[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:৬৪
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(রেড ড্যানজন)
এলেক্স বেশ কিছুক্ষন হলো তার ড্যাগারের মাধ্যমে স্কেলেটনদের হত্যা করে যাচ্ছে। একটা আনডেড যতই শক্তিশালী হোক না কেনো, এলেক্সের নিজের আর্মি থাকার কারনে সে তাদের দুর্বল অংশ সম্পর্কে ভালো করেই জানে। স্কেলেটনদের দুর্বল অংশ তাদের মাথা, একটা আনডেড যতই শক্তিশালী হোক না কেনো, তার মাথার অংশটায় তার শরীরের সবচেয়ে দুর্বল অংশ। একটা স্কেলেটন বা অন্য কোনো আনডেড এর শরীরের কোনো অংশ যেমনঃ হাত বা পা কেটে ফেললেও তাদের মৃত্যু হয় না। বরং তারা আনডেড হওয়ার ফলে কোনো ব্যথা অনুভব করে না এবং হাত পা কাটা অবস্থায় ফাইট করতে পারে। যারা কখনো কোনো আনডেড হত্যা করে নি তাদের জন্য এটা অনেক ঝামেলার হতে পারে। কিন্তু এলেক্সের জন্য সেটা মোটেও ঝামেলার নয়। এলেক্স পূর্বের টাওয়ার অফ স্লোথের মধ্যে থাকার সময়ে শেষ ড্যানজনের মধ্যে শত শত স্কেলেটন হত্যা করেছিলো শুধু তার নরমাল ভাঙা ড্যাগারের মাধ্যমেই। আর এখন তো তার কাছে ক্ষমতার অভাব নেই।
এলেক্স তার ড্যাগার দিয়ে একের পর এক স্লাইস দিয়ে স্কেলেটনদের হত্যা করে যাচ্ছে। তার এজিলিটি স্ট্যাটের জন্য সে খুব তারাতাড়ি স্কেলেটন গুলোকে হত্যা করে যাচ্ছে। এলেক্সের কোনো স্পেল বা স্কিল ব্যবহার করতে হচ্ছে না। সে তার এজিলিটি এবং স্ট্রেন্থের মাধ্যমেই সকল স্কেলেটনের মাথাকে কেটে বা মাথার ভিতরে ড্যাগার ঢুকিয়ে দিচ্ছে। আর এই সব কিছু হচ্ছে খুব কম সময়ের মধ্যেই।
-->>তাহলে বাবার দেওয়া ট্রেনিং ভালোই কাজে দিচ্ছে।(এলেক্স)
এলেক্স নিজেই অবাক হচ্ছে, কারন সে কোনো স্কিল বা স্পেল ব্যবহার করছে না। যদিও আগের লাইফে সে শত স্কেলেটন হত্যা করেছে শুধু মাত্র দুটো সাধারণ ড্যাগার দিয়ে, কিন্তু এমন নয় যে তার অবস্থা সব শেষে ভালো ছিলো। একটা স্কেলেটনকে হত্যা করার পরই শরীরের অনেক স্ট্যামানা হারিয়ে যায়, তখন শরীরে অলসতা ঘিরে ধরে। শরীর কিছুটা রেস্ট চাইতে শুরু করে, কিন্তু এলেক্স এখন তার সামনের সকল স্কেলেটনকে একাই হত্যা করেছে আর তার এখনো কোনো রকম অলসতা জাগছে বলে হচ্ছে না। সে তার মুন ড্যাগারকে স্কেলেটন গুলোর উপরে চালিয়েই যাচ্ছে। শক্ত করে ড্যাগারের গ্রিপকে ধরে ড্যাগারের ব্লেডের অংশ কনিষ্ঠ আঙ্গুলের দিককে রেখে দ্রুত ফুটস্পিডের মাধ্যমে এলেক্স প্রতিটা স্কেলেটনের মাথায় আঘাত করছিলো। ড্যাগারের স্পেশাল ইফেক্ট যেহেতু আনডেডের উপরে কাজ করে তাই এলেক্সকে তেমন কিছু করতেই হয় নি। সে শুধু ব্লেডটা নারিয়েছে এবং সেটার মাধ্যমে ড্যাগারটাই তার সকল কাজ করেছে। মুন ড্যাগার যেটার প্রথম ব্যবহারে এজিলিটি স্ট্যাটের মধ্যে ২০ স্ট্যাট যোগ হবে, সেই সাথে যেকোনো মৃত বস্তুকে এবজোর্ব করতে পারে। আর এলেক্সের সামনে যেসব স্কেলেটন রয়েছে, তারা জীবিত কোনো বস্তুর তালিকায় পরে না।
এলেক্সের প্রতিটা স্লাসের মাধ্যমে তার ড্যাগার প্রতিটা স্কেলেটনকে এবজোর্ব করে নিচ্ছিলো। সাধারণত একটা স্কেলেটনকে হত্যা করলে তাদের কঙ্কাল গুলো ফ্লোরের উপরে পরে থাকবে, কিন্তু এখন সেরকম কিছু হচ্ছে না। এলেক্সের মুন ড্যাগারের সংস্পর্শে আসার সাথে সাথেই স্কেলেটন গুলো ড্যাগারের দ্বারা এবজোর্ব হতে শুরু করে। এলেক্সের সামনে যতগুলো স্কেলেটন ছিলো তার সবগুলোই প্রায় শেষ। সে তার লাস্ট এট্যাকও শেষ করলো। বাম পায়ে ভর দিয়ে সে স্লিপ কেটে সামনে দিকে গিয়ে একটা স্কেলেটনের বুক বরাবর একটা স্লাইস দিলো। তার স্লাইসের ফলে স্কেলেটনটা ড্যাগারের দ্বারা এবজোর্ব হতে লাগলো। এলেক্স খেয়াল করেছে, এই মুন ড্যাগার দিয়ে স্কেলেটন এর কোনো অংশে একটা কাট দিলেই সেগুলো এবজোর্ব হতে শুরু করে। আর সেই এবজোর্বশন দুই ভাগে ভাগ হয়ে যায়। অর্ধেক ড্যাগার নিজে গ্রহন করে এবং বাকিটা এলেক্সের কাছে পৌঁছায়।
-->>ডিম্যান প্রিন্স বিলজবাবের কাছে নিশ্চয় খুব সুন্দর খেলনা ছিলো।(এলেক্স)
এলেক্সের সামনে মাত্র একটা স্কেলেটন পরে ছিলো। সে তার হাতের মুন ড্যাগারকে ছুড়ে মারলো সেটার দিকে। স্কেলেটনটার ঠিক মাথা বরাবর গিয়ে লাগলো এবং সেটাকে এবজোর্ব করার শেষে মুন ড্যাগার ফ্লোরের মধ্যে পরে গেলো। ঠিক তখনি এলেক্সের সামনে দুটো নোটিফিকেশন আসলো। যার একটা তার নিজের লেভেল বৃদ্ধি ছিলো এবং অন্যটা মুন ড্যাগার সম্পর্কে ছিলো। এলেক্স তার আনডেড আর্মি এবং মুন ড্যাগারের সাহায্যে দুই বার লেভেল আপ করতে পেরেছে এই ড্যানজনের মধ্যে। যেটা সে কখনো ভাবতেও পারে নি। পিছনে অনেক গুলো মনস্টার সে রেখে এসেছে, সব গুলোই লিজার্ডম্যান ছিলো, যাদের লেভেল কম হওয়ার ফলে এলেক্স তাদের সাথে ফাইট করতে চাই নি। যদিও পঞ্চান্ন লেভেলের স্কেলেটন গুলোও তার ফাইটের যোগ্য না তারপরও স্কেলেটনদের সাথে অতীতের শত্রুতা থাকার কারনে এলেক্স তাদেরকে আনডেড আর্মির জন্য রেখে দেই নি।
-""কমগ্রাজুলেশন মাস্টার, আপনি মুন ড্যাগারের হিডেন একটা ফিচার খুলতে পেরেছেন। মুন ড্যাগার আপনার সাথেই লেভেল আপ হবে।""-
নিজের পক্ষে সম্ভব ছিলো বলে এলেক্স ভাবে নি যে সে একাই কেনো লেভেল আপ করতে পারছে। কিন্তু একটা ড্যাগার যে তার সাথে লেভেল আপ করতে পারবে এটা দেখার পর সে অবাক না হয়ে থাকতে পারলো না। মেসেজে আর কিছু না থাকার কারনে এলেক্সের আগ্রহ বেরে গেলো আরেকটু বেশী। সে ড্যাগারের কাছে গেলো এবং ড্যাগারকে হাত দিয়ে ধরলো। যেহেতু ড্যাগারও তার মতো লেভেল আপ করতে পারবে, তাই নিশ্চয়ই ড্যাগারের স্ট্যাট রয়েছে। আর এলেক্স সেটাকে দেখতে পারবে বলে মনে করছে।
"স্ট্যাটাস"
এলেক্সের ধারনা সঠিক হলো। যদিও একটু অন্যরকম একটা জিনিস তার চোখে পরলো। একসাথে দুটো স্ট্যাটাস তার সামনে আসলো। যার মধ্যে প্রথমটা তার নিজের ছিলো,
××× স্ট্যাটাস ×××
""
""
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৮৮
স্ট্রেন্থ : ১৫০
ভাইটালিটি : ৮০
এজিলিটি : ১২৪
স্ট্যােমানা : ৯০
ইন্টেলিজেন্স : ১৭৩
লাক্ : ২২
স্ট্যাট পয়েন্ট: ১৭০
""
""
প্রথম স্ট্যাটাসের পাশেই আরেকটা স্ট্যাটাস রয়েছে। যেটায় সংক্ষেপে লেখা ছিলো কিছ ডিটেইলস,
××× স্ট্যাটাস ×××
""
""
নেইমঃ মুন
লেভেলঃ ১০
মাস্টারঃ এলেক্স
স্ট্যাটঃ???
""
""
এলেক্স তার ড্যাগারের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষন। সে কল্পনাও করে নি একটা ড্যাগার তার হাতে এতো সহজেই চলে আসবে। এলেক্স খুবই সেন্সিটিভ একটা ব্যক্তি। তাই যখন তার বাবা এই ড্যাগারটা তার জন্মদিন উপলক্ষে তাকে গিফট দিয়েছে তখনি বুঝতে পেরেছে তাদের ফ্যামিলি মোটেও স্বাভাবিক না।
-->>অনেক পূর্বে থেকেই আমার সন্দেহ ছিলো, কারন একজন মাস্টার লেভেলের অ্যালকেমিস্টের ব্যাকগ্রাউন্ড সামান্য একজন কমোনারই হতে পারে না শুধু।(এলেক্স)
এলেক্স এখনো সিওর না কিন্তু যতদূর তার ধারনা তার বাবা মা এই টাওয়ার অফ গ্লাটোনির কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর এলিনের কথা মতে তৃতীয় ব্যক্তি যে টাওয়ার থেকে এসেছিলো তার কাছেই এই ড্যাগার বা বিলজবাবের চতুর্থ চাবি ছিলো।
-->>এখন প্রশ্ন হলো এটা আমার বাবা বা মায়ের কাছে কিভাবে আসলো?(এলেক্স)
এলেক্স প্রশ্ন করেছিলো এলমন্ডকে, এতো দামী একটা ড্যাগার সে কিভাবে পেলো, কিন্তু এলমন্ডের উত্তরটা তেমন আগ্রহের ছিলো না। তার কথা মতে সে হান্টার মিশন গুলো কম্প্লিট করে যে অর্থ পেয়েছিলো তা দিয়েই ক্যাপিটালের সবচেয়ে দামী সোর্ডের দোকান থেকে এটা কিনেছিলো।
-->>সেটা যে কত বড় মিথ্যা ছিলো, এটা আমি ছাড়া যে কেউ বিশ্বাস করে নিতো।(এলেক্স)
আপাতোতো এলেক্স তার এই দুনিয়ার পরিচয়ে বেশী আগ্রহী না হয়ে বর্তমান পরিস্থিতির দিকে মনোযোগ দিলো। যেহেতু সে এই ড্যানজন ক্লিয়ার করলে টাওয়ারে প্রবেশ করবে তাই তখন সে সব কিছু সম্পর্কেই জানতে পারবে। এলেক্স ড্যাগারটা শক্ত করে ধরলো এবং নতুন বিষয়ে মনোযোগ দিলো। তার মাথায় একটা জিনিস অনেক দিন যাবৎ ঘোরপাক খাচ্ছে। আজ পর্যন্ত এলেক্স তিনটা বিলজবাবের চাবি দেখেছে যাদের মধ্য থেকে দুটোরই নিজ নিজ ভাবনা ছিলো। সহজ ভাষায় বলতে গেলে এলেক্সের হাতের রিং এবং এলিনের হাতের ব্রেসলেট দুটোর মধ্যেই বিলজবাবের সিল করা দুজন চাকর রয়েছে। যেহেতু এলেক্স নিজেও তার স্বপ্নের মাধ্যমে জানে যে বিলজবাবের তিনটা চাকর ছিলো তাই এলেক্সের ধারনা তিনটা চাবিরই নিজ নিজ ভাবনা চিন্তা রয়েছে। আর নামের সাথে তুলনা করলে তার হাতের ড্যাগারটা মোটেও সেই তৃতীয় চাবি নয়। তারপরও তিনটা চাবির যেহেতু নিজ নিজ ভাবনা রয়েছে, তাই বাকি দুটোর যে থাকবে না এটা কোনো কথা হতে পারে না। এলেক্স অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু এখনো কোনো কিছুই কাজে দেই নি। জিডুরীর সাথেও কথা বলতে পারে নি এলেক্স এই বিষয়ে।
"জিডুরী নাকি তার গল্প পড়া নিয়ে ব্যস্ত।" (এলেক্স ভাবছে)
এলেক্স সামনে যেতে চাচ্ছিলো, কিন্তু সে তার পিছনের আনডেড আর্মির জন্য অপেক্ষা করছিলো। তারা এক এক করে মনস্টার গুলোকে হত্যা করে সামনের দিকে আসতে শুরু করেছে। আর এলেক্স এই অপেক্ষার মাঝে নতুন কিছু আবিষ্কার করার মাঝে আছে।
-->এই ব্লেডের থেকে তো একটা নরমাল সোর্ডই অনেক দ্রুত এই স্কেলেটন গুলোকে হত্যা করতে পারতো।(এলেক্স)
এলেক্স এর পূর্বের ড্যাগারের সাথে কথা বলার চেষ্টা করেছে। কিন্তু সব গুলো ব্যর্থ ছিলো। যেহেতু অনেক লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়েছিলো, তাই শেষ চেষ্টা করতে সমস্যা কোথায়? এলেক্সের তীর যে ভালো জায়গায় লাগছিলো এটা সে বুঝতে পারছিলো। তার হাতে ড্যাগারটা নরতে শুরু করলো কিছুটা। এলেক্স ভেবেছিলো আরো কিছু রিয়াকশন দেখতে পারবে, কিন্তু তেমন কিছু হলো না দেখে কিছুটা হতাশ হলো। এলেক্স হাটা শুরু করলো, যেহেতু তার আনডেড গুলো চলে এসেছে, তাই তার এখানে দাঁড়ানোর কোনো মানে হয় না। সে তার পাঁচ আনডেডের সাথে হেঁটে হেটে ড্যানজনের আরো গভীরে যেতে লাগলো।
* * * * *
অন্যদিকে এলিন, মাইরা, ডুফেস, জেয়াব, এবা, জেবা, স্নেরা এবং এনরি মিলে একটা ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে। তাদের প্রবেশ করা ড্যানজনটা একটা হলুদ ড্যানজন। আটজনের মধ্যে এলিন তার ফিনিক্সের জ্ঞানের সাহায্যে খুব তারাতারি একটা হলুদ ড্যানজন খুজে পেয়েছে। চার ধরনের ড্যানজনের মধ্যে সবচেয়ে কঠিন ড্যানজন হলো লাল ড্যানজন এবং তারপরে হলুদ ড্যানজন। একটা হলুদ ড্যানজন ক্লিয়ার করার জন্য কমপক্ষে পাঁচশত লোকের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় এক হাজার মানুষ মিলেও একটা হলুদ ড্যানজন ক্লিয়ার করা সহজ হয় না। এজন্য টাওয়ারের টেস্ট গ্রাউন্ডে প্রবেশের সময় বিভিন্ন কিংডম এবং এম্পায়ার থেকে সবাই লোকজন রিক্রুট করছিলো। একটা ড্যানজন ক্লিয়ার করতে হলে অনেক লোকজনের প্রয়োজন হয়। কারন ড্যানজনের মধ্যে অসংখ্য মনস্টার থাকে।
আর যেখানে কমপক্ষে এক হাজার মানুষের প্রয়োজন হয় একটা হলুদ ড্যানজন ক্লিয়ার করার জন্য। সেখানে আটজন ছোট ছোট ছেলে মেয়ে প্রবেশ করেছে একটা হলুদ ড্যানজন ক্লিয়ার করার জন্য। অবশ্য তারা কেউই জানতো না যে তাদের প্রবেশ করা ড্যানজনটা একটা হলুদ ড্যানজন হবে। টেস্ট গ্রাউন্ডে প্রবেশের পূর্বে একাডেমি থেকে কিছু সাধারণ জ্ঞান সবাইকেই দিয়েছে। টেস্ট গ্রাউন্ডের মধ্যে একশত ড্যানজন রয়েছে, যাদের মধ্যে সবুজ, নীল, হলুদ এবং লাল। এই চার ড্যানজনের বাইরে থেকে বোঝা যাবে না যে সেটা কোন রঙের ড্যানজন। কিন্তু সেসব ড্যানজনের মধ্যে প্রবেশ করলে তাদের রঙ গুলো বোঝা যায়। ড্যানজনের মধ্যে প্রবেশ করলে ভিতরে একটা আলোক রশ্মি দেখা যায়। যেটা ড্যানজনের রঙ বোঝায়। আর সেটা দেখেই আটজন বুঝতে পেরেছে তাদের প্রবেশ করা ড্যানজনটা হলুদ ড্যানজন ছিলো।
-->>এতো সহজে একটা ড্যানজন পেয়ে আমার সুখের অন্ত ছিলো না। কিন্তু আমাদের ভাগ্য এতোটা খারাপ হবে সেটা কে জানতো।(জেয়াব)
-->>এখনো সময় আছে, চলো আমরা বের হয়ে যায়। আমি এখনি মরতে চাই না।(ডুফেস)
-->>কি ভিতুর মতো কথা বলতেছো তোমরা। একাডেমি থেকে আমাদের কি বলেছে মনে নাই?(মাইরা)
-->>হ্যা, কিন্তু বাকি সবাই নিজেদের মতো টিম বানিয়ে সবুজ ড্যানজন খোজার চেষ্টা করছিলো, আর আমরা সেখানে একটা হলুদ ড্যানজন পেয়েছি। আমাদের কি উচিত না বাকিদের জানানো এবং এখান থেকে বের হয়ে যাওয়া।(ডুফেস)
-->>তুমি মনে হয় ভালো করে মনোযোগ দিয়ে শুনো নি একাডেমির শিক্ষকদের কথা। তাদের কথা মতে, আমরা যথেষ্ট শক্তিশালী একটা নীল ড্যানজন ক্লিয়ার করার জন্য। যেহেতু একটা হলুদ ড্যানজনের মধ্যে প্রবেশ করেছি আমরা, তাই আমাদের সাবধানে থাকতে হবে।(মাইরা)
-->>তোমরা কি সিওর যে এলেক্স ঠিক থাকবে?(স্নেরা)
স্নেরার কথায় সবাই তাদের হাটা থেকে থামলো। আগেও এলেক্সকে নিয়ে কথা হয়েছে, তাই আবারো তাদের মধ্যে কথা হতে লাগলো। এলিন বাদে সবাই এলেক্সের সুরক্ষা নিয়ে চিন্তা করছে। যদিও এলিন এলেক্সের সুরক্ষা নিয়ে চিন্তা করছে না, কিন্তু তার কথা উঠাতে সে তাকে মিস করতে লাগলো। সবাই কিছুক্ষন চুপ রইলো। এলেক্সের অভিনয়ের ফলে সবাই এলেক্সকে দুর্বল মনে করেছে। যেহেতু ডার্ক এট্রিবিউট সবচেয়ে দুর্বল। একজন ডার্ক এট্রিবিউটর এট্যাক স্পেল ব্যবহার করতে চাইলে তাকে কমপক্ষে দশ বছরের জন্য ট্রেনিং করতে হবে। সেখানে ডিমনিক ফরেস্টের ট্রেনিং এর মধ্যে একবারও কোনো স্পেল ব্যবহার করতে দেখে নি এলেক্সকে তারা। যদিও এলেক্স শক্তিশালী ফায়ার এট্রিবিউট আনলক করেছে, তারপরও এটা নিয়ে ট্রেনিং এর অভিজ্ঞতা নেই এলেক্সের। তার জন্যই সবাই এলেক্সকে নিয়ে চিন্তা করছে। কিন্তু আপাতোতো তাদের চিন্তা এক পাশে রেখে সবাই ফাইটের জন্য তৈরী হলো।
-->>সবাই রেডি হও, আমাদের সামনের মনস্টার গুলো স্পাইডার। ডিমনিক ফরেস্টের অভিজ্ঞতা অনুযায়ী এদের সাথে কিভাবে লড়তে হবে সেটা ভালো করেই জানি আমরা।(মাইরা)
-->>ডুফেস এবং জেয়াব সামনে রেডি থাকো, এলিন, আমি, এবা এবং জেবা সাপোর্ট দিবো তোমাদের দুজনকে। স্নেরা এবং এনরি তোমরা পিছনে থেকে হিলিং ব্যবহার করবে ডুফেস এবং জেয়াবের উপরে।(মাইরা)
মাইরা পরিস্থিতি সাথে সাথে কন্ট্রোলে নিয়ে আসলো। যেহেতু সবাই মিলে তাকেই টিম লিডার তৈরী করেছে, তাই তার কথা মতোই সবাই কাজ করতে লাগলো।
-->>তাহলে আমাদের প্রথম ড্যানজনটা একটা হলুদ ড্যানজনই হবে। কিন্তু মনস্টার গুলো শক্তিশালী হতে শুরু করলে আমরা বেরিয়ে যাবো।(মাইরা)
* * * * *
(টাওয়ারের মধ্যে)
বিশাল একটা প্যালেসের মধ্যে,
একটা সভা বসেছে, যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হয়েছে। প্রধান চেয়ারে বসে আছে কিংডমের মিনিস্টার, যে আপাতোতো এই কিংডমের লিডার হিসাবেই পরিচিত। তাদের সভায় অনেক গুরুত্বপূর্ণ কথা বার্তা হচ্ছিলো, কিন্তু মুহূর্তে সে সব কথা বার্তা বন্ধ হয়ে গেলো। কারন সভার মধ্যে দুজন ব্যক্তি প্রবেশ করেছে। দুজনের একজন মারিয়া অন্যজন এলমন্ড।
-->>হ্যালো ব্রাদার।(মারিয়া)
মারিয়া কথাটা অনেকটা সম্মানের সাথেই বললো। তার কথার সাথে সাথে সবাই তাদের বসা আসন ছেড়ে উঠে দাঁড়ালো। মিনিস্টার সহ বাকি সবাই তাদের এক পায়ের হাঁটুতে ভর করে দাঁড়ালো। তারা সম্মান জানাতে লাগলো। ঠিক যেভাবে একজন প্রজা তাদের কিংকে সম্মান করে ঠিক সেভাবেই সবাই সম্মান জানাতে লাগলো।
-->>ওয়েলকাম মাই কুইন।(সবাই একসাথে)
সবাই মারিয়াকে সম্মান জানাতে লাগলো। এলমন্ড যে এতোক্ষন মারিয়ার সামনে দাঁড়িয়ে ছিলো, সে নিজেও এক হাঁটুতে ভর করে মারিয়াকে সম্মান জানাচ্ছিলো। যেহেতু মারিয়া নিজেই এই কিংডমের কুইন, তাই অফিসিয়াল ভাবে সবাইকেই সম্মান জানাতে হবে। এটা একটা বাধ্যতামূলক নিয়ম।
-->>সবাই উঠে দাঁড়ান।(মারিয়া)
এতোক্ষনে অনেক কথা বার্তা হলেও মারিয়ার সামনে এখন সবাই চুপ, সবাই অপেক্ষা করছিলো প্রথমে তাদের কুইনে মুখ থেকে কিছু শোনার, কারন তাদের মনের মধ্যেও নানা প্রশ্ন করার ছিলো তাদের কুইনকে।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।