[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৩২
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
প্রথম ফ্লোরের ফিল্ড বস হত্যা হয়েছে। সকল প্লেয়ারের কাছেই মেসেজ গিয়েছে। ড্যানজনের প্রথম ফ্লোরে যারা প্রবেশ করেছিলো তারা খুব মনোযোগ দিয়ে ফিল্ড বসকে খোঁজার চেষ্টা করছিলো। কিন্তু শেষমেষ যখন তাদের মোবাইলে ফিল্ড বস হত্যার মেসেজ আসলো, তখন সবাই বিরক্ত বোধ করলো। রাগে অনেকের গা জ্বলজ্বল করছিলো।
-->>কোন পার্টি হত্যা করলো আবার ফিল্ড বসকে?
-->>আমার তো মনে হচ্ছে হোয়াইট পার্টিই হবে।
-->>না আমাদের স্কাউট মেম্বার একটু পূর্বেই জানিয়েছে হোয়াইট পার্টি কোনো রকম মুভমেন্ট করছে না। তারা নিউট্রল হয়ে বসে আছে।
-->>তাহলে কি ব্লাক পার্টি?
-->>আমার মনে হচ্ছে ব্লাক পার্টিও ইনভলভ হয়েছে।
-->>তাহলে আমাদের আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
-->>হ্যা কিছু করার নেই। ফিল্ড বস হত্যা না করতে পারলে আমরা দ্বিতীয় ফ্লোরে উঠতে পারবো না। আর দ্বিতীয় ফ্লোরে উঠতে না পারলে এই ড্যানজন থেকেও বের হওয়ার কোনো আশা করা যাচ্ছে না।
প্রায় পাঁচ হাজারের মতো নতুন প্লেয়ার ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে। যাদের সবাইকে ড্যানজনের প্রতিটা ফ্লোর ক্লিয়ার করতে হবে এবং এই ড্যানজন থেকে বের হতে হবে। প্লেয়ারদের উপরে নজর অনেক অস্তিত্বদেরই রয়েছে। যারা তাদের পছন্দমতো প্লেয়ারদের বাছাই করে তাদের নিজেদের অ্যাভেটার তৈরী করে। শক্তিশালী গড যারা তারা কোনো সময় পাঁচের উপরে অ্যাভেটার তৈরী করে না। অনেক গড আছে যারা একটার বেশী অ্যাভেটার তৈরী করে না। কিন্তু সাধারন গড যারা তারা অনেক সময় শত শত অ্যাভেটারও তৈরী করে থাকে। যদিও অ্যাভেটার তৈরী করা একটা গডের জন্য অনেক সহজ, কিন্তু তাদের নিয়ন্ত্রন করাটা অনেক কষ্টকর হয় সাধারন গডদের জন্য। তাই এসব গডরা তাদের অ্যাভেটারের শরীরকে কন্ট্রোল না করে তাদেরকে উপদেশ দেয়। আর গডদের উপদেশ মতেই তাদের সকল অ্যাভেটার কাজ করে থাকে। সকল অ্যাভেটার তাদের ক্ষমতা পেয়ে থাকে তাদের গডদের থেকে। গডরা তাদের সামান্য পরিমান এনার্জি তাদের অ্যাভেটারদের সাথে শেয়ার করে। আর এই এনার্জির মাধ্যমেই অ্যাভেটার গুলো শক্তিশালী হয়ে থাকে।
ডিম্যান প্রিন্স অফ গ্রিড ম্যামন, যে কিনা বর্তমানে গডদের কাছে প্লেয়ার সাপ্লাই দিচ্ছে। প্লেয়ার গুলো শক্তিশালী হচ্ছে এবং গডরা তাদেরকে নিজেদের অ্যাভেটার তৈরী করে এনার্জি সাপ্লাই দিচ্ছে। এটা অনেকটা একটা ব্যবসার মতোই। আর এই ব্যবসার মধ্যে গ্রিডের লাভ হচ্ছে,
-->>আমি গডদের অজান্তেই তাদের এনার্জি সংগ্রহ করতে পারছি।(গ্রিড)
সকল ডিম্যান প্রিন্সের স্পেশাল কিছু এবিলিটি রয়েছে। প্রথম ডিম্যান প্রিন্স এ.কে.এ লুসিফারের স্পেশাল এবিলিটি তার সুপারস্ট্রেন্থ এবং এনার্জি ক্যান্সেলেশন। মানে লুসিফারের কাছে অগণিত শক্তি রয়েছে এবং সেই সাথে তার উপরে কোনো এনার্জিই কাজ করে না। যদি এনার্জির মানটা তার ক্যান্সেলেশন ক্ষমতার থেকে বেশী না হয় তাহলে প্রতিটা এনার্জি লুসিফারের শরীর লাগার পূর্বে হাওয়ার মধ্যে মিশে যায়।
দ্বিতীয় ডিম্যান প্রিন্স এ.কে.এ সাটানের স্পেশাল এবিলিটি তার ডিসট্রাকটিভ পাওয়ার এবং ম্যাজিক। সে যেখানেই যাবে সেখানেই ডিসট্রাকশন হবে। তার বাকি এবিলিটি সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায় নি।
তৃতীয় ডিম্যান প্রিন্স এ.কে.এ বিলজবাবের স্পেশাল এবিলিটি গ্লাটোনি। যেটা খুব বাজে একটা এবিলিটি শত্রুদের জন্য। যদি শারিরীক ক্ষমতা বেশী না হয় তাহলে বিলজবাবের স্পেশাল এবিলিটির মধ্য থেকে নিজেকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়ায়।
চতুর্থ ডিম্যান প্রিন্স এ.কে.এ ম্যামনের স্পেশাল এবিলিটি কপি। সে যেকোনো জিনিসই কপি করতে পারে। হোক সেটা এনার্জি, হোক সেটা কোনো টেকনিক, হোক সেটা কোনো স্কিল বা হোক সেটা কোনো ম্যাজিকাল আইটেম সব কিছুই ম্যামন কপি করতে পারে।
আর বাকি তিন ডিম্যান প্রিন্সের স্পেশাল এবিলিট সম্পর্কে তেমন তথ্য আপাতোতো নেই। অবশ্য ডিম্যান কিং এ সব বিস্তারিত আলোচনা করা হবে। তাই অপেক্ষা করেন। গল্পের আসল কথায় ফেরা যাক। ম্যামন যার স্পেশাল এবিলিটি কপি, সে যেকোনো জিনিসই কপি করতে পারে। তার কপি করার মধ্যে দুটো শর্ত রয়েছে। একটা আসল জিনিসকে তাকে দেখতে হবে এবং দ্বিতীয়টা তাকে আসল জিনিসটা ধরতে হবে হাত দিয়ে। এই দুটো শর্ত পূর্ন করতে পারলেই ম্যামন বা গ্রিড আসল জিনিসের হুবুহ কপি করতে পারবে। যদিও আসল জিনিসের মানের উপরে ডিপেন্ড করে যে তার কপি কতটা একোরেট হবে। যেমন একবার গ্রিড ডিম্যান কিং এর একটা স্কিল কপি করার চেষ্টা করেছিলো তার এবিলিটি দিয়ে।
ডিম্যান কিং যার কাছে হাজারো এবিলিটি বা স্কিল ছিলো। যেগুলো এক একটা সব দিক দিয়েই শক্তিশালী ছিলো। আর গ্রিড সেগুলোর একটা শেখার চেষ্টা করেছিলো। দ্যা আই অফ এনাইলেশন যেটা ডিম্যান কিং এর সবচেয়ে শক্তিশালী এবিলিটি, সেটাকে গ্রিড কপি করার চেষ্টা করেছিলো। আর তখনি সে তার এবিলিটির তৃতীয় শর্ত সম্পর্কে জানতে পারে। গ্রিডের কপি এবিলিটির তৃতীয় শর্ত হচ্ছে, সে যে জিনিসটা কপি করবে সেটা তার কপি এবিলিটির থেকে যদি অন্য এক লেভেলে থাকে তাহলে কপি কাজ করবে না। কিন্তু গ্রিড সেখানেই থেমে থাকেনি। যদিও সে ডিম্যান কিং এর স্কিল কপি করতে পারে নি, তারপরও সে ডিম্যান কিং এর বেশ কিছু ম্যাজিকাল আইটেমকে ঠিকই কপি করতে পেরেছে। আর তারমধ্যে একটা হলো "হার্ট অফ ডিম্যান"। যদিও এটা একটা স্পেশাল ম্যাজিকাল আইটেম, যার পাওয়ার গ্রিডের থেকে অন্য এক উচ্চ লেভেলে রয়েছে। তারপরও গ্রিড শত চেষ্টার পরে হার্ট অফ ডিম্যানকে আংশিক কপি করতে পেরেছে। যেটা আসলটার থেকে মাত্র পাঁচ পার্সেন্টেজ কাজ করছে। কিন্তু গ্রিডের জন্য সেটায় যথেষ্ট।
হার্ট অফ ডিম্যান যেটা ডিম্যান কিং এর একটা ম্যাজিকাল আইটেম। এর কাজ যেকোনো ধরনের এনার্জিকে সংগ্রহ করে রাখা। আর এই ম্যাজিকাল আইটেমের কপি ভার্সন গ্রিডের কাছে রয়েছে। গড, ডিম্যান, ড্রাগন ইত্যাদি সবকিছুর এনার্জিই এবজোর্ব করার ক্ষমতা রাখে এই হার্ট অফ ডিম্যান। আর গ্রিড তো নিজেই গডদের পাওয়ার সাপ্লাই দিচ্ছে। যেহেতু তার নিজের টাওয়ারের মধ্যে গডদের অ্যাভেটার রয়েছে, তাই তাদের ব্যবহার করা সকল এনার্জি গ্রিড সংগ্রহ করে রাখছে হার্ট অফ ডিম্যান এর মধ্যে। আর এই হার্ট অফ ডিম্যানকে কে ব্যবহার করবে নতুন একটা হোস্ট খুঁজে পাওয়ার পরেই।
-->>দেখা যাক এই সিজনটা। সবার মধ্য থেকে কেউ আমাকে সন্তুষ্ট করতে পারে কিনা।(গ্রিড)
গ্রিড হাসতে হাসতে কথাটা বললো। সে আবারো তার মনিটরের কাজে চলে গেলো। যদিও তার বিরক্ত লাগছিলো, কিন্তু ইন্টারেস্টিং সব কিছু তার চোখে পরছিলো। গ্রিডের নজর ক্যামেরা বন্ধী হয়ে থাকা জ্যাকের উপরে ছিলো। সে তার সামনের প্রজেকশনের স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলো।
-->>ডেড রুলার তাহলে তার অ্যাভেটার বেছে নিয়েছে। যাক তাহলে দুইজন রুলার টাইটেলের গডের অ্যাভেটার যেহেতু রয়েছে এখানে তাই আমার কাজটা শীঘ্রই শেষ হয়ে যাবে।(গ্রিড)
* * * * *
জ্যাক তার সোর্ডের একটা স্লাসের মাধ্যমেই ওল্ফ মনস্টারকে হত্যা করে ফেললো। তার হাত থেকে যে ডেড এনার্জি বের হয়েছিলে এটা তার নজরের মধ্যে পরেই নি। কিন্তু পরে ঠিকই বুঝতে পেরেছে যখন তার হাতের রিং টা ভারী হতে শুরু করলো। জ্যাক ডেড এনার্জি ব্যবহার করার পরই তার রিংটার ওজন বৃদ্ধি হতে শুরু করলো। প্রথমে কম থাকলেও এখন সেটার ওজন এতোটা বৃদ্ধি পেয়েছে যে তার হাত একদম মাটিতেই পরে গিয়েছে। জ্যাক এমন একটা পরিস্থিতির মধ্যে পরেছে যেখানে সে কিছুই করতে পারছে না। তার রিং থেকে হঠাৎ একটা কর্কস আওয়াজ বের হতে লাগলো। আওয়াজটা শুধু তার কানের মধ্যেই পৌছালো। পাশে থাকা জিতু কোনো দিক দিয়ে সেই আওয়াজের সাথে সম্পর্কিত হলো না।
-->>আমার নাম লিচ্ দ্যা আনডেড। আমি একজন গড। আমাকে সবাই রুলার অফ ডেড নামেও চিনে। এটা আমি তোমার সামনে সশরীরে বলতেছি না। যেহেতু আমি বর্তমানে অন্য একজনের গোলাম হয়ে আছি। যেহেতু তুমি আমার সাকসেসর, তাই মনোযোগ দিয়ে এই কথাটা শুনো। আমার ক্ষমতা তোমাকে ব্যবহার করতে হলে এবং আমার টাইটেল সম্পূর্ণ ভাবে নিজের করতে চাইলে তোমাকে প্রথমে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। আর তোমার যোগ্যতা প্রমাণ হবে এক ভাবেই। ডিম্যান প্রিন্স বিলজবাব আমার চিরশত্রু। যদিও আমাকে কাপুরুষের মতো হামলা করে সে আমাকে হারিয়েছে, কিন্তু সে পালিয়ে যাওয়ার পর আমি হাজার খুঁজার পরও তাকে খুজে পায় নি। আর তোমাকে আমার পাওয়ার এবং টাইটেল অর্জন করতে হলে অবশ্যই ডিম্যান প্রিন্স অফ গ্লাটোনি এ.কে.এ বিলজবাবকে হারাতে হবে।
জ্যাক খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো। কন্ঠটা এতোটা কর্কস ছিলো যে জ্যাকের কান ফেটে রক্ত বের হতে চাচ্ছিলো। তারপরও জ্যাক সেটাকে মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। জ্যাক পূর্বে গডদের সম্পর্কে জেনেছে, তাই গড সম্পর্কে জানতে পেরে তার তেমন আশ্চর্য বোধ হচ্ছে না। কিন্তু জ্যাকের কৌতূহল বারছে শুধু লোকটার কথা শুনে। সে রুলার অফ ডেড,
"এখানে আসার পর এই রিংটা হাতে আসার পর তো একটা থ্রি স্ক্রিনের মতো কিছু একটা আমাকে নতুন রুলার অফ ডেড বলে সম্মোধিত করেছিলো।" (জ্যাক ভাবছে)
জ্যাক ভাবতে লাগলো নতুন বিষয় নিয়ে। একটু পূর্বেও তার এসব বিষয় নিয়ে কোনো চিন্তা ছিলো না। কিন্তু হঠাৎ রিংটার মাধ্যমের কথাটা শুনে তার মাথায় নতুন চিন্তা ভাবনা ভর করতে লাগলো। আর তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে সে একটা জিনিস ঠিকই বুঝতে পেরেছে, সেটা হলো পুরো মহাবিশ্বের মধ্যে অনেক গুলো ইউনিভার্স রয়েছে। আর এই এক একটা ইউনিভার্স অনেকগুলো একই রকমের হলেও আবার অনেক গুলো আলাদা হয়ে থাকে। সব মিলিয়ে বলা চলে জ্যাকের ইউনিভার্স সেসব কিছুর মাঝে একটা নগন্য তারা ছাড়া আর কিছুই ছিলো না। তাদের ওয়ার্ল্ডে কোনো রিয়েল গড ছিলো না। এক কথায় বলা চলো সেটা গডহীন একটা ওয়ার্ল্ড ছিলো, যেটার উপর থেকে গডদের সকল ইন্টারেস্ট চলে গিয়েছিলো। গডরা সেই ওয়ার্ল্ডকে পরিত্যক্ত করে রেখেছিলো। আর এটার জন্যই জ্যাকের বোন জেসিকা খুব সহজেই ডেভিল কিং এর ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যায়। জেসিকা একটা ওয়ার্ল্ড বানাতে চেয়েছিলো যেখানে সে এবং তার ভাই কোনো চিন্তা ছাড়ায় তাদের জীবন অতিবাহিত করার সুযোগ পেতো। কিন্তু শেষ পর্যায়ে এমন কিছুই হয় নি। যেহেতু কোনো গডের কোনো প্রটেকশন ছিলো না সেখানে তাই সেই ওয়ার্ল্ডটা সামান্য একটা বস্তুকণা ছাড়া আর কিছুই ছিলো না।
"আমি বুঝেছি, কেনো আমি ড্রাকুলা, থর কিংবা লোকির থেকে শক্তিশালী হতে পেরেছি। যদিও তারা অনেক শক্তিশালী চরিত্র ছিলো, তারপরও এই অ্যাভেটার নামক জিনিস ছাড়া তারা আর কিছু ছিলো না।" (জ্যাক ভাবছে)
জ্যাকের উপরে শুধু যে গ্রিড অথবা এথিনায় নজর রাখছে এমন নয়। তার উপরে আরো অনেক গডের নজর রয়েছে। আর তাদের মধ্যে কিছু রয়েছে, যাদের অ্যাভেটারের সাথে জ্যাক সরাসরি সম্পর্কিত ছিলো।
* * * * *
এক্সব্লকের মধ্যে, (এজগার্ড)
বিশাল একটা প্লানেটের মতো জায়গা যেখানে এজগার্ড অবস্থিত। এটা এক্সব্লকের মধ্যে একটা স্পেশাল জায়গা যেটা শুধু উচ্চ লেভেল গডই ব্যবহার করতে পারে, ঠিক এমন জায়গায় এজগার্ড তৈরী হয়েছে। এজগার্ডের বিশাল বড় প্যালেস যেখানে কিং ওডিন রাজ করে। তারই বড় ছেলে গড অফ থান্ডার এ.কে.এ থর খুব মনোযোগ দিয়ে জ্যাককে লক্ষ করে যাচ্ছে। ডিম্যান প্রিন্স অফ গ্রিডের সাথে বেশ কিছু গডের চুক্তি হয়েছে, যাদের মধ্যে থান্ডার গড থর একজন। আর সে অধীর আগ্রহে জ্যাককে দেখে যাচ্ছে। গ্রিড তার চুক্তিকৃত গডদেরকে প্লেয়ারদের পারফরম্যান্স দেখানোর জন্য অনেক সুন্দর একটা সিস্টেম তৈরী করেছে। যার মাধ্যমে সকল গডই সকল প্লেয়ারদের দেখার সুযোগ পাবে। টাওয়ার অফ গ্রিডের সর্বত্র জায়গার মধ্যে গ্রিডের বানানো স্পেশাল কিছু বাঁদর ঘুরে বেরাচ্ছে। যা সব গুলো প্লেয়ারদের উপরে নজর রাখছে। বাঁদর গুলো তাদের চোখে যা দেখছে সেটা ক্যামেরার মতো রেকর্ড হচ্ছে এবং পরে গ্রিড সেটাকে গডদের সাথে লাইভ স্ট্রিমের মাধ্যমে শেয়ার করছে। সকল গড লাইভ স্ট্রিম দেখার মাধ্যমে তাদের পছন্দকৃত প্লেয়ার বেছে নিয়ে থাকে এবং তাদেরকে অ্যাভেটার তৈরী করার জন্য ইনভাইট পাঠায়। যদি কোনো প্লেয়ার সেই গডের ইনভাইট গ্রহন করে থাকে তাহলেই সেই প্লেয়ার সেই গডের অ্যাভেটার হয়ে যায়। এভাবেই সাধারনত গড এবং তাদের অ্যাভেটার সিস্টেম কাজ করে থাকে। যদিও অ্যাভেটার বানানো এতোটাও সহজ নয় যতটা না গ্রিড গডদের সাহায্য করে বানিয়ে দিচ্ছে, তাই তো সকল গড গ্রিডকে আপাতোতো সময়ের জন্য বিশ্বাস করছে আর নিজেদের জন্য সবচেয়ে ভালো অ্যাভেটার বেছে নিচ্ছে।
গড অফ থান্ডার তার কক্ষের মধ্যে শুয়ে শুয়ে গ্রিডের লাইফ স্ট্রিম দেখছিলো। যদিও সে এতোটাও ফ্রি টাইম পায় না, তারপরও বেশ কিছুদিন হলো সে তার জন্য ফ্রি সময় বের করার চেষ্টা করছে। তার কারন, সে অনেক ইন্টারেস্টিং একজনের সাক্ষাত পেয়েছে।
-->>আমি কিছুদিন যাবৎ ভাবছিলাম যে হঠাৎ জ্যাক আমার অ্যাভেটারের ওয়ার্ল্ড থেকে কোথায় গেলো, কিন্তু সে যে এখানে আসবে সেটা কে জানতো। মনে হচ্ছে ছেলেটা তার সকল প্রশ্নের উত্তর আস্তে আস্তে পেয়ে যাবে এখন। কিন্তু আমি তো সরাসরি তাকে ট্রেনিং করানোর জন্য অপেক্ষায় আছি, তাহলে কি আমি ওকে আমার অ্যাভেটার তৈরী করবো? নাকি অন্য কাউকে করে ওর সাহায্য করবো?
থর নিজের মতামত শেয়ার করছিলো, তখনি তার রুমের মধ্যে থরের বাবা কিং ওডিন চলে আসলো। থর তার বাবার উপস্থিতি বুঝতে পারলো, তাই সে চুপ হয়ে গেলো। তার সামনে গোল একটা ক্রিসটাল বল ছিলো, যেটা দিয়ে সে লাইভ স্ট্রিম দেখছিলো। আর এর দ্বারা থর জ্যাককে দেখছিলো। ওডিন সেই ক্রিসটালের মধ্যে তাকিয়ে তার ছেলেকে বলতে লাগলো,
-->>ডেড এনার্জি!(ওডিন)
হঠাৎ ওডিনের কথা শুনে থর চমকে গেলো। যদিও সে একটা কালো এনার্জি জ্যাকের শরীর থেকে লক্ষ করেছিলো একটু পূর্বে, কিন্তু সে এনার্জি ব্যাপারে তেমন দক্ষ না হওয়ায় সেটা কিরকম এনার্জি বা কি ছিলো সেটা বুঝতে পারে নি। কিন্তু তার বাবা একজন ওয়ারগড এবং সেই সাথে উচ্চগডদের মধ্যে শক্তিশালী ম্যাজিক ব্যবহারকারী। তাই এক নজরেই সে বলে দিতে পারবে একজন মানুষ কি রকম এনার্জি ব্যবহার করে।
-->>তাহলে রুলার অফ ডেড।(থর)
-->>যেহেতু ডেড এনার্জি সবাই ব্যবহার করতে পারে না। আর ডেড এনার্জি নিয়ন্ত্রন করার ক্ষমতা একমাত্র ব্লাক ড্রাগনেরই আছে, তাই আপাতোতো বলা যাচ্ছে এই ছেলে লিচ্ এর সাথে সম্পর্কযুক্ত আছে। কিন্তু আমার মনে হয় না সে কোনো কন্ট্রাকে আছে।
-->>হাহাহাহাহাহা। বাবা আপনি নিশ্চয় এটাকে চিনবেন না। কিন্তু আমি এই ছেলেকে আমার অ্যাভেটারের মাধ্যমে খুব কাছ থেকে চিনি, আর আমি বলতে পারি কোনো গডের অ্যাভেটার হলেও ছেলেটা তার লিমিটকে ভাঙতে পারবে।(থর)
ওডিন কিছুটা সিরিয়াস হয়ে গেলো। থর খুব কেয়ারফ্রি ভাবেই কথাটা বলেছিলো, কিন্তু ওডিনের সিরিয়াস চেহারা দেখে সে চুপ হয়ে গেলো।
-->>অলিম্পাস এতোদিন চুপ থাকার পর তারা তাদের চাল চালার চেষ্টা করছে। যেহেতু তুমি এই ডিম্যান প্রিন্সের সাথে সম্পর্কিত আছো তাই সেটার ধার ধরে তারা আমাদের সাথে যুদ্ধ ঘোষনার চেষ্টা করছে।(ওডিন)
-->>কিন্তু অলিম্পাসেও তো....
-->>হ্যা আমি জানি, অলিম্পাসেরও বেশ কিছু গড, তাছাড়া তাদের একজন রুলারও গ্রিডের সাথে সম্পর্কিত রয়েছে। আর আমি এজন্যই বলতেছি কোনো অ্যাভেটার তৈরী না করতে সেখানে।(ওডিন)
থর যদিও চাচ্ছিলো একটা অ্যাভেটার তৈরী করতে, কিন্তু বর্তমান অবস্থা তেমন ভালো না হওয়ায় সে এই চিন্তা ভাবনাটা বাদ দিলো। ওডিন বের হয়ে গেলো থরের রুম থেকে।
-->>আমি বুঝি না, আমার প্রতিটা চিন্তা ভাবনা কিভাবে বুঝে যায় আমার বাপ। যায়হোক আমি আশা করতেছি জ্যাক যেনো কোনো গডের অ্যাভেটার না হয়, এতে করে তার জন্যই ভালো হবে।(থর)
* * * * *
হৃদয় ওরফে হৃদয় টিটান এ.কে.এ হারকিউমাস একটা অচেনা জায়গায় এসেছে। জায়গাটা তার কাছে পরিচিত ছিলো না। তবে আস্তে আস্তে সে এটার সাথে পরিচিত হচ্ছে। হারকিউমাস তার জীবনের অনেক বড় একটা রহস্য জানতে পেরেছে। আর সেটার সন্ধান করতেই সে টাওয়ার একটা মেয়ের কথামতো টাওয়ারের মধ্যে প্রবেশ করেছে। টাওয়ার অফ গ্রিড, যার মধ্যে হারকিউমাস প্রবেশ করেছে সেই রহস্যটায় জানার জন্য।
-->>আমি ভাবতেও পারি নি, আমার সম্পর্কে কোনো ওয়াটার গড এর সাথে হবে, বরং নিজেই এতোদিন ওয়াটার গড মনে করা আমি এখানে অসহায় হয়ে গেলাম।(হৃদয় টিটান)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।