আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King পর্বঃ ৫৭

হৃদয় বাপ্পী
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 [প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]


#Demon_King#


পর্ব:৫৭


লেখকঃহৃদয় বাপ্পী

.

.

.


(মেফাস একাডেমি)



একাডেমি থেকে যারা প্রথম টেস্টে অংশ নিয়েছিলো তাদের মধ্য থেকে শুধু একটা টিমই সিলেক্ট হয়েছে টাওয়ারের টেস্টে প্রবেশের জন্য। তাই তাদের কোনো রকম দ্বিতীয় টেস্টে অংশ নেওয়ার প্রয়োজন হবে না। অপরদিকে বাকি নয় টিমের সকলকেই দ্বিতীয় টেস্টে অংশ নিতে হচ্ছে। একাডেমি যদিও মৃত স্টুডেন্টদের খবর প্রকাশ করে নি, তারপরও পুরো ক্যাপিটাল জুড়ে তাদের জীবিত হওয়ার সংবাদ ভেসে বেরাচ্ছে। তারা নিজেরা দুর্বল হওয়ার জন্য বা নিজেদের লাপর্বার জন্যই মারা গিয়েছিলো। যদিও প্রিন্সিপাল তার ম্যাজিকাল আইটেমের মাধ্যমে তাদেরকে সুরক্ষিত ভাবে তাদের বাসায় পৌছে দেয়। আর এটাই তাদের জন্য অনেক বড় কিছু। একাডেমি তাদেরকে দ্বিতীয় কোনো সুযোগ দিবে না। তাদের আবার দ্বিতীয় টেস্টের জন্য অপেক্ষা করতে হবে বা অন্য শহরগুলোর স্কুলে ভর্তি হবে। 


সকল স্টুডেন্টদের ট্রেনিং রুমের মধ্যে সংগ্রহ করা হয়েছে। রুমটা বিশাল হওয়ায় স্টুডেন্টদের সংখ্যাটাই কম মনে হচ্ছিলো। মোট দুইশত স্টুডেন্টদের মধ্যে একশতের মতো দাঁড়িয়ে আছে এখানে। দুইশত স্টুডেন্ট প্রথম একাডেমিতে ঢোকার সুযোগ পেয়েছিলো। কিন্তু বিভিন্ন রকম টেস্টের ফলে এখন সেই সংখ্যা একশততে এসে দাঁড়িয়েছে। সকল স্টুডেন্ট যখন অনেকক্ষন দাঁড়িয়ে ছিলো তখনি প্রিন্সিপালের এন্ট্রি হলো। তিন শিক্ষক এতোক্ষনে সব কিছু নিয়ন্ত্রন করছিলো। কিন্তু টেস্টের ব্যাপারে তারা তেমন কিছুই জানে না। যা করার প্রিন্সিপাল নিজেই করবে। 



-->>এই পরীক্ষাটা কোনো সময় নিবে না। একদম সহজ এবং সিম্পল হবে। মানা এবং অউরা ইউজারদের নিজেদের দ্বিতীয় এট্রিবিউট আনলক করতে হবে। দু বিভাগ তাদের এট্রিবিউট আনলক করতে পারলেই টাওয়ারে প্রবেশ করতে পারবে।



প্রিন্সিপালের কথাটা শুনে সবাই অবাক হলো। অবাক হওয়ারই কথা, কারন দ্বিতীয় এট্রিবিউট আনলক করার সুযোগ তারা টেস্টের পরে পাবে বলে শুনেছিলো। কিন্তু সেটায় যে তাদের জন্য একটা টেস্ট হবে সেটা কে জানতো।



"এসব টেস্ট মেস্ট নেওয়া আমার ভালো লাগে না। তবে এরকম ফ্রি এনার্জি কেই বা ছেড়ে দেই।" (প্রিন্সিপাল ভাবছে)




মূলত একজন অউরা ইউজার এবং একজন মানা ইউজার দুজনের পাওয়ারের উৎস হলো তাদের এট্রিবিউট। যদিও অউরা ইউজারদের এট্রিবিউটে বেশী নজর দেওয়া হয় না তারপরও সেটা অনেক গুরুত্বপূর্ন জিনিস। অউরা ইউজার বিভিন্ন এট্রিবিউট ব্যবহার করে তাদের এট্যাকগুলোকে শক্তিশালী করে। একজন মানা ইউজারের জন্য যেমন এট্রিবিউট প্রয়োজন ঠিক একজন অউরা ইউজারের জন্যও সেটা প্রয়োজন। এতো দিনে বেশ কিছু অউরা ইউজার তাদের এট্রিবিউট নিজের অজান্তেই আনলক করে ফেলেছে, তবে অধিকাংশই সেটা করতে পারে না। প্রিন্সিপাল ভালো করে নিয়মটা সবাইকে বুঝিয়ে দিলো আরো একবার। হিলার যারা ছিলো মানে প্রাণ এনার্জি ব্যবহারকারীদের কোনো কিছু করা ছাড়ায় টাওয়ারের টেস্টে প্রবেশের সুযোগ রয়েছে। কিন্তু একজন মানা ইউজারকে দুটো এট্রিবিউট অন্তত আনলক করতে হবে এবং একজন অউরা ইউজারকে অন্তত একটা এট্রিবিউট আনলক করতে হবে টাওয়ারের টেস্টে প্রবেশ করতে হলে।


প্রতিটা স্টুডেন্ট অনেকটা বিরক্ত হলো। কিন্তু তারপরও তাদের কিছু করার নেই এখানে। তারা মূর্খ কোনো ব্যক্তি না। পূর্বেও শুনেছে মেফাসের এই প্রিন্সিপাল নাকি প্রত্যেকবারের এক্সাম গুলোকেই আজব আজব ভাবে নিয়ে থাকে। যেখানে অন্য ক্যাপিটাল বা এম্পায়ারের একাডেমির এক্সাম গুলোও তুলনামূলক সহজ। যেহেতু তাদের কিছু করার নেই এখানে, আর এটা তুলনামূলক সহজই মনে হচ্ছিলো তাদের তাই বিরক্ত ভাবটা কাটতে সময় লাগলো না তাদের। তিন ভাগ হয়ে গেলো আবারো প্রথম এক্সামের মতো, যখন সবাই একাডেমিতে প্রবেশ করার চেষ্টা করেছিলো।


প্রাণ ইউজাররা দশজন হওয়ায় তাদেরকে কিছু করতে হলো না। তারা তাদের শিক্ষক হেলেন এর পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে এক এক করে মানা এবং অউরা ইউজার তাদের এট্রিবিউট আনলক করার সুযোগ পাচ্ছে। প্রথমে একাডেমিতে দুইশত একজন স্টুডেন্ট প্রবেশ করলেও প্রথম এট্রিবিউট টেস্টে সত্তুর জন মানা ইউজারের মধ্য থেকে ত্রিশজনকেই একাডেমি ছাড়তে হয়েছিলো। যারা প্রথম এট্রিবিউট টেস্টে কোনো এট্রিবিউট আনলক করতে পারে নি। অপর দিকে কোনো অউরা ইউজারের এট্রিবিউট টেস্ট প্রথমে হয় নি। তাই তাদের একশত একুশ জন এখনো থাকার কথা ছিলো। কিন্তু সারভাইভাল টেস্টে যারা মারা গিয়েছে তারা একাডেমি এবং উক্ত টেস্টে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে। আর তাদের মধ্যকার অধিকাংশ ব্যক্তিই ছিলো অউরা ইউজার। 


আপাতোতো পয়ত্রিশ জন মানা ইউজার এবং পঁচাত্তরজন অউরা ইউজার রয়েছে এখানে। দুটো লাইন তৈরী হয়েছে যাদের একটায় মানা ইউজার এবং অন্যটায় অউরা ইউজাররা দাঁড়িয়ে আছে। লাইন অনুযায়ী দুজন শিক্ষকই তাদের ডিভিশনের এট্রিবিউট আনলক করার কাজে ব্যস্ত রয়েছে। আজরো এবং ডিয়ারা দুজনে দুটো স্টোন নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সামনে। সকল মানা স্টুডেন্ট তাদের সময় নষ্ট না করে এক এক করে তাদের দ্বিতীয় এট্রিবিউট আনলক করার চেষ্টা করছে। আবার তাদের মধ্যে তিন চারজনই রয়েছে যারা তৃতীয় এট্রিবিউট আনলকের চেষ্টা করবে। প্রিন্সিপাল যেহেতু বলেছে যে দ্বিতীয় এট্রিবিউট আনলক করলেই মানা ইউজাররা টাওয়ারের টেস্টে অংশ নিতে পারবে তাই এলিন, মাইরা, এবা-জেবা এবং এডওয়ার্ডের কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু অন্যরা ঠিকই নিজেদের নিয়ে নার্ভাস রইলো।


এক এক করে সব মানা ডিভিশনের স্টুডেন্টরা তাদের এট্রিবিউট আনলক করার চেষ্টা করলো। তারা পূর্বের মতোই স্টোনের উপরে হাত রাখলো এবং স্টোন তাদের এট্রিবিউট দেখাচ্ছে। পূর্বের স্টোনটা লো লেভেলের ছিলো, তাই সেটা দিয়ে একটা এট্রিবিউট আনলকেরই সম্ভবনা ছিলো। কিন্তু যাদের দ্বিতীয় এট্রিবিউট অনেকটা শক্তিশালী তাদেরই দুটো এট্রিবিউট একসাথে আনলক হয়। এক এট্রিবিউট থাকা মানুষ গুলো খুব কমই দেখা যায়। সবাই ট্রেনিং এবং পরিশ্রমের মাধ্যমে তাদের দ্বিতীয় বা তৃতীয় এট্রিবিউট আনলক করে থাকে। একসাথে দুটো বা তিনটা এট্রিবিউট আনলক করাটা অনেক রেয়ার হলেও পরবর্তীতে যে তারা আনলক করতে পারবে না এমন নয়। মেফাসের মধ্যেই খুজলে এমন অনেক পাওয়া যাবে যাদের দুটো এট্রিবিউট রয়েছে। 


যদিও টাওয়ারের মধ্যে দেখা হয় তাহলে দুটো এট্রিবিউট তেমন কিছুই না। কিন্তু এই মেফাসের মধ্যে সেটা শুধু নোবেলদের কাছেই। যেহেতু মেফাসে অনেক নোবেল রয়েছে তাই তাদের মধ্যে দুই এট্রিবিউট ধারী ব্যক্তিও অনেক রয়েছে। কিন্তু এক সাথে দুটো এট্রিবিউট আনলক করা ব্যক্তি সহজেই দেখা যায় না। যাইহোল আসল কাহিনীতে ফেরা যাক। সব স্টুডেন্ট তাদের এট্রিবিউট আনলক করলো। যদিও অধিকাংশই দ্বিতীয় এট্রিবিউট আনলক করে নি, তারপরও দেখার বিষয় ছিলো একজন। এলিন বিন উয়েক্সকুল প্রথমে ওয়াটার এবং আইস এট্রিবিউট আনলক করেছিলো সে তৃতীয় এট্রিবিউট আনলক করে। দুই এট্রিবিউট ধারী আর কেউ তৃতীয় এট্রিবিউট আনলক করতে পারে নি। ডিউক কন্যা এলিনের তৃতীয় এট্রিবিউট টাও দেখার ছিলো। ফায়ার এট্রিবিউট আনলক করে সে সমস্ত ভীড়ের মুখের শব্দ কেড়ে নিয়েছে। কেউ কোনো কথা ছাড়ায় শুধু তাকিয়ে ছিলো এলিনের দিকে।



"আমি এরকম একটা অবস্থা দেখবো সেটা কল্পনা করি নি। ডিউক উয়েক্সকুলের কন্যা আসলেই একটা জিনিস হবে ভবিষ্যতে। যাইহোক তার এনার্জিটা আমার ভালোই কাজে দিবে।" (প্রিন্সিপাল ভাবছে)



প্রিন্সিপাল সবার নজরকে ফাঁকি দিয়ে একটা ব্যারিয়ার তৈরী করেছে পুরো রুমটার মধ্যে। বিশাল অডিটোরিয়ামের মতো রুমের মধ্যকার সকল এনার্জি এবজোর্ব হবে, শরীর থেকে এনার্জি এবজোর্বের মাত্রা একদম নগন্য হওয়ার ফলে কারো চোখে সেটা পরবে না। কিন্তু কেউ এনার্জি ব্যবহার করলে সেটা ঠিকই ব্যারিয়ার এবজোর্ব করে নিবে। আর এই সব প্রিন্সিপাল করছে সবার নজরের আড়ালো। যদিও এনার্জিটা খুবই কম, কিন্তু প্রিন্সিপালের টার্গেট আর কেউ নয় বরং একজন। তার টার্গেটের ব্যক্তির এনার্জি বাকিদের থেকে শতগুণে শক্তিশালী। 


আজকে দেখার বিষয় অনেক কিছুই ছিলো। কিন্তু তার মধ্যে মূল বিষয় ছিলো এলেক্স। মানা ইউজারদের মধ্যে সর্বশেষ সেই ছিলো তার এট্রিবিউট আনলকের। আর সবার নজর কেঁড়ে নিয়ে সে ফায়ার এট্রিবিউট আনলক করে। ফায়ার অনেক শক্তিশালী একটা এট্রিবিউট, যেটা শুধি নোবেলরাই আনলক করার সুযোগ পায়। শতভাগের মধ্যে পাঁচ পার্সেন্টেজ কমনারই ফায়ার কিংবা লাইটনিং এট্রিবিউট আনলকের সুযোগ পায়। কিন্তু সেটার মেজরিটিও বৃদ্ধ বয়সে। তাই এলেক্স আবারো সবার নজরে পরে গেলো। পূর্বেও ডার্ক এট্রিবিউট আনলক করে সবচেয়ে দুর্বল স্টুডেন্টের খাতায় নাম লেখিয়ে সবার নজরে পরে, আবার এখন শক্তিশালী একটা এট্রিবিউট আনলক করে সবার চোখের সামনে পরে যায় সে। তবে এলেক্স কিছুটা হতাশ হয়েছে। কারন পূর্বের মতোই তার ফায়ার এট্রিবিউট আনলক হওয়ার পরই মানা স্টোনটা ভেঙে যায়। এবং সেটায় সংগ্রহ হওয়া সকল এনার্জি ধোঁয়ার আকারে পুরো রুমে ছড়িয়ে পরে।


ধোঁয়াটা কাটতে বেশী সময় লাগলো না। তাই সময় নষ্ট না করে সেই সময়ে অউরা ডিভিশনের এট্রিবিউটও আনলক করা শুরু হতে লাগলো। মানা ডিভিশনের অধিকাংশই তাদের দ্বিতীয় এট্রিবিউট আনলক করতে পারে না। পয়ত্রিশ জনের মধ্যে বলতে পাঁচ-ছয় জনের তো পূর্বেই দ্বিতীয় এট্রিবিউট আনলক করা ছিলো। বাকি ত্রিশ জনের মধ্য থেকে শুধু দশজনেরই দ্বিতীয় এট্রিবিউট আনলক হয়েছে। আর তাদের মধ্য থেকে এলিন এবং এলেক্সেরই শুধু ফায়ার, আর বাকিদের মধ্যে অধিকাংশই আর্থ এট্রিবিউট আর এক জনের ওয়াটার, এক জনের প্লান্ট এবং এবং একজনের লাইট।


এক এক করে অউরা ইউজাররা তাদের অউরা স্টোনের উপরে হাত দিচ্ছিলো। হালকা লালচে সাদা রঙের অউরা স্টোনটার সামনে দাঁড়িয়ে আছে আজরো তার বিশাল টু হ্যান্ডেড সোর্ড পিঠে নিয়ে। অন্যদিকে তার স্টুডেন্ট গুলো এক এক করে তাদের এট্রিবিউট আনলক করার চেষ্টা করছে। যেহেতু তাদের কেউই পূর্বে এট্রিবিউট আনলক করে নি, তাই অধিকাংশই তাদের প্রথম এট্রিবিউট আনলক করে ফেললো।  তবে তিনজন ব্যক্তিই শুধু মাত্র দুটো এট্রিবিউট আনলক করলো। একজন উইজার্ডের জন্য যেমন তার এট্রিবিউট প্রয়োজন, যত এট্রিবিউট থাকে ততই ভালো। ঠিক তেমনি একজন নাইটের জন্যও এট্রিবিউট প্রয়োজন। একজন অউরা ব্যবহার কারী যখন তার এনার্জি ব্যবহার করে একটা এট্যাক করে তার হাত কিংবা কোনো অস্ত্র দিয়ে তখন তাতে যে ড্যামেজ দিবে, তার থেকে বেশী ড্যামেজ দিবে এট্রিবিউট ব্যবহার করে এট্যাক করলে।




-->>তাহলে টেস্ট শেষ হয়েছে। আমি অনেক ক্লান্ত ছিলাম।(প্রিন্সিপাল)



প্রিন্সিপাল আস্তে আস্তে কথাটা বললো। সে অনেক ক্লান্ত ছিলো, কারন অনেকক্ষন তাকে অপেক্ষা করতে হয়েছে। যেহেতু অউরা ডিভিশনের স্টুডেন্টদের সংখ্যা বেশী, তাই তাকে অপেক্ষাও বেশী করতে হয়েছে। সে স্টুডেন্টদের দিকে একবার তাকালো। যাদের অধিকাংশদের মুখেই হতাশার ছাপ দেখা গেলো। যাদের মধ্যে অনেকেই নিজেদের এট্রিবিউট নিয়ে খুশি না আবার অনেকে দ্বিতীয় কিংবা প্রথম এট্রিবিউট আনলক করে না পারায় খুশি না। তাই প্রিন্সিপাল সবার হতাশা দূর করে দিলো।



-->>আবারো সবার সর্বোচ্চ চেষ্টার করার জন্য ধন্যবাদ। কারো চিন্তার কোনো কারন নেই। এখানে উপস্থিত সবাই টাওয়ারের টেস্টে অংশ নিতে পারবে। যদিও আমি বলেছি যে পারবে না, কিন্তু এখানে উপস্থিত সবাই টাওয়ারে প্রবেশ করার সুযোগ পাবে।(প্রিন্সিপাল)



প্রিন্সিপালের কথায় সবার মুখে বিস্ময়ের ছাপ। কেউ কিছু ভেবে পাচ্ছে না এই পাগল প্রিন্সিপাল একটু পর পর কি বলছে।



-->>হয়তো তোমরা নিজেরাই নিজেদের ক্ষমতাকে অনুভব করতে পারছো। একবার পূর্বের কথা ভেবে চিন্তা করো। যেদিন প্রথম এই জায়গাতে এসেছিলে, তখন কিরকম ছিলে তোমরা আর এখন কি রকম আছো? নিশ্চয় অনেক শক্তিশালী হয়েছো। যারা এখনো মনে করছো তারা শক্তিশালী হও নি, শুধু তারাই টাওয়ারের টেস্টে অংশ গ্রহন করতে পারবে না।(প্রিন্সিপাল)



-->>এম্পায়ার একটা স্পেশাল নোটিশ পাঠিয়েছে আমার কাছে। যদিও আমার রিকুয়েস্ট ছিলো সেটা। সাধারনত ছয়মাস পরেই নতুনদের টাওয়ারের টেস্টের জন্য পাঠানো হয় এবং আবারো ছয় মাস পর পাঠানো হয় পরবর্তী দের। তবে তোমরা সবাই এখানের স্পেশাল। তোমাদের প্রতিজনেরই টাওয়ারের টেস্টকে শেষ করার ক্ষমতা রয়েছে। তাই পনেরো দিন পরে তোমাদের একশতদশ জনকে টাওয়ারের টেস্টে পাঠানো হবে।(প্রিন্সিপাল)



-->>যদি কেউ এখনো রেডি না হয়ে থাকো, তাহলে ছয় মাস অন্তরের যে সুযোগটা রয়েছে তারা সে সময়ে প্রবেশ করতে পারবে টেস্টের জন্য।(প্রিন্সিপাল)





* * * * *


(এলেক্স রূপে)



-->>প্রিন্সিপালটা আসলেই অনেক আজব এক ব্যক্তি। সে কখন কি বলে সেটার কোনো নিশ্চয়তা নেই।



আমি জোরে কথাটা বললাম। একাডেমি থেকে বাসায় এসেছি। সময়টা বিকালের, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। আজকে ট্রেনিং থেকে একটু বিরতী নিয়েছি, কারন মাথার ভিতরে অনেক চিন্তা ভাবনা আছে। আর সেগুলোকে ঠিক ঠাক করে নিতে হবে। 


আজ আমি ফায়ার এট্রিবিউট আনলক করেছি। আশ্চর্য হয়েছিলাম যখন আমি মানা স্টোনের উপরে হাত দিয়েছিলাম তখন সিস্টেম থেকে একটা নোটিফিকেশন আমার সামনে স্ক্রিনে সো করেছিলো।



-""কনগ্রাজুলেশন মাস্টার। ফিনিক্স ব্লেসিং এর ইফেক্টের কারনে আপনি ফায়ার এট্রিবিউট আনলক করেছেন।""-



মেসেজটা এরকম ছিলো। ফিনিক্স ব্লেসিং অনেক বিরক্তিকর একটা জিনিস আমার জন্য। যদিও এটা আমার ফায়ার রিলেটেড সকল স্কিল বা স্পেলের ক্ষমতা বারায় তারপরও এটার মধ্যে অনেক শর্ত রয়েছে। আর এরকম কোনো শর্ত আমার ভালো লাগে না। জিনিসটা আমাকে অন্য কারে স্বামীর মতোই বানাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পেরেছি। যেহেতু ফিনিক্স একটা পাখি যার সোর্চ ফায়ার বা অন্য ভাবে বলতে গেলে ফায়ার এট্রিবিউটের সোর্চই ফিনিক্স তাই উক্ত বিষয়টার জন্যই আমি ফায়ার এট্রিবিউট পেয়েছে। 



-->>ফ্লেম।



আমি শুয়ে ছিলাম। এবং এই অবস্থাতেই আমার হাতকে মুখ বরাবর এনে আমি স্পেল চান্ট করলাম। আমার হাত থেকে আগুন তৈরী হলো। যে আমার কন্ট্রোল মোতাবেক নিয়ন্ত্রিত ছিলো। যেহেতু ডার্ক এট্রিবিউটকে আমি অনেক সুন্দর ভাবে কন্ট্রোল করতে পেরেছিলাম তাই আমার ফায়ার স্পেল গুলো ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি আগ্রহী এই বিষয়ে না। প্রিন্সিপাল যাকে পূর্বেও আমি দেখেছিলাম। কিন্তু আজ প্রথম তাকে আমার সন্দেহ হলো। সন্দেহের মূল বিষয় ছিলো মিও। মিও এমন একটা মেয়ে যে সবার স্মৃতি থেকে মুছে গিয়েছে। স্মৃতি থেকে বললে ভুল হবে। বরং রিয়েলিটি থেকেই হারিয়ে গেছে। আমি যে জারা সম্পর্কে কোনো দিন শুনিও নি সে ছিলো আমাদের টিমে এবং ডিমনিক হাইব্রিড ফক্সের সাথে ফাইটের সময়ে মারা গিয়েছে। যদিও আমি এই বিষয়টা নিয়ে ভাবা বন্ধ করেছিলাম কিন্তু আজকে প্রিন্সিপালকে দেখার পর আবারো বিষয়টা আমার মনে পরলো। যদিও প্রিন্সিপালকে আমি সন্দেহ করতে পারছি না, তারপরও একটা জিনিস আমি সিওর যে তার মেয়েই হয়তো মিও হবে। আর মিও এর হারিয়ে যাওয়ার পিছনে হয়তো প্রিন্সিপালেরই কোনো না কোনো হাত রয়েছে। দুজনে দেখতে একই না হলেও দুজনের গলায় একই রকমের নেকলেস লক্ষ করেছিলাম আমি। যেটা আজও প্রিন্সিপালের গলায় ছিলো।




-->>ইয়ো এলেক্স।



আমি আমার গভীর চিন্তায় ছিলাম। কিন্তু হঠাৎ কোথা থেকে লুসিফারের এন্ট্রি হলো। আমি আমার রুমের মধ্যে শুয়ে ছিলাম। জানালা দিয়ে সে এসে জানালার উপর থেকেই কথাটা বললো আমাকে। আমি বুঝতে পারলাম না আমার লোকেশন পেলো কিভাবে সে? ও আমি তো অনেক সিলি একটা প্রশ্ন করলাম। সে তো সবচেয়ে শক্তিশালী ডিম্যান প্রিন্স, তাই তার জন্য এটা তো কোনো ব্যাপারই হবে না।




[বোরিং ছিলো পর্বটা। হ্যা আসলেই। মন টন ভালো নাই, কি লেখতেছি নিজেও জানি না ভাই।]




* * *


To Be Continued 


* * *



কেমন হলো জানাবেন। 

About the Author

হৃদয় বাপ্পী
Hello Friends, My Name is Bappy and Welcome To Our Website. My Passion is to Share Knowledge With Everyone. Also I am a writer.

5 comments

  1. Awesome...but vai seriously onk boring hoise eta... 🙁
  2. ototao boaring nah kichu chilo ja sobar chokhe porbenah. last valo laglo je principal mio er rup dhore alex er pashe chilo.. onek valo hocche vaie
  3. Jani likhte anek time dite hay kintu parte gele alpo mane hay...
  4. 🥰🥰🥰🥰🥰
  5. MD Mazharul Islam
    This comment has been removed by the author.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.