বা তার সামনে কোনো রকমের ম্যাজিক বা স্কিলের ব্যবহার করবে তখনি তারা সেই মনস্টারের এগ্রো টানবে। আর সেই এগ্রোর কারনে সেই মনস্টার তাদেরকে হত্যা করার চেষ্টা করবে। যেহেতু আপাতোতো কেউ বসকে হত্যা করার চেষ্টা করছে না তাই আপাতোতো সে তার গার্ড উচু করে রেখে গোল গোল করে ঘুরে যাচ্ছে। কিন্তু জ্যাকের তীরটা যখন তার কাঁধে লাগলো ঠিক তখনি ওল্ফ মনস্টারটা দৌড়ে যেতে লাগলো জ্যাকের দিকে। জ্যাক কোনো কিছু না করেই তার জায়গাতে দাঁড়িয়ে রইলো। যেহেতু সে একটু পূর্বে পর্যবেক্ষন করেছে যে মনস্টারটা তাদেরই এট্যাক করছিলো যারা তাকে হত্যা করার চেষ্টা করছিলো। তাই জ্যাক ভালো করেই জানে।
-""হোস্টের লাইফ তৃতীয় বারের জন্য বিপদে পরেছে""-
-""স্কিল হেল্প একটিভেট হচ্ছে।""-
বস মনস্টারটা যখন জ্যাকের দিকে দৌড়ে যাচ্ছিলো তখনি তার সামনে থাকা সকল প্লেয়ারই সরে দাঁড়ায়, এতে করে কোনো প্লেয়ারই আঘাত প্রাপ্ত হয় নি। হোয়াইট পার্টি যারা বর্তমানের সিচুয়েশনের কমান্ডে ছিলো তারাও কিছু করে নি। যেহেতু সবাই নতুন প্লেয়ার, তাই অভিজ্ঞতা তাদেরও নেই। যদিও টিম লিডারের ভাবনা এমন ছিলো না।
-->>আমি বলেছিলাম সবাইকে, যেনো তারা ভুলেও এই বসটাকে আঘাত না করে। কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই তাদের জীবনকে মায়া করে না।(টিম লিডার)
হোয়াইট পার্টি তাদের নতুন মেম্বার দিয়ে বিশজনের একটা টিম তৈরী করেছে। আর সেই টিমের লিডার বা কমান্ড হিসাবে পাঠিয়েছে একজন পুরাতন অভিজ্ঞ প্লেয়ার। যে প্রথম থেকেই বিশজনের টিমকে কমান্ড করছিলো। কিন্তু নতুন প্লেয়ারদের নির্দেশ মতো কাজ করানো মোটেও সহজ কোনো কাজই না। যদিও এই মিশনের পর তারা সব আস্তে আস্তে বুঝতে পারবে, কিন্তু প্রথম বস হান্টেই সবচেয়ে বেশী ঝামেলা হয়। টিমের লিডার সেই বোকা ব্যক্তিকে মৃত ভাবলো যে কিনা হঠাৎ ফিল্ড বসকে তীর দিয়ে আঘাত করেছে। তাই সে তার টিমকে রেডি হতে বললো।
-->>সবাই রেডি থাকো, যেহেতু ঔদিকে অনেক প্লেয়ার আছে, তাই অনেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য হলেও বসকে এট্যাক করবে। আর আমাদের জন্য সেটায় পারফেক্ট সময় হবে। সবাইকে আমি প্লান বলে দিয়েছি। যাদের কাছে সিল্ড রয়েছে তারা সামনে থাকবে এবং বসের আঘাত গুলোকে প্রতিহত এবং বসের এগ্রোকে নিজের দিকে টানবে। যাদের কাছে ময়াজিকাল আইটেম যেমন সোর্ড আছে বা অন্য কোনো ড্যামেজ দেওয়া অস্ত্র আছে তারা শিল্ডের পিছনে থাকবে। অবশেষে যাদের কাছে ম্যাজিক স্কিল রয়েছে তারা পিছনে থেকে তাদের স্কিল ব্যবহার করবে। আমার কাছে হিলিং স্কিল এবং আইটেম রয়েছে, তাছারা আমি সবাইকে সাপোর্টও করবো। তাই কোনো চিন্তার বিষয় নেই, সবাই ভয় ছেড়ে দিয়ে বসকে আক্রমন করতে যাও।(টিম লিডার)
চার ধরনের প্লেয়ার রয়েছে বর্তমানে এই ড্যানজনের মধ্যে। যদিও এটা প্লেয়ারদের বানানোই একটা নাম, তারপরও এভাবে তাদের আলাদা করতে হয়। প্রথমে ট্যাংক যার লাইফ অনেক থাকে এবং হাতে শক্তিশালী শিল্ড থাকে। এরা সাধারনত মনস্টারদের এগ্রো নিজেদের দিকে টানে এবং নিজেরা ড্যামেজ গ্রহন করে। এরপরে আসে ড্যামেজ ডিলার। যারা বিভিন্ন রকম স্কিল কিংবা অস্ত্র দিয়ে মনস্টারদের দ্রুত ড্যামেজ দিয়ে থাকে। সাধারনত ট্যাংক নিজেরা মনস্টারদের আটকে রাখে একটা জায়গায় এবং সেই সময়ে ড্যামেজ ডিলাররা সেই মনস্টারকে হত্যা করে। যেহেতু ট্যাংক একা সব ড্যামেজ গ্রহন করে তাই তাকে তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়, যাদের সাপোর্টার বলা হয়। এরা বিভিন্ন রকম ম্যাজিক স্কিল কিংবা লং রেঞ্জের অস্ত্র দিয়ে ট্যাংককে সাপোর্ট করে থাকে। যার মধ্যে একটা হলো বাফ্। বাফ্ মূলত এমন একটা ম্যাজিককে বলা হয় যেটার মাধ্যমে একটা ক্ষমতা তুলনামূলক বৃদ্ধি পায়। যেমন এট্যাক বাফ্ ব্যবহার করলে এট্যাক বৃদ্ধি পায়। আমার ডিফেন্স বাফ্ ব্যবহার করলে ডিফেন্স বৃদ্ধি পায়। সব মিলিয়ে শেষ ব্যক্তি যে সে হলো হিলার। যদিও সাপোর্টার হিলিং স্কিল ব্যবহার করতে পারে। কিন্তু একজন হিলারের জায়গা দখল করতে পারে না। এই চার ভাগে সকল প্লেয়ারদের ভাগ করা হয়েছে। এবং টাওয়ারের মধ্যেও নাকি এভাবেই সবাইকে আলদা করা হয়ে থাকে।
হোয়াইট পার্টির নতুন টিমের লিডার তো ভেবেই নিয়েছিলো যে জ্যাক মারা গিয়েছে। যদিও সে জানে না কে বসের এগ্রো টেনেছে, কিন্তু সিওর ছিলো সে মারা যাবে। কিন্তু তার অবাক মন কিছুতেই মানতে পারছিলো না যেটা তার চোখ দেখছিলো।
-->>এটা কিভাবে সম্ভব?(টিম লিডার)
যেখানে ওল্ফ মনস্টারটা দৌড়ে গিয়েছিলো সেখানে ছোট খাটো একটা ব্লাস্টের তৈরী হয়েছিলো। আর তার ফলে ধোঁয়া উড়তে শুরু হয় সেখানে। ধোঁয়াটা কেটে যাওয়ার পরে সেখানে কোথাও ফিল্ড বসকে খুজে পাওয়া যাচ্ছে না। ফিল্ড বস পুরো মাঠ থেকে হারিয়ে গিয়েছে। তিন থেকে চারশত মানুষের চোখের কোথাও নেই। তাছাড়া ধোঁয়ার মধ্য থেকে জ্যাক চুপিচুপি সরে যাওয়ার ফলে কে এগ্রো টেনেছে সেটা টিম লিডার বুঝতে পারলো না। যদিও একটু পূর্বে সে দূর থেকে শুধু মাক্স পরা একটা ছেলেকে দেখেছিলো, কিন্তু অনেকেই আছে মাক্স ব্যবহার করে প্লেয়ারদের মধ্যে। তাই স্পষ্ট সে দেখে নি।
জ্যাক তার কাজটা শেষ করে ভিড়ের মধ্য থেকে সরে আসে। আপাতোতো সময়ে নতুন প্লেয়ারদের মধ্যে একটা আতঙ্ক তৈরী হয়েছে। তার প্রথমে অনেক কনফিডেন্স দিয়ে বসকে হত্যা করতে আসছে। কিন্তু বসের ক্ষমতা দেখে তাদের সেই কনফিডেন্স হারিয়ে গিয়েছে। শুধু তারা নয়, বরং জ্যাক নিচেও অনুভব করেছে।
"মনস্টারটা আগের মতো ছিলো না। সত্যি সে অনেক শক্তিশালী হয়েছে।" (জ্যাক ভাবছে)
জ্যাক এক ঢিলে দুই পাখি মেরেছে। প্রথমত এখন ফিল্ড বসটা অনেক শক্তিশালী। বলতে গেলে আগের থেকে দশগুন শক্তিশালী। আর জ্যাকের লেভেলে সে কখনো সেটাকে একা হত্যা করতে পারতো না। হ্যা এটা ঠিক যে সে অন্যের কিল চুরি করতে পারতো, কিন্তু তাতে দুটো সমস্যা তৈরী হতো। একে তো তার সাথে হোয়াইট পার্টির সংঘর্ষ শুরু হতো এবং দুই তার সম্মানে আঘাত করতো সেটা। তাইতো হঠাৎ তার মাথায় এই বুদ্ধি এসেছে। যেহেতু তার স্পেশাল স্কিলটা কাজ করে তার মৃত্যুর পরে, তাই সেটাকে এরানোর জন্য আরো একটা স্পেশাল স্কিল রয়েছে। হেল্প, যেটা জ্যাকের তৃতীয় বার হত্যার সময় তার হত্যাকারীকে ভিন্ন একটা জায়গায় পাঠিয়ে দেই টেলিপোর্ট করে। জায়গাটা একদমই র্যানডম তাই জ্যাকের খুশিটা বেশীক্ষন রইলো না।
-->>চলো জিতু। যদি আমাদের ভাগ্য ভালো থাকে, তাহলে নিশ্চয় আমরাই সবার প্রথমে খুজে পাবো বসকে।(জ্যাক)
জ্যাক কি করেছ সেটা জিতু জানে না। কিন্তু হঠাৎ এর জন্য জিতু চিল্লিয়ে উঠেছিলো। তার চোখ দিয়ে এখনো পানি পরছিলো। দৌড়ে সে জ্যাকের কাছেই আসছিলো তাকে সাহায্য করার জন্য। কিন্তু যখন জ্যাককে ধোঁয়ার মধ্য থেকে জীবিত ফিরে আসতে দেখে সে তখন তার মনের খুশিটাকে সে প্রকাশ করতে পারে নি। তাই আপাতোতো জ্যাক কাজটা কিভাবে করলো এটা ভাবার মতো কোনো অবস্থা তার নেই।
জ্যাক এবং জিতু চললো বসকে খোজার জন্য। যেহেতু তারা একাই পরিস্থিতি সম্পর্কে জানে, তাই তারা প্রথমে পা বারিয়েছে। অন্যদিকে এমিলি বা এমিলির শরীরে এথিনা দাঁড়িয়ে ছিলো হোয়াইট পার্টির নতুন টিমের মধ্যেই। সে নতুন একজন সদস্য হোয়াইট গ্রুপের। তার টিমের বাকি সবাই না বুঝলেও তার গডলি চোখকে কেউ ফাকি দিতে পারে নি। তাই কে এই কাজের জন্য মানে বসের হারিয়ে যাওয়ার পিছনে কার হাত ছিলো এটা খুব সহজেই বুঝতে পেরেছে।
"আমি ভেবেছিলাম, পোসেইডন তার ক্ষমতা ব্যবহার করবে। কিন্তু না এই এনার্জি মোটেও তার নয়। এনার্জিটা আবারো খুব পরিচিত মনে হচ্ছে, কিন্তু আমি সঠিক বের করতে পারছি না।" (এথিনা ভাবছে)
এথিনা পূর্বেও কয়েকবার জ্যাকের মধ্য থেকে একটা এনার্জি অনুভব করেছে। যদিও গডদের স্মৃতিশক্তি অনেক শক্তিশালী তারপরও এথিনা সঠিক মনে করতে পারছে না এই এনার্জিটা কার। সাধারন মানুষ থেকে শুরু করে সকল গডদের এনার্জির ঘ্রাণ এথিনার নাকে আসলে সেটা চেনা তার জন্য সহজ কাজ। কিন্তু কোনো ভাবেই সে মনে করতে পারছে না।
"তাহলে কি এটা কোনো মৃত ব্যক্তির এনার্জি ছিলো?" (এথিনা)
* * * * *
অন্যদিকে টাওয়ার অফ গ্রিডের মধ্যে,
গ্রিড তার স্পেসের মধ্যে খুব আরাম করে তার সময় নষ্ট করছিলো। কিন্তু তখনি তার সামনে খুব ইন্টারেস্টিং এক ব্যক্তি উপস্থিত হয়। যদিও প্রথমে গ্রিডের ভয়ের কারন হওয়ার কথা ছিলো, কিন্তু তার কাছে শক্তিশালী বেকিং রয়েছে এখন।
-->>হঠাৎ অলিম্পাসের নামকরা গড তার অ্যাভেটারের মাধ্যমে কি আমার এই ছোট টাওয়ারটা ধ্বংস করতে এসেছে?(গ্রিড)
গ্রিড কথাটা বললো মুখে একটা হাসি নিয়ে। যদিও কারো জন্য সম্ভব হতো না তার স্পেশাল স্পেসের মধ্যে প্রবেশ করতে, কিন্তু সে কথা বলছিলো অলিম্পাসের শক্তিশালী এক গডের সাথে। যদিও এথিনা অনেক শক্তিশালী, কিন্তু তাকে নিয়ে আপাতোতো গ্রিডের কোনো ভয় ছিলো না। কিন্তু তার সামনে যে দাঁড়িয়ে আছে তার মাথায় কি হচ্ছে সেটা বোঝা অনেকটা মুশকিল। তাই গ্রিড সাবধানেই কথা বলছে।
-->>গ্রিড আমি তোমার বা তোমার টাওয়ারের কোনো কারনে আসে নি। যদিও অনেক পূর্বে তোমাদের সমস্ত টাওয়ার আমি খুজে পেয়েছি তারপরও এগুলো ধ্বংস করে সময় নষ্ট করার চেষ্টায় আমি নয়। কারন তোমরা আগের অবস্থায় আর নেই। ডিম্যান কিং মারা যাওয়ায় তোমাদের গড লেভেল ক্ষমতাও হারিয়ে গিয়েছ অনেক আগেই।
গ্রিড তার দাঁতে দাঁত কামড় দিলো। তার রাগ হচ্ছিলো অনেক, কিন্তু তিতো হলেও কথাটা সত্য।
-->>আচ্ছা তাহলে এই ব্যাপার আমরা বাদ দেই। তো অলিম্পাসের গড অফ সান এবং মেডিসিন, অ্যাপোলো আমার মতো ডিম্যানের টাওয়ারে হঠাৎ কি মনে করে?(গ্রিড)
[অ্যাপোলো জিউসের সন্তান এবং এথিনার ভাই হয়।]
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।