[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:৬২
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
একটা এম্পায়ার পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সে একের পর এক যুদ্ধের মাধ্যমে ওয়ার্ল্ডের সমস্ত জায়গাকে দখল করে নিয়েছে। শুধুমাত্র একটা জায়গা তার জন্য ব্যতীত ছিলো। ব্যতীত জায়গাটা একটা ছোট কিংডম ছাড়া কিছুই না। পুরো ওয়ার্ল্ডের মধ্যে শুধু এই একটা কিংডম ছিলো যেটাকে সবথেকে দুর্বল ধারনা করা হতো বা হয়। আর এজন্যই রুলিং এম্পায়ার সেই জায়গাটাকে সব থেকে শেষের জন্য রেখে দিয়েছিলো। কিন্তু কে জানতো যে জায়গাকে এম্পেরর সবথেকে দুর্বল এবং সহজ মনে করেছিলো সেই জায়গাটায় তার বিনাশের কারন হবে। বিলজবাব যে তার তিন সেনার সাথে পুরো এম্পায়ারের সৈন্যদের একসাথে হারিয়ে ফেলেছে। সেটাকে হারানো বলা যায় না। বরং সেটাকে একপক্ষের হত্যাকান্ড বলা যেতে পারে। প্রায় এক নিমিষেই বিলজবাব এবং তার তিন সেনা মিলে এম্পায়ারের এক কোটি প্লাস মানুষকে হত্যা করে পেলে, যাদের মধ্য থেকে একজনও বেঁচে ফিরতে পারে নি। আর এই কাজের মাধ্যমেই সেই ওয়ার্ল্ডটা পুরো জনশূন্য হয়ে গেলো।
-->>মাস্টার আমাদের কাজ এখানে শেষ, তাহলে কি আমরা ফিরে যাবো?
বিলজবাবের একজন সৈনিক বা এক হিসাবে তার চাকর কথাটা বললো। বিলজবাবের তিন চাকরের মধ্যে সেই সবচেয়ে শক্তিশালী। আর সেই তিনজনের মধ্যে লিডারশীপের দায়িত্ব পালন করে। বিলজবাব তার কথায় কিছুক্ষন চুপ রইলো এবং তারপর সে কথা বলতে লাগলো।
-->>এগুলো আমাদের শরীর না, যেহেতু এই মানুষ গুলো তাদের শরীর ত্যাগ করে আমাদের সামন করেছে তাই আমাদেরও উচিত তাদের শরীরকে সঠিক জায়গায় রেখে দেওয়া।(বিলজবাব)
বিলজবাবের কথা মতো তারা চারজন মিলে সেই অজয়ী কিংডমের মধ্যে প্রবেশ করলো। যেখানে বর্তমানে একটা মানুষও নেই। এই কিংডমের সমস্ত মানুষ মারা গিয়েছে, তারা কোনো শত্রুর বিপক্ষে হত্যা হয় নি, বরং তারা সবাই একত্রে নিজেদের জীবন ত্যাগ করেছিলো ডেভিলদের ডাকার জন্য। যেহেতু তাদের স্যাকরিফাইস অনেক বৃহৎ ছিলো তাই কোনো ডেভিল তাদের ডাক না শুনতে পেলেও তাদের ডাক সোজা একজন ডিম্যান প্রিন্সের কাছে পৌছে যায়, আর তাদের সমস্যার সমাধান করতে বিলজবাব এবং তার তিন চাকর চলে আসে এই ওয়ার্ল্ডে। বিলজবাব এবং বাকি তিনজন তাদের হোস্টের শরীর থেকে বের হলো এবং নিজেদের জায়গা, ডিম্যান ওয়ার্ল্ডে পৌছে গেলো। আর অন্যদিকে জনশূন্য সেই ওয়ার্ল্ডটা পরে রইলো কোনো বুদ্ধিমান প্রানী ছাড়ায়।
* * * * *
এলেক্সের ঘুম ভেঙে গেলো। তার ঘুমটা বেশীক্ষণের ছিলো না। তারপর ও অনেক কিছু সে দেখতে এবং জানতে পেরেছে। এর পূর্বেও সে বিলজবাবের অতীত নিয়ে স্বপ্ন দেখেছে। আর এই স্বপ্ন গুলোর কারন তার হাতের রিং, মানে জিডুরী। এলেক্স যতদূর জানে জিডুরীর সিল হয়ে থাকা স্মৃতি গুলো আস্তে আস্তে খুলছে আর এলেক্স মাঝে মাঝে সেই স্মৃতির কিছুটা অংশ নিয়ে স্বপ্ন দেখে। এতে করে আস্তে আস্তে বিলজবাব কিরকম জীবন কাটিয়েছে সেটা এলেক্স বুঝতে পারছে, সেই সাথে বিলজবাবের অতীত সম্পর্কেও এলেক্সের কিছুটা ধারনা হচ্ছে। কিন্তু এই স্মৃতি গুলে এলেক্সকে কেনো দেখানো হচ্ছে সেই ব্যাপারে সে কিছুই জানে না।
এলেক্স উঠে বসলো। স্বপ্নের দেখা অনেক কিছুই তার জন্য নতুন ছিলো, কিন্তু বেশ কিছুর উত্তর সে পেয়েছে। যেহেতু রুলার অফ ডেড লিচ্ দ্যা আনডেড এর আংশিক স্মৃতি তার মধ্যে রয়েছে তাই সে কিছুটা জানতে পেরেছিলো পূর্বেই। তার জ্ঞান অনুযায়ী, শুধুমাত্র গডরা অ্যাভেটার তৈরী করতে পারে, তাঁদের তৈরী অ্যাভেটারে শরীর যেকেনো সময়ে তারা প্রজেস করতে পারে। অন্যদিকে ডিম্যান এবং ডেভিলদের মধ্যে গড মাত্র একজনই হয়ে থাকে যে ডিম্যান কিং নিজে, আর এজন্য তাদের জন্য আলাদা একটা সুযোগ রয়েছে যেটা শুধু তারা নিজেরাই ব্যবহার করতে পারে। আর সেটা হলো ডিম্যান বা ডেভিল সাম্মনিং। এই সাম্মনিং ব্যবহার করার জন্য বৃহৎ আকারের স্যাকরিফাইসের প্রয়োজন হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ডেভিল বা ডিম্যান অন্য ওয়ার্ল্ডে (হোক সেটা এক্সব্লকের বাইরে) স্যাকরিফাইস কৃত ব্যক্তিদের শরীরকে প্রজেস করতে পারে। এই প্রক্রিয়া অনেকটা গডদের অ্যাভেটারের মতো মনে হলেও সম্পূর্ণ আলাদা এবং ভয়ানক একটা কাজ এটা। গডরা একাধিক অ্যাভেটার তৈরী করতে পারলেও ডেভিল এবং ডিম্যানরা মাত্র একটা হোস্টের শরীরেই প্রবেশ করতে পারবে। এবং সেই সময়ে ডেভিল বা হোস্টের আসল শরীর পুরো ডিফেন্সলেস হয়ে যাবে। তখন কেউ তাদের আসল শরীরকে হত্যা করলে তাদের তৈরী হোস্টের শরীরে চির জীবনের জন্য আটকা থাকবে। আবার যদি হোস্টের শরীরে থাকতে কেউ তাদের হোস্টের শরীরকে হত্যা করে ফেলে তাহলে সেই ডিম্যান বা ডেভিল মারা যাবে। যেখানে একজন গড এই শর্ত থেকে অনেক দূরে।
এলেক্সের কাছে এই বিষয়টা ক্লিয়ার হলো কিন্তু একটা বিষয় তার মাথায় ঢুকলো না।
-->>এতো স্যাকরিফাইস দিয়ে একটা ডেভিলকে ডাকার কি কারন ছিলো? সেখানে একটা গডকে ডাকলে তো তারা তাদের অ্যাভেটার পাঠিয়ে দিতে পারতো।(এলেক্স)
এলেক্সের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখনো। লিচ্ দ্যা আনডেড এর স্মৃতি অনুযায়ী গড একটা বিশেষ টাইটেল। যে কেউ গড হওয়ার ক্ষমতা রাখে না। সব সময় গডের সন্তানই গড হয়, কিংবা অতিরিক্ত ট্যালেন্টেড ব্যক্তিরায় এই টাইটেল অর্জন করতে পারে। এই বলে এমন নয় যে তারাই সমস্ত কিছু সৃষ্টি করার অধিকার রাখে। এটা শুধুমাত্র একটা টাইটেল মাত্র। প্রতিটা ব্যক্তি একটা নির্দিষ্ট লেভেলে পৌছালে বিশেষ কিছু করতে পারে বা করার সুযোগ পায়, তেমনই কেউ গড লেভেল পাওয়ারে পৌছাতে পারলে স্পেশাল কিছু করার সুযোগ পায়। তার মধ্যে তারা কিছু টেরিটোরি(জায়গা) পায়। সেই জায়গা গুলো এক্সব্লকের বাইরের ওয়ার্ল্ড হয়ে থাকে। আর এই ওয়ার্ল্ডগুলোকে দেখাশোনা করার দায়িত্ব এসব গড টাইটেল যুক্ত ব্যক্তিদের হাতেই থাকেই। টাওয়ারের শর্তের কারনে তারা নিজ শরীরে যদিও সেসব জায়গায় নিজ শরীরে নের হতে পারে না, তাই বলে এই নয় যে তারা সেটাকে দূর থেকেই দেখাশোনা করবে।
টাওয়ারের শর্তের কারনে গডরা স্পেশাল এবিলিটি ব্যবহার করতে পারে, যেটা দিয়ে তারা এক্সব্লকের বাইরের ওয়ার্ল্ড গুলো থেকে তাদের অ্যাভেটার তৈরী করে। যারা সেইসব ওয়ার্ল্ডে প্রতিনিধিত্ব করবে। এখন একটা গড মাত্র একটা ওয়ার্ল্ডকে ওবজার্ব করার দায়িত্ব পায় না। বরং যে গড একটা ওয়ার্ল্ডকে দেখাশোনা করার দায়িত্ব পায় ঠিক সেই ওয়ার্ল্ডকে দেখাশোনা করার দায়িত্ব আরো গডরাও পেয়ে থাকে। এরকম করে হাজারো ওয়ার্ল্ডের মধ্যে হাজারো গডের অ্যাভেটার রয়েছে। আবার এমনো কিছু ওয়ার্ল্ড রয়েছে যেখানে একটা মাত্র গড দায়িত্বে ছিলো, কিন্তু তাদের মৃত্যু হয়েছে বা কোনো কারনে তারা সেই ওয়ার্ল্ডের দেখাশোনা করে না। এসব ওয়ার্ল্ডকে গডহীন ওয়ার্ল্ড বলে। যেখানে তুমি বা আপনি যা করো না কেনো, সেটা ঠিক করার জন্য কোনো গডই এগিয়ে আসবে না।
আর এলেক্সের দেখা স্বপ্নের মধ্যে যে ওয়ার্ল্ডে বিলজবাব প্রবেশ করেছিলো সাম্মনিং এর মাধ্যমে, সেখানে কোনো গড ছিলো না বা কোনো গডই সেই ওয়ার্ল্ডের কোনো কাজে নিজের হাত প্রয়োগ করতো না। আর এজন্যই হয়তো সেই ওয়ার্ল্ডের ব্যক্তিরা ডিম্যানদের শরান্নপন্য হয়। যাই হোক এটা মাত্র একটা থিওরি ছিলো এলেক্সের। পুরো বিষয় তার কাছে এখনো ক্লিয়ার না সকল আংশিক স্মৃতির কারনে। এলেক্স উঠে পরলো। আপাতোতো এসব বিষয়ে সে আর ভাবাভাবি করো না। সে তার স্ট্যাটাস অপশন খুলে নিলো। এবং সেটা দেখতে লাগলো।
-->>স্ট্যাটাস।(এলেক্স)
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৮৬
স্ট্রেন্থ : ১৫০
ভাইটালিটি : ৮০
এজিলিটি : ১২৪
স্ট্যােমানা : ৯০
ইন্টেলিজেন্স : ১৭৩
লাক্ : ২২
স্ট্যাট পয়েন্ট: ১৭০
""
""
এলেক্স তার স্ট্যাটকে ভালো ভাবে লক্ষ করতে লাগলো। তার কিছুটা খারাপ লাগছে, কারন তার লক্ষে পৌছাতে হলে এই সব কিছুকে এক সময়ে হারাতে হবে। এলেক্সের ইচ্ছা অনেক ছিলো। যার মধ্যে তার প্রথম চাওয়া ছিলো তার পৃথিবীতে প্রবেশ করা। কিন্তু আপাতোতো এখানে থাকার মাধ্যমে সে পৃথিবীর কথা সম্পূর্ণ ভুলে গিয়েছে। এমন নয় যে সে এই ওয়ার্ল্ডের মায়ার পরে গিয়েছে, বরং তার ইচ্ছা আরো বড়। সে এক্সব্লকের মধ্যে প্রবেশ করতে চাচ্ছে। শুধুমাত্র সেখানে প্রবেশের কোনো উপায় সে জানে না। আর সেটা বের করতে হলে তার প্রথমে ক্লু লাগবে। আর সেই ক্লু সাত ডিম্যান প্রিন্সের মধ্য থেকেই একজন দিতে পারবে।
এলেক্স অনেকদিন হলো একটা বিষয়ে খেয়াল করছিলো না। সে একটা টাইটেল পেয়েছিলো। "প্রোগ্রামার" এটা তার পূর্বের ওয়ার্ল্ড রিলেটেড একটা টাইটেল। হ্যাক নামক স্কিলটা এক কথায় দারুন লেগেছিলো এলেক্সের। তাই এটাও যে দারুন হবে সেটা বলার রাখে না। কিন্তু এলেক্স কিছুটা হতাশ হয়েছিলো প্রথমে। যেহেতি টাইটেলের থেকে একটা প্যাসিভ স্কিল অনেকটা কাজের। কিন্তু সময়ের সাথে টাইটেলের কথা সে ভুলো গিয়েছে। তাই সে এখন সেটাকে একটু দেখতে লাগলো। যেহেতু তার কাছে কিছু সময় রয়েছে এক্সট্রা এখন তাই সে তার ব্যাগ থেকে কিছু খাবার বের করলো। খাবার গুলো সে খেতে লাগলো এবং তার টাইটেল দেখতে লাগলো।
××× টাইটেল ×××
নেইমঃ প্রোগ্রামার
হোস্টের পূর্ব জীবন থেকে নেওয়া একটি টাইটেল। এটি হোস্টকে বিভিন্ন ম্যাজিককে সহজ করতে সাহায্য করবে।
ইফেক্টঃ
১) হোস্ট যেকোনো ম্যাজিককে প্যাটার্নের সাহায্যে বুঝতে পারবে।
২)হোস্ট চাইলে সেই প্যাটার্নগুলোকে নিজের ম্যাজিক দিয়ে মুছতে বা নতুন করে লেখতে পারবে।
৩)????
৪)????
৫)????
"""
"""
এলেক্সের রাগ উঠতে শুরু হলো। সে যে জিনিসকেই বেশী ইন্টারেস্টিং বা ভালো মনে করবে সেই জিনিসের সাথেই প্রশ্নবোধক রয়েছে। কিন্তু একটা জিনিস তার ভালো লাগলো, যেহেতু টাইটেলে পাঁচটা ইফেক্ট রয়েছে তাই এটা অনেক শক্তিশালী টাইটেল সেটা বলার রাখে না। কিন্তু আপাতোতো এলেক্স সেটা ব্যবহার করার মতো সময় আর পেলো না। এলেক্সের কাধের ব্যাগটা একটা সাপ নিয়ে পালিয়ে যেতে লাগলো। এলেক্স খাওয়ার সময় তার ব্যাগ পাশেই রেখে দিয়েছিলো, কিন্তু তার টাইটেল ব্যবহার করার জন্য সে ব্যাগকে গাছের নিচেই রেখে উঠে গিয়েছিলো। আর এমন সময়ই একটা সাধারন সাপ তার ব্যাগ নিয়ে পালাতে শুরু করলো। এলেক্স তার টাইটেল ব্যবহার করা বাদ দিয়ে সেই সাপের মাথা বরাবর তার স্পেল ব্যবহার করলো।
"ডার্ক বুলেট"
এলেক্স নতুন একটা স্পেল তৈরী করেছে। যদিও একটা স্পেল তৈরীর জন্য অনেক বছরের অভিজ্ঞতা এবং পরিশ্রমের প্রয়োজন হয়, কিন্তু এলেক্স সেই স্পেলগুলো খুব সহজেই বানাতে পারছে এবং ব্যবহারও করতে পারছে। এলেক্স তার ইনডেক্স ফিঙ্গার দিয়ে সাপের মাথা বরাবর তাক করলো এবং সেই সময়ে ছোট করে চান্টিং ব্যবহার করলো। আর সেই সময়েই বন্ধুকের গুলির মতো একটা আওয়াজে এলেক্সের আঙ্গুল থেকে একটা কালো গুলির মতো এনার্জি বুলেট বের হলো। যেটা সাপের মাথা বরাবর লাগলো। এক আঘাতেই সাপের মৃত্যু হলো। সাপটা কোনল ছটফট না করেই সেখানে মারা গেলো। ছোট দিঘির সামনেই পরে রইলো সে। আরেকটু হলেই পানিতে প্রবেশ করতো। আর তখন এলেক্সের জন্য তার ব্যাগ উদ্ধার করাটা কিছুটা অসুবিধা হয়ে যেতো।
এলেক্স এগিয়ে গেলো এবং তার ব্যাগটা সে নিয়ে কাধে রাখলো। তার কাছে একটা বিষয় আজব লাগছে। একটা সাপ কখনল কারো ব্যাগ চুরি করতে পারে না। এতেটা বুদ্ধি একটা সাপের হতে পারে না। এখানে কিছু গলমিল রয়েছে বুঝতে পেরে এলেক্স দিঘির পানিতে নিজের মাথা ডুবিয়ে দিতে যাবে ঠিক তখনি একটা মনস্টার তাকে হামলা করলো। একটা লিজার্ড এলেক্সকে আক্রমন করলো। না একটা টিকটিকি নয়, বরং একটা লিজার্ড বলা যায় তাকে। কুমিরের মতো দেখতে বড় একটা প্রানী যেটা মোটেও একটা কুমির নয় আবার কোনো ভাবে সেটাকে টিকটিকিও বলা যাচ্ছে না তার সাইজের কারনে। মনস্টারটার ধারালো দাঁত গুলো দেখা যাচ্ছে, যেটা দিয়ে সে এলেক্সের মাথায় আঘাত করার চেষ্টা করেছিলো। কিন্তু এলেক্সের এজিলিটি বেশী হওয়ার কারনে এলেক্স খুব সহজে সেটার আঘাত থেকে সরে যেতে পেরেছে। এলেক্স তার ইনভেন্টরি থেকে তার ন্যাকরো সোর্ড বের করলো এবং সেটাকে দূর থেকেই নিক্ষেপ করো লিজার্ডটার দিকে। এলেক্স লিজার্ড থেকে দূরে সরে আসার ফলে লিজার্ডটাও পানি থেকে মাটিতে চলে এসেছে। আর সেই সময়েই এলেক্স তার ন্যাকরো সোর্ডকে ঠিক সেটার মাথা বরাবর নিক্ষেপ করে। মনস্টারটা শক্তিশালী হয়েও এলেক্সের লেভেল সেটার থেকে অনেক উপরে, আর সেই সাথে এলেক্সের সোর্ডটাও মারাত্মক। কম শক্তিতে নিক্ষেপ করার ফলে ন্যাকরো সোর্ডটা মনস্টারের মাথায় গিয়ে আটকে গেলো। সোর্ডের স্পেশাল ইফেক্ট কাজ করতে লাগলো। ন্যাকরো সোর্ড মনস্টারের শরীর থেকে এনার্জি এবজোর্ব করে শুধু তার হাড্ডি যুক্ত শরীরকেই সেখানে ফেলে রেখে দিলো।
-->>আমি বুঝতে পারছি জায়গাটার মধ্যে আসলেই কিছু রয়েছে। কিন্তু আমি এভাবেই সেখানে পা দিতে পারবো না।(এলেক্স)
এলেক্স কি করবে ভেবে নিলো। তার চিন্তা ভাবনা এসব সময়ে ভালো করে কাজ করে। একবার সে মাইরার থেকে শুনেছিলো যারা ওয়াটার এট্রিবিউট আনলক করেছে তারা নাকি পানির মধ্যেও শ্বাস নিতে পারে। জিনিসটা কিভাবে হয় সেটা এলেক্স জানে না। তারপরও সেটা চেষ্টা করা খারাপ কোনো ব্যাপার না। যদিও এলেক্স ওয়াটার এট্রিবিউট আনলক করে নি, তারপরও তার কাছে সেটা ব্যবহার করার উপায় তো আছেই।
"ওয়াটার"
এলেক্সের ডাকে তার আনডেড সামন হয়ে তার সামনে চলে আসলো। একজন আনডেড গবলিন যার হাতে কাঠের একটা স্টাফ রয়েছে। স্টাফটা অনেক পুরাতন যার উপরে নীল কালারের একটা প্রায় ভেঙে যাবে এমন একটা স্টোন রয়েছে।
>>মাস্টার আপনি আমাকে ডেকেছেন?<<
এলেক্স আনডেড টার দিকে তাকালো। বেশ আজব নাম সে দিয়েছ তাদের। কিন্তু এখন সেটা দেখার বিষয় না। তার আসল দেখার বিষয় হলো,
-->>আমার আনডেড গুলো ভালো ভাবে কথা বলছে!(এলেক্স অবাক হয়ে)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।