[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৩৮
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(ড্যানজনের প্রথম ফ্লোর)
এক সপ্তাহের ডেড লাইন শেষ হয়েছে। কথা অনুযায়ী আজকে ব্লাক পার্টির বস হান্ট করার কথা ছিলো। যদিও ড্যানজনের মধ্যে দুটো পার্টিকেই সমান শক্তিশালী ভাবা হয়, তারপরও হোয়াইট পার্টিকে অফিসিয়াল ভাবে একটু বেশী শক্তিশালী ধরা হয়। কিন্তু সব কিছুর রেকর্ড হিসাব করলে ব্লাক পার্টি হোয়াইট পার্টির থেকে কোনো অংশে কম না। প্রথম ফ্লোরের নির্দিষ্ট জায়গা অনুযায়ী বস মনস্টার স্পন হয়েছে। ব্লাক পার্টির সদ্য যোগ হওয়া পঞ্চাশজন মেম্বারের সাথে দুজন অভিজ্ঞ প্লেয়ার মিলে মোট বায়ান্ন জনের একটা টিম প্রথম ফ্লোরে প্রবেশ করেছে। অন্যান্য প্লেয়ার কিছু করার পূর্বেই ব্লাক পার্টির সকল সদস্য মিলে ফিল্ড বসকে হত্যা করে ফেলেছে। ব্লাক পার্টি এবং ফিল্ড বসের ফাইট অনেক প্লেয়ারই কাছ এবং দূর থেকে দেখেছে, আর তারা যেটা দেখেছে সেটা নিজ চোখে বিশ্বাস করতে পারে নি। প্রতিটা প্লেয়ার একসাথে এতো দ্রুত এট্যাক করেছে যে বস মনস্টার কিছু করার সুযোগই পায় নি। অন্যান্য পার্টিদের মতো নয় ব্লাক পার্টি। হোয়াইট পার্টি যেমন তিন ধরনের প্লেয়ার নিয়ে পূর্বের সপ্তাহে এই রেইডের জন্য এসেছিলো সেখানে ব্লাক পার্টির থেকে আসা সকল সদস্যই শুধু ড্যামেজ ডিলার। তাদের কোনো ট্যাংক বা সাপোর্টার নেই, এমনকি কোনো ম্যাজও নেই তাদের মধ্যে।
[স্পেশাল নোটঃ (পূর্বের একটা পর্বে আমি প্লেয়ারদের ভাগ করেছিলাম চার ভাগে। ট্যাংক, ড্যামেজ ডিলার, হিলার এবং সাপোর্টার। কিন্তু ভাগ গুলো এরকম না হয়ে এরকম হবে, ট্যাংক, ড্যামেজ ডিলার, সাপোর্টার এবং ম্যাজ।) ধন্যবাদ।]
ব্লাক পার্টির হান্টের মধ্যে যারা বা যে পার্টি এসেছিলো, মানে যারা ভেবেছিলো যে ব্লাক পার্টির হাত থেকেই তারা বস মনস্টারকে হত্যা করে ফেলবে তাদের সবাই আপাতোতো বস মনস্টারের সাথেই ফ্লোরের উপরে শুয়ে আছে। মূলত ব্লাক এবং হোয়াইট পার্টির মধ্যেই কথা হয়েছিলো এই বসের হান্ট নিয়ে। যেহেতু অন্যান্য পার্টি বা প্লেয়ারের সাথে সেটার সম্পর্ক নেই, তাই অনেক নতুন প্লেয়ারই ভেবেছিলো তারা একত্রিত হতে পারলে ব্লাক পার্টির নাকের নিজ দিয়েই হত্যা করতে পারবে বস মনস্টারকে। মূলত তারা এরকম কাজ কখনো করতো না। কিন্তু পূর্বের সপ্তাহে একটা মাক্স পরা ব্যক্তির দুঃসাহসিকতা দেখতে পেয়ে তারাও চেষ্টা করেছিলো। প্রায় একশত এর উপরে নতুন প্লেয়াররা মিলে ব্লাক পার্টির পাশাপাশি বস মনস্টারকে মারার জন্য হামলা করে। কিন্তু তাদের মাটিতে পড়তে বেশী সময় লাগলো না। দুজন অভিজ্ঞ প্লেয়ার বস মনস্টারকে হত্যা না করে তাদের দিকে বসের এগ্রো টেনে সময় নষ্ট করালো কিছুক্ষন। আর এই সময়ে তারা নির্দেশ দিলো।
-->>আমাদের পার্টির নাম শুধু শুধু ব্লাক পার্টি হয় নি। আর আমরা শুধু শুধু শক্তিশালী হয় নি। তোমাদের আসল টেস্ট কি সেটা নিশ্চয় আমাকে বলে দিতে হবে না।
দুজনের একজন জোরে চেঁচিয়ে কথাটা বললো। সবাই ব্লাক পার্টি সম্পর্কে কম বেশী জানলেও তাদের কাছে এরকম তথ্য ছিলো না। আর আগের সপ্তাহে যেহেতু একটা ব্যক্তি হোয়াইট পার্টির বিপক্ষে গিয়েও ঠিক আছে, এজন্যই সবাই আজকে সাহস করে ব্লাক পার্টির বিপক্ষে যাওয়ার চেষ্টা করেছে। একটা ড্যানজনের মধ্যে যদি তারা প্রথম ফ্লোরই শেষ করতে না পারে, তাহলে টাওয়ারের ভিতরে যাওয়ার কোনো সম্ভবনা তাদের নেই। যেহেতু অনেক প্লেয়ার একসাথে এখন প্রথম ফ্লোরে প্রবেশ করে তাই সে অনুযায়ী স্লাইম মনস্টার এখন প্রথম ফ্লোরে পাওয়া যাচ্ছে না। স্লাইম যদিও সহজ হত্যা করার জন্য। কিন্তু তাদের সংখ্যা এখন অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন প্লেয়াররা এক লেভেলে পৌছাতে পারছে না। যদিও কিছু ভাগ্যবানরা এই সময়ে এক লেভেলে পৌছে গিয়েছে বসকে হত্যা করা ছাড়ায়। এজন্যই প্লেয়াররা বসকে হত্যা করার জন্য বড় একটা রিক্স নিয়ে ফেলেছিলো। কিন্তু ব্লাক পার্টির নতুন প্লেয়াররা একসাথে এবং খুব দ্রুত সেসব প্লেয়ারকে নিশ্চুপ করে দেই। বাকিরা দূর থেকে এই দৃশ্য দেখতে লাগলো শুধু। যেহেতু ব্লাক পার্টি সম্পর্কে কেউ তেমন তথ্য বিক্রি করতে চাই না, তাই এরকম কিছু হবে বলে তারা কেউই আশা করে নি। ব্লাক পার্টির প্লেয়াররা সাধারণ প্লেয়ারদের হত্যা করার পর এক এক করে বস মনস্টারের দিকে যেতে লাগলো। এবং এক সাথে তাকে হামলা করে হত্যা করে ফেললো।
-->>আমি ভাবি নি সব প্লেয়াররা এতোটা দুর্বল হবে।(রাজ খান)
-->>দুর্বল তারা নয়, বরং আমাদের আইটেম গুলোর পাওয়ার বেশী হওয়ার ফলে আমরা খুব সহজেই জিততে পেরেছি।(আফিফ চৌধুরী)
-->>তারপরও আমাদের এতো তারাতারি কোনো ফাইট না করেই তারা হেরে যাবে সেটা কে আশা করেছে?(রাজ খান)
-->>চুপ করে থেকে কাজে মনোযোগ দাও, লিডার আমাদের কি বলেছে মনে আছে?(আফিফ চৌধুরী)
-->>হ্যাঁ হ্যাঁ, আমাদের তারাতারি দ্বিতীয় ডোস নিতে হবে। আমার মনে আছে। কিন্তু আমি ভাবি নি একটা কালো গুলির মতো ট্যাবলেট আমাদের এতোটা শক্তিশালী করে দিবে।(রাজ খান)
-->>লিডার কি বলেছে মনে আছে? এই বিষয়ে কারো সাথে কথা না বলতে।(আফিফ চৌধুরী)
-->>হ্যাঁ হ্যাঁ এটাও জানি, আমাদের ব্যতীত অন্য কাউকে বললে সাথে সাথে আমাদের মাথা ফেটে যাবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় আসছে না। ব্লাক পার্টি এরকম একটা জিনিস কিভাবে সংগ্রহ করলো?(রাজ খান)
-->>সেটা সবারই আগ্রহের বিষয়। কিন্তু আমাদের আগ্রহকে আপাতোতো কন্ট্রোলে রাখতে হবে।(আফিফ চৌধুরী)
দুজনে আর কোনো কথা না বলে বাকি সদস্যদের সাথে হেড কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিলো।
* * * * *
(দ্বিতীয় ফ্লোর)
জ্যাক একটা ছোট গুহার মধ্যে বসে আছে। গুহাটা একদম ছোট। ঠিক কার্টুনের বাঘ থাকা গুহার মতোই একটা জায়গা। ভিতরটা তেমন বড় জায়গা না। একদম ছোট একটা জায়গা, বিশজন মানুষ ভিতরে প্রবেশ করলে আর একজনের জন্য জায়গা হবে কিনা সন্দেহ। এই জায়গার মধ্যে জ্যাক এবং জিতু বিশ্রাম নিচ্ছে। জিতুর শরীর ক্লান্ত হওয়ার ফলে সে ঘুমাচ্ছে। আর জ্যাক বসে মেডিটেশন করছে। প্রায় এক সপ্তাহের মতো সময় পার হয়েছে। জ্যাক এবং জিতু এই সময়টা পাগলের মতো মনস্টার হান্ট করেছে। দ্বিতীয় ফ্লোরের মধ্যে আপাতোতো বস মনস্টার ছাড়া একটা মনস্টারও চোখে পরছে না তাদের জন্য। আর এই হান্টের মাধ্যমে জ্যাক এবং জিতু দুজনেই লেভেল ২ এ উঠেছে। এক সপ্তাহের জন্য তারা দুজনেই পাগলের মতো হান্ট করেছে, আর সবটাই ছিলো লেভেল তিন এ উঠার জন্য। কিন্তু লেভেল দুই এ উঠার পর প্রায় পাঁচশত মনস্টার হত্যার পরও জ্যাক তৃতীয় লেভেলে উঠতে পারে নি। জ্যাক যেভাবে যে উপায় ব্যবহার করে মনস্টারদের হান্ট করেছে তাতে করে এতোক্ষনে তার তৃতীয় লেভেলে উঠে যাওয়ার কথা ছিলো। কিন্তু একটা অদৃশ্য বন্ধন তাকে আটকে রেখেছে।
-->>তাহলে আমি যতই চেষ্টা করি, দ্বিতীয় ফ্লোর ক্লিয়ার না করা পর্যন্ত কোনো ভাবেই তৃতীয় লেভেলে উঠতে পারবো না।(জ্যাক)
জ্যাক তার মেডিটেশন থেকে উঠে কথাটা নিজেকেই বললো। জিতু অনেক গভীর ঘুমের মধ্যে। এই এক সপ্তাহ তাদের জন্য একটা জীবন্ত হেল ছিলো। না ঘুমিয়ে শুধু তারা মনস্টার হান্ট করে গিয়েছে। অবশ্য এতো বড় একটা ফ্লোরের মধ্যে তারা এতো কম সময়ে এতো মনস্টার হান্ট করলো কিভাবে এটায় সবার প্রশ্ন তাই না? জ্যাক তার ব্যাগ থেকে একটা আইটেম ব্যবহার করলো। যেটা সে বেশ কয়েকটা ব্যবহার করেছে এই কয়েকদিনে। যেহেতু স্টোর সবার জন্য ড্যানজনের ভিতরে খোলা রয়েছে, তাই যে কেউ যখন ইচ্ছা যেকোনো আইটেম ক্রয় করতে পারে। আর সেই সুবাদেই জ্যাক বেয় কয়েকটা আইটেম ক্রয় করে রেখেলো।
""
""
××× আইটেম ×××
নেইমঃ ফ্লুতে অফ হ্যামেলিন
ইফেক্টঃ
এটা একটা আইটেম যেটা যেকোনো ধরনের লো লেভেল মনস্টার দের নিজের দিকে আকর্ষণ করতে পারে।
""
""
জ্যাক স্টোর থেকে এটা কিনে রেখেছিলো অনেকগুলো। যেহেতু এতো বড় ম্যাপের মধ্যে মনস্টার খোজাটা সমস্যা, তাই জ্যাক এই আইটেম ব্যবহার করে মনস্টার দের নিজের দিকে ডেকেছে। স্টোর থেকে বিভিন্ন ধরনের ট্রাপ এবং আইটেম কেনার মাধ্যমে জ্যাক এই অল্প সময়ে অনেক পরিমাণের মনস্টার হত্যা করতে পেরেছে।
-->>যদিও আমার লেভেল বৃদ্ধি পায় নি, তারপরও আমি অনুভব করতে পারছি আমার শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে সব গুলো মনস্টার হত্যার মাধ্যমে।((জ্যাক)
জ্যাকের এক্সপি ২৪৯৯৯ এ আটকে থাকলেও সে প্রতিটা মনস্টার হত্যা করার পর তাদের এক্সপি পেয়ে থাকে, শুধু সেগুলো তার মোবাইলের ইনফোতে যোগ হয় না।
-->>আর মাত্র এক এক্সপির জন্য আমি আটকে আছি লেভেল তিন থেকে। হয়তো সেটাও খুব তারাতারি পৌঁছে যাবো।(জ্যাক)
জ্যাকের শরীরটাও অনেক ক্লান্ত ছিলো। সে ঘুম দিতে যাবে, কিন্তু তখনি গুহার মধ্যে একটা আশ্চর্যকর জিনিস সে আবিষ্কার করে। এই গুহার মধ্যে সেই প্রথম ব্যক্তি ছিলো না যে প্রবেশ করেছে। একটা ছোট পাথরের পাশে একটা চিঠি ছিলো। যার মধ্যে তেমন কিছু লেখা না থাকলেও যেটা লেখা ছিলো সেটা জ্যাকের অনেক কাজে দিয়েছে।
"সুপার ন্যাচারাল এবং ন্যাচারাল দুটো একত্রিত হয়েছে। তাই এনার্জিও একত্রিত হয়েছে। এই এনার্জিকে নাম দেওয়া হয়েছে সুপার ন্যাচারাল এনার্জি। যেটাকে সংক্ষেপে এস এনার্জিও বলা হয়। সকল ধরনের প্লেয়ারের কাছে এই এনার্জি রয়েছে, শুধু তাদের ব্যবহারের ধরনটা তাদের পাওয়া স্কিলের উপরে নির্ভর করে। এনার্জিটা ন্যাচারাল এনার্জির মতোই কাজ করে, তাই এটা সংগ্রহের উপায়ও একটা, মেডিটেশন। হ্যাঁ, তুমি যে এই চিঠিটা পেয়েছো খুব যত্ন করে রেখে দাও এটা তোমার কাছে। কারন একদিন টাওয়ারের মধ্যে এটায় তোমার অনেক বড় একটা অস্ত্র হতে পারে।
ডোয়ার্ক মল্ট"
উক্ত কথাটায় লেখা ছিলো চিঠির ভিতরে। যেটা পড়ার পর থেকে জ্যাক কিছুটা মেডিটেশন করতে শুরু করেছে। সে জিতুকে কয়েকবার মেডিটেশন করেতে দেখেছিলো টাওয়ারের বাইরে। কিন্তু টাওয়ারের ভিতরে জিতুর মার্শাল আর্ট গুলো স্কিলে রূপ নেওয়ার পর থেকে আর মেডিটেশন করে না। আর জ্যাকেরও বিষয়টা ভালো লাগে না। কিন্তু একটা বিষয় সে খেয়াল করলো তার মেডিটেশনের মাধ্যমে।
-->>আমার মনটা রিফ্রেস হয়ে গিয়েছে।(জ্যাক)
জ্যাক উঠলো, মেডিটেশনের ফলে তার শরীরের স্ট্যামানা এবং কিছু এনার্জি ফিরে এসেছে। তাই সে নিজেকে অনেক চাঙ্গা ফিল করছিলো।
-->>এই ডোয়ার্ক মল্ট কে আমি জানি না, কিন্তু টাওয়ারে প্রবেশ করলে আমার থেকে একটা ধন্যবাদ সে পাবেই। তাহলে বস মনস্টারের কাছে যাওয়ার পূর্বে আরেক রাউন্ড হয়ে যাক এখন।(জ্যাক)
জ্যাক তার কাছে থাকা আরেকটা ফ্লুতে অফ হ্যামেলিন ব্যবহার করলো। এটা এমন একটা ম্যাজিকাল আইটেম যেটা বস মনস্টার বাদে আশে পাশের সকল মনস্টারকে ডেকে আনার ক্ষমতা রাখে। জ্যাক এবং জিতু গুহার মধ্যে প্রবেশ করার পূর্বে চারিদিক দিয়ে বিভিন্ন রকমের ট্রাপ বিছিয়ে রেখেছিলো, যাতে করে তাদের রেস্টের সময় কোনো মনস্টার তাদের উপরে হামলা না করে। সেই সব ট্রাপের ব্যবহার করে জ্যাক এখন কার ডাকা মনস্টারদের হত্যা করার প্লান করলো। প্রত্যেকবারের চেয়ে এবারের হর্ডিটার সংখ্যা তুলনামূলক বেশী ছিলো। জ্যাক ভেবেছিলো সে দ্বিতীয় ফ্লোরের প্রায় অধিকাংশ মনস্টার হত্যা করে ফেলেছে। কিন্তু সে মোটেও আশা করে নি শেষের হর্ডিটা এতো বড় হবে। মনস্টার হর্ডি সাধারণত মনস্টারদের বিশাল দল বদ্ধ হয়ে চলাকে বোঝায়।
জ্যাক দাঁড়িয়ে আছে শুধু যে মনস্টারের বিশাল হর্ডি জ্যাকের দিকে আসছে এমন নয়। দূরে সে কিছু প্লেয়ারদেরও দেখতে পেয়েছিলো। জ্যাক সময় নষ্ট না করে একটা গাছের উপরের ডালে গিয়ে বসলো। আপাতোতো জিতু গুহার মধ্যে ঘুমন্ত আছে আর গুহার মধ্যেও কয়েকটা ট্রাপ থাকায় জ্যাক জিতুর নিরাপত্তা নিয়ে চিন্তা করছে না। গাছের উপরে সে বসে দেখতে লাগলো পরিস্থিতি। জ্যাকে বিছানো ট্রাপের মধ্য থেকে বেশ কিছু ট্রাপ ছিলো যেগুলো মাটিতে গর্ত থাকে, কিন্তু উপর থেকে সে গর্ত বোঝা যায় না। গর্তের ভিতরে ধারালো, সুচালো সুঁইয়ের মতো বস্তুকে মুখ উঁচু করে রাখা হয়েছে, যার সাথে স্পর্শ লাগলেই শরীরের যেকোনো অংশ কেটে যাবে। মনস্টার গুলো ট্রাপ গুলোর কাছে আসতেই সে ট্রপগুলোতে ধরা পরলো। প্রতিটা মনস্টার যারা ট্রাপ গুলোতে ধরা পরলো তারা সেই মুহুর্তেই মারা গেলো। কিছু সংখ্যক নিজের জীবন বাঁচানোর জন্য থেমে গেলো। আর তখনি দেখা গেলো কিছু প্লেয়ারকে
-->>হঠাৎ এতো মনস্টার এক দিকে যাচ্ছে দেখে আমি অনেকটা কৌতূহল হয়েছিলাম। কিন্তু কে জানতো একটা প্লেয়ার তাদের ট্রাপে ফেলার জন্য এখানে ডেকেছিলো।
-->>এইসব ট্রাপ ব্যবহার করে শুধু এক ধরনের প্লেয়ার রাই।
-->>হ্যাঁ আমিও জানি। যারা নিজেরা হান্ট করতে পারে না। তারাই এই পথ বেছে নিয়ে থাকে মনস্টার হান্ট করার।
জ্যাক দাঁড়িয়ে দেখতে লাগলো। মোট সাতজন ব্যক্তি নিচে এসেছে। তারা বেঁচে থাকা মনস্টার গুলোকে হত্যা করতে লাগলো। প্রথমে জ্যাক চাচ্ছিলো বিষয়টাকে পর্যবেক্ষন করতে। কিন্তু কিছুক্ষনের মধ্যেই তার মনোভাব পাল্টে গেলো।
-->>আমি আগে দেখেছিলাম, এরকম প্লেয়ারদের কাছে অনেক দামী দামী আইটেম থাকে।
-->>হ্যা, এদের হত্যা করেও অনেকটা মজা পাওয়া যায়।
-->>সবাই ভালো করে তোমাদের নজর চারিদিকে রাখো। কারন চারপাশ দিয়ে আরো ট্রাপ থাকতে পারে।
-->>তাদের গ্রুপে কোনো মেয়ে থাকলে তো বেশ মজা হবে।
জ্যাক কথাগুলো শুনে আর চুপ থাকতে পারলো না। যদিও তার সাথে কোনো মেয়ে নেই, তারপরও তার নিজের ইজ্জতের প্রতি চিন্তা হতে লাগলো। তাই সে আর দেরী করলো না। কয়েকদিন হলো সে ভালো একটা সিকরেট জানতে পেরেছে। আর সেটা ব্যবহার করার সময় তার হয়ে গিয়েছে।
-->>কালা কুত্তা তোমার ম্যাজিক দেখাও।(জ্যাক)
জ্যাক তার ব্যাগ থেকে কালো ক্রসটা বের করলো। ক্রসটার সিকরেট সে জানতে পেরেছে। যত মনস্টার হত্যা করে তাদের থেকে সেটা ডেড এনার্জি এবজোর্ব করে এবং সেই এনার্জি দ্বারাই জ্যাক সেই ক্রসকে সাধারণ একটা আইটেমের মতোই ব্যবহার করতে পারবে। যদিও জ্যাক এখনো সেটার ব্যবহার দেখি, কিন্তু শুধু এটুকু জানে যে আপাতোতো জ্যাক শুধু তাদেরকে মানুষের উপরেই ব্যবহার করতে পারবে।
-->>আমি কতবার বলবো আমি কোনো কুত্তা বা কুকুর না। আমি একটা জ্যাকেল, এবং গড অফ ডেড।(আনুবিস)
আনুবিস ক্রসের বাইরে থেকে বের হয়ে গেলো এবং জ্যাকের হাত থেকে ক্রস উধাও হয়ে গেলো। আনুবিস হাওয়ার উপরে ভাসতে লাগলো। জ্যাকের উপরে এতো রাগ তার হচ্ছিলো, কিন্তু কিছু করার ছিলো না তার। তাই জ্যাকের কথা মতোই কাজ করতে লাগলো। আনুবিস নিচে নেমে সাতজন প্লেয়ারের সামনে গিয়ে দাঁড়ালো।
-->>এই কালা শালা আবার কে?
-->>কেউ কি জানতো যে সেকেন্ড ফ্লোরে কোনো কুত্তা মনস্টার আছে?
-->>আমি এতো কালো কুত্তা জীবনেও দেখি নাই।
কথা গুলো শুনে আনুবিসের চোখ দুটো লাল হতে শুরু করলো। সে সাথে সাথে তার আসল ফর্মে চলে আসলো। এবার আনুবিসকে দেখতে একটা দৈত্যের মতো লাগছিলো, যার উচ্চতা একটা মাঝারি গাছের সমান হবে। আনুবিসের ডান হাতে একটা পাল্লা চলে আসলো, যেটা মূলত তার একটা ক্ষমতার ভিতরে পরে। এটা দিয়ে সে গডদের ভালো খারাপ দিকও পরিমাপ করতে পারে।
-->>ইউ লট, আমি মোটেও কোনো কুকুর বা কুত্তা নয়। আমি, গড অফ ডেডকে এতো বড় অপমান করার অপরাধে সবাইকে আমার পাল্লায় পরিমাপ করছি।(আনুবিস)
আনুবিস চিল্লিয়ে কথাটা বলতে লাগলো। তার শরীর থেকে ডেড এনার্জি বের হলো যেটা সাত প্লেয়ারের হৃদয়কেই আটকে দিলো। তার কথা বলা তো দূরে থাক, শ্বাসও নিতে পারছিলো না। হঠাৎ তারা সাতজনের শরীরই ধপাস হয়ে মাটিতে পরে গেলো। জ্যাক উপরে থেকে বুঝতে পারলো না কি করলো আনুবিস। কিছুই করতে হয় নি আনুবিসের। সে শুধু কিছুটা এনার্জি তার শরীর থেকে বের করেছে আর তাতেই কাজ শেষ। আনুবিস এবার জ্যাকের দিকে চলে আসলো।
-->>কন্ট্রাক টা না হলে তোমার অবস্থাও এদের মতোই হতো।(আনুবিস)
আনুবিস আর কিছু বললো না। সে ক্রস হয়ে আবারো জ্যাকের হাতের মধ্যে চলে আসলো। কি হলো জ্যাক সেটা প্রশ্ন করতেও পারলো না।
-->>সকল গডদেরই কি এরকম এডিটিউট? যদি এরকমই হয়ে থাকে, তাহলে একটা সময়ে সকল গডদের চাকরি খেয়ে দিবো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।